এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Paramita | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০২:২২ | 122.167.82.56
  • এই যখন ছোট ছিলাম বক্তব্যটা সবসময় চলে না। এখন ছোট নেই, বাবা মার সোশিও ইকোনমিক অবস্থান আর আমার সম্পূর্ণ আলাদা। এখনকার বাচ্চাদের পারিপার্শ্বিক ও প্লেইং ফিল্ডও বদলে গেছে।
  • Paramita | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০২:১৮ | 122.167.82.56
  • রিস্ক কেন নেব, তার ওপর নির্ভর করছে। নিশচয়ই কোথাও একটা গেইন হবে বলে। সেই গেইনটা কি জানলে আর সেটা হাই প্রায়োরিটি হলে রিস্ক টিস্ক নেওয়াই যায়।
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০২:১৪ | 173.26.17.106
  • ছেলেমেয়েদের জীবন নিয়ে সব দেশে সর্বকালে বাবামারা সেফ খেলে থাকেন- সময় বদলের সঙ্গে ধারনাগুলো বদলেছে এই মাত্র।
  • rimi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০২:১২ | 168.26.215.135
  • পারমিতাদি, এটা ঠিকই বলেছ। উপযুক্ত চ্যালেঞ্জ মানসিক বিকাশের জন্যে দরকার। সেটুকু না থাকলে মুশকিল।
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০২:০৯ | 143.111.109.1
  • এক্স্যাকটলি - আমার বেসিক প্রশ্ন এটাই, আমরা কতটা রিস্ক নিই এবং কতটা সেফ খেলি নিজের সন্তানের জীবন নিয়ে।

    এবার ইতি দিলাম।
  • Du | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০২:০৯ | 65.124.26.7
  • * তেমনি নিখরচার মানেই এই নয় ইগো বেশি হয়েছে বলে ।

    অক্ষর সাথে ক- আদর্শকে ইগো বলা যায় না। আবার সেই আদর্শ সবারই থাকতে হবে সেটাও আশা করা যায় না।
  • rimi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০২:০৭ | 168.26.215.135
  • তবে পাই এর রিপোর্টে যা দেখলাম, তাতে একটা ব্যপার পছন্দ হল না। কোনো টাইমটেবিল নেই, বাচ্চা যখন খুশি যেতে আসতে পারে। কিন্তু নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা ব্যপারটা তাহলে বাচ্চা কি করে শিখবে? বাস্তব জীবনে তো সেটা খুব দরকারী। আর পরীক্ষা ইত্যাদিই বা কি হবে? দেশে থাকলে এক সময় তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতেই হবে?
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০২:০৬ | 173.26.17.106
  • অক্ষ, আমি যে স্কুলে পড়েছি,সেটা আমাদের শহরে মেয়েদের ভালো স্কুল। তবে মাইনে যৎসামান্য ছিলো বলে সেখানে আমার ক্লাশমেট দের কারুর কারুর ঠিক ঐ ব্যাকগ্রাউন্ড ছিলো তো, মফঃস্বলে ওটা খুব চমকে যাবার মত কিছু নয়।এখানে যারা ছোট শহরের স্কুল থেকে এসেছে তারা সবাই সম্ভবত নিজেদের ক্লাসে ঐরকম এক বা একাধিক পেয়েছে।
    আর আমার ছেলের প্রশ্নে,ছেলের জীবনটা আমার পরীক্ষানিরীক্ষার ক্ষেত্র নয়-ফলে যেখানে সবাই মুখখারাপ করে কথা বলে,সেখানে পাঠাতে অসুবিধে আছে বইকি। ঠিক যে কারণে এখানে আমরা ঘেটোর মধ্যে গিয়ে বাস করি না।
  • Paramita | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০২:০৬ | 122.167.82.56
  • রিমি, ই-ইশকুলগুলো (আমার মতে) একটু বেশী তোলা তোলা। তবে আরেকটু দেখে বলতে পারবো। বাচ্চাদের ক্ষমতাকে তো উপযুক্তভাবে চ্যালেঞ্জও করতে হবে। চাপ নয় কিন্তু একটা প্রোগ্রেস দরকার। তাতে সবচেয়ে খুশী কিন্তু ওরাই হয়। ইন্টারেস্ট বাড়ে। আমার মনে হয় নতুন ইশকুল বলে ঠিক ব্যালান্সটা ওরা এখনো করে উঠতে পারে নি। তবে শিগগিরি করে ফেলবে।
  • rimi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০২:০২ | 168.26.215.135
  • উদয়পুরে লেখা আছে যে রিপোর্টে?

    আমার নিজের পরিকল্পনা ছিল, শান্তিনিকেতনে ছেলেকে দেব, আমি বিশ্বভারতীতে পড়াবো। প্রকৃতির কাছাকাছি থাকবো। ইত্যাদি। যথারীতি আকা সেই গুড়ে মণখানেক বালি ঢেলে রেখেছে।
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০২:০০ | 143.111.109.1
  • RTMS কলকাতায় না। বামুনগাছি তে। বারাসতের পরের স্টেশন।
  • pi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:৫৯ | 128.231.22.89
  • রিমিদি, rtms কলকাতায়।
  • Paramita | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:৫৭ | 122.167.82.56
  • অক্ষ, বলছি। আমাদের একটা স্টান্ডার্ড প্রশ্ন - হোমওয়ার্ক কতক্ষণ আর বাবা-মাকে পড়াতে হবে কিনা। রেগুলার ইশকুলে উত্তর ক্লাস ওয়ানে ৪৫ মিনিট টু এক ঘন্টা পড়াতে হবে। ই-ইশকুলে কিস্যু নয়। আমি সাউথ পয়েন্টের খাতা দেখে এলাম মেঘের ক্লাসে। একই জিনিস বাই রোট ক্রমাগত করিয়ে চলা হচ্ছে। সিলেবাস প্রচুর এগিয়ে গেছে। এখানে পাঁচ বান্ডিল স্ট্র দিয়ে এখন সবে একক দশক শেখাচ্ছে। ধর এক টুকরো জমি দিয়ে(একটু বড় ক্লাস) কজনকে বলা হল যাও একটা প্রজেক্ট কর। হাতেকলমে।
  • rimi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:৫৬ | 168.26.215.135
  • পাই, তুমি যে স্কুলের লিংক দিলে সেটা তো কলকাতায় নেই? হ্যাঁ, আমি এইরকম স্কুলে পড়তে পারলে মনে হয় ধন্য হয়ে যেতাম।

    পারমিতাদি, কোন চ্যালেঞ্জ আর কি ধরণের ইন্ডিপেন্ডেন্সের কথা বলছ? ছোটোবেলায় চাপ কম হলে কি মানসিক বিকাশ কম হয়? মনে হয় না।
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:৫৪ | 143.111.109.1
  • মিঠুকে একটা প্রশ্ন - ধর এই শিক্ষা পদ্ধতিই চলে যেটা তুমি বর্ণনা করলে, কিন্তু ক্লাস নাইন অবধি কোনো পরীক্ষা নেই, বাকি ক্লাসমেটদের বাবা মা কেউ রিক্সা চালায়, কেউ বাড়িতে কাজ করে, কেউ বাজারে তরকারী বেচে। ছোট ছেলে পুলে কিন্তু বাস্তব একটু আগেই দেখে ফেলেছে, মুখের ভাষা ভদ্র সমাজে চলেনা। এই স্কুলে কি তুমি তোমার বাচ্চাকে দেবে?
  • pi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:৫৪ | 128.231.22.89
  • দুন টুনের কথা বলি ই নি।

    এগুলো দ্যাখেন ।
    http://www.cisl.columbia.edu/grads/presi/EKLAVYA/

    চাপ কম দিয়ে যা ভালো লাগবে তার গোড়ায় জল ঢালাকে আমি অন্তত শিক্ষার গুণগত মানের প্রথম ক্রাইটেরিয়ায় রাখবো । ঃ)
  • Du | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:৫২ | 65.124.26.7
  • যাক, এখনও যখন চলছে আমার গভীর পর্যবেক্ষণটা জানিয়েই দি।

    ইংরাজ চলে যাবার পর এলো ইংরাজী। আমার দাদুর এগারোটি ছেলেপুলের মধ্যে দুটি উত্তর স্বাধীনতা। এবং এদুজনকেই দাদু মিশনারী স্কুলে পড়িয়েছিলেন। এটা ঘটনা, এর পেছনে কি ছিল জানিনা এবং তারা খুব বিশেষ কিছু আলাদা হয়নি জীবনে -- আলাদা বলতে এরা আত্মীয়স্বজনের থেকে একটু দুরে সরে গিয়েছে। তারও নানা পারিপার্শ্বিক কারন থাকতে পারে - তখন অনেক কিছুই বদলে গিয়েছে গরমের ছুটিতে দেশের বাড়ি যাওয়া ছাড়াও।
    আমরা দুই ভাইবোন শুরু করেছিলাম মন্টেসরী দিয়ে - তারপর আরেক BGHS (মাও সেখানে পড়াতেন) এ পড়ি আমি আর দাদা কেন্দ্রীয় বিদ্যালয় - সেসময় মায়ের সমস্ত কলিগের ছেলেমেয়েরা প্রাইভেট স্কুলেই পড়তো। প্রবাসী বাঙালীর মানসিকতা তখন অলরেডি কনভেন্ট/ নিদেনপক্ষে ইং স্কুলমুখী আমরা আদর্শের জন্যেই সরকারী সেটা জানা ছিল। খানিক হীনমন্যতা হত - কিন্তু অতটা নয় কারণ অসমে জাতীয়তাবাদের একটা জোয়ার ছিল তখন আর স্কুলে দিদিমণিরা আমাদের ছাত্রীদের খুব যত্ন নিতেন সেই জন্যেই বোধহয় অত কিছু বাড়েনি ব্যপারটা। আর বলতে পারি অভিভাবকদের আদর্শকে সম্মান করতাম 'ইগো' ভাবতাম না।
    আমার একটা পুচ্‌কু মামাতো ননদ আছে - তার স্কুলে ভর্ত্তির সময় আমি এ বাড়িতে , দেখলাম তাকে বাংলা মিডিয়ামেই পড়ানো হল অনেক চিন্তাভাবনা করেই।
    গল্পগুলো এজন্যেই যে এই সবগুলোই আমরা। আমরাই ছেলেমেয়েকে নিজেদের বিবেচনা অনুযায়ী সেরা শিক্ষা দিতে চাই - কখনো সে স্কুল দামী মানেই এই নয় যে টাকা বেশি হয়েছে বলে - তেমনি এও নয় যে কারো ইগো বেশি হয়েছে বলে। এসবে গিয়ে লাভ নেই কোন। পাড়ার স্কুলে পড়ানো ভালো -বন্ধুদের সাথে বিকেলে খেলা যায়- তাদের বাড়ি যাওয়া যায় - কিন্তু স্কুলটাকে ভালো করার জন্য বাবা মা নাগরিকদের অনেক সময় অনেক পরিশ্রম থাকে। এবার মুরগী ডিমে না গিয়েও বলা যায় - শুধু বেশি শিক্ষিত অভিভাবকেদের অনুপস্থিতিই - সরকারী স্কুলের মান পড়ে যাবার একটা বড় ফ্যাক্টর - ফোকটে দিলাম না - নিজের স্কুলেই গিয়েছিলাম গতবার।

    এই যে উঁচু স্কুলমুখীতা - এর পেছনে ফিমেল এমপাওয়ার্মেন্টেরও একটা গল্প রয়েছে কিছুটা - কাজেই পুরো হয়তো খারাপ নয়। মায়েরা শিশুর স্বার্থ সবচেয়ে ওপরে রাখেন - কাজেই। (ঝগড়ার আরও মশলা দিচ্ছি ঃ))
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:৫১ | 173.26.17.106
  • কেসি,আপনার কাছে দুন স্কুলের রেকর্ড থাকলে একটু দেবেন তো।
    আর হরে দরে সব ই এক।বইয়ে সাদাকালো ছবিতে সবকটি গ্রহের ছবি দেওয়া আছে, মুখস্থ করে নাও।আর একটা উলের দড়ির মধ্যে মাপমত পরপর গোল করে কাগজ কেটে গ্রহদের নাম লিখে সব বাচ্চাদের গলায় প্ল্যানেটের মালা পরিয়ে শেখানোটাও শিক্ষা।আমার দ্বিতীয়টা শিক্ষাদানের বেটার পদ্ধতি মনে হয়। আমাকে ঐ রকম শেখালে আমার ভালো লাগতো। তাই দ্বিতীয়স্কুল আমার কাছে বেটার অপশান।
  • pi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:৫০ | 128.231.22.89
  • এনিওয়ে , এগুলো তোমার জেনেরাল কমেন্ট হলে কিছু বলার নেই। তবে, এই কমেন্ট গুলো বোধহয় জেনেরালি ও করা যায়না সেভাবে। এখানের বাইরেও বহু লোক এখানকার মত করেই ভাবেন। হয়ত মেজরিটি ই।
    আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থার একটা খোলনলচে পরিবর্তন দর্কার। মজা হল , একেবারেই যে কিছু নেই , তা তো নেই। খাতায় কলমে তো আছেই। কাল ই তো তুমি বল্লে, বিএড এ পড়ানোর কত ইনোভেটিভ কায়দা কানুনের ট্রেনিং দেওয়া হয়।
    খাতায় কলমে তো শাস্তি দেওয়া ও আইনত অপরাধ বলা আছে, সব স্কুলের জন্য ই ।
    এবার তার কোনো ইম্পলিমেন্টেশন নেই, সেটা হচ্ছে কিনা তা দেখার কোনো নজরদারি নেই।
    আর এগুলো না থাকার জন্য, যাঁরা বোঝেন এগুলো থাকা দরকার তাঁরা অন্‌য়্‌ত্‌র অপশন পেলে নিয়ে নিচ্ছেন ( নেবেন, সেটাই স্বাভাবিক ), অতএব এদিক থেকে একটা চাপ যে আসলেও আসতে পারতো, সেটাও আর তৈরি হতেই পারছেনা। পুরো ঘেঁটে ঘ কেস।

    কিন্তু মিঠুদি, চাপ কম, খোলামেলা এসব ই যদি ক্রাইটেরিয়া হয় তো rtms বা এই স্কুল কেমন লাগে ?
    http://www.telegraphindia.com/1091203/jsp/careergraph/story_11813109.jsp
  • Paramita | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:৪৯ | 122.167.82.56
  • পাই ঠিকই বলেছো। আশা করছি যে শিক্ষাপদ্ধতিও অন্যরকম হবে। অনেক অল রাউন্ডেড। রিভিউ থেকে, ওদের সঙ্গে কথা বলে, বন্ধুদের ফিডব্যাক থেকে। তবে এই ব্যাপারে এখনো আমি ফার্স্ট হ্যান্ড ওপিনিয়ন তৈরী করতে পারি নি। কখনো মনে হচ্ছে যে, ছেলেবেলাটা হারিয়ে যাচ্ছে না, সেটা খুব ভালো। কখনো মনে হচ্ছে, এখানেই তো ওকে বড় করতে হবে। চ্যালেঞ্জড না হলে ইন্ডিপেন্ডেন্ট হবে না। এইসব আর কি।
  • kc | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:৪৬ | 89.203.49.18
  • ও পাই, গুনগত মানে তফাৎ কি সত্যি আছে? আমাদের সময়ে বা তারও আগেও তো এরকম স্কুল ছিলতো, ঐসব দূন স্কুল গুলো? কলকাতায় ছিলনা, কেননা ......। তা ঐ স্কুলগুলো থেকেই বা কটা ভাল মেটেরিয়াল বেরিয়েছে? আলটিমেট প্রোডাক্টে হরদরে সব একই মনে হয়।
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:৪৫ | 143.111.109.1
  • এবং এই অন্যরকমটা কিসে অন্যরকম? সেটাও যদি বল।
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:৪৩ | 143.111.109.1
  • অন্যরকমের শিক্ষাপদ্ধতির কথা বলে এটা কি করে জানলে? এবং কমদামী নাম না জানা স্কুলে বলেনা এটাই বা কি করে জানলে?
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:৪১ | 143.111.109.1
  • পাই - না, শিক্ষার গুণগত মানের কথা আমি বলিনি। এবং এখানের লোকেদের নিয়েই তো কথা হচ্ছেনা, হওয়ার কোনো দরকার আছে বলেও তো মনে হচ্ছেনা। একটা বিশাল সংখ্যক বাবা মা ঐ স্কুলে যায় -যেহেতু- বোল্ড অ্যান্ড আন্ডারলাইন, যেহেতু ওখানে পুল বিলিয়ার্ড ইত্যাদি চলে, যেহেতু, ওখানে একটা অন্যরকম লাইফ স্টাইলের স্বপ্ন দেখানো হয়।
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩৮ | 173.26.17.106
  • আদর্শ পরিস্থিতি আলোচনা করার উপযুক্ত জায়গায় আছে তারা , মানে ঐ ইপি ,বা তনু বা টিম- যাদের ছেলেপিলে নেই। আমি একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সেটা করতে পারছি না।
    আর আমি ছেলেকে কোথায় ভর্তি করবো সেটা এক্কেবারেই আমার ব্যক্তিগত ব্যাপার,কথার পিঠে ঐ কথাগুলো এলো- বেশি ব্যক্তিগত হয়ে গেলো হয়তো। যাক গে, আমি কোনো কৈফিয়ৎ দিচ্ছি না।দেবার কোনো কারণ নেই।
  • Paramita | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩৭ | 122.167.82.56
  • হ্যাঁ, এইসব শুনলে সবাই ভাববে যে কৈফিয়ত দিচ্ছি। কিন্তু যা বললাম, এটাকে জেনেরালাইজ করা যায় এই বিশেষ ক্যাটেগরির বাচ্চাদের জন্য। একটু বড় হয়ে যাওয়া বিদেশফেরত সব বাচ্চারাই যায় এই ফেজের মধ্যে দিয়ে। শুনি নি দেশে ফিরেই ওখানে বড় হওয়া কোন বাচ্চা উদ্বাহু হয়ে এদেশটাকে ভালোবেসে ফেলেছে। বাবামার নস্টালজিয়া আর প্রায়োরিটির দামই কিছুটা দেয়। সেইভাবে দ্যাখ।
  • pi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩৬ | 128.231.22.89
  • অক্ষদার Date :06 Feb 2010 -- 12:25 AM
    এর পোস্ট প্রসঙ্গে।
    'শিক্ষার গুণগত মান' ই তো কথা টা কাল হচ্ছিলো, কেসির সাথে তর্ক হচ্চিল। ' গুণগত মানের তফাত নেই' ' , এই কথাতে আমার আপত্তি আছে।
    এই বেশি দামের স্কুলগুলো একটা অন্যরকম শিক্ষাপদ্ধতির কথাও বলে। সেটা কেসি বা তুমি বা সরকার বোধহে গুণগত মানের নির্ণয়ের ক্রাইটেরিয়া মনে করোনা। একটা শো কেসিং এর অংগ মাত্র মনে করো। আমার আপত্তি টা সেখানে।

    আর, এখানে যাঁরা এই স্কুলে পড়ানোর কথা ভাবছেন, সেটা ঐ 'অন্যরকম'এর কথা ভেবেই ভাবছেন, এটাও মনে হয়েছিল, তাই এনাদের সঙ্গে গল্ফ , পুল , বিলিয়ার্ড, শিক্ষার শো কেসিং না জুড়লেও বোধহয় চলে।
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩১ | 143.111.109.1
  • আর এইরকম ভাবে বাচ্চাদের কষ্টগুলো এরকম ভাবে বোলোনা। কৈফিয়ত দিচ্ছ মনে হচ্ছে। আমি অন্তত কাউকে কাঠগড়ায় দাঁড় করাই নি, সেরকম মনে হলে দুঃখিত। কিন্তু কেউ যদি ব্যক্তিগত স্ট্রাগলকে "ইগো ট্রিপ" বলে লেবেল করে, আমারও অধিকার আছে সেটা বুঝিয়ে বলার। সেইজন্য বারবার বলছি, এটা জেনেরালাইজড আলোচনা হলেই ভালো।
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩০ | 173.26.17.106
  • সেটাই তো জিগাচ্ছি- আমার যা চাই, সেটার সঙ্গে যদি পুল খেলা আসে আমি কি করবো?ছেলের কাঁধে একটা বড় ভারী ব্যাগ চাপিয়ে হা ক্লান্ত করে ' সাউথ পয়েন্ট " পাঠাবো-যেখানে পুল কি বোলিং হয় না।
    অবশ্যি সবচে ভালো হলো, দেশে না যাওয়া,আপাতত সেটা নিয়ে ভাবছি না।
  • kity | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:২৭ | 131.95.30.233
  • কম্প্রোমাইজ তো গোটা জীবনই। পড়াশোনা, চাকরিবাকরি, ছেলেপিলে হওয়া, সংসার করাও তো একধরনের কম্প্রোমাইজ! এসব করতে তো কেউ বাধ্য নয়! তবু লোকে করে! হায়, কেন যে করে!!!!!!!
  • Paramita | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:২৭ | 122.167.82.56
  • রিমি, হ্যাঁ। ঐটাই এখন আমার দিবারাত্রির খারাপ লাগা। ওর তো কোন কনটেক্সট নেই, নস্টালজিয়া নেই, আত্মীয়তার সম্পর্ক ওর কাছে এখনও তেমন অর্থবহ নয়। ক্রমাগত পুরোনো বন্ধুদের কথা বলে, পুরোনো টিচারকে মেল পাঠাতে বলে ইত্যাদি। যেদিন স্কুলে ভালো লাগে, খুব খুশী হয়ে ফেরে। তবে সিস্টেম তো পুরোপুরি বদলায় না, টিচাররা এখনও কাজ করানোর জন্য "স্কুলে রেখে দেবো" "খাবার ফিনিশ না করলে গড পানিশ করবেন" ইত্যাদি বলে থাকেন। এই ভয় দেখানোগুলো ওর ভালো লাগে না।
  • kc | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:২৬ | 89.203.49.18
  • অ্যাডেন্ডাম টু বাণীঃ২ আদর্শ স্কুল হল বাবা মা।
  • Binary | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:২৫ | 148.141.31.16
  • এত্তোসব তত্তকথা বুঝি না, সেই জন্যই তো দেশে ফেরা হল নি।
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:২৫ | 143.111.109.1
  • ইগো আমি ব্যবহার করিনি ম। বড় ম ব্যবহার করেছিলেন, সেই প্রেক্ষিতে বলা। আর শো-কেসিং এর কথা তো আগেই বলেছি।
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:২৩ | 143.111.109.1
  • অ্যাডেন্ডাম টু বাণী ১ - "আদর্শ" র মধ্যে স্মুদ ট্রান্সিশন থাকবে বলেই তো মনে করা উচিৎ!
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:২২ | 173.26.17.106
  • কিসের কম্প্রোমাইজ অক্ষ? আমাদের দেশে যাওয়ার ভাবনাটাই ছেলের জন্যে একটা বড়ো কম্প্রোমাইজ। অন্যান্য কিছু বাদ ই দিলাম,গিয়ে শ্বাসকষ্ট বাড়বে কিনা জানি না।তাও হয়তো যাবো, যাওয়াটা এগিয়ে আনতে হবে ইনফ্যাক্ট, কারণ আমার শাশুড়ি বেশ অসুস্থ,শয্যাশায়ী, সত্তরের কোঠায় বয়েস। আমার ছেলে যেতে প্রস্তুত? নয়। আমরা- পুরোটা নই, তবু আমরা বড়ো।
    এইবার তাকে নিয়ে গিয়ে কোথায় ফেলবো? যুক্তি বুদ্ধি দিয়ে বুঝি ছোট ক্লাস, খোলামেলা ,কম চাপ এইসবে হয়তো সুবিধে হবে। তাই আমার সামনে ওটাই অপশান।
    আমাদের কিছু সুখ সুবিধে ছাড়তে হবে।পয়সাটা না হয় ছেলের কথা ভেবে খরচ করলাম। এতে ইগো,শোকেসিং ইত্যাদি আসে কোথা থেকে?
  • Binary | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:২২ | 148.141.31.16
  • বানী ২ঃ ছেলেকে ৪ ল্যাখা সেখাতে একমাত্র আদর্শ স্কুল-ই পারে।
  • Tim | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:২২ | 71.62.121.158
  • না বুঝে মাইনে নেওয়া খুব খারাপ। ছোটো থেকেই শুনে আসছি মুখস্থ কত্তে নেই, বুঝে নিতে হয়।
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:২১ | 143.111.109.1
  • বিনা কনস্ট্রেনে কেউ কম্প্রোমাইজ করেনা। আমার অসুখ করলে আমি পিজি তে যদি আমরির মত চিকিৎসা পাই, আমি পিজিতে কেন যাবনা? আমি ট্রেনে উঠলেই যদি আমি সিট পাই, আমি কেন ঘুষ দেব টিটিসি কে। কনস্ট্রেন আসলেই লোকে কম্প্রোমাইজ করে। কতটা কনস্ট্রেনে কতটা কম্প্রোমাইজ এটা স্থির না।
  • aka | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৯ | 168.26.215.13
  • বাণী ১ঃ আদর্শ স্কুল সবার হোক এই দাবী আর নিজের ছেলেমেয়ের স্মুদ ট্রানজিশন এনসিওর করা এক নয়। দুটো আলাদা স্পেস কমরেড।
  • kc | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৮ | 89.203.49.18
  • ভারতে নয়, বাইরে।
  • pi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৮ | 128.231.22.89
  • আর হ্যাঁ, কেডিদার কথা আমার ও কোথাও গায়ের ঝাল ঝাড়া টাইপ মনে হয়নি।
  • rimi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৭ | 168.26.215.135
  • অ্যাঁ????? মাস গেলে আড়াই লাখ? এ কি ভারতবর্ষে?

    এইরকম অসভ্যতা করতে পারলে এক্ষুণি সব ছেড়ে ছুড়ে অসভ্যতা করতাম। ঃ-)))
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৭ | 143.111.109.1
  • পাই, আমি দুটো পয়েন্ট লিখেছিলাম, তার তো প্রথমটা এটাই ছিল।

    আর ঐ অতিসরলীকরণ আমি করেছি বলে মনে হয়না, অর্থাৎ এই করলেই এই। ওটা কোথায় পেলে যদি একটু জানাও। প্রয়োজনীয় তর্কে তাইলে ঢোকা যায় ;-)
  • pi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৭ | 128.231.22.89
  • বেশ তো, তাহলে তুমি বেশি পয়সা থাকলেও আদর্শের খাতির্তে বেটার স্কুলে পড়াবেনার আগের স্টেপ হওয়া উচিত ছিল, আদর্শ মেনে , তোমার হাতে বেশি পয়সা আসে এরকম কোনো কাজ না করা। ঃ)
  • pi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৫ | 128.231.22.89
  • অক্ষদা, লোকে কেন বেশি পয়সা দিয়ে এই স্কুলে দিল সেই প্রশ্ন লোককে না করে, এই প্রশ্ন কি সিস্টেমকে করা উচিত না, এই পারমিতাদিবর্ণিত স্মুদ ট্রানসিশন কেনো বিনি পয়সার স্কুল গুলোতে করার ব্যবস্থা হবে না ?
    এটা এনশিওর করা তো আদোয় ব্যয়সাপেক্ষ ব্যাপার কিছুনা ,
    এক ই অপশন যদি পারমিতাদিরা সরকারি স্কুলে পেতেন, তাহলে দিতেন না কি ?
    বেশিরভাগ লোকের কী দায় পড়েছে টাকা আছে বলেই বিনা দরকারে টাকা খরচ করার !
    কিছু লোক সত্যি ই শুধু স্টেটাস সিম্বল হিসেবে এইসব স্কুলে পড়ানো টড়ানোর কথা ভাবতে পারেন, সেটা একটা পার্সেন্টেজ হতে পারেন, কিন্তু তার মানেই এই স্কুলে যাঁরাই পড়াচ্ছেন তাঁরা সেই ড্রাইভিং ফোর্স থেকে পড়াচ্ছেন ( আর এখানে যাঁরা পড়ান/পড়াবেন বলছেন তাঁদের কারুর কথা শুনেই তা মনে হয়নি )। এরকম অতিসরলীকরণ করা হলে আসল ইস্যু ও অধরা থেকে যায় আর অপ্রয়োজনীয় তর্কাতর্কি শুরু হয়ে যায়।
  • Binary | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৪ | 148.141.31.16
  • কেসি আমায় এট্টা চাগড়ি দেবেন, আপনার বাড়ীতে দাড়োয়ানি করব ..... প্লিজ
  • rimi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৩ | 168.26.215.135
  • পামিতাদি, মেঘের কথা শুনে বড়ো কষ্ট হল। ওর কাছে তো ওটাই নিজের দেশ ছিল।
  • dd | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৩ | 122.167.23.1
  • কেডি যা ল্যাখলো সেটা শুধু ,ইসে, একটু প্রাপ্ত বয়ষ্করাই বুঝতে পারে তাই লিখতে পারে। আমি এক্কেবারে একমত। হুবহু।

    যেমতি "সে সব দৈত্য নহে তেমন" তেমতি বড়লোক== ঘুষখোর অসৎ
    এবং গরীব= হে দারিদ্র, তুমি ছ্যালে আমি তাই মহান = সৎ, এই ইকোয়েশন অখন আর চলে না।

    এই একই মতাদর্শে অবিচল ছ্যালেন জোতি বাসু কিন্তু হায়,হায়,গ্যান্ডীদা এটা মান্তেন্না।
  • Binary | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৩ | 148.141.31.16
  • আজ্জো ঘাবরিও না আমিও তাই, মিটিম করে কেটে গেল, আর এমনিতে অবশ্য এত মতা মতে ভীড়ে লিখেই কি হবে খালি পড়ে যাও।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত