এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ১২ জানুয়ারি ২০১০ ০১:১৭ | 75.53.204.181
  • পাব্লিক মানিতে ভোটে দাঁড়িয়েছেন বলেই তো পাব্লিকের কাছে দায়বদ্ধতা বেশি দেখাচ্ছেন, পার্টির থেকে।
  • pi | ১২ জানুয়ারি ২০১০ ০১:১১ | 72.83.210.50
  • তিনোমূলের নিজস্ব কোনো সে নাই নাকি থাকতে নাই ? চিদুর নীতির বাইরে কোনো পার্টি স্ট্যান্ড কি নিতে পারতো না ? মমতা আগে সেজ বাতিল করা হোক লেখেননি ? নির্বাচনী ইস্তেহারে তিনোমূল লেখেনি সে কথা ? তখন ও তো কংগ্রেসের সাথে একসাথে মঞ্চ ভাগ করে প্রচার করেছে। তখন যদি বলতে পেরেছে তো সংসদে গিয়ে কেন নয় ?
  • pi | ১২ জানুয়ারি ২০১০ ০১:০৫ | 72.83.210.50
  • হ্যাঁ, আমি জানতাম ওটা ভালমানুষির সমস্যা ঃ)
  • Du | ১২ জানুয়ারি ২০১০ ০১:০৩ | 65.124.26.7
  • অনুরোধে তো ঃ) আমি প্রায়ই গিলি।
  • aka | ১২ জানুয়ারি ২০১০ ০১:০২ | 168.26.215.13
  • সুমন প্রথমে আবাপর ওপরে হতাশ ছিলেন, তারপরে ধম্মের ওপর হতাশ ছিলেন, তারপরে সিপিএমের ওপরে, এখন তৃণমূলের ওপর। ধীরে ধীরে দেখুন আর কিসের ওপর ওনার হতাশা আসে। বয়সের দোষ। পাব্লিক মানিতে ভোটে দাঁড়িয়ে ক্যাবলামো চলে না। এমন কিছু বেসিক প্রশ্ন উনি করছেন যা ভোটের আগে ভাবা উচিত ছিল। নইলে কুলোকে বাজে কথা বলে। উনি কি তৃণমূলে জয়েন করেছিলেন রিভলিউশন আনতে? তাহলে ওনার সমস্ত রাজনৈতিক চিন্তাই ঘাঁটা। উনি গান গাইলেই সবার মঙ্গল। শুধু পাব্লিক মানিতে নির্বাচনের প্রহসনটা না করলেই পারতেন।
  • pi | ১২ জানুয়ারি ২০১০ ০১:০১ | 72.83.210.50
  • ঢেঁকি গেলাটা আত্মবিশ্বাসের সমস্যা ?
  • m | ১২ জানুয়ারি ২০১০ ০০:৫৪ | 173.26.17.106
  • ঢেঁকি-ঢোঁক কোনোটাই বেশিবার গেলা ভালো না।প্রথম ক্ষেত্রে আত্মবিশ্বাসের সমস্যা আর দ্বিতীয়ক্ষেত্রে ডাক্তার দেখানো ভালোঃ)
  • Du | ১২ জানুয়ারি ২০১০ ০০:৪৯ | 65.124.26.7
  • ঢোঁক হলেও সেটা গেলার দায়টাও কিছুদেরই ঘাড়ে, বাকিদের তো কোন ঢোঁকও গিলতে হচ্ছে না।
  • a x | ১২ জানুয়ারি ২০১০ ০০:৪০ | 75.53.204.181
  • অন্য কোনো দিক না। ওটা স্রেফ কোনো দিক হবে।

    হতাশ সুমন হয়েছেন দেখা যাচ্ছে, আর সেটা একটা বড় ব্যপার। যতই হ্যাটা করা হোক, যতই বলা হোক দায়িত্বজ্ঞানহীন, ইম্পালসিভ। এই প্রতিবাদের ভয়েস যখন আর সর্বত্র ঢোঁক গিলতেই ব্যস্ত, তখন এটা আছে।
  • Du | ১২ জানুয়ারি ২০১০ ০০:২৬ | 65.124.26.7
  • তাহলে তো ঠিকই আছে। সংসদে তাহলে হতাশ হয়নি কেউই।
    সিপিএম কিসের বিরোধিতা করেছে কতটা করেছে সে তো তখন তখন বেরিয়েইছে কাগজে। সে খুঁজে আনলেও কি আর হবে? তবে সুমন যে প্রতিবাদ আশা করেছেন সংসদে, তাঁর জন্য খুব বেশি অন্য কোন দিকে তাকাবারও নেই।
  • a x | ১২ জানুয়ারি ২০১০ ০০:০০ | 75.53.204.181
  • ভালো বললে দু, তা এই যখন বিনায়ক সেনকে আটকে রাখা হল, আজ যখন হিমাংশু কুমার পালিয়ে বেড়াচ্ছেন, দশ বছর ধরে যখন শর্মিলা চানু অনাহারে, তখনও কি কিষনজী কি করছিলেন তাই দিয়েই সিপিএমের প্রতিবাদের ধারা ঠিক হচ্ছিল?
  • a x | ১১ জানুয়ারি ২০১০ ২৩:৪৭ | 75.53.204.181
  • এই ই-ভিউটা কেউ রেকর্ড করলনা? টিভো নাই টিভো?
  • pi | ১১ জানুয়ারি ২০১০ ২৩:৪৬ | 72.83.210.50
  • আমি একঝলক পড়ে ভাবলাম, এই লালু ও বোধহয় এল আলু প্রসঙ্গেই।
  • Du | ১১ জানুয়ারি ২০১০ ২৩:৪৪ | 65.124.26.7
  • সংসদে লালু ছাড়াও আরো প্রতিবাদ করত একদল লোক নিয়ম করে, কিন্তু ৯৮ শতাংশ মিডিয়াকে বন্ধু বানাতে গিয়ে কিষেণজী তাদের মায়া করে দিলেন।
  • Arpan | ১১ জানুয়ারি ২০১০ ২৩:৪৪ | 122.252.231.12
  • সে তো শমীক খাচ্ছে। কাল আপডেট দেবে বোধহয়।
  • pi | ১১ জানুয়ারি ২০১০ ২৩:৪২ | 72.83.210.50
  • অপ্পন, শিওর ? মটরশুঁটির কচুরি খাও নাই ?
  • aka | ১১ জানুয়ারি ২০১০ ২৩:৪১ | 168.26.215.13
  • ঐজন্যই কবি কয়েছেন

    ফুল হোন বা না হোন
    আজ শপিং ডে।
  • pi | ১১ জানুয়ারি ২০১০ ২৩:৪০ | 72.83.210.50
  • ফুল পেতে হয় না তো, হতে হয়। শপিং করার পর।
  • Arpan | ১১ জানুয়ারি ২০১০ ২৩:৪০ | 112.133.206.20
  • কমরেড, নজর দেবেন না। ছোট আলুদ্দম, কড়াইশুঁটির কচুরি আর নলেন গুড়ের পায়েস দিয়ে খ্যাঁটন সেরে এলাম। যেমনটি কাল কথা হয়েছিল।
  • Du | ১১ জানুয়ারি ২০১০ ২৩:৩৯ | 65.124.26.7
  • পাই, মাংসের আলু নিয়ে তোমার সাথে ডিটো। আলুটা ভালো খেতে হলেই মাংস খাওয়ার আনন্দ ষোল আনা।
  • aka | ১১ জানুয়ারি ২০১০ ২৩:৩৭ | 168.26.215.13
  • কার্ট মানে তো শপিং কার্ট। শপিং করার জন্য ফুল ফোটার কি দরকার? না ফুটলেই ভালো, একটা অন্তত কম কিনতে হবে।
  • pi | ১১ জানুয়ারি ২০১০ ২৩:৩৪ | 72.83.210.50
  • কার্ট উইদ অর উইদাউট অ্যাডিশন।
  • a x | ১১ জানুয়ারি ২০১০ ২৩:৩৩ | 75.53.204.181
  • ওকে ভাবলাম এতেই হবে। আরও খাটতে হবে কে জানত!

    গুটি উইথ ওর উইদাউট মথ। মথ উইথ ওর উইদাউট বলস্‌। বলস্‌ উইথ ওর উইদাউট বুলকস। বুলকস্‌ উইথ ওর উইদাউট কার্ট ...
  • I | ১১ জানুয়ারি ২০১০ ২৩:২৬ | 59.93.209.79
  • ধুস ! অক্ষদাপিসিমা কোনো কম্মের না।
  • a x | ১১ জানুয়ারি ২০১০ ২৩:২২ | 75.53.204.181
  • ভাসেতে ফোটে। উইথ ওর উইদাউট বসন্ত। বসন্ত উইথ ওর উইদাউট গুটি।
  • Suvajit | ১১ জানুয়ারি ২০১০ ২৩:০৮ | 59.177.199.111
  • আজকে পার্থবাবু স্টারানন্দে দেরিতে এসেছিলেন। তার আগে সুমন, ব্রাত্য আর স্টারানন্দের সুমন কাথা বলছিলেন। পার্থদা আসার পর সুমন একটু অস্বস্তিতে ছিলো। তার আগে সুমন একটাই কথা বলেছে যে আমার কাছে বিবেক আগে, দল পরে। পার্থদার প্রতিক্রিয়া জানতে চাইলে দলীয় শৃঙ্খলা হ্যানত্যান বলে মোদ্দা কথা বোঝাতে চাইলেন যে এসব কথা স্টারানন্দে না বলে, দলের মধ্যে বলাই ভাল। তারপর ধীরে ধীরে সুমন জাগরিত হল। বলেছেন যে চিদুদা যে মাওবাদীদের বিরুদ্ধে অ্যাকশন নেবার বিলটা সংসদে আনলেন, সেটা কেউই (ইনক্লুডিং সুমন) জানতেন না। এতে তাদের অভিমত চাওয়া হয় নি। সংসদে তৃনমূলের কেউ (সুমন সহ) প্রতিবাদ করে নি। একমাত্র করেছেন লালু। এই গনতন্ত্র ব্যবস্থাই সুমনের পক্ষে আনেক্সেপটেবেল। তারপর বলেছেন যে মাওবাদীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী আনা হচ্ছে, তারা সরকারের কাছে সবচেয়ে বড় থ্রেট। তারা ব্যক্তিহত্যা করছে। কিন্তু এরকম ব্যক্তিহত্যা সব দল করছে, এমনকি RSS ঊড়িষায় আদিবাসীদের খ্রীষ্ঠান হবার অপরাধে প্রতিদিন, হত্যা, ধর্ষন, লুঠ ইত্যাদি করছে, কই কেন্দ্র তো তাদের বিরুদ্ধে ফোর্স পাঠাচ্ছে না।
    পার্থবাবুর বক্তব্য যে যখন আপনি একটি দলের হয়ে সংসদীয় গনতন্ত্রে যোগ দিয়েছেন, তখন আপনাকে সেই দলের নীতি মেনে চলতে হবে। প্রথমে গায়ক সুমন, সাংসদ সুমন বলে অনেক ধপের কেত্তন হচ্ছিলো, পরে রাজনৈতিক আলোচনা শুরু হওয়াতে পার্থদা পুরো ডিফেন্সিভ হয়ে যান।
    এমনকি সুমন এও বলেছেন যে নন্দীগ্রাম সময়ে যে মানুষেরা একটাও শব্দ উচ্চরণ করে নি, সেই সব বামপন্থী যারা আজকে তৃনমূলে যোগ দিয়েছে তারা এখন প্রথম সারিতে। সেদিনে যারা অ্যাকটিভ ছিলেন তারা পেছনে চলে গেছেন।
    তৃনমুলের প্রধান সমস্যা হচ্ছে যা বুঝলাম যে স্ট্রাটেজি কি হবে সেটা ঠিক করে উঠতে পারছে না। এই আনন্দবাজার ধরনের সবাইকে খুশি রাখার স্ট্রাটেজিতে তিনোমূলের বাঁশ হয়ে যাচ্ছে।
  • I | ১১ জানুয়ারি ২০১০ ২৩:০৮ | 59.93.209.79
  • জনগণ, এট্টু কাজের খবর দেবেন? মার্চের প্রথম সপ্তাহে ভার্সেতে ফুলটুল আদৌ ফোটে কিনা?
  • Bratin | ১১ জানুয়ারি ২০১০ ২২:১২ | 117.194.101.204
  • একি , এত গুলি র আওয়াজ ঃ-))
  • aka | ১১ জানুয়ারি ২০১০ ২১:৫৮ | 168.26.215.13
  • একটু ড্রাম হবে না?

    ঢিঁচক্যাও, ঢিঁচক্যাও, ঢিঁচক্যাও।
  • Arpan | ১১ জানুয়ারি ২০১০ ২১:৫৩ | 216.52.215.232
  • ইট অ্যান্ড লেট ইট। আমেন।
  • Bratin | ১১ জানুয়ারি ২০১০ ২১:৪৮ | 117.194.99.182
  • মানে জনতা কে এই সঙ্গীত খেতে বলছে?
  • Arpan | ১১ জানুয়ারি ২০১০ ২১:৪৩ | 216.52.215.232
  • পশ্চাতে আবহসংগীতঃ

    খাও খাও খ্যাও খ্যাও।
  • pi | ১১ জানুয়ারি ২০১০ ২০:১৩ | 72.83.210.50
  • উবাচ, কমঃ মাও ।
  • rabaahuta | ১১ জানুয়ারি ২০১০ ১৯:৩৩ | 203.99.212.54
  • স্কন্ধে গুরুভার
    বুদ্ধি ক্ষুরধার
    কিবোর্ড হাতিয়ার
    মাউসে শান দাও

    অনেক গুরুপনা
    দেখেছি, সইছেনা
    বিষম এ যাতনা
    গুরু হে, বাড়ি যাও

    অসির ঝনঝনা
    মসীও কালো পানা
    সকালে বেলপানা
    পাসরি বিড়ি খাও

    তুমুল চন্ডালি
    সন্ধ্যা স্বর্নালি
    নীরব গালাগালি
    মাথার পশ্চাতে,
    ডু ইট, রাইট নাও
  • Rajdeep | ১১ জানুয়ারি ২০১০ ১৯:১৫ | 61.14.13.7
  • ক্ষিতির আবার বিবেক হল কবে ? ঢাকুরিয়ায় চিরকাল ঘাড়ে চেপে জিতে এসে পূর্তদপ্তরের কোটাঘুঘু আর সামন্যতম সুযোগ পেলেই নুন ছেটানো , এরাই তো সিপিএমের সবচেয়ে বড় শত্রু - কমরেডরা এতো বোঝে আর এটা বোঝে না !

    তবে ২০১১রয় বিপদ আছে, ঢাকুরিয়া কেন্দ্র উঠে গিয়ে কসবা আর টলিগঞ্জে মিলিয়ে গেছে ; দেখা যাক কোথায় গিয়ে এবার ঘাঁটি গাড়ে
  • Bratin | ১১ জানুয়ারি ২০১০ ১৮:১৮ | 125.18.17.16
  • ধুর ও ই রকম তো অনেকে করেন। মাঝে মাঝে বিবেক জাগ্রত হয়ে উঠে। যেমন ক্ষিতি। আবার ওপর থেকে বকে দিলেই তিনি শান্ত।
  • Suvajit | ১১ জানুয়ারি ২০১০ ১৭:৩২ | 59.177.199.205
  • না অফিসিয়ালি তো এখনও করেন নি। তবে আজ কথার মাঝে মাঝেই ধুর শালা বের করে দেবে তো করে দেবে, এসব বলেছেন। তবে একটা খুব দরকারী পয়েন্ট তুলেছেন যে সিঙ্গুর নন্দীগ্রামের সময় আন্দোলনগুলোতে তৃণমূলের সংগে অনেক অন্যান্য রাজনৈতিক মতাদর্শের লোকেরাও যোগ দিয়েছিলো, কেননা সেটা ছিলো একটা গনতান্ত্রিক ভাবনা ব্যক্ত করার প্লাটফর্ম। সেই বহু মত পোষন ও ধারনের যে জায়গাটা যেটা সুমনের মতে এই বৃহত্তর জোটের ইউ এস পি, সেটাই যদি না থাকে তাহলে তিনি অপারগ।
  • dipu | ১১ জানুয়ারি ২০১০ ১৭:১৫ | 61.12.12.83
  • পাতা খুলতে কেমন যেন বেশিবেশি সময় লাগছে। আগে কেমন ঝটাক্‌ করে খুলে যেত।
  • Arpan | ১১ জানুয়ারি ২০১০ ১৭:০৮ | 216.52.215.232
  • সুমন কি রিজাইন করেছেন? না এখনো টিএমসির সদস্য আছেন?
  • Suvajit | ১১ জানুয়ারি ২০১০ ১৭:০৬ | 59.177.199.205
  • স্টারানন্দে ব্যপক একটা আলোচনা দেখলাম। কবীর সুমন, ব্রাত্য বসু আর পার্থ চাটুজ্জে। সুমন পুরোনো ফর্মে ফেরৎ আসছিলেন। ব্রাত্য অনেক সামলানোর চেষ্টা করছিলেন।
  • de | ১১ জানুয়ারি ২০১০ ১৬:৫৬ | 59.163.30.5
  • ও! দ্যাশে?
  • Samik | ১১ জানুয়ারি ২০১০ ১৬:৪১ | 219.64.11.35
  • চোক্কান খোলা রাখলেই দেখা যায় লোকে অপ্রকাশিত লিখছে। বিশেষত পুজোর সময়ে।
  • de | ১১ জানুয়ারি ২০১০ ১৬:৩৭ | 59.163.30.5
  • স্কিন-ডিপ এর এমন বাংলা কিন্তু সত্যিই দূর্লভ!! ঃ))
    কিন্তু অপ্রকাশিত লেখা লোকে লিখছে মানে?
  • rabaahuta | ১১ জানুয়ারি ২০১০ ১৬:২৯ | 203.99.212.54
  • কবিগুরুর মন সবুজ তো বটেই, রিইউসেবল ও বটে। না হলে অপ্রকাশিত লেখাগুলো লিখছে কি করে লোকে? আর কপিরাইট ওঠার পর মোটামুটি সুলভও হয়েছে কিন্তু, সে দেখতে যতই খারাপ হোক। আফটার অল, সৌন্দর্য হচ্ছে মলাট গভীর।
  • de | ১১ জানুয়ারি ২০১০ ১৬:২১ | 59.163.30.5
  • কি? কবিগুরুর মন?
  • rabaahuta | ১১ জানুয়ারি ২০১০ ১৬:১৬ | 203.99.212.54
  • বস্তা? হতেও পারে কিন্তু, বস্তা দিয়ে তৈরি বালাপোষ... কবিগুরুর গভীর সৃষ্টিশীল মন। গ্রীন, রিইউসেবল, সুলভমূল্য।
  • rabaahuta | ১১ জানুয়ারি ২০১০ ১৬:১১ | 203.99.212.54
  • সায়ন আর সায়ন্তন আলাদাই হওয়া উচিত। সুকুমার রায় বলেছেন আম আর আমড়া, জল আর জলপাই, হাত আর হাতরাশ সদা সর্বদা আলাদা জিনিস। (অবশ্য রবা আর রাবাহুত এক, কারন সে সর্বশক্তিমান)।
  • de | ১১ জানুয়ারি ২০১০ ১৬:১০ | 59.163.30.5
  • রবাহুতো, ঃ)) থ্যাঙ্কু! vocabulary বাড়লো!

    ছালা শুনে ভেবেছিলাম বস্তা হবে বোধহয়!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত