এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Binary | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৬ | 148.141.31.16
  • ব্যাবসা করলে ভেলীগুর-ই আদার্শ, স্কুল নয়।
  • m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৩ | 173.26.17.106
  • সঙ্গে জিবছোলাও দিতে হবে যে!
  • Binary | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৩ | 148.141.31.16
  • আদর্শ গুরু হোটেল।

    ল্যাদোষ,
    ঐরম এক পাবালিকের সঙ্গে আমার একবার ঘোরতর ফাটা ফাটি হয়েছিলো, ঐ চাপাচাপি নিয়ে
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০০:১০ | 143.111.109.1
  • প্যাঁচা পাচকের পাকশালা
  • lcm | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০০:১০ | 128.48.7.162
  • M এবং অন্যান্যদের বিভিন্ন তথ্যসমৃদ্ধ পোস্টিং থেকে বুঝলাম - চাপ হীন স্কুলিং এর দুটো অপশন।
    ১) সরকারী ফ্রি স্কুল
    ২) মাসে > ১৬০০০ টাকার ইন্টারন্যাশনাল স্কুল।

    এর মাঝের স্কুলগুলি চাপ সমৃদ্ধ। আমি অনেক অভিভাবককে বেশ গর্ব ভরে বলতে শুনেছি - খুব ভাল স্কুল, কি চাপ দেয়। একবার এখানে এক ভারতীয় অভিভাবক কমপ্লেইন করছিলেন যে স্কুলে যথেষ্ট "চাপ" দিচ্ছে না। বললেন, চলুন আমরা সবাই মিলে স্কুলকে চাপ দিই, যাতে ওরা বাচ্চাদের চাপ দেয়। এ প্রস্তাবে (ইনডাক্‌শন অফ্‌ চাপ) কেউ খুব একটা সাড়া না দেওয়ায় উনি হতাশ হন।
  • m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৮ | 173.26.17.106
  • ভালো শোনাচ্ছে নাঃ( কিরম সল্টলেকের গুরুস ড্রিম জিম টাইপের শোনাচ্ছে- জনতা একটা ভালো নাম দাও।
    প্যাঁচা ভোজনালয় কেমন লাগছে?
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৭ | 143.111.109.1
  • না না আমি একদম যাচ্ছিনা। আজ না, কাল না, মনে হয় আগামী বছরও না।
  • m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৭ | 173.26.17.106
  • আজ্জো স্কুল খুল্লেই আমি পাশে খাবারের দোকান দেবো- গুরুচন্ডালির হেঁশেল;)
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৫ | 112.133.206.20
  • হ্যাঁ, ব্যবসা করতে। ঃ)
  • Binary | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ০০:০২ | 148.141.31.16
  • ইকি ?? কাল থেকে চলছে স্কুল ভাট, গুরুর লোকজন, মানে নর্থো আম্রিগার সক্কলে বাক্স প্যাঁটরা নিজে দেশে চল্ল নাকি ?
  • m | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩২ | 173.26.17.106
  • ন্যাড়াবাবু, সময়মত আপনার বন্ধুর ফোন নাম্বার টা আপনার থেকে নিয়ে নেবোখন।

    ম, পৈলান আমার বাড়ি থেকে অনে এ এ এক দূর।

    অরি, আমার ছেলের স্কুলের বর্তমান মাইনের হিসেবেই ঐ কথাটা লিখেছিলাম।
  • Ishan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২৪ | 12.163.39.254
  • খালি বিজনেস বিজনেস আর বিজনেস। তোমার চ্যারিটি নাই আজ্জো? ঃ)
  • aka | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৩ | 168.26.215.13
  • শিশুশ্রম নাই তো। বেশি বলা যাবে না। ভাবছি এই বিজনেস মডেলের জন্য একটা পেটেন্ট অ্যাপ্লাই করব কিনা।
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০০ | 143.111.109.1
  • ঃ-)

    বুঁচি যে ডেকেয়ার যায়, সেটা যিনি চালান তার পার্টনার শুক্কুরবার করে বার-বি-কিউ করেন - একেবারে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের গ্রীলে, আর তুমি প্লেট হিসেবে কিনে নিয়ে যেতে পার। রমরমিয়ে চলে, বাচ্চা তুলতে এসে তুমি তিন প্লেট ঝলসানো মাংস প্লাস নানারকম সাইড নিয়ে শুক্কুরবার সন্ধ্যেতে বাড়ি ফিরলে। নিশ্চিন্তি।
  • nyara | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫১ | 122.166.88.49
  • আর্য্য কি জানেনা যে শিশুশ্রম নিষিদ্ধ?
  • aka | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪৩ | 168.26.215.13
  • আরে স্কুলের বিজনেস প্ল্যান আমার কতদিনের। সাথে ডেকেয়ার আর সাইডে রেস্টোরেন্ট। এই ব্যবসা ফেল হওয়ার কোন চান্সই নেই। এই হল ফেজ ওয়ান। ফেজ টুয়ের জন্য যোগাযোগ করতে হবে। ফোকটে দেওয়া যাবে না।
  • I | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩৪ | 59.93.194.251
  • ইস্কুল কল্লে আমারে কানাই মাস্টার নিবেন। চপের দোকান কল্লে চপ-টেস্টার।
  • nyara | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩০ | 122.166.88.49
  • অ্যামেরিকা-প্রবাসী বাঙালী বন্ধুদের মধ্যে দেশে স্কুল করার স্বপ্ন দেখার প্রাদুর্ভাব লক্ষ্য করেছি।
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২২:২৭ | 143.111.109.1
  • "তখন অপ্পনদা ডানপন্থী ছিল"

    ...

    তখন ব্ল্যাংক ইপিডাবলিউ কে ইয়েলো জার্নালিজম বলত ;-)
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২২:২৩ | 143.111.109.1
  • হ্যাঁ হ্যাঁ একটা স্কুল করার প্ল্যান আমারও। অবশ্যি একটা চপের দোকান দেবারও প্ল্যান আছে।
  • nyara | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২২:১৮ | 122.166.88.49
  • লুরু তো কি হয়েছে? আপনি কোথায় ব্যবসা করবেন বলুন, জায়গা অনুযায়ী কাস্টমাইজেশনের ব্যবস্থা আছে। ভেরি লো প্রাইস।
  • dipu | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২২:১৬ | 59.164.99.227
  • কিন্তু তার জন্যে সুলভে যেতে হবে?!
  • Du | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২২:১২ | 65.124.26.7
  • চেনা লোকেদের ফ্রীতে হবে না ঃ)? তাছাড়া আপনি তো লুরুতে।
  • nyara | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২২:০৯ | 122.166.153.36
  • দেশে এসে আমার মাথায় বিজনেস প্ল্যান গিজগিজ করছে। সুলভে কনসাল্টেশনের জন্যে সত্বর যোগাযোগ করুন। সাফল্যের গ্যারান্টি একশত ভাগ।
  • Du | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২২:০০ | 65.124.26.7
  • কর্পোরেশনের স্কুল লীজে নিয়ে শুরু করলে কেমন হয় ?
  • a | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩২ | 59.161.100.61
  • রোকেয়া, আমাকে পাঠাবেন রেডসান?

    guha.ayan জিমেলে।

    আগাম ধন্যযোগ

    অয়ন
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩১ | 204.138.240.254
  • হ্যাঁ, আচার্যসুলভ দাড়িটা ছিল। ঃ-)
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩০ | 204.138.240.254
  • * দ্রব্যের
  • Ishan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩০ | 12.163.39.254
  • এই গুরু ফুরু না করে দেশে একটা ইশকুল খুললে বেশ হত।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৯ | 204.138.240.254
  • দুদি, আমাকে দেখা হলে খাইয়ে দিও। ঃ-)

    পেঁয়াজ আপাতত নিষিদ্ধ দ্রাব্যের তালিকায় নেই। কিছুই নেই ইনফ্যাক্ট তরল ছাড়া।
  • Du | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২১:১৮ | 65.124.26.7
  • হঠাৎ পুরোনো টই পড়ে শুভজিতের সাথে একটা লতায় পাতায় কুটুম্বিতা খুঁজে পেলাম। যতীনবাবু সূত্রে।
  • Du | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২১:১৬ | 65.124.26.7
  • কলকাতায় গেলে কি করি তাই বলছিলাম।
  • Du | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২১:১৫ | 65.124.26.7
  • দেশের মাদ্রাস টিফিন আছেনা? সেইটা। আর দেশে তো ফিল্টার্ড বাড়িতেই খায়। এখানে তো কলেরই খেতে বলেছে ঐ ফ্লোরাইডের জন্য।
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২১:০৫ | 75.53.204.181
  • একে বলে সাবভার্সান, পৃথিবীর ইতিহাসে এবার থেকে গামছাকে অন্য চোখে দেখা হবে।
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২১:০৩ | 75.53.204.181
  • রোকেয়া বিবি, গামছা ছিল?
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২১:০০ | 75.53.204.181
  • ফিল্টার্ডও খাই না, কল খুলি খাই। ইনফ্যাক্ট আমার বাচ্চার পিডিয়াট্রিসিয়ান বলেছিল, কলের জল একেবারে সেফ নতুন বাচ্চার জন্যেও। তাই ওর জন্যে কোনোদিনও জল ফোটাইনি।

    কিন্তু মাদ্রাস টিফিন পার্টি কি?
  • Du | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫১ | 65.124.26.7
  • আমরাই তো বাস মায় শিশু সহ মাদ্রাস টিফিন পার্টি। এখনও পর্য্যন্ত বোতলের জল তো দুরের কথা স্রেফ ফিল্টার্ড জল খাই।
  • rokeyaa | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৩৪ | 203.110.243.22
  • আগের কথাগুলো এইমাত্তর দেখলাম। বন্দুক আর বেল্ট ছিলো তো, বাইরে থেকে বোঝা যায় না। আর মেলায় তো স্মোকিং চলে না ঃ)
  • rokeyaa | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৩১ | 203.110.243.22
  • রেড সান আমি অ্যাখোনো পড়িনি, আগেরদিন কিনবো ভেবেছিলাম, কিন্তু কেন জানি কিনলাম না। আজকেই সফট কপি পেয়ে গেলাম। কারুর লাগলে জানাবেন।
  • aka | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৯:১৪ | 168.26.215.13
  • স্কুলের কথা পড়ে টড়ে কেমন ব্যোম মেরে গেলুম। রীতিমতন টেনশনের ব্যপার। কি ঝাম কি ঝাম। ফিরলে তো টেনশনে ঘেমেই মারা যাব।
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৩৯ | 59.163.30.4
  • হুতো,
    দুটো criterion বল্লো তো,
    ১) বাচ্চা কবি আর
    ২) জহর+পাঞ্জাবি

    এর মধ্যে কে কার উপর ডিপেনডেন্ট তা অবিশ্যি বোঝা যাচ্ছে না ঃ))

    কিন্তু আপনে কেন চিন্তা করেন,
    আপনার তো নোংরা পাজামা!
  • rabaahuta | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৩১ | 203.99.212.53
  • ওগো প্রিয়তমা নোংরা পাজামা কেচে দাও রোদে পুড়ে হোক ঝামা
    বিপ্লব হবে ভগা জানে কবে ততদিনে এসো দেখি নীলচে সিনামা

    ম্যানেজার বকে দিবারাতি থকে সল্টলেক থেকে বাড়ি বড়ো দুরে
    গ্লোব বার ঘুরে রাস্তার মোড়ে আপামর ভীড়ে বাঁটি দুআনা চারানা

    কিন্তু তবু, তবু হে কাব্যের ঈশ্বর, আমি পাঞ্জাবী আর জহর কোট পরি না।
  • kd | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৭:১৯ | 59.93.206.250
  • মেলা থেকে খবর, টইতে।
  • Blank | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫৪ | 170.153.65.102
  • :-D
  • Blank | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫৪ | 170.153.65.102
  • সেদিন রোকেয়ার সাথে দেখা বইমেলায়। ভয়ানক নিরাশ হলুম দেখে। ভেবেছিলুম একটা হেব্বি বিপ্লবী টাইপ হবে।
    মুখে মোটা সিগার, কোমরের বেল্ট থেকে একটা বন্দুক ....
    তানা, দেখি এক্কেবারে বাচ্ছা একটা ছেলে। পাঞ্জাবী ওর ওপর জহর কোট টাইপ .. কবি সন্মেলনে যে কবিরা সব কবিতা 'ওগো প্রিয়তমা' দিয়ে শুরু করে, একদম সেরকম !!!
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫২ | 59.163.30.4
  • ব্ল্যাঙ্কি,
    অর্পণের সম্বন্ধে কমেন্টে ক!
    অর্পণের শিফ্‌ট by induction ঃ)) হয়েছে!
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩৪ | 204.138.240.254
  • ল্লেঃপঃ।
  • Blank | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩১ | 170.153.65.102
  • আর অপ্পন দা তখন ডানপন্থী ছিল। এখন ৬ ডিগ্রী বাম দিকে শিফট হয়েছে ঃ-)
  • Blank | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩০ | 170.153.65.102
  • তখুন তো ব
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৭ | 204.138.240.254
  • না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত