এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:০৮ | 61.95.144.122
  • ওহে রোকেয়াবিবিজান - আমাকে রেড সান পাঠাও না। জিমেলে।
  • dukhe | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:০৪ | 122.160.114.85
  • ইন্দ্রনাথ গুহের ইস্কুল গার্ডেন হাই । হেরিটেজ নয় । হেরিটেজে ঘোড়ায় চড়া শেখায়, সুমো লাগবে কেন?
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:০৩ | 59.93.207.123
  • ইন্দ্রনাথ গুহর স্কুলের নাম গার্ডেন হাই। হেরিটেজ একটা নন প্রফিট ট্রাস্টের।

    সুমো তো প্রায়ই দেখি, সাউথ পয়েন্ট, অরিজিৎ এর ছেলেস স্কুল - এসব জায়গাতেই দেখছি আমাদের পাড়ার ছেলেমেয়েরা সুমো তে যাচ্ছে গাদাগাদি করে।

    রাজ্য ও কেন্দ্রীয় সরকারি স্কুলগুলোতেও ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করেনি।

    কলকতার ফালতু জায়গা, আমাগো দ্যাশে সরকারি ইস্কুলেই এইসব ক্রাইটেরিয়া ফুলফিল করে।
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৭ | 75.53.204.181
  • আমি তো তখন ল্যাব থেকেই কেটে পড়লুম অভ্যু, আর একটু আগে কম্পু খুল্লাম।

    গানের জন্য থেন্‌কু।
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৬ | 75.53.204.181
  • হেরিটেজ মানে কি ইন্দ্রনাথ গুহর স্কুল? ওখানে মারেনা? সাউথপয়েন্টে তো গুছিয়ে র‌্যান্ডম মারত, পাস্ট টেন্সে বললাম যেহেতু শেষ তিনবছর আগের খবর জানি, তারপর জানিনা।

    আর কোলকাতায় কোনো প্রাইভেট স্কুলেই বোধহয় ঐ সুমো সিস্টেম নেই।
  • Abhyu | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৩ | 97.81.105.204
  • ওদিকে অক্ষদা কেমং আমাকে কিছু না বলেই কেটে পল্ল
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫২ | 128.231.22.89
  • সরকারী ইস্কুলগুলোতে এই ক্রাইটেরিয়াগুলো পূর্ণ হয়না কেনো একটু জানতে ইচ্ছুক, sb র কাছে।
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৪২ | 59.93.201.170
  • ইস্কুলের ক্ষেত্রে মূল ক্রাইটেরিয়া ছিল, এবং হওয়া উচিত বোধয়ঃ বাড়ির কাছাকাছি যাতে যাতায়াতেই হাক্লান্ত না হয়ে পরে বাচ্চা বা মাঝেমাঝের রাস্তা রোকো তে সমস্যায় না পড়ে, ইস্কুলে খেলার বড় বড় মাঠ আছে (যেমন আমাদের ছোটবেলাতে ছেল আরকি), শাস্তি দেয় না বকাবকি মারধোর হয়না, একবার ভর্তি হওয়ার পরে ক্লাস ১২ পর্যন্ত পড়ার ব্যবস্থা আছে যাতে বারবার ভর্তির পরিক্ষা না দিতে হয়, আর যাতায়াতের সুবন্দবস্ত আছে। কোলকাতার স্কুলগুলোর বড় অসুবিধা হচ্ছে টাটা সুমোতে গাদাগাদি করে রিস্কি যাতায়াত।

    এসব বিবেচনা করে মেয়েকে হেরিটেজে ভর্তি করেছিলাম। ট্যাঁশ জনতা আছে কিছু ঠিকই, কিন্তু বেশিরভাগ বাবামা'ই মধ্যবিত্ত প্রো, বা আই টি গাইজ ইত্যাদি। ওই ইন্টারন্যাশনাল স্কুলে ট্যাঁশের সংখ্যাটা বেশি।
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০৯:১৩ | 112.133.206.20
  • আকা ছেলেকে ফোর লেখা শেখাচ্ছে? এদিকে আমিও আমার মেয়েকে কাল শেখালাম।

    কী চাপ!
  • Abhyu | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০৭:৫৫ | 128.192.7.51
  • নিশ্চয়ই আছে।
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০৬:২৫ | 143.111.109.1
  • কি গান? সুচিত্রার "কি ফুল ঝরিল বিপুল অন্ধকারে" - আছে?
  • Abhyu | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০৬:০১ | 128.192.7.51
  • কি করে হবে? ধাঁধা সলভ করছি যে? গান চাইলে শোনাতে পারি অবশ্য
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০৫:৪৫ | 143.111.109.1
  • চুপকথার ঘোমটা, মেখলা, স্কার্ট, আঁচল কিছুই নড়েনা। বোরখা পরে বসে আছে।
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০২:৪৩ | 143.111.109.1
  • আচ্ছা এই যে শিবরামন পার্টি ছাড়ল, সঙ্গে বৌও। বৌ যদি না ছাড়ত তাইলে কি ওদের হাড্ডাহাড্ডি লেগে ডিভোর্স হয়ে যেত? এই বাজারে তৃণমূল বৌ, সিপিএম বর কি ক'রে?
  • m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০২:০৪ | 173.26.17.106
  • আজ খবরে শুনলাম,দুটি পান্ডা এদেশ থেকে চিনে গেছে- শুধু খাবার দাবার নয় ,সঙ্গে তাদের চিনে ভাষাও শিখতে হবে,এখন তারা কেবল ইংরেজি বোঝে!
    আমার ছেলে তাই শুনে খুব হাসলো।
    ছেলে দেশ থেকে আনা একটা ছোট মোটর সাইকেলের সঙ্গে বাংলায় কথা বলে- বাকি খেলনাদের সঙ্গে এদেশীয় ইংরেজিতে।
    আর কথায় কথায় মাথায় হাত দিয়ে হোয়াট(ওয়াট শুনি কানে)দা হেক টা ইদানীং শুনতে পাচ্ছি।
  • Binary | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০২:০১ | 148.141.31.16
  • অভ্যু-র খিল্লি নয় ঝগড়া চাই, শুনে, 'যুদ্ধ নয় শান্তি চাই, হে*পোঁ* বাঁচতে চাই' মনে পড়লো।
  • Abhyu | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০২:০০ | 128.192.7.51
  • তা, নতুন একটা বিয়ে করা, না খুড়োর সাথে মামলা করা - কোনটাতে বেশি সুখ? তোমরা উত্তর দাও, আমি সেমিনার শুনে এসে পড়ব।
  • Binary | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০১:৫৪ | 148.141.31.16
  • জোয়ান বয়সে তো ঝগড়া করে না, মামলা করে, বুড় হলেই ঝগড়া করে।
  • aka | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০১:৪৯ | 168.26.215.13
  • সবাই বুড়ো হচ্ছে। সবাইকার কি আর আমার মতন জোয়ান বয়স?
  • Abhyu | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০১:৪৮ | 128.192.7.51
  • এমনকি ক্ষমা করিনির টইটাও কদ্দিন আপডেট হয় না।
  • Abhyu | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০১:৪৭ | 128.192.7.51
  • খিল্লি না, ঝগড়া চাই। আজকাল কেউ ঝগড়া করে না, গাল তো দেয়ই না - সব কেমন মিইয়ে যাচ্ছে।
  • aka | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩৭ | 168.26.215.13
  • এমন একটা টই খুলেছি লোকে খিল্লি অবধি করতে সাহস করে না। টই খোলো তো এমনি।
  • aka | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩৫ | 168.26.215.13
  • খেলনা ইত্যাদিদের সাথে সে আবার ইংরিজিতে কথা বলে। আমাদের সাথে বাংলা, আমাদের সামনে অন্যদের সাথে কনফিউজড (ইদানিং সিচুয়েশনটা হ্যান্ডেল করতে শিখেছে), আমাদের সাথে ইংরিজি বললে ভারতীয় ইংরিজি, আর অন্যদের সাথে এদেশীয় ইংরিজি। আজকাল আবার মাঝে মাঝে "ও মিয়ায়ায়ান" বলছে। ওটা আবার দক্ষিণের।
  • Binary | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩৫ | 148.141.31.16
  • এব্যাপারেও আমার ঘোরতর সাহেব প্রীতি, সাহেবিভাষা প্রীতি আছে ।।
  • m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩১ | 173.26.17.106
  • মায় নিজের খেলনা ট্রেন ,বাস,রোবোট,ডলফিন সবাই তুমি।
  • m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০১:২৯ | 173.26.17.106
  • আমারটা দুনিয়াশুদ্ধু সবাই কে তুমিঃ)
  • aka | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০১:২৬ | 168.26.215.13
  • ওটা এখন তুই ছাড়ানোর পেরাকটিস চলছে। দুনিয়া শুদ্ধু সবাইকে তুই বলে।
  • Abhyu | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০১:২৪ | 128.192.7.51
  • মঃ
  • Abhyu | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০১:২০ | 128.192.7.51
  • কনক্লুশানঃ আকা ছেলেকে তুমি বলে আর ছেলে আকাকে তুই বলে !
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০১:২০ | 143.111.109.1
  • কিন্তু একথা বোধহয় ঠিক না যে প্রাইভেট আর পাবলিক স্কুলে তফাৎ নেই। ভালোই আছে আর নেইবারহুডের ওপর তো নির্ভর করেই, তুমি যদি পয়সাওয়ালা নেইবারহুডে থাক, তো এমনিতেই তোমার পাব্লিক স্কুল অনেক ভালো হবে।
  • aka | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৭ | 168.26.215.13
  • ভুল বললাম বোধহয় জর্জিয়া স্টেটও হবে না রিসেন্টলিও হবে না। দেখছি খুঁজে যদি পাই।
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৭ | 143.111.109.1
  • ধুত্‌ তোমরা কিস্‌সু জানোনা। এদেশে হার্ভার্ড এমাইটি তে একটা পেডিগ্রীর ব্যপার চলে। একটা ক্লাব। প্রথম কিছু জনতা যারা মেরিটে পায়, তাদের পর অমুক সেনেটার তমুক মেয়র, তমুক উকিল তাদের ছেলে পিলে পড়ে। এটা একটা ক্লাব গোছের। প্রাইভেট স্কুল হচ্ছে এই ক্লাবে ঢোকার প্রথম এ®¾ট্রন্স। তোমার ক্লাসমেটের বাবা হয়ত সেনেটর ইত্যাদি। পরে যখন তোমার দরকার হবে এই অ্যালুমনি অ্যাসোসিয়েশনটা কাজে লাগবে।
  • Binary | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৪ | 148.141.31.203
  • ল্যাদোষ-কে হিয়ার হিয়ার।
  • aka | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৩ | 168.26.215.13
  • আমার মনে হয় জর্জিয়া স্টেট থেকে একটা স্টাডি করেছে রিসেন্টলি। বারো ক্লাসের পরে নাকি পাবলিক স্কুল আর প্রাইভেট স্কুলের ছাত্রদের মধ্যে সিগনিফিকেন্ট কোয়ালিটি ডিফারেন্স নেই।
  • lcm | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৯ | 128.48.7.162
  • ঐ জন্যেই আমি এগুলো স্কুলের হাতে ছেড়ে দিই। আমি জানি না, কতটা চাপ অ্যাপ্রোপ্রিয়েট। স্কুল জানে। স্কুলে ট্রেনিং দেওয়া লোক আছে, তারা এসব জানেন, বোঝেন।

    আর, এদেশে তো .... এই যে বছরের পর বছর ধরে এত ডলার ট্যাক্স দিই, তার থেকে উপকৃত হবার একটা উপায় হল, পাবলিক ফ্রি এডুকেশন সিস্টেমটাকে ইউটালাইজ করা। অন্তত, বারো বছরের স্কুলিং টা ফ্রি-তে হোক। মানছি সব পাবলিক স্কুল তত ভালো নয়। মোটামুটি একটা ভালো নেবারহুডে থেকে অন্তত এই সুযোগটা কাজে লাগানো, --- এই আর কি।
    আর, আগে কোথাও লিখেছি - যদি গ্রাজুয়েশন-কে টার্গেট ধরা হয়, তবে ১৬ বছরের এডুকেশন লং ম্যারাথন জার্নি। আগে বেশী ছুটে লাভ নেই, কেননা আফটার অল ফিনিশিং লাইনে একটু ভালো না করতে পারলে...। মানে তখন গিয়ে বলে লাভ নেই যে, গ্রেড ওয়ানে চাপের স্কুলে দিয়েছিলাম ঃ-)
  • aka | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৮ | 168.26.215.13
  • আমার হেব্বি চাপ ছিল। পাঁচ বছরে আমি পঞ্চাশ অবধি লিখতে পারতাম, সহজ পাঠ মুখস্ত ছিল। স্যারেরা আমার জ্ঞানের বহর দেখে মুগ্‌ধ হয়ে গিয়েছিল।

    আমার ছেলেটা আমার স্কুলেও চান্স পাবে না। তবে হেবি কনফিডেন্স। সেদিন উল্টো ফোর লিখে আমার সাথে তক্কো জুড়ে দিল ফোর নাকি অমনই হয়। আমাকে বললে আমি নাকি কিছুই জানি না। তখন আমি মোক্ষম অস্ত্র ছাড়লাম, বললাম ঠিক আছে যেকোন এক জায়গায় যদি অমন ফোর দেখাতে পারো আমি মেনে নেব। খানিক বাদে ঘুরে টুরে এসে বললে অ্যাকচুয়ালি তুই ঠিকই বলেছিস ফোর ওরকম হয় না। তারপর ১০ মিনিট ফোর প্র্যাকটিস করিয়েছি। পেকিং অর্ডারটা ঠিক রাখতে হবে। নইলেই মুশকিল।
  • Binary | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৬ | 148.141.31.203
  • ল্যাদিষের লিস্টিতে আমার অ্যাডিশন,

    ৪) গম্ভীর মুখে সলিটায়ার খেলে যাওয়া বস -কে চাপ দিয়ে মাইনে বাড়িয়ে নেওয়া
  • m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৬ | 173.26.17.106
  • এলসিএম , পাঁচ-ছ বছরে ১ থেকে ১০ লিখতে বলাটা চাপহীনতা আবার ১৫ র ঘরের নামতা শিখতে বলাটা একটু বেশিই চাপ-মাঝামাঝি কিছু করতে গেলে হোমস্কুলিং করাই দেখছি সবচে ভালোঃ)
  • Lama | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৪ | 203.99.212.54
  • বছর বছর ক্লাসে ফার্স্ট হওয়া বচ্চা আমার একদম ভালো লাগে না। আর তার ওপর যদি বাড়িতে অতিথি ঢুকলেই টুলের ওপর দাঁড়িয়ে 'ব্যা ব্যা ব্ল্যাকশিপ' আবৃত্তি শুরু করে তাহলে পিত্তি জ্বলে যায়।

    আমার মেয়েটারও লোকজন দেখলে নার্সারি রাইমস আবৃত্তি করার বদভ্যাস হয়েছিল (কেউ শিখিয়েছিল নিশ্চয়ঃ সম্ভবতঃ আমার কোনো শ্যালিকা) কিছুদিন। এখন অবশ্য সেরে গেছে
  • Binary | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪১ | 148.141.31.203
  • এইরে দু আবার ধাঁধাঁ মোডে চলে গেছে।
  • Du | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪০ | 65.124.26.7
  • এর মধ্যে মনে থাকতে রাহুল গান্ধীকে একটা ডোনাট দিয়ে যাই।
  • Binary | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৭ | 148.141.31.203
  • আমার তো বেশ খাচ্ছে-দাচ্ছে, বল পটাচ্ছে, কম্পিউটারে কার্টুন দেখছে, বন্ধুদের সাথে উষ্টুম-ধুষ্টুম আড্ডা মারছে, লাইব্রেরিতে গিয়ে শার্লক হোম্‌স, ফেমাস ফাইব পড়ছে, আর সময় পেলে একটু অঙ্ক কষছে, এরকম বাচ্চা দেখতে খু ভাল লাগে।
  • lcm | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৬ | 128.48.7.162
  • একটা চাপ ম্যানেজমেন্ট এজেন্সী খুলব ভাবছি।
    - স্কুলকে চাপ দিয়ে হোমওয়ার্ক ডাবল করে
    - দেওয়া.... বসকে চাপ দিয়ে ইনক্রিমেন্ট বাড়িয়ে নেওয়া...
    - লোন এজেন্টকে চাপ দিয়ে ইন্টারেষ্ট রেট কমিয়ে দেওয়া...
    ...
    ----
    m,
    আসলে চাপ তো খারাপ কিছু না, যতক্ষন বাচ্চাটি চাপ এনজয় করছে - ততক্ষণ তো একদম পারফেক্ট। যেমন ধরো একটি বাচ্চাকে চাপ দেওয়া হল যে দিনে অন্তত ৬ ঘন্টা খেলতেই হবে, ম্যান্‌ডেটারি। চাপ যাতে চাপ মনে না হয়।
  • Du | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩২ | 65.124.26.7
  • অ্যাভারেজ তো, বাড়বে না, যদি সব চাপোয়ালারা জড়ো হয় একসাথে এবং ক্রমাগত কমপিট করে চলে একে অপরের সাথে?
  • m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩০ | 173.26.17.106
  • সেটা পয়দা করে আগে এতটা ভালো বুঝি নাইঃ((
  • Binary | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০০:২৬ | 148.141.31.16
  • মাইমা, উঃ কি চাপ !!!!
  • m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০০:২৪ | 173.26.17.106
  • ঠিক এলসিএম। এখানে মানে আমরা যেখানে থাকি, সেটা ভালো স্কুল ডিস্ট্রিক্ট- কিন্তু এলিমেন্টারি লেভেলে যা পড়াশোনা হয়,আমার খুব একটা পছন্দ হয় নি(মানে আমাদের ভারতীয় চিন্তায় যাস্ট কোনো 'চাপ'নেই ।আমরা দেশে ফিরবো এই ভাবনা থাকায় ইন্ডিপেন্ডেন্ট স্কুলে দিয়েছি। অকারণে প্রচুর টাকা খরচ হচ্ছে এই ভাবনা থাকা সঙ্কেÄও আমরা ওর স্কুল নিয়ে খুশি, কারণ এখানে অন্য জায়গার তুলনায় মোটামুটি 'চাপ' আছেঃ)এইবার এইরকম 'চাপ'ই আমাদের ছেলের জন্যে ঠিক বলে আমরা মনে করি। ফলে দেশে গেলে ঐ জাতীয় কম 'চাপ'এর স্কুল ই আমাদের প্রথম পছন্দঃ)
  • Binary | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০০:২৩ | 148.141.31.16
  • ফুটবলে নিম্নগামী-টা অবশ্য , কিন্তু চাপাচাপিতে স্যাট স্কোর বাড়ে কিনা সেটা নিয়ে গবেষনা প্রয়োজন।
  • Du | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৬ | 65.124.26.7
  • এখানেও দেশী মা বাবার ওয়ান ডিস্ট্রিক্ট অয়াট এ টাইম দখল করে চাপসমৃদ্ধ করে নিচ্ছে নিজেদের পছন্দ মতো ঃ(। DFW তে প্লেনো বলে একটি শহর এশিয়ার দুটি সুমহান জাতির কবলে এসে ফুটবলের ক্ষেত্রে ক্রমাগত নিম্নগামী এবং স্যাট স্কোরে তার ব্যস্তানুপাতিক ভাবে আগুয়ান।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত