এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৩ | 72.83.210.50
  • ই কি ! সেইসব গপ্পো হলেও সত্যি ঘটনা তো আমি কবে লিখে দিয়েছি এখানে । অভ্যু পড়ে নাই ? কোন এক ভুতুড়ে টই ছিল বোধহয়।
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:০২ | 75.53.204.181
  • হোমি ভাবার ফোনের গল্পটা তো বোধহয় পাইই বলেছিল এখানে।

    টিম বাক্স করে লুচি খিচুরি এনেছ?
  • A | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:০২ | 97.81.105.204
  • চেন কি হবে?
  • A | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:০০ | 97.81.105.204
  • আর একাই খাচ্ছিস না রুম্মেট আছে?
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:০০ | 173.26.17.106
  • শিকাগো আসার সময় একটা স্নোমোবিল আনতে ভুলো না- আর একটা মোটা চেনঃ)
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:০০ | 97.81.105.204
  • এ সব আনলি কি করে? পুলিশে ধরে নি?
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৯ | 97.81.105.204
  • আচ্ছা ইপিস্তার নাকি খুব ভূতের ভয়? কিন্তু TIFRএ তো হোমি ভাবাকে মাঝে মাঝে দেখা যায় আর ফোনেও পাওয়া যায়? ইপিস্তা সে সব জানত না?
  • Tim | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৯ | 71.62.121.158
  • খুবই কষ্ট হচ্ছে। পাঁঠার মাংস, ঘুগনি, লুচি, শুকনো খিচুড়ি, দেশ থেকে আনা নতুন গুড়ের তালশাঁস---এইসব দিয়েকোনমতে চালাচ্ছি।
  • Tim | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৬ | 71.62.121.158
  • এক্সপায়ার্ডিম?

    ঘুমোতে যাই। ঃ)
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৫ | 97.81.105.204
  • তা তোরা খাচ্ছিস কি?
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৪ | 97.81.105.204
  • ডিম এক্সপায়ার করেছিল। মুর্গি তো করে নি?
  • Tim | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৪ | 71.62.121.158
  • দিতেও পারে, কিজানি। দিলেও কি কেউ যেতে পারবে আনতে? স্কি করে যাওয়া যায় অবশ্য।
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৩ | 97.81.105.204
  • আমার একবার শিকাগো যাবার প্ল্যান আছে। এই সেমিস্টারেই। কবে যে যাবো ঠিক করতে পারছি না। এপ্রিলটা নিচ্চয় সেফ হবে।
  • Tim | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫১ | 71.62.121.158
  • এক্সপায়ার করে গেলে আর ঘুরে বেড়াবে কি করে? প্রশান্তমুখে শুয়ে থাকবে তো।
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫১ | 75.53.204.181
  • অভ্যুও কি শুক্কুরবার করে করে ঢুকুঢুকু শুরু করলে? ছি ছি, তোমাকে ভালো ছেলে বলে জানতাম!
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫১ | 173.26.17.106
  • তিমির কদিন কোলকাতায় ঘুরে বায়ু কুপিত হয়েছে!!
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫১ | 97.81.105.204
  • তোদের ওখানে আইসক্রীমে সেল দিচ্ছে?
  • Tim | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৯ | 71.62.121.158
  • দুইই তো মনে হলো, না হলেও খুব কাছাকাছি হবে।
    আমার অবিশ্যি দিব্যি লাগছে। আসছে হপ্তায় নাকি আবার হবে। ঃ)
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৯ | 97.81.105.204
  • সবই সম্ভব। অক্ষ যখন ছোটো তখন একটা গল্প বলেছিলাম এখানে। ২০০১ সালের কথা। এ দেশে তো সব কিছুরই এক্সপায়ারি ডেট থাকে। আমি নতুন এসেছি, হাবা ছেলে, কিছুই জানি না। ডিমের এক্সপায়ারি ডেট পেরিয়ে যাবার পরে একদিন সকালে ফ্রিজ খুলে দেখি কটা বাচ্চা মুর্গী ঘুরে বেড়াচ্ছে।
  • suchetana | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৮ | 122.172.56.249
  • অভ্যু আমাকেও এই মুর্গি কাটার হিসাব শিখিয়ে দাও তো প্লিইইইইজ। আমার সন্তোষপুরের এক মুরগিওয়ালার উপর পোতিসোধ নেওয়ার আছে।
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৮ | 173.26.17.106
  • অভ্যু, পিত্ত পড়েছে!!
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৫ | 173.26.17.106
  • অ্যাঁ!!! দুই হয়ে গেছে?? তোমাদের তো জরুরি অবস্থা চলছে শুঅনছিলাম খবরে..
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৫ | 75.53.204.181
  • তিনটে মুর্গী থেকে ৯৭ পিস!!! প্রতিটি মুর্গী যদি না সাতটা করে বাচ্চা নিয়ে প্রেগন্যান্ট অবস্থায় থাকে, এই কি করে সম্ভব!
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪২ | 97.81.105.204
  • না হে, আমি মোটেই নোট ছিঁড়ি না। অন্যের দরকার হলে সাহায্য করি। আমাকে দেখেই গিরীশ মহাপাত্র ইন্সপায়ার্ড হয়েছিল।
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪১ | 97.81.105.204
  • হাসবেন না। এই হিসেব মিলিয়ে কি করে বাজার করতে হয় সেটা আই এস আইয়ের ছেলেদের কাছ থেকে শেখা উচিত। আমি তিনটে মুর্গি কিনে বলতাম ৯৭ পিস (হোয়াটেভার) হবে। বনহুগলীর মুর্গীওলারা ঠিক ততো গুলো পিসই করে দিত।

    তার থেকে বেটার গল্প TIFRএ।
    এক গাদা ছেলে VSRP করতে গেছে। আর গোটা পাঁচেক ছেলে গেছে ম্যাথ্‌স অলিম্পিয়াডের কোর্স করতে (NBHM)। খাবার তো সবার এক সঙ্গে ওয়েস্ট ক্যান্টিনে। ঐ পাঁচটা ছেলের খাবার ফ্রী। বাকিদের পয়সা দিতে হয়। দেখা গেল, ঐ ছেলেরা ২ টার খাবার কিনছে সবাই, আর বাকি পাঁচ জন মিনিমাম ৫০ (সেটা অনেএএএএক)। তারপর সবাই এক টেবিলে। ক দিন এ রকম চলার পর সবার টনক নড়ল। তখন নিয়ম হল ঐ পাঁচ জনের ২০ টাকা পজ্জন্ত ফ্রী, তার বেশি হলে সেটা নিজেকে দিতে হবে। তো ব্যাটারা কোনো দিন উনিশ টাকার খেত না, রোজ দিন ঠিক কুড়ি টাকারই খাবার কিন্তো হিসেব করে।
  • Tim | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৮ | 71.62.121.158
  • দুই।
    বিরতির পর আবার আসছে, কাল বিকেল অব্দি চলবে। ঃ)
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৭ | 173.26.17.106
  • তিমি,এখন ক ফুট?
  • Tim | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৬ | 71.62.121.158
  • অভ্যু, তুমি কি নোট হারাইয়াছো?
  • suchetana | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৬ | 122.172.56.249
  • অভ্যু, পুরনো সানন্দা পাই কোথা?

    কিন্তু আমার ছেলের কি এমনটি হওয়ার কথা ছিলো আকা? এই জন্যই কি লক্ষ লক্ষ টাকা দিয়ে বুর্জোয়া স্কুলে পড়াই! কোথায় যে কখন বিপ্লবের বীজ বোনা হয়ে যায়!!
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৫ | 75.53.204.181
  • অভ্যু কি মাঝে মাঝেই নোট ছেঁড়ে ও জোড়ে?
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৩ | 173.26.17.106
  • অভ্যুর বৌ গিয়ে ইস্তক এই হাল হয়েছে- নোটের কারবার ধরেছে!
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩২ | 97.81.105.204
  • আই মিন ভাঙ্গানি লাগবে না। উফ্‌ফ্‌
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩১ | 97.81.105.204
  • লাগবে না
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩১ | 173.26.17.106
  • কমরেড,তাছাড়াও ভেটকি অন্ধজনে আলো দান করে ভুলে যাবেন না,ঠাকুর পাপ দেবে।
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩১ | 97.81.105.204
  • তবে সুচেতনা, আপনি অতো ঝামেলায় যাবেন না। একটু ভালো দেখে সেলোটেপ কিনুন। আর আটানব্বই টাকার বাজার করুন একটা দোকান থেকে। নোটটা দিয়ে বলুন ভাঙ্গানি লাগবে, পুরোটা রেখে দিন। ব্যাস।

    আর যদি সেটাও না চান তাহলে পুরোনো সানন্দা থেকে একই রঙের কাগজ কেটে চিটোন। একদিন রেখে অল্প গরম ইস্ত্রি বুলিয়ে দিন। এবার নিরানব্বই টাকার বাজার করুন।
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৯ | 173.26.17.106
  • কাবলিদা, কিছু মনে করি নি। এখন কেমন আছো?
  • suchetana | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৮ | 122.172.56.249
  • তিব্বত থেকে নয়। ডায়মন্ডহারবার থেকেও নয়।
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৭ | 97.81.105.204
  • ডিরেকশান চাই? কোথা থেকে?
  • suchetana | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৬ | 122.172.56.249
  • অভ্যু, ১নং বাজার কোথায় শিগ্গির বলো।

    অক্ষ, ব্যাংকে দেখিয়েছিলাম, বিস্ফারিত নেত্রে দেখে ফেরত দিয়ে দিলো। ঃ-(
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৬ | 97.81.105.204
  • হ্যাঁ হ্যাঁ আমি ঝগড়ায় খুব উৎসাহী। ডেটাবেস বানানোতেও। কোন কোন ঝগড়া ডকুমেন্ট করতে হবে?
  • Arijit | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৪ | 61.95.144.122
  • এই যে কমরেডগণ - এই ঝগড়াগুলোকে ডকুমেন্টেড ডিবেট ফর্মে করো - মানে ফর্মাল ডকুমেন্টস। সেগুনো পাঠিয়ে দাও। দরকার আছে।
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৩ | 97.81.105.204
  • সেও ডিপেন করে, ১ নম্বর বাজারে ননীদার দোকানে একপিঠে খবর কাগজ চেটানো নোটও চলত।
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:২২ | 75.53.204.181
  • ঃ-))

    এখানে ব্যাংকে নিয়ে নেয়, দেশে ঝামেলা করে বোধহয়?
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:২১ | 97.81.105.204
  • অক্ষ, আমার একটা ঐ রকম দশ টাকার নোট দুটুকরো হয়ে গিয়েছিল। আমি খুব চিন্তায় ছিলাম - কেউ নেবে না। আমার এক বন্ধু বলল অতো ভাবছিস কেন, আমিই নিয়ে নেব। তো সে খুব স্মার্ট ছেলে। আমার মতো ক্যাবলা না। আমি নিশ্চিন্ত হয়ে তাকে দিয়ে দিলাম। দু দিন পরে টাকা ফেরত চাইতে বলে, নেব বলেছিলাম, ফেরত দেব বা বদলে দেব তো বলি নি?
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:২০ | 75.53.204.181
  • আরিয়া হামনে ইয়ার্কি মার রহে থে। তুম লিখ যাও।
  • aka | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৯ | 24.42.203.194
  • কফি হাউসের? ভেটকি আমাদের মানে প্রেসির, মানে পিসিএসের, মানে বামপন্থার, মানে সাম্যের। কফি হাউসের বলিয়া সীমিত করিবেন না কমরেড।
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৮ | 97.81.105.204
  • সব্বাই জেগে?
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৮ | 75.53.204.181
  • দু টুকরো নোট ব্যাংকে নিয়ে গেলে, ওরা নিয়ে নেয় না?
  • aka | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৭ | 24.42.203.194
  • এগুলো কি সুমেরুর মতন হল? আমি সুমেরুর বেশি লেখা পড়ি নি কিন্তু। মাইরি বলছি। তাহলে কাল থেকে অন্যরকম লিখব।
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৭ | 173.26.17.106
  • কোন ভেটকি আজ্জো? কফি হাউসের!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত