এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ১৫ জানুয়ারি ২০১০ ১৭:৫৯ | 61.12.12.83
  • সাঁই রা ছাড়াও একজন মাতা অমৃতময়ী এখন ইন থিং। আমাদের আপিসের ডিরেক্টরের ঘরে তাঁর ইয়াব্বড় ছবি, আবার আমার বাড়িওলার ঘরেও ছবি। দেখতে মায়াবতীর মত।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১০ ১৭:৫৭ | 204.138.240.254
  • এঃ হে। সোমনাথেও সৈখত আছে। তবে খেউ নায় না।
  • pipi | ১৫ জানুয়ারি ২০১০ ১৭:৫৬ | 141.80.152.168
  • শিরডি নিয়ে আমি স্পিকটি নট। কিছুকাল আগেই বাড়িতে একটা মিনি কুরুক্ষেত্তর হয়ে গেছিল। মা-য় কয় শিরডি নিয়ে চল, বাপে বলে সোমনাথ যাব। শেষমেষ কোনটায় যাওয়া হবে নাকি দুটোই নাকি কোনটাই নয় এই থেকে সিকি ক্যাঁচোরম্যাঁচোর। দুজনেই আমায় দলে টানে ইদিকে আমি সাক্ষীগোপাল সেজে বসে থাকতে চাই। শেষটায় তেড়েমেড়ে যেই বলেছি ধম্মকম্মের বয়স আমার হয় নি, আমি পাট্টায়ার সৈকতে নাইতে যাব অমনি দুজনাই রেগেমেগে মিনিট খানেক কথা বন্ধ করে দিলে আমার সাথে!
  • de | ১৫ জানুয়ারি ২০১০ ১৭:৫১ | 59.163.30.2
  • চ্চলো! বাড়ি যাবো এবার,
    হ্যাভ আ নাইস উইখেন্ড ঃ))
  • Bhuto | ১৫ জানুয়ারি ২০১০ ১৭:৫১ | 203.91.201.55
  • দুটো রুটি আর ডাল খেয়েছি আজ ঃ( তাই প্রাণটা খাই খাই কচ্ছে।
  • Samik | ১৫ জানুয়ারি ২০১০ ১৭:৩৪ | 219.64.11.35
  • শিরডি, শিরডি।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১০ ১৭:১৮ | 204.138.240.254
  • কোন সাঁই? শিরডি না চুলঅলা?
  • Samik | ১৫ জানুয়ারি ২০১০ ১৭:১৪ | 219.64.11.35
  • সাঁইবাবার জন্মদিন বোধ হয়।
  • M | ১৫ জানুয়ারি ২০১০ ১৭:১৩ | 59.93.218.221
  • সেটা আবার খী?
  • Samik | ১৫ জানুয়ারি ২০১০ ১৭:০১ | 219.64.11.35
  • কালকে আমাদের সোসাইটিতে সাঁইসন্ধ্যে হল। ঠিক রাজধানী এক্সপ্রেস বর্ধমান স্টেশন পেরোলে টাকার নোট সাজিয়ে বকশিস নিতে আসে, তেমনি করে সোসাইটির কিছু মহিলা হাতে একশো পাঁচশোর বান্ডিল নিয়ে সাঁইভজনার চাঁদা নিতে এসেছিলেন। আমি বিনীতভাবে "ইন্টারেস্টেড নই' বলার পরে আর ঘাঁটায় নি।
  • Samik | ১৫ জানুয়ারি ২০১০ ১৬:৫৬ | 219.64.11.35
  • হুঁ, এই ব্যাপারে আমার টিম ভালো। যে যা মানে, নিজের মনে মানে। কেউ মাহাত্ম্য প্রচার করতে আসে না। অন্তত আপিসে না।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১০ ১৬:৫১ | 216.52.215.232
  • ** তজ্জনিত
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১০ ১৬:৪৯ | 216.52.215.232
  • * কৃপা
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১০ ১৬:৪৮ | 204.138.240.254
  • আরে ভাষণ আমি শুরু করি নাই। তবে কাহাতক আর পৌনে দেড় ঘন্টা, আর দেড় ঘন্টা, আর চল্লিশ মিনিট শুনতে ভালো লাগে? শেষে যখন গ্রহণের সময় ব্যাক্টিরিয়াকুলের মা ষষ্ঠীর কপালাভ ও মানবশরীরে তদ্দজনিত প্রভাব বিষয়ে সেমিনার শুরু হল তখন আর চুপ থাকা গেল না। নিকুচি করেছে হালার ফ্রি স্পিচের।
  • kc | ১৫ জানুয়ারি ২০১০ ১৬:৪৮ | 89.203.49.18
  • গোবর্ধন, দীপু, শমীক, এবং আরো সবাই, হিন্দি প্রায় সমস্ত ফিল্মের গানই পাবেন এই লিঙ্কে,
    http://www.apunkabollywood.net/browser/category/view/347/movies
  • de | ১৫ জানুয়ারি ২০১০ ১৬:৪৬ | 59.163.30.2
  • উপোস তো অনেক বড় ব্যাপার, আমার তো খিদে বেশী পেয়ে গেলেই খারোখে ধরে খেলানোর ইচ্চে হয় ঃ)
  • de | ১৫ জানুয়ারি ২০১০ ১৬:৩৮ | 59.163.30.2
  • যেমনি শুনেছে খাওয়া-দাওয়া হচ্ছে, অমনি এয়েচে ঃ), তুই ও কি খেয়ে এলি ফিরিতে?
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১০ ১৬:৩৮ | 204.138.240.254
  • উপোস করে থাখলে খেলানোর শখ্‌তি খোত্থেকে আসবে?
  • Samik | ১৫ জানুয়ারি ২০১০ ১৬:৩৭ | 219.64.11.35
  • এই কথাটাই আম্মো বিশ্বাস করি। আমি ঠেকা নিয়ে বসে নেই সব দিল্লিওয়ালার কুসংস্কার দূর করার। যে বিশ্বাস করার সে করবেই। আমার বাপের সাধ্যি নেই তার জ্ঞানচক্ষু উন্মীলিত করে।
  • Bhuto | ১৫ জানুয়ারি ২০১০ ১৬:৩৬ | 203.91.201.55
  • এঃ বিয়েবাড়িতে বিনা নেমন্তন্নে খাওয়ার মতো করে খেয়ে এলে? দেখো বাপু ... ঃ)
  • de | ১৫ জানুয়ারি ২০১০ ১৬:৩৫ | 59.163.30.2
  • না খেয়ে থাকলে তো আরো হিংস্র হয়ে থাকবে, তর্কে না পারুক খেলিয়ে (ack: dd) হারিয়ে দেবে ঃ)
  • pipi | ১৫ জানুয়ারি ২০১০ ১৬:৩৩ | 141.80.152.168
  • আমি ও আমার বাড়ির লোক এক সুন্দর সহাবস্থানে চিরটাকাল থেকে এলাম। আমি দিব্যি খাই গ্রহণের সময়, আমায় কেউ কিচ্ছুটি বলে না। ওদিকে বাবা-মা খায় না, আমিও তাদের কিছুমিছু বলি না (কারণ যার কান নেই তারে গান শোনাতে নেই এ আমি প্রাণপনে বিশ্বাস করি)।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১০ ১৬:২৮ | 204.138.240.254
  • পয়েন সেইটা না। অপোনেন না খেয়ে থাকলে তর্কে হারানো খুব সোজা। সে তুমি যার পক্ষ নিয়েই বল না কেন। ঃ)
  • Samik | ১৫ জানুয়ারি ২০১০ ১৬:২৭ | 219.64.11.35
  • ছ্যা ছ্যা করে কী হবে? স্টার নিউজে একমাত্র দেখলাম এইসব কুসংস্কার, এই দেখুন আমরা বাইরে বেরিয়েছি, এই দেখুন আমরা প্যাটিস খাচ্ছি করে দেখাচ্ছিল। বাকি সব চ্যানেলে তো সেই গ্রহণের অসর, মহামন্ত্র, মহা যজ্ঞ, মহা বালছাল এইসব দেখাচ্ছিল।
  • pipi | ১৫ জানুয়ারি ২০১০ ১৬:২৭ | 141.80.152.168
  • নাহ, শমীক-অ অলমোস্ট দিল্লীওয়ালা হয়েই গেল তালে
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১০ ১৬:২৭ | 204.138.240.254
  • আর মাইরি বলছি তাদের ম্লান মুখ দেখে মনে হচ্ছিল এরা কোন সূত্রে ঠিক হুগলি জেলার মানুষ!
  • Samik | ১৫ জানুয়ারি ২০১০ ১৬:২৫ | 219.64.11.35
  • দলে ভিড়ে পল্লে কে আর দেখছে? আমি তো সোনামুখ করে খেয়ে নিয়ে দূরে সরে গিয়ে ভালোমানুষের মত মুখ করে মৌরী খাচ্ছিলাম। কে আমার তিনটে রুটির দাম দিল, আমি কী করে জানব?
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১০ ১৬:২৪ | 204.138.240.254
  • খেয়েছে তো রুটি-তরকারি। তায় আবার ফ্রিতে। খেয়ে বাছা আমার উল্টে দিয়েছে। ঃ P
  • Samik | ১৫ জানুয়ারি ২০১০ ১৬:২৪ | 219.64.11.35
  • গোবর্ধন,

    আজ রাতে পেয়ে যাবেন নিজের জিমেল অ্যাকাউন্টে।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১০ ১৬:২৩ | 204.138.240.254
  • হ্যা, খেতে যাবার আগে খালি পেটে ম্লান মুখে দল বেঁধে আমার ভাষণও শুনল। এই একুশ শতকে দাঁড়িয়ে এইসব সংস্কারগ্রস্ত মানুষজনকে কেন ছ্যা ছ্যা করা হবে না।

    পেট ভরা থাকলে তর্কে বেশ একটা জোশ আসে। সে যাই বল। ঃ)
  • de | ১৫ জানুয়ারি ২০১০ ১৬:২৩ | 59.163.30.2
  • শমীক,
    গেরোনের পরে ফিরিতে খাওয়ায় নাকি দিল্লীতে?
  • Samik | ১৫ জানুয়ারি ২০১০ ১৬:১৭ | 219.64.11.35
  • গ্রহণের সময়ে এইসব মানামানি খুব ভালো। ভরপেট খেয়ে বেরোলাম। আপিসে এসে দেখি সব কোমরে গামছা বেঁধে বসে আছে, গ্রহণ শেষ হলে খাবে বলে। গ্রহণ শেষ হল, সবাই খিদে খিদে মুখ করে সামনের রেস্তোরাঁয় গেল, আম্মো দলে ভিড়ে গেলাম। আবার পেট পুরে রুটি তরকারি খেয়ে এলাম। ফ্রিতে।
  • Gobordhan | ১৫ জানুয়ারি ২০১০ ১৬:১৬ | 202.79.203.43
  • কোথয় লিখবো তা জানি না, তাই এখানেই লিখলাম। কেউ কি আমাকে "চন্দা হ্যায় তু মেরা সুরজ হ্যায় তু" আর "বড়া নতখত হ্যায় ক্রিশ্‌ণ কান্‌হাইয়া" গান দুতো'র MP3 দিতে পার্বেন? লিন্‌ক দিতে পারেন বা gobordhan@gmail.com এ পাথিয়েও দিতে পারেন। আগাম ধন্যবাদ।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১০ ১৬:১৬ | 204.138.240.254
  • সোসন জনিত সন্নাটা?
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১০ ১৫:৪১ | 216.52.215.232
  • প্রান্তীকরণ?
  • Arijit | ১৫ জানুয়ারি ২০১০ ১৫:৪১ | 61.95.144.122
  • মার্জিনালাইজেশন বাংলা কি?
  • Arijit | ১৫ জানুয়ারি ২০১০ ১৫:৩৫ | 61.95.144.122
  • বুঝেছি। চাপটা ওখানেই - কারণ আমি কাউকে এই টাইপের কথা বলিনি আগেঃ-(
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১০ ১৫:৩৪ | 216.52.215.232
  • সবাই কেমন খেতে যাচ্ছে। আবার আমার খিদে পেয়ে গেল। ঃ-(
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১০ ১৫:৩৩ | 216.52.215.232
  • ১) ছেলেকে লিখিয়ে পড়িয়ে ট্রেনিং দিয়ে তৈরি কর।

    ২) রিসোর্সকে প্রোজেক্টে রেখে তুমি সন্ন্যাসী হয়ে যাও। অন্যে প্রোজেক্ট নামাক।

    ৩) রিসোর্সকে ছুটি দাও।

    ৪) যেমন আছে তেমনি চলতে দাও। নিজের পশ্চাতদেশে ভেসলিন লাগাও।
  • Arijit | ১৫ জানুয়ারি ২০১০ ১৫:২৩ | 61.95.144.122
  • আমার পিএমপি ট্রেনিং নাই - এসব হিব্রু শব্দ বল্লে আমি বুঝি না।
  • rabaahuta | ১৫ জানুয়ারি ২০১০ ১৫:২২ | 203.99.212.53
  • রঞ্জনদা, টইপত্তরে দেখলাম আপনি বিপ্লবকে তাকে তুলে রেখেছেন। তো এটা মোটেই ঠিক নয়। বিপ্লবকে ধুয়ে মুছে বহু যতন করে রাখতে হয়, মাঝে মাঝে রোদে দিতে হয়। (দেখতে হবে পিঁপড়ে, কাক কি ছাগলে যেন না খায়)।
    তাকে তুলে রাখা বিফল বিপ্লব নিয়ে কবি বলেছেন, 'যাও বিপ্লব বলো তাকে'।
    বিপ্লবের মাধ্যমে আসে সাম্যবাদ; যার প্রসঙ্গে প্রখ্যাত সমলোচক হংসধ্বজ হালদার বলেন, 'সাম্যবাদ, কবির কি সুন্দর কল্পনা'।

    এই দ্বিধাগ্রস্ত মুহুর্তের পটভুমিকায় আমি একটি রাজনৈতিক কবিতা লিখেছি, যার সংগে মানবিকতার সুবাস এমন ওতপ্রোত, যেন বারুইপুরের মোয়াতে থাকে জয়নগরের মায়াকাজল।

    --------------------------
    একটি রাজনৈতিক কবিতা
    --------------------------

    বিপ্লব তাকে
    মাছ ঢাকা শাকে
    ভগ্যের শিকে
    ছিঁড়েও ছেঁড়েনা

    আরো ডানদিকে
    সিটিমেরে ডাকে
    বৌমার ঝিকে
    সহেনা জাতনা
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১০ ১৫:০৯ | 216.52.215.232
  • হু, পরে দেখলাম বলছে এক্সরেপ্লেট সেফ না। যাগ্গে, ক'দিন কিছু না হলেই হল। জুজুবাদ বলে চালিয়ে দেব। ঃ-)
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১০ ১৫:০৭ | 216.52.215.232
  • রিস্ক ম্যানেজমেন্ট। অজ্জিতের সামনে চারটি অপশন খোলাঃ

    ১) মিটিগেট
    ২) ট্রান্সফার
    ৩) অ্যাভয়েড
    ৪) রিটেন

    প্রথমটা হবে কিনা জানো না। চতুর্থটি সম্ভব নয়। কাজেই দুই বা তিন একটি বেছে নিতে হবে। দুইও সম্ভব নয় এইক্ষেত্রে, অতএব বাকি রইল তিন।
  • dipu | ১৫ জানুয়ারি ২০১০ ১৪:৫৮ | 61.12.12.83
  • এক্সরেপ্লেট সেফ না। সিরিয়াসলি।
  • Arijit | ১৫ জানুয়ারি ২০১০ ১৪:৫৭ | 61.95.144.122
  • সেটাই তো।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১০ ১৪:৫৫ | 216.52.215.232
  • আর তাতে কাজ হবে কিনা বুঝবে কী করে? তোমাকে তো আজই জানাতে হবে।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১০ ১৪:৫৩ | 216.52.215.232
  • অরিজিত, বলে দাও জব মার্কেটের অবস্থা খুব খারাপ। কাজেই নিজের ভালো এই সময়ে পাগলেও বোঝে!
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১০ ১৪:৫২ | 216.52.215.232
  • এক্সরেপ্লেট দিয়ে সপরিবারে গ্রহণ দেখে এলাম। কিন্তু এইখানে পূর্ণবলয় হল না। হয়েছিল ধনুষ্কোটিতে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত