এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৭ | 122.162.75.204
  • পঁচিশ হাজার টাকা ধরে দিয়েছিলাম রেয়ানে। তারপরেও মেয়েকে পাঠাই নি, অন্য স্কুলে আবার তিরিশ হাজর দিয়ে ভর্তি করিয়েছিলাম। মিশনারি স্কুল নিয়ে হ্যালু আমারো কম ছিল না। ঐ যে বল্লাম, সব রেয়ান ভালো নয়। সব ডিপিএসও ভালো নয়। আমার বাড়ির কাছে দুই দুইখানি ডিপিএস আছে, ইন্দিরাপুরম এবং গাজিয়াবাদ। অত্যন্ত বদনাম। তাই সে-সবে চেষ্টাও করি নি। মেয়ে পড়ে ডিপিএস নয়ডাতে, বাড়ি থেকে পনেরো কিলোমিটার দূর।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৭ | 204.138.240.254
  • বিশপ কটন ইত্যাদি ঘ্যাম স্কুল ছিল। বহুত দূর। যাতায়াত করা নামোমকিন।

    আর এই গাঁ-সাইডে থেকে থেকে আর ভিড়ভাট্টা ঘিঞ্জি আর পলুশনের মধ্যে উঠে যেতে ইচ্ছে করে না!
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৬ | 61.95.144.122
  • মেয়ের ব্যাপারে অত ভাবিনি - সেশনের মধ্যে টাইপ কেস তো ছিলো না - সোওওওজা বাড়ির কাছের স্কুলে - ঘটনাচক্রে আইসিএসই, এবং লাস্ট কয়েক বছর বেশ ভালো রেজাল্ট করেছে। পাঠভবন বাড়ি বানিয়ে ফেল্লে ওখানে ট্রান্সফার করে দেবো। না হলে ওখানেই রাখতে হবে - কারণ একজনাকে বছর বছর আলাদা টাইম করাই চাপ, দুটো হলে...

    ছেলেও এটাতে আনতে পারলে ভালো হত - কিন্তু এদের অ্যাডমিশন হয় প্লেস্কুল, নার্সারি আর ওয়ানে। মাঝে খুব রেয়ার। জায়গা খালি হলেও হয় হিন্দি মিডিয়ামে। আর তাছাড়া সে পাঠভবনে খুব সুখেই আছে।
  • Samik | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৪ | 122.162.75.204
  • আমার মেয়ে সিবিএসই, এখনও অবশ্য সিবিএসই হয় নি, তবে হবে। আমার ইমিডিয়েট প্রতিবেশি কেরালাইট, তার ছেলে আইসিএসই। উনিশ আর বিশ। সেই একই প্রজেক্ট ওয়ার্ক, সেই একই ফ্যান্সি ড্রেস, সেই একই আসলে-বাবা-মা-কে দিয়ে বাড়ি থেকে করে নিয়ে যাওয়া।

    অন্যভাবে দেখলে, সিবিএসই একটু সোজা সিলেবাস, আইসিএসই একটু শক্ত। আইআইটি জয়েন্ট এ¾ট্রান্স এসবের কথা ভাবলে আইসিএসই-তেই যাও।
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৪ | 59.163.30.5
  • *ফ্রী! আমি কি লিখছি কিছু দেখা যাচ্ছে না, এই কম্পুতে, আমাদের পাওয়ার শাটডাউন চলছে।
  • suchetana | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৩ | 122.172.52.141
  • অক্ষ, ঃ-) পিরান্‌হা কি মানুষকে কেরোসিন তেলে ভেজে খায়?
    আর ওরা ঘ্যাম বাড়াতে বলতো ওটা নাকি পিরান্‌হাই ছিল, আমার পোচ্চুর সন্দ আছে।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৩ | 204.138.240.254
  • দেখি। এমনিতে আমার পছন্দ রায়ান। নিজে জ্যাভেরিয়ানদের কলেজে এগারো-বারো পড়েছি বলে একটা দুর্বলতা আছে। এখন অ্যাডমিশন পেলে হয়।

    কলকাতায় কেন যে জ্যাভেরিয়ান গ্রুপের মেয়েদের স্কুল নেই! নালে অটোমেটিক ট্রান্সফার হয়ে যেত। ঃ-(
  • Samik | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪২ | 122.162.75.204
  • কিডজিতে দিও না। ওটা নিতান্তই প্লেস্কুল। ঠিকঠিক তক্কে থেকে নার্সারিতে যে স্কুলে ভর্তি করবে, সেই স্কুলেই চোদ্দ বছর স্টিক করে থাকার চেষ্টা কোরো। নার্সারির পরে যে কোনও ক্লাসে স্কুল চেঞ্জ করা এবং অন্য স্কুলে সীট পাওয়া, নেক্সট টু ইমপসিব্‌ল। যদি না কোটা থাকে।
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪২ | 59.163.30.5
  • আমি গত একবছর ধরে সিবিএসই আইসিএসই নিয়ে খুব রগড়েছি, বইপত্তর ঘেঁটে যা ধারণা হয়েছে, লিটারেচার পড়তে হলে আইসিএসই আর সায়েন্স সাবজেক্ট সিবিএসই তে ভালো। দেখেশুনে মেয়েকে CBSE ই দিলাম, অবশ্য স্কুল Institute Campus এরি মধ্যে আর মেয়ের এডুকশন আমার চাকরীগত অধিকার বলে কিছু ভাবতে হয়েনি। In fact, মেয়েদের এডুকেশন একদম রী, তাই কোন চাঁদাও লাগে নি!
  • a | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪১ | 59.161.122.129
  • সবথেকে আরবিট ছিল মর্নিং এ তপন আর ডে তে অমল বাবু। তপনটা ঐ ক্লাস ১-৫ এর বাচ্চাগুলোকে আঙ্গুলের মাঝে পেন্সিল দিয়ে মারত। আর ওর প্রিয় ক্যচ "লাইন ছিল আয় "তোকে সাঁটাই" বলে চড় থাপ্পড়।

    আর অমল তো পুরো পাগলা। ওকে নিয়ে আর কি বলব!!
  • Samik | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪১ | 122.162.75.204
  • অজ্জিত কেভি সম্বন্ধে সঠিক বলেছে। আর্মি প্রায়োরিটি, তারপরে কেসচা, তারপরে কেস-আন্ডারটেকিং, তারপরেও জায়গা থাকলে রাসচা। তারপরে জায়গা থাকে না।

    সব কেভি ভালো নয়। যেমন সব ডিপিএস ভালো নয়। সব রেয়ান ভালো নয়।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪০ | 204.138.240.254
  • অক্ষদার ১০ঃ৩৬-এর পোস্ট!

    ঃ-))))))))
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪০ | 61.95.144.122
  • kidzee বড়দেরও হচ্ছে শুনেছি।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪০ | 204.138.240.254
  • সুচেতনা, এগারো বারো?
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৯ | 204.138.240.254
  • kidzee তো প্লেস্কুল। তাপ্পরে?
  • suchetana | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৮ | 122.172.52.141
  • অর্পন, সিবিএসই স্কুলে দিলে মেয়ে পড়বে, মেয়ে নম্বর পাবে। আইসিএসইতে দিলে বাবামা প্রোজেক্ট করবে, মেয়ে নম্বর পাবে।
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৭ | 61.95.144.122
  • দে - ওই ইস্কুলে আমার মা-মাসীরা সব পড়েছেন । ওর কাছেই আমার মাসীর বাড়ি - চণ্ডীর মাঠের গায়ে। মামাবাড়িও আগে ছিলো পুষ্পশ্রীর পাশে, এখন জেমস লং-এর ওপর। ডগলাসের মাঠে ছোটবেলায় প্রচুর খেলেছি।
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৬ | 143.111.109.1
  • !! পিরান্‌হা গোটা মানুষ খেয়ে নেয় আর সামান্য বাঙ্গালীর সিঙ্গাড়াতে চোঁয়া ঢেকুর তুলে মারা গেল?
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৬ | 61.95.144.122
  • অপ্পন - kidzee দেখো। অনেকগুলো সেন্টার আছে।
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৫ | 59.163.30.5
  • অরিজিত,
    সেটাই বটে, ঠিকই ধরেছেন ঃ))
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৫ | 204.138.240.254
  • সেডিস্ট। বাংলায় লিখতে গিয়ে ছড়িয়ে গেছে। ঃ-(
  • suchetana | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৪ | 122.172.52.141
  • অরিজিৎ, ক্লাস এইটে মার খেয়েছিল, নাইন-টেনে ওনার কোচিঙে গেল, বাংলায় লেটার, ভুগোলে লেটার। ঃ-) তবে ওনার পোষা একটা পিরান্‌হা মাছকে মেরে ফেলেছিল রোজ জলে সিঙ্গারার গুঁড়ো ফেলে।
  • a | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৪ | 59.161.122.129
  • কলকেতায় দুই ই আছে আর বেশ ভালো পরিমাণে আর ভালো মানের। সল্লেকের হিসাবে CA School, Bharitya Vidyabhavan,Central school (laboni) ভালো। এছাড়াও, অনেক গার্লস স্কুলও আছে, প্র্যাট, লোরেটো, লা মার্টস ইত্যাদি

    আমি সমান্য আইসিএসসি র দিকে মত দেব, ওটা বেশী স্টেবল বলে শুনেছি

    প্রি-স্কুলিঙ্গ ইন বেঙ্গালুরু নিয়ে কিছু কোচ্চেন আছে, মেল করব
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৩ | 143.111.109.1
  • সেডিস্ট। মার্কি ডে সেড। আমিও দেখলাম স্যাডিস্ট লিখেছিলাম।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৩ | 204.138.240.254
  • কৌশিক। লিং দেবে? বাড়ির কাছাকাছি থাকলে ট্রাই করব, নচেত নয়।
  • kc | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩০ | 213.132.250.2
  • অর্পণ। zee network এর অনেক স্কুলগুলোর মধ্যে প্রতিটা বড় শহরেই একটা বা দুটো ঘোষিত show case স্কুল আছে। এই স্কুলগুলো বেশ ভালো, প্রতিটা বাচ্চার দিকে ইন্ডিভিজুয়াল কেয়ার নেয়, আর সবথেকে সুবিধার হল যদিও এরা CBSE র হিসেবে চলে তাও international Baccalaureate এর সঙ্গে কি রকম একটা টাই আপ আছে, তাই বিদেশে ট্রানসফার হলেও একটু সুবিধা, আর দেশের মধ্যে হলে তো আছেই।
    স্কুলগুলো নতুন বলে এদের নিজেদের দাঁড় করানোর চেষ্টা আছে, আর তাতে লাভ তো বাচ্চাগুলোরই।
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩০ | 61.95.144.122
  • সুচেতনার ভাই নিশ্চয় ভান্ডারি স্যারের কোচিংএ যেত না। অ্যাকচুয়াল কারণ তো ওটা। আমি ক্লাস নাইনেও যা বাংলা লিখতুম, ক্লাস টেনেও তাই। নাইনে পেতুম পঞ্চান্ন, এবং অজ্জিত একটা আস্ত বাঁদর। টেনে সত্তর-পঁচাত্তর। এবং অজ্জিত কত বিনয়ী, নম্র, ভদ্র ইত্যাদি বিশেষণ। কারণ টেনে গোটা ক্লাসের মধ্যে আমিই কোচিং থেকে বাকি ছিলুম - নিতে পারলে কোটা পুরিয়ে যেত;-)
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩০ | 204.138.240.254
  • অদ্ভুত অদ্ভুত কারণে কেলাত। শ্যামলবাবু একবার কেলিয়েছিলেন ইহুদিদের আদি ধর্মগুরুর নাম মোজেস বলেছিলাম বলে। বাঙালির ছেলে হয়ে আমার নাকি মুসা বলতে হত!

    যত্তসব স্যাডিস্টের দল।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৮ | 204.138.240.254
  • লামা, আমার বিশেষ চিন্তা নেই। এমনকি এইটুকু একফোঁটা বাচ্চাকে এখনই স্কুল পাঠাতে আমার কোন ইচ্ছে নেই। ওই যে পিয়ার প্রেশার! উঠতে বসতে।
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৭ | 143.111.109.1
  • যাহ্‌ তাইলে ওটাও গেল। আমার কেন্দ্রীয় বিদ্যালয়গুলো বেশ ভালো লাগত।
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৬ | 61.95.144.122
  • কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রায়রিটি আছে - আর্মি এক নং, কেন্দ্রীয় সঃচাঃ দুই, কেন্দ্রীয় সঃ আন্ডারটেকিং তিন। এর পরে আর জায়গা থাকে না।
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৬ | 143.111.109.1
  • সুচেতনা ঃ-))) কি অভিনব "দুষ্টুমি"! কিন্তু এর জন্য পেটাল? আমি হলে তো বাহবা দিতাম!
  • suchetana | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৫ | 122.172.52.141
  • আমার ভাইকে ভান্ডারি স্যার প্রচুর পিটিয়েছিলেন সেন্ট লরেন্সে। ক্লাসে মাথায় রুমাল দিয়ে নামাজ পড়েছিলো কোথা থেকে একটা বাংলা কোরান জোগাড় করে।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৫ | 204.138.240.254
  • অক্ষদা, যদ্দূর জানি হ্যাঁ। শমীক কনফার্ম করতে পারবে।
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৫ | 61.95.144.122
  • অক্ষ - সায়েন্স।

    অপ্পন - সিবিএসই/আইসিএসই দুরকমই আছে। এবং, মাঝপথে ভর্তি করা সত্যিই কঠিন (এক্সেপ্ট ডিপিএস, হেরিটেজ ইত্যাদি)।
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৪ | 143.111.109.1
  • ওনাদের সঙ্গদোষ ;-)

    আর বিবাহিত হলে রিপ্রেসেড সেক্সুয়ালিটি হয়না নাকি?
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৪ | 204.138.240.254
  • যাঃ। আমাদেরও কেলাত। পাতি বাংলা মিডিয়াম গভঃ স্কুল। ল্যালাগোছের।
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৩ | 143.111.109.1
  • কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াতে হলে কি বাবা-মা'র কেন্দ্রীয় সরকারের চাকরি করতে হয়?
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৩ | 61.95.144.122
  • কিন্তু এই বিশ্বনাথ স্যার বা ভট্টা - এঁয়ারা তো হিঁদু - এবং রামকৃষ্ণ মিশনের সঙ্গে সম্পক্কোও ছিলো না - দিব্যি সংসারী মানুষ। রিপ্রেসড সেক্ষুয়ালিটি হবে কি করে?
  • Lama | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:২২ | 203.99.212.53
  • দু খন্ড কাগজের একটায় সি বি এস ই আর অন্যটায় আই সি এস ই লিখে মেয়েকে যে কোন একটা ধরতে বলুন। যেটা ধরবে সেটায় ভর্তি করে দিন।

    মেয়ে মানুষ হবেই হবে। কার মেয়ে দেখতে হবে তো!!!
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:২২ | 204.138.240.254
  • দ্বিতীয় প্রশ্ন। কলকাতায় কি সব সিবিএসই?

    (লোকজন ভয় দেখাচ্ছে মেয়ে বড় হলে আর কলকাতা ফেরা চলবে না। ওখানে নাকি মাঝখান থেকে অ্যাডমিশন মেলে না।

    ক্ষীঃ ঝাম! আমার বাবার-মায়ের সৌভাগ্যের কথা ভেবে ভেবে দীর্ঘশ্বাস ফেলি।)
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:২২ | 143.111.109.1
  • তোমার ভাগ্নী সায়েন্স না আর্টসে ছিল ১১/১২ তে অরিজিৎ?
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:২১ | 61.95.144.122
  • এবং সেই ট্র্যাডিশন এখনও চলছে। ঋককে তো সাতদিনের মাথায় উইথড্র করেছিলুম - এই কারণেই।
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:২১ | 143.111.109.1
  • এগুলো সবই রিপ্রেসেড সেক্সুয়ালিটির ফল :-|। মহাপ্রভুরাই এরকম মারেন।
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:২১ | 61.95.144.122
  • যদিও তাতে আমার বাবা-মা বেশ ক্ষুব্ধ।
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:২০ | 61.95.144.122
  • হুঁ - সেন লরেন্সে বহুত পেটাত। ডি অ্যাব্র্যু-র চারানা/আটানার সন্দেশ, অ্যান্টনি স্যারের পেল্লায় থাপ্পড়, গ্যাব্রিয়েল স্যার, বিশ্বনাথ স্যারেরাও থাপ্পড়ের জন্যে খ্যাত ছিলেন। ভট্টার জুতো ছোঁড়া...
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৭ | 143.111.109.1
  • অর্পণ ঃ-))
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৬ | 61.95.144.122
  • @অক্ষ - বড় ক্লাসে কিন্তু তেমন শুনিনি - মানে এই গত বছর আমার ভাগ্নী বারো ক্লাস থেকে বেরোল কিনা - সে তো স্কুল বলতে উচ্ছ্বসিত - শুধু বাড়ি নিয়ে দুঃখ। আর মারধোর তো অফিসিয়ালি নিষিদ্ধ - ছোট ক্লাসে। বড় ক্লাসেও শুনিনি।
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৪ | 61.95.144.122
  • পামিতাদি - বেলকাম টু দ্য ম্যাডহাউজ। কলকাতার মত কিনা জানি না, তবে গোটা দেশেই লাইফস্টাইলটা ম্যাডহাউজই বটে।
  • Arpam | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:১০ | 204.138.240.254
  • ওরে অক্ষদা মেয়ে কি আমার একার? পাড়া প্রতিবেশী শুভাকাঙ্ক্ষী সবার! ঃ-((

    (বাড়ির কাছে দুটোই আছে। দুটোরই ফর্ম তুলব।)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত