এসবি,আপনাকে প্রশ্নটা করতে ভুলে গেলাম,ইন্টারন্যাশনাল স্কুল ট্যাঁশ আর হেরিটেজ মধ্যবিত্তের স্কুল কেন? মানে কোন যুক্তিতে?
pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:০০ | 72.83.210.50
শুধু 'ইংলিশ' শেখানোর জন্য বাপ মায়ে কিভাবে নিজেরা না খেতে পেয়ে পড়াচ্ছে ছেলে পুলে কে, আর সেই 'ইংলিশ' স্কুলের শিক্ষার নমুনা নিয়ে কিছু অভিজ্ঞতা হয়েছিলো বটে মুম্বই তে, পড়াতে গিয়ে। কাল সময় পেলে লিখবো। লোকের বাড়ি কাজ করে, সিকিওরিটি গার্ডের কাজ করে নিজেদের রোজগার হাজার চার পাঁচের বেশি না, মুম্বই তে বাড়ি ভাড়া দিয়ে থেকে ( বস্তির ভাড়াও নেহাত কম কিছুনা ), ছেলে মেয়েকে ইংলিশ স্কুলে পড়াচ্ছে মাসে ৫০০-৭০০ টাকা মাইনে দিয়ে , তারপার আছে আবার 'ইংলিশ ' কোচিং।
এক লাইন লিখেই দি। ৭-৮ ক্লাশের ছেলেপুলে। বইয়ের পাতা খুলে দিলে গড়গড় করে পড়ে দিতো, এমনকি লিখেও। একটা শব্দের মানে আলাদা করে জানতো না। অঙ্ক দিলে জিজ্ঞাসা করতো, দিদি, কোন নং পাতায়। উত্তর চলে আসতো। আরো আরো সব ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে।
মা-বাপ বেশিরভাগের স্কুলের দৌড় প্রাইমারী বা আরো কম। তাও মরাঠী স্কুলে। তারা খুব খুশি। কষ্ট সার্থক। ছেলেমেয়ে 'ইংলিশ' শিখছে।
a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৯ | 75.53.204.181
মজার ব্যপার হল, আমি যখন বিএড পড়েছি ১৪ বছর আগে তখনও লেসন-প্ল্যান ট্যান করতে হত খুব ঝিনচ্যাক করে। তারওপর পরীক্ষা দিতে হত। নানারকম মডেল, হ্যান্ডস্অন জিনিসপত্র দিয়ে। কিন্তু সেগুলো তারপর কেউ আর ক্লাসে গিয়ে ইমপ্লিমেন্ট করেনা। অদ্ভূত সিস্টেম।
SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৮ | 59.93.169.142
দুর্গাপুরে আমাদের বাড়ির পাশেই একটা সরকারি মডেল স্কুল আছে, তাতে খরচ ও প্রায় নেই, আর স-অ-অ-অ-ব সুযোগ সুবিধা আছে। রেসিডেন্সিয়াল, কো-এড। কি করে ভর্তি হয় জানা নেই।
m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৫ | 173.26.17.106
অরি, নিউটাউন-রাজারহাটঃ)
a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৫ | 75.53.204.181
ক্লাস ফোর অবধি আছে।
SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৪ | 59.93.169.142
'আমাদের' কথা জানিনা, আমি তো একপায়ে খাড়া, ডাক দিয়ে দেখুন
Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৩ | 61.95.144.122
মামী - বড় রাস্তার পাশের এলাকাগুলো - মানে ডিএলএফের আশেপাশে, WBIFDC-র সংকল্প, হাইল্যান্ড উইলোজ, শ্রাচী - এগুলো নিউ টাউন।
a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫২ | 75.53.204.181
sb তো বললেন, এগুলো একমাত্র বিপ্লব হলেই হওয়া সম্ভব তার আগেনা - আর ওনাদের বিপ্লব করতে এক্ষুনি ঠিক ইচ্ছে হচ্ছেনা ;-)
pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫১ | 72.83.210.50
অক্ষদা, RTMS এর এখনকার স্টেটাস কি জানো ? ঐ কম্যুনিটিতে তো আর আপডেট হয়না। স্কুলটা কি আরো বড় হয়েছে? কেমন চলছে ? কত ক্লাশ অব্দি, এগুলো জানা যায় ?
SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫১ | 59.93.169.142
pi, প্রশ্নটা আমারও ....
m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫১ | 173.26.17.106
অরি, ঐ জায়গাগুলো মনে হয় রাজারহাট পৌরসভার অন্তর্গত- মানে বৃহত্তর রাজারহাট।ছোটমেয়ের বৈমাত্রেয় বোন।
SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫০ | 59.93.169.142
ডাক দিন, আছি সাথে ঃ)
pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫০ | 72.83.210.50
sb, ক্লিয়ার হল না এখনো। আমি বেসিক ক্রাইটেরিয়া গুলির কথাই বলছি। ঐ স্কুলবাসটাস বাদ দিয়েই।
একটা ঠিকঠাক শিক্ষক ছাত্র অনুপাত, স্কুলের ঠিকঠাক পরিকাঠামো, ঠিকঠাক ট্রেনিং প্রাপ্ত শিক্ষক এগুলো এই সিস্টেমে সবার জন্য দেওয়া সম্ভব না ?
ক'টা সরকারী স্কুলে আছে এগুলো ? কলকাতার বাইরে ?
এগুলো তো খুব ব্যয়সাপেক্ষ , তাও না।
একটা ব্যাপার বেশ অবাক করে। এই মান্ধাতা আমলের জগদ্দল শিক্ষাপদ্ধতি এখনো বয়ে বেড়ানো হচ্ছে। অথচ, পেডাগগি নিয়ে কত্ত কাজ দেশেই হচ্ছে, সরকারী প্রতিষ্ঠানেই, Homi Bhaba Centre for Science Education এর বেশ কিছু কাজ দেখেছিলাম, বই পত্র, কি সুন্দর ইন্টারেস্টিং পদ্ধতিতে লেখা। অনিল সদগোপালদের ও কত ভালো কাজ , বইপত্তর ছিল হোসাংগাবাদ সায়েন্স টিচিং প্রোগ্রামের ফসল কত ভাল বই ছিলো, তার কিছুই কেনো ইমপ্লিমেন্টেড হয় না। এগুলো তো ব্যয়সাপেক্ষ ও নয়।
অন্যরকমের শিক্ষা ব্যবস্থার জন্য ঐ ডিপিএস, ইন্টারন্যাশানাল স্কুলের মত ব্যয়সাপেক্ষ ( বা পাঠভবনের মত একটু কম, কিন্তু তাও সেটা অনেকের আয়ত্তের বাইরে) স্কুলগুলোর মুখাপেক্ষী ই ক্যানো হতে হবে ?
Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৯ | 204.138.240.254
ওই জন্য তো BNGHS জিন্দাবাদ। একমাত্র সরকারি কো-এড স্কুল।
a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৯ | 75.53.204.181
আপনারা তো আর করলেন না, তিরিশ বছর পরেও, আমাদেরই করতে হবে ;-)
Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৮ | 61.95.144.122
তবে আইডিয়াল কেসে সব একই গোত্রের হলেই ভালো - কিন্তু সেটা তো সেই ইউটোপিয়ান সীনারিও...
SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৭ | 59.93.169.142
অক্ষ, বিপ্লব হলে সব ঠিক হয়ে যাবে, চাপ নেবেন না, বিপ্লব করুন ঃ)
IP Address : 75.53.204.181 Date :05 Feb 2010 -- 11:42 AMএর রেস্পেক্টে।
Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৭ | 61.95.144.122
না - সেরকম ডিফারেন্স যাতে না হয় সেটা দেখবে। আমার মনে হয় না গ্রামার স্কুলে আর স্টেট স্কুলে খুব বেশি তফাত হয় - এক্সেপ্ট এলিটিস্ট ধ্যানধারণা তৈরী করা আর রাগবি-টাগবি খেলা ছাড়া। বিলেতে ফুটবল হল ম্যাঙ্গো পাবলিকের খেলা আর রাগবি হল এলিটিস্ট খেলা;-)
Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৪ | 61.95.144.122
মামী - ওই দশদ্রোণ, সলুয়া, লাউহাটি ইত্যাদি জায়গাগুলো থেকে সেক্টর ফাইভ আসতে পাক্কা চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লাগে - এখন। লোক আরো বাড়লে কি হবে ভাবো। রাস্তা আর চওড়া হবে না - এবং চাপ ক্রমশঃ বাড়বে। এখনই দেখে মনে হল বারাসাত চাঁপাডালি মোড়ে এসে গেছি।
a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪২ | 75.53.204.181
না পয়সা আছে বলে একধরণের এডুকেশন, পয়সা নেই বলে আরেকধরণের এডুকেশন কেন হবে? যদি রেসের শুর্তেই একজনকে রণপা পরিয়ে দেয় আরেকজনকে খোঁড়া করে দাও, তাহলে তো রেসটা শুরুতেই শেষ।
m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪২ | 173.26.17.106
@ অরি
m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪১ | 173.26.17.106
রাজারহাট কি দোষ করলো? সরকারের আদরের ছোট মেয়েতোঃ)
Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪১ | 61.95.144.122
প্রাইভেট স্কুল থাকুক না - ওই এলিটিস্ট গ্রামার স্কুলের মতন, যাদের পহা আছে তারা যাবে। সাধারণ লোক স্টেট স্কুলে পড়বে - কিন্তু তার জন্যে সব স্কুলগুলোকে মোটামুটি এক বা কাছাকাছি লেভেলের হতে হবে, যাতে অ্যাডমিশন নিয়ে কামড়াকামড়ি না হয়...
SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪০ | 59.93.169.142
BGHS বলতে বালিগঞ্জ গভর্মেন্ট হাই স্কুল বলছিলাম, আবার দুঃখিত।
আসলে যে কোন স্কুলই ভাল যদি বাবা মা সময় দেয় কুচোকে, অথবা জয়েন্ট ফ্যামিলি হয়, দাদু দিদারা হেল্পায়।
কিন্তু লিমিটেশন যত বারে তত ক্রাইটেরিয়া বেড়ে যায় ঃ(
m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪০ | 173.26.17.106
কম ছাত্রছাত্রী, খেলার মাঠ,নো পেটাপিটি,চাপমুক্ত স্কুল কোথায় পাই? একি সোনার পাথরবাটি!!
Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৯ | 61.95.144.122
কালকের আপিসের ওপেন ফোরামের অভিজ্ঞতাঃ
(১) কক্ষণো রাজারহাটে বাড়ি/ফ্ল্যাট খুঁজবো না। ওখেনে যারা এখন বাড়ি/ফ্ল্যাট কিনছে তারা নিজেদের জন্যে বড় বড় বাঁশ ঝাড় কিনছে। (২) বৈদিক গ্রাম রিটায়ারমেন্টের পর বা উইকেন্ডে বেউ বেউ কত্তে যাওয়ার পক্ষে ভালো, ওখানে থেকে চাকরি বা স্কুল করা মানে সেই বাঁশঝাড়। (৩) আপিসে বড় বড় কথা বল্লেও কেউ ম্যানেজমেন্টের সামনে মুখ খুলতে সাহস পায় না। আমি সোজাসাপ্টা বলে দেওয়াতে অনেকে নাকি ক্ষুব্ধ!
a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৮ | 75.53.204.181
বেলতলা গার্লসও খুব ভালো স্কুল। কিন্তু আমার বয়েজ স্কুল/গার্লস স্কুলে প্রবলেম আছে।
এত প্রবলেম নিয়ে যে কোথা যাই!
a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৭ | 75.53.204.181
এবং ঠিক এই জন্যই সব স্টেট রান স্কুল হওয়া উচিৎ। প্রাইভেট স্কুল বলে কিছু থাকবে কেন?
m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৬ | 173.26.17.106
BGHS মানে বেলতলা গার্লস ও হয়।মেয়েদের স্কুল বলে লোকেদের কি হতছেদ্দা!
Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৬ | 61.95.144.122
হুঁ - প্লেগ্রুপে যাবে এই এপ্রিল থেকে। ফিউচার ফাউন্ডেশনে।
m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৫ | 173.26.17.106
ঋতি কে কি স্কুলে ভর্তি করে দিয়েছো ?
Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৪ | 61.95.144.122
ইস্কুল নিয়ে কথা হচ্ছে যখন তখন বলেই রাখি - কেউ কোনো কুচেকে দক্ষিণ কলকাতায় প্লেগ্রুপ বা নার্সারীতে ভত্তি করতে চাইলে ফিউচার ফাউন্ডেশনে এখন তিন নম্বর অ্যাডমিশন প্রসেস চলছে।
a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৪ | 75.53.204.181
কলকাতা মানেই এলিট এটা হল রিভার্স স্নবারি!
Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৩ | 216.52.215.232
খ্যাক খ্যাক কোরো না। কলকাতার এলিট পাব্লিক!
Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩০ | 61.95.144.122
মামী - খুব দূর হবে না। তোমাদের ওদিকে বাস পাবে না, তবে সময় মাপলে তোমাদের ফ্ল্যাট থেকে মনে হয় কম সময় লাগবেঃ-)
a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩০ | 75.53.204.181
খ্যাক খ্যাক
Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৯ | 216.52.215.232
মিস্টেক! মিস্টেক!!
বিধাননগর হল BNGHS। ঃ-(
SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৯ | 59.93.169.142
লটারির আগেই তো নার্সারি তে ভর্তি করাবার সদুপোদেশ দিলাম ঃ)
লটারি হোক বা অ্যাডমিশন টেস্ট, বাচ্চার ওপর বেশ চাপ ফেলে, স্পেশালি না হলে, কী দরকার?
m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৯ | 173.26.17.106
অরি, তোমার অভিজ্ঞতা শুনে আমাদের ওটা বেশ পছন্দ হয়েছিলো কিন্তু পাঠভবন ছেলের জন্যে সত্যিই অনেক দূর হয়ে যাবে।
a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৯ | 75.53.204.181
বিধাননগরের খবর আমি রাখব কেন? আমি কলকাতার খবর রাখি।
Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৮ | 61.95.144.122
শুরু থেকে এখানে থাকলে যোধপুর বয়েজ বা যাদবপুর বিদ্যাপিঠে চান্স নিয়ে দেখতে পারতাম - বাংলা মিডিয়ামে আমার অ্যালার্জী নেই। হিন্দু স্কুলে চান্স নিতাম না কারণ বহুত দূর।
Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৮ | 216.52.215.232
বিধাননগর গভঃ হাই স্কুল।
কমরেড অক্ষদা। একটু জেলার স্কুলগুলো সম্পর্কেও জানকারি বাড়ান!
Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৭ | 216.52.215.232
আমি জানতে চাইছিলাম আমার মেয়ে লটারিতে সল্লেকের সরকারি স্কুলে না পেয়ে মধ্য কলকাতার কোন স্কুলে চান্স পেল। এইটা হতে পারে? মানে প্রোবাবিলিটি কতটা?
গুমটির মালিকের ছেলেমেয়ে একসঙ্গে পড়লে আমার কোন আপত্তি নাই। বরং খুশিই হব।
(ব্ল্যাঙ্কি, কত ডিগ্রি বেঁকল মেপে রাখিস! ;-))
a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৬ | 75.53.204.181
BGHS মানে কি বালি গভঃ? এটা তো আগে খুব ভালো স্কুল ছিল। এটা, মিত্র, হিন্দু, হেয়ার, টাকি এগুলো তো বেশ নামকরা স্কুল ছিল। কিন্তু বাংলা মিডিয়াম তো ঃ-)
Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৬ | 61.95.144.122
ডিমান্ড বেশি, সাপ্লাই কম। হয় লটারি করতে হবে, নয়তো অ্যাডমিশন টেস্ট, নয়তো ডোনেশন। এর মধ্যে লটারিটা ফেয়ার চান্স টু অল, অ্যাডমিশন টেস্টটা মধ্যমেধাকে কাটানোর উপায়, আর শেষেরটা তো...
de | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৬ | 59.163.30.4
অর্পণ, এটা আমার মত, অনেক বাচ্চারা খাতা-পেন-রং পেন্সিল নিয়ে আঁকিবুঁকি কাটতে পছন্দ করে, তাদেরকে হাতে ধরে না করিয়ে যদি শুধু পাশে বসে কেউ নিজে লিখে দেখিয়ে দেয়, তারা নিজে লিখে ফেলে, বেশ মজা করে খেলার মতো করে। কিন্তু এই একই কাজ যদি চাপ দিয়ে বাঁধা গতে স্কুলের টীচার গম্ভীর মুখে শেখায়, তখন সেটা চাপ। তাই প্রাথমিক লেখালেখিগুলো বাবা-মা অনেক ভালো শেখাতে পারে বাইরের টীচারের থেকে!
SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৫ | 59.93.169.142
স্যরি, ক্লাস ১
Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৪ | 216.52.215.232
আমি BGHS-এর প্রাক্তনী। ঃ)
কিন্তু, BGHS-এ তো নার্সারি নাই, শৈবালভাই। সেই ওয়ানে ভর্তি করতে হয়।
SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৩ | 59.93.169.142
অর্পণ, চাপ তো আছেই। কিন্তু নার্সারি তে ভর্তি করা যেতেই পারে লটারির মাধ্যমে। আমার খুব কাছের কিছু বন্ধু BGHSএর, তারা খুবই হাইফাই, বিদেশ থেকে পিএইচডি ইত্যাদি, আবার আমাদের পাড়ার মোড়ে যেখান থেকে সিগারেট বিড়ি কিনি, সেই ঘুমটির মালিক এর ছেলে ঐ BGHSএই পড়ে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন