এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Abhyu | ৩১ জানুয়ারি ২০১০ ০৭:৩৬ | 97.81.105.204
  • সে আর কি করে দিই বল? তুই বরম জন্মদিনের উপহার গানটা শোন আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে লড়ে যা।

    "ধ্রুমদলশোভিনীম্‌" ঃ)
  • Samik | ৩১ জানুয়ারি ২০১০ ০৭:২৫ | 12.191.136.2
  • আমায় একটা হাফকফিই দে বরম্‌। চোখে সব সর্ষেক্ষেত দেখছি।
  • Abhyu | ৩১ জানুয়ারি ২০১০ ০৭:২১ | 97.81.105.204
  • আমিও লড়ে যাচ্ছি। শুধু আনারসের চাটনিটা হয়েছে। পাঁঠার মাংস হচ্ছে আর ইলিশ এখনো ডাঙায়। ওদিকে কুমড়ো কেটেছি আর ফুলকফি এখনো গোটা !
  • Binary | ৩১ জানুয়ারি ২০১০ ০৬:৫২ | 66.94.87.210
  • সুক্তো খাব কালকে।
  • Samik | ৩১ জানুয়ারি ২০১০ ০৬:০৪ | 12.191.136.2
  • আমি এখনো লড়ে যাচ্ছি।
  • Tim | ৩১ জানুয়ারি ২০১০ ০৫:৪৭ | 71.62.121.158
  • ব্ল্যাংকি
    রাত দশটায়। ভালো।

    বেথে ক্ষি ভালো থাকতে চায়না? ক্ষেন? ঃ-)
  • aka | ৩১ জানুয়ারি ২০১০ ০৫:৪১ | 24.42.203.194
  • শুক্তো খাওয়া হল?
  • Binary | ৩১ জানুয়ারি ২০১০ ০৫:৩৪ | 66.94.87.210
  • শমীকের জম্মদিন নাকি ? অনেক শুভেচ্ছা।
  • sayan | ৩১ জানুয়ারি ২০১০ ০৩:৫৮ | 59.164.226.120
  • ছোট্টো? ঃ-))))))
  • Samik | ৩১ জানুয়ারি ২০১০ ০৩:৫৬ | 12.191.136.2
  • ঃ-)
  • Abhyu | ৩১ জানুয়ারি ২০১০ ০৩:৩৭ | 97.81.105.204
  • আমাদের একটা গান ছিল "আ---নন্দ লো----কে... ... .... ছোট্টো সুন্দরো"
  • sayan | ৩১ জানুয়ারি ২০১০ ০৩:১৬ | 59.164.226.120
  • ঃ))

    প্রসন্নময়ী - প্রাইমারি
    বসন্তকুমারী (চৌধুরিপুকুর) - হাইস্কুল
  • Samik | ৩১ জানুয়ারি ২০১০ ০৩:১২ | 12.191.136.2
  • ঃ-))

    প্রসন্নকুমারীই ছিল তো নামটা? নাকি প্রসন্নময়ী? হাইস্কুলটা ছিল বসন্তকুমারী।
  • sayan | ৩১ জানুয়ারি ২০১০ ০৩:০৫ | 59.164.226.120
  • হ্যা হ্যা হ্যা হ্যা ...
    সেই, ভুলতে কি আর পারবে? যুগান্তকারী প্রাণান্তকারী স্কুল একটা! সেই স্কুল, তার সঙ্গীত! ঃ-)))
  • dipu | ৩১ জানুয়ারি ২০১০ ০৩:০৩ | 59.164.98.245
  • আমাদের ইস্কুলেও কি একটা ছিল। সেটা নানাদিকে তাকিয়ে গাইতে হত। গানটা আর মনে নাই ঃ-(
  • Samik | ৩১ জানুয়ারি ২০১০ ০২:৫৩ | 12.191.136.2
  • সায়ন, শুধু প্যারেড? ঘাটাল প্রসন্নকুমারী বেসিক বালিকা বিদ্যালয়ের এটা ছিল প্রেয়ার সংগীত। হাও ধরো মেতে বীর, হাও করো মেতে বীর, হাও উন্‌ নতো শির, নাহি ভয়। ভুলি ভেদাভেস জ্ঞান, হাও সবে ইত্যাদি ইত্যাদি।
  • sayan | ৩১ জানুয়ারি ২০১০ ০২:৩৬ | 59.164.226.120
  • ক্কি ডায়ালগ! -
  • kk | ৩১ জানুয়ারি ২০১০ ০২:২৮ | 76.114.64.110
  • থ্যাংকু ব্ল্যাংকি ঃ)।
  • Blank | ৩১ জানুয়ারি ২০১০ ০২:২৬ | 59.93.212.235
  • থীমা
  • sayan | ৩১ জানুয়ারি ২০১০ ০২:২৫ | 59.164.226.120
  • হও ধরো মেতে বীর, হও করো মেতে বীর - কোনো এক জমানায় শমীক এই গানে ড্রামের তালে তালে মণিমেলায় প্যারেড করতো! ঃ-)))
  • kk | ৩১ জানুয়ারি ২০১০ ০২:২৪ | 76.114.64.110
  • রণজিৎ সিংহ'র 'কলকাতার রাস্তায় রাস্তায়' কোন পাবলিশারের? কেউ বলে দেবে?
  • dipu | ৩১ জানুয়ারি ২০১০ ০২:১১ | 59.164.98.245
  • শমীকদা, হ্যাবাড্ডে ঃ-)
  • Blank | ৩১ জানুয়ারি ২০১০ ০১:৪৫ | 59.93.212.235
  • শমীকের জম্মদিনে এক পিস দমকল দিলুম ঃ)
  • Blank | ৩১ জানুয়ারি ২০১০ ০১:৪৪ | 59.93.212.235
  • টিম
    কখন পৌছলি বাড়ি ? শরীর ঠিক ঠাক তো?
  • kk | ৩১ জানুয়ারি ২০১০ ০১:৩৯ | 76.114.64.110
  • আকা, বাঘু বেকারের রেসিপিটা তো খুব সহজ। ৬ পিস পাঁউরুটি, ২ টো ডিম, দু কাপ দুধ, ৩/৪ কাপ চিনি, ১ টিস্পুন করে ভ্যানিলা ও দারচিনি গুঁড়ো, ২ টিস্পুন মার্জারিন। আমি আধ কাপ গোল্ড রামও দিই। আর কিসমিস বাদাম। বেক করবে ৪০ মিনিট, কুড়ি না। আর বাকি সব বাঘু যেমন বলেছে তাই।
  • Abhyu | ৩১ জানুয়ারি ২০১০ ০১:৩৭ | 97.81.105.204
  • @শমীক - জাগরণে যায় বিভাবরী ঃ)
  • Samik | ৩১ জানুয়ারি ২০১০ ০১:৩৭ | 12.191.136.2
  • আর জ্বালাস না মাইরি। এমনিই জ্বলছে।
  • Tim | ৩১ জানুয়ারি ২০১০ ০১:৩৬ | 71.62.121.158
  • শমীককে হ্যাপি বাড্ডে। ভালো থাকিস।
  • aka | ৩১ জানুয়ারি ২০১০ ০১:৩৪ | 24.42.203.194
  • কেকে, ব্রেড পুডিংয়ের একটা সহজিয়া রেসিপি দেবা?
  • kk | ৩১ জানুয়ারি ২০১০ ০১:৩২ | 76.114.64.110
  • শমীক জন্মদিনের শুভেচ্ছা নিও। আজই ব্রেডপুডিং বানিয়েছি, এই নাও তাই খাও।

    পাই, আমার মেল কি পেয়েছো? কি ঠিক করলে জানিও, তাহলে বাকি টুকু করবো।
  • Abhyu | ৩১ জানুয়ারি ২০১০ ০১:৩০ | 97.81.105.204
  • নাঃ তোকে অন্য গান উপহার দেওয়া উচিত ছিল। হও ধরমেতে ধীর, হও করমেতে বীর।
  • Blank | ৩১ জানুয়ারি ২০১০ ০১:২২ | 59.93.212.235
  • একেই কয় কর্মবীর
  • Samik | ৩১ জানুয়ারি ২০১০ ০১:২০ | 12.191.136.2
  • মিতাদিরটা মিস করে গেছিলাম। মিতাদি বিলেটেড হ্যাবাড্ডি।

    আমার আজ রাত্রিভর জাগরণ। বিজনেস ক্রিটিকাল ইস্যু। সামনে দোকানের ল্যাপি, কানে কংকলের হ্যান্ডসফ্রি। কতক্ষণ জাগতে হবে জানি না।

    এই তো জীবন। ঃ-)
  • aka | ৩১ জানুয়ারি ২০১০ ০১:১৩ | 24.42.203.194
  • হ্যাবাডে শমীক।
  • Blank | ৩১ জানুয়ারি ২০১০ ০০:৪০ | 59.93.212.235
  • বেথে কে হেপ্পি জম্মদিন। বয়স কত হলো? বেথে কি এবার থেকে বড়দের সিনিমা দেখতে পারবে?
  • tkn | ৩১ জানুয়ারি ২০১০ ০০:৩১ | 122.162.17.177
  • শমীক, শুভ জন্মদিন। পোচ্চুর শুভেচ্ছা দিলাম। ঝলমলে আনন্দে কাটাও আজকের দিন ঃ-)

    এই কদিনে আরো যারা যারা জন্মদিন পেরোলেন তাদের সকলের জন্যই ঢের সারা শুভেচ্ছা অ্যান্ড শুভকামনায়েঁ
  • sayan | ৩১ জানুয়ারি ২০১০ ০০:০৪ | 59.164.226.120
  • শমীক, শুভ জন্মদিন! এই নে, করিম'স-এর এক বছরের ফ্রী মিল ভাউচার। ঃ-))
    খুব খুব আনন্দ কর। আর একজন ট্রু দিল্লিওয়ালার মত দিলওয়ালা হয়ে ওঠ। ঃ-)
  • tkn | ৩১ জানুয়ারি ২০১০ ০০:০৪ | 122.162.17.177
  • আহা ডিডিদা, রান্না হল কন্যাদের মত। কখোনো সালোয়ার কামিজ, কখোনো স্কার্ট, কখোনো শাড়ি, কখোনো জিন্স .......... ইত্যাদি। সবই তো সেই সুতোয় বোনা জিনিসপত্তর। রান্নাতেও তাই। সেই একই পেঁয়াজ, আদা, নতুন নতুন রূপে।
    আর... জুলিয়েট তো রোমিওর! জুলিয়েন হল আদার। আদার অবশ্য আর একজনও আছে, ব্যাপারী। তবে সে রান্নায় লাগে না ঃ-))
  • dd | ৩০ জানুয়ারি ২০১০ ২৩:৫২ | 122.167.30.213
  • আরো আছে।
    কখনো কয় প্যাঁজ কুচিয়ে কুচুম্বার কইরা দ্যান, কখনো কয় প্যাঁজ বেটে একাক্কার করেন, কখনো কয় তাগড়া তাগড়া রাখেন।

    কোনো মনস্থির কত্তে পারে না।

    কখনো কয় আদা বাটা, কখনো কয় আদার জুলিয়েট না খি জানি? আ,মরে যাই। ন্যাকামো হচ্ছে?

    এর বৈজ্ঞানিক ব্যাখ্যা ক্ষিঃ?
  • tkn | ৩০ জানুয়ারি ২০১০ ২৩:৪৩ | 122.162.17.177
  • বেশী আঁচে ঝট করে রান্না হয়ে যায়। হাতে অঢেল সময়। তখন এসে গুরুর পাতায় ঢুঁ মেরে সময় কাটাতে হয়। কিন্তু সেখানে কেউ না থাকলে তখন কি করি কি করি অবস্থা হয়। তারপর গান শোনো রে, গল্পের বই পড়ো রে, নয়ত শপিং-এ বেরিয়ে জানলা দেখ/কেনো রে, হরেক কিসিমের ঝামেলি। তাই কম আঁচে ধীরে সুস্থে দিনকাবারি রান্না করতে বলে ঃ-)

    সোনালী নামের কাউকে ঠায় রোদে সারাদিন দাঁড় করিয়ে দিন। দিনের শেষে ট্যান হয়ে যে বাদামী রং ধরবে, সেটিই ঃ-))
  • dd | ৩০ জানুয়ারি ২০১০ ২৩:৪১ | 122.167.30.213
  • আর রান্নার বইতে তাবড় তাবড় পন্ডিতেরা কন এবার বেশী আঁচ দ্যান, তাপ্পর ঢিমে আঁচ দ্যান।

    এ সব ক্ষিঃ ? কম বেশী। বেশী কম। বেশী আঁচে কি হয় যা কম আঁচে হয় না?

    আর প্যঁজ ভাজলে ন্যাকা ন্যাকা সুরে কয় "সোনালি বাদামী রঙ ধল্লে রসুন দ্যান" । আরেঃ। সোনালি বাদামিটা কেমন রং? কেউ ফটো দেখেছেন? লিং দিতে পারেন ?
  • tkn | ৩০ জানুয়ারি ২০১০ ২৩:৩৮ | 122.162.17.177
  • ডিডিদা, দই না ফেটালে ছানাকাটার মত কেটে যায়, তাই ফেটায় (কেন ছানা কাটার মত কাটে, কোন তাপাঙ্কে দিলে কাটে না, জানিনা ঃ-( )

    রইল বাকি "মিনিং অফ লাইফ"
    অ্যাকর্ডিং টু তাবৎ ডিক্‌শনারি- জীবন ঃ-))
  • Abhyu | ৩০ জানুয়ারি ২০১০ ২৩:৩৭ | 97.81.70.133
  • মামু কি এখনো ঘুম থেকে ওঠেনি?
  • tkn | ৩০ জানুয়ারি ২০১০ ২৩:৩৫ | 122.162.17.177
  • টিপ্‌স আছে ... কিন্তু ব্যাখ্যা নাই তো। কিসে কি করলে কি হয় আর কি হয় না সেগুলো জানি। কেন কেন করলে আব্বুলিশ। নো টই, নো টিপ্‌স ঃ-)
    (পেরেছিইইই ঃ-) থাংকুস্‌স টু অপ্পন অ্যান্ড স্‌স)
  • Abhyu | ৩০ জানুয়ারি ২০১০ ২৩:৩৪ | 97.81.70.133
  • ওটা ঠিক কথা না ডিডি। খোশাসুদ্ধ গোটা শশা খান। তেতো লাগবে না, পেটও অনেকক্ষণ ভরা থাকবে। পরীক্ষিত সত্য। নরেন্দ্রপুরে টিপিন দিতো।
  • Arpan | ৩০ জানুয়ারি ২০১০ ২৩:২৯ | 122.252.231.12
  • টই খোলেন। খুইল্যা ফ্যালান। আর আমার পোশ্নেরও জবাব চাই।

    শসা কাটার সময় মুখের কাছটা অল্প কেটে বাকিটার সাথে ঘষতে হয়। তাতে নাকি তেতো কেটে যায়।

    ক্ষীঃ ব্যাখ্যা?
  • SS | ৩০ জানুয়ারি ২০১০ ২৩:২৩ | 128.248.169.157
  • উফ্‌, এবারেও সেকেন্ড!!
  • SS | ৩০ জানুয়ারি ২০১০ ২৩:২২ | 128.248.169.157
  • হসন্ত দেয় underscore ব্যবহার করে।
    যেমনঃ n_ = ন্‌
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত