এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২২:১৯ | 112.133.206.20
  • টেস্ট!

  • m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২২:১৯ | 173.26.17.106
  • সর্বনাশ!! এ বাড়িওলা বিশেষ সুবিধের হবে বলে মনে হয় নাঃ(
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২২:১৯ | 122.252.231.12
  • বাহ। হাউস ওয়ার্মিং ট্রিট কবে হচ্ছে?
  • Paramita | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২২:১৭ | 122.167.75.247
  • আউটার রিং রোড/সারজাপুর। বাড়িওয়ালা এখানকার চালু স্ট্যান্ডার্ড লিজ এগ্রিমেন্টের(তাও আবার কর্পোরেটের বানানো) প্রতিটা লাইন প্রচুর কাঁটাছেঁড়া করে নিজে লিখতে চেয়েছিলেন।
  • m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২২:০৮ | 173.26.17.106
  • ইউনিক! কেন?
    সে বাড়ি কোথায়?
  • Paramita | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২২:০৪ | 122.167.75.247
  • মনে হচ্ছে হয়েছে। তবে কাল চাবি না পেলে কিচ্ছু বলতে পারছি না। খুব ইউনিক একজন বাড়িওয়ালা পেয়েছি তো।
  • m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২২:০২ | 173.26.17.106
  • পারমিতা, তোমাদের বাড়ি ঠিক হয়ে গেছে?
  • m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২২:০১ | 173.26.17.106
  • * করবেন
  • m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২২:০১ | 173.26.17.106
  • কেসি,
    যদিও ভাবনা আর সিদ্ধান্ত সব সময় হাত ধরাধরি করে চলে না।তবুও আপনি ছেলেকে জেলা স্কুলে ভর্তি করতে জেনে অভিনন্দন।
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২২:০০ | 75.53.204.181
  • ঃ-))
  • Paramita | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২১:৫৭ | 122.167.75.247
  • তা বটে।
  • Paramita | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২১:৫৭ | 122.167.75.247
  • আজ ডিপিএসে মা-বাবা-বাচ্চার ইন্ট্যার‌্যাকশান ছিল। বুধবারের মধ্যে ইন্টারন্যাশনাল না ডিপিএস এই ডিসিশন নিয়ে ফেলে টাকা জমা দিয়ে দিতে হবে। উইকেন্ডে প্রবল ঝড়ের সম্ভাবনা।
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২১:৫৬ | 112.133.206.20
  • কিন্তু সোনি ওয়ার্ল্ডটা তো বহুদিনের।
  • Paramita | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২১:৫০ | 122.167.75.247
  • দীপুর অবস্থা অত খারাপ নয়। দোকানটা খুলেছে ছ মাস হল। তবে আমার একটু ভেতরে শশা পেঁয়াজ জবজবে সস মাখানো জবজবে কাঁচালংকা দেওয়া হুহা রোল ভালো লাগে, বেদুইন টাইপ মাংস সমৃদ্ধ ড্রাই ধরনের রোল অতটা না।
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪৮ | 112.133.206.20
  • আচ্ছা দেখছি। আজ অন্য একটা উইকেট পড়ে গেছে!
  • Paramita | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪৭ | 122.167.75.247
  • অর্পণ, তুমি খোঁজ করছিলে দেখলাম। ফোন নং স্ক্র্যাপিয়েছি।
  • a | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩৯ | 115.117.142.100
  • এই অক দার কতা শুনে একটা কথা মনে পড়ল। উত্তর দিল্লীর এক ক্লায়েন্ট লোকেশনে গেছি, প্রজেক্ট কিক অফের দিন এক পাব্লিক বোঝালো ক্যান্টিন এ জেতে গেলে "নিচের তলায় নেমে একটা গলি দিয়ে গিয়ে একটা সিড়ি চড়ে যেতে হবে"। তো, আমরা সেভাবেই যেতুম

    বেশ মাস কয়েক বাদে, ক্যন্টিনের পাশের গলিটাকে এক্সপ্লোর করে দেখলুম সেটা আমাদের ঘরেই আসে। বেজায় জ্বলেছিল
  • Samik | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩০ | 219.64.11.35
  • আনন্দবাজারে উত্তরবঙ্গের ছবি দ্যাখো ঃ-)

    http://www.anandabazar.com/travel/2010/february/image-gallery.htm

    চার বছর কাটিয়েছি এইসবের মাঝে, একটুও বদলায় নি।
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩০ | 75.53.204.181
  • দীপু তো একেবারে আমাদের মত। আমরা এই বাড়িতে যখন আসি, তখন এই অ্যাপার্টমেন্টটা দেখাতে আমাদের লিজ অফিস থেকে গল্ফ কার্টে করে নিয়ে এল, এসে একটা জায়গায় কার্ট রেখে সিঁড়ি দিয়ে উঠে বাড়িটা দেখলাম। এই বাড়িটাই ভাড়া নেবার পরবর্তী দেড় বছর আমরাও ঠিক ঐ জায়গাতেই গাড়ি রেখে ৩-৪ মিনিট হেঁটে একটা সিঁড়ি বেয়ে আবার ৩-৪ মিনিট হেঁটে বাড়িতে ঢুকি।

    আমার মা এসে কদিন বাদে বলল, তোমরা এই পাশের সিঁড়িটা দিয়ে গিয়ে নীচে রাখনা কেন গাড়ি? আমরা খুব করে বোঝালাম পাশের সিঁড়ি কোথায় যায় কেউ জানেনা। তার নীচের পার্কিং লট আসলে অনেক দূর। মা চলে যাবার পর এখন ওখানেই রাখি, বাড়ি থেকে বেরিয়ে ৩০ সেকেন্ড দূরত্বে।
  • Samik | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২১:১৭ | 219.64.11.35
  • ক্ষিদে পেয়ে গেল। সকাল থেকে কাজিয়েছি মেলা।
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২১:১৫ | 122.252.231.12
  • হ্যা, এক্কেরে মন্দারবাউ। ঃ-)
  • dipu | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২১:১২ | 59.164.190.214
  • যাঃ, এ তো দেখছি আমার বাড়ির কাছেই। দেড় বছর হয়ে গেল, কিসুই চিনলুম না ঃ-(
  • Samik | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২১:০৬ | 219.64.11.35
  • পাই, মেল দেখে একটু উত্তর দিও।
  • Samik | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২১:০২ | 219.64.11.35
  • পাই বা সৈকত কি এখন অনলাইন আছো? কিংবা দীপু? আমারে একবার জিমেলে পিঙাইতে পরবে?
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫৮ | 122.252.231.12
  • না। ভালো বলছ? সোনি ওয়ার্ল্ড তো চিনি।
  • dipu | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫৭ | 59.164.190.214
  • ইন্দিরানগরের একশো ফুটে সোনি ওয়ার্ল্ড কই? কোরমঙ্গলার ১০০ ফুটে সোনি ওয়ার্ল্ড আছে জানি। এই সেদিন গেসলুম, কিন্তু দোকানটা চিনি না। দোকানের নাম কী?
  • nyara | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫৪ | 203.83.248.37
  • অফ ১০০-ফিট রোড। সোনিওয়ার্ল্ডের কাছে।
  • dipu | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫৩ | 59.164.190.214
  • ইন্দিরানগরে কোথায়?
  • nyara | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫০ | 203.83.248.37
  • অর্পণ, এই চাকুম-চুকুম কলকাতা স্টাইল রোল খেয়েছ - ইন্দিরানগরে? বাঙালীর দোকান।
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২০:৪৫ | 122.252.231.12
  • নিবেদিতা?
  • Lama | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২০:৪৫ | 203.99.212.53
  • আহা, এক ব্যাগ শংকর, যেখানে কোথাকার যেন রিসার্চ ইনস্টিটিউট থেকে এক পাত্র সর্দি চুরি হয়েছিল, আর সিঙ্গারাভেলু আয়ার ছিল ভিলেনের নাম।
  • nyara | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩০ | 203.83.248.37
  • ভাল মনে করিয়েছ - শুধু শুধু হরলিক্স খেতে ছোটবেলায় দারুন লাগত। শংকর 'পিকলুর কলকাতা ভ্রমণ'-এ তার নাম দিয়েছিলেন 'রাবড়িচূর্ণ'। খারাপ নয়।
  • Tim | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২০:২১ | 71.62.121.158
  • কাল থ্রিডিতে আভাতার দেখে এলাম।
  • Tim | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২০:২০ | 71.62.121.158
  • ন্যাড়াদা হরলিক্স খাও।
  • Tim | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২০:১৯ | 71.62.121.158
  • বিপ লবি টা আবার কোন লবি? কিরিকেট সংক্রান্ত ?

    আমাদের এখানে দু-ফুট বরফ পড়বে এই নিয়ে লাগাতার তিতিও হপ্তা। সমস্ত রেকর্ড ভেঙ্গে গেছে। আরো হোক! জ্জয়ক্কালী!
  • nyara | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২০:১৭ | 203.83.248.37
  • চা-আলুভাজা, মুড়িমাখা, মাটন রোল আর মোগলাই পরোটা দিয়ে শুক্কুরবারের বিকেলের পিত্তরক্ষা হল। এভাবে যে কিভাবে শরীর রক্ষা হবে কে জানে!
  • aka | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ২০:১০ | 168.26.215.13
  • না না বিপ্লবীদের জন্য। ;) কমরেড অপ্পন যদি নিজেকে বিপ্লবী মনে করেন সে অন্যকথা। ঃ)
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৫৫ | 112.133.206.20
  • ঠিকঠাক ধনতান্ত্রিক ব্যবস্থা উইথ সোশাল সিকিওরিটিজ এলিমেন্টস ফর হ্যাভ-নটস এইটা ইম্পলিমেন্ট করাটাও একটা বিপ্লবের অ্যাজেন্ডা হতে পারে!
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৪৯ | 112.133.206.20
  • এইরে দ্বিতীয় প্যারাটিও আমাকে উদ্দেশ্য করে নাকি!
  • aka | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৩৬ | 168.26.215.13
  • ১। কমরেড অপ্পন, হাতের লেখা নিয়ে এত ছোট থেকে চাপ নেবার কিছু নেই। এখানে আমাকে শিখিয়েছে ওটা নাকি মোটর স্কিল। এক একজনের এক একরকম। সময় হলে ও আপনা আপনি শিখে যাবে। একটু চাপ দিতে হবে কিন্তু একটু বেশি বয়সে দিলেও অসুবিধা নাই। তবে ভর্তির পরীক্ষায় আবশ্যিক হলে চাপটা এখনই দিতে হবে। সাম্পানের ক্ষেত্রে এই চাপ দিতে হয় নি। আমি এখানকার ছোটদের পড়ানোর ভঙ্গি, টিচারদের আন্তরিকতা (অনেকটাই চাকরি রাখতে), এবং এডুকেশন সম্বন্ধে বেসিক জ্ঞানে (সেলেবিলিটি বজায় রাখতে) মুগ্‌ধ।

    ২। আমার পুত্র বাঁদর নয় কিন্তু আবার ঠিক শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্টও নয়। ফিজিকালি একটু অ্যাকটিভ। সেই নিয়ে মাঝে মাঝেই বাড়িতে নোট আসে। কদিন আগে তিনি কাঁচি দিয়ে নিজের চুল কেটে ফেলেছিলেন। টিচার যত্ন করে চুল একটা কাগজে আটকে নোট দিয়ে বলেছিলেন ওকে যেন বোঝাই। মাঝে মাঝেই নোট আসে কিন্তু কথা বলতে গিয়ে দেখেছি কেউই রেগে নেই। আমার মনে হয়েছে টিচার ওকে ভালোবাসে, এবং এটা ওরা সবার জন্যই করে। তাই বিপ্লব টিপ্লব না এনে এমন একটা ধনতান্ত্রিক ব্যবস্থা দিন না যেখানে গ্রসারি বেচেও ছেলেকে এমন একটা স্কুলে পাঠাতে পারব। মাইরি বলছি ইকুয়ালিটি চাই না, উন্নততর জীবন চাই।

    ৩। যাঃ ভুলে গেলাম।
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৯:২৯ | 122.252.231.12
  • আমি মিস করলাম। সন্ধের ট্রাফিক। ঃ(
  • shrabani | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৫৬ | 59.96.160.204
  • দাদা,
    আছেন কেমন?
  • kd | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৫০ | 59.93.214.19
  • কুউউউলঃ)
  • shrabani | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৪৬ | 59.96.160.204
  • দেখলাম।ঃ)
    সামরানের নাম সিম্‌রন লিখেছে। তাও খুব ভালো লাগছিল।
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৩৭ | 61.95.144.122
  • কেডিদা - শনিবার চাপ কম। তাও সওয়া দশটার মধ্যে বেরিয়ে পড়া ভালো। গাড়ি রাখবেন ইনফিনিটি বেঞ্চমার্কের সামনের গলিতে - সিমেন্সের পাশের ফী পার্কিং-এ। এবং ওখান থেকেই হেঁটে যাবেন - কারণ অ্যাডল্যাবস থেকে ওপিয়াম অবধি রাস্তা খোঁড়া।
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৮:২২ | 204.138.240.254
  • আজ সাড়ে ছটা আকাশ বাংলা? দেখি বাড়ি পৌঁছতে পারি কিনা!

    বেরোলাম।
  • kd | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৮:২১ | 59.93.214.19
  • কাল (শনিবার) সকাল সাড়ে এগারোটায় ওএবেলের ঠিক আগের বাড়ীতে(নেটগুরু) পৌঁছতে হবে।

    ১) বাড়ী (পূর্ণ সিনেমা পাড়া) থেকে কখন বেরোনো উচিত?
    ২) গাড়ী কোথায় রাখবো (মোবাইল সহ ড্রাইভার আছে)?
    ৩) কিছুক্ষণ পরে গেলে সুবিধে হবে কি? কতক্ষণ?
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৮:১৬ | 204.138.240.254
  • ক্যাঁচাল। চাকরি চেঞ্জ করলে মনে রাখতে হবে!
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৮:০৮ | 61.95.144.122
  • এত যে নতুন বিল্ডিং হচ্ছে তার অর্ধেকেও বেজমেন্ট পার্কিং নেই। এই টেকনো ইন্ডিয়ার বিল্ডিংটা খুব পুরনো নয়। ইনফিনিটির নতুন দুটোর মধ্যে ওমেগায় জানি না, তবে বেঞ্চমার্কে পার্কিং আছে (বেজমেন্ট নয়, প্রথম দুটো ফ্লোরে) - মাসে ৫০০০/- করে। আমাদের তো ওই বিল্ডিং যাওয়ার কথা চলছিলো - তবে পার্কিং পাবো না শুনেছিলাম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত