সরস্বতী পুজো বাড়ীতে তো হয়।গতবার ছিলাম না বলে মিস হয়েছিলো। এবার খিচুরি,অলুদ্দম কুলের চাটনি সাঁটিয়ে অফিসে এসেছি। রাস্তায় সারি সারি বাসন্তী শাড়ী দেখে "তুমি কোন কাননের ফুল" গান টাই মনে হচ্ছিলো। আহা এমন ই এক সরস্বতী পুজোয় প্রথম প্রেম নিবেদন করেছিলুম।দিনগুলি মোর সোনার খাঁচায় ইত্যাদি প্রভৃতি। হ্যা বা ব্রতীন
vikram | ২০ জানুয়ারি ২০১০ ১৫:১৭ | 193.120.76.238
হ্যাবাবোতিন
Bratin | ২০ জানুয়ারি ২০১০ ১৫:১২ | 125.18.17.16
আর আমদের এদিকে কিশোরের রবীন্দ্র-সঙ্গীত বাজছে....
'পাগলা হাওয়ার বাদল দিনে ঘরে যাই ছাতা কিনে'
Samik | ২০ জানুয়ারি ২০১০ ১৪:৫৮ | 219.64.11.35
আলিগড়ের কাছে নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশনে আমার এক বন্ধু আছে। আজ সকালে ফোন করেছিল। ধুমধাম করে সরস্বতী পূজো চলছে ওদের টাউনশিপে। ফোনের স্পিকার দিয়ে আশা ভোঁসলের গলা কানে এল, তুমি কোন কাননের ফুউউল, কোন গগনের তারা। একটুখানির জন্য পুজো পুজো ভাব পেলাম।
Samik | ২০ জানুয়ারি ২০১০ ১৪:৫৫ | 219.64.11.35
জয় জয় দেবী সন্নাটা সারে চুপচাপ ফুলে ছাপ মুকুতা-হারে কাস্তে-বন্দিত হাতুড়ি হস্তে শুনশান ভাটপাড়া, দেবী নমোস্তুতে।
Arpan | ২০ জানুয়ারি ২০১০ ১৪:৫২ | 216.52.215.232
আমি সকালে বাড়ির সবাইকে নামিয়ে দিয়ে অফিস এসেছি। পুষ্পাঞ্জলি তো আমি বহুদিন হল দেই না। ঃ-)
Bratin | ২০ জানুয়ারি ২০১০ ১৩:৪৯ | 125.18.17.16
সবাই কে অনেক ধন্যবাদ। আজকে পুষ্পাঞ্জলি দেওয়া হল না। চাকরী করতে গিয়ে জীবনের কত ভালো জিনিশ হারিয়ে গেছে ঃ-((
Samik | ২০ জানুয়ারি ২০১০ ১৩:৩৫ | 219.64.11.35
আমি তো এই আপিসে এলাম। সোসন সবে শুরু।
মেয়ের ইশকুলেও ছুটি নেই। কী জায়গা! এমংকি গত বছর পজ্জন্তও আমাদের সোসাইটিতে সরস্বতী পূজো হয়েছিল। এ বছরে মাঠ ফাঁকা। কেউ নেই উদ্যোগ নেবার মত।
dipu | ২০ জানুয়ারি ২০১০ ১৩:০৮ | 61.12.12.83
বোতিন্দাকে হ্যাবা ঃ-)
Arpan | ২০ জানুয়ারি ২০১০ ১২:৪৩ | 216.52.215.232
ব্রতীন, শুভ জন্মদিন। ইভেন্ট ম্যানেজার হিসেবে তোমার নাম দিকে দিকে ছড়িয়ে পড়ুক। ঃ-)
de | ২০ জানুয়ারি ২০১০ ১২:৩০ | 59.163.30.4
হ্যাপি সন্নাটা, আম্মো খিচুড়ী খেতে যাচ্ছি ঃ))
rabahuta | ২০ জানুয়ারি ২০১০ ১২:১৬ | 203.99.212.53
মাঘ মাসের শুক্লাপঞ্চমী তিথিতে ভাটুরেরা পট্টবস্ত্র পরিধান করে সকাল থেকে শুদ্ধচিত্তে সন্নাটা পালন করেন।
de | ২০ জানুয়ারি ২০১০ ১১:৫৬ | 59.163.30.4
আমার তরফ থেকেও হ্যাপি বাড্ডে ব্রতীন!
intellidiot | ২০ জানুয়ারি ২০১০ ১১:৪৩ | 61.8.134.18
(-ঃ শুভ জন্মদিন ব্রতীন্দা ঃ-)
de | ২০ জানুয়ারি ২০১০ ১১:১৪ | 59.163.30.4
নামলেখা বাইক!! এই প্রথম শুনলাম ঃ))
Samik | ২০ জানুয়ারি ২০১০ ১১:০২ | 122.162.75.55
না দে। দিল্লিতে দেয়, কিন্তু আমার বাইকটা ছিল ভুবনেশ্বরে কেনা। সেখানে কোনো নিয়মনীতিরই বালাই ছিল না। রেজিস্ট্রেশন নম্বর পাবার পরে নাম্বারপ্লেট লেখার দোকানেই দিয়েছিলাম গাড়িটা, সেখানে পেছনে নম্বর লিখে দিয়েছিল, আর সামনের জায়গাটাতে নকশাদার অক্ষরে আমার নাম লিখে দিয়েছিল। ঃ-) গাড়ির দোকান এ ব্যাপারে সিনেই ছিল না।
de | ২০ জানুয়ারি ২০১০ ১০:৫৬ | 59.163.30.4
শমীক, bb, গাড়ি কেনার সময়েই তো প্লেটের ব্যাপারটা ঠিক করে দেয়, তাই নয় কি? ওটা নিয়ে পরে আবার মাথা ঘামাতে হবে কেন?
Samik | ২০ জানুয়ারি ২০১০ ০৮:৩৯ | 122.162.75.100
বিবি, সেটা আমিও এখন জানি। কিন্তু ঠেকে শেখা। কোত্থাও লেখা নেই। আমি দিল্লি ট্রাফিক পুলিশের ওয়েবসাইট তন্ন তন্ন করে খুঁজে দেখে নিয়েছি।
ইহা একটি নিয়ম, যা লোকমুখে ফেরে। কোথাও ডকুমেন্টেড নেই। অন্য অনেক নিয়মের মতই। সেগুলো জানি, তাই জানি, এটা জানতাম না, তাই জানতাম না।
Tim | ২০ জানুয়ারি ২০১০ ০৬:৪৭ | 117.194.224.229
এইত্তো আমি কখন থেকে জেগে। আজকালকার জনতার হয়ে রিপোর্ট করে গেলুম।
kity | ২০ জানুয়ারি ২০১০ ০৬:৩৫ | 131.95.30.233
আহা নীলকমলী যে জাগে! আপনি ঘুমালে কীকরে চলবে? :-)
ranjan roy | ২০ জানুয়ারি ২০১০ ০৬:২৮ | 115.117.237.240
এইসময় কে জাগে? কেউ না? আজকালকার ছেলেমেয়েগুলোর ব্রাহ্মমূহুর্তে ওঠার অভ্যেস নেই। ধ্যেৎ, আমিও ঘুমুবো।
ranjan roy | ২০ জানুয়ারি ২০১০ ০৫:০৬ | 115.117.237.240
কিটি, আমিও বায়সগোত্রীয়।তবে দন্ডবায়স নই, পাতিবায়স। তাই নীৎসে না পড়ে নব্যন্যায় পড়েছি। আর আওয়াজটা ব্যাস ক্কঃ না হয়ে টেনর কা-কা।
bb | ২০ জানুয়ারি ২০১০ ০৪:৫৮ | 80.101.232.209
@ সমিক, গাড়ীর সামনে ও পিছনে নাম্বার প্লেট লাগানই নিয়মানুগ। এটা সারা ভারতে সবপ্রদেশেরই নিয়ম!!!
kk | ২০ জানুয়ারি ২০১০ ০৩:১৩ | 76.114.64.110
হুঁ, তাই ভাবছি অক্ষ।
a x | ২০ জানুয়ারি ২০১০ ০২:৫৩ | 143.111.109.1
সরকারী ব্যবহার করা যাবেনা এক্ষেত্রে?
kity | ২০ জানুয়ারি ২০১০ ০২:৪৭ | 131.95.30.233
আহা, কাক বলতে নেই ওঁদের। ওনারা হলে সনাতন বায়সবংশীয় দাঁড়িকুলীন! জর্মন বায়স, খাঁটি ভদ্রলোক, দার্শনিকও বলা যায়। নিয়েৎশে পড়ে পড়ে ওনাদের মুখ গম্ভীর ! জগ্ৎপ্রপঞ্চ যে মায়ামাত্র সে ভেবেই ঐ সুগম্ভীর ক্কাঃ! ভাবলেও গায়ে কাঁটা দেয়!
kk | ২০ জানুয়ারি ২০১০ ০২:৪৫ | 76.114.64.110
পুরো বাক্য হলো so this was the official FIR.
হ্যাঁ, এইখানে আমেরিকাতেও বড় বড় কাক আছে। দাঁড়কাক।
pipi | ২০ জানুয়ারি ২০১০ ০২:৩৫ | 92.225.72.183
জার্মান দেশটা যদি বিলেত হয় তো এই বিলেতে কাক আলবাত আছে। পষ্ট দেখিচি। আহা মরি কেলেচাঁদও আছে আর ছেয়ে রঙারাও। তবে এনারা কেউ ক্কা ক্কা করেন না, মাঝেসাঝে উদাস নয়নে বিরস বদনে গম্ভীর গলায় বলেন - ক্কঅঃ ক্কঅঃ
a x | ২০ জানুয়ারি ২০১০ ০২:৩০ | 143.111.109.1
নাহ্ ঘুমোনো দরকার। একটু আগে ফোন করে একজনের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিলাম, কিন্তু তার অফিস কোথায় সেটাই জানিনা!
tkn | ২০ জানুয়ারি ২০১০ ০২:২৬ | 122.163.77.245
:-o ঃ-(((( আমাকেও পরামর্শ দিয়েছিলেন, গুরু, কাউকে পরামর্শ না দিতে। তবু দিতে যাই আর দিতে গিয়ে 'সু' টা 'কু' হয়ে যায় ঃ-((( তুমি নিজেই তো দুটি অপশনের মধ্যে পিংপঙাচ্ছিলে, তাই আমি বলে ভালো ভেবেই ঃ-(((
a x | ২০ জানুয়ারি ২০১০ ০২:১২ | 143.111.109.1
মিতাদি এদিকে উঁকি মারলে অবশ্যই মেল চেকিও।
a x | ২০ জানুয়ারি ২০১০ ০২:১০ | 143.111.109.1
কলি বাক্য বল, কনটেকস্ট না দেখে কথা বলতে গুরু বারণ করেছেন।
টিকেন আমাকে এরকম কুপরামর্শ দিচ্ছে কেন?
আজ জানলাম গত ৭ বছর ধরে প্রতি মাসে $9.95 করে কোন এক কোম্পানী অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে। তারা কে কি কিসুই জানিনা।
অক্ষ, একবার নাক ডাকা শুরু হয়ে গেলে যে তুরীয় আনন্দসাগরে ভাসবে সেখানে এই সব এম্ব্যারাসমেন্টটেন্টের মত তুচ্ছ অনুভূতি পৌঁছবেই না। দুটোই ট্রাই করে নিয়ে বরং দেখ কোনটা কনভিনিয়েন্ট বেশি..... ঃ-)))
aka | ২০ জানুয়ারি ২০১০ ০১:৪৮ | 168.26.215.13
আপেল না পড়ে যদি কাকের মল পড়ত তাহলে কি হত জানেন কবি তীর্থং।
kity | ২০ জানুয়ারি ২০১০ ০১:৪১ | 131.95.30.233
এ যে খিদেঘুমভোলা স্যর আইজ্যাক নিউটন!!!! ধাপ করে মাথায় আপেল পড়লো, তুলে নিয়ে আলখাল্লায় মুছে কচকচ করে খেয়ে মাধ্যাকর্ষণের থিওরি লিখে ফেললেন!
Ishan | ২০ জানুয়ারি ২০১০ ০০:৪৬ | 12.163.39.254
এমনকি খিদেও পাচ্ছে না। আমি কি অসুস্থ?
aka | ২০ জানুয়ারি ২০১০ ০০:৪৬ | 168.26.215.13
হ্যাঁ সরস্বতী পুজোয় আমি দ্বিতীয়বার বিড়ি ফুঁকেছিলাম। চ্যান্সেলার ব্ল্যাক, সাথে মৌরী।
a x | ২০ জানুয়ারি ২০১০ ০০:৪৩ | 143.111.109.1
তোমাদের সব তরুন রক্ত, নতুন উদ্যম, ভরা যৌবন। ঘুম তো পাবেই না।
M | ২০ জানুয়ারি ২০১০ ০০:৪৩ | 59.93.246.39
আমারো না, কি অদ্ভুত! অথচ এটা আমার মাঝরাত!
M | ২০ জানুয়ারি ২০১০ ০০:৪২ | 59.93.246.39
সরস্বতী পুজা নিয়ে কেউ স্মৃতিমেদুর হবে না? আমি রাতদুপুরে সেই খিচুড়ি, ঘ্যাঁট আর লাড্ডুতে ঘেঁটে যাচ্ছি, মানে সেই স্মৃতিতে, আর কিচ্ছু মনে পড়ছে না!!!!!!ঃ(((((((((
Ishan | ২০ জানুয়ারি ২০১০ ০০:৪২ | 12.163.39.254
আমি তো মিটিন ও করে এলাম। কই, ঘুম পাচ্ছে না তো। ঃ)
Samik | ২০ জানুয়ারি ২০১০ ০০:৪০ | 122.162.75.220
সবার আগে আমি। ব্রতীনকে শুভ জন্মদিন। আর সবার জন্য, হ্যাপি সরস্বতী পূজো।
aka | ২০ জানুয়ারি ২০১০ ০০:৩২ | 168.26.215.13
আমি রীতিমতন ঢুলছি। কেন যে এত ঘুম পায় কে জানে?
a x | ২০ জানুয়ারি ২০১০ ০০:২৭ | 143.111.109.1
এত ঘুম পাচ্ছে যে ভাবছি বাথরুমে গিয়ে ঘুমিয়ে আসব। তারপর ডেস্কে শুয়ে নাক ডাকা না বন্ধ বাথরুমের দরজার পেছন থেকে নাক ডাকা কোনটা কম এম্ব্যারেসিং সেটা বুঝতে না পেরে কিছুই করতে পারছিনা ঃ-(
Suvajit | ২০ জানুয়ারি ২০১০ ০০:২১ | 59.177.192.249
এই শোকোৎসবের বাজারে, লোকে প্রায় ভুলেই গেছে যে মমতাদির মাওবাদীদের দেওয়া সময়সীমার ৪ দিন অতিক্রান্ত হয়ে গেছে। অবশ্য দিদি ৭ দিন বলতে শুধু ওয়ার্কিং ডেজ্ বুঝিয়েছেন কিনা জানা নেই। তাহলে অবশ্য পুরো ৭ দিনই বাকি আছে।
Samik | ১৯ জানুয়ারি ২০১০ ২৩:৪৩ | 122.162.75.220
অর্পণ, হয় তো কিছুটা ঠিকই বল্লে। হয় তো ব্যাপারটা সেরকমই। এই যে পাশপোর্টের নিয়মগুলো পাল্টে যায়, কেউ জানতে পারে? কোথাও লেখা আছে পাশপোর্টের ফর্মে বা সাইটে বা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সাইটে? ৯৯ সালে যেদিন প্রথম পাশপোর্ট করাই, সেদিন লাগত তিনশো টাকা। একবার পুলিশ ভেরিফিকেশন হত। ২০০৪-এ যখন স্বর্ণালীর করাই, তখন অবশ্য আগে থেকেই জানতাম যে পাশপোর্ট করাতে এখন দেড় হাজার লাগে, তৎকালে লাগে আড়াই। তাও ভালো। অন্তত পুলিশ তো আসবে না বাড়িতে! তৎকালে পুলিশ ভেরিফিকেশন হত না সেদিন পর্যন্তও।
মেয়ের পাশপোর্ট করালাম দুহাজার ছয়ে। পাশপোর্ট দিতে এল যে পোস্টম্যান, শালা যাবে কোথায়, শত হলেও ইউপিরই প্রোডাক্ট তো, হেঁহেঁ করে পয়সা চাইল। বল্লাম দেব না। তখন তেরিয়া হয়ে বলে, এর পরেই যে ঘরে পুলিশ আসবে, তাকে তো ঠিক পয়সা দেবে? আমি বল্লাম, আমার মেয়ের পাশপোর্ট তৎকালে করানো, পুলিশ আসবে না। লোকটা খ্যা-খ্যা করে হেসে বলল, কোথায় থাকেন আপনি? এখন পোস্ট ডেলিভারি পুলিশ ভেরিফিকেশন হয়। আপনার ফাইল আটকে দিলে পরে পাশপোর্ট থেকেও আপনার কোনো লাভ হবে না। দেশের বাইরে বেরোতে গেলেই আটকে দেবে।
পুলিশ সত্যিই এসেছিল। পয়সাও চেয়েছিল। কিন্তু হাতে পাশপোর্ট এসে গেছিল, সেই জোরে পয়সা দিই নি, মিনিস্ট্রির গল্প শুনিয়ে দিয়েছিলাম।
সেই প্রথম ঠেকে জানলাম, নিয়ম পাল্টে গেছে।
এইবারে আমার পাশপোর্ট করাবার সময়ে আবার ঠেকে শিখলাম, এখন ভেরিফিকেশন দুবার হয়, প্রথমে কী একটা লিয়াজঁ অফিস থেকে, সে বালের যারই অফিস হোক, আসলে তারাও পুলিশই, তারপরে লোকাল থানা থেকে। এমনকি অদ্ভূতভাবে পুলিশ ভেরিফিকেশন ওয়েভ্ড লেখা থাকলেও পুলিশ আসে। নইলে ওদের বৌ বাচ্চা খাবে কী?
তো, এইভাবে ঠেকে শেখা। পুলিশকে একশো টাকা ঘুষ দিয়ে শিখতে হয়েছিল গাড়ির সামনের দিকেও নাম্বার প্লেট লাগানো মাস্ট। তার আগে ব্যাপারটা জাস্ট জানতামই না। সম্ভবত দিল্লিতে বাস করা লোকজন ছাড়া বাকি ভারতের খুব বেশি শহরের লোকজন জানেও না ব্যাপারটা। ঃ-)
সত্যি কথা বলব? এই পাসপোর্ট, পার্কিং টিকিট, গ্যাসের বুকিং ইত্যাদি ছাড়া রাষ্ট্রের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের রাস্তা বন্ধ করে দিয়েছি। শ্রাবণীদি স্টেট ব্যাঙ্ক থেকে লোন নিতে গিয়েছিলেন। আমার বাবাও তাই করবেন। কিন্তু আমি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির সার্ভিস নেবার আগে দশবার ভাবব। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে তেল নেবার আগে ডিস্প্লে বোর্ডের রিডিং জিরো করেছে কিনা মনে করে দেখব। ভুলে গেলে নিজেকে হারামজাদা বলে গাল দেব। এইটা হয়ে গেছে। ক্রয়ক্ষমতা বাড়ার কারণেই বিকল্প ব্যবস্থার দিকে চলে যাবার স্বাভাবিক প্রবণতা তৈরি করে ফেলেছি। সজ্ঞানেই।
কিন্তু যেটা বলার ছিল এই যে প্রত্যক্ষ সংযোগের রাস্তা বন্ধ করে দুটো জিনিস হয়েছে। এক অন্ধকার রাস্তাগুলি এড়িয়ে চলার উপায় জানা হয়ে গেছে। আর দুই, যখন সেই রাস্তাগুলিতে বাধ্য হয়ে পা রাখতে হয় তখন জলের মাছ ডাঙ্গাতে তুলে আনার অনুভূতি হয়। সিস্টেমটাকে যেহেতু ভাল করে জানিনা, বা চেষ্টাও করিনা, সিস্টেমের সাথে লড়াইয়ের কথা ভাবলেই হাত-পা ঠাণ্ডা হয়ে আসে। বাকিটা অর্থাৎ ঘুষ দেব, নাকি দাঁত দাঁত চেপে আরো কিছুদূর দেখব সে তো পরিস্থিতি অনুযায়ী পাল্টে যায়!
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন