বোতিন্দার পালে বাঘ পড়েছে। দুঃখ কোরো না। ভঙ্গস্বাস্থ্য নিয়ে আমিও আরো অন্তত আধাঘন্টা অফিসে আছি। যদিও সবটাই মানসিক শ্রম। ঃ-(
Bratin | ২৯ জানুয়ারি ২০১০ ২০:১৪ | 125.18.17.16
এখন ও off ঃ-((। কালকে ও আসতে হবে। মঙ্গল বার client আসছে। presentation দিতে হবে। যথারীতি শেষ সময়ে বলেচে।এখন ppt বানানো চলছে ঃ-((
Rajdeep | ২৯ জানুয়ারি ২০১০ ১৯:৪৪ | 202.79.203.59
হ্যাঁ
Samik | ২৯ জানুয়ারি ২০১০ ১৯:৪২ | 122.162.75.244
আজ গেছোদাদার জন্মদিন। হ্যাবাড্ডে গেছোদাদা।
আর রাজদীপ কি আমাকে বন্দুক রিকো পাঠিয়েছো? ওক্কুটে?
Lama | ২৯ জানুয়ারি ২০১০ ১৮:০৬ | 203.99.212.53
এই যাঃ ।
আমি ভাবলাম লিখব " আজ ব্ল্যাংক এর সঙ্গে পরিচয় হয়ে গেল।"
চা খেয়ে এসে দেখি ব্ল্যাংক আগেই লিখে দিয়েছে।
Arijit | ২৯ জানুয়ারি ২০১০ ১৭:৪১ | 61.95.144.122
অনেক বেশি রেজোলিউশন রাখছে। কিন্তু ফের আপলোডাতে হবে যে...ওটাই ব্যথা।
Arpan | ২৯ জানুয়ারি ২০১০ ১৭:৩৩ | 216.52.215.232
আমি shutterfly বেছেছিলুম। বাড়ি গিয়ে দেখে বলব।
Arijit | ২৯ জানুয়ারি ২০১০ ১৭:৩২ | 61.95.144.122
আনলিমিটেড এবং ফ্রী। দেখা যাক একটু ঘেঁটে।
Arijit | ২৯ জানুয়ারি ২০১০ ১৭:২৯ | 61.95.144.122
আরে ইয়াহু ফটো যখন বন্ধ করে দিলো তখন শাটারফ্লাই আর flickr-এর অপশন দিয়েছিলো - অটোম্যাটিক ট্রান্সফারের। Flickr যে তিনমাস পর থেকে পয়সা চাইবে সেটা খেয়াল না করেই ওতে অপট করে দিয়েছিলুম - প্রায় তিন বছরের ছবি ওখেনে ঢুকে আটকে গেছেঃ-(
শাটারফ্লাই কতটা জায়গা দেয়?
Blank | ২৯ জানুয়ারি ২০১০ ১৭:২৪ | 170.153.65.102
shutterfly টা বেশ পচ্ছন্দ হচ্ছে lcm দা। মনে হচ্ছে এটাতেই থাকবো। অজ্জিত দা, একবার ঘেঁটে দেখো
de | ২৯ জানুয়ারি ২০১০ ১৭:২০ | 59.163.30.3
মুশকিল কিসের? ঐতেই তো প্রফিট হবে ঃ), নিজের দোকান খুলতে পারবেন, যত জালিম বাবা/মা/দাদারা দোকানের সামনে লম্বা লাইন দেবে ঃ)
Blank | ২৯ জানুয়ারি ২০১০ ১৭:১৮ | 170.153.65.102
আজ দাদা হুতোর সাথে পরিচয় হয়ে গেলো ঃ)
Arijit | ২৯ জানুয়ারি ২০১০ ১৬:৫৩ | 61.95.144.122
মুশকিল হল এই ভ্যাকসিনটা ফ্লু ভ্যাকসিনের মতন হবে - থেকে থেকে নতুন স্ট্রেইন আসার সম্ভবনা কিনা - তাই বছর বছর নিতে হবে। কিন্তু ইয়ারলঙ ইম্যুনিটির ফ্রম প্রেম - গ্রান্টী। পরের বছর ফের আরেকটা নিন।
Arpan | ২৯ জানুয়ারি ২০১০ ১৬:৫২ | 204.138.240.254
আমার মেয়ে সদ্য স্কুলে এবিসিডি পড়তে শিখেছে। ছবির বই দেখে। সবই ঠিকঠাক চেনে। Q ফর কুইন। R ফর র্যাবিট।
খালি S আসলেই বলে 'এস ফর সুজ্জিমামা'!
P | ২৯ জানুয়ারি ২০১০ ১৬:৪২ | 109.78.106.53
টিকেন , স্যাড সাগা শুনতে চাও ?
রান্নাবান্না , দুই পুঁটী , ঘরদোর ইত্যাদি নিয়ে লেবড়েজুবড়ে অছি খুব। এত তাড়াতাড়ি এমনধারা সংসারী হব মাইরী স্বপ্নেও ভাবি নি, কিন্তু জানো বেশ লাগছে এসব ঃ-) বিশেষকরে বড়টা একটা মজাদার চীজ হয়েচে , কথাবত্তা আর ক্যারিকেচারের তুবড়ীবাজী একখান !
ছোটো পুঁটী হেব্বি লক্খী অজ্জিত। সারারাত ঘুমোয়। দিনের বেলাও মোটামুটী ঘুমিয়ে কাটায় , শুধু সারা সন্ধ্যেবেলা তাকে কোলে নিয়ে এট্টুস পায়চারী কত্তে হয়। বোধহয় হাল্কা কলিক আছে।
বড়টা( পড়ো কম ছোটোটা!) কম্পেন্সেট করে দিচ্চে। রাত্তে অ্যাটলিস্ট দু-তিনবার ওঠে , উঠেই বারান্দায় গে আকাশেপাখী দেখতে চায়। আর ভোর সাড়ে পাঁচটায় ঘুমে খান্ত দিয়ে দিন শুরু করে। আজ আবার তার ক্রেশে শেষদিন , কাল থেকে আমার ম্যাটার্নিটি লীভ শেষ না হওয়া পজ্জন্ত সে দিনমান বাড়িতে থাকবে। জাস্ট ভেবেই আমি ঠান্ডা হয়ে যাচ্চি ঃ-)
de | ২৯ জানুয়ারি ২০১০ ১৬:৩৮ | 59.163.30.4
ইস! প্রেমের পাস্ত্যুরাইজেশন করিয়ে ছাড়লো ঃ), এর পরে ভ্যাকসিনও পাওয়া যাবে নিশ্চয়ই-- পেটেন্ট অরিজিতের ঃ)
tkn | ২৯ জানুয়ারি ২০১০ ১৬:৩৪ | 122.173.190.243
পাল্লিন ঃ-) নমঃ কেমন আছ?
Arijit | ২৯ জানুয়ারি ২০১০ ১৬:৩১ | 61.95.144.122
কে আবার - হুতো।
তোর ছোটপুঁটির খপর কি র্যা?
P | ২৯ জানুয়ারি ২০১০ ১৬:৩০ | 109.78.106.53
নোমোস্কার বন্ধুগণ! কতদিন পরে এলুম।
আচ্ছা এই চটীর প্রচ্ছদগুলো কে ডিজাইন করেছে ? সাংঘাতিক ভাল্লগলো।
Arijit | ২৯ জানুয়ারি ২০১০ ১৬:১৮ | 61.95.144.122
থুড়ি - বায়োলজিক্যাল ওয়ারফেয়ার।
Arijit | ২৯ জানুয়ারি ২০১০ ১৬:১৬ | 61.95.144.122
আমি কেমিক্যাল ওয়ারফেয়ারের পক্ষপাতী নই। রাদার পাস্তুর বা ফ্লেমিং হতে রাজী আছি;-)
de | ২৯ জানুয়ারি ২০১০ ১৬:১৪ | 59.163.30.4
টিকেন, ব্যাক্টিরিয়ার নাম জানার মুশকিল আছে, ছাড়াতে যেমন, ছড়াতেও তেমনি কাজে লাগে ঃ), অরিজিত কোন্টা চায় কে জানে?
Rajdeep | ২৯ জানুয়ারি ২০১০ ১৬:০৭ | 202.79.203.59
না রে পাগলা ... ব্যালা হল কেটে পড়ি , বড় বেশি সান্ধ্যভাষা
Arijit | ২৯ জানুয়ারি ২০১০ ১৬:০৪ | 61.95.144.122
আরেন্না - স্মৃতিকথায় লিখে যাবো - অনেকের কাজে লাগবে;-)
Arpan | ২৯ জানুয়ারি ২০১০ ১৬:০২ | 204.138.240.254
বিবাহোত্তর জীবনের বেদনা? উহা জ্বর নহে। মাইগ্রেন হলেও হতে পারে।
tkn | ২৯ জানুয়ারি ২০১০ ১৬:০২ | 122.173.190.243
প্রেমের ব্যাকটেরিয়ার নামটা জেনে গেলেই অ্যান্টিবায়োটিকটা বেরিয়ে যাবে ঃ-) কিন্তু তুমি কেন প্রেম ছাড়ানোর জন্য এমন উতলা!
দে, ঠিক ঃ-) ভাটের পাঠশালা পেরোলেই টইয়ের মহাবিদ্যালয়ে পা ঃ-)
বম্ম, মাইগ্রেনে হুমোপেথি দেখিও, কাজ দেবে ঃ), আর আমার ওক্কুটে থাকা না থাকা সমান, ও আমি কোনোদিন খুলেও দেখি না, আপিস থেকে খোলা যায় না, বাড়ি গিয়ে সময় পাই না ঃ(,
সত্যি, অর্পণ আর টিকেন জ্বরের কতো ফান্ডা দিলো, প্রেমেরো ঃ) অভিজ্ঞ লোকেদের কাছ থেকে কত কিছুই যে শেখার আছে, গু-চ যেন পাঠশালা!!
tkn | ২৯ জানুয়ারি ২০১০ ১৫:৫৭ | 122.173.190.243
মন্দ নয় মন্দ নয় মন্দ নয় ঃ-)))
(মোটেই বেশি জ্বর/প্রেম হয় নাই তোমার। তাইলে এ ভুল নিশ্চিত চোখে পড়ত না ঃ-( )
tkn | ২৯ জানুয়ারি ২০১০ ১৫:৫৪ | 122.173.190.243
আমি এখানের অনেকের ঘরেই আছি ঃ-) আর আমার নাম এই মাত্র বড়ম বলে দিল ...
Arpan | ২৯ জানুয়ারি ২০১০ ১৫:৫১ | 204.138.240.254
আমিও তো বম্মারে কইসিলাম। ঃ-)
হয় না নয়?
Arijit | ২৯ জানুয়ারি ২০১০ ১৫:৫০ | 61.95.144.122
আমার নাম কমু না - খুঁইজ্যা লও ;-)
M | ২৯ জানুয়ারি ২০১০ ১৫:৪৯ | 59.93.162.118
মামা মামী তাড়ায়ে না দেয়।ঃ(
M | ২৯ জানুয়ারি ২০১০ ১৫:৪৯ | 59.93.162.118
এইরে কম্যু তে
tkn | ২৯ জানুয়ারি ২০১০ ১৫:৪৮ | 122.173.190.243
বড়ম, আমার ঘরে আর একবার দেখ।
Rajdeep | ২৯ জানুয়ারি ২০১০ ১৫:৪৭ | 202.79.203.59
বন্দুকগণ , কে কি নামে আছেন বললে সুবিধে হয়
আমি আছি স্বনামেই.. রাজদীপ ঘোষ ঃ-।
tkn | ২৯ জানুয়ারি ২০১০ ১৫:৪৭ | 122.173.190.243
লাস্ট পোস্টের ফার্স্ট প্যারা @ অপ্পন
M | ২৯ জানুয়ারি ২০১০ ১৫:৪৬ | 59.93.162.118
আমিও তো, সইয়ের ঘরে ও ছান বিন করে এলুম। যাউকগা,গুরুর টইতে দেখবা পুরানো কলকাতার ছবি নিয়ে কারোর আশায় বসে আছি।
tkn | ২৯ জানুয়ারি ২০১০ ১৫:৪৬ | 122.173.190.243
এদ্দম ঃ-) ঐ জন্যেই ভেতরটা আগুন আগুন কইলাম। দুটোতেই একই জ্বলন। দুটোই আজীবন থাকলেও মন্দ হয় ঃ-)) তাই ঐ গেঃ ওঃ সুঃ-টা বাদ দিই বরং ঃ-)
সুচেতনা, ঘাড় হেলাইলাম ঃ-)
suchetana | ২৯ জানুয়ারি ২০১০ ১৫:৪১ | 122.172.53.85
বড়মা, আমিও তোমাকে খুঁজছি। আমি সুচেতনা দত্ত নামেই আছি।
Arpan | ২৯ জানুয়ারি ২০১০ ১৫:৩৯ | 204.138.240.254
ছাড়ার কথা হইতাসে না। যখন পরানডারে ছাইয়া থাগে, হেইডা কি জ্বালায় পোড়ায় না? দুইডাই?
M | ২৯ জানুয়ারি ২০১০ ১৫:৩৮ | 59.93.162.118
আমি দে কেও আমার অক্কুটের ঘরে চাই, আরো অনেককে, কিন্তু সাহস কচ্চিনা বলার।
M | ২৯ জানুয়ারি ২০১০ ১৫:৩১ | 59.93.162.118
উঃরি আবার মাথা যন্তনা! আমার যা হয় তাতেই মাইগ্রেন এ কিক হয় কেনো ও ও ও ও?
M | ২৯ জানুয়ারি ২০১০ ১৫:২৯ | 59.93.162.118
এইযে অপ্পন জিগালে আর আমার কি বলতে ইচ্ছে করছে যে এক্টুও ভালোনেই, কিন্তু এখন বেশ আছি।
হ্যাঁ সুচেতনা, কিভাবে তোমায় পাই? কি নামে বিরাজিত তুমি? জ্বর হলেই আমার হেবি শুদ্ধ ভাষায় অশুদ্ধ বানামে লেখা পায়।
আর তেকোনা পেমে আবার আগুন কি গা? ছেড়ে গেলে শীত করে তো, জ্বর এর ক্ষেত্রে গরম! ধুস্স্স্স এখনকার পোলাপানদের সবই উল্টো, বা গুরুর কল্যানে উল্টো পাল্টা।
Rajdeep | ২৯ জানুয়ারি ২০১০ ১৫:২৯ | 202.79.203.59
আজকে সত্যিই মনে হচ্ছে গুচ হল গিয়ে নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস ঃ-)
suchetana | ২৯ জানুয়ারি ২০১০ ১৫:২৬ | 122.172.53.85
টিকেন, পেলে কিনা আমার নেমন্তোন্নো জানিও।
tkn | ২৯ জানুয়ারি ২০১০ ১৫:২০ | 122.173.190.243
দুটোই ছেড়ে গেলে একই কষ্ট?? অপ্পন? তবে হ্যাঁ, ভেতরটা দুটোতেই একই রকম আগুন আগুন বটে ঃ-)। শুধু এখানে ইন্দোদির মতামতটা একবার জেনে নিতে হবে। প্রেমেও কি ঐ একই ঝোল ভাতের পথ্য? ঃ-))
সুচেতনা ঃ-)))) আমিও তোমাকে খুঁজে পেতে চাই, কিন্তু খুঁজেপেতে নয়। নিজে এসে এককুচি কথা রেখে যেও প্লিজ ঃ-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন