এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩৬ | 75.53.204.181
  • একবারে ৬০০ থেকে ৯০০ করাটাও যাচ্ছেতাই!
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩৫ | 69.236.169.214
  • পাঠভবন-এ, মাসে ৯০০ - ভালো। ভেরি রিজনেব্‌ল।
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩২ | 69.236.169.214
  • এই তো, অর্পন বলেই দিল, মাসে ৭৫০-ও আছে ব্যাঙ্গালোরে - ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুল।
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩২ | 75.53.204.181
  • এটা কি খুব ওল্ড স্কুল ভ্যালু যে আমার সামর্থ্য আছে কিন্তু তাও মনে করছি অপ্রয়োজনীয় তাই মিত্র ইনস্টু তে পড়ালাম ছেলেকে ডন বস্কো তে না পড়িয়ে? আমি তো এরকম অনেককে চিনি বছর বছর বিদেশ আসেন কিন্তু দেশে গেলে প্রাইভেট বাসে চড়েন। এরা কিপটে নয়, কি একটা অদ্ভূত ভ্যালুসিস্টেম কাজ করে।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩১ | 204.138.240.254
  • অক্ষদা, আমার বাড়ি যে কন্নড় মহিলা কাজ করেন, তার মেয়েকে মাসে ৭৫০ টাকা দিয়ে পড়ান। জিগ্যেস করাতে বলল মেয়েকে ইংলিশ শেখানোটা জরুরি।
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩১ | 69.236.169.214
  • a_x,
    আরে না, জটিল কিস্যু না। সবরকম অপশন আছে। মাসে ১০০০ থেকে ৬০,০০০। সবাই কি ব্যবসায়ী না আইটিগাইজ...
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩০ | 61.95.144.122
  • এই পাঠভবনই তো তাই। এখন মাসে নশো, গত বছর ছিলো ছশো। বছরে তিনটে সেশন ফি - নশো করে। ব্যাস্‌। শুধু প্রথমবার ভর্তি হওয়ার সময় ওই কুড়ি হাজার। লরেন্সও প্রায় তাই - অ্যাডমিশন ফি নাই শুধু। এক মাস না দু মাসের মাইনে এক্সট্রা। যারা পড়ে তারা আমাদের মতনই ঘরের - বাপ-মায়েরা সবাই মধ্যমেধার মধ্যবয়সী মধ্যবিত্ত - বাসের জন্যে দাঁড়িয়ে থাকার সময় আর বাসে তোলার পরে এট্টু গ্যাঁজানো হয় কিনা, তাতেই বোঝা যায়।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩০ | 204.138.240.254
  • আরে না। সেইসব ইন্টারন্যাশনাল স্কুলের গল্প। পাতিস্যপাতি স্কুলেও (যেমন রেয়ান বা গোপালন) এখন ওই ফি স্ট্রাকচার। লুরুতে।
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৯ | 75.53.204.181
  • জটিল কেস।
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৬ | 59.163.30.5
  • অক্ষ,
    ঐ বাকি বাচ্চাদের সাথে পড়াবো বলেই আমি হাজারি গপ্পো শুনেও পিছিয়ে এসেছি, কারণ আমার ব্যক্তিগত মত, মাটিতে পা রেখে দাঁড়ানো শেখাটা সবচেয়ে বড় শিক্ষা। এখানকার ইন্টার্ন্যাশন্যাল স্কুলের বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে বার্থডে সেলিব্রেট করতে পাঁচ তারা হোটেলে যায়, স্টেটাস মেন্টেন্যান্সেই আসল জোর দেওয়া হয়। এটা আমার নিজের চারপাশের অভিজ্ঞতা।

    অর্পণ,
    বুঝতে পারছি আপনার অবস্থাটা!
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৪ | 204.138.240.254
  • অক্ষদা। দুইজনের রোজগার ধরলে ম্যানেজ হয়ে যায়।

    আর তোমাকে কেউ চাকরি দেবে না। বালাই ষাট! ঃ-)
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৪ | 69.236.169.214
  • *আমার পরিচিত একজন ব্যাঙ্গালোরে থাকত...
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:২২ | 69.236.169.214
  • কিন্তু, থাকে, নন আই-টি চাকরি করে। ২০০৮-এ , ওর তখন ছেলে ক্লাস ফাইভে কোনো প্রাইভেট স্কুলে পড়ত, ইংলিশ মিডিয়াম। আমাকে বলেছিল মাসে ৭৫০ টাকা ফি। বছরের শুরুতে ৪০০০টাকা নেয়।
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:২২ | 75.53.204.181
  • ন্যাড়াবাবু আমার কথা ছাড়েন, আমারে সত্যি কেউ চাকরি দেবেনা, একমাত্র পাঠভবনই দিতে পারে হয়ত (আমার একখান বিএড আছে)। বাকি ব্রিজেস হয় বানানো হয়নি নইলে পোড়ানো হয়েছে। কিন্তু আমারে চাকরি দিলেও তো আমি মাসে ঐ ২০-২৫ হাজার রেঞ্জ হবে বোধহয়, খুব বেশি হলে। তার থেকে ঐ টাকা ক্যামনে দিমু?
  • sinfaut | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:২১ | 203.91.201.55
  • বাচ্চাদের না পড়ানোই ভালো।
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৬ | 61.95.144.122
  • আগে বেশিরভাগ ব্যবসায়ীদের ছেলেমেয়েরা পড়তো। এখন অনেক আইটি গাইজদের ছেলেমেয়েরাও পড়ে। কিন্তু আমি হেরিটেজে গিয়ে দেখেছি - নিজেকে বেখাপ্পা লেগেছে। ইভেন মডার্ন হাই বা লরেটোতে ঢুকলেও নিজেকে বেখাপ্পা লাগে। বরং আমি পাঠভবন বা লরেন্সে নিজেকে ফিট করাতে পারি। একজন মধ্যমেধার মধ্যবয়সী মানুষের মধ্যবিত্ত মানসিকতা;-)
  • nyara | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৬ | 203.110.238.17
  • এই যারা এখানে আড্ডা মারছে, ইনক্লুডিং অক্ষদিদি, তারাই সাধারণতঃ এইসব স্কুলে যায় - উনিশ আর বিশ। কেউ ৪০০০০ দেয়, কেউ এক লাখ দেয়। এখনও অব্দি অবশ্য আমার চেনাশুনো কাউকে TISB (বছরে অ্যাবাউট ৪-৫ লাখ)-তে পড়াতে দেখিনি। দুয়েকজন ভেবেছে বলে শুনেছি।
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৪ | 75.53.204.181
  • কলেজের*
  • nyara | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৩ | 203.110.238.17
  • মাইমা, আমাদের এক বন্ধু অ্যামেরিকা থেকে এসে বছর চারেক ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলে ছেলেকে পড়িয়ে গেল ডিসেম্বরে আবার অ্যামেরিকা ফিরে গেছে। কথা বলতে চাইলে জানাবেন, নম্বর পাঠিয়ে দেব।
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৩ | 75.53.204.181
  • আচ্ছা সিরিয়াসলি এই স্কুলগুলো কারা অ্যাফোর্ড করতে পারে? বাকি বাচ্চারা কোথায় যায়? ধর একটা কলেকের বাংলার রিডার - তার বাচ্চা কোথায় পড়ে? কিম্বা সরকারী চাকুরে মাঝ লেভেলের। আমিও হাঁ হয়ে যাচ্ছি এইরম হাজার হাজার টাকার কথা শুনে!

    মিঠু ইন্ট্যারনশনাল স্কুল কিঞ্চিৎ ট্যাঁশ স্কুল, অনেক এম্ব্যাসিতে কাজ করে এমন জনতার বাচ্চারা পড়ে আর সাধারণত যারা হয়ত আবার ফিরে যাবে এরকম সম্ভাবনা থাকে তাঁদের বাচ্চারা পড়ে। বছর দশেক আগেও প্রচুর বেশি ফিজ ছিল অন্য স্কুলের তুলনায়।
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৩ | 61.95.144.122
  • আমার ছেলে নিউক্যাসলে ইয়ার ওয়ানে পড়তো। ওখানে সেপ্টেম্বরে সেশন শুরু হয়। আমরা ২০০৮-এর মে মাসে এখানে এসেছিলাম। ছেলে পাঠভবনে ক্লাস ওয়ানেই ভর্তি হয়েছে - তখন ওর বয়স ৬+। ওর একটু দুঃখ আছে যে নিউক্যাসলের বন্ধুরা সেই সেপ্টেম্বরেই ইয়ার টু হয়ে গেছিলো।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:১২ | 216.52.215.232
  • ঝিকি - এখানে মানে কোথায়?
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:১০ | 61.95.144.122
  • ঝিকি - সরকার থেকে ৫+-এ ক্লাস ওয়ান বলা আছে, কিন্তু এখনও এক একটা স্কুল এক এক রকম নিয়মে চলে। পাঠভবন, সেন্ট লরেন্স ৬+-এ ওয়ান, জেভিয়ার্স ৫+...কাজেই কোন স্কুলে দেবেন তার ওপর নির্ভর করবে।
  • Jhiki | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৮ | 202.79.203.43
  • আমার ছেলেকে এবার প্লে স্কুল এ দিলাম, ও গত ডিসেমবর এ তিন পুরো করেছে। তো আমি যেখানে থাকি সেখানে ওকে কিছুতেই nursery classadmission দিলো না। ও next educational year (যেতা সুরু হবে জুন ২০১০)এ nursery তে যাবে, মানে ২০১৩ তে grade 1 এ উথবে। দেশে থালেও কি তাই হত? না ও ২০১২ তে Gr 1 এ পড়ে্‌ত পারত?
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৭ | 216.52.215.232
  • স্কুল দিয়ে খুব একটা কিছু আলাদা হবে না। আমিও মানি। সেইজন্যই তো বাড়ির একদম কাছে অ্যাডমিশন চাই। এখন তারাও বছরে পঁচিশ হাজারি হলে কী করা যাবে। ঃ)

    যেটা জানার ছিল ওই সিবিএসসি না আইসিএসসি, কোনটায় গেলে সুবিধে হবে।
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৭ | 69.236.169.214
  • ওহ! আমেরিকা-তে...
    প্রাইভেট স্কুলে রাফলি মাসে ১০০০-২০০০ ডলার।
    এই যেমন, স্যান ফ্র্যানসিসকো বে এরিয়া-র একটি অভিজাত প্রাইভেট স্কুলের রেট -
    http://www.harker.org/page.cfm?p=112
    এটা অবশ্য বেশীর দিকে।
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৬ | 61.95.144.122
  • মামী - তুমি যদি ওখানে প্রাইভেট/গ্রামার স্কুলেই পড়াতে তাহলে কমপ্যারিজনটা ঠিক হত।
  • m | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:০০ | 173.26.17.106
  • এলসিএম, আমি এখানকার প্রাইভেট স্কুলের মাইনের কথা বলছি।
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৮ | 61.95.144.122
  • হুঁ। জিসিএসই - দশ কেলাস, ও লেভেল - বারো কেলাস।
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৭ | 69.236.169.214
  • অরিজিৎ, ও-লেভেল ... এ গুলো কি ইউকে-র ?

    m, ঠিক বুঝলাম নয়, কার থেকে অর্ধেক?
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৭ | 61.95.144.122
  • মামী - তুমি ওখানে গ্রামার স্কুলের কথা বলছো। স্টেট স্কুলগুলো তো ফ্রী। বিলেতেও গ্রামার স্কুলে তাই। সাধারণ লোক স্টেট স্কুলেই পড়ে।
  • kc | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৬ | 213.132.250.2
  • অরবিন্দ আশ্রমের স্কুলটা নেতাজীনগর মোড় থেকে মুর অ্যাভেনিউতে একটু ঢুকেই। ডান হাতে।
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৫ | 61.95.144.122
  • কলকাতার ইন্টারন্যাশনাল স্কুল বিলেতের ও-লেভেল/জিসিএসই নিয়মে।
  • m | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৫ | 173.26.17.106
  • কম কোথায় বল্লাম? এখনকার স্কুলের মাইনের হিসেবে অর্ধেকের একটু কম। সেটাও তো সাংঘাতিক বেশিই মনে হচ্ছে।

    সুচেতনা ,জানিও প্লিজ।
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৪ | 59.163.30.5
  • ও হ্যাঁ, আগের পোস্টে মাসে আটশো লিখেছিলাম, ওটা বছরে হবে!
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৩ | 69.236.169.214
  • পাঠভবন - কুড়ি হাজার!
    ইন্টারন্যশন্যাল স্কুল - এটার কথা শুনেছি। এটা কি? মানে, কোনো আন্তর্জাতিক সিলেবাস বা বোর্ড আছে নাকি?
    ...
    কি দিনকাল...
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৩ | 61.95.144.122
  • অজ্জিনাল অরবিন্দ আশ্রম পুঁদিচ্চেরিতে। কলকাতায় আছে আমাদের ওদিকে - রাণীকুঠি। ওদের ইস্কুল হল ফিউচার ফাউন্ডেশন। ইদানিং বেশ নাম করেছে। পড়ানো অনেকটাই বাইরের মতন। এবং এখানেও মারধোর নিষিদ্ধ।
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৩ | 59.163.30.5
  • কচি বাচ্চাগুলোর উপরে অ্যাতো অত্যাচার সহ্য হয় না ঃ(((, স্কুল দেখে কি হবে শুনি? পড়াবে তো বাড়িতে বাবা-মা, সে সত্তর হাজারিতেই দাও আর যাতেই দাও, তাহলে মিছিমিছি এতো টেনশন কেন নিচ্ছ তোমরা/আপনারা? ঃ))

    আমার মেয়ের প্রথম স্কুলিং বহুদিন বাইরে (জার্মানীতে), ফিরে এসে হাজারো গন্ডা কমপ্লেন, প্রধানতঃ পরিচ্ছন্নতা সংক্রান্ত, তারপরে বুলি হওয়া (ও ডয়েচ আর বাংলা ছাড়া কিছু বলতে বা লিখতে পারতো না, এখানকার CBSE স্কুলে হিন্দী +ইংরাজী ইত্যাদী), পুরানো বন্ধুদের মিস করা ইত্যাদী ঝামেলায় বছরখানেক কাটলো। ওর স্কুল শুরু হয় সকাল সাড়ে সাতটায় আর সন্ধে সাড়ে সাতটায় ও আমার সাথে ঘরে ঢোকে, মাঝের সময়টা ক্রেশে থাকে। প্রথম প্রথম এই দীর্ঘ সময় কিছুতেই বাইরের টয়লেট ইউজ করবে না, অনেক বোঝানো সঙ্কেÄও! যেহেতু নোংরা আর টিস্যু পেপার নেই। আমি দেখলাম এইভাবে চললে অসুস্থ হয়ে পড়বে। তারপর ওকে নিয়ে শহরের বিভিন্ন স্লাম এরিয়া-গুলোয় ঘুরেছি, ইচ্ছা করে দেখিয়েছি, দায়ে পড়লে আমাদের দেশের সাধারণ মানুষকে কি ধরণের টয়লেট-সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয়। সেই তুলনায় স্কুলের বা ক্রেশের টয়লেট তো অনেক ভালো। এইসব করে তার একটু সুমতি হয়েছে, এখন মোটামুটি অ্যাডজাস্ট করে নিয়েছে!
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫২ | 61.95.144.122
  • এগুলো অ্যাডমিশন ফি। এর পরেও হেরিটেজে মাসে দুই টুই হবে, কি আরেট্টু বেশি। সেখানে পাঠভবন ইত্যাদি নশো থেকে হাজার-বারোশো।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫১ | 216.52.215.232
  • অরবিন্দ আশ্রমটা কোথায়?
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫০ | 61.95.144.122
  • এলসিএম - গুল নয়। সিরিয়াস। ইন্টারন্যাশনাল স্কুল বা হেরিটেজে পঞ্চাশ-ষাট কি আরো বেশি। পাঠভবনই নিয়েছিলো কুড়ি, ফিউচার ফাউন্ডেশন (অরবিন্দ আশ্রম) তিরিশ! কিন্তু এই শেষেরগুলোর ক্ষেত্রে এটা ওয়ান টাইম - আর কখনো লাগবে না। হেরিটেজ বা ইন্টারন্যাশনালে বছর বছর নেয় কিনা বলতে পারবো না।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫০ | 216.52.215.232
  • হ্যা। বাড়ির গিন্নির ভোরে উঠতে আমার থেকেও বেশি কষ্ট হয়। ঃ)
  • suchetana | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৭ | 122.172.57.22
  • মিঠু, আমার এক বন্ধুর ছেলে সিআইএসে পড়ে, ওর থেকে খবর নিয়ে তোমাকে জানাবো।
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৭ | 69.236.169.214
  • কিন্তু। এই ভর্তি হতে ৫০,০০০... ... বছরে ৪০,০০০ ফি..., তাও বলছ সেটা কম, শস্তা --- ধুর ! তোমরা গুল মারছ!
  • suchetana | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৫ | 122.172.57.22
  • তোমার থেকে বেশি কষ্ট হবে বাড়ির গিন্নির। ভোর পাঁচটায় উঠে বাচ্চার দুই প্রস্থ স্ন্যাক্স বক্স রেডি করা, আর প্রাতঃরাশে তোমার লুচি তো আছেই। ঃ-)
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৫ | 61.95.144.122
  • আমি ইস্কুলে ঢুকেছিলুম ২৫/- তে, বারো ক্লাস পাশ করলুম তখন ১২৫/- - বেসরকারি স্কুল। ওই সময়েই অন্য অনেক স্কুলে এর তিনগুণ ছিলো। এখন ওই স্কুলে ১১০০/- ঃ-)
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৪ | 69.236.169.214
  • সে কি! এত টাকা কেন?
  • m | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৪ | 173.26.17.106
  • চেনাজানার মধ্যে কেউ ই ওখানে পড়ে না কেনঃ((
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত