এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ২৪ জানুয়ারি ২০১০ ২৩:০৬ | 24.42.203.194
  • হ্যাবাডে সান্দা। খানাপিনা চলুক।
  • dipu | ২৪ জানুয়ারি ২০১০ ২২:৩৫ | 59.164.99.140
  • সান্দা হ্যাবা। সিয়িয়ো হও ঃ-)
  • pi | ২৪ জানুয়ারি ২০১০ ২২:২৮ | 72.83.210.50
  • অনেক অনেক শুভেচ্ছা রইলো। ঃ)
    অনেক অনেক কবিতা লেখো। ঃ)
  • I | ২৪ জানুয়ারি ২০১০ ২২:২৩ | 59.93.197.98
  • সান্দা,
    শুভ জন্মদিন।
  • Samik | ২৪ জানুয়ারি ২০১০ ২২:০৩ | 122.162.75.35
  • আজ সান্দার জন্মদিন। হ্যাবা সান্দা।
  • sudarsana das | ২৪ জানুয়ারি ২০১০ ১৭:৩৫ | 115.117.166.23
  • amra bivinno vabe sahajyor jonno jogajog korar chesta korchi kintu parchi na.........amar bari krishnagar a.amar barir address 12 R.N. TAGORE ROAD,KRISHNAGAR,NADIA.ph....09333070342.amader bari thik kotowali thanar samnei.amar barite 82 bochorer bridhyo dadu achen.goto 8.1.10 tarike amar dadu k 1jon promoter o tar dalal jader original bari kolkata te.barir theke jor kore voy dekhiye registry office a tule niye giye onar jomi jaiga sab jor kore registry kore nei kono taka poysao dei na.tachara oi jaigar upor court er injunction order achhe ta satteo ora prane mere felar voi dekhiye jor kore ai kaj kore .amra karor kach theke kono sahajyo pachhi na .kao jodi daya kore ai sahai sambalhin bridhyer jomi jaiga udharer kichu babostha koren amder kono vabe aktu sahajjo koren tahole amar dadu beche jan. from sudarsana das.........12 r.n tagore road krishnagar nadia.ph ..........09333070342
  • sudarsana das | ২৪ জানুয়ারি ২০১০ ১৭:০৭ | 115.117.166.23
  • আমি খুব বিপদে পড়েছি,সাহায্য চাই।অকোথাই লিখবো?
  • ranjan roy | ২৪ জানুয়ারি ২০১০ ১৩:৪৫ | 115.117.237.64
  • কি করে লাগবে? গান শোনার সময় মনে রাখতে হবে ঐ ৭৫ আর পি এম এর রেকর্ড তাও তিন মিনিটে একটা রাগ, করা হয়েছিল এমন সময়ে যখন খাঁ সায়েব আউট অফ ফর্ম। আজকে মান্না দের গলায় হিন্দি রবীন্দ্রসংগীত শুনে কি ওনার গলার আদি ঐশ্বর্য্যের আন্দাজ পাওয়া যায়!
    ফলে মুজতবার/ কুমার প্রসাদের ও অমিয়নাথ সান্যালের লেখা পড়ে ওনার বাজুবন্দ খুলু খুলু যায় একটু আমার মত ঢুলু ঢুলু চোখে শোন।
  • Blank | ২৪ জানুয়ারি ২০১০ ১৩:০৪ | 59.93.212.232
  • ফৈয়াজ খান শুনে তেমন ভালো লাগে নি ঃ(
  • ranjan roy | ২৪ জানুয়ারি ২০১০ ০৭:৩৫ | 115.117.208.180
  • কি কান্ড! নাকতলায় আমার খুড়তুতো ভাইয়ের পেয়িংগেস্ট ছেলেটি মেডিক্যালে পড়ছে। সে সেন্ট পলস্‌ ক্যাথিড্রালে কয়ারে টেনর গায়, সিরিয়াসলি পিয়ানো শিখছে, ঘরে একটা মস্ত কী-বোর্ড দিয়ে লেসন গুলো অভ্যাস করছে। আর ভাইটি ফৈয়াজ খাঁ রসুলন বাঈ ইত্যাদি একগাদা জোগাড় করেছে। দুদিন একটা ঘোরের মধ্যে কেটেছে গান শুনে।
    আমি শেষ বয়েসে কোলকাতায় থাকবো সিদ্ধান্ত নিলাম। ভগবান শেষ বয়েসে অনেক সুখ দিবেন-- দিব্য দেখতাছি।
    আমার অনেক কনিষ্ঠ এক বন্ধু কবিতার ভক্ত-- দেখি ফ্রেঞ্চ ভাষার তিন বছরের কোর্স পাশ করে এখন স্প্যানিশ শিখে্‌ছ।
    আর ব্যাংকের চাকরি ভাল্লাগে না। (কবে লাগতো?)
    অধীর আগ্রহে রিটয়ারের দিন গুণত্যাছি। কত কী যে করার আছে!
  • ranjan roy | ২৪ জানুয়ারি ২০১০ ০৭:২৩ | 115.117.208.180
  • ধ্যেৎ! ""এগিয়ে"" আসছে।
  • ranjan roy | ২৪ জানুয়ারি ২০১০ ০৭:২২ | 115.117.208.180
  • বেসিক্যালি অভ্যু আর ডিডি সাবধানতার দিক দিয়ে ঠিক বলেছে। আসলে আমি কম্পু আনাড়ি আর মেইল না যাওয়ায় ডেস্পারেট হয়ে লিখলাম।
    কারণ আমার কোলকাতা ছাড়ার দিন ফুরিয়ে আসছে।
  • Abhyu | ২৪ জানুয়ারি ২০১০ ০২:২৯ | 97.81.105.204
  • মানে সাহায্যের টইটা
  • Abhyu | ২৪ জানুয়ারি ২০১০ ০২:২১ | 97.81.105.204
  • ও সরি। এই হচ্ছে পিছিয়ে পড়ার ফল। গুরুতে তো রেগুলারলি আসি না, ঐ টইটা এতোদিনে দেখলাম। আশা করি কেউ কিছু মনে কল্লেন না ঃ)
  • Santanu | ২৪ জানুয়ারি ২০১০ ০১:৪৯ | 217.196.19.45
  • চিরকালইতো এটা পাবলিক ফোরাম ছিল, যখন অরণ্য সাহায্য চেয়েছিল, তখনো।

    আর ওদিকে বাস্তুহারা টইতে তো প্রায় সবটাই পুলিস, কোর্ট আর খবরের কাগজের রিপোর্টের সাথে মিলে মিশে আছে!!!
  • kd | ২৩ জানুয়ারি ২০১০ ২৩:২৮ | 117.194.65.142
  • কী পোস্ট নিয়ে কথা হচ্ছে একদম বুঝতে পারছি না। কেউ একটু কিলিয়ার করে দেবে?
  • Abhyu | ২৩ জানুয়ারি ২০১০ ২৩:১৮ | 97.81.95.178
  • আমি বলব, যদি সম্ভব হয় ও প্রয়োজন বোধ করেন, অরণ্য বা রঞ্জনবাবু সম্পাদককে অনুরোধ করুন পোস্টটি উড়িয়ে দিতে। এটা মোটেই পাব্লিক ফোরামে বলার মত জিনিস না।
  • kity | ২৩ জানুয়ারি ২০১০ ২৩:১৬ | 131.95.30.233
  • বৈদিক যুগের ক্লাইমেট চেঞ্জ বিষয়ে মানুষের উদ্বেগ-টুদ্বেগের গল্পগুলো আর সেই বিষয়ে দাঁতভাঙা নানা সূক্ত ও শ্লোকগুলো শুনবো বলে ইদিগে হা পিত্যেশ করে বসে আছি। কিন্তু কোথায় কী? হা নিত্যানন্দ, তুমি কি উধাও হয়ে গেলে? যদি গেলেই তো সাবস্টিটিউট দিয়ে গেলে না কেন?
  • kity | ২৩ জানুয়ারি ২০১০ ২৩:১০ | 131.95.30.233
  • নেতাজীর জন্মদিন তো। পতাকা তুলে মিষ্টি আর বিস্কুট বিলিয়ে শোভাযাত্রায় বেরুলাম। ফিরে এসে আরো অনুষ্ঠান আছে।
  • dd | ২৩ জানুয়ারি ২০১০ ২২:৫৭ | 122.167.11.231
  • ঠিক,ঠিক, কিটিরে ঠিক ঠিক।
    অ্যামন এট্টা ঘটনা যেটা খপরের কাগজে উঠেছে এবং কোর্টে যেতে পারে,সে বিষয়ে পাব্লিক ফোরাম, এক্কেবারে নয়।

    নট অ্যাট অল।
  • kity | ২৩ জানুয়ারি ২০১০ ২২:৩৯ | 131.95.30.233
  • এই পাতা তো সবাই দেখতে পান যাদের নেট কানেকশন আছে আর যারা এই সাইটে আসেন। তাই নয় কি? শত্রুমিত্র সবাই তো আছেন বাইরে। তাহলে সেই ব্যপারটা একটু খেয়াল করা ভালো নয় কি?
    অবশ্য আমি কেউ না, বাইরের লোক মাত্র। মনে হলো তাই বললাম। সকলে ভালো থাকুন।
  • ranjan roy | ২৩ জানুয়ারি ২০১০ ২১:২৬ | 115.117.208.50
  • সরি অরণ্য! কোন প্রবলেমের ফলে মেইল যাচ্ছে না, ফলে আমি এই পাতাতেই লিখছি।
    হিন্দুস্তান টাইমস্‌ এর নিউজ এডিটর (কোলকাতা) সোহিনী ভট্টাচার্য্যের সঙ্গে মুখোমুখি কথা হল।
    ওর বক্তব্যঃ
    ১) টেকনিক্যালি খবর পরিবেশনায় কোন ভুল নেই। বাচ্চার বাবা ( যার প্ররোচনায়ই হোক) রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের কাছেও কমপ্লেন করেছিলেন। ওনার সেক্রেটারিয়েট থেকে ইনভেস্টিগেট করে রিপোর্ট দেবার জন্যে আই এম এর কাছে পৌঁছুনো নির্দেশ বঙ্গের বডির মাধ্যমে HT র কাছে আসে। রিপোর্টার বাচ্চার বাবা ও আপনার দাদার কথা শুনে শিকায়ত ও আপনার দাদার সমস্ত চার্জ অস্বীকার-- দুটো দিকই ছাপে।
    তারপর আমি কথা বলায় ও তোমার মেল পাওয়ায় ব্যুরো চিফের নির্দেশে রিপোর্টার আবার তোমার দাদা ডঃহিমাদ্রীর সঙ্গে কথা বলে।
    কিন্তু উনি ( রিপোর্টারের কথা অনুযায়ী) ওকে শান্ত ভাবে টেক্‌স্‌টবুক থেকে ঐ মাইনর সার্জারির সাজেশন ও ডাবল্‌ এফ আর সি এস ডাক্তারের প্রেস্ক্রিপশন দেখানোর বদলে ওকে বকতে থাকেন যে ও কেন ভাল করে রিসার্চ করে নি? কেন অন্য ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নি, ইত্যাদি।
    উনি সৎ, ইমোশনাল, ভাললোক। কিন্তু রিপোর্টারের অ্যাকচুয়াল রোল প্লে নিয়ে ওনার ধারণাটা অন্য অনেকেয়্র মত সঠিক নয়।
    এখন উনি সব নিয়ে কোলকাতায় HT অফিসে আসতে চাইছেন। সেটার দরকার নেই। ব্যুরোচিফ ছুটিতে আছেন, ফিরে আসলে আর একবার হয়তো রিপোর্টার এর সঙ্গে কথা বলানো হবে।
    ওনাকে বোঝাও যে উনি যেন, প্লীজ, ওকে চার্জ না করে শান্ত ভাবে ওনার ডকুমেন্ট দেখিয়ে দেন যে মেডিক্যাল টেকস্ট অনুযায়ী ওই অপারেশনটা হার্মলেস এবং বেটার।
    দুই, ওটা একজন সুযোগ্য সার্জন প্রেসক্রাইব করেছিলেন।
    ভালো থেকো।
  • ranjan roy | ২৩ জানুয়ারি ২০১০ ২১:০১ | 115.117.208.50
  • অরণ্য,
    প্লীজ একবার মেল চেকাও। তোমার আমার মিউচুয়াল ফ্রেন্ড ধ্রুব দত্ত কোলকাতায় এসেছে। তোমাকে নিয়ে কথা হল।
  • de | ২৩ জানুয়ারি ২০১০ ১৫:৪৬ | 117.98.66.177
  • সব্বাই হয় বাড়িতে দিবানিদ্রায় বা আপিসে সোসিত ---- তুখোড় সন্নাটা!!
  • A | ২৩ জানুয়ারি ২০১০ ১২:২০ | 99.183.185.250
  • ডাউনটাউনের একদম কাছে।
    এখানেই দিচ্ছি অ্যাড্রেস টা-

    সকাল ১০ টা থেকে ডিনার অবধি প্রোগ্রাম---

    ICC Building
    12412 Cedar Rd
    Cleveland, OH 44106


    বাকি তথ্যের জন্য---
    http://www.bcscle.org/
  • Binary | ২৩ জানুয়ারি ২০১০ ০৫:৪১ | 66.94.87.210
  • হ্যাঁ, এখানে যে হোটেলে আছি, তার আশেপাশে অনেক বন্ধ-টন্ধ দোকান দেখেছি। তবে রাতে আমি এদিক-সেদিক গেছি, এক-দু কিলোমিটারের মধ্যে, পায়ে হেঁটে। সেরকম ভয়-টয় করনি অবশ্য, তবে রাস্তা-ঘাট খুব শুনশান থাকে আটটা সাড়ে আট্টার পরে।

    বেঙ্গলী অ্যাসোসিয়েশন কত দুরে ?
  • Abhyu | ২৩ জানুয়ারি ২০১০ ০৪:৫৩ | 128.192.7.51
  • আর আজ্জোভাই, রবিবারে এথেন্সের সরস্বতী পুজোয় সাদর আমন্ত্রণ।
  • A | ২৩ জানুয়ারি ২০১০ ০৪:২০ | 99.183.185.250
  • ঠিক, ক্লিভল্যান্ড ডাউনটাউন আর (অন্য যেকোনো ডাউনটাউনের মতই) ইস্ট ক্লিভল্যান্ডের দিকটা শুনেছি খতরনাক জায়গা।

    তা বাইনারি আগামীকাল এখানকার বেঙ্গলী অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজোয় যাবেন নাকি?
  • tania | ২৩ জানুয়ারি ২০১০ ০৩:৫৪ | 65.115.93.98
  • থ্যাঙ্কু আজ্জো ঃ-)
    আচ্ছা, কিটি আর তুলি তো একজনই? সে ই কি ট্যান?
  • kity | ২৩ জানুয়ারি ২০১০ ০৩:৪৩ | 131.95.30.233
  • কেউ ধর্মডাঙায় গেছেন? আগে আগে গুন্ডা ভাড়া করতে গেলে যেতে হতো শুনেছি। একজন এক লরি গুন্ডা ভাড়া নিয়ে নাকি মেয়ের প্রেমিক ছেলেটির বাড়ীতে ধমকাতে-চমকাতে গেছিলেন। তবে পার গুন্ডা রেট কত ছিলো জানি না।
  • a x | ২৩ জানুয়ারি ২০১০ ০২:৪৯ | 143.111.109.1
  • বাইনারি, ক্লিভল্যান্ড ডাউনটাউন খুব একটা ভালো জায়গা না। আর ক্লিভল্যান্ড খুব গরীব শহর, বড় শহরগুলোর মধ্যে। ডাউনটাউনে দেখবেন অসংখ্য ফোরক্লোসড দোকান। খুব বেশি রাত হয়ে গেলে ওরকম একা একা না ঘুরে বেড়ানোই ভালো।
  • pi | ২৩ জানুয়ারি ২০১০ ০১:৪৬ | 72.83.210.50
  • হ্যাঁ, হ্যাঁ। ছিলো তো খালি সিঙ্গুর। তখন আবার তার নাম ছিল শিঙ্গুর। আর সেথায় কোনো এক দেড়েল ব্যক্তি ব্রন্টোসরের পিঠে চড়ে চারশো একর এপার ওপার করে নিত্য সান্ধ্যক্রমণ করতেন। আকাশে তখনো একসাথে চাঁদ, সুজ্জি আর সন্ধ্যাতারা থাকতো।
  • dri | ২৩ জানুয়ারি ২০১০ ০১:৩৫ | 117.194.234.59
  • আর আমাদের সময় টেরোডাকটিল যুগের অবসান হয়েছে। ব্রন্টোসরেরা অবলুপ্তপ্রায়, অভয়ারণ্যে কোনমতে বসে 'হরি দিন তো গেল' গাইছে। এসেছে টির‌্যানোসরাসের যুগ। কারো কারো বাড়ির উঠোনে স্টিগোসরাসের ছানা বাঁধা। বেশ মনে পড়ে আমি চৌবাচ্চায় দুটি ইক্‌থিওসরাসের চারা ছেড়েছিলাম। সেই নিয়ে মায়ের সাথে কি ঝামেলা। আরেকটু হলেই আমায় প্লেসিওসরাস কিনিয়ে ছাড়ছিল ... সে এক গল্প।
  • Ishan | ২৩ জানুয়ারি ২০১০ ০১:২৪ | 12.163.39.254
  • এমনকি উত্তরপাড়াও ছিলনা। ঃ)
  • pi | ২৩ জানুয়ারি ২০১০ ০১:২২ | 72.83.210.50
  • আর, সবচে বড়ো কথা, কোন্নোগর ও ছিলো না।
  • dd | ২৩ জানুয়ারি ২০১০ ০০:৫৮ | 122.167.25.190
  • আর আমাদের আমলে? ডাইনোসর ছ্যালো। পোচুর। ট্যারাড্যাকটিল। ব্রন্টোসর।

    নিওনডার্থ্যাল তখন কোথায়? ফুঃ।

    হোমো স্যাপিয়েন তো তখনো মাত্তিগভ্‌ভে। হা হা।
  • aka | ২৩ জানুয়ারি ২০১০ ০০:২৭ | 168.26.215.13
  • অভ্যুও যেমন। ল্যাদোশদার আমলে টিসিএস ছিল না।

    তানিয়াকে ল্যাবঞ্চুস দিলাম।
  • lcm | ২৩ জানুয়ারি ২০১০ ০০:২৬ | 128.48.7.162
  • এসব কি?
  • Abhyu | ২৩ জানুয়ারি ২০১০ ০০:২৪ | 128.192.7.51
  • ল্যাদোশদা, এটা মনে পড়ে? DAC DAC BC?
    TCS
    এর অ্যাডমিশন টেস্টের উত্তর?
  • lcm | ২৩ জানুয়ারি ২০১০ ০০:১১ | 128.48.7.162
  • মা-গা==মাগ্গা==mugging up.....
    ওরে গাধা-রে, মাগা-রে...
    অভ্যু-র গানটা তো ঠিকই আছে মনে হচ্ছে।
    আকা-র ভার্সান আমি জানি না, কোনো ভার্সানই জানি না।
  • tania | ২২ জানুয়ারি ২০১০ ২৩:৫৩ | 65.115.93.98
  • তারে বলে দিও সে যেন আসে না
  • aka | ২২ জানুয়ারি ২০১০ ২৩:৪৮ | 168.26.215.13
  • হয় নি। কোন গান বলতে পারলে একটা ল্যাবেঞ্চুস।
  • Abhyu | ২২ জানুয়ারি ২০১০ ২৩:৩৬ | 128.192.7.51
  • আই এস আইয়ের গানটা? মা-গা, মা-গা-রে, গা-ধা, মা-গা-রে।
  • aka | ২২ জানুয়ারি ২০১০ ২৩:২৭ | 168.26.215.13
  • আম্মো দেব আম্মো দেব।

    গা-মা-পা । মা-গা-রে । গা-রে-মা । গা-রে-গা। গা রে-সা । ধা-নি-সা।
  • Samik | ২২ জানুয়ারি ২০১০ ২৩:০৬ | 122.162.75.174
  • পাই, হ্যাঁ।

    গা - গা । মা - মা । মা পা মা গা রে গা । মা পা পা । সা মা মা । গা - রে । গা - -।
  • dd | ২২ জানুয়ারি ২০১০ ২২:২১ | 122.167.25.190
  • আমার পোস্তাব হচ্ছে ঃ হুতোবাবু ওঁয়ার পদ্দোগুলানেরে "আমি পদ্দ্য লিখবো" বা অম্নি কোনো টইতে তুলে দ্যান। থাকুক। ভিকিদা ও ওনার ছড়ার ছররা চলুক। অ্যাগ যায়গায়।

    অ্যাখোন হুতো বাবু নজ্জা পেলে কে লইবে এই কার্য? কে আছে সেই ভুতোসমান পরোপকারী টেকবাবু?
  • M | ২২ জানুয়ারি ২০১০ ২১:৫৮ | 59.93.222.34
  • সব চরিত্র কাল্পনিক
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত