এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dri | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৭ | 117.194.237.199
  • আর চ্যারিটি বেস্‌ড অর্গানাইজেশানই যদি হবে তবে চ্যারিটির লিস্টগুলো কি কি জানতে হবে না?
  • pi | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৬ | 72.83.210.50
  • আশায় আশায় বসে ছিলুম, সকালে উঠে পাইন গাছটাতে থোকা থোকা বরফ ফুটে থাকতে দেখবো।
    ওমা, দেখি গাছ পুরো ফস্‌সা হয়ে গেছে। হ্যাঁ বরফে তো বটেই। অন্যভাবেও ফস্‌সা হয়েছে বলা চলে। ডালপালাগুলো ই তো প্রায় সব হাওয়া। হাওয়ার দাপটে ভূমিশয্যা গ্রহণ করেছে। না, না, শুধু হাওয়া না, আড়াইফুটিয়া বরফের ভার কম কথা !

    গালে হাত দিয়ে অক্ষিগোলক বিস্ফারিত করে ডিডিদার ঐ অমোঘ বাণী টি কেবল কইতে ইচ্ছে করছে।

    আর বাকি যেদিকে তাকাই, যেন শতেক ধুনুরী বসে গেছে। কেবল তুলোর উড়ান !
  • dri | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৪ | 117.194.237.199
  • এই দেখুন নাইট্‌স টেম্পলারের কথা আপনিই আপনার প্রথম পোস্টে বলেছেন।
  • dri | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪০ | 117.194.237.199
  • ডিডিদা, উইকি কি লিংকের চেয়ে বেশী সেক্রেড?

    এই উইকির পেছনে কারা আছেন জানেন? বড় বড় গোয়েন্দা বিভাগ।

    এই যে কিছুদিন আগেই একটা রিপোর্ট এসেছে, তাতে বলছে গুগল আর এন এস এ র মধ্যে পার্টনারশিপ হবে। http://news.cnet.com/8301-1009_3-10447279-83.html

    এন এস এ আমেরিকার অন্যতম গোয়েন্দা বিভাগ।
  • pipi | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩২ | 78.52.67.139
  • আবার এর মধ্যে টেমপ্লার নাইট কোত্থেকে এল রে বাবা!
    আমার যা মনে হল পড়ে শুনে যে ফ্রিম্যাসনরি একটা ফিলানথ্রপিক অর্গ্যানাইজেশন যাদের বেস ফিলসফিক। ধরা যাক, লার্জ স্কেলে আমাদের মিশনারীজ অব চ্যারিটি বা ভারত সেবাশ্রম সঙ্গ বা রামকেষ্ট মিশন (জাস্ট আমার বোঝার সুবিধার জন্য এমন ধরে নিয়েছি)। কিন্তু কোচ্চেন হচ্ছে, সোজা সাপটা একটা ফিলানথ্রপিক অর্গ্যানাইজেশনই যদি হবে তো তাদের এত্ত এত্ত সিক্রেসি কেন?? এত রকমের সিম্বল, পাসওয়ার্ড, সাইনস!! আবার জয়েন করার সময়ে একজন ম্যাসনকে শপথও নিতে হচ্ছে যে সে এই সিক্রেসি মেনটেন করবে! এই সিক্রেসি ব্যাপারটার প্রয়োজনীয়তা বুঝছি না। তখনই মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায় ক্যা?
    আর ঐ ম্যাসনিক রিচুয়ালটা কি? ওটা তো সকাল সন্ধ্যা আরতি, প্রার্থনা, ধ্যান, মেডিটেশন এমন সিম্পল বলে মোট্টেও মনে হচ্ছে না।
    সেই জন্যেই জানতে চাইছিলাম যে এরা কি কেবলই একটা প্রাচীন সাধারণ ফিলানথ্রপিক গ্রূপ না ভেকধারী।
  • dri | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩১ | 117.194.237.199
  • অভ্যু, তুমি যেদিন প্রথম প্রবলেমটা দিয়েছিলে আমি কিছুটা ভাবনা শুরু করেছিলাম, মূলত 3-D নিয়ে অবশ্য। কিন্তু মাঝে অন্য কি একটা ব্যাপারে জড়িয়ে পড়ায় ভাবনাগুলো সব হারিয়ে গেছে।

    তুমি থ্রি-ডি প্রবলেমটা অ্যালজেব্রিকালি সল্‌ভ করেছ, তাই না? ব্যাপারটাকে কি জিওমেট্রিকালি ভাবার চেষ্টা করেছিলে কখনও? একটা থ্রিডি স্পেসে একটা প্লেন বাউন্ডেড বাই আ ট্রায়েঙ্গল, এর মধ্যে কোন পয়েন্টে অপটিমাম। এইটা তো হবে প্রবলেম। আমার একটা হাইপথেসিস ছিল অপটিমাম সলিউশানটা প্লেনের (মানে ট্রায়েঙ্গ্‌লটার) বাউন্ডারিতে থাকবে। এটা কি ট্রু? নাকি জাস্ট কিছু ক্ষেত্রে ট্রু? ইন দ্যাট কেস ঐ ক্ষেত্রগুলো ক্যারাকটারাইজ করতে হবে।

    এনিওয়ে বেশী ভাবিনি। যদি এই লাইনে কিছু আশা থাকে, তবে ফোর-ডিতেও জিওমেট্রিকালি ভাবার চেষ্টা করা যেতে পারে।
  • dri | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:২২ | 117.194.237.199
  • অ্যাই অভ্যু, না না একটু টাইম দাও। এটা নিয়ে সেভাবে বসা হচ্ছে কৈ? একটু চিন্তাশুন্যভাবে, নিরুদ্বিগ্নে দু চারদিন একটা প্রবলেম নিয়ে ভাবা, এ লাক্সারি আর জীবনে নেই বাবা। কিন্তু বড় সাধ জাগে। হিমালয়ে গিয়ে এক মনে দু চারটে প্রবলেম সল্‌ভ করি।
  • aka | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:২০ | 24.42.203.194
  • আরে ডিডিদা তো সব জানেন। অক্ষদা কে একটু শিখিয়ে দেন তো।

    অভ্যু, করব বিকেলের দিকে। এখন বিফ স্টিউ রাঁধছি।
  • dd | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৭ | 122.171.17.174
  • @আজ্জোদা
    থিরি ক্লাবস। পি এমটিভ।
    @দৃ সাহেব
    উইগি=লিং ? জান্তেম না তো।
  • Abhyu | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৬ | 97.81.73.107
  • দ্রি, ধাঁধাটা নিয়ে কদিন পরে আমি দু কথা বলব। ইন দ্য মীন টাইম আপনার কোনো যদি সাজেশন থাকে - অন্যরকম কিছু
  • dri | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৫ | 117.194.237.199
  • ভীম সেন ঃ যাদের পছন্দ হত না তাদের বুক চিরে রক্ত পান করতেন।

    ফ্রীম সেন ঃ তুলনায় অনেক সিভিল। পান বলতে শুদু জনি ওয়াকার।
  • Abhyu | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৫ | 97.81.73.107
  • আজ্জো আমায় ফোন কোরো তো
  • Abhyu | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৩ | 97.81.73.107
  • আমিও কত কিছু জানি। কিন্তু আমাকে কেউ পাত্তাই দেয় না। চাইলে হেটেরোস্কেডাস্টিসিটি নিয়ে দু কথা বলতেই পারতাম। কিন্তু তাতেও কি ডিডি আমায় পাতে তুলবেন? ন্যাঃ
    ঃ(
  • aka | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৩ | 24.42.203.194
  • এই নিয়ে একটা বিমূর্ত কবিতা লিখে দেব? হাতে গরম রেডিমেড।

    অক্ষদা, হাতে সাত থেকে নয় পয়েন্ট, আট থেকে নটা ক্লাবস। ওপেনিং কল কি হবে?
  • dri | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৮ | 117.194.237.199
  • লাউ ঠেলা। ডিডিদা দু মিনিট আগেই উইকির জয়গান গাইলেন। আবার পিছন ফিরেই লিংদের বদনাম কচ্ছেন।
  • Abhyu | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৬ | 97.81.73.107
  • ফ্রীমসেন আর ভীমসেনে তফাৎ কি? পাঁচ নম্বর।
  • dd | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৫ | 122.171.17.174
  • অ্যাই, অ্যাই,অ্যাই। জাস' কইতে যাচ্ছিলাম, সত্তি,সত্তি, যে দৃ সাহেব ও পোচুর জানেন। কিন্তু উনিতো কথাটি কইবেন্না।

    টই ছাড়া, লিং ছাড়া।
  • dri | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:০২ | 117.194.237.199
  • ফ্রিমেসন কেন? ফার্স্টে জানা দরকার নাইট্‌স টেম্পলাররা অকাল্ট ফ্র্যাটার্নিটি কিনা।

    ভাল কি মন্দ সে তো অনেক পরের ব্যাপার। ওসব কি আর চট করে বলে দেওয়া যায়?
  • dd | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৪৫ | 122.171.17.174
  • পিপি মে'
    এর আগের আগের মৎকৃত পোস্টিংএই ধক ধক কর্ছে এর সদুত্তর।

    র বাবু ছাড়া, কে দিবে উত্তর? অজ্জিত খুব ড্যান বাউন পড়ে, সে ও কইতে পারে। হয়তো।

    কিন্তু উইকির বাইরে আর ক্ষিঃ জানার থাগতে পারে? ভেবে কুল পাই নে।
  • pipi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৭ | 78.52.67.139
  • ডিডিদা, এই তো 8873 পাতায় জ্বলজ্বল করছে আমার পোশ্নোরা।
  • dd | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩২ | 122.171.17.174
  • পিপিরে কই

    ফি ম্যশোন নিয়া জানেন আমাগো র বাবু (উনি কি না সব জানেন)। উনি না কির্পা কল্লে ক্যাম্নে জানবা? সে তোমার যতোই অ্যাজমা হোক না ক্যানো? কে দিবে উত্তর? (কবি কয়েছেন)।

    আর খি খি পোশ্নো ছ্যালো , কইও।
  • pipi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২২ | 78.52.67.139
  • এত্তগুলান পোশ্নো কল্লাম, এগটারও জবাব নেইকোঃ-( ফোঁস.. (দীর্ঘশ্বাস)
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২১ | 173.26.17.106
  • রোজ তখন দীপ্তেন্দা আপিশ গিয়ে কি কি সুখাদ্য খেলো জানার জন্যে আমাদের ভয়ংকর আকুলিবিকুলি!
  • dd | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১১ | 122.171.17.174
  • অহো।

    সেই নস্টালজি'র কথা স্মৃতিপটে উৎসারিত হইলে অদ্যাবধি চিত্ত গুলগুলাইতো হইয়া থাকে। নয়ন ভ্যাবাগংগারিতো হয়। ফোঁশ করে নিশ্বাস পরে।

    অহো।
  • d | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৮ | 117.195.36.191
  • *বৈজয়ন্ত।

    হ্যাঁ মিঠু। আর মনে আছে গুরুর চারদিকের পলাস শিমুল গাছে থরে থরে মেনিবেড়াল সাজানো থাকত। তাদের সক্কলের গলায় আবার স্টেথোসকোপ। আর ঝিলপিপিও ছিল আমাদের দিনের আড্ডার দলে।
  • d | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৫ | 117.195.36.191
  • ২০০৪ এর মাঝামাঝি বাংলালাইভ মজলিশের জন্ম, মতামত থেকে সরে গিয়ে সেই প্রথম বাংলায় আড্ডার জায়গা। সেখানে তখন আমি আর শমীক অজ্জিতের সাথে খুব ঝগড়া, তর্ক করতাম। অল্প কদিন পরে ইন্দ্রাণী এলো। তার প্রায় সমসাময়িক বিজয়ন্ত। বেশ কদিন পরে রঙ্গন। ডিডি আরও মাস দুই বাদে। ঈশান মজলিশে এϾট্র নিয়েছিল ২০০৪ এর নভেম্বর নাগাদ। ডিডিকে শুরু শুরুতে আমি ২০-২২ বছরের ছোকরা ভাবতাম।
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫০ | 173.26.17.106
  • হ্যাঁ ,তখন সেই মোটা হুলোবেড়াল টা গুরুর টিনের চালে থপ্‌ করে পড়তোঃ)
  • dd | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫০ | 122.171.17.174
  • সিংগল ডি'র গুহা? সেডা কি কোন্নগড়ে?

    বলা হয়ে ওঠে নি, হোথায় যাওয়া হয়ে ওঠে নি আমার। কোন্নগড়ের সী বীচে ডাঁড়িয়ে ঝন্টুদার পটোলভাজা খাওয়ার সখ আমার বহুদিনের।

    ঠাগুর চাইলে, ঘটে যাবে অ্যাগদিন।

    আমরা কোরবো জয়,.... ডিং বিং।
  • d | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪৭ | 117.195.36.191
  • তবে ভাটে অভ্যু অম্মিপিসীর আগে এসেছে। অভ্যু, বোজো, তনু, ভিকি, তীর্থ --- এরা রাতভর ভাটাত আর সেইজন্যি ডিডি দুপুরবেলায় দুঃখু দুঃখু মুখে সম্বর, "ইডলিশ্রী' কিম্বা কলা দিয়ে রুটিমেখে খাওয়ার গল্প শুরু করলেই সার্ভার হেঁচকি তুলে ডিডির পোস্টগুলো টুকরো টুকরো করে ৫-৬ বার করে পোস্ট করত। ঃ))
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪৪ | 173.26.17.106
  • ঠিক ঠিক- আমার ই ভুল। গুরুর জম্ম ২০০৪ এ।ভাটের জন্ম তার বেশ কিছুদিন পরে।সেটা মনে হচ্ছিলো ২০০৪,হতে পারে সেটা ২০০৫।
  • d | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪৩ | 117.195.36.191
  • ডবল ডি,

    নিজের গুহায়, আবার কোথায়।
  • dd | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩৯ | 122.171.17.174
  • আরে সিংগল ডি যে

    অ্যাতোদিন কোথায় ছ্যালেন ?
  • d | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২২:২৮ | 117.195.36.191
  • যদ্দুর মনে পড়ছে ২০০৫ এর মে নাগাদ এবং হ্যাঁ অম্মিপিসীও তার কদিন পরে পরেই এসেছিল।
  • d | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২২:২৮ | 117.195.36.191
  • ভ্যাট! মিঠু ভুলভাল বকছে। গুরুচন্ডা৯ ২০০৪ এ জন্মেও থাকতে পারে, জানিনা। কিন্তু ভাটিয়া৯ অবশ্যই ২০০৫ এর মাঝামাঝি। বিশ্বাস নাহয় প্রথম আর্কাইভ খুলে দেখো, শমীকের কাছে পাবে। বাকীটা ঠিক আছে।
  • kity | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২২:২৫ | 131.95.30.233
  • নাঃ, এবারে যেতে হয়। শুভ উইকেন্ড সবাইকে। সুখে থাকুন, আনন্দে থাকুন।
  • A | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২২:২৩ | 99.183.185.250
  • থ্যাংকু মিঠু দি... তথ্য টার জন্য।

    তবে আমি গুরু'র প্রথম দিক থেকে (মানে আমি যবে থেকে দেখছি-২০০৫) "A"

    বাংলালাইভের কথা এর মধ্যে আনিনি। ওখানে আমি ২০০১ এর শুরু থেকে পুরো নামেই লিখতাম।

    যাইগ্গা!

    এই বুড়ো বয়সে আর বাচ্চামো কইরা কাম নাই!!! :D
  • kity | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২২:২১ | 131.95.30.233
  • মহাভারত টিভি সিরিয়ালের সেই গান কারু মনে আছে- যুবক ভীষ্ম খাঁচায় বদ্ধ সিংহের মতন পায়চারি করছে একদিক থেকে অন্যদিকে আর গান বাজছে "দিনো বহু দিনো বিতো গয়ে-----:-)
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২২:২০ | 173.26.17.106
  • কাবলিদা তোমার ৬ ই ফেব্রুয়ারি ২-৪০ এর পোস্টের জবাবে ওটা লিখেছিলাম তো!!
    আর তোমাকে বল্লাম তো,জেগেই ছিলাম।তুমি খামোখা দুঃখ প্রকাশ করো কেনঃ(((
  • kity | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২২:১৮ | 131.95.30.233
  • কাবলিদা,
    আহা সিংহদরজা না থাকলে বুঝি দারোয়ান লাগে না? বাঘদরজা বানিয়ে দারোয়ান রাখুন। :-)
    গাড়োয়ান তো একজন আছেই বলছেন, বেচারাকে এ রিসেশনের বাজারে ছাড়াবেন না।
    আচ্ছা, শীর্ষেন্দুর বা অন্য কারুর গল্পে পড়েছিলাম মালিককে আপিসে পৌছে দিয়ে তো সারাদিন আর কোনো কাজ নেই, ড্রাইভার তুলসীদাসী রামায়ণ পড়তো সারাদিন। সে ছিলো অবাঙালি ড্রাইভার। বাস্তব ক্ষেত্রে ড্রাইভারেরা সারাদিন কী করেন? কোনো অলটারনেটিভ কাজের ব্যবস্থা আছে কি?
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২২:১৫ | 173.26.17.106
  • @ অম্মিতা
  • A | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২২:১৫ | 99.183.185.250
  • ;)
  • m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২২:১৪ | 173.26.17.106
  • ২০০৪ এ গুরুচন্ডালি র জন্ম।ভাটিয়ালির জন্মও ২০০৪ এ। তনু প্রথম সেখানে লিখতে শুরু করে এবং অন্যলোকেদের ডাকাডাকি করে আনেঃ)
  • kity | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২২:০৯ | 131.95.30.233
  • ঠিকই তো! নামে কী আসে যায়? একই নাম হোক না নানাজনের! সে তো সেক্ষপীয়ার না নিউটন না চার্চিল না লিঙ্কন কেজানি কবেই বলে গেছেন! মানে কী বলে গেছেন কোথায় বলে গেছেন মনে পড়ছে না বটে, কিন্তু এরকমই কিছু একটা তেনাদের মধ্যে কেউ বলে গেছেন। :-)
    আমার জরুরী কোশ্নো আছে, ঝগড়ার ডেটাবেস কোথায় হচ্ছে? সেটা থেকে ডকুমেন্টারি মানে ইংরেজীতে যারে কয় প্রামাণ্য চিত্র সেটা বানাবে কেডা?
    রবাহুতো কেন কবিতা লেখেনা আজ?
    আকা কোন সিমুলেশন চালায়?

    আপাতত এই, কমরেডগণ, সঙ্গে থাকুন।
  • Abhyu | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪০ | 97.81.73.107
  • আজ্ঞে আমি ২০০৫-এ UGAতে জয়েন করি। তার আগে GA Techএ থাকার সময়ই আমি ভাট করতাম - বাংলালাইভ - সেই অলিন্দ গবাক্ষ কি সব হয়েছিল। বোজো ফোন করত। ইত্যাদি প্রভৃতি।

    যাক একটা বাজে খবর পেয়ে মনটা খিঁচড়ে আছে (ইন ফ্যাক্ট সেই খবরের ডিটেলস পাবার জন্যেই কাল অতো রাত পর্যন্ত জেগে ছিলাম।) আপনি A নিয়ে থাকুন । আমার কোনো আপত্তি নেই। আমি এনিওয়ে খুব বেশি আসি না। আমার জাস্ট মনে হয়েছিল যে একই নাম দুজনের থাকলে তাতে অত আঁৎকে ওঠার কিছু নেই।
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩৭ | 75.53.204.181
  • আহেম, আমি এককালে দিনের পর দিন নাওয়া খাওয়ার সময় বাদ দিয়ে, না ঘুমিয়ে দিনে ২০ ঘন্টা মত করে ব্রীজ খেলেছি। একবছরের বেশি সময় ধরে।
  • M | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৯ | 59.93.195.236
  • যাকগে ঘুমুতে যাবার আগে কয়ে যাই, এখনো কেউ যদি আমার উপর রেগে থাকেন, তালে শীর্ষাসন করে ফেলুন কমরেড বা কমগ্রীনরা, কারন রাগ অতি হালকা বস্তু, তা মাথা থেকে পায়ে চলে যাবে আর একটা স্টেপ ফেলার সাথে রাগ করে ছেড়ে চলে যাবে।

    আমার তো এমনি এমনি যায়,

    তবে কাবলিদার রাগ হয়না, আমি এট্টু স্বভাবটা ধার পেতে চাই, আমার যখন তখন হয় কিনা!!!
  • A | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২১:২০ | 99.183.185.250
  • ও অভ্যু দা.. চাপ নিওনা। ২০০৪/২০০৩-এ গুরু এক্সিস্ট-ই তো করতো নাঃ)

    দম দি কো পুছ তাছ কর লো- নেহি তো অন্য কাউকে- ম্যাঁয় শুরু সে (২০০৫) হি A থি ঃ)

    newayz......
    ]A/অমৃতা/A ঃ)
  • Tim | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২১:১৭ | 71.62.121.158
  • অ, আমি ভাবলাম "গাছ" টা ঠিক জাগায় বসেছে।
    কাজ কত্তে যাই। জীবনে কি চাপ।
  • M | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২১:১২ | 59.93.195.236
  • আমি ছেলের সাথে খানিক মারপিট করে হেরে এলুম, সে ব্যাটা জয়ী হয়ে এখন হ্যারী পটার দেখছে আর আমি আমার সিডি গুলো রেখে বই সাজিয়ে বসলাম, ছেলেপুলে হওয়া কি চাপ রে ভাই।

    এদিকে আমার এক বন্ধুর আবার বেবি হবে শুনে আড় চোখে ছেলের দিকে তাকিয়ে কি মন খারাপ হয়ে গেলো, কি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে,কুঁচো গুলো কুঁচো থাকে না যে কেন?
  • M | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ২১:০৯ | 59.93.195.236
  • টিম্ভাই,
    বাড়ীর গাছের, মানে তাতে একটা আলাদা অনুভব ফ্রী আছে, সমঝা?
    গর্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত