এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৭ | 213.132.250.2
  • তখন হনুইতো বাপ্পা নামে লিখত, তাই না?
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:১৬ | 59.163.30.4
  • থ্যাংকু অর্পণ!
    পড়লাম! সবচেয়ে ভালো লাগলো r কে দেওয়া অক্ষের ঝাড় ঃ))
  • kc | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৫০ | 213.132.250.2
  • উনি নাকি এক টিভির অভিনেত্রী কে বিয়ে করেছেন রিসেন্টলি?
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৪৫ | 216.52.215.232
  • কী প্রশ্ন?
  • kc | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৪৪ | 213.132.250.2
  • এদিকে আমি কিছুদিন আগে অশোকবাবুকে নিয়ে একটা প্রশ্ন রাখলাম, কেউ পাত্তাও দিলনা।ঃ(
  • tkn | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৩৯ | 122.173.185.178
  • বসুন্ধরা তো গান গায় জানি। যন্ত্রণা থেকে পাটালি সবই তার স্টকে আছে? আর কি কি চায় সিঁফো?
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৩৮ | 59.163.30.4
  • আমি চিরকাল ইতিহাসে খারাপ ঃ(, আম্মো "গুরুভার" জানিনা!
  • kc | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:২০ | 213.132.250.2
  • 'গুরুভার' ইতিহাস মেঙ্গো পাবলিকের জন্য উন্মুক্ত করার দাবী পেশ করা হল।
  • sinfaut | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:১৫ | 203.91.193.93
  • আমারে খাজুর পাটালি দিও বসুন্ধরা

    আমি চেটে খাব।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:১০ | 216.52.215.232
  • ও!! ঃ-)
  • sinfaut | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:০৯ | 203.91.193.93
  • আমাকে যনত্রনা ্‌ দিও বসুন্ধরা

    আমি     ঘুমোবো।
  • Rajdeep | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:০৯ | 202.79.203.59
  • সেও জানি ;-) এবারের কলি ভাটে একজন কয়েচে !
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৫:০৬ | 216.52.215.232
  • আরে তা না। ঃ-)

    "গুরুভার'-এর একটা ইতিহাস আছে।
  • Rajdeep | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫৬ | 202.79.203.59
  • তাও তো নিকেচে ঃ) বাবুরা যেসব পড়েন মানে ঐ আবাপ-প্রতিদিন এখনও অব্দি লেখে নি ;-)

    শেষে কিনা মধ্যমেধার আজকালই লিখল !! হায় হায় পরাণ যায় জ্বলিয়া রে .......
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৪৮ | 216.52.215.232
  • তাও ভাল "গুরুভার' লেখেনি।
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৪:১৫ | 59.163.30.4
  • অর্পণ,বম্ম,
    থ্যাংকু ঃ))
  • M | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৪:১১ | 59.93.177.231
  • এখন ও অব্ধি বিল্ডিং এক কিন্তু সেকশন আলাদা।
  • M | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৪:১১ | 59.93.177.231
  • পৈলানে IGCSE আরICSE
  • sinfaut | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৪:১১ | 203.91.201.55
  • ও।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৪:০৮ | 204.138.240.254
  • IGCSE
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৪:০৬ | 59.163.30.4
  • ইয়ে মানে, আমি একটু ফিউজড, দেশীয় বোর্ড মানে? international school গুলো দেশীয় বোর্ডের আন্ডারে পড়ে না? CBSE কি ICSE কিচ্ছু না?
  • M | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৪:০৬ | 59.93.177.231
  • এ ব্যাপারেও একটা গুগলি আছে,আমি দেখেছি যে ধরো ম্যাথস ই বলিঃ
    সিলেবাস খুব আলাদা নয়। কিন্তু দেশীয় বোর্ড তোমার মস্তিষ্ক খেয়ে ফেলবে একগাদা জম্পেশ অঙ্ক দিয়ে, কিন্তু ওরা শিখিয়ে দেবে সব কিন্তু চাপ নেই, কারন অযথা কঠিনের বিরোধি।

    সায়েন্স বই দেখলে তুমি খুব মজা পাবে, কিছুই নেই, কিন্তু জানছে অনেক বেশী।

    অথচ দেশীয় বোর্ডের বাচ্চারা জানছে অনেক কিন্তু নিচ্ছে অনেক কম।

    অথচ কিছু আলাদা বিরাট নয়,সিস্টেমটাই আলাদা।

    আমি বুঝিনা একই সিলেবাস দেশীয় পদ্ধতিতে অযথা কঠিন করে দেওয়া হয় কেন?
  • suchetana | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৪:০৪ | 122.172.151.243
  • বলতে ভুলে গেছিলাম ঐ আঞ্চলিক ভাষাগুলো ছাড়াও অতি অবশ্যই হিন্দি এবং কন্নড় নেওয়া যায় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে। ৯৯% ছেলে তাইই নেয়, আমার ছেলের ব্যাচে সবশুদ্ধু ১০টা বাঙালি ছেলে আছে, ও একাই বাংলা নিয়েছে।
  • M | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৪:০২ | 59.93.177.231
  • ওরে নারে,
    ছেলে ভালো মানুষ হবে ভেবে নিজেদের নিঙরোচ্ছিলুম, কিন্তু এখন কেমন ঘাঁটা লাগছে,
    এবার ছেলে বড় হয়ে গেছে, তাই অন্য স্কুলে নিয়ে যাওয়াটা চাপের হয়ে যাচ্ছে।

    কিন্তু সিরিয়াসলি, দেশীয় বোর্ডে আনতে চাইছি কারন কিছু বন্ধু বলছে, বিদেশে পড়তে পাঠাতে চাইলে আফটার গ্রাজুয়েশন ই চালো, আর তাতে খরচ ও কিছু বাঁচে, যদি আদেও পাঠানো সম্ভব হয়।

    আর গ্রাজুয়েশন দেশে করলে দেশীয় সিস্টেম ই ভালো।
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৫৮ | 59.163.30.4
  • বম্ম,
    তুমি কত্তো বড়মহিলা ঃ)) (opp. to বড়লোক!)
  • M | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৫৮ | 59.93.177.231
  • তবে এখন ভেবে দেখলুম, উত্তরে খুব একটা কাজ নাই, কারন আমি তার বদন মনে করতে পাচ্চি না।
  • suchetana | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৫৭ | 122.172.151.243
  • ডিডিদা, আমার ছেলে দিব্যি ঐক্য, বাক্য, মানিক্য পড়ছে, স্কুলে বর্ণপরিচয় দিয়ে শুরু করেছে। থার্ড ল্যাঙ্গুয়েজ সেই ক্লাস ফাইভে গিয়ে শুরু হবে, হয় হিন্দি নয় কন্নড়। ওদের স্কুলে বাংলার পাশাপাশি মালয়ালম, তামিল, তেলেগু, ওড়িয়া, আর খুব সম্ভবতঃ অসমিয়া নেওয়া যায় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আর বিদেশী পাসপোর্টধারীরা ফ্রেঞ্চ আর স্প্যানিশ নিতে পারে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে।
  • M | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৫৬ | 59.93.177.231
  • না সেইটে ভুতু কয়েছিলো এক্কালে,
    আমি ৯০ মাধ্যমিক, তুমি কোন ব্যাচ জানতে চেয়েছিলুম, কারন আমি এগারো বারো বরশেতে, ওখানে সেই তোমাদের স্কুলের কয়েক পিস এয়েছিলো, তাদের একটা সুচেতনা ছিলো মনে হয়।
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৫৩ | 59.163.30.4
  • বলো ব্যায়লার বালিকে, কি জানিতে চাও?

    আমি কিন্তু চন্ডিমেলার পরে আর সেন্ট বোর্শেতে যাই নি, সোজা ঠাকুরপুকুর, ভুতোর বাড়ির পাশে ঃ))

    এটাই কি জানতে চেয়েছিলে?
  • suchetana | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৫১ | 122.172.151.243
  • ফুটকি, ব্যাঙ্গালোরে শুধুমাত্তর বিশপ কটন বয়েজে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা নেওয়া যায়। বিশপ কটন গার্লসে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে পড়া যায় বাংলা, আর বোধহয় বল্ডউইনেও পড়া জায় কিন্তু ঐ থার্ড ল্যাঙ্গুয়েজ।
  • M | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৪৮ | 59.93.177.231
  • এছাড়া তুমি বাড়ীতে যা শেখাতে চাও সব শিখিয়ে দেবে এইসা প্রিতিজ্ঞে করে বটে , তবে করতে গিয়ে চাপ খায়।

    কিন্তু বেশ একটা খোলামেলা চাপ হীন স্কুল।

    আর এটা নতুন স্কুল ও বটে।
  • M | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৪৬ | 59.93.177.231
  • এই দে,
    তোমারে একখান কোচ্চেন রেখেছিলুম।

    আমার ছেলে ক্লাস থ্রী আর ফোর হোস্টেলে ছিলো, তখন ঐ দু ক্লাসের মাসে ষোলো হাজার ছিলো।

    আর এখন ডে বোর্ডার,ক্লাস ফাইভ, এগারো

    তবে ওরা সকালে স্কুলে নিজেদের বাসে নিয়ে যাবে, ব্রেকফাস্ট, মাঝে জুস ব্রেক, লাঞ্চ আর হাই টি দিয়ে ফেরত পাঠায় সন্ধেতে।
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৪৩ | 59.163.30.5
  • সিঁফোকে,
    বোঝো! অ্যাতো আলোচনা তাইলে কি নিয়ে? ঃ)
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৪০ | 59.163.30.5
  • lcm, ঃ))
    বম্ম,
    কতটা কাঁপো এট্টু শুনি! মানে ফিস দিতে গিয়ে ঃ)
  • sinfaut | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৮ | 203.91.201.55
  • রায়ান নাকি রেয়ান ব্যাপারটা কী?
  • M | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৬ | 59.93.177.231
  • মিঠু আর অক্ষকে,
    আমার ছেলে পৈলানে আছে, ইন্টারন্যাশানালে।

    খারাপ নয়।

    ক্যাম্পাস কাঁপিয়ে দেওয়া।

    পড়াশুনা হয়না বলে মনে হয়, মানে চাপ বিহীন,টিচার কিছু করলে অ্যাডমিন থেকে উত্তাল ক্যাল দেবার ব্যবস্থা আছে। তবে ক্লাস প্রতি স্টুডেন্ট কম বলে টিচারের খুব কাছাকাছি কুঁচো গুলো থাকে।

    ওখানে আই সি এস ই ও আছে, সেকশন আলাদা।

    আমি ভাবছি ক্লাস সিক্সে ছেলেকে দেশীয় বোর্ডে নিয়ে আসবো ঐ একই স্কুলে।

    প্রজেক্ট আছে। কিন্তু তা নিয়ে মাথা খারাপ করে দেয় না।

    সবচে বড় ব্যাপার প্যারেন্টসদের কথা বলার জায়গা দেয়।

    তবে ফিস স্ট্রাকচার ও কাঁপিয়ে দেওয়া।

    বিশদে দেখোঃ

  • dd | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩০ | 122.167.34.123
  • বোধয় শুদুমাত্র বল্ডুইন গারল্‌স ইশকুলে থাড ল্যাংগুয়েজে বাংলা পড়ায়। আর কোথ্‌থাও পড়ায় বলে তো শুনি নি, আর সেকেন ল্যাংগুয়েজ হিসেবে তো নয় ই।
  • . | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২৩ | 125.18.104.1
  • প্রশ্নঃ বেঙ্গালুরুতে সেকেন্ড ল্যাঙ্গোয়েজ হিসেবে বাংলার অপশন কোন কোন স্কুলে আছে?
  • lcm | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৪ | 69.236.169.214
  • de,
    প্রবলেম তো নেই। যে কারণে মাসে ৭৫০ টাকার স্কুলে না দিয়ে মাসে ৩০০০ টাকার বাচ্ছকে দিচ্ছে - মোটামুটি একই কারণ দেখিয়ে কিছু জনগণ (খুবই কম সংখ্যায়) মাসে ৪০০০ ছেড়ে মাসে ২৫০০০-এ যাচ্ছে। সেই, ওরা-আমরা। ঃ-)
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৬ | 59.163.30.5
  • অক্ষ,
    ঠিক কথা, পার্সেন্টেজের হিসাবে তো বেশী হবে না, কিন্তু তবু integer value হবে বোধহয়, মোটামুটি মধ্যবিত্ত rangeinternational school গুলোতে যারা পড়ে তারা বোধহয় .00001 % ও হবে কিনা সন্দেহ ঃ((। কিন্তু এই ক্রেজটা বাড়ার প্রধান কারণ তো বাবা-মায়েরাই। সবাই মিলে এতো বেশী তোল্লাই দেয় বলেই না আমাদের দেশে এদের এতো বাড়াবাড়ি! বিদেশে তো এমব্যাসির লোকজন ছাড়া সবাই সাধারণ স্কুলেই পড়ে, তারা কি পড়াশোনা কিছু কম শেখে? আমাদের অ্যাফোর্ড করার এবিলিটি আর সেটা স্ট্যাটাস সিম্বল হিসাবে শো-অফ করার ইচ্ছা -- এই দুটো মিলিয়েই যত প্রবলেমের শুরু!
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৬ | 75.53.204.181
  • এই আলোচনাটাও বেশ ডিপ্রেসিভ।
  • Blank | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪২ | 203.99.212.54
  • ঃ( ঃ( চিরকাল ই জানতুম পড়াশুনো খুব বাজে জিনিস
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪২ | 204.138.240.254
  • ঃ-)
  • nyara | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪১ | 203.110.238.17
  • ব্যাঙ্গালোরে দেখি সব স্কুলই প্রায় নিজেদের নামের পাশে ইন্টরন্যাশনাল জুড়ে দেয়। সকালে মেয়েকে বাসে তুলতে গিয়ে মেয়ের সঙ্গে এটা আমার খেলা - কোন কোন স্কুলের বাস দেখছি। ৯০% ইন্টারন্যাশনাল। রায়ানের বাস তার মধ্যে ৭০%।
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪০ | 61.95.144.122
  • ছশো থেকে নশো করা নিয়ে প্রচুর অবস্থান-বিক্ষোভ ইত্যাদি হয়েছে। আসলে পে কমিশনের রেকোতে টিচারদের মাইনে বাড়ার পরেই স্কুলগুলো টিউশন ফি বাড়িয়েছে - কারণ এই স্কুলগুলো সরকার থেকে কিছু পায় না।

    লরেন্সে একবার আমাদের এক মাসের মাইনে বেশি দিতে বলেছিলো টিচারদের ডিএ দেওয়ার জন্যে।
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩৯ | 75.53.204.181
  • দে, আপনি যেটা বললেন সেটা আমিও ভাবি, ইনফ্যাক্ট খুব বেশি ভাবি এই নিয়ে। মুশকিল হল ঐ মাটিতে দাঁড়ানোর মাটিটা যে সরে সরে যায়। ধরুন পাঠভবনেও যদি পড়ে, সেটাও বা কত পার্সেন্ট পুরো পপুলেশনের?
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩৮ | 204.138.240.254
  • এই অঞ্চলটা নতুন হয়েছে বলে সব কিছু এক্সপেন্সিভ। মাইরি। রাস্তার মোড়ে ফলবিক্রেতা সেও দেশি আপেল রাখে না। সব আপেল নিউজিল্যান্ড থেকে ইম্পোর্ট করা। ১৮০-২০০ টাকা কেজি। ঃ-(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত