ক্যাপিটালিজম শিখতে গেলে লোকে গালি দেয়, ওদিকে মার্ক্সিজম শিখতে গেলে লোকে হ্যাঠা দেয়। আমার কি আর মোক্ষ নাই? হা ঈশ্বর, তবে কি আমি ত্রিশংকু হয়েই থেকে যাব চিরদিন। (এমনি করেই এক একটি করে অনুসন্ধিৎসু মন হারিয়ে যায় পৃথিবী থেকে)।
Binary | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৭ | 148.141.31.16
মার্কসিইজম শিখে কি হাতি-ঘোড়া হবে ? জানো না উহা পুরাতন বিজ্ঞান। সমস্কিতো-র মতো, কোবোল পোগ্গামের মতো, ল্যামার্কিসিম -এর মতো।
aka | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৩ | 168.26.215.13
কেসি, আমাকে কি কেউ মার্ক্সিজম শেখাচ্ছে যে আমি ভাইরাস তাড়ানোর উপায় শেখাব? ঃ)
আসলে এইযে একটাই পথ তা নয়। মোক্ষলাভ বহু উপায়ে হয়। সবই নির্ভর করছে রোগ কেমন তার ওপর। আর দ্বিতীয় কথা হল এখান থেকে কপি অ্যান্ড পেস্ট করতে আমি পারি না। দ্বিতীয়বার লেখা কি মুখের কথা?
Binary | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩১ | 148.141.31.16
ভাইরাস তাড়াবার মোদ্দা কথা আমি বুঝে গেছি যে, একটা এক্সটার্নাল ড্রাইভে সপ্তাহন্তে ব্যাকাপ রাখো। আর ভাইরাস ঢুকলে রিকভার সিডি চালিয়ে দাও। আমার একবার নর্টন একটু পুরোনো হওয়াতে ভাইরাস। তারপর নর্টন আপগ্রেড কল্লে-ও সেই ভাইরাস মরে না। তারপর রেজিস্ট্র ইত্যাদি ঠিক কল্লে, ৩/৪ দিন চল্লো। আবার স্ক্রীনে পোকা হাঁঅটতে সুরু কল্লো। শেষে রিকভার চালিয়ে ঠিক হলো।
suchetana | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১৩ | 122.172.57.115
তার থেকেই কি বার্তাকু??
aka | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৯ | 168.26.215.13
বোঝো!
dipu | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৫ | 59.164.233.67
वातिगगम
Arpan | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৯ | 122.252.231.12
সংস্কৃততে কী বলত? বাংলায় লেখ।
dipu | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৫ | 59.164.233.67
উইকি।
The name eggplant, used in the United States, Australia, New Zealand, and Canada refers to the fact that the fruits of some 18th century European cultivars were yellow or white and resembled goose or hen's eggs. In Australia, the local people believed for a brief period when the eggplant was first introduced to the country that the plant would produce hen's eggs as fruit. The name aubergine, which is used in British English, is an adoption from the French word (derived from Catalan albergínia, from Arabic al-baðinj?n from Persian bâdenjân, from Sanskrit v?tiga-gama). In Indian, South African and Malaysian English, the fruit is known as a brinjal. Aubergine and brinjal, with their distinctive br-jn or brn-jl aspects, derive from Persian and Sanskrit. In the Caribbean Trinidad, it also goes by the Latin derivative "meloongen".
a x | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৩ | 143.111.109.1
ঠাওর কর। আগে এইঅবধি করি, তাপ্পর নাহয় কাল এসে আবার ওষুধ চাইব। নইলে সব গুইলে যাবে।
aka | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫২ | 168.26.215.13
এতে হওয়া উচিত মানে এতে করে মেশিন চললেই সফটওয়ারটা আর চলতে শুরু করবে না। তাহলে আর নর্টন, ম্যাকাফি ইত্যাদি চালাতে অসুবিধা নেই। এরপরে সেগুলো চালিয়ে নির্মূল করতে হবে। যদি ভাইরাসটি অতি হারামজাদা হয় তাহলে রেজিস্ট্রিও খুলতে না দেয় তাহলে সেফ মোডে চালিয়ে রেজিস্ট্রি খুলতে হবে। এতেও না হলে প্রথমে লাস্ট সেফ ভার্সনে রিস্টোর করতে হবে। তারপর অ্যান্টিভাইরাস চালাতে হবে।
a x | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫১ | 143.111.109.1
ওকে। থ্যান্কু।
Abhyu | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪৯ | 128.192.7.51
ডিডি আর আজ্জোর মাঝামাঝি লেভেলের মেড ইজি জিনিসও আছে ঃ)
Arpan | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪৮ | 112.133.206.20
কেউ আমাকে জানাবে বেগুনকে ব্রিঞ্জল বলে সাবকন্টিনেন্টের বাইরে কেউ ডাকে কি? আর এই অদ্ভুত নামটার অরিজিনই বা কী?
aka | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪৭ | 168.26.215.13
উইন্ডোজ রেজিস্ট্রি অনেকটা তোমার ফোল্ডার এক্সপ্লোরারের মতন দেখতে। জানালাটার বামদিকে রয়েছে গাছের শাখা প্রশাখা আর ডানদিকে একটি বিশেষ শাখায় কি কি রয়েছে। regedit করে রেজিস্ট্রি খুললে একদম এক্সপ্লোরারের মতন জানালা পাবে সেখানে বামদিকের ট্রি ধরে ঐ আগের পথ মানে HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Run এই জায়গায় যেতে হবে। এবারে রান নামক ফোল্ডারে ক্লিক করলে ডানদিকে দেখবে যে বেশ কিছু লিস্টি দেখাচ্ছে। মূলত তিনটি কলাম থাকবে name, column, data। যেমন ফোল্ডার এক্সপ্লোরারে ফাইলের name, type, size etc. থাকে তেমনি। তো, রান নামক ফোল্ডারে একগাদা সফটওয়ার থাকা উচিত। যার মধ্যে একটা হল ঐ বাজে অ্যাপ্লিটা। সেটায় ডাবল ক্লিক করলে একটা জানলা খুলবে সেখানে ভ্যালুটা যাস্ট মুছে দিতে হবে। তবে মোছার আগে একটু ভ্যালুটা লিখে রেখ। ইনকেস কিছু গড়বড় হলে আবার ভ্যালুটা লিখে দিতে হবে। এতে হওয়া উচিত কিন্তু না হলে কতৃর্পক্ষকে দায়ী করিবেন না।
Arpan | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪১ | 122.252.231.12
রেজেডিট দেখলেই বুঝবে।
a x | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩৭ | 143.111.109.1
এই লাস্ট পোস্টটা আমি কিস্সু বুঝলাম না। একটু কম্পু-ভ্যাবলাদের জন্য বল।
aka | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩৩ | 168.26.215.13
হুঁ ঠিক আছে। রেজিস্ট্রির রান নামক ফোল্ডারে বেশ কিছু সফটওয়ারের নাম পাবে যেগুলো মেশিন স্টার্ট করার সাথে সাথে চলতে থাকে। তারমধ্যে এই বাজেটাও থাকা উচিত। সেখান থেকে সফটওয়ারটা কোথায় রিসাইড করছে সেটাও দেখতে পার। দেখে নিয়ে কি এর ভ্যালুটা মুছে দিতে হবে। কি তে ডাবল ক্লিক করে সেখানে ভ্যালুটা মুছে দিতে হবে।
a x | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২২:২৭ | 143.111.109.1
কি কাটাব? আরে না না, এগুলো সব প্রিন্ট-আউট নিয়ে বাড়ি গিয়ে চেষ্টা করব এক এক করে। ওটা তো বাড়ির কম্পুতে হয়েছে। এখন তো আপিসে। বাড়িরটা থেকে নেটেও যেতে পারছিনা।
aka | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২২:২৬ | 168.26.215.13
অক্ষদা কি কাটিয়ে দিলে? বেসিকালি রেজিস্ট্রিতে কনফিগার করা আছে মেশিন বুট হওয়ার সাথে সাথে ঐ বাজে অ্যাপ্লিটাও চলবে। রেজিস্ট্রি খুলে সেই কনফিগারেশনটাকে সরাতে হবে প্রথমে। তারপর অ্যান্টি ভাইরাস চালিয়ে নির্মূল করতে হবে। নেহাত ফোরামে লিখি না তাই বলে এত হ্যাঠা!!
লুরুগণকে ঃ অবশেষে এই শুক্কুরবারে আমি সমস্ত ঝামেলা মিটিয়ে জয়েন করতে সক্ষম হয়েছি ঃ-))))
Du | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২১:৫৫ | 65.124.26.7
উফ্হ ডিডিদা ঃ))))
a x | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪৯ | 143.111.109.1
এইটা চেষ্টা করিনি। টাস্ক ম্যানেজারে গিয়ে ঐ পপ-আপ সিকিউরিটি উইন্ডো গুলো বন্ধ করা যায় কিনা। করে তারপর অ্যান্টি-ভাইরাস চালানো। অর্পণের দেওয়া লিংকটাতে আসল লেখাটার চেয়ে কমেন্ট গুলো বেশি উপকারী। ওখানে একজন এইটা করতে বলেছে।
Abhyu | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪৬ | 97.81.105.204
CTL-ATL-DEL টিপলে Task listএ যেতে দিচ্ছে না তো?
a x | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪৩ | 143.111.109.1
হ্যাঁ এই regedit কেসটাও দেখলাম। প্রিন্ট আউট নিয়ে যাব অর্পণ।
a x | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪২ | 143.111.109.1
ঠিক আছে, বাড়ি গিয়ে সেফ মোডে চালিয়ে দেখব, ম্যাকাফে চালাতে পারি কিনা।
অক্ষদার এই প্রবলেমটা খুব কমন। ভয় পাওনের কিসু নাই। অ্যান্টিস্পাইওয়আর দিয়ে এগুলো তাড়ানো যায়। আমাট্টাতেও হয়েছিলো গতবছর।
dd | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩৪ | 122.167.51.180
আমার কম্পুতেও গত হপ্তায় হঠাৎ করে ভাইরাস হলো। এক্বারে নট নড়ব চরন নট কিচ্ছু।
আমি ও দিলাম ঠুকে গান্ধিগিরি। না ডাকলাম কম্পুর ডাকতরে রে, না কোনো অবর্থ্য মুষ্টিযোগ। কিচ্ছু কল্লাম না। শুধু দিনের মধ্যে সাত বার আট বার কম্পু খুলে কালো স্ক্রীনের সামনে দাঁড়িয়ে ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলতাম।
দিন তিনেক পরে কম্পুটা ক্যামন লজ্জা পেয়ে নিজে নিজেই চালু হয়ে গ্যালো।
a x | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩৪ | 143.111.109.1
এবার এই গাইড বিলোটাও আরেকটা malware কিনা কে জানে!
a x | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩২ | 143.111.109.1
এই যে কেসটা এই -
Antivirus Soft is a rogue anti-spyware and ransomware program from the same family as Antivirus Live. These infections are installed on to your computer through the use of malware that installs the program onto your computer without your permission or knowledge. It is also common for this rogue to be installed on your computer through the use of malicious PDF files that exploit known vulnerabilities in older versions of Adobe Reader. Once installed, Antivirus Soft will be configured to start automatically when Windows starts. Once running it will scan your computer and display numerous infections, but will state it will not remove them until you purchase the program. In reality, the infected files it detects are all fake and do not actually exist on your computer.
This program also uses aggressive techniques to protect itself from being removed by anti-malware programs. When the Antivirus Soft process is running it will close almost any running program while falsely stating that they are infected. Antivirus Soft will also change the Proxy settings in Internet Explorer so that you cannot browse to any web site other than the site for Antivirus Soft so that you can purchase the program. It does this so that you cannot browse the web to find removal guides or download software that will help you remove the infection. Using these two methods, the program essentially ransoms the normal use of your computer until you purchase the program or use the guide below to remove the infection.
a x | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩১ | 143.111.109.1
না সারালে*
a x | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩০ | 143.111.109.1
দাঁত কিড়িমিড়ি করে কেন? উইন্ডোজের সাথে অভ্যুর মেল একই প্যাকেজে আসার কথা ছিল নাকি?
Binary | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৯ | 148.141.31.16
নর্টন বা ম্যাকফি থাকলে, মানে আপডেটেড থাকলে, এতটা এক্সট্রিম হোয়ার কথা নয়।
বাইনারি, ক®¾ট্রাল প্যানেলে গিয়ে Add/Remove programmeএ ক্লিক করলেই আবার ঐ ছোট সিকিউরিটি উইন্ডো এসে কিছু একটা ফাইল ইনফেক্টেড, সেটা না সাড়ালে কিছু করা যাবেনা, এরকম মেসেজ দিচ্ছে। কিন্তু বেসিকালি এটা ফেক মেসেজ, মানে এটা উইন্ডোজ লুক-অ্যালাইক, উইন্ডোজ না।
অভ্যু, মেল-আইডি? আমার atreyid জিমেলে।
Abhyu | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৭ | 97.81.105.204
না এটা যাবে না। ইন ফ্যাক্ট bkill টাও চালাতে দেবে না।
aka | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৬ | 168.26.215.13
কি ইনোভেটিভ! এমনিতে আমি যা করি
১। ভাইরাস স্ক্যান করি - এটা করতে দিচ্ছে না অতএব বাদ।
২। ভাইরাসের পার্শিয়াল নাম দিয়ে কম্পুটারে কম্প্রিহেন্সিভ সার্চ করি। অচেনা, অজানা কিছু চোখে পড়লে সিফ্ট ডিলিট।
৩। এরপরে রেজিস্ট্রি সার্চ করি। সেখান থেকে কখনো কি ওড়াই কখনো ভ্যালু।
এইসব করার পরে ঠিক না হলে ফর্ম্যাট করি। এইসব করার পরে অর্ধেক ঠিক হলে সিস্টেম রিস্টোর করি। জেনারালি কাজ করে। (কম্পু ভোগে গেলে কতৃর্পক্ষ দায়ী নয়)।
Binary | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৪ | 148.141.31.16
এরকম জিনিষ গুলো তো, ক®¾ট্রাল প্যানেল-এ গিয়ে রিমুভ করা যায়, যাচ্ছে না ?
Abhyu | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৩ | 97.81.105.204
বুঝতে পেরেছি - bkill.com আর Malwarebytes লাগবে। মেল করো
Abhyu | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২১:২২ | 97.81.105.204
অক্ষ, এটা Internet Security 2010 virus নয় তো?
a x | ০১ ফেব্রুয়ারি ২০১০ ২১:২১ | 143.111.109.1
না না, এই অ্যান্টিভাইরাস সফট্, এটাই ইনফেক্ট করেছে, বেসিকালি এটা চায় তুমি ওদের সফট্ওয়ার কেন, তাই কিছু জালি থ্রেট দিয়ে যাচ্ছে, যেগুলো দেখতে একেবারে উইন্ডোস সিকিউরিটির মত। আর মাঝে মাঝে উইন্ডো খুলে যাচ্ছে বলছে এই এই ভাইরাস ভর্তি, এই পোর্ট থেকে এই আইপি থেকে তোমার কম্পুতে অ্যাটাক আসছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন