এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩২ | 194.126.37.5
  • আধাখাপছাড়া মনে আছে। একটা পদ্যও তো ছিল মনে হয়।
  • . | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩২ | 125.18.104.1
  • আরে মশয়, সে যুগে বৈঁচিফল কেন, আমাদের বাড়ির কামরাঙা-ফলসা-করমচা সবই মস্কো থেকে আসত। ;-)
  • . | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩০ | 125.18.104.1
  • হ্যাঁ হ্যাঁ, এইটাই মনে হচ্ছে। গপ্পোটা মনে আছে আপনার?
  • kc | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২৮ | 194.126.37.5
  • রাশান বইটার নাম কি ''রুশ দেশের উপকথা''?
    আজকের প্রতিদিনেও তো ঈশানের লেখার উপর লেখা রয়েছে।
  • lcm | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২৬ | 69.236.169.214
  • হ্যাঁ, আমিও জানতে চাই।
    বৈঁচিফল - কি ফল? অন্য কোনো নাম আছে।
    আর, রাশিয়ায় বৈঁচিফল-টাই বা কি ব্যাপার?
  • lcm | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২৪ | 69.236.169.214
  • এটা তো জানতাম না। তাহলে তো.... - মোহনবাগান, আর, তৃণমূল-এর দিকে একটু বায়াস ....

    আমি একবারই প্রতিদিন-এর সাইটে গেছিলাম, ঐ কে লিখেছিল যে ঈশান-এর লেখা বেরিয়েছে। কিন্তু পেলাম না খুঁজে।

    ইদানীং, আবাপ ছাড়া আর কিছু দেখা হয় না।
  • de | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২৪ | 59.163.30.4
  • রাশিয়ায় বৈঁচিফল হয়? নাকি অনুবাদে হল ঃ)

    অর্পণ,
    কেরালায় আরো অনেক কিছু আছে, সর্ব-সাক্ষরতা, নারীশিক্ষা ইত্যাদীতে আরো অনেক পরিসংখ্যান দেওয়া যায়, সব তেল থেকে তাহলে?
  • . | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১৮ | 125.18.104.1
  • টুটু বসু তো তৃণমূলের রাজ্যসভার দলনেতা।
  • lcm | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১৫ | 69.236.169.214
  • বোঝো! ভাবলাম তুমি জানো বোধহয়।

    কিন্তু, প্রতিদিন তো টুটু বসু (মোহনবাগানের) দের কাগজ না?
  • Rajdeep | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১৪ | 202.79.203.59
  • ইণ্টারন্যাশানাল ইস্কুলের গপ্পোটা এইরকম

    কলকাতার এক মারোয়ারী গ্রুপ পেরাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের কনশট্রা শুরু করে বছরতিনেক আগে - তরপর মাঝপথে সব বন্ধ , অবশেষে ক্যামেলিয়া গ্রুপে হাতবদল এবং ইস্কুল !
  • . | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১২ | 125.18.104.1
  • সেটাই তো জিজ্ঞাসা করলাম।
  • . | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১১ | 125.18.104.1
  • অপ্পন মনে হয় রেগুলার প্রতিদিন পড়ে না। ইন ফ্যাক্ট, প্রতিদিনের সাথে অন্য কোনো বাংলা পত্রিকার তুলনাই হয় না, ইনক্লুডিং আজকাল এবং বর্তমান। প্রতিদিন আর পায়োনিয়ার এক গোত্রের কাগজ। একটির সর্বেসর্বা তৃণমূলের রাজ্যসভার দলনেতা, আর একটির সর্বেসর্বা বিজেপি-র রাজ্যসভার সাংসদ। স্রেফ লজিকালি, এদের পার্টি লাইন অনুসরণ করা ছাড়া অন্য কোনো পথ নেই।
  • lcm | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১০ | 69.236.169.214
  • . ,
    কোন বইতে?
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৮ | 216.52.215.232
  • মানে, তোমার কাছে ঃ P
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৮ | 61.95.144.122
  • থুড়ি - অ্যাজ দ্য মশাজ ফ্লাই
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৮ | 216.52.215.232
  • এই যে, অক্ষদা, রিভার্স স্নবারিওলা আরেকজন পাব্লিক পাওয়া গেছে। তোমার কাউন্সেলিং দরকার। ঃ)
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৭ | 61.95.144.122
  • পারে বৈ কি। বৈঁচি আর মশাগ্রামের দূরত্ব মোটেও খুব বেশি না (অ্যাজ দ্য ক্রো ফ্লাইজ) ;-)
  • Rajdeep | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৬ | 202.79.203.59
  • সাধে বলি কল্কেতার বাবুরা উচপ-দচপ ছাড়া কিসু চেনে না ঃ)
  • . | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৫ | 125.18.104.1
  • বৈঁচিফলের নাম প্রথম পড়ি একটা রাশিয়ান বইতে। বইটার নাম কি ছিল?
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৫ | 216.52.215.232
  • ইপিস্তা দেশে ফিরে ঐখানে গবেষণা কেন্দ্র খুলতে পারে বলছ?
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৪ | 61.95.144.122
  • পাছে বৈঁচিতে মশার উপদ্রব শুনে বৌ ঝাঁটা বের করে তাই চটজলদি দুটোর দূরত্ব বলে দিলো দ্যাখো;-)
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৪ | 216.52.215.232
  • মধ্যপ্রাচ্যনির্ভর অর্থনীতি।
  • de | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০২ | 59.163.30.4
  • কেরালার অন্য গপ্পোটা কি?

    অরিজিত,
    বছরে একবার যাওয়া হয়ই কলকাতায় আর তখন মেয়েকে নিয়ে নেচে নেচে সায়েন্স সিটি, নিকো পার্ক ইত্যাদী যাওয়ার চেষ্টা করি, যদি আমাদের-ভালোলাগা শহরটা ওরও একটু ভালো লাগে, কিন্তু ঐ জ্যাম, পাবলিক ট্রান্সপোর্ট ঠিক ব্যবহারের মতো না হওয়া, ট্যাক্সি না পাওয়া ইত্যাদী করে মেয়ের মেজাজ এমন খিঁচড়ে থাকে --- সবসময়েই শুনতে হয় --এখানে আসতে ভালো লাগে না, বেড়াতে বেরোলে আরো খারাপ লাগে। অগত্যা ঃ((
  • lcm | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০২ | 69.236.169.214
  • বেঞ্চি
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০১ | 216.52.215.232
  • ইন্টারন্যাশনাল স্কুলের ছেলেমেয়েরা নামটার কী দশা করবে ভাবতেই কুলকুল হাসি পাচ্ছে।
  • lcm | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০১ | 69.236.169.214
  • অর্পন, সে কথা আর কে বোঝায়।

    কলকাতার ওপর চাপ কমা দরকার। আর নিতে পারছে না।
  • Rajdeep | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০১ | 202.79.203.59
  • মশাগ্রাম কর্ড লাইনে ঃ(( বৈঁচির ধারেকাছে নয় !
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০০ | 61.95.144.122
  • আমাদের কলেজে একটা ছেলে ছিলো যার বাড়ি বৈঁচি। তার ভালো নামটা কলেজে আর কেউ কখনো জানলোই না।
  • Rajdeep | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৮ | 202.79.203.59
  • বৈঁচি অতীব খাসা যায়গা , আমার শ্বশুরবাড়ীর দ্যাশ !

    না মানে ভালই .... দুগ্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে ২০-২৫ মিনিট মত লাগে , জিটি রোডের ধারেই - বর্ধমান মেন লাইনের ষ্টেশন আছে - ট্রেনে হাওড়া ঘণ্টাদেড়েকের একটু বেশী লাগে
  • quark | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৮ | 202.141.148.99
  • আমার মনে হয়, কলকাতার ভিড়কে থেকে দূরে যে কোন জায়গায় সরাতে গেলে সবার প্রথমে সেখানে দুটো জিনিসের দরকার ভালো স্কুল, কলেজ আর ভালো হাসপাতাল। ভালো হাসপাতাল মানে আমি বলতে চাইলাম যেখানে জ্বর একটু বাড়লেই পিজি কিম্বা মেডিক্যাল কলেজে রেফার করা হয় না। এই দুটো জিনিস থাকলে মানুষ সেখানে থাকতে ভয় পাবে না।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৮ | 216.52.215.232
  • হ্যা, কিন্তু ইয়েলো হবার জাস্ট আগে টপ স্পিডে থাকলে থামতে থামতে তো গাড়ি ইন্টারসেকশনে দাঁড়িয়ে যাবে।
  • lcm | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৬ | 69.236.169.214
  • স্যান ফ্র্যানসিসকো-তে ক্যামেরা টিকিট খেয়েছিলাম লালবাতি-তে । ফাইন ৫০০ ডলার, আর, ৪০০ মিনিটের লেসন।

    আগে একবার, লালবাতি খেয়েছিলাম, স্যান ফ্রানসিস্কো সাবার্বে। ৩৫০ ডলার। আমার ধারনা আমি হলদে আলোতে ইন্টারসেক্‌শনে ঢুকি। সে কথা পুলিশকে বলতে খুব গম্ভীর জবাব পেয়েছিলাম - ইউ থিংক সো। এন্ড রিমেম্বার, ইয়োলো ইস ফর স্লোয়িং ডাউন, নট স্পিডিং আপ।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৫ | 216.52.215.232
  • মুম্বাইতে বানরসেনা আবার তাণ্ডব শুরু করেছে!
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫২ | 61.95.144.122
  • হুঁ - সেরকম নাকি অনেকের কাছে নোটিশ আসছে ইদানিং। উদোর পিন্ডি বুধোর ঘাড়েও হচ্ছে। ক্যামেরা ২০০৯ থেকে এফেক্টিভ হওয়ার কথা ছিলো। আন-অফিসিয়ালি অনেক ক্রসিং চলছেও - UAT আর কিঃ-)
  • lcm | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫১ | 69.236.169.214
  • কলকাতায় বোধহয় ৪%-৫% এরিয়া রাস্তা। আদর্শ ২৪%।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫১ | 216.52.215.232
  • এঃ হে। তাহলে তো উন্নতি হচ্ছে কলকাতার বাইরে। ঃ P
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫০ | 216.52.215.232
  • অরিজিত। এখানেও তাড়া করে ধরে না। কিন্তু সিগন্যালে সিগন্যালে ক্যামেরা বসিয়েছে। লাল বাতিতে পার হলেই ঢিঁচক্যাও! ছবি উঠে যায়।
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫০ | 61.95.144.122
  • বর্ধমানের একটু আগে। মশাগ্রাম, বৈঁচি
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৯ | 216.52.215.232
  • কেরালার একটু অন্য গল্প।

    লাইন দিয়ে কী হবে? জায়গাটা কোথায় বল। বদ্দোমান না রাণাঘাট? না কোন্নগর?
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৯ | 61.95.144.122
  • দে - আমাদেরও স্মার্টকার্ড। কিন্তু ক'টা গাড়িকে ধরবে? চিংড়িঘাটায় প্রতি সেকেন্ডে দশটা করে গাড়ি পাস করে (মনে হয় কম বল্লাম)...এখানে তো তাড়া করে ধরার প্র্যাকটিস নেই। শুনেছি মোবাইল ইউনিট হচ্ছে - হয়তো হবে...

    বাইপাসে লরি/অটো/রিক্সা চলা বারণ - দিব্যি চলে। সেদিন কয়েকটা লরিকে আটকেছিলো, আজ দেখলাম ফের চলছে। ইভেন অনেক বাসেরও বাইপাসের র‌্যুট পারমিট নেই - কিন্তু সময়বিশেষে আরামসে বাইপাস দিয়ে চলে - যেমন গড়িয়া-বিবাদীবাগ মিনি।

    আর তাছাড়া পুলিশকে মেরে হাসপাতালে পাঠানোর ঘটনাও ইদানিং বেশ বেড়েছে। নিয়মভাঙা গাড়ি/বাইক চালকের কাছে লাইসেন্স চাইলে মার পড়ে (এবং সেটাকে লোকে সাপোর্ট করে - "পুলিশ মানেই খচ্চর' এটা অচেনা কথা নয়)। কখনো সন্ধ্যেবেলা সায়েন্স সিটি আর রুবিতে এলে দেখবেন "মব' কাকে বলে।
  • dipu | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৭ | 61.12.12.83
  • বুঁচির বাড়ির পাশে। বদ্ধোমান লাইনে।
  • de | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৭ | 59.163.30.4
  • কোয়ার্ক,
    গুজরাত আর মহারাষ্ট্র (অন্ততঃ কোঙ্কন সাইড) একটু আলাদা। এই দুই জায়গায় গ্রামাঞ্চলে অনেক ঘুরেছি। একদম অন্যরকম লেগেছে। সাউথেও কেরালা অন্যরকম।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৫ | 216.52.215.232
  • আচ্ছা। বৈঁচি জায়গাটা কোথায়? সেখানে ইন্টারন্যশনাল স্কুল খুলছে। পাঁচতারা ক্যাম্পাস ইত্যাদির বিজ্ঞাপন বেরিয়েছে হাফপাতার।
  • quark | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৩ | 202.141.148.99
  • এই ইনহোমোজিনিয়াস ডেভেলপমেন্ট তো পঃ বঙ্গ তথা ভারত তথা এশিয়া তথা সমস্ত তৃতীয় বিশ্বের গল্প। শহরকেন্দ্রিক উন্নয়ন। বড় শহর থেকে দশ-বিশ কিমি দূরে গেলেই পাকা রাস্তা নাই, রাস্তায় আলো নাই, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় নাই, হাসপাতাল নাই। তারপর যত দূরে যাবে নাই এর লিস্ট তত লম্বা হবে।
  • lcm | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪২ | 69.236.169.214
  • একদম ঠিক কথা। দুর্গাপুর, খড়গপুর, বহরমপুর, শিলিগুড়ি, মালদা .... .... এগুলো মাদুরাই, ত্রিচি, কোইম্বাটোর, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম-এর মতন হতে পারে নি।
  • de | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪১ | 59.163.30.4
  • অরিজিত,
    মুম্বইতে কিন্তু এখন সব স্মার্ট কার্ড করেছে, ইমেডিয়েট লাইসেন্স পাঞ্চ করে পুরো রেকর্ড দেখে নেয় ট্রাফিক পুলিশ। আর রাত দশটা পর্য্যন্ত প্রায় প্রত্যেকটা সিগন্যালে পুলিশ থাকে, অনেকেই হয়তো আলটিমেটলি ব্রাইব নিয়েই ছাড়ে, কিন্তু তবু একটা মিনিমাম ভয় লোকের প্রাণে আছে, ঝট করে তাই সিগন্যাল ভাঙ্গে না কেউ।
    কলকাতায় পুলিশের আরেকটু কড়া হওয়া উচিত!
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩৭ | 61.95.144.122
  • পাশাপাশি এটাও সত্যি যে ব্যাঙ্গালোর দশ বছর ধরে যে চাপটা দেখছে, কলকাতা সেটা পেয়েছে ৪৭ সাল থেকে। চাপ না নিতে পেরে এখানে ইনফ্রাস্ট্রাকচার ভাঙতে শুরু করেছে - যে প্রবলেমটা ব্যাঙ্গালোরে নেই, বা এখনো হয়নি। যেমন ড্রেনেজ। কলকাতা লন্ডন হবে কি - লন্ডনের হিসেবে তৈরী ড্রেনেজ এখন ঝোলাচ্ছে (সুত্রঃ আবাপ)।

    সমস্যাটা হল কলকাতার বিকল্প তৈরী না হওয়া। পঃবঃ মানে কলকাতা। কাজেই মাইগ্রেশনের পুরো চাপ এখানে। অথচ মুর্শিদাবাদ, মালদা, শিলিগুড়ি - এগুলোর অনেক সম্ভাবনা ছিলো।
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩০ | 61.95.144.122
  • শুধু কি ওইটা? এই যে রাজারহাটের কথা বল্লুম। বা এতগুলো ফ্লাইওভার হল, কোনোটাতে মাঝে র‌্যাম্প নেই - সবকটাতে ফের নতুন করে হচ্ছে/হবে। বা সায়েন্স সিটি আর রুবির রাউন্ড-অ্যাবাউট - ছোট করে দিয়ে বটলনেকটা জায়গা পরিবর্তন ছাড়া কিছু করেনি। টাউন প্ল্যানিং ব্যাপারটা বিইকলেজের একটা পিজি কোর্সে ছাড়া আর কোথাও এগজিস্ট করে না।
  • quark | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৬ | 202.141.148.99
  • অজ্জিৎ,

    কিন্তু কেন ভাবেনি? নাকি না ভাবাটাই স্বাভাবিক ছিল?
  • Rajdeep | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:২১ | 202.79.203.59
  • অরিজিতের কে ডিটো , আরো একটা অ্যাঙ্গেল আছে - সব রাজনৈতিক দল এবং প্রশাসনে উচপ-দচপ লবির মারাত্মক প্রভাব - গঙ্গার ওপারেও যে টাউন প্ল্যানিং বা আরবান ইনফ্রা সংক্রান্ত কাজকর্ম করা যায় তা এদের মাথায় কোনদিন ঢোকেনি বা ঢুকবেও না

    লিংক হয়ত দিতে পারব না - কিন্তু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছেই এসব শুনেছি , এমনকি জেলাভিত্তিক অর্থবাজেটেও সমান বৈষম্য লক্ষ্য করা যায়
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত