এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:২২ | 173.26.17.106
  • অপ্পন, প্রথম বিশ্বের রেস্পেক্টে মনে হচ্ছে কল্পনাতীতঃ)
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:২২ | 204.138.240.254
  • মজার ব্যপার হল আকার ছেলের মত আমার মেয়েও থ্রিটাকে উল্টে পাল্টে লিখছে। এবার ৫০ ডিগ্রি ঘুরে গেল তো থ্রি-ও তত ডিগ্রি ঘুরল। এদিকে খাতা রোটেট করছে না। মানে বহুত মজার ব্যপার। এদিকে আমি টোটালি কনফিউজড এটাকে কতটা এনকারেজ করব। ঃ-)
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:২২ | 75.53.204.181
  • তাহলে কর্পোরেশনের স্কুলের এমন হাল কেন? এদিকে বলে টিচার নেই, অথচ আমি একসময় গিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে ফর্ম টর্ম দিয়ে এসেছিলাম, টিচারির কোয়ালিফিকেশন অনুযায়ী সব কিছু দিব্যি ভালো ছিল। আমি এদেশে চলে আসার তিনবছর পরে বাড়িতে একটা চিঠি যায় কোন সুদূর গাঁয়ে কোথায় একটা পোস্টে ইন্টার্ভিউএর।
  • suchetana | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:২০ | 122.172.62.13
  • পাই, আমার ছেলেটা রোজ মার খেত, বাড়ি এসে বলতো না, ঐ অক্ষ যেমন বললো, তেমন আর কি! যখন ওর বন্ধুদের থেকে আমি এটা জানলাম, আর বললাম আমি এটা নিয়ে নালিশ করবো, আমর ছেলে কেঁদে ভাসালো, "না, তুমি যাবে না, ম্যাম তাহলে আমাকে ছুটির পরে বাড়ি আসতে দেবে না"
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৯ | 204.138.240.254
  • শৈবাল, একটা প্রশ্ন ছিল। আমার বাড়ির কাছে সরকারি স্কুল থাকলেও সেখানে কি অ্যাডমিশন পাবোই? এখন তো লটারির মাধ্যমে ভর্তি হয় তাই জিগালাম।
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৯ | 61.95.144.122
  • তিন বছরে নিয়ম মেনে লেখা শেখানো - হ্যাঁ, চাপ - বাইরের সাথে তুলনা করলে। চার বছরে লেটারল্যান্ড জাতীয় পদ্ধতি শুরু করা হয়।

    অক্ষ - হ্যাঁ, একই মাইনে পাবে।
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৭ | 61.95.144.122
  • হ্যাঁ - শুনেছি। বিলেতেও তাই। ওখানে অফস্টেডের মতন বডি আছে এসব নিয়ে...
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৭ | 204.138.240.254
  • কিন্তু কেউ আমাকে বলল না। আমার তিন বছরের মেয়েকে ওয়ান টু থ্রি লেখা শেখাচ্ছে। এইটা কি/ক্ষি চাপ? (প্রথম বিশ্বের রেস্পেক্টে)
  • de | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৭ | 59.163.30.4
  • বম্ম,
    আহারে বেচারা ঋভু!

    যেসব টীচারেরা গায়ে হাত তোলে তাদের অমনি কমপ্লেন করে কিছু হয় না। আমারই এক বন্ধু, তার একটু মাথা গরম, তার ছেলেকে এক স্পেসিফিক স্যার কথায় কথায় চিমটি কেটে লাল করে দিতেন। দুয়েকবার বলেও কোন কাজ হয়নি। পরের একদিন দুপুরবেলা, মোটামুটি ফাঁকা রাস্তায় সেই স্যার হেঁটে বাড়ি ফিরছেন, আমার বন্ধু প্রায় হিন্দী সিনেমার থ্রেট দেওয়ার কায়দায়, ঘ্যাঁচ করে পাশে ব্রেক কষে গাড়ি থামিয়ে, গাড়ি থেকে নেমে বলেছিলো, এর পর দিন যেদিন ছেলের গায়ে দাগ দেখবো, সেদিন উদুম ক্যাল দেবো বা গাড়ি চাপা দেবো, ছেলে ফেল করলে কি কেমন গ্রেড পেলো তাতে আমার কিছু যায়-আসে না। somehow, এর পর থেকে এই স্যারটি বদলেছিলেন, তবে এই ফর্মুলা সকলের জন্য চলবে না। একটা ব্যাপার খুব পরিষ্কার যদি থাকে --- কোন অবস্থাতেই বাচ্চার গায়ে হাত তোলার সঙ্গে কম্প্রোমাইজ করবো না , without bothering about grade or anything, তাহলে এই সমস্যাটা থাকে না। বেশীর ভাগ সময়েই বাবা-মায়েদের ভয় পাওয়াটাই এই সমস্যাটাকে আরো অ্যাগ্রাভেট করে!
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৭ | 75.53.204.181
  • আচ্ছা এই যে পে কমিশন, এগুলো তো সরকারী বা কর্পোরেশনের স্কুলের জন্যও? মানে সেই স্কুলের শিক্ষক/শিক্ষিকারা একই মাইনে পাবেন না, পাঠভবনের লোক যা পাবে?
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৬ | 59.93.169.142
  • আমার মনে হয়না ছাপোষা মানুষের আয়ত্বের বাইরে সব চলে গেছে। সাউথ পয়েন্ট বা লরেন্সের স্কুলের খরচ এখনো কম।

    আমি যা যা চাই সেটা হয়তো সাউথ পয়েন্ট দিতে পারছে না। আমার চাহিদা বেড়েছে, এটাই ঘটনা।

    সরকারি স্কুলে মারধোর বা এমনকি বকাবকি হয়না বলেই শুনেছি, মানুষ অনেক সচেতন হয়ে গেছে। লেখাপড়ার মান নিয়ে জানিনা, লোকে বলে নেমে গেছে, কিন্তু আমাদেরই বন্ধু বান্ধব ভাই বোনেরাই তো এখন সেখানে পড়াচ্ছে, সরকারি স্কুল আমার মেয়ের জন্যে হলোনা কারন আমার বাড়ি থেকে সরকারি স্কুল গুলো দূরে, তাই .... উপায় ছিল না ঃ(
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৫ | 75.53.204.181
  • হনেস্টলি এই দেশে কিন্তু অ্যাডভোকেসি খুব স্ট্রং বাচ্চাদের ব্যাপারে। এখানে স্কুলে ঝামেলা হলে অনেক কিছু করা যায়।
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৩ | 61.95.144.122
  • ঠিকঠাক শিক্ষার ব্যবস্থাটা কি সেটা ডিফাইন করতে গেলেই আটকাবে। ঐতিহ্য এসে কামড়াবে - যদি তুমি বলো বর্ণপরিচয় আউটডেটেড। কম্পিটিশন এবং সারভাইভাল অব দ্য ফিটেস্টের পূজারীরা এসে "মধ্যমেধা' বলে বকা দেবে যদি তুমি বলো পরীক্ষা তুলে দাও। "লার্নিং ইজ ফান'-কে ইন্দ্রনাথ গুহ কম খিস্তি দিলেন নাকি আবাপ-তে যখন কেন্দ্রীয় সরকারের তরফে এই পরীক্ষা তুলে দেওয়ার প্রোপোজালটা এলো?
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:১০ | 75.53.204.181
  • না, একবার থানা পুলিশ করলে, সেই স্কুলে বাচ্চাকে আর রাখা সম্ভব না। অন্য স্কুল দেখতে হবে।
  • suchetana | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:১০ | 122.172.62.13
  • অক্ষর সাথে আমি একদম একমত। আমরা সবাই চাই আমার সন্তান যেন থাকে দুধেভাতে।
  • M | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:১০ | 59.93.220.197
  • একজ্যাক্টলি অক্ষ, এটাই হয়।
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৮ | 72.83.210.50
  • অজ্জিতদা,হুঁ, করলে ভালো হয় তো খুব।

    কিন্তু শুধু ছোটদের স্কুলিং নিয়েই নয়। ঐ sb কে যে প্রশ্নটা করেছিলাম, একটা ঠিকঠাক শিক্ষার ব্যবস্থা ( স্বাস্থ্য পরিষেবার মত ই) এখন ক্রমশ ছাপোষা মানুষের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে ক্রমশ, সেটা নিয়ে ও লেখালেখি হওয়া দরকার।

    তবে তুমি/তোমরা একটা সার্ভের কোশ্চেনপত্র বানিয়ে ফেলো না! সিরিয়াসলি।

    সুচেতনাদি, থানা পুলিশ করলে হয়তো অন্য স্কুলে যেতেই হত না, এটাও হতে পারে। নয় কি ?ঃ)
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৬ | 75.53.204.181
  • ছোট বাচ্চারা তো সব সময় সব কিছু বাড়িতে এসে বলেও না, আমি টিচারের নামে কমপ্লেন করলাম, টিচার হয়ত এমন কিছু ভয় দেখাল বাচ্চাকে, সে পরে আর বলবেও না, বা ইনডিরেক্ট এমন কিছু করবে যেগুলোতে নিজের পিয়ার গ্রুপের কাছে অপমানিত হবে, অথচ এক্সপ্রেস করতে পারবেনা। স্কুলের নামে কেস করলে, বাদবাকি স্কুল আর নেবেনা। ইত্যাদি।
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৪ | 75.53.204.181
  • মানুষ আরও* অমানুষ
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৪ | 75.53.204.181
  • আসলে ব্যপারটা খুব জটিল। বাচ্চার ভবিষ্যত সুনিশ্চিত এবং উঙ্কÄল ইত্যাদি হোক মোটামুটি সবাই চায়, এইটা করতে গিয়ে বহু রকমের কম্প্রোমাইজ করে, কম্প্রোমাইজ করব না বাচ্চার ভবিষ্যত নিয়ে "এক্সপেরিমেন্ট" করব এই চয়েসে ভীতু আমরা প্রতিবাদ করিনা এবং বাঁধা গতেই চলি। এর ওপর আছে অসম্ভব প্রতিযোগিতা। এর থেকে মানুষ আর অমানুষ হয়, আমার বাচ্চার ক্লাসমেটকে তার টিচার কম পছন্দ করলে আমার সার্ভাইভাল অ্যাডভান্টেজ। বাবা-মা'রা এক হয়ে প্রতিবাদ করেনা। আমার বাচ্চা টিচার'স পেট হয়েই থাকুক।
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:০০ | 59.93.169.142
  • pi, বল্লাম যে সবকটাই বেসিক ক্রাইটেরিয়া নয়। আর সে তো শুধুই স্কুলের ক্ষেত্রে নয়, হাসপাতালের ক্ষেত্রেও তো তাই'ই। এই ব্যবস্থায় সব কিছু করা যাবেনা, একটা বাম সরকার ও পারবে না। সিপিআইএম-এর পার্টি প্রোগ্রামে লেখা আছে ঃ)
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:০০ | 75.53.204.181
  • RTMS আছে এখনও। এটার কথাই বলছিলাম আর্যকে কাল - ফাল্গুনীর স্কুল।
  • M | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১১:০০ | 59.93.220.197
  • তারপর ওকে হষ্টেলে দেবো, কলকাতাই আমার পছন্দ, দুরে দিতে চাইনি, আমার মা বাবার পক্ষে অসুবিধার হতো, পৈলানে লো,এখানে আবার ছেলেরা বেশীরভাগ আসে বিরাট ক্ষমতাবান ঘর থেকে, কিন্তু কালচার প্রায়শঃই প্রায় থাকেনা। উত্তাল ক্যাল খেত,আর বাচ্চাদের এখানে কঠিন শাস্তি দেওয়া হয় না।

    আমরা শেষে বদামো শেখালাম, তুই ও মার, আমরা গিয়ে সামলাবো,

    মা, আমি মারলে ওদের লাগবে, এই ছিলো ক্যাবলাটার উত্তর।

    কিন্তু টিচাররা ওর মনের ক্ষত অনেক সারিয়ে দিয়েছে, এখন আস্তে আস্তে ফিট করে ও গেছে।
  • M | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৬ | 59.93.220.197
  • দ্বিতীয়বার ঃ
    আদিত্য অ্যাকাদেমী , রটকল,দারুন শুরুয়াত ছিলো স্কুলটার, মীরা ভট্টাচারিয়া প্রিন্সিপাল ছিলেন, ওনাকে সরিয়ে দেওয়া হলো পলিটিকস করে, পলিটিকস ই খেলো বাঙালীদের।নইলে স্কুলটা দারুন ই থাকতো।এখন পুরো গোয়াল হয়ে গেছে।

    এখানে মারা হতোনা, কিন্তু ঐ, আর পাঁচটা ভালো স্কুলের মতো প্রথম সারির বাচ্চাদের নিয়ে এগোনো শুরু হলো।

    আমরা সেবার ভিয়েতনাম গেলাম আর ছেলে সামার ভ্যাকেশনের পর জয়েন করলো।তারপর অসুস্থ হলো, আরো পিছালো।

    ফল হলো ও পুরো ক্লাসে টিচার আর বাচ্চাদের খোরাক হয়ে গেলো। ক্রমশঃ শামুকের মতো নিজেকে গুটিয়ে নিলো। সবাই তো আর এক্সেপশন বাচ্চা নয় যে যেখান থেকে হোক ফুঁড়ে বেরোবে।
  • M | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫২ | 59.93.220.197
  • এ নিয়ে আমার অভিজ্ঞতাএইরকমঃ

    ছেলের প্রথম স্কুলঃ
    দমদমের(এক নম্বর গেটের কাছে) গ্রীন উডঃ
    ছেলে তখন বছর তিনেকের বাবা সদ্য দুরে থাকছে, আর ছেলেও খালি ভুগছে, কারন বোঝাতে পারছেনা নিজের কষ্টটা,তো ক্লাসে ছেলেকে পেটা শুরু হলো, আমি অবাক, একবার গিয়ে বললাম, শুনছেনা, আবার গেলাম,চারদিকে প্যারেন্টসদের ভীর, হেবি খোরাক, আমি জিগালাম মারছে কেন? তো এক টিচার বললে না না, তমাল তো খুব ভালো ছেলে, ইনফ্যাক্ট ঋভু বেসিকালি খুব ভদ্র আর নরম স্বভাবের ছোট থেকেই, আমিও অবাক, তো জানা গেলো পাশের কেউ দুষ্টুমি করছে আর ঝাড়টা আমার ছেলের ঘারে, এর আগেও দেখেছি, নিজের চোখ, ম্যামরা কেবল সুন্দর বাচ্চাদের কোলে নেয়, কাছে রাখে, আমার কেলে ছানা কি বাড়ী কি স্কুল সব জায়গাতেই ব্রাত্য।আর সে চমকে দেওয়া বাচ্চা ও নয়, মানে বেষীর ভাগ বাচ্চা যেমন চটপটে আর ছটফটে হয়।

    আমি বলেছিলাম আপনারা একটা কেজি স্কুল চালান, তাতে ছবছর পর্যন্ত্য বাচ্চারা পড়ে আর তাদের ও পিটতে হয়?

    এক সুন্দরী ম্যাম বললেন আপনিকি জানেন আমার ছেলে দার্জিলিং এ হষ্টেলে থাকে আর কি পেটায় ওখানে।

    আর আমার সামনেই বাকী রা বললেন না না আমাদের বাচ্চাদের মারবেন , বকবেন, যাতে ওরা পড়াশুনা করে।

    আমি সেদিন ই ছেলে কোলে ফিরে এলাম আর পাঠাইনি।
  • suchetana | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫০ | 122.172.49.69
  • পাই, কিছুদিন আগে আমার ছেলের বন্ধুর মা ক্লাস্টিচারের নামে নালিশ করেছিলেন প্রিন্সিপালের কছে, টিচারটি কড়া ধাতানিও পান প্রিন্সির থেকে। তারপর থেকে উনি জাস্ট বাচ্চাটির সাথে অত্যন্ত খারাপ ব্যবহার শুরু করেন। বাচ্চাটি লেখাপড়ায় খুব ভালো কিন্তু ওকে ওরাল পরীক্ষায় খুব কম নম্বর দেওয়া হয়, আর তার সাথে পাওনা ঠাট্টা, "মাকে বলো আমার নামে আবার নালিশ করতে"। বাচ্চাটির মা শুধু দিন গুণছেন, কবে বাচ্চাটি পরের ক্লাসে যাবে, অন্য টিচারের হাতে। থানাপুলিশ করলে বছরের মাঝখানে অন্য কোথাও সিট পাওয়া যাবে না যে।
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৯ | 61.95.144.122
  • হয়েছে বলে শুনিনি। করবে? কা.গু.-র একটা ইস্যু - ছোটদের স্কুল সংক্রান্ত চিন্তাভাবনা নিয়ে?
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৮ | 61.95.144.122
  • ১০% হলেও আশ্চর্য হব। তুমি কাল শুধু গুরুর কয়েকজন ভাটুরেকে দেখেছ - যাদের মধ্যে অনেকেই উন্নত দেশগুলোর সিস্টেম কাছ থেকে দেখেছেন।
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৭ | 128.231.22.89
  • এই সার্ভেটা সত্যি করা উচিত। এখনো হয়নি এমন কিছু ?
  • Rajdeep | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৭ | 202.79.203.59
  • পাই , আসলে গোড়ায় গলদ - এখনও অনেক তথাকথিত গার্জেন (!) ভাবেন ""না পেটালে মানুষ হয় ? "", তাই ঐ মাষ্টার-মাষ্টারনীরাও ক্যাল দিয়েও পার পেয়ে যান
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৬ | 128.231.22.89
  • কালকের আলোচনা থেকে মনে হয়েছিলো,অভিভাবকদের একটা বড় অংশের স্কুল বাছাবাছির ড্রাইভিং ফোর্স হিসেবে শাস্তির ইস্যুটা থাকে। তারা গার্জেন্স বডির মাত্র ১০% তালে ?
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৫ | 61.95.144.122
  • এর উত্তরও একই। তুমি সার্ভে করে দেখো - কর্পোরাল পানিশমেন্টের বিরোধী কজনকে তুমি পাও...
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৫ | 59.93.169.142
  • অক্ষ কে, সব ক্রাইটেরিয়া বেসিক ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। যেমন স্কুল বাস থাকতেই হবে তার কোন মানে নেই, সরকারি স্কুল অনেকগুলোতেই নেই, কেন্দ্রীয় ও রাজ্য উভয় ক্ষেত্রেই। আবার প্রাইভেট স্কুল গুলোতে কারোর কারোর অল্প বিস্তর স্কুল বাস আছে, কিন্তু অনেকেরই আবার খেলার মাঠ নেই। সবার স্কুল বাস কোম্পালসারি নয়, তাই অনেকেই বাবার গাড়ি করে আসে, আর কার বাবার কত বড় গাড়ি তা নিয়ে বাচ্চারা আলোচনা করে। আবার অনেক কিছু থাকলেও হয়তো আমার বাড়ি থেকে দূরে, আমি কোনমতেই চাইনি স্কুল যাওয়াটা একটা কঠিন কাজ হয়ে উঠুক, এবং আমি বা আমার বউ কারোর পক্ষেই বাচ্চা কে স্কুলে পৌঁছে দেওয়া বা নিয়ে আসা সম্ভব নয় .... বিভিন্ন ক্রাইটেরিয়া ছিল তো।

    হেরিটেজের ওয়েবসাইটঃ http://theheritageschool.org/
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৪ | 61.95.144.122
  • উদাহরণ দোলনা - এক সময় দোলনার কিছু ঘটনা নিয়ে কাগজে উথালপাথাল হয়েছে। কিসু হয়েছে? দোলনা এখনও একইভাবে চলে।
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৩ | 128.231.22.89
  • অজ্জিতদা, হতে পারে। কিন্তু এগুলো নিয়ে কোনো লেফ্‌ট মুভমেন্ট হয় না ক্যানো ?
    আর তার থেকেও বড় প্রশ্ন আমার, একটা স্কুলের বেসিক ক্রাইটেরিয়া গুলো পূর্ণ করবে , তিরিশ বছর লেফট শাসিত রাজ্যে এরকম সরকারী স্কুলের দেখা পাওয়া যায়না ক্যানো ?
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৩ | 61.95.144.122
  • কোনো টিচারের বিরুদ্ধে কোনো কেসের এখনও ফয়সালা হয়েছে বলে শুনিনি। বল্লাম যে - ঘটনাটা যখন ঘটে তখন দুদিন (ঠিক দুদিন) কাগজে বেরোয়, তারপর আর কোনো ফলো আপ থাকে না। এবং গার্জেনস বডির ৯০% যদি এটাকে কোন ও ইস্যুই না মনে করে তাহলে চাপ দেবে কেন?
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪১ | 128.231.22.89
  • কিন্তু কোনো টিচার যদি একবার অপরাধী হিসেবে সাজা পান, তারপর কি আর জলঘোলা করার মত অবস্থায় থাকবেন ?

    কোনো গার্জেনস বডি নেই ? তারা চাপ দিতে পারেনা ?
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৮ | 61.95.144.122
  • শুধু এই ইস্যুতে নয়, আর বহু বহু ইস্যুতে (যেমন পদবী, রঙ, দেখতে কেমন ইত্যাদি) বাড়ির সাথে আমার চিন্তার তফাতগুলো আমি এখন টের পাই আর ভাবি যে এগুলো কেন আগে মনে হয়নি, বা এখানেই বড় হয়ে আমার চিন্তাভাবনাগুলো এরকম ড্রাস্টিক্যালি আলাদা কি করে হল...

    সেদিন ভাবতে ভাবতে সুমনাকে বল্লাম যে হতে পারে এটা লেফট মুভমেন্টের কϾট্রবিউশন - আমরা যখন ছোট, তখন থেকেই আমরা এই রেসিজম, কাস্টিজম, গায়ের রঙ ইত্যাদি নিয়ে বিরোধী চিন্তাভাবনাগুলোর কাছে এসে গেছি - অধিকাংশ ক্ষেত্রেই কোনো না কোনো লেফট মুভমেন্টের সাথে থাকতে থাকতে...
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৮ | 128.231.22.89
  • sb র কাছে কিন্তু উত্তরের প্রত্যাশী রইলুম ঃ)

    ও, এরকম একটা স্কুলের কথা জানা ছিলো না। বেশ লাগলো। তবে এখান থেকে কোনো ডিগ্রী পাওয়া যাবেনা,এই ব্যাপারটার জন্য ই হয়তো অনেকে শুধু এটার উপর নির্ভর করতে পারবেন না। নইলে এদের কনসেপ্ট টা বেশ।

    http://www.telegraphindia.com/1091203/jsp/careergraph/story_11813109.jsp

    এই স্কুলটাই বা এখন আছে কিনা কে জানে।

    http://www.orkut.com/Main#Community?cmm=14984102
  • suchetana | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৫ | 122.172.49.69
  • পাই, আমার ছেলের স্কুল ডায়েরিতে লেখা আছে, কর্পোরাল পানিশমেন্ট দেওয়া হয় না। প্রিন্সিপালও বিভিন্ন সময় বক্তৃতায় বলেন যে ওনার স্কুলে কর্পোরাল পানিশমেন্ট দেওয়া উনি বরদাস্ত করবেন না। কিন্তু বহু টিচার আছে, যারা কথায় কথায় হাত চালান, বেশির ভাগ সময়ই মা-বাবারা সেগুলো নিয়ে জলঘোলা করতে ভয় পায়, বাচ্চাদের উপর পরে শোধ তোলা হবে সেই ভেবে।
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৩ | 61.95.144.122
  • কোর্টে কেসের ঝামেলায় কজন জড়াতে চায়? বাঘে ছুঁলে আঠারো ঘা, পুলিশে ছুঁলে বত্রিশ, আর কোর্টে ছুঁলে তিরাশি হাজার...

    সবই হিন্দি সিনেমার গপ্পো - এবং এগুলো ফ্যাক্ট। সরশুনার সিকের কোনো স্কুল (সম্ভবতঃ বিদ্যাভারতী) মাইনে বাড়িয়েছিলো দুম করে - বেশ কিছু গার্জেন সিদ্ধান্ত নেয় যে তারা দেবে না - এদের মধ্যে একজনের (যিনি মোটামুটি মুখিয়া টাইপ ছিলেন) মেয়ের ওপর আলাদা করে অত্যাচার করা হয়েছিলো - মেয়েটা অসুস্থ হয়ে পড়ে। এই কদিন আগের খবর। তার কোনো ফলোআপ কিন্তু হয়নি - কেউ জানে না সেই মেয়েটার কি হল।

    ঋক একটা স্কেলের বাড়ি খেয়েছিলো বলে স্কুলকে অফিসিয়ালি চিঠি দিয়ে উইথড্র করেছিলাম। কাগজে যেরকম বেরোয় সেরকম কিছু হলে হয়তো তখন ভয় না পেয়ে পুলিশে ডায়েরী করতাম।
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৯ | 128.231.22.89
  • এই আইন তো বলছে এগুলোতো এককথায় অপরাধ।
    অজ্জিতদা, তালে যারা ভাবে, তারা কেস ঠোকে না কেনো ? বা নিদেনপক্ষে ডায়রিটুকু ও কি করা হয়? স্কুল কর্তৃপক্ষের কোপে পরার ভয় ?
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৪ | 61.95.144.122
  • ইপিস্তাজী - চালু থাকে কারণ এই আইনের কোনো ইমপ্লেমেন্টেশন নেই। এবং এটা নিয়ে মিডিয়ায় যতটা হইচই হয় বা আমরা যতটা কথা বলি, তার কিছুই অধিকাংশ লোকে ভাবে না। আশেপাশের লোকের সাথে কথা বলো - আমাদের জেনারেশনের যারা এখানেই থেকেছে, এখানকার সিস্টেমের সাথে অভ্যস্ত, বা আমাদের আগের জেনারেশন - তারা সকলেই বলবে - মেরেছে তো কি হয়েছে, দুষ্টুমি করলে মারবে না ইত্যাদি। ঋককে সেন্ট লরেন্স থেকে উইথড্র করার জন্যে বাড়িতে আমি এখনো দোষী।
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:২২ | 61.95.144.122
  • প্রাইভেট স্কুলের মধ্যে অনেকেরই বাস আছে - লরেন্স, জেভিয়ার্স, জিডি বিড়লা, এমপি বিড়লা ইত্যাদি। লামার্টস সিওর নই - আমাদের ওদিকে দেখিনি কখনো। মডার্ন হাইয়ের বাসও দেখেছি। তবে এগুলোর মধ্যে অধিকাংশই স্কুলের নিজস্ব বাস নয় - যেমন লরেন্স - অনেককাল আগেই বাসগুলো স্কুলের হাত থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের সময় তিনটে বাস ছিলো - সেগুলো বাস ড্রাইভারেরাই নিয়ে নিয়েছিলো। কিন্তু বাসের গায়ে সেন্ট লরেন্স লেখা থাকতো। এখন দেখলাম গাদাঅ গাদা বাস - কিন্তু এক কনট্র্যাকটরের বাস - স্কুল বাসের নিয়ম অনুযায়ী হলুদ-নীলও নয়, স্কুলের নাম-টামও নেই - বিভিন্ন স্কুলে সার্ভিস দেয়।
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:২০ | 128.231.22.89
  • আর এতসব কেস আর কোর্টের বিধানের পর ও কর্পোরাল পানিশমেন্ট চালু থাকে কি করে ?

    http://groups.google.com/group/abolishcorporalpunishment/web/news-on-corporal-punishment?pli=1

    বিশেষত এটার পর। এগুলো কি কিছুই মানা হয় না ?

    http://timesofindia.indiatimes.com/India/NCPCR-issues-fresh-strict-guidelines-on-corporal-punishment/articleshow/4617988.cms

    Under the new regulations, all chief secretaries and education secretaries have been asked to act tough against those district collectors or deputy commissioners, who are not able to end the menace.

    The Commission headed by Shanta Sinha has stated that regular block-wise meetings of all school heads should be conducted to keep a thorough check on corporal punishment cases which should be reported to the higher authorities.

    The guidelines suggest that "serious action" should be taken against the erring official by the education secretary in case the guidelines on corporal punishment are not implemented.

    As per the guidelines, all district collectors have to submit a report to the education secretaries on the action taken by August 1, 2009, and the latter should submit a comprehensive report to the Commission by September 2009. "The Commission will go through the reports and then take necessary action against states, if needed," said an official.
  • mita | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৮ | 122.167.87.176
  • কাল ফিরলাম বাঙ্গালুরু তে, লাস্ট বারো দিন মেরিল্যান্ডে ছিলাম,without net, phone, nothing! জন্মদিনের wishes এর জন্যে সব্বাইকে অনেক, অনেক থ্যান্‌কু।
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৬ | 61.95.144.122
  • মামী - সিরিয়াসলি বলছি - তোমরা ঘেনুর জন্যে পাঠভবন ভাবতে পারো। হ্যাঁ - বাড়ি আর তার জন্যে টাইমিং এবং মাঠ নিয়ে প্রবলেমটা যদি মেনে নিতে পারো। শুধু আমার ছেলে বা ভাগ্নী বা দিদি পড়েছে বলে বলছি না - গত দু বছরে শুধু এই সমস্যা ছাড়া আর বেশ ইমপ্রেসড। আমার এই হেরিটেজ টাইপের স্কুলে নিজেকে বেশ বেখাপ্পা লেগেছিলো - তোমাদের কি মনে হবে জানি না অবশ্য।

    অক্ষ - পাঠভবনের বাস আছে - দুটো। আগে রেড আর ব্লু বলতো - ব্লুটা উঠে গেছে (লোক হত না - বেহালার দিকে যেত), বদলে কসবা-বাইপাস-গড়ফা অঞ্চলে একটা নতুন চালু হয়েছে। রেডটা লম্বা রুট - গড়িয়াহাট, যাদবপুর, গড়িয়া, নেতাজীনগর, টালিগঞ্জ ইত্যাদি হয়ে। বাদবাকি সব হয় পুল-কার, বা নিজেদের ট্রান্সপোর্ট। সাউথ পয়েন্টের আগে মনে হয় ১০-১১ খানা বাস ছিলো, এখনও আছে।
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৬ | 75.53.204.181
  • সাখাওয়াৎ মেমোরিয়াল কি পুরোপুরি সরকারি না আধা?
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:১২ | 128.231.22.89
  • sb র উত্তর বুঝলাম না।
    এই বেসিক ক্রাইটেরিয়া গুলো সরকারী স্কুলের ই কি পূর্ণ করার কথা না ? না করলে দোষ কার ?
    এই ক্রাইটেরিয়া মেনে শিক্ষা পেতে গেলে মাসে হাজার হাজার টাকার রেস্ত থাকা বিনে উপায় নাই, শিক্ষাব্যবস্থার এই পরিণতি নিয়ে সরকারের দায় নাই ?
    একি কথা স্বাস্থ্যব্যবস্থা নিয়েও বলা চলে।
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১০:১০ | 75.53.204.181
  • মানে সাউথ পয়েন্ট, পাঠ-ভবন এদের তো সবার স্কুল বাস আছে? নাকি এখন সেসব নেই?

    হেরিটেজের কোন ওয়েব-সাইট আছে?

    দুখের কথায় মনে পড়ল, কাল ঐ ব্যাঙ্গালোরের ইন্ট্যার্নশানাল স্কুলের সাইটে গিয়ে দেখলাম ছেলেপিলে গুলো চুলে দেদার জেল লাগিয়ে বিলিয়ার্ড খেলছে - এই ছবি ঃ-))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত