এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:৫৭ | 143.111.109.1
  • নাইট নাইট। স্লিপ টাইট। ডোন'ট লেট দ্য আরশোলাস বাইট।
  • aka | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:৫৭ | 168.26.215.13
  • বাবা মাদের ইন্টারভিউতে কি জিগ্যেস করে জানার ইচ্ছে রইল। ভাবলেই কেমন টেনশন হয়। মানে বাবা মা ইন্টারভিউতে ফেল করল বলে ছেলে চান্স পেল না এটা বোধহয় খুব বাজে।
  • Paramita | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:৫৬ | 122.167.117.28
  • এবার গুড নাইট।
  • m | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:৫৬ | 173.26.17.106
  • দু ঘন্টা!!!
    সর্বনাশ!
  • Paramita | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:৫৩ | 122.167.117.28
  • সিলেবাস ওয়েবসাইটে দিয়ে দিয়েছিল। দু ঘন্টার লেখা পরীক্ষা। আমি তো ভাবছিলাম মাঝপথে বেরিয়ে আসবে, অতক্ষণ ধৈর্য থাকবে না। বাবা-মাকে হায়েস্ট ডিগ্রির সার্টিফিকেট ও তার অরিজিনাল নিয়ে যেতে বলেছে। ম্যানেজমেন্টের সঙ্গে ইন্টার‌্যাকশন হবে, তাতে পেলে তবেই।
  • m | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:৫১ | 173.26.17.106
  • ডিপিএসে অ্যাডমিশান টেস্টে কি হলো? লিখতে হলো কিছু? তোমাদের ও পরীক্ষা হলো কি?
  • Paramita | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:৫০ | 122.167.117.28
  • না, ক্লিন স্লেটে শুরু করতে হবে। আগের গাড়ি চালানোর স্মৃতি পুরোপুরি মুছে যাক্‌, তারপর।
  • m | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:৪৯ | 173.26.17.106
  • বাব্বা!! ভালো কথা, ওখানে তোমরা গাড়ি চালাতে শুরু করেছো?
  • Paramita | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:৪৭ | 122.167.117.28
  • ন্যাড়াবাবুর খুব ভাল্লাগছে মনে হচ্ছে। ব্যাঙ্গালোরের ট্র্যাফিকও কোন সমস্যা নয় ওনার কাছে, ডেটা কার্ড আর সেলফোন দিয়ে উনি নাকি গাড়িটাকে আপিস বানিয়ে ফেলে সময়ের চূড়ান্ত সদ্‌ব্যবহার করতে পারবেন অতি সহজে।
  • Paramita | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:৪১ | 122.167.117.28
  • প্রথম দিন একজন, দ্বিতীয়দিন চারজন আজ বললো "নান"। তবে বন্ধু বান্ধব হয়ে যায়, সে নিয়ে প্রবলেম নেই।

    তবে মজার ব্যাপার হল যেদিন ও ভর্তি হল, সেদিন প্রোগ্রাম অ্যাডভাইসর এসে বললেন, তোমার মেয়ের (আম্রিকার) স্কুল থেকে আরেকজন অ্যাপ্লিকেশান ফিল আপ করছে পাশের ঘরে। তারপর ডিপিএসে অ্যাডমিশন টেস্টের সময় দেখি ওর ক্লাসের আরেকজন পরীক্ষা দিতে এসেছে। তারাও শিগ্গিরি ফিরবে। প্রচুর লোক ফিরছে এখন।

    ভোনাজ এখনো সেট আপ হয়নি। এখনো কোং অ্যাকোমোডেশানে আছি, তাই। সামনের সপ্তাহ নাগাদ মুভ করবো।
  • Binary | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩৮ | 148.141.31.203
  • *কলপ
  • Binary | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩৭ | 148.141.31.203
  • তেকোনার টই পড়ে চোন্দিলের গানটা মনে পড়লো, 'ত্বকের জত্ন নিন'।

    আমার এক বস ছিলো, তখন থানেতে অফিসের রেসিডেন্সিয়াল কমপ্লেস্কে থাকি। সেই বস কলকাতা থেকে গিয়ে মাসের পর মাস কমপ্লেক্সের গেস্টো হাউসে থাকতো। ভুঁড়ি, চাঁদিতে টাক, বারামুডা, নাইকে স্পোর্টস সু, টিসার্ট , রোজ সকালে জঙ্গলের মধ্য জগিং করতো। আর পাকা চুল কালো করা জন্যে ডবরের কল মাখতো। তাতে দুটো কাজ একসাথে হতো, চুল কালো হতো, আর চাঁদির টাক-ও, মানে ক্যামোফ্লেজ। তো, তেকোনার টই পড়ে এনার কথাও মনে পড়লো।
  • m | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩৩ | 173.26.17.106
  • আমি জানতাম, কোলকাতায় স্কুলে নতুন সেশান এপ্রিলে শুরু হয়।
  • m | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩২ | 173.26.17.106
  • পারমিতা, মেয়ের বন্ধু হয়েছে কেউ স্কুলে?
  • suchetana | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩০ | 122.172.144.109
  • আমার মনে হয় কোলকাতায় ডিসেম্বর কাট অফ্‌টা শুরু হচ্ছে শুধু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলগুলোর জন্য। আই সি এস সি, সি বি এস সি স্কুলগুলোর জন্য নয়।
  • m | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:২৯ | 173.26.17.106
  • খোলা যাচ্ছে অক্ষ, এইমাত্র খুলে দেখলামঃ)
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:২৮ | 143.111.109.1
  • কেউ বললনা আমার জিমেল খোলা যাচ্ছে কিনা।
  • suchetana | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:২৫ | 122.172.144.109
  • না, ডিপিএস ইস্টের সম্পর্কে কোনো খবর নেই আমার কাছে। সাউথটা অত্যন্ত খাজা।
  • suchetana | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:২২ | 122.172.144.109
  • হ্যাঁ পারমিতা, তুমি মোটামুটি ঠিক ফিডব্যাকই পেয়েছ। আমার ছেলে ক্লাস ওয়ানে পড়ে। আটটা সেকশন। প্রতিটা সেক্‌শনে যারা প্রথম ৪-৫জন তাদের উপরেই নজর দেয়, বাকিদের নিয়ে তত মাথা ঘামায় না।
  • Paramita | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:২২ | 122.167.117.28
  • তিরিশ, তোমার চিন্তা নেই। কলকাতায় এ বছর থেকে বোধহয় ডিসেম্বর কাট অফ আম্রিকার মত।
  • Paramita | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:২১ | 122.167.117.28
  • এদিকে আমার মেয়ে এখন "ইন্ডিয়ান ভয়েস" আর "আমেরিকান ভয়েস"এ কথা বলে। দেড় সপ্তাহের মধ্যে ওর ডিফল্ট অ্যাকসেন্ট হয়ে গেল সাউথ ইন্ডিয়ান অ্যাকসেন্ট। চোখের সামনে। হোয়াট আর্‌র্‌ ইউ ডুইং ইয়ার্‌র্‌।
  • m | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৯ | 173.26.17.106
  • জুনের কত তারিখ কাট অফ ডেট?
  • m | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৭ | 173.26.17.106
  • উফ্‌।
  • Binary | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৭ | 148.141.31.203
  • তার মধ্যে একটা কারণ স্কুল ড্রেস
  • Binaty | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৬ | 148.141.31.203
  • আরে না এখন ঐ তিনটে ছাড়িয়ে অনেক কারণ এসে গেছে ঃ))
  • suchetana | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৬ | 122.172.144.109
  • না অক্ষ, বেশিরভাগ মা-বাবাই প্রিন্সিপাল অব্দি যায় না। গেলে যদি তার বাচ্চার উপর আক্রোশ আরো বেড়ে যায়! আর কোর্ট অব্দি গেলে সিট যদি খোয়া যায়!
  • Paramita | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৩ | 122.167.117.28
  • সে তো ব্যাঙ্গালোরের সবচেয়ে নামকরা স্কুল, সেখানে এই অবস্থা! আমরা এই স্কুলগুলোতে চেষ্টাই করি নি, কারণ আমার মেয়ে জুন মাসের পরে জন্মেছে। ওর তাহলে দু বছর একই ক্লাসে থাকতে হত। আমার বন্ধুর দুই মেয়েকে বিশপ কটন থেকে উইথড্র করে এই ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করেছে। শুধু প্রথম কয়েকজনকে গ্রুম করে নাকি, বাকিদের দিকে নজর দিত না।

    ডি পিএস ইস্ট - নতুন খুলেছে, প্রায় শহরের বাইরে। এই স্কুল সম্পর্কে তোমার ফিডব্যাক আছে কোন?
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:১২ | 143.111.109.1
  • প্রচন্ড রাগ হচ্ছে এই সব মারধোরের কথা শুনে। কোনো অভিভাবক এদের কে কোর্টে নিয়ে যায়নি কোনোদিনও?
  • tkn | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:১১ | 122.162.17.177
  • না, কেন্দ্রিয় বিদ্যালয় আলাদা। যদিও সেটা CBSC বোর্ড। যেমন অশোক হলও CBSC বা আরো হাজার হাজার স্কুল। কিন্তু প্রত্যেকেই আলাদা। দিল্লী পাবলিক স্কুলের দুটো বোর্ডেরই অ্যাফিলিয়েশন আছে।

    কলকাতায় অনেক স্কুলেই মারধোর নেই। দুষ্টুমির মাত্রাভেদে বিভিন্ন রঙের স্লিপ আছে, হাউসের নাম্বার ডিডাকশন আছে, গার্জেন কল আছে।
  • intellidiot | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:১০ | 115.240.222.254
  • (-ঃ ঋজুকে অনেক শুভেচ্ছা... তা, ছানাটির নাম কি হইল? ঃ-)
  • Paramita | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৯ | 122.167.117.28
  • বাইনারি,

    শুধু এই যদি কারণ হয় নিশ্চিন্তে মেয়েকে বলতে পারেন, লুরুতে মশা নেই। প্রায় সর্বত্র কমোড(সুলভ টুলভ দেখে নিয়েছি)। আর আম্রিকায় এই জেট ব্যাপারটা চালু করা উচিত। তবে পাশাপাশি হাগজ তো থাকেই।
  • suchetana | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৯ | 122.172.144.109
  • আপত্তি কেন থাকবে পারমিতা! বিশপ কটন বয়েস স্কুলে পড়ে আমার ছেলে, দেড়্‌শ বছরের পুরানো স্কুল, তাই নিয়মকানুনগুলো এখনো ওরকমই রয়ে গেছে।

    তবে ডিপিএস সাউথে যদি ভর্ত্তি করার কথা ভাবছ, তাহলে কিন্তু দুইবার ভেবো। আমার এক কলীগের ছেলেকে আর তার দুই বন্ধুকে নিলডাউন করিয়ে রেখেছিল রোদ্দুরে দুই ঘন্টা।
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৮ | 143.111.109.1
  • স্কুলে মারধোর এমন কমন নাকি? এতো আরো পিছিয়ে যাচ্ছে দেখি!

    উফ্‌ফ্‌ সেন্ট লরেন্সের ছেলেগুলো গুচ্ছের মার খেত, আবার গাধার টুপিও পরিয়ে রাখত। মিশনারী স্কুলে বেশি মারে বোধহয়, যত্ত স্যাডিস্টের দল।
  • Binary | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৮ | 148.141.31.203
  • আরে না কেন্দ্রীয় বিদ্যালয় আলাদা
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৬ | 143.111.109.1
  • আচ্ছা মানে কেন্দ্রীয় বিদ্যালয় কেই ডিপিএস বলছ না তো? আমি কিছুই জানিনা এসব। জেনে রাখা ভালো।
  • Blank | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৩ | 59.93.193.122
  • সে আম্মো খেয়েছি। কিন্তু খচরামিওতো কম করতাম না।
  • tkn | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৩ | 122.162.17.177
  • অক্ষ, দিল্লী পাবলিক স্কুল কলকাতায় তিনটে আছে। দুটো CBSC বোর্ড আর একটা ICSC বোর্ড ফলো করে
  • Binary | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৩ | 148.141.31.203
  • এই গত বছর পজ্জন্ত আমার মেয়ে কলকাতা না ফেরার তিনটে কারণ দেখাতো,

    ১) মশা
    ২) হাফ টয়লেট (মানে এশিয়ান স্টাইল), আর পেপার ছাড়া ইয়ে কত্তে হয়
    ৩) স্কুলে বেত

    তো অনেক বুঝিয়ে ৩ নং টা উইথড্র কত্তে পেরেছি
  • suchetana | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:০২ | 122.172.144.109
  • বলেছিলাম, ক্লাসটিচার বললেন, আমি নাকি ওভারসেন্সিটিভ, ছেলের একটু ব্যথা লাগলেই যেসব মা ছুটে আসে, তাদের ছেলেরা পরে বড় হয়ে মা-য়ের উপরেই আপারহ্যান্ড নেয়। উনি-ও মা, তাই জানেন কি করলে ছেলের ভালো হবে, বছরের পর বছর পড়াচ্ছেন ইত্যাদি। প্রিন্সিপাল অবশ্য ক্ষমা চেয়েছিলেন। কিন্তু তাতেও কিছুই বদ্‌লায় নি। আমার ছেলে আর মার না খেলেও তার বন্ধুরা প্রায়ই খায়।
  • Blank | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:০২ | 59.93.193.122
  • দিল্লী পাবলিক ইস্কুল সব জায়গায়। কোলকেতাতেও এক পিস আছে।
  • aka | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:০২ | 168.26.215.13
  • আমাদের প্যাঁদাত কিন্তু ভালোওবাসত। আমাকে একবার স্যার পেঁদিয়ে নিজেই কেঁদে ফেলেছিল। তবে ঐ কালশিটে টাইপ পেঁদানো কোনদিনই নয়। হেডস্যার কেলালে হেবি শব্দ হত কিন্তু লাগত না।
  • Blank | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:০১ | 59.93.193.122
  • ঋজু রে
    কোটি কোটি কনগ্র্যা। ঃ) ছানাকে গুচ৫ দিয়ে আশীর্বাদ করে দিলুম ঃ)
  • Blank | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:০০ | 59.93.193.122
  • মানে বেতের মতন। কিন্তু মারা জিনিসটা বে-আইনি হয়ে গেছিলো না?
  • Paramita | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০১:০০ | 122.167.117.28
  • হ্যাঁ তো।
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৯ | 143.111.109.1
  • দিল্লী পাব্লিক স্কুল কি দিল্লী থেকে বেরিয়ে সাম্রাজ্য বিস্তার করে ফেলেছে?
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৮ | 143.111.109.1
  • ম্যাপ পয়েন্টার, বোর্ডে পয়েন্টার, লম্বা স্টিক। কিন্তু এইরকম মারা কি আইনত করতে পারে?
  • Paramita | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৮ | 122.167.117.28
  • সুচেতনা, আপত্তি না থাকলে - কোন স্কুল এমন করে? জেনে রাখা ভালো। এই স্কুলে তো মারের কথা জিগেস করতেই হাঁ হাঁ করে উঠলো।
  • Binary | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৭ | 148.141.31.203
  • দিল্লি পাবলিক স্কুল ?
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৭ | 143.111.109.1
  • আমাদের ইক্কুলে মারতনা। মারলে মাস্টারের চাকরি যাবে বলে মাস্টারদের ভয় দেখানো হত।

    কিন্তু এখন হেজে গেছে। মারুক না মারুক হাইলি অপমানজনক কথাবার্তা বলা বড় ক্লাসে এইসব আছে।
  • Blank | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৬ | 59.93.193.122
  • পয়েন্টার কি !! মানে আমরা যা পয়েন্টার জানি তা তো একটা ভার্চুয়াল ব্যপার !!!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত