এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • quark | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪০ | 202.141.148.99
  • ইয়ে, কেসি, পরিষ্কার মনে আছে। কিন্তু আপনি কে? আর ফুটকিই বা কে?
  • kc | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৭ | 194.126.37.5
  • আমি যে জায়গা থেকে এসেছি, সেখানে সিপিএম বরাবরই বিরোধী পক্ষের ভূমিকায়, ক্ষমতার জীর্ণতা সেখানে এখনও খুব একটা দাঁত বসাতে পারেনি দলটার উপর, তাই আমার কথাগুলো তথাকথিত সিপিএমের মত না হলে আশ্চয্যি হবেননি। ঃ)
  • a x | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৭ | 143.111.109.1
  • হ্যাঁ আজকাল বোঝা খুব মুশকিল। শুভজিত যেমন একদম ছাত্রপরিষদের মত কথা বলেনা, কেসি আবার মাঝেমাঝে কেমন অসিপিএম কথা বলে। এরকম করলে খুব মুশকিল। এরকম করলে লড়াই করার জোশ কমে যাবে যে!
  • Arpan | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:২২ | 204.138.240.254
  • আমি তো দক্ষিণপন্থীই আছি। আগেও ছিলাম, এখনো আছি। আমার লেখা পড়ে বোঝো না! ঃ)
  • kc | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:২১ | 194.126.37.5
  • অক্ষদার কথায় মনে বল পেলেম, গত দুদিনে বহুৎ গালি খেয়েছি কিনা!!
  • a x | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:২১ | 143.111.109.1
  • যে আগে দক্ষিণপন্থী ছিল।
  • a x | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:২০ | 143.111.109.1
  • চারুচন্দ্র তো লেকমার্কেটে।
  • Arpan | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:২০ | 204.138.240.254
  • কে নব্যবামপন্থী? ঃ O
  • a x | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৯ | 143.111.109.1
  • ন্যাহ্‌ আমি নব্যবামপন্থীদের আরো বিশ্বাস করিনা ;-)
  • Arijit | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৯ | 61.95.144.122
  • যাক - তাও ভালো। নয়তো "আপনি সিপিএম, শুনবো না' শুনে এই শুরু করতে যাচ্ছিলুম আর কি।
  • kc | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৯ | 194.126.37.5
  • ফুটকি কে দেখে মনে পড়ল, হিন্দু হোস্টেলের অনিন্দ্য সরকারকে মনে আছে? প্রেসি ফিজিক্স।?
  • Arpan | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৯ | 204.138.240.254
  • আমি ভাটে লিখেছিলাম তো। গান্ধীজির পরে মমতা ছাড়া এত সততা আর কারো মধ্যে দেখেননি ব্লা ব্লা।

    অক্ষদা হয় পড়া কর, নয় ব্রেনোলিয়া খাও।
  • Arpan | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৮ | 204.138.240.254
  • মহাত্মা আমি নিজের কানে শুনেছি। অক্ষদা আমার কথা বিশোয়াস করে তো নাকি!
  • a x | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৮ | 143.111.109.1
  • এই দেখ অরিজিৎ, রিডিফের লিংক আর এটার সাথে একটা তফাৎ আছে। রিডিফেরটা পড়ে মনে হয়, সত্যিই এনার মাথা গেছে। তোমারটা পড়ে তাও কিছু ডিসকাউন্ট দেওয়া যায়। এইজন্যেই দেখতে চাইছিলাম।
  • a x | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৬ | 143.111.109.1
  • আরে বাবা লোকে আজকাল ইয়ার্কি ফাজলামোও বোঝেনা। আমি কি সিরিয়াসলি ডাউট করছি নাকি কেসি যদি বলেন শুনেছেন, সেটাকে? আমি মহাশ্বেতা কিসের বেসিসে বলছেন (ভুলভাল হলেও) সেটা জানতে চাইছি।
  • quark | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৫ | 202.141.148.99
  • আদি 'চারুচন্দ্র কলেজ' এর নতুন নাম 'নব বালিগঞ্জ মহাবিদ্যালয়'
  • a x | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৫ | 143.111.109.1
  • মহাশ্বেতা দেবীর শাড়িটা বেশ।
  • Arijit | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৪ | 61.95.144.122
  • এটাকে হাইট অব "বুশিজম' বল্লে কম বলা হবে;-)
  • Arijit | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৩ | 61.95.144.122
  • অক্ষদা বড্ড বেশি স্কেপ্টিক। একটু সময় করে জাগো বাংলাটাও পড়ো না - এরকম অনেক কিছু পেয়ে যাবে;-)

    মহাশ্বেতা অনেকদিন ধরেই মমতাকে গান্ধীবাদি বলে আসছেন - "Moreover, there?s something very down-to-earth about her demeanour. Common people can easily approach her and she?s a great support for women. Acceptability to the masses is a politician?s greatest test and the TMC chief has passed this test with panache. And it?s this acceptability that makes Mamata a great leader of the people. It?s a very rare quality we found in another great leader of our country ? Mahatma Gandhi. Mamata?s simple, down-to-earth character makes her a Gandhian leader.

    http://www.ilovekolkata.in/index.php/My-City/Mamata-is-a-Gandhian-leader-Mahasweta-Devi.html
    '

    গান্ধীবাদী কারে কয়?
  • a x | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৩ | 143.111.109.1
  • আপনি সিপিএম। শুনবনা।
  • . | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৩ | 115.117.210.103
  • কেসি, "মহাত্মা মমতা" তো মহাশ্বেতা দেবী আজ থেকে বলছেন না। অনেকদিন ধরেই বলছেন। বৃদ্ধ হলে অনেকেই অনেক কিছু বলে থাকেন। তা নিয়ে অত আলোচনার কিছু নেই।

    "Mamata is the only one who has the heart to go on a 26-day hunger strike for a cause. After Mahatma Gandhi [ Images ], she is the sole leader who is thoroughly transparent, brave, bold and a darling of the masses."

    http://election.rediff.com/report/2009/may/14/loksabhapoll-interview-with-mahashweta-devi.htm
  • kc | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৬ | 194.126.37.5
  • অক্ষদা, দুটোই আমি দেখেছি ইটিভি নিউজেই। অন্য কারুর শুনে বলছিনা। লিং কোথায় পাব?
  • a x | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:০২ | 143.111.109.1
  • এই মহাত্মাটার লিংক দাও তো। কনটেক্‌স্‌ট ছাড়া আমি সিপিএমের একটা কথাও বিশ্বাস করিনা।
  • Arpan | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫০ | 204.138.240.254
  • কৌশিক ঃ-))
  • Arijit | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৪ | 61.95.144.122
  • এটা সিওর যে নতুন আরেকটা লেক তৈরী হয়নি। যদি সেটা হত? তাইলে?
  • kc | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪০ | 194.126.37.5
  • কোনও পক্ষের বুদ্ধিজীবিরাই কম যাচ্ছেননা। কিছুদিন আগে মহাশ্বেতা দেবী মমতা ব্যানার্জী কে বলেছেন 'মহাত্মা', কাল আবুল বাশার বুদ্ধকে বলেছেন 'বিদ্যাসাগর'। বিষয় মুসলিমদের জন্য সংরক্ষন। ঃ))
  • pi | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৮ | 72.83.210.50
  • আমি আজ হলেও হতে পারতুম খোঁড়া। গটমটিয়ে গিয়ে যেখানে দাঁড়ালুম , সেখানে ব্ল্যাক আইসের মোলায়েম আস্তরণ, তারপর আর কি, যা হবার তাই হল। ইন্দ্রপ্রস্থে দুর্যোধনের স্টাইলে পতন বাট নো মূর্চ্ছা।
    তবে, আমার বরকে বলিহারি। কোথাউ তুলে ধরবে, কোথায় লেগেছে জানতে চাইবে, একটু আহা উহু করবে, তা না, দাঁত কেলিয়ে বলে, আরে, তুমি এরকম জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে গেলে !
    ভাগ্গিস গু চ করেনা, নৈলে এরপর বোধহয় একপিস ক্ষীঃ ক্ষাণ্ড ও জুড়ে দিত ! গা-হাত-পায়ের বেদনার সাথে গা পিত্ত টাও আরো বেশি করে প্রজ্বলিত হত। ভাগ্গিস পড়েনা।
  • Arijit | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১০:০৫ | 61.95.144.122
  • ঠিকই - পিপির সিজিতে গোলমাল হয়ে গেসে গিয়া;-)

    আম্মো হাফ খোঁড়া। হপ্তা তিনেক আগে ঋককে বাসে তুলতে গেছি - খান তিনেক রোডেশিয়ান নিজেদের মধ্যে প্রচণ্ড কামড়াকামড়ি করতে করতে পায়ের ওপর এসে পড়লো প্রায় - তড়িঘড়ি পিছোতে গিয়ে হোঁচট খেয়ে হাঁটু মচকালো। দিন দুয়েক একটু টন্‌টন্‌ করে কমে গেলো - তো ভাবলুম ঠিক হয়ে গেছে। কিন্তু গত বেস্পতিবার থেকে বেদম ভোগাচ্ছে - সিঁড়ি দিয়ে উঠতে নামতে মোটামুটি কাঁদিয়ে দিচ্ছে। আরো বেড়ে গেলো শনিবার আপিসের লিফ্‌ট খারাপ ছিলো বলে পাঁচতলা অবধি ঠেঙাতে হয়েছে বার কয়েক, উদিকে গ্লোবসিনেও সিঁড়ি দিয়ে ওই চারতলা না কত, প্লাস তিন ঘন্টা দাঁড়িয়ে বকবক করতে হয়েছে...

    মাইকেল ওয়েন কেস হল কি না কে জানে - ২০০৬ ওয়ার্ল্ড কাপে মাঠের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধড়াম করে পড়ে গিয়ে কেলো...
  • Binary | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৮ | 66.94.87.210
  • সে জানিনা, নিউ বালিগঞ্জ যখন, তখন বালিগঞ্জে-ই হবে ঃ))
  • a x | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৪৭ | 143.111.109.1
  • নিউ বালিগঞ্জ কলেজ কোথায়? কবেই বা হল? একসময় যেমন গ্যারেজেগ্যারেজে মন্টেসরি স্কুল গজিয়েছিল এখন তেমন কলেজ গজাচ্ছে।
  • Binary | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৪১ | 66.94.87.210
  • দুখান খপর, আবাপ নির্যাস

    ১) কেলোবাবু যখান খুন হয়, তখন পাড়ায় নাকি যাত্রাপালা চলছিলো, তার নাম, 'পাড়ার বৌমা অ্যাটম বোমা'
    ২) নিউ বালিগঞ্জ কলেজে ছেলেরা (পড়ুন তিনোমুল) নাকি ৫%-১০% অ্যাটেন্ডেন্স নিয়েও পরীক্ষা দেওয়ার দাবিতে কলেজের বেঞ্চি আর লাইট ভেঙ্গেছে
  • Binary | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০৮:১১ | 66.94.87.210
  • পাইসি, থ্যাঙ্কু, থ্যাঙ্কু ...
  • A | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০৭:৪৩ | 99.183.185.250
  • সেকি বাইনারি??? আমার কাছে তো সেই মেইল বাউন্স ব্যাক করে নাই??? এখনও সেন্ট ফোল্ডারে জ্বলজ্বলাইতেছে!! ছবি সহ মেলিয়েছিলাম।

    ঠিক হ্যায় ফিরসে ফরোয়ার্ড করতি হুঁ।
  • Binary | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০৬:২১ | 66.94.87.210
  • কাল রকেট-সিং দেখলাম। কাউকে ভাল্লাগেনি, খালি ডি-সন্তোস নামে একটা ছেলে, একদম ঝক্কাস।
  • Binary | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০৬:১৬ | 66.94.87.210
  • পিপি, বরফে কি করে ব্যালেন্স রেখে হাঁটতে হয়, শেখার জিনিষ, কোচ লাগে। আমি একবার আছাড় খেয়ে সীনবোন মাল্টিপল ফ্রাক্‌চার করেছিলাম, তাপ্পর থেকে .....
  • Binary | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০৪:৫১ | 66.94.87.210
  • *কেলাশ টিচার
  • Binary | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০৪:৫০ | 66.94.87.210
  • উঃ চাদ্দিন আসিনি, অ অ অ নেক পিছিয়ে পড়েছি।

    বড় এ, মেল পাইনি তো !!! সেই লাস্ট মেল আগের রোব্বার, যেদিন তোমাদের বাড়ীতে ফাস্টোকেলাস বিরিয়ানি খেলাম, তাপ্পর কোনো মেল পাইনি।

    অপ্পন, আমাদের সম বিডিতে রেসিও-টেসিও কি ছিলো বলা মুশকিল, প্রতি কেলাসে দুইটা সেকষন আর প্রতি সেকশনে ৩৫/৩৮ টা বুদ্ধু ছিলো। একজন কেশা টীচার, যে কিনা হয় অঙ্ক নয় বাংলা পড়াতো। আর ইতিহাস-ভুগোল ইত্যাদির আলাদা আলাদা। তবে হ্যাঁ মাঝে মধ্যে কোন স্যার বা দিদি ডুব মারলে, এ-সেকশন-বি-সেকশন একসাথে কেলাস হতো।
  • kity | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০৩:৫৫ | 131.95.30.233
  • এই বাংলা উইকিতে ঠাকুরমার ঝুলি থেকে শুরু করে সুকুমার বঙ্কিম রবীন্দ্র সব তোলা হচ্ছে দেখে খুব ভালো লাগলো।
  • Tim | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০৩:০০ | 198.82.16.206
  • সেন্টার অফ গ্র্যাভিটির সমস্যা। জ্ঞান বেশি হয়ে মাথা ভারি হয়ে গ্যাছে। উল্টো হয়ে হেঁটে দেখিস তো সুবিধে হয় কিনা!
  • Tim | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০২:৫৭ | 198.82.16.206
  • ঃ-)))
    শিগ্গির সেরে উঠিস!
  • pipi | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০২:৪৯ | 78.52.66.145
  • না রে, গোল নয়, দিব্বি তেলালো বাঁশের মত সিধে হয়ে গেছে। মাঝখানে গাঁটের জায়গায় একটা টেনিস বল। বিধাতাকে বৃদ্ধাঙুষ্ঠ সহযোগে বাম পদ প্রদর্শন করত অনন্ত নাগ বেডটার দখল নিয়েছি নারাণটাকে হঠিয়ে। লক্ষীমণিটা থাকলে বড় ভাল হত। শুনেছি সে ভাল পদসেবা করে। এই সরস্বতীটে কোন কম্মের নয়।
  • Du | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০২:৪৫ | 65.124.26.7
  • সেকী পিপি - কি কান্ড! ঃ( আর ভালো হও তাড়াতাড়ি।
  • timi | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০২:১০ | 198.82.16.206
  • পিপিটা পা-গোল!
  • sayan | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০১:৫৬ | 59.164.109.203
  • আছাড় খেয়েছিস!!!
  • pipi | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০১:৫০ | 78.52.66.145
  • আবার। আবার। এবার ল্যাংড়া। ঘাতক - সেই আদি অকৃত্রিম স্নোঃ-(
  • sayan | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩৭ | 59.164.109.203
  • রিমিদি, ওখানে লিখলাম না আর, "কিসের ফটো' - একবার সত্যিই জিতেছিলাম। একটা পিনহেড ছিলো। ঃ-)
  • timi | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৪ | 198.82.16.206
  • বাহ্‌ এইটা দারুণ কাজের জিনিস হয়েছে। থ্যাঙ্কু।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত