হ্যাঁ, আজকেই জানাতে হবে। লোকটার আজ ফোন করার কথা। দুপুর অব্দি দেখে আমি না হয় করব।
সোয়েটার মনে হয় না দরকার হবে। লুরুতে দরকার হয় না। হাম্পির ওয়েদার প্রেডিকশন নেটে দেখাচ্ছে না?
Arijit | ১৯ জানুয়ারি ২০১০ ১০:০৩ | 61.95.144.122
অপ্পন - আজকে ডিটেলসগুলো জানিয়ে দিও। সন্ধ্যের আগে পেয়ে গেলে সুবিধা - প্রিন্ট আউট নিয়ে যাবো, রাতে আবার বাড়িতে মেল খুলে দেখতে হবে না।
আর একটা কোশ্চেন - সোয়েটার কি বয়ে নিয়ে যাবার দরকার হবে?
Samik | ১৯ জানুয়ারি ২০১০ ০৯:৫১ | 122.162.75.191
আচ্ছা, হুতোও নেই, ঐশিকও নেই। এই মুহূর্তে আমি শ্রাবণী আর ফরিদা ছাড়া আর দিল্লিতে আছে কে?
Samik | ১৯ জানুয়ারি ২০১০ ০৯:৪৮ | 122.162.75.191
কাল রাত্তির দশটায় ফিরছি। দিল্লির শেষ ফ্লাইওভারটা পেরোলেই ইউপি শুরু। গাজিয়াবাদ। তো সেই ফ্লাইওভারের মাথায় উঠতেই দেখি কুণ্ডলী পাকিয়ে তাল তাল কুয়াশা আকাশ থেকে নেমে আসছে, চড়া ওয়াটের হ্যালোজেনগুলো টিমটিমে হয়ে গেল কয়েক সেকেন্ডে। রাস্তার ওপর থোকা থোকা ধোঁয়ার মত কুয়াশা বাউন্স করছে। তার ঠিক তিন মিনিটের মাথায় যখন বাড়ির পার্কিংয়ে ঢুকলাম, তখন এই ব্লক থেকে ঐ ব্লক আর দেখা যাচ্ছে না।
Tim | ১৯ জানুয়ারি ২০১০ ০৯:৩৩ | 117.194.228.78
একটু ফুট কাটি। নবপত্রর পুরাণ সিরিজ সমস্তটা পাওয়া যায়না। নতুন করে কবে ছাপাবে ওঁরা নিজেরাই জানেননা। ডিডিদার কাছে পুরাণের যে অনুবাদগুলো আছে সেই সিরিজটা আমি দেখিনি। দেখার ইচ্ছে আছে। ব্যাদগুলো বেশ ভালো-ই। তবে হরফ খুঁজে পেতে আগেরবার নাজেহল হয়ে গেছিলাম।
dd | ১৯ জানুয়ারি ২০১০ ০৯:২৫ | 122.167.41.115
দৃ সাহেব ব্যাদ গুলি (ঋগবেদ দুই খন্ডে,সাম আর দুই যজুর্বেদ,একটি খন্ড আর অথর্ব বেদ একটি খন্ড) পাবেন হরফ প্রকাশনীতে, এ-১২৬ কলেজ স্ট্রীট। মুল ভাষা ও বংগানুবাদ ইনক্লুডিং ভাষ্য ও টীকা,সবই আছে। এমন কি রমেশ চন্দ্র দত্ত বা দুর্গাদাস লাহিড়ী যে শ্লোক গুলি অশ্লীল বলে এড়িএ গেছিলেন সেগুলিও অনুবাদ করা আছে।
এর অথর্ব বেদটিতে বেশ ফাঁকিবাজী আছে, বেশ কিছু সূক্তের অনুবাদ নেই ( ও তো না পড়লেও চলবে গোছের ভাব)। আর কোনো ভালো অনুবাদ আছে বলে শুনি নি।
আর পুরাণের ভালো আখড়া হচ্ছে সংস্কৃত পুস্তক ভান্ডার। ও খানে পুরোনো অনুবাদগুলি আছে (দুঃখের বিষয় প্রায় কোনোটিতেই প্রকাশক/অনুবাদকের নাম থাকতো না,হয়তো বটতলা প্রকাশনী)। আর বিষ্ণুপুরাণের সারানুবাদ আছে সুবোধ চক্কোত্তির - এ মুখার্জী অ্যান্ড কোং,১ বংকিম চাট্যার্জী স্ট্রীট।
যেটি দেখি নি সেটি হচ্চে নবপত্র (৬ বংকিম চ্যাটার্জী স্ট্রীট) নাকি পুরাণ সিরীজ পুরোটাই ছেপেচে। এদের (গৌড়ীনাথ শাস্ত্রী সম্পাদিত) বায়ুপুরাণ আমার আছে। সেটি বেশ ভালো।
কিন্তু টীকা/এক্সপ্লানাশন ঐ সব কিছু নেই, পুরাণের অনুবাদগুলিতে।
আজ কলকাতায় কি ভয়ানক ভয়ঙ্কর গা ছমছমে কুয়াশা হয়েছে!!!! এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না... যারা ঘরের মধ্যে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছেন চট করে জানলা দিয়ে বাইরেটা দেখে নিন.....
m | ১৯ জানুয়ারি ২০১০ ০০:০৮ | 173.26.17.106
ইশ্ ! আনন্দের কোনো সীমা নেই!!
dri | ১৮ জানুয়ারি ২০১০ ২৩:৫৯ | 117.194.226.76
ডিডিদা, আপনার কাছে যে ব্যাদগুলি আছে তাদের লেখক, প্রকাশকাদির ডিটেল চাই।
পুরান, বিশেষত বিষ্ণুপুরানের এরকম কোন অথেন্টিক বাংলা টীকা জানা থাকলে তারও হদিশ চাই।
dri | ১৮ জানুয়ারি ২০১০ ২৩:৫৫ | 117.194.226.76
বরকর্তাকে শুধু একটি ফার্ন ঠেকিয়ে ... এ হে হে ... তবু ভালো ফার্নে একটি গুটি ছিল।
pi | ১৮ জানুয়ারি ২০১০ ২৩:৪৯ | 72.83.210.50
আমার নিতকনেগিরি প্রথম এক্সপেরিয়েন্স ভালো না। তখন তিন বছর। এমনিতেই ভ্যাপসা গরমের মধ্যে লাল বেনারসীর পুঁটলিতে গয়নাগাঁটি, ফুলের মালাটালা পড়ে জড়দ্গব দশা। এমনি সময়ে আসরে বরের এϾট্র। বড় পিসেমশায়ের হেবি গম্ভীরপানা ভারিক্কি চেহারা, বপুর আয়তন ও নেহাত কম না। তো, অ্যায়সান ভয় পেলাম যে বিয়ের আসরেই বেবাক ভ্যাঁ। বরবরণ এর শঙ্খ-উলুধ্বনির সাথে নিতকনের চিল-চীৎকারের যুগলবন্দী।। তারপর বাক ফুটতে নাকি বলেছিলাম, এ খুব দুষ্টু লোক এবং আসর থেকে সোজা এক ছুট। অনেক চকোলেট ফকোলেটের লোভ দেখিয়েও আমাকে সে রাতে পিসেমশায়ের ত্রিসীমানার মধ্যে আর ফেরানো যায়নি বলে শোনা যায়।
পরের দিকে, মানে বাসি বিয়ের দিন, পিসেমশায়ের সাথে একটু ভাব-সাব হয়েছিল। কিন্তু আমাকে আর নিতবরকে নিয়ে তখন আবার কিসব রসিকতা করা শুরু হয়েছে,মানে রসিকতা সে তো আর তখন বুঝিনি, যাই হোক, সে ব্যাপারটাও মোটে ভালোভাবে নিই নি। নিতবরকেও ঠিক পছন্দ হয়নি। সে নিয়েও কিছু মন্তব্য করেছিলাম বলে লোকে বলে।
যাই হোক, এরপরে নিতকনে হিসেবে আমার বাজারে বেশ বদনাম হয়ে গেছিলো, কাকার বিয়েতে আর রিস্ক ন্যায়নি কেউ। আরো বেশ কিছু বছর পরে, ছোটপিসির বিয়েতে ফের বরাত পেলুম। আর কোনো অপ্রীতিকর আচরণ করিনি।যদিও নিতবরকে নিয়ে ঠাকুমা-কাকিমাদের ঠাট্টা-ইয়ার্কিতে তখনো বেশ খচেছিলাম।
a | ১৮ জানুয়ারি ২০১০ ২৩:২৮ | 122.162.12.105
এট্টা টেকি কোশ্নঃ
রিকোয়ারমেন্টঃ একসেলে হিন্দি তে কিছু নাম লেখা আছে, using krutiDev নামে একটা ফন্ট। যথা, প্রভীন কুমার কথটা হয়তো XYZ ABC হিসেবে লেখা আছে। যখন এক্সেল খুলে ফন্ট সিলেক্ট করি, তখন হিন্দিতে দিব্যি দেখায়। এখন, রিক হল এই ডাটা কনভার্ট করে unicode এ ডাটাবেসে স্টোর করতে হবে। গুগল এর transliteration API এই কাজ টা করতে পারে, এই ফন্টের জন্যে। কিন্তু, সেটা ইউজ করা যাবে না, for stupid security pollicy of client। পরে, এই ডাতার উপর হয়তো কিচু transformation rule লাগানো হবে, তাই unicode এ নিতে হবে। আবার, ফ্রন্ট এন্ডে ঐ ফন্টে দেখাতেও হবে।
তো, কি করণীয়? সর্বাপেক্ষা সহজ উপায় তথা architecture কি হওয়া উচিত? আর approach ই বা কি হওয়া উচিত?
আগাম ধন্যযোগ
অয়ন
m | ১৮ জানুয়ারি ২০১০ ২৩:০৩ | 173.26.17.106
আব্বে,আমি ছিলাম আমার মাতৃকুলের একমাত্র মেয়ে,যার বিয়ের কথা বলছি তাদের মেয়ে হলো দুই নং।আমি ছিলাম বকলমে বরকর্তাঃ)
dipu | ১৮ জানুয়ারি ২০১০ ২২:৫৮ | 59.164.191.69
তঙ্কÄফঙ্কÄ যারা দিতে যায় তাদের মোটই নিত দিয়ে কিছু বলে না। ঐ ফিলিমের এক্সট্রার মত রোল আর কি ;-)
m | ১৮ জানুয়ারি ২০১০ ২২:৫৪ | 173.26.17.106
জীবনে একবারই 'নিত' কিছু একটা হয়েছিলাম সেজোমামার বিয়েতে- সকালে মামির বাড়ি গেলাম তঙ্কÄ দিতে, একটা বদ টাইপের ভাগনে (আমার ই বয়সী) কায়দা করে সাদা জামায় হলুদ গুড়ো দিয়ে দিলো- আমিও চান্স পেয়ে তার গায়ে ঢেলে দিলাম একঘটি জল সঙ্গে একটা আমপাতা-পরে শুনি সেটা ছিলো ছেলের বাড়ি থেকে পাঠানো মেয়ের চানের জল। বিকেলে ফুরফুরে মনে গেছি বিয়ে খেতে,দেখি আবার সেই ছেলে গেটে গোলাপ দিচ্ছে, আমাকে সর্বসমক্ষে শুধু ফার্ণ টা(ফুল ছাড়া)হাসি মুখে ধরিয়ে দিলো- কি অপমান! তখন সবে ক্লাশ সেভেন- যাই হোক পরে এক রসিক মামা সরিটরি বলিয়ে মিটমাট করিয়ে দিলেন। বসন্ত কালে একটা গুটি ধরেছিলো বটে, তবে হায়,অকালেই ঝরে গেলো।
tuli | ১৮ জানুয়ারি ২০১০ ২২:৫২ | 131.95.30.233
তারপরে তো পরশুরাম পৃথিবী নিঃক্ষত্রিয় করিলেন, ব্রাহ্মণরা পাইলেন পৃথিবী। পাইলেন তো পাইলেন, কিন্তু ইহা যে আবার শাসনও করিতে হইবে সেই হ্যাপার কথা তো তাহাদের জানা ছিলো না!
-এই রকমের লাইন কোথায় পড়েছিলাম? কেউ বলতে পারেন? উপেন্দ্রকিশোরের লেখাতে কি?
I | ১৮ জানুয়ারি ২০১০ ২২:৩৫ | 59.93.201.101
ছবি দেখে এখন আম্মো মিস করলাম কলি ভাট। ব্রতীন সত্যি বড় করিৎকর্মা ছেলে।
তীর্থং কলকেতায় আছেন, এইটা একটা খবর।
M | ১৮ জানুয়ারি ২০১০ ২২:১৪ | 59.93.209.48
যে যে হাতের কাছে দীপু ছোঁড়াটাকে পাবে বেশ করে কষে কান মুলে দাও।
কাবলিদাকে, সত্যি আমি খুব মিস করলাম আপনাদের সাথে আড্ডা, ঐ একদিন প্রেসিতে যাদের সামনে দেখলাম,এত ভালো লাগলো যে মনেই হলো না প্রথম দেখলাম, কিন্তু আমার ক্ষেত্রে ভাট ব্যাপারটা খুব চাপের কারন যেটা সবার সময় সেটা আমার অসময়, আসলে যখন ছেলে কচি, আমিও কচি মা ছিলুম তাই সব রাগ ঝাল ওর উপর ঝেড়ে দিয়েছিলাম তারপর আট বছরের ছেলেকে হস্টেলে দিয়ে চলে গেছিলাম,যখন শান্ত হলাম তখন ভুল বুঝে দেরী না করেই ফিরে এসেছি,আর এখন ও ডে বোর্ডিং এ, কাজেই যতটুকু সময় পাই ওর সাথে কাটাই যে,আফটার অল আমার মধ্যে ও সেই ক্লিশে ফিলিংসটা আসে যে আমার রক্ত মাংসে তৈরী জীবটার মধ্যে কিছুটা আমি যাতে থাকি। এতটা বললাম এইজন্য যে যাতে আপনারা খারাপ না পান, ব্রতীন ও এতবার আমায় ফোন করলো যে আমার ও খুব খারাপ লেগেছে যেতে না পেরে।
Arpan | ১৮ জানুয়ারি ২০১০ ২১:৩৪ | 112.133.206.20
ফু-উ-উ-উ-উ-স।
Samik | ১৮ জানুয়ারি ২০১০ ২১:৩৩ | 219.64.11.35
গামা সন্নাটা। টেরা সন্নাটা।
Abhyu | ১৮ জানুয়ারি ২০১০ ১৮:৪৩ | 65.13.24.158
ধূর এ সবের থেকে কো-এড স্কুলে পড়া আর গ্রামের দিকে অনেক আত্মীয়-স্বজন থাকা ঢের ভালো।
Bratin | ১৮ জানুয়ারি ২০১০ ১৭:৫৭ | 125.18.17.16
আরে ফোন নাম্বার তো নিতে পারতে হে ঃ-))
dipu | ১৮ জানুয়ারি ২০১০ ১৭:৫৫ | 61.12.12.83
সেসব কালে অর্কুট ও ছিলো নি, মেলাইডিও ছিলো নি, যে নিতকনেগুলোর সঙ্গে পরে ছক করবো ঃ-(
Blank | ১৮ জানুয়ারি ২০১০ ১৭:৫১ | 170.153.65.102
তোর বে করার কোটা ওখানেই শেষ তাহলে
dipu | ১৮ জানুয়ারি ২০১০ ১৭:৪৯ | 61.12.12.83
আমি লাইফে পাঁচবার নিতবর (না মিতবর?) হয়েচি। শেষবারে মনে হয় সিক্সে পড়ি। খুব বেশী লোকের এমন কপাল হয় না।
Blank | ১৮ জানুয়ারি ২০১০ ১৭:৪৩ | 170.153.65.102
দেশের কি হলো !!! বে থা নিয়ে আজকাল দীপু ও মতামত দেয়।
Arpan | ১৮ জানুয়ারি ২০১০ ১৭:৩৩ | 216.52.215.232
শালী আছে? বিয়ের পরদিন জুতোজোড়া সামলে রেখো!
dipu | ১৮ জানুয়ারি ২০১০ ১৭:১৬ | 61.12.12.83
সেই কে যেন বল্ল ধুতি পেছনে গুঁজতে হবে, তাতেই ঐশিক ভয় পেয়েছে।
TP | ১৮ জানুয়ারি ২০১০ ১৭:১৩ | 122.162.208.43
বাতাসা খান। দুনিয়া কাঁপানো দশ দিন সাত দিনে পড়ে ফেলুন।
Bratin | ১৮ জানুয়ারি ২০১০ ১৭:১১ | 125.18.17.16
ও ই দেখ!! ছেলে টাকে ভয় খাইয়ে দিচ্ছে....
rabaahuta | ১৮ জানুয়ারি ২০১০ ১৭:১০ | 203.99.212.53
মনে লাড্ডু ফুটছে, খোকা? ;)
Bratin | ১৮ জানুয়ারি ২০১০ ১৭:০৮ | 125.18.17.16
আরে ও ই সব বিরোধী র চক্রান্ত। ও তে কান দিও না ....
aishik | ১৮ জানুয়ারি ২০১০ ১৭:০৬ | 122.167.70.168
আশাই বাঁচে চাষা ঃ)কিন্তু আর ৭ দিন, তার্পরে শুধুই হতাশা ঃ(
Bratin | ১৮ জানুয়ারি ২০১০ ১৭:০৩ | 125.18.17.16
ও হো, এখন ও আশা আছে ঃ-))
aishik | ১৮ জানুয়ারি ২০১০ ১৬:৫১ | 122.167.70.168
না, এখন হয় নি, কিন্তু আর মাত্র ৭ দিন বাকি।
Arpan | ১৮ জানুয়ারি ২০১০ ১৬:৪৯ | 216.52.215.232
ডান?
aishik | ১৮ জানুয়ারি ২০১০ ১৬:৪৭ | 122.167.70.168
না, সে রকম কোনো ব্যাপার নেই, বিয়ে করতেই হবে। অমর কে কোথা কবে....
সেই কে যেন বিয়ে করা উচিত কিনা সে ব্যাপারে আমদের থেকে প্রচুর ফান্ডা নিল। তারপরে আর নেমোতোন্ন করল না। এটা কেমন হল? ঃ-((
baps | ১৮ জানুয়ারি ২০১০ ১৫:৪৬ | 203.199.41.181
থ্যাঙ্কু de, কিন্তু আমার যদ্দুর মনে পড়ে এই ভাটের পাতায় পরেছিলাম কিছুদিনের মধ্যেই, একজন যাচ্ছিলেন সার্টিফিকেট উদ্ধারে। নামটা মনে পড়ত্যাসে না। বয়স হচ্ছে কি না। এক্কেরে হাতে গরম অভিঞ্জতা আছে। তিনি যদি এই ভাটের পাতায় আসেন এবং ফাণ্ডা দ্যান। ১৯৯২ এর কেস ঃ-8
stoic | ১৮ জানুয়ারি ২০১০ ১৪:৪০ | 160.103.2.224
ফাইনালি, আবার ব্যাক ইন ভাটিয়ালি। সব্বাইকে দেরি করে হ্যাঃ নিঃ ইয়াঃ।
Bratin | ১৮ জানুয়ারি ২০১০ ১৩:২৮ | 125.18.17.16
সমালোচনা মুলতঃ দু রকমের গঠনমুলক এবং ধ্বংসাত্মক।
গঠনমুলক সমালোচনা হল মোটোমুটি ব্যাপার টা মেনে নিয়ে আর কী কী করলে ব্যাপার টা আরো সুচারু ভাবে সম্পন্ন করা যেত সেটা বলা। এখানে সমালোচকের ভুমিকা সদর্থক।
ধ্বংসাত্মক সমালোচনা সব সময়েই ভালো কিছু না করার জন্যে। এখানে সমালোচকের ভূমিকা নেতিবাচক। এবং সমালোচনা অনেক সময় সমালোচনা করার জন্যেই।তাতে tangible benefit কিছু ই থাকে না।
Samik | ১৮ জানুয়ারি ২০১০ ১৩:১৬ | 219.64.11.35
সব্বাই ক্যামন মিলেমিশে গ্যালো।
a x | ১৮ জানুয়ারি ২০১০ ১২:২০ | 75.53.204.181
লোকজনের সাথে মিল হওয়া আমার একেবারে পছন্দের না। আর কিছু কওনের থাকেনা! একটু হাড্ডাহাড্ডি না করতে পারলে জীবনে আর আছেটা কি!
m | ১৮ জানুয়ারি ২০১০ ১২:১৭ | 173.26.17.106
আমি আবার জ্যোতি বসুকে মহান বা শয়তান কোনটাই ভাবছি না(ডিঃ)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন