এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৫ | 61.95.144.122
  • কলকাতার এক্সটেনশন হিসেবে সল্লেক, এবং তারপর রাজারহাট-নিউটাউন যে লজিস্টিক্সের দিক দিয়ে, প্ল্যানিং-এর দিক দিয়ে এবং পরিবেশের দিক থেকে ভুল সেটা আগে একবার লিখেছিলুম। সল্লেক তো বহু আগেই হয়ে গেছে - তখন কেউ এতসব ভাবেনি। মজার কথা হল রাজারহাটের সময় ফসেট রীতিমতন বড় একটা পেপার বানিয়েছিলো সমস্ত প্রবলেম লিস্টি করে। কিন্তু সেটাও পরে ওরা পাল্টায় - কারণ...
  • kc | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৯ | 194.126.37.5
  • ভাবেনি মানে, সাত বছর আগেও কেউ ভাবেনি। উইপ্রোর কনস্ট্রাকশনে এই অধম বেশ কিছুটা যুক্ত ছিল, তখন শুধু অফিস ব্লক-ওয়ান আর লার্নিং সেন্টারের স্যানিটারি ওয়েস্ট কোথায় ফেলা হবে তা নিয়ে জিজ্ঞেস করাতে সরকারী লোকেরা ভ্যাবলার মতন তাকিয়ে ছিল।
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩২ | 61.95.144.122
  • সৈকত - সত্যিই হয়নি। আমার মনে হয় কেউ কখনো ভাবেইনি যে সেক্টর ফাইভ এরকম চেহারা নেবে।
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩০ | 61.95.144.122
  • কাল আমাদের আপিস পার্টি ছিলো - হি্‌হ [;-)] তে। তো সিএমও বেটা ফের সেই বৈদিক গ্রামের স্লাইডগুলো খুলতে আমি ভাবলুম লেঃ ফের দেড় ঘন্টা গেলো - তো দেখি তিন নং স্লাইডটা বেশ বদলেছে - বারবার করে ক্ল্যারিফাই করলো যে প্রসেস এবং ইনোভেশন কো-এগজিস্ট করতে পারে। বুঝলুম যে সেদিনের অ্যাটম বোমা দুটোর এফেক্ট। উদিকে আপিসে যে পারছে আমাকে জিগিয়ে যাচ্ছে তুই/তুমি নাকি ভয়ংকর ভয়ংকর কোশ্চেন করেছিস/করেছ...
  • saikat | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৯ | 202.54.74.119
  • অরিজিতের advanced planning পড়ে মনে হোল, সেক্টর ফাইভ বানাবার সময় sewerage-এর কোন planning-ই কি হয়নি? দেখে মনে হয় JUSCO প্রথম থেকে পাইপ বসাচ্ছে। !!! এ যে কী যন্ত্রণা !!!
  • dipu | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১১:২১ | 61.12.12.83
  • আমার না, মোয়ার।
  • dipu | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১১:২১ | 61.12.12.83
  • না আমি একগাদা মোয়া আর পাটালিগুড় কিনে বাড়ি নিয়ে গেলুম। সবাই খুব সুখ্যাতি কল্ল।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১১:২১ | 204.138.240.254
  • রাজধানী ছাড়ো। দীর্ঘ কবিতা পড় ও পড়াও। কোথায় পড়বে তা গেস করার জন্য কোন প্রাইজ নেই। ঃ-)
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৯ | 204.138.240.254
  • কিছু তো করাই যায়। দৃষ্টান্তমূলক। অন্তত কিছু লোক করার আগে দুবার ভাববে।
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৮ | 61.95.144.122
  • "দশ হাজার প্রাণ আমি যদি পেতাম
    তবে ফিরিঙ্গি বণিকের গৌরবরবি
    অতলজলে ডুবিয়ে দিতাম'

    ইত্যাদিতে অনুপ্রাণিত হয়ে আমি সেদিন কাকে যেন বল্লুম যে একশোটা ক্র্যাক পুলিশ, আর খান কুড়ি গাড়ি, এবং স্পট চার্জ (শুধু ফাইন নয়, লাইসেন্স বাতিল অবধি - কোর্টে আন-চ্যালেঞ্জেবল) করার ক্ষমতা দিলে তিন মাসে বাইপাস সিধে করে দেবো - তো সে শুনে বল্ল ওচ্চেয়ে হাওয়ায় এডিনবরা ক্যাসল বানানো সোজাঃ-(
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১১:১২ | 61.95.144.122
  • অপ্পন - স্পট ফাইনের কথা আম্মো ভাবি - কিন্তু কজনকে করবে? সমস্যা তো সেখানেই। কাতারে কাতারে লোক যখন একই ভুলগুলো করছে তুমি কজনকে আটকাবে? তাহলে ওই একই কাতারে কাতারে পুলিশ চাই - এবং যারা পুলিশ হবে তারাও তো একই মেন্টালিটির!
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৯ | 61.95.144.122
  • জামশেদপুর ইউটিলিটিজ অ্যান্ড স্যানিটেশন কোং বা কর্প। টাটাবাবুদের দোকান;-)
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৮ | 204.138.240.254
  • স্পট ফাইন/লাইসেন্স পাঞ্চ করা উচিত।
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৭ | 61.95.144.122
  • আর নিয়ম যে ভাঙে সেটা নিয়ে বেশ "বেশ করেছি' টাইপের ভাব। উল্টো রাস্তা দিয়ে যাচ্ছে, বেরিয়ার ভেঙে ঢুকছে - বীরের মতন। বলতে যাও - তুমি উল্টে গালি খাবে।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৬ | 204.138.240.254
  • না, অ্যাক্রোনিমটা কীসের তাই জানতে চাইছিলাম।
  • Rajdeep | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৫ | 202.79.203.59
  • হ্যাঁ JUSCO
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৪ | 204.138.240.254
  • JUSCO?
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৯ | 61.95.144.122
  • অ্যাডভান্সড প্ল্যানিং বলে কিছু নেই। তার বেশ কিছুটা দায় JUSCO-র। একই রাস্তা দু মাসের মধ্যে কতবার যে খোঁড়া আর বোজানো হয়েছে তার ঠিকানা নেই। আর তারপর খোঁড়ার জন্যে যে ট্রাফিক প্ল্যানিং হবে তাও নেই। সেটা কদ্দূর সম্ভব তাই নিয়েও সন্দেহ থেকে যায় - কারণ নিয়ম তো কেউ মানে না। Barrier থাকলে সেটা সরিয়ে যাচ্ছে, টেপ ঝুলিয়ে রাখলে সেটা ছিঁড়ে চলে যাচ্ছে - আর যারা এগুলো করছে তাদের বড় অংশই বেশ ধোপদুরস্ত পোশাক পরা আইটি আপিসে চাকরি করা সায়েব বাঙালী।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫১ | 204.138.240.254
  • এটার একটা নাম দিলাম।

    "আলো যায় জ্বলিয়া রে'।
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৯ | 24.42.203.194
  • শাটার জ্যাম মস্তিষ্ক কার্ণিশে, আজকাল ওখানেই জ্বলিত আলো, একটু লালচে, কার্ণিক লাগবেই। তার মানেই ক্যাও, ওদিকে যাওয়া মানা। ডানদিক তো ডেড এন্ড। আসলে স্ট্যাটাস কুয়ো, নড়তে চড়তে ওবিজ। মেডিটেরিয়ান ডায়েটেই নতুন যীশু, সাথে জয়নগরের মোয়া ফ্রি। বাঁচার অধিকার তো সবার। না মানলে এলাটিং বেলাটিং।

    (এটা অক্ষদার জন্য)
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৭ | 204.138.240.254
  • এইখানে একটা ভালো জিনিস দেখলাম। খোঁড়াখুড়ি এখানেও হয়। কিন্তু অন্তত দিন সাতেক আগে অফিস অ্যাডমিন মেল করে জানিয়ে দেয় কবে থেকে কবে রাস্তা বন্ধ থাকবে আর বিকল্প রুট কী হবে।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৩ | 204.138.240.254
  • কিস্যু পাল্টায়নি। এইবার হসপেট স্টেশনে গিয়ে সাড়ে তিন ঘন্টার প্রতীক্ষা, ফেরার ট্রেন ধরব। ভাবলাম ক্লোকরুমে মাল জমা করে ঝাড়া হাত-পা হয়ে থাকি। ট্রলি-ফলি নেই, টানতে টানতে সেই স্টেশনের শেষমাথায় গিয়ে গিয়ে দেখি ক্লোকরুমে তালামারা। এরপরে রেস্টরুমে যাবো। তখন সন্ধে ছটা। গিয়ে দেখি সে ব্যাটা তালা বন্ধ করে বেরোবার তোড়জোড় করছে। তবে লোকটা বেশ নিরীহগোছের ছিল। একপ্রস্থ ঝাড়ার পরেও খালি হাসে। বলে আরে একটু চা খেতে যাচ্ছিলাম। তো, তালা বন্ধ করে যাওয়ার কী আছে জিগ্যেস করায় বলে রেস্টরুমের ভেতরে ওর যাবতীয় জিনিসপত্র আছে। তালা না দিলে পাহারা কে দেবে!
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৭ | 61.95.144.122
  • অপ্পন - র‌্যান্ডম। কোনো ঠিক নেই। অ্যাকচুয়ালি ওয়েবেল মোড় থেকে কলেজ মোড় অবধি খুঁড়ে দিয়েছে। ওখানকার জ্যামটা এড়াতে আজ থেকে একটা নতুন ট্রাফিক প্যাটার্ন শুরু করেছে - তাই জ্যামটা অন্য জায়গায়।
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৬ | 61.95.144.122
  • ওই রাজধানীর খাবারের খবরটা নিয়ে - খবরটার একদম শেষের অংশটুকুর কথা জানি। যোধপুর এক্সপ্রেস বারো ঘন্টা দেরীতে এসেছিলো কুয়াশার জন্যে - খাবারের ব্যাপারে বাবা-মাও এটাই বলেছিলো। আরেকটা জিনিস শুনলাম - বেশ কিছু বড় গ্রুপ ট্রেনের কিচেন, এবং কিচেনের সাপ্লাই ব্যবহার করে নিজেদের জন্যে - সাপ্লাইগুলো অল্প পয়সা দিয়ে কিনে নেয়।

    ওটা তো তৃ-প-কা-বু টই - কিন্তু এটা জেনেরিক প্রবলেম, তাই এখানে দিলুমঃ-)
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৬ | 204.138.240.254
  • সবসে জাদা জ্যাম কহাপেঁ হোতা হ্যায়?
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৫ | 61.95.144.122
  • মামী - হুঁ। তাপ্পর গাড়ি পার্ক করতে করতে মাথাগরমটা রিডাইরেক্ট হল আরো কিছু গাড়িচালকের ওপর - ভেবে দেখলুম ও বেচারার কিছুই করার নেই। তখন হেঁটে গিয়ে তাকে খুঁজে বের করে সরি বল্লুম।
  • m | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩২ | 173.26.17.106
  • দীপু, তুমি কি মোয়ার দোকানের পাশের বড় গেট দিয়ে ঢুকে নির্মল বাতাস নিতে?
    যদি নিতে তাইলে দুখান পরামর্শ দিতামঃ)
  • m | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩০ | 173.26.17.106
  • অরি, গাড়ির জানলা থেকে মুখ বার করে চিক্কুর পাড়লে?ঃ)
  • Blank | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৯ | 59.93.215.77
  • আমি তো বাড়িতেই ঃ)
    এবারে আপিস যাবো
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৮ | 61.95.144.122
  • আজ ফের জ্যামে আটকে একটা পুলিশের ওপর খানিকক্ষণ চিল্লিয়ে পরে আবার গিয়ে সরি বলে এলুম - সে বেচারা আরো ভেবড়ে গেলোঃ-(
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৬ | 204.138.240.254
  • সমস্যাটা কী? হেল্পাতে পারবো না কিন্তু।
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১০:২০ | 61.95.144.122
  • বাই দ্য ওয়ে - ক্ল্যারিফিকেশন দিয়ে দিই - এইচপি ডেস্কজেট অল-ইন-ওয়ান আছে বোলে তো বাড়িতে আছে, কোনো একটা বাক্সের মধ্যে। কাজেই থিওরি চলতে পারে, প্র্যাক্টিক্যাল নয়।
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৫ | 61.95.144.122
  • লেঃ আরেকটা গপ্পো লিকবে পিপি এবার - বেঁচে থাক
    ব্ল্যাক আইস বলে;-)
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১০:১২ | 61.95.144.122
  • নাথুদার জি-প্লাস-ফোরটা এককালে তো খুব খেইচি, কিন্তু কি যে ছিলো সেটা এখন আর কিছুই মনে পড়ে না।

    তবে সায়েন্স ক্লাবে রাত্তির অবধি মিটিন থাকলে নাথুদা সেদিনের বেঁচে যাওয়া চপ খাওয়াতঃ-)
  • Arijit | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১০:০৮ | 61.95.144.122
  • এইচপি ডেস্কজেট অল-ইন-ওয়ান আছে, কিন্তু পিএসসি না কোন একটা সিরিজ।
  • Samik | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৪ | 122.162.75.140
  • তুই বাড়ি যা। :-|
  • Blank | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৩ | 59.93.215.77
  • ওটা বদলে ক্যানন করে দিলে আমি সাপোর্টাবো
  • samik | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৪৮ | 122.162.75.140
  • এইচপি ডেস্কজেট? কেউ নেই সাহায্য করার? ভেউ।
  • Blank | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩৪ | 59.93.215.77
  • হেব্বি জিনিস ঃ)
  • Samik | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:২৭ | 122.162.75.140
  • ঢাকাটা তো উদুম ক্যাও । ইয়্যাও ...

    ঃ-)=
  • Samik | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:২৪ | 122.162.75.140
  • কারুর বাড়িতে হেইচপি ডেস্কজেট প্রিন্টার আছে? প্রেফারেবলি F300 সিরিজের?

    গোট্টে টেকি সাপোর্ট দরকার ছিল।
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০৭:১৮ | 71.62.121.158
  • পা দিয়ে গাড়ি রিপ্লেস করবো? না উল্টোটা?

    নিচের গানটা নিয়ে আজ্জোদা কিছু বলবে না?
  • pipi | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০৩:৪৯ | 78.52.234.189
  • তিমি, পায়ের তলায় সর্ষের তেল হলেও পা-গাড়ী রিপ্লেসেবল এটা মনে রাখিসঃ-)
  • a x | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০২:৫৫ | 143.111.109.1
  • গুরু এ কি জিনিস!
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০২:৫৩ | 198.82.21.165
  • ঃ-)))
  • Lama | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০২:৪০ | 117.194.226.137
  • উদুম ক্যাও

  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০২:২৫ | 198.82.21.165
  • আগামী এক সপ্তাহ (বা তারো বেশি) জুড়ে এরকম চলবে। খুবই ভালো ব্যাপার....
  • a x | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০২:১৪ | 143.111.109.1
  • আজ্জো আর সিমুলেশন করেনা ক্যান?
  • Du | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০২:১২ | 65.124.26.7
  • আরো তো নাকি বরফ ঝড় আসছে ঃ(
  • m | ১০ ফেব্রুয়ারি ২০১০ ০২:০৮ | 173.26.17.106
  • ১,হাতপা ভাঙলে হাসপাতালে রাখে কিনা
    ২,পছন্দসই( এক্ষেত্রে নীলচোখো,সোনাগলা হাসিওলা)ডাক্তার ই হাসপাতালে সপ্তাহব্যাপী ১৮ ঘন্টা ডিউটি করেন কিনা।
    ৩ওনার বান্ধবী/স্ত্রী আছে কিনা(এইটা শুদু হাসপাতালবাসের দিন গুলোর জন্যে ততটা দরকারি নয়)

    এইগুলো ভালো করে জেনে ব্ল্যাক আইস ট্রাই কোরোঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত