এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ২৭ জানুয়ারি ২০১০ ১১:২৪ | 61.95.144.122
  • আচ্ছা লুরু/মাইসোরে দেখলুম টু-স্ট্রোক অটো চলছে দিব্যি - ওখানে হাইকোট বাওয়াল দেয় নাই?
  • Arpan | ২৭ জানুয়ারি ২০১০ ১১:২২ | 204.138.240.254
  • যাব্বাবা। হঠাৎ করে ট্রান্সপোর্ট কোত্থেকে এল?
  • dipu | ২৭ জানুয়ারি ২০১০ ১১:১৯ | 61.12.12.83
  • সব শহরেই ওরকম একটা দুটো এলাকা থাকে যেখানকার ট্রাফিক সালকিয়ার জিটি রোড নর্থের মত। ও থেকে কিসুই প্রমাণ হয় না। মোটের ওপর কলকাতার পাবলিক বাস সিস্টেম আর ব্যাঙ্গালোরের পাবলিক বাস সিস্টেমের তুলনাই হয় না ঃ-)

    রুরাল কর্ণাটক নিয়ে আইডিয়া নেই।
  • Arpan | ২৭ জানুয়ারি ২০১০ ১১:১৯ | 204.138.240.254
  • বেলুর আর হ্যালিবিড যাব সময় করে। আর নেক্ষট শীতে আবার হাম্পি যাবোই। সাথে বাদামি আর আইহোল কভার করতে হবে।
  • Arijit | ২৭ জানুয়ারি ২০১০ ১১:১৩ | 61.95.144.122
  • আম্মো।

    ছোট ফীডব্যাক -

    (১) হাম্পি - অসাধারণ
    (২) শ্রবণবেলগোলা - হাইফাই কিছু নয়
    (৩) হ্যালিবিড - অসাধারণ, আরেট্টু সময় দিতে পারলে ভালো হতঃ-(
    (৪) বেলুর - আমি খাজুরাহো দেখিনি, ইলোরা মনে নেই - কাজেই বেলুরকে আজ অবধি দেখা সেরা বলতে বাধা নেই
    (৫) মাইসোর - ওভারহাইপড
  • Arpan | ২৭ জানুয়ারি ২০১০ ১১:০৮ | 204.138.240.254
  • অরিজিত ফিরলা? একটু কাজিয়ে নেই, তাপ্পরে গল্প করব।
  • Arpan | ২৭ জানুয়ারি ২০১০ ১১:০৮ | 204.138.240.254
  • সকালে TOI দিয়ে গেল তো বাড়িতে!

    পোতিদিন আর আজকাল রসিয়ে রসিয়ে পড়ি। মোটামুটি আবাপতে চোখ বুলিয়ে নেবার পরেই। ঃ-)
  • Arijit | ২৭ জানুয়ারি ২০১০ ১১:০৫ | 61.95.144.122
  • কাল থেকে একখান গান সমানে মাথায় গুনগুন কচ্চে -

    "পাখিটা ওখানে ঝুলছিলো
    আমি এখন গান গাইছি
    পাগল ওখানে বসেছিলো
    আমি এখন গান গাইছি
    ওয়ে আ ও ওওওওও...'

    (গীতিকার - ঋতি)
  • kc | ২৭ জানুয়ারি ২০১০ ১১:০৪ | 213.132.250.2
  • কই, TOI তো বলছে আজ ছুটি। আর প্রতিদিন আর আজকাল না পত্তে পেলে মনে খুব দুঃখ্যু হয়। খুব লুচি খেতে ইচ্ছে হয়,অনেকগুলো, কমরেড আকার মতন।
  • Arijit | ২৭ জানুয়ারি ২০১০ ১১:০১ | 61.95.144.122
  • অপ্পনের হাম্পি কেমং লাগিলো?

    লুরু (এবং কর্ণাটক ইন জেনারেল) নিয়ে কিছু ফীডব্যাক (এর পর কেউ কলার তুল্লে বেশ জম্পেশ উত্তর দেওয়া যাবে;-)) -

    (১) ব্যাপক এয়ারপোর্ট, এবং এয়ারপোর্ট থেকে শহরের রাস্তা।
    (২) কিন্তু শহরের যে অংশটা আমি দেখলুম (সিটি কর্পোরেশনের কাছে) তার সাথে কলকাতার ফারাক নেই - সেই উন্মাদ ট্রাফিক, প্রচণ্ড জ্যাম।
    (৩) কিছু রাস্তা খুব ভালো করে বানানো - যেমন লুরু-মাইসোর হাইওয়ে, কিন্তু রুরাল কর্ণাটকের কিছু রাস্তা দেখে উড়িষ্যার রাস্তাকে মোটরওয়ে মনে হচ্ছিলো;-)

    বাকি ট্র্যাভেলগ বাদমে। আভি বহুত সারে মেল দেখনা/লিখনা হ্যায়। শালারা হাম্পি/বেলুর অবধি ফোন করে গেছে...
  • Arpan | ২৭ জানুয়ারি ২০১০ ১০:৪৮ | 204.138.240.254
  • TOI বেরিয়েছে তো!
  • de | ২৭ জানুয়ারি ২০১০ ১০:৩৯ | 59.163.30.3
  • মমতা তো বত্তমান, বত্তমানকেই ভয় পায়, যখন ভুত হবে, তখন বরুণ সেনগুপ্তের ভুতের কি যে হবে ঃ)

    binary আর দ কি ভুতের "দাদাগিরি" চাইছেন?
  • kc | ২৭ জানুয়ারি ২০১০ ১০:৩৬ | 213.132.250.2
  • যাঃ আজকে কোনো কাগজ বেরোয়নি। কী করব? সারাদিন?
  • Arpan | ২৭ জানুয়ারি ২০১০ ১০:৩০ | 204.138.240.254
  • ঃ-))

    লাস্ট দুটো পোস্টের জন্য।
  • Sibu | ২৭ জানুয়ারি ২০১০ ১০:২৭ | 64.105.38.106
  • বরুণ সেনগুপ্তের ভূত 'জাগো বাংলায়' লিখছে। এখন সে ভগবানকেও ভয় করে না। শুধু মমতাকে ভয় পায়। ডঃ কিনা, তাই।
  • Binary | ২৭ জানুয়ারি ২০১০ ১০:২৫ | 66.94.87.210
  • অপ্পনের লিঙ্কটা পড়লে, আমার বন্ধু মুকুন্দন খুব খুশী হত। ওর মতে অবশ্য, তামিল-টাই আসল জাতীয় ভাষা।
  • Binary | ২৭ জানুয়ারি ২০১০ ১০:২২ | 66.94.87.210
  • মানে ক্লকওয়াইজ ভবিষ্য ? আর অ্যান্টি ক্লকওয়াইজ ভুত ? আর নো বত্তমান ? তাইলে বরুণ সেনগুপ্তের ভুতের কি হবে ?
  • Sibu | ২৭ জানুয়ারি ২০১০ ১০:১৯ | 64.105.38.106
  • বর্তমানও বেশ বাজে। শুধু ভূতই ভাল। কিন্তু পরীক্ষা দিতে হলে তাই বা কি করে ভাল থাকবে?
  • M | ২৭ জানুয়ারি ২০১০ ১০:১৬ | 59.93.209.2
  • কাঁদছে
  • M | ২৭ জানুয়ারি ২০১০ ১০:১৬ | 59.93.209.2
  • কিন্তুক মরে তো ভুত হয়, নিশ্বাস নেবে কেন?

    দিদিয়াকে,
    তুমি খুব কষ্ট পাচ্ছো জানি, তবুও ...
    এটা খুব আশ্চর্যের, মানে মনে হয় মনের যোগাযোগ আমাদের প্রিয় মানুষগুলোর সাথে থেকেই যায়, তাই তোমার মেয়ে অমন ভাবে জানতে পেরেছে।

    এটা যেকোনো ক্ষেত্রেই হয়, ধরো ঋভু খুব মন খারাপ করছে, কাঁধছে হয়তো বাবার জন্য, তখন দেখি ঐ দুরে বসে তার বাবাও কান্না জুড়েছে ছেলের জন্য। বেশ কয়েকবার দেখেছি।

    চিন্তা তরঙ্গ না কি বলে যেন।

    ভুত টপিকটা আরো চলুক।
  • Binary | ২৭ জানুয়ারি ২০১০ ০৯:১৫ | 66.94.87.210
  • ভবিষ্যত তো আরো ভয়ের।

    দ, বাড়ী চেঞ্জ কত্তে হলে আগে কাছাকাছি দাদাভুত -কে ধত্তে হবে।
  • Sibu | ২৭ জানুয়ারি ২০১০ ০৯:০৫ | 64.105.38.106
  • কোর্স না করলে ভূত হতে দেয় না বোধ হয়। তখন ভবিষ্যত হয়ে থাকতে হয়।
  • Binary | ২৭ জানুয়ারি ২০১০ ০৯:০২ | 66.94.87.210
  • আবার কোর্স ? কোন কালে পড়াশুনার পাট চুকিয়ে শেষে কিনা ভয় দেখাতে কোর্স ?
  • d | ২৭ জানুয়ারি ২০১০ ০৮:৫৯ | 117.195.38.8
  • আচ্ছা ভুতেদের গায়ে তো খুব জোর। জিনিষভর্তি গরুর গাড়ী টেনে (নাকি ঠেলে?) নিয়ে পুকুরে ফেলে দেয় ..... দাঁতে করে জলভর্তি পিতলের কলসী তুলে নিয়ে যায় ইত্যাদি। তা, বাড়ী বদলানোর সময় প্যাকিং, লোডিং ইত্যাদি কাজে কমিউনিটি সার্ভিস হিসাবে এঁয়াদের সাহায্য নেওয়া যায় না? কোথায় যোগাযোগ করতে হয়? স্থানীয় বট কিম্বা অশ্বথ গাছে লুটিশ ঝুলিয়ে আসলে হবে?
  • Sibu | ২৭ জানুয়ারি ২০১০ ০৮:৫১ | 64.105.38.106
  • ভূতেদের ভয় দেখানোর কোর্স করতে হয়। কোর্স পাশ করার পর ভয় দেখানো যাবে বলে মনে হয়।
  • Binary | ২৭ জানুয়ারি ২০১০ ০৮:৪৮ | 66.94.87.210
  • আমি নিজেই খুব ভীতু প্রক্‌তির, মানুষ হয়েই কাউকে ভয় দেখাতে পাল্লুম না, তো মরে ভুত হলে বায়বীয় শরীর নিয়ে কিছু কত্তে পারব না, এটা নিশ্চিত বলতে পারি।
  • Sibu | ২৭ জানুয়ারি ২০১০ ০৮:৪৫ | 64.105.38.106
  • কিন্তু ভূত না হয়ে কোনটাই নিশ্চিত করে বলা যাবে না।
  • Binary | ২৭ জানুয়ারি ২০১০ ০৮:৪১ | 66.94.87.210
  • আবার ভুতেরা, হুস হুস করে পালিয়ে গেলেও নিঃশ্বাস ফেলা মনে হতেও পারে। কিন্ত দুই ক্ষেত্রেই ভুতেরা ইস ইন রিসিভিং এন্ড, এতে ভয় পাওয়ার কিছু নেই।
  • Sibu | ২৭ জানুয়ারি ২০১০ ০৮:৩৮ | 64.105.38.106
  • ট্যাবলেট না, ক্যালসিয়াম স্প্রে।
  • de | ২৭ জানুয়ারি ২০১০ ০৮:৩১ | 117.98.129.3
  • বুয়েছো! এতো যে ল্যাবে চাদ্দিকে ফোঁস ফোঁস শুনতে পাই --- ভুতগুলো সব দমাস দমাস করে আছাড় খাচ্ছে তবে ঃ) -- ঠেসে ধরে ক্যালসিয়াম ট্যাবলেট গেলানো উচিত --
  • Sibu | ২৭ জানুয়ারি ২০১০ ০৮:২৩ | 64.105.38.106
  • তার মানে ভূতেরা পা পিছলে পড়ে গেলে সেটা নিঃশ্বাস ফেলা বলে মনে হয়।
  • Binary | ২৭ জানুয়ারি ২০১০ ০৮:১৫ | 66.94.87.210
  • আরেকটা কথা মনে হল, ভুতেরা কি ভারী নিঃশ্বাস ফেলে ? ওদের শরীর তো বায়বীয়।
  • Binary | ২৭ জানুয়ারি ২০১০ ০৫:০০ | 66.94.87.210
  • কিন্তু কে পালাচ্ছে ? কেন পালাচ্ছে ?
  • m | ২৭ জানুয়ারি ২০১০ ০৪:৪২ | 173.26.17.106
  • কম্বল বিছিয়ে তারওপর পল্লে ধপ,আর মেঝেতে পালাতে গিয়ে পা স্লিপ কল্লে ঠাসঃ)

    ব্যাস।
  • Binary | ২৭ জানুয়ারি ২০১০ ০৪:৩২ | 66.94.87.210
  • আরে, কার্পেট ওর নো কার্পেট, ঠাটিয়ে চড় মারা তো সব সময়-ই 'ঠাস'। আর কাঠের মেঝেতে পড়লে, নাহয় তাড়াতাড়ি একটা কম্বল পেতে দিলেই হবে।
  • m | ২৭ জানুয়ারি ২০১০ ০৪:১১ | 173.26.17.106
  • বাইনারি ঘরখানা কি কার্পেটে মোড়া?
  • Binary | ২৭ জানুয়ারি ২০১০ ০৩:৫৮ | 66.94.87.210
  • চড়ালে ঠাস করে আওয়াজ হয় শুনেছি, পালাতে গিয়ে পড়েগেলে, ধুপ নাহয়ে নিদেন পক্ষে ধপ-টাই ঠিক হবে।
  • m | ২৭ জানুয়ারি ২০১০ ০৩:৫১ | 173.26.17.106
  • মশা গেলে আবার আসবে- এখন চাচা আপন জান বাঁচাঃ)
  • m | ২৭ জানুয়ারি ২০১০ ০৩:৫০ | 173.26.17.106
  • জোরে দৌড়ে পালাতে গিয়ে ঠাস্‌করে পড়াটাই মনে হয় ঠিক, ধুপ করে মনে হয় পাঁচিল টপকে পালাতে গেলে পড়ে গেলোঃ)
  • a x | ২৭ জানুয়ারি ২০১০ ০৩:৪১ | 143.111.109.1
  • ঠাস্‌? না ধুপ্‌? বাইরে কি মশারা কাঁদছে?
  • m | ২৭ জানুয়ারি ২০১০ ০৩:৩৯ | 173.26.17.106
  • একটা ঠাস্‌ করে আওয়াজ হলো মনে হলো...

    ইপিইইই
  • Binary | ২৭ জানুয়ারি ২০১০ ০৩:৩০ | 148.141.31.16
  • আজি হতে শতবর্ষ পরে পিজি-র প্রতিটা থামে এট্টা করে কঙ্কাল থাকবে, তার একটা হতেও পারে জ্যোতিবাবুর।
  • Binary | ২৭ জানুয়ারি ২০১০ ০৩:২৮ | 148.141.31.16
  • তেকোনার ভট্টাচায্যি দাদুর গপ্পে একটা পুরাতন গপ্প মনে পড়লো, ভুতের নয় যদিও।

    লতুন বৌ আর ননদ নদীতে বাসন মাজতে গেছিলো, তা, ননদেকে কুমীরে টেনে নিয়ে যায়....

    দুপুরে, খাওয়ার পরে, সেই লতুন বৌ সোয়ামী-র সঙ্গে মুখ ধুতে এসে, ননদের খপরটা সোয়ামী-কে দিয়েছিলো এই ভাবে, ....

    'ভাল কথা মনে আইলো, আচাইতে আচাইতে
    ঠাকুরঝিরে লইয়া গেচে নাচাইতে নাচাইতে ...
    ...
    জলে তোমাগো কুন কুটুম্ব আচে নাকি গা ?'
  • Nina | ২৭ জানুয়ারি ২০১০ ০২:৫৬ | 66.240.33.36
  • আমার জীবনের একটাই খুব অদ্ভুত ঘটনা। মা খুব অসুস্থ। মন খারাপ থাকে, চিন্তায় থাকি। মেয়েকে বলি জানিস তো দিদু কি রোগা হয়ে গেছে রে। হাঁটতেও পারছেনা ভাল করে--মেয়েও মন খারাপ করে। সেও দিদু অন্ত প্রাণ। একদিন হঠাৎ ভোর চারটের সময় মেয়ে আমাদের ঘরে এসে বল্ল মা মা তুমি শুধু শুধু ভয় পাও, আমি এক্ষুণি স্বপ্ন দেখলাম দিদু এসেছে আমার সঙ্গে কথা বল্ল। একদম ভাল চেহারা।আমার ভয়ে হাতপা ঠান্ডা--বল্লাম কি বল্ল দিদু? মেয়ে (এখানে মানুষ, বাংলাটা একটু বুঝতে সময় নেয় মেয়ে) তা মেয়ে বল্ল দিদু বল্ল এষা এষা, বাবা মা কে বল আমি যাচ্ছি'--মেয়েরও গলাটা এবার আস্তে হয়ে এল--কথাটার মানেটা মাথয় ঢুকল---এর ঠিক দশ মিনিটের মধ্যে দেশ থেকে ফোন পেলাম --মা নেই।
  • tkn | ২৭ জানুয়ারি ২০১০ ০২:৫৪ | 122.163.77.166
  • এবং
    .....
    আলোটা দপ্‌দপ করতে করতে হঠাৎ
    .....
    নিভে যাওয়া...
  • tkn | ২৭ জানুয়ারি ২০১০ ০২:৪৮ | 122.163.77.166
  • তারপরে দরজার ঠিক ওপাশে একটা ভারী নিঃশ্বাসের শব্দ... আর মাথার পিছন দিকের দেওয়ালে ঝোলানো ছবিটার অল্প দুলে ওঠা.....
  • a x | ২৭ জানুয়ারি ২০১০ ০২:৪২ | 143.111.109.1
  • ঐ যে! হল কিনা আওয়াজ? খস্‌খস্‌ কাপড়ের ঘষার আওয়াজ? খুব ভালো করে কান পাতলে হাই হিলের খটখট শোনা যাবে।
  • a x | ২৭ জানুয়ারি ২০১০ ০২:৪১ | 143.111.109.1
  • এবার আসবে।
  • pi | ২৭ জানুয়ারি ২০১০ ০২:৩৩ | 128.231.22.89
  • দুটো কিন্তু বেজে গেল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত