Rajdeep | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪০ | 202.79.203.59
হর্ষ দত্ত যার সম্পাদক আর সুমন সেনগুপ্ত যার প্রচ্ছদকাহানি লেখক - তারে পড়ে কেডা ?
SB | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৪ | 114.31.249.105
দেশের পিছনপাকামির জন্যে আর পড়া যায় না, তার ওপোরে লেখাপত্তরের ক্রমবনতি। ভাষাবন্ধন বেশ পান্তেল টাইপ, এবারে দেখলাম বুকফেয়ারে স্টল দিয়েছে, এক দিক দিয়ে ভাল যে নিজেরাই শেষপর্যন্ত মেনে নিয়েছে যে ভাষাবন্ধন বড় পত্রিকা। নন্দনের সেই স্ট্যান্ডার্ড আর নেই। টি ও আই এর আমার সময় টা মন্দ করছে না আপাতত যদিও। এক্ষন কলেজ স্ট্রীট মৃত।
কাগুজেগুরুর সূবর্ণ সুযোগ এই ফাঁকা যায়গাটা ধরে ফেলার ঃ-)
a x | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১২:২২ | 75.53.204.181
স্যালিন্জার মারা গেছেন জানতাম না!
Arijit | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৪ | 61.95.144.122
এবারের দেশে সুনীল গঙ্গো-র একখান বইয়ের নাম দেখলুম - "পায়ের তলায় সর্ষে' - এইটে কি নতুন বই নাকি পুরনো? নতুন হলে নামটার অজ্জিনালিটি নিয়ে কোশ্চেন থাকবে।
Rajdeep | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১২:১২ | 202.79.203.59
করণ থাপারের দুটো ইন্টারভিউ আমার বেশ ভালো লাগে - একটা একজন ক্রিমিনাল ল-ইয়ারের সাথে, অন্যটা একজন চিফ মিনিস্টারের সাথে ঃ)
kc | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৮ | 213.132.250.2
মিডিয়ার এই উত্তর শুনলে অক্ষর কথাটাই বলতে হয় ""মাই ফুট!''
Arijit | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৭ | 61.95.144.122
সিরিয়াসলি - সেকেন গোলটার সময় রুনি ম্যানিউ-এর হাফ লাইন থেকে আর্সেনালের পেনাল্টি বক্স অবধি পুরো আনচ্যালেঞ্জড দৌড়ে গেলো - ভিয়েরা থাকলে আগেই মাঠে গড়াগড়ি দিত। শুধু ভিয়েরা কেন - রয় কীন, পল স্কোলস, নিকি বাট - যে কেউ হলেই।
Arijit | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৬ | 61.95.144.122
আর কালকের খেলাটা দেখে মনে হল নানি ছোট রোনাল্ডোর জায়গাটা নিতে শুরু করেছে।
Arijit | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৫ | 61.95.144.122
মিডিয়ার রেডি উত্তর আছে - "ম্যাঙ্গো পাবলিকের স্বার্থে' - কারণ ম্যাঙ্গো পাবলিক এই প্রশ্নগুলোই করতে চায়। সেদিন রেডিও মির্চিতে আলোচনা হচ্ছিলো - টিআরপি বাড়ানোর জন্যে মিডিয়া যে সেনসেশনালিজম চালায় সেটা কি শুধুই মিডিয়ার দোষ, নাকি আমরা সেনসেশনালিজম পছন্দ করি বলে মিডিয়া চালায়। বন্দুকটা ম্যাঙ্গো পাবলিকের ঘাড়ে চাপিয়ে দিলো আর কি - রেডিও মির্চি মিডিয়ারই পার্ট।
Arpan | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩২ | 216.52.215.232
হুঁ।
এবারের টাইটল হোপ সিরিয়াসলি ডেন্টেড। তিনে থাকতে পারলে হয়।
Rajdeep | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩১ | 202.79.203.59
আমার একটা সুপ্ত ইচ্ছা আছে - এই করণ থাপারের একটা ইন্টারভিউ নেওয়ার ঃ) মালটাকে প্রথমেই জিগ্গেস করবো তুই কাদের স্বার্থে প্রশ্নগুলো করিস? আর যাই বলুক না কেন ; ঘুরেফিরে ঐ এক প্রশ্ন করব , দেখি শালা কে ডেভিল?
একই প্রোগ্রামে মণিশঙ্কর আইয়ার একদিন করণ থাপারের ইন্টারভিউ নিয়েছিলেন। থাপারবাবু হেব্বি বেকায়দায় পড়ে গেছিলেন। ঐদিনেরটা খুব এনজয় করেছি।
A | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১১:২০ | 99.183.185.250
বাইনারি,
আড্ডাটা আরো খানিক্ষন কন্টিনিউ করতে পারলে ভালো হত ঃ(
kc | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৯ | 213.132.250.2
করণ থাপারের ওই চিবিয়ে চিবিয়ে প্রশ্ন করা দেখলেই বিরক্ত লাগে, কালকে তো খুবই বিচ্ছিরি লাগছিল। বিনায়ক সেন যে টপিকটাতে সে¾ট্রালাইজ করতে চাইছিলেন, 'দুর্ভিক্ষপ্রায় পরিস্থিতি" সেখানে প্রায় কিছু বলতেই দিলনা লোকটা। ইদানিং খুব ভালো সাক্ষাৎকার নিচ্ছেন শঙ্করলাল ভট্টাচার্য্য মশাই, ইটিভিতে। কালকে ছিলেন আমজাদ আলী খান, আজকে সেকেন্ড পার্ট, ভারতের টাইম রাত এগারটা। উৎসাহীরা দেখুন।
de | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৬ | 59.163.30.4
ইন্টেলি, থ্যাঙ্কু! অর্দ্ধেক দেখে আমাকে একটা কাজে বেরোতে হয়েছিলো, খুব ইন্টারেস্টেড ছিলাম পুরোটা জানার জন্য।
dipu | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৩ | 61.12.12.83
প্রথম দুটো লিংক গুরুচন্ডালির আসবে। বহু লোক কোনো অজ্ঞাত কারণে এই সার্চ করে এবং গুরুচন্ডালিতে ঢুকে পড়ে ঃ-)
Arpan | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১১:০১ | 204.138.240.254
থাক!
dipu | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১১:০০ | 61.12.12.83
একটি জাঙ্ক মেইলের নায়িকা। বিশ্বাস না হয় গুগলে divya singh ezine সার্চ করো ঃ-)
Arpan | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৪ | 204.138.240.254
দিব্যা সিং কে?
(অফিস বলে গুগল করলাম না)
a x | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৩ | 75.53.204.181
যতক্ষণ না করণ থাপার যা শুনতে চায়, ঠিক সেই কথাটাই বলছে বিনায়ক সেন, ততক্ষণ ইনফ্যান্টাইল প্রশ্ন চলবেই।
intellidiot | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৫ | 61.8.134.18
কাল CNN এ ডেভিল'স অ্যাডভোকেটে করণ থাপার ভার্সেস বিনায়ক সেন একটা কুস্তি হচ্ছিল -- কেউ কি দেখেছে?
dipu | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৭ | 61.12.12.83
এবং আগের চেয়ে অনেক বেশী লোক এখন এই সাইটে আসছেন। মাস তিন-চার আগে এই সাইটের ট্রাফিক র্যাঙ্ক ছিল ১০৭৫৪৯৯, মাস খানেক আগে ৫৬১৯০৪।
dipu | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৮ | 61.12.12.83
পাতি পাবলিক গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে যা যা জিনিস খুঁজলে গুরুচন্ডালি ডট কম-এ ঢুকে পড়ে সেই লিস্টিতে এক নম্বরে দিব্যা সিং, ছয় নম্বরে সবিতা ভাবী। ঃ-P ঃ-D
shrabani | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫২ | 124.30.233.102
শমীক, বিঃ হ্যাঃ বাঃ। আজই গুরু খুললাম অনেক দিন বাদে।
aranya | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩৫ | 144.160.226.53
থ্যাংকু ব্রতীন, কাব্লিদার জন্য চিন্তা হচ্ছিল।
Bratin | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৯:০৪ | 125.18.17.16
কালকে রাতে আমার কাবলি দার সাথে ১১- ১১ঃ৪০ অবধি কথা হয়েছে। এখন অনেক বেটার।
Samik | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৫০ | 122.162.75.100
সক্কলেরে থাঙ্কু। ঃ-)
sinfaut | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৮:২০ | 117.194.192.12
ব্রতীন, কৃষ্ণকলি, সায়ন্তন, শমীক, অভ্যু ও আরও অন্যান্য গুণীজন যাদের অদূর অতীতে জন্মদিন গেল সবাইকে একঝুড়ি শুভেচ্ছা। সব্বাইকে তখনই জানাতে ভুলে গেছিলাম, কিংবা গুরুতে আসিনি।
de | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৭:৪৪ | 117.98.153.140
শমীককে বিঃ হ্যাঃ বাঃ ডিঃ! খুব ভালো থেকো।
Binary | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৪:৫২ | 66.94.87.210
আজ দুপুরের আড্ডা আর খাওয়া দাওয়া বড়িয়া হল। অম্তার রান্না, এ-ক্লাশ। গুরু-র দৌলতে প্রবাসে-ও এরকম এক একটা দুপুর কুড়িয়ে পাওয়া যায়।
Du | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৪:১১ | 71.252.228.177
শমীক, হ্যাবাড্ডি। হার্মিওনির লকেট দিলাম আবার ফিরে এনজয় করে নিতে পারো যাতে।
sayan | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০০:২২ | 59.164.226.120
আরেরটা অভ্যুর পোস্টের সাথে ক বলে।
sayan | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৯ | 59.164.226.120
চটাপট চটাপট ক্ল্যাপ ক্ল্যাপ
pi | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৯ | 72.83.210.50
ঠিক আছেন।
Abhyu | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৮ | 97.81.70.133
@ Ishan Date :01 Feb 2010 -- 12:08 AM হাত্তালি।
tkn | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৪ | 122.162.17.177
আজ গুরুর স্টলে কাব্লিদা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন কেমন আছেন কেউ খবর পেয়েছে কি?
Ishan | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৯ | 173.26.17.106
বোঝো।
এর মধে্হ্য় মিতাদি আর শমীকের জন্মদিনও গেল। এই দুই শিশুর বয়স কতো হল এখন, ১৬? ঃ)
Ishan | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৮ | 173.26.17.106
দুদিন একটু মাথা খারাপ টাইপের অবস্থা গেল। আমার দুটো কোচ্চেনের উত্তর দেবার ছিল। দিয়ে দিই।
২। ইউনিকোডে মাথার উপরের লিংক। করে দেব। মনে করিয়ে দেবার জন্য থ্যাঙ্কু।
M | ৩১ জানুয়ারি ২০১০ ২২:৫৮ | 59.93.196.107
শমীক, - দুঃখু দিলাম তোমার জম্মোদিনে, প্লাস গুলোর সাথে কাটাকাটি করে নাও। খুব ভালো থাকো।
ranjan roy | ৩১ জানুয়ারি ২০১০ ২২:৫৮ | 115.184.35.203
এবার দেখবে- এইধরণের ব্যাপারে ভবিষ্যতে কেউ হেল্প চাইলে সুদর্শনা নিজেই ভরোসা দেবেন, পরামর্শ দেবেন,-- সেটাই আসল প্রাপ্তি।
ranjan roy | ৩১ জানুয়ারি ২০১০ ২২:৪৯ | 115.184.35.203
ব্রতীন, সত্যি কথা হল আমি ওনাকে কোন সাহায্য করতে পারিনি, আর দরকারই হয় নি। সব উনি নিজেই করেছেন। সেটাই শ্লাঘার ব্যাপার।
M | ৩১ জানুয়ারি ২০১০ ২২:২২ | 59.93.196.107
দে, লোকজন নিজের নিজের ব্রাশ শুধু নয়, ভুলে আর যা যা ব্যবহার করতে পারি সব আমার থেকে দুরে রাখে আজকাল। খুব দুঃসময়!!!!!
Bratin | ৩১ জানুয়ারি ২০১০ ২১:৪৮ | 117.194.100.34
রঞ্জন দা আপনাকে অনেক ধন্যবাদ। এই ভাবে ওনাকে সাহায্যের জন্যে।
ranjan roy | ৩১ জানুয়ারি ২০১০ ২১:১৪ | 115.184.5.155
ভাটুরেদের একটি সুসংবাদ দিই। কেষ্টনগরের সুদর্শনা দাস এর প্রবলেম( যিনি হেল্প সূতোয় ""এস ও এস'' পাঠাচ্ছিলেন) মনে হচ্ছে সলভ্ হয়ে গেছে, আর হয়েছে আমার মত চন্ডালদের কোন সাহায্য ছাড়াই। উনি পারিবারিক উকিলের সাহায্যে স্থানীয় জজকোর্ট থেকে তথাকথিত নকল রেজিস্ট্রির ওপর ইনজাংশন জারি করিয়েছেন। ভয়াক্রান্ত দাদুকে বর্ধমানে নিজের কাছে নিয়ে আপাততঃ রেখেছেম। ওই জমির দালাল ও প্রোমোটাররা সম্ভবতঃ জানতো না যে ওটি এজমালি সম্পত্তি, দাদুর একা নয়। সুদর্শনা শরিকদের সঙ্গে কথা বলে তাদের প্রোমোটারের সহযোগিতা না করতে রাজি করিয়েছেন। আমি বল্লাম-- এবার স্থানীয় সমস্ত পত্রিকাতে জনমত কলামে চিঠি লিখুন। আর আপনার স্কুল-কলেজজীবনের বন্ধুদের সাহায্যে ঐ প্রোমোটার/ দালালের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন। যত ব্যাপারটা এক্সপোজড্ হবে, তত এরা ভয় পাবে। উনি রাজি হয়েছেন। সবচেয়ে ভালো কথা সব কিছু উনি একা হাতে করেছেন, গু চ'র বন্ধুরা শুধু ওনাকে আবশ্যিক মানসিক সমর্থন দিয়েছে। তার দরকারকেও তুচ্ছ করছি না। সুদর্শনাকে অভিনন্দন!!!
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন