এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Binary | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪০ | 148.141.31.203
  • আরে ৮৬/৮৭/৮৮ -র লোক ৯৩/৯৪ তেও কলেজ যাবে, এ আর বিচিত্র নাকি ? তাও আবার পলিটিকাল হলে .... আমি-ই ৯২ পজ্জন্ত পোমোদের ক্যান্টিনে গেছি।
  • aka | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৮ | 168.26.215.13
  • দুর তোমরা অনেক বড়। তখনকার লোক আমাদের সাথেও পড়বে এত ডেডিকেশন থাকে নাকি? ঃ)
  • Binary | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৭ | 148.141.31.203
  • হ্যাঁ হ্যাঁ ফিজিক্স-ই হবে, তবে ফিলজফির মেয়েদের সাথে আড্ডা দিতো, শিবুদা ভল বলতে পারবে।
  • aka | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৬ | 168.26.215.13
  • কেসির এখনকার চেহারা দেখে মনেই পড়ছে না কোনদিন মোলাকাত হয়েছিল। কেজানে বাওয়া, ঝুলি থেকে কি বেরতে কি বেরবে? দিঙ্কাল তো ভাল নয়। ;)
  • Du | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২১:১৮ | 65.124.26.7
  • বইমেলার পর কি সবাই বই পড়ছে শুধু? স্যর তেকেনাকে তো দেখাই যাচ্ছে না - এমনি তেকেনাকেও না ঃ(
  • aka | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২১:১৮ | 168.26.215.13
  • নির্মলকান্তি সাহা। যতদুর মনে পড়ে ফিজিক্স পড়ত।
  • Binary | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২১:০৮ | 148.141.31.203
  • এটা কোন নির্মল ? ফিলজফির নির্মল ? ডিএসও করত ?
  • kc | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২১:০৩ | 89.203.49.18
  • আরে সেসব কি আর বলা যায় রে ভাই?
  • aka | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২১:০১ | 168.26.215.13
  • এই কেসি বহুত ঘনচক্কর লোক হ্যায়। কোন ব্যাচের পিটুইটারি?
  • aka | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫৯ | 168.26.215.13
  • হ্যাঁ ধাক্কাধাক্কি শেষে হাঁপিয়ে টাপিয়ে প্রমোদের ক্যান্টিনে চা খেতে যেত। নেতাদের লুকিয়ে ক্যাডার বাহিনী নিজেদের মধ্যে বিড়ি এক্সচেঞ্জও করত। শুনেছি অবস্থা খুব প্রতিকূল হলে চা খেতে লোকে কফি হাউসে যেত। খানিক কবিতা টবিতা পড়া হত, এইসব আর কি। নির্মলদা কে কেলানোর পরে কিছুদিন একটু আবহাওয়া উত্তপ্ত ছিল।
  • kc | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫৯ | 89.203.49.18
  • যেতাম তো পিটুইটারির প্রভাবে, আর্য্যদের ডিপেই, বাকী সব উপলক্ষ মাত্র। ঃ)
  • Arpan | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫৪ | 122.252.231.12
  • যদুপুরে ফাই এডের হার্মাদেরা আতঙ্কের ছিল। ঃ P
  • SB | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫৪ | 114.31.249.105
  • kc কি যদুপুর থেকে প্রেসিতে ধাক্কাধাক্কি করতে যেতেন??!!!

    তবে যাইহোক এখানে বেশ জমজমাট রিইউনিয়ান হচ্ছে ঃ)
  • aka | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২০:৪৯ | 168.26.215.13
  • বোঝো ক্ষী ক্ষান্ড! দুনিয়া গোল। ঃ)))
  • kc | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২০:৪১ | 89.203.49.18
  • লিচ্চয়ইইইই!
    আমরাতো আবার বহিরাগত হার্মাদ টাইপের ছিলাম কিনা।ঃ)
  • aka | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩৯ | 168.26.215.13
  • তোমার সাথেও ধাক্কাধাক্কি করেছি নাকি? আমি ৯৩-৯৬।
  • kc | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩৮ | 89.203.49.18
  • কোন সালে? ঃ)
    আমিও খুব প্রেসি যেতাম তো।
  • aka | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩৪ | 168.26.215.13
  • আরে চিনি। আমাকে অ্যাডমিশনের সময় খুব হেল্প করেছিল। এমনিতে ভালো ছিল তো। পরে অবিশ্যি দোতলায় ধাক্কাধাক্কি করেছিল। ঃ))
  • kc | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩২ | 89.203.49.18
  • হ্যাঁ, হ্যাঁ।
  • aka | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩০ | 168.26.215.13
  • আর আমাদের ঋদ্ধিমান কি খুব বাজে আউট হয়েছে?
  • aka | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩০ | 168.26.215.13
  • আরে ঐ হল। দাড়ি ছিল তো?
  • kc | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২০:২৯ | 89.203.49.18
  • *সরকার
  • kc | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২০:২৮ | 89.203.49.18
  • অনিন্দ্য সকার যে! দাশগুপ্ত কে চিনি না।
  • aka | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৫৭ | 168.26.215.13
  • ও কেসি অনিন্দ্য দাশগুপ্তরে আমি চিনি তো। খুব দুঃখ পেয়েছিল আমি এসফাই জয়েন করি নি বলে। আমাদের সময় বোধহয় পিজি পড়ত বা এমনিই কলেজে আসত জানি না। নির্মলদাকে এসএফআই কেলানোর পরে কিছুদিন দেখি নি শুধু।
  • Manish | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৩৯ | 117.241.228.173
  • আর সচিন আর একবার প্রমাণ করলো ও Match Winner না।
  • quark | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৪৭ | 202.141.148.99
  • ওদিকে সচিন বুড়োর পর পর তিনটে সেঞ্চুরি
  • stoic | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৭:২৮ | 160.103.2.224
  • ক্যাপ্টেন হিসেবে ধোনির প্রথম টেস্ট ম্যাচে হার। ইন্ডিয়া হারল ইনিংস আর ছয় রানে। ঃ-(
  • shrabani | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৭:০৯ | 124.124.86.102
  • quark,
    আমি পরে গান শোনার মত হওয়ার আগে থেকেই প্রবাসী, তাই সত্যি শুনিনি। পরে জিজ্ঞেস করে জেনেছি ওগুলো কার গান।আর বাংলা পুরনো/আধুনিক গান শোনার মুডটাই তৈরী হয়নি। একদম শুনিনা তা অবশ্য নয়, তবে পার্টিক্যুলার রেকোতে।
  • quark | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩৫ | 202.141.148.99
  • হরভজন ৩৯, জাহির ৩৩

    বোলারগুনো এত ভালো ব্যাট না ক'রে যদি এট্টু ভালো বল করত!
  • pipi | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৫:২৬ | 78.52.234.189
  • দিপু, উল্টোটাও হয়। কাল তো দেখলাম মানে হাড়ে হাড়ে ফিল করলামঃ-)
  • dipu | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫১ | 61.12.12.83
  • ইসে, মূর্চ্ছা ও পতন।
  • quark | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫১ | 202.141.148.99
  • খুলেছে, খুলেছে, বাঙালি খাতা খুলেছে
  • pipi | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৪৩ | 78.52.234.189
  • অজ্জিত, বাইনারী

    আরে আমার ক্রেডিবিলিটি অ্যাণ্ড এফিসিয়েন্সিটা একবার দেখো। সাত বচ্ছর জার্মান বরফ নিয়ে ঘর করেও নো পতন অ্যাণ্ড মূর্চ্ছা! এমন নিষ্কলুষ সিভি ওপরের কুচুটে বুড়োটার সইবে কেন। অতএব থাক পড়ে বিছানায় পায়ে ব্যাণ্ডেজ নিয়ে।
  • kc | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৪:১৯ | 194.126.37.5
  • ন্যাড়াদা আমারতো ভালোই লাগল।
  • . | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৪:১৮ | 125.18.104.1
  • থীমা অম্লান দাশগুপ্তের আর একটি বই বের করেছে- North Indian Classical Music in the Age of Mechanical Reproduction: Music and Modernity
  • nyara | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৪:০৭ | 203.110.238.17
  • অম্লান দাসগুপ্ত আমি উল্টেপাল্টে দেখে আপাততঃ রেখে দিয়েছি, খুব ইন্টারেস্টিং লাগেনি। কেসি কি রেকোমেন্ড করছেন?
  • . | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৪:০৫ | 125.18.104.1
  • আপনার কথায় স্টারমার্কে দেখা একটা ভালো বইয়ের কথা মনে পড়ে গেল। টইতে লিখে দিই।
  • . | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৫৮ | 125.18.104.1
  • বদ্যি সলিডারিটি মুভমেন্ট। ;-)

    না, আমীর খানের উপর লেখা বইটি দেখছিলাম। প্রথম দর্শনে উপাদেয় লাগে নি। পরবর্তী দর্শনে ভালই লাগল। হয় তো কুমারপ্রসাদ বা শীলা ধরের মত মুচ্‌মুচে ভাষা নয়, কিন্তু তথ্য ইত্যাদি বেশ সরেস। শেষে সব গানের বন্দিশ ও স্বরলিপি লেখা আছে, যা সাধারণতঃ গাইয়েদের জীবনীতে থাকে না।
  • kc | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৪৮ | 194.126.37.5
  • হ্যাঁ, থীমারই। আমার কেন গানি মনে হল আপনি বইমেলাতে এই বইটা কিনেছেন, তাই জিগালাম। আর হ্যাঁ, অম্লান দাশগুপ্তই। বেসিক্যালি সব দাশগুপ্তরাই কিন্তু পড়াশোনার কাজগুলো খুব ভালো করেন। ঃ))
  • . | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৪৩ | 125.18.104.1
  • এটা কাদের? থীমা? অম্লান মানে অম্লান দাশগুপ্ত? পড়ি নাই।
  • kc | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৮ | 194.126.37.5
  • ঠিক আসে। আবার নতুন কইর‌্যা দেখা শোনা করতে লাগে। আইজ রাত্তির বেলা আফনারে বন্দুক রিখোয়েস্ট পাঠায়ে দিমু খনে।
    তাপ্পর "My life- Allahdia Khan" পড়লেন নাকি? আমার বেশ লাগল, সবথেকে ভাল লাগল অম্লানবাবুর কাজ।
  • . | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩১ | 125.18.104.1
  • হিন্দু হোস্টেল মানে অর্ঘ্য-ত্রিদীপ। ওদেরও চিনতেন নিশ্চয়? সুপারখে্‌খলো! আরে আমার ইস্কুলের ক্লাসের সেকশনের এক বন্ধু অর্কুটে হাই হেলো করে। আমি নামে চিনতে পারি না দেইখা ছবিও সাঁটছে। তাও চিনতে পারি না। দিনকে দিন মগজটা একখান সোশিয়াল এমবারাসমেন্ট হয়া উঠতাসে।
  • kc | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২৩ | 194.126.37.5
  • লোকটা তো আফনিই। কিন্তু এরমভাবে সবই ধুস কইলে কি অইবো? দিব্যেন্দুদাকে মনে পড়ল।
  • . | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১৮ | 125.18.104.1
  • খাইসে! একটু অরকুটে আমার প্রোফাইলে গিয়া দ্যাখেন তো যার কথা কইতাসেন হেইডা আমিই কিনা। আপনি কি দিব্যেন্দুদা-অনির্বাণদা-সাত্যকিদাদের চেনেন?
  • kc | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৭ | 194.126.37.5
  • কোয়ার্ক আপনি কে সেটা বললেন না কিন্তু!! ঃ(
  • quark | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৩ | 202.141.148.99
  • হে হে! এখন বঙ্গবাসী মর্নিং, পড়াচ্ছে।
  • kc | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৮ | 194.126.37.5
  • না না হিন্দু স্কুল নয়, ১১-১২ পড়েছিল, সোদপুরে, ১-১০ অবধি বহরমপুরে। সেকী! সব ভুলে গেছেন মশাই?
  • . | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৬ | 115.117.223.180
  • এই রে! খে্‌খলো! পাপী স্মৃতি। অনিন্দ্য সরকার মানে হিন্দু স্কুলের?
  • quark | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৮ | 202.141.148.99
  • আমি সির্ফ পাপী এসেফাই!
  • kc | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৬ | 194.126.37.5
  • কোয়ার্ক আপনিই বা কে? আমার নাম কৌশিক চক্রবর্তী। অনিন্দ্য আমার বাল্য বন্ধু। ক্লাস ওয়ান থেকেই একসঙ্গে, একবেঞ্চে, আর ফুটকি টা যে কে, ফুটকি নিজেই বলুক, তবে হিন্দু হোস্টেলে ফুটকির সঙ্গেও গপ্প হয়েছে এককালে, ঃ))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত