এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২১:০২ | 71.62.121.158
  • গাছ দিয়ে গেছে? ফলসমেত? সত্যিকারের? ক্ষি ক্ষান্ড!
  • M | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫৬ | 59.93.195.236
  • আজ আমি ঝাল মুড়ি,নলেন সন্দেশ, মায়ের দিয়ে যাওয়া গাছের সিঙাপুরি কলা আর এক মগ কফি দিয়ে ডিনার সারলুম।
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২০:৪৪ | 97.81.73.107
  • তবে আমি লোক খারাপ না ঃ)
  • A | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২০:৪৩ | 97.81.73.107
  • অমৃতা, ২০০৪ (নাকি তিন) সাল থেকে আমি A ঃ) সেটাও মানতে না চাইলে ২০১০ সাল থেকেই ধরুন!
    রেগুলার আসি না বলে লোকে ভেবলে যায়। পুরোনো লোকেরা চেনে। আর যেখানে কিছু ক®¾ট্রাভার্শিয়াল কথা হয় সেখানে আমি পুরো অভ্যুদয় মন্ডল-ই লিখি। নিছক আড্ডায় কোনো চাপ নেই ঃ)
    খুব অসুবিধে হলে আপনি না হয় পুরো নামই লিখবেন। বা অন্য কোনো স্ট্রাটেজি। দ্বিতীয় তীর্থঙ্করবাবু আসার পর থেকে যেমন বস্টনের তীর্থঙ্করবাবু এখন তীর্থং লেখেন।
  • pipi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩১ | 78.52.67.139
  • ফ্রিম্যাসনরি সম্বন্ধে কেউ একটু বিশদে আলোকপাত করবেন? মানে, উইকি আর নেটের দৌলতে অনেক কিছু জানলাম কিন্তু যা বুঝলাম না সেটা হল এরা কি কোন অকাল্ট ফ্র্যাটারনিটি? নইলে এত সিক্রেসি কেন? এরাও কি নাইট টেম্পলারদের মতন কিছু ব্যাপার? ক্রিশ্চিয়ানিটির সাথে এদের ঝামেলা কেন?
    মোদ্দা কথায়, গোদা বাংলায় জানতে চাই বস্তুটি ভাল না মন্দ।
  • bb | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৫৮ | 117.195.170.81
  • প্রথম বিশ্বের লোকেদের কিছু কিছু উক্তি বা বিস্ময় শুনলে মনে হয় "অবাক পৃথিবী অবাক করলে তুমি' ঃ)

    রেফ- ১) স্কুল ফি
    ২) দেশীয় মাইনে
    ৩) ভারতীয় শিক্ষাব্যবস্থা

    সময়ের সঙ্গে সঙ্গে সব বদলায় আর দেশীয় ব্যবস্থা বদলাবে না?ব
    ডিঃ এটি কোন ব্যক্তি বিশেষকে ঠেশ দেবার জন্য নয়। মনে হচ্ছে অনেকেরই দেশের সাথে যোগাযোগ কম ঃ(
  • Arpan | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১৯:১৮ | 112.133.206.20
  • এঃ। অভ্যু শেষে কফি দিয়ে খিচুড়ি রাঁধে!! ;-)
  • suchetana | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১৯:১০ | 122.172.153.119
  • রিজার্ভ ব্যাংক, স্টেট ব্যাংক, অত কষ্ট করতে হবেই বা কেন? ঘরেই এক চলমান ব্যাংক আছে, তার ওয়ালেটে দুই টুকরো নোট ভরে, আস্ত নোট বের করে নেওয়া অনেক বেশি সোজা। মানে তাইই করেছি অলরেডি।
  • Arpan | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১৯:০৪ | 112.133.206.20
  • দু টুকরো নোট রিজার্ভ ব্যাংকে নিয়ে গেলে নিয়ে নেয় আর সমমূল্যের টাকা ফেরত দেয়। মানে বাবা তাই বলেছিল একবার।
  • suchetana | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৪৭ | 122.172.153.119
  • রঞ্জনদা, অনেকদিন আপনার লেখা পড়ি নি, অপেক্ষায় আছি।
  • aka | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৩৬ | 24.42.203.194
  • অক্ষদা জীবনে একদিনও ব্রিজ খেলে নি। একটুও খেলে নি। ঐ একই রকম হাত যদি ক্লাবসের হত তখন? আর আমি থ্রি হার্ট ডাকলাম পার্টনার থ্রি স্পেড ডাকল, কার হাত এক্সপোজড হবে শুনি?
  • suchetana | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৩৬ | 122.172.153.119
  • রঞ্জনদা, চিন্তা করছি না মোটেই, মজাই লেগেছে, ছোট্টো মানুষদের চোখে কত সহজেই না কত সাধারন খুঁটিনাটি ধরা পড়ে দেখে। ঃ-)
  • ranjan roy | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১৮:১৯ | 115.184.31.184
  • সুচেতনা,
    চিন্তার কোন কারণ নেই। ছেলে যা বলছে ( একই নোট আগে অনেক হাত ঘুরে----) তা আদৌ কোন বিপ্লবী দর্শন নয়, বরং ভেলোসিটি অফ সার্কুলেশন অফ মানি। একেবারে ইকনমিক্সের কোয়ান্টিটি থিওরি সবচেয়ে দক্ষিণপন্থী শিকাগো স্কুল অফ থট।
    আর সেলোটেপ লাগিয়ে স্টেট ব্যাংকে নিয়ে যেতে হবে। ওরা সপ্তাহে একদিন সয়েলড্‌ নোট্‌স্‌ কাউন্টার খুলে এসব নোট বদলে দেয়।
  • kd | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩৭ | 59.93.196.216
  • কিটাই, তুমি আমার বাড়ীতে সিংহদরজা কোথায় দেখলে যে দারোয়ান লাগবে?
    তবে একজন গাড়োয়ান অতি অবিস্যি লাগবে - এ ব্যাটাকে মাস গেলে মাইনে দিই আর নিজে ট্যাক্সি করে ঘুরি - কখনো ওনার অসুখ, কখনো ওনার ভাগ্নে-বৌএর অসুখ (কী অসুখ, সেজন্যে উনি কেন ব্যস্ত জিগ্যেস করতে সাহস পাইনি, কে জানে কী শুনবো)।
  • kd | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৮ | 59.93.196.216
  • ম, 'কিছু মনে করিনি' মানে? তোমার মনে করার মতো কখন কী করলুম? মানে করেছি, রাত একটায় ফোন করে ঘুম থেকে তুলে (কলকাতার তখন দুপুর সাড়ে বারোটা), কিন্তু তোমার পোস্ট তো তার দু'ঘন্টা আগে, সকাল সাড়ে দশটায়!

    বুড়ো হওয়ার এই বিপদ। কখন কাকে কী যে উল্টোপাল্টা বলে দিই, তারপর মনে থাকে না। লজ্জার একশেষ ঃ(
  • suchetana | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৫১ | 122.172.153.119
  • ঃ-) আমিও বাড়ছি, কেমন লিংক দিতে শিখে গেলাম। কর্ণাটকে আছে কিনা জানি না। তবে ব্যাঙ্গালোরে বেশির ভাগ স্কুলে কিন্তু মারে না।
  • pi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১৪:০৮ | 72.83.210.50
  • সুচেতনাদি, সচেতনা বাড়ছে। ঃ)
    লিংক টা দিয়ে ভালো করলে। এটাই তো বলছিলাম,এরকম একটা ভিজিলেন্স বডির খুব দরকরা। এট একটা ভাল স্টেপ।এরকম ফোরাম তো সর্বত্র ই গড়ে তোলা উচিত। কর্ণাটকে এরকম কিছু নেই ?
  • A | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২১ | 99.183.185.250
  • ও অভ্যুদা,

    এতক্ষনে পেছনের ক'ট পাতা পড়লাম। দেখলে তো? বোল্লাম না উদো-বুধো কেস হতে পারে?

    A= অভ্যু/অয়ন কদাপি নয়। অয়ন তো a। আর A সেই ২০০৫ থেকে আমি, আমি, আমি। সোহম!!!

    ]A/Amreetaa/ অমৃতা ঃ(
  • A | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১১ | 99.183.185.250
  • 97.81.105.204 কি মনে হছে কল্যানী তুতো অভ্যুদা? ঃ)
  • A | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১০ | 99.183.185.250
  • প্লিজ প্লিজ প্লিজ নীচের 97.81.105.204 এর A... কিছু যদি মনে না করেন- যখন লিখবেন এখানে এরপর থেকে অন্য নাম/আদ্যাক্ষর ইত্যাদি তে লিখবেন???

    নইলে অমার আর আপনার মধ্যে উদো/বুধো কেস হওয়ার সমূহ সম্ভাবনাঃ)

    ]A/Amreeta/অমৃতা
  • A | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৭ | 97.81.105.204
  • খিচুড়ি যখন বানাবেন তখন তাতে অবশ্যই আলু আর ফুলকফি দেবেন।
    এই শেষ কথা বলে যাব আমি চলে।
  • A | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪২ | 97.81.105.204
  • সীট পদবিটা এই প্রথম দেখলাম।
    আর সীট স্কোয়ার তো খুবই ইউনিক ঃ)
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪২ | 75.53.204.181
  • আর ঐ হাত থাকলে তুমি ৩হার্ট ডাকবে, তোমার পার্টনার ৩স্পেডস। তোমার হাতটা - উইকার হাতটা যাতে এক্সপোসড হয়।
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪০ | 75.53.204.181
  • স্লাম আবার কি! স্ল্যাম।
  • suchetana | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩৫ | 122.172.153.119
  • তোমরা আমাকে যতই পাত্তা না দাও, আমি নাক গলাবই। ইপিস্তার জন্য একট লিং http://www.anandabazar.com/6raj2.htm
  • aka | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩৪ | 24.42.203.194
  • থ্রি স্পেড ওপেনিং সম্বন্ধে একটি বিশেষ বিজ্ঞপ্তিঃ

    ব্রিজ খেলেছেন? আরে না হুগলি ব্রিজ নয়, অন্যটা, লোকে ট্রেনে খেলে, ওয়ার্ল্ড কম্পিটিশন হয়। হাতে সাত কিম্বা আটটি স্পেড অথচ পয়েন হল আট কিম্বা নয়। একে বলে স্পেড ছাড়া কিছু নেই স্পেডও নেই। স্লাম বুক হয় না, লিটল কিম্বা গ্র্যাণ্ড কোনটাই নয়।
  • pi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:২২ | 72.83.210.50
  • অন সেকেন্ড থট, পঞ্চমটি ম না। ঃ)
  • Ishan | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:২০ | 173.26.17.106
  • ইপি সব জানে। ম-দি জানে, মশা জানে, মদের রিহ্যাব জানে, মৌসুমী ভৌমিকও জানে। পঞ্চমটি কি তবে? ওটি মধ্যমা। যা এখন ক্রসড। ঃ)
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৮ | 173.26.17.106
  • ইপি, রিহ্যাব সম্পর্কেও তোমার এত ফান্ডা!!
  • Ishan | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৮ | 173.26.17.106
  • বাঁদিকে ঋণ নয়, রিনরিন। সার্ফ এক্সেল। ওদিকে সির্ফ এক্সেল করনাই কাফি নেই হ্যায়, স্যালারি ভি আচ্ছা হোনা চাহিয়ে।

    এসবের মধ্যেও পৃথিবী ঘুরছে। রামবৎ তরলং।
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৬ | 75.53.204.181
  • রিমিইইইইইইইইইইইইইইইইইইইইই !
  • pi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৬ | 72.83.210.50
  • ম দি আজ্জোদার জন্যি পঞ্চ ম -কারের ব্যবস্থা করে দিয়ে গেল ।
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৬ | 173.26.17.106
  • আপাতত একটা নেশা তাড়ানোর রিহ্যাব বুক কল্লেই হবেঃ)
  • aka | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:১২ | 24.42.203.194
  • মেঘলার সাথে পাগলা অথবা নিদেন পক্ষে ছাগলা। তাই মেলে আজন্মকাল, এমনকি পিচুটির সাথে খুনসুটি মেলাতেও মেলা খুঁজে বেড়ানোর দরকার নেই। সবই থ্রি স্পেড ওপেনিং। আছে কিন্তু নেই, যেমন কলকাতার হাসপাতাল, বোম্বের বিচ, আমেরিকার ফ্রি স্পীচ। মেলানো ও না মিলতে পারার যোগফলই হল শূন্য। আসলে তার বাঁদিকেই যে ঋণ, হিসেব কষতে ভুলে যাই, শুধুই স্লাম বুক করি।
  • suchetana | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:১০ | 122.172.153.119
  • আবাপতে রণের রিভিউ পড়া শেষ হল আমার। কত্ত কিছু শিখ্‌লাম!
  • A | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৮ | 97.81.105.204
  • বুঝলে ঈশান, আমার ধাঁধা সলভ করা হয়ে এলো ঃ)
  • Ishan | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৬ | 173.26.17.106
  • উফ আমি কঠিন প্রবন্ধ লিখছি, আর এরা ফুক্কুড়ি দিচ্ছে।
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৪ | 173.26.17.106
  • আজ্জো একটু বদলে.. চশমার রং মেঘলা।রেটিনার..ময়লা।আর বদলে যায় শীতের মুখোশ..
    মইদুল ,ময়দানব আর মহাভারতের সঙ্গে ভালো যাবেঃ)
  • A | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৯ | 97.81.105.204
  • আমি প্রথমে পড়লাম পুঞ্জীভূত রিলায়েন্স।
  • aka | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৮ | 24.42.203.194
  • কোটি ক্ষীন হোক বা না, চশমার রঙ গোলাপি। রেটিনার ক্যালিডোস্কোপে জমা হয় পুঞ্জীভূত পিক্সেলস। লাল, হলুদ আর সবুজের মেলায় নক্সী কাঁথা দৃশ্যপট শুধু বদলে যায়, আর বদলে যায় শীতের পোশাক। নইলে সবই মইদুল ইসলাম। ময়দানবও হাঁটু গেড়েছিল, নইলে কি আর লেখা হত মহাভারত?
  • A | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৭ | 97.81.105.204
  • বললাম ঝগড়ার ডেটাবেস বানিয়ে দেব, তো কেউ পাত্তা দিল?
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৬ | 75.53.204.181
  • অভ্যু কি লাইব্রেরিয়ান ছিলে গতজন্মে? এরকম ক্যাটালগিং করা সব কিছু যে একেবারে ৬ সেকেন্ডের মধ্যে আঙ্গুলের ডগায়?
  • A | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৬ | 97.81.105.204
  • আয়নায় দেখে আমিও অবাক হয়ে যাই। যাকে বলে মুগ্‌ধ বিস্ময়ে হতবাক।
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৫ | 173.26.17.106
  • অভ্যু, তোমা পানে চাহিয়া আমার বিষ্ময়ের সীমাপরিসীমা নাই!!
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৩ | 75.53.204.181
  • আজ্জোর মাথাটা ধরে ঠাঁই ঠাঁই করে কেউ একটু দেওয়ালে ঠুকে দাও।
  • A | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৩ | 97.81.105.204
  • আজকালে একবার এই লেখাটা বেরিয়েছিল - আজ্জোর লেখা পড়ে মনে পড়ল http://www.stat.uga.edu/]amandal/personal/ajkal.pdf
  • pi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৯ | 72.83.210.50
  • অ্যামিবারা ক্ষীণকটি ? আর য়ু শ্যুর ?
  • A | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৮ | 97.81.105.204
  • আজ্জো একটু চালধোয়া জল খাবে?
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৮ | 173.26.17.106
  • আজ্জো চমৎকার হচ্ছেঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত