এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪০ | 89.203.49.18
  • sb, আরে আমার তো বেসিক চিন্তাটাতেই আপত্তি, আরেন্টি, রতন্টাটা হওয়ার কী দরকার? একটা আজ্জো, পাই, অপ্পন, অক্ষ বা "সইকত" হলে ক্ষতিটা কী? অজ্জিত, র এদের নাম নিলাম না, এরা সিপিএম বলে। ঃ))
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩৯ | 61.95.144.122
  • ঘুমের মধ্যে লাউগাছে জল দিতে ভুলো না;-)
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩৭ | 61.95.144.122
  • ইঞ্জিরি বর্ণবিপর্যয়?
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩৬ | 59.93.169.142
  • অরিজিৎ, আই সি এস ই বোর্ডই হবে বোধয়, ঠিক জানিনা।
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩৬ | 75.53.204.181
  • ঘুমাই। ঘুম থেকে উঠে যেন দেখি বিপ্লবের লাউমাচায় ফুল ধরেছে - টাটা।
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩৫ | 72.83.210.50
  • নাঃ কেসি, লোকে কিন্ত এই ক্রাইটেরিয়ার গুলো মিটবে বলে একটা সরকারি স্কুলের থেকে বেশি হেরিটেজকে প্রেফারেন্স দিচ্ছে। নয় কি ?
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩৫ | 204.138.240.254
  • জন্মান্তরে হেবি বিশ্বাস করি। এখন। এ জন্মে যা হল না পরজন্মে এসে ভোগ করব।

    আগে যখন ডানপন্থী ছিলাম, তখন করতাম না। ভাবতাম একটাই জীবন, কাজেই নিঙড়ে ভোগ করেই নিই। ;-)
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩৫ | 59.93.169.142
  • kc, ফোকাস সম্পর্কে .... সকাল বেলার রোদ্দুর গানটা মনে পড়ে? ;-)

    যাইহোক, ওই যে লিমিটেশন না থাকলে বাড়িতেই আর এন টি তৈরী হতে পারে (ডিঃ আর এন টি মানে একেক জনের কাছে একেকজন, কারোর কাছে রতন নাভাল টাটা ;-) ) কিন্তু লিমিটেশন থাকলে স্কুল হেল্পালে সুবিধে।
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩৪ | 61.95.144.122
  • হেইডা আবার কুন বোর্ড?
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩২ | 75.53.204.181
  • হেরিটেজের ফি ইন্ট্যার্ন্যাশানালের কাছাকাছিই যায় দেখলাম।
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩১ | 59.93.169.142
  • অর্পণ কি জন্মান্তরে বিশ্বাস করে? ব্ল্যাংকি, পয়েন্ট কাটো ;-)

    The Heritage School is affiliated to the Council for the Indian School Certificate Examinations (CISCE), http://theheritageschool.org দেখে বলতে হল, খেয়াল ছিল না। বোর্ডে কিবা আসে যায়??
  • sinfaut | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩১ | 203.91.201.55
  • আর পারছিনা গুরু
    সেই নার্সারী থেকে শুরু
  • kc | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩০ | 89.203.49.18
  • আর এই বিভিন্ন দিকে ফোকাসটা স্কুল কেন করবে? বাড়ি আছে কী করতে? পাই যে এত সুন্দর গান গায়, স্কুল করে দিয়েছে নাকি? স্কুলের কাছ থেকে গুরুকুল আশ্রমের মতন আশা করাটাই বা কেন?
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৯ | 75.53.204.181
  • তাইলে আমরাও একটু চুরি টুরি করে নিলেই তো পারি, বিপ্লব ত্বরান্বিত করার জন্য ইতিহাস আমাদের কাছে ঋণী থাকবে ঃ-))
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৯ | 204.138.240.254
  • জেলা থেকে পাঠাচ্ছি তো, তাই একটু দেরি হল!
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৮ | 204.138.240.254
  • আমার গাঁটেরই কড়ি ইত্যাদি!
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৭ | 61.95.144.122
  • কেন? ফের ইস্কুলে ভত্তি হবে?
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৭ | 204.138.240.254
  • এসবি,

    হেরিটেজ কোন বোর্ড? দক্ষিণা কত?

    ধন্যযোগ।

    ডিঃ নিজের জন্য জানতে চাইছি। যদি ভবিষ্যতে কাজে লাগে!
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৬ | 75.53.204.181
  • একটু দেরি করে বলেছ তাই ঃ-)
  • kc | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৬ | 89.203.49.18
  • আরে অক্ষদিদি, চুরির সঙ্গে ছিপিএম, টিএমচি মেলালে চলবে? চুরি হল একটা অসভ্যতা, যেটাকে মেনে নিয়েই বাজেট ফাজেট হয়। যখন এই অসভ্যতার পরিমাণ বেড়ে যায়, মাত্রা ছাড়িয়ে যায় তখন শুরু হয় বিপ্লব। বেশী দেরি নেই।
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৫ | 72.83.210.50
  • এই বিভিন্ন দিকে ফোকাস করানোর বন্দোবস্ত সরকারি স্কুলে করা যায় না ক্যানো ?
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৫ | 204.138.240.254
  • আবার কী বল্লাম!
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৪ | 75.53.204.181
  • আবার খ্যাক খ্যাক ঃ-))
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৩ | 75.53.204.181
  • জানিনা, আমি পড়াই নি। তবে নিশ্চয়ই সেখানেও হয় সে আসেই না, কিছু একটা লিখে দেয়, কিম্বা এসে দুটো রসগোল্লা খেয়ে আরো কিছু নিয়ে চলে যায়।
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:২২ | 59.93.169.142
  • হেরিটেজে ঘোড়ায় চরা শেখায় বলে শুনিনি, তবে অনেক কিছু শেখায়, আর কারোর যদি পড়াশোনা ছাড়া অন্য কিছুতে ন্যাক থাকে, যেমন গানবাজনা বা আঁকাজোকা, তাকে তাহলে সেই দিকেই ফোকাস করা হয়। এরকম'ই শুনেছি। তবে আমার ধারনা হেরিটেজে পড়ে কেউ অল্লারাখা বা যামিনী রায় হবে না এটা গ্রান্টি।

    কিছুই না গুচ্ছ লিমিটেশনের কারনে, গুচ্ছ ক্রাইটেরিয়া তৈরী হয়েছিল, নচেৎ সব স্কুলই ভাল, শেষ পর্যন্ত তো বাড়িতেই পড়াশোনাটা করতে হবে, হাজার হোক মধ্যবিত্তের কাছে তো পড়াশোনাটাই সংগ্রামের হাতিয়ার ;-)
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:২২ | 204.138.240.254
  • স্বাক্ষর না, সাক্ষর।
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:২২ | 75.53.204.181
  • "সাক্ষর"
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:২১ | 72.83.210.50
  • অক্ষদা, ক্লাসে এগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা দেখাটা কি স্কুল পরিদর্শকের কাজের মধ্যে পড়ে ?
    মানে, স্কুল পরিদর্শক নামে খাতায় কলমে একটা পোস্ট আছে না ? ঃ)
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:২১ | 75.53.204.181
  • লিটেরসি ড্রাইভে আমার বেশ কিছু বন্ধু বান্ধব অংশ নিয়েছিল। তাদের কেউ কেউ এখনও সিপিএমকেই ভোট দেয়, তাদের মুখেই শুনেছি কিভাবে ঐ খাতে আসা কেরোসিন তেলটাও চুরি হয়, কিভাবে "স্বাক্ষর" বলে ভুয়ো ক্লেম করা হয়, আদৌ কিছু না শিখিয়ে।
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:২১ | 204.138.240.254
  • * রাহুল
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:২০ | 204.138.240.254
  • আর হ্যাঁ, বাহুল গান্ধীকে ডোনাট দেওয়াই যায়। এবারো কোন বিকল্প নাই! ঃ-(
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৬ | 204.138.240.254
  • ও। আরেকটা সুখবর জানিয়ে রাখি। আইসিএসসি আর সিবিএসসি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব মিটেছে। কারণ কালকেই জানলাম বাড়ির কাছের দুটিই আইসিএসসি।

    এইবার আমার মেয়ে অরুন্ধতী হওয়া আটাকায় কে! নিদেন পক্ষে সুশ-টুশ হলেও চলবে। ;-)
  • suchetana | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৬ | 122.172.50.230
  • দীপু না কে যেন বললো না, হেরিটেজে ঘোড়ায় চড়া শেখায়! আমিও এই গল্পটা খুব শুনেছিলাম। তো ছেলের জন্য যখন খোঁজ নিতে গেছিলাম, তখন কোঅর্ডিনেটরকে ঘোড়াগুলো কোথায় রাখা আছে, একটু দেখবো, জাতীয় আব্দার প্রায় করেই ফেলেছিলাম আর কি। ঃ-) আরেকজনের চোখরাঙানিতে আর আমার ঘোড়াশাল দেখা হলো না।
  • kc | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৬ | 89.203.49.18
  • মামী, অনেকেই আছে। যারা আবার জেলাতেই ফিরে যাচ্ছে, বা সেরকম ভাবছে, ব্যাপার হল তারা গুচতে চুপ থাকে। যেমন এই ধরুন..... আমিই।
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৫ | 75.53.204.181
  • না কেসি প্রবল পরিমাণে চুরি এর জন্য দায়ী। বহুকাল আগে থেকেই সরকারী স্কুলে শিক্ষক শিক্ষিকারা হাতে পেতেন এক অ্যামাউন্ট, খাতায় সই করতে হত আরেক অ্যামাউন্ট। এবং সেটা ১০-২০% এর তফাৎ না।
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৫ | 61.95.144.122
  • এই লও - http://www.anandabazar.com/5edit2.htm - প্রাসঙ্গিক মনে হইলো।
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৪ | 59.93.169.142
  • m, হতেই পারে আমার ধারনা ভুল।

    স্কুল বাসটা আমার কাছে একটা নেসেসারি কন্ডিশন ছিল, কারন দিয়ে আসা নিয়ে আসা, বা বাচ্চার জন্যে ড্রাইভার রাখা সম্ভব ছিলো না। তাছারা বাকি ফেসিলিটি গুলো কম্পেয়ার করে হেরিটেজ কে এক'ই খরচে আরেকটু ভাল মনে হয়েছিল।
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৩ | 204.138.240.254
  • খাওয়া দাওয়া, নকু মাকু, ঘটি বাঙালের পরেই শিশুশিক্ষা গুরুতে সবচেয়ে ফেবারিট টপিক। বিকল্প নাই। ঃ-)
  • kc | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৩ | 89.203.49.18
  • আপনার আশায় জল ঢেলে সেটাই বলছি। মাঝে মাঝে শোনা যায় প্রায় পঞ্চাশ হাজার শিক্ষকের পদে নাকি লোক নেওয়া যাচ্ছেনা, কারণ টাকা নেই, যেদেশে এখনও শিশুদের জন্মের জন্য ধাইমারাই ভরসা, বেশীরভাগ টীকাগুলো এখনও কিনতে হয়, সেখানে---- আর কিই বা বলার আছে?
  • suchetana | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৯ | 122.172.50.230
  • অক্ষ, কলিকাতা আন্তর্জাতিক ইশ্‌কুল।
  • m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৯ | 173.26.17.106
  • আমার স্বল্প অভিজ্ঞতা আবার আপনার উলটো।লেটেস্ট মডলের লম্বা গাড়ি মাপকাঠি হলে অবশ্য বিশেষ চিন্তা নেই।
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৯ | 59.93.169.142
  • হেরিটেজ মধ্যবিত্তের স্কুল কিন্তু বলিনি। মধ্যবিত্ত মা-বাপ পচ্চুর আছে, সেটাই বক্তব্য।

    সেথায় স্কুল বাস কম্পালসারি, কারন সেটা না হলে কুচোরা স্কুলে গিয়ে বাবার গাড়ি কত দামি সেই নিয়ে আলোচনা করে।
  • suchetana | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৮ | 122.172.50.230
  • মিঠু, ষষ্ঠ শ্রেণী।
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৮ | 75.53.204.181
  • সিআইএস কোন স্কুল?
  • m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৬ | 173.26.17.106
  • কেসি, মুশকিল হলো যারা জেলা স্কুল থেকে বেড়িয়ে বার্কে টার্কে যাচ্ছে,তাদের ছেলেপিলেরা আর জেলা স্কুলে ফিরে যাচ্ছে না।সমস্যাটা এখানেই।
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৬ | 75.53.204.181
  • কি মুশকিল লোকের খেতে পাওয়ার সাথে শিক্ষার দন্দ্বটা কোথায়? টাকা নেই যে শিক্ষাখাতে টাকা দিলে র‌্যাশনে চাল দেওয়া যাবেনা, এরকম কিছু বলছেন না আশা করি।
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৬ | 59.93.169.142
  • m, ইন্টারন্যাশানাল স্কুলের সামনের রাস্তায় লম্বা চওরা লেটেস্ট মডেল গাড়ির লাইন দেখে ধারনাটা হয়েছিল।

    হেরিটেজের বাকি গার্জেনদের সাথে আলাপ হওয়ার সুযোগও হয়েছে।

    কমপেয়ার করে।
  • m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৪ | 173.26.17.106
  • সুচেতনা,ঃ))) তার বাচ্চা কোন ক্লাশে পড়ে?
  • suchetana | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:০২ | 122.172.50.230
  • মিঠু, বন্ধুর সাথে কথা হল। ওরা নিউ জার্সি থেকে ফিরে ছেলেকে প্রথমে ডন বস্কোয় দিয়েছিলো, সেখানে প্রচুর চাপ হওয়ায় এখন সিআইএসে দিয়েছে, কোনো চাপ/পেটাপেটি নেই, সখের প্রাণ, গড়ের মাঠ অবস্থা ছেলের। শিক্ষক-ছাত্র সম্পর্ক এতটাই চাপহীন যে বেথুনে পড়া মার চক্ষু চড়ক্‌গাছ হচ্ছে প্রায়ই। ঃ-)
  • kc | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:০২ | 89.203.49.18
  • অক্ষকে, এই শিক্ষাটিক্ষা নিয়ে বিপ্লব অনেক পরের কথা, আগে লোকেদের খেতে পাওয়াটা খুব বেশি জরুরি। সেই কাজটাই হচ্ছেনা, আর জেলার স্কুলগুলোও মোটামুটি ঠিকই চলছে। সেখানকার ছেলেপিলেরা এখনও পড়াশোনা করে বার্ক টার্কে যাচ্ছে, অনেক কিছুই করছে। আর এই নতুন ধাঁচের স্কুলগুলো চলছে কেন? কেননা কিছু লোকের হাতে অসভ্যের মতন পয়সা এসে গেছে। পরিপূর্ণ বিপ্লবের ক্ষেত্র প্রায় প্রস্তুত, পাঁচ ছয় বছরের মধ্যেই----
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত