এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৩ | 216.52.215.232
  • আমার পিতৃদেব বছরে সতেরো টাকা দিতেন। ওয়ান থেকে টেন অব্দি।

    আর বছর দশেক পরে লোকজন ভাববে মুঘলযুগের গল্প বলছি।
  • m | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪২ | 173.26.17.106
  • যেটা দেখে খুব অবাক হলাম, সেটা হলো এ লেভেলে মানে ১১-১২ তে পার সাবজেক্ট একটা টাকা ,মানে ধরো অংক প্রতি কোয়ার্টারে ৪৩০০ টাকা-ছটা সাবজেক্ট মানে ... বাব্বা!
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪১ | 216.52.215.232
  • সকাল সাতটায় বেরোতে হলে আমি জাস্ট মরে যাবো। ঃ-((
  • suchetana | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪১ | 122.172.57.22
  • নাঃ। সকাল সাতটায় বাড়ি থেকে বেরোয়, ওর বাবার সাথে যায়, কুড়ি মিনিট লাগে। ফিরতে চাপ, কম করে এক ঘন্টা।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৯ | 216.52.215.232
  • রেয়ান আমার বাড়ি থেকে স্কুল বাসে তিন মিনিট। আর গোপালন বড়জোর পাঁচ মিনিট।

    এই দুটোর একটাতেই চেষ্টা করতে হবে।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৮ | 216.52.215.232
  • মানে আমার বাড়ি থেকেও অ-নে-ক দূর।
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৭ | 61.95.144.122
  • বাবাগো!
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৭ | 216.52.215.232
  • বাপ্পো! বহুত দূর।

    এত দূরে যাতায়াত করতে ছেলে কান্নাকাটি করত না?
  • m | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৬ | 173.26.17.106
  • অপ্পন, কোলকাতায় ফিরলে ওটা আমাদের প্রথম পছন্দ।ছাত্র-শিক্ষকের গড়টা হয়তো তার প্রধান কারণ। দেখছিলাম সব মিলিয়ে অ্যাডমিশান ফি ইত্যাদি নিয়ে দুই তিরিশ থেকে আড়াই এর মধ্যে কিছু একটা পড়বে- আর বছরে ৫০-৫৫ হাজার মত। যদি না প্রতি বছর নতুন ক্লাশের জন্যে আবার অ্যাডমিশান ফি দিতে হয়!!
  • suchetana | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩১ | 122.172.57.22
  • বানারঘাটা রোড, এল এন্ড টি সাউথ সিটি। লুচি-মাংসর নেমন্তন্ন রইলো। স্কুল বাড়ি থেকে ১৪কিলোমিটার।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৯ | 216.52.215.232
  • * আপনাদের
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৮ | 216.52.215.232
  • মাদাম সুচেতনা, আপানাদের নিবাস কোনখানে?
  • suchetana | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৮ | 122.172.57.22
  • পরীক্ষা
  • suchetana | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৭ | 122.172.57.22
  • তা বটে। আমি তো ভেবেছিলাম এখানে ফুর্তিতে কেজিটা প্লেস্কুলেই কাটিয়ে নিক, কোলকাতায় নিয়ে গিয়ে ভালো স্কুলে ভর্তি করে দেবো। ছেলের সাড়েতিন যখন হলো, কোলকাতায় শীতের ছুটিতে গিয়ে দেখি ওর বয়সি বাচ্চারা প্রচুর লিখতেপড়তে পারে, আর আমার ছেলে পেন্সিল ধরতে জানে না।
    বুঝলাম কোলকাতার কোনো স্কুলের ভর্তি পরিক্ষায় ও পাশ করতে পারবে না। লুরু ফিরে দেখি সব স্কুলে ভর্তি শেষ শুধু বিশপ কটনে বাকি। আর দ্বিতীয় ভাষা বাংলা নেওয়া যায় দেখে উৎফুল্ল হয়ে এখানেই দিয়ে দিলাম।
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৭ | 61.95.144.122
  • আমাদের আজ বৈদিক গ্রামে ওপেন ফোরাম আছে - কোং ভিশন ইত্যাদি নিয়ে - ঝড় ওঠার প্রচুর সম্ভাবনা। ইদানিং খুব বেশি প্রসেস ফোকাস শুরু হয়েছে এবং তার করোলারি হিসেবে মেশিন থেকে লোকাল অ্যাডমিন রাইটস তুলে নেওয়া, ইনস্টলেশন বন্ধ ইত্যাদি চলছে। কালই এই নিয়ে একচোট হাওয়া গরম হয়েছে - আমি তো বড়কত্তাদের বল্লুম যে এভাবে ওডিসি চলে, আরেন্ডি সেন্টার নয়। যদিও আমার কিস্যু হবে না - পার্সোনাল ল্যাপি, তায় ম্যাক।
  • kc | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৫ | 213.132.250.2
  • zee network এর ক্লাস ওয়ান থেকে যে স্কুলগুলো হয়, তার নাম হল লিটেরা ভ্যালি জি স্কুল। আমি দেশে গেলেই এঁদের একটা স্কুলে গান আর হ্যাড্ডাম্যাড্ডা নিয়ে পড়াপড়া খেলা করি। এঁদের স্টুডেন্টদের সঙ্গে মেলামেশার ধরনটা আমার বেশ ভাল লেগেছে।
    অনেকটা মামুর কথার মতন ভাল স্কুলের ফান্ডাতে একটা পটকা ফাটানোর মতন ব্যাপার।
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৩ | 61.95.144.122
  • চেনা কেউ ইন্টারন্যাশনাল স্কুলে নাই, হেরিটেজে আছে। মামী হেরিটেজের খপর চাও তো দিতে পারি।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:২০ | 216.52.215.232
  • দামি স্কুল কে বলল? কিন্তু ওয়ান অফ দ্য ঘ্যামেস্ট স্কুল ইন লুরু।
  • suchetana | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৭ | 122.172.57.22
  • স্যার অর্পন, বিশপ কটন হলো সবচেয়ে কম্‌দামি স্কুল, বিশ্বাস না হয়, স্কুলের মাইনের স্লিপ দেখাতে পারি, কেজি ওয়ানে সব্‌শুদ্ধু ৪২কে লেগেছিলো ভর্ত্তি করতে, কেজি টুয়ে সারা বছরের টিউশন ফি ছিল ৩৮হজার।

    আমি ভর্তি করেছিলাম সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা দেয় বলে।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৭ | 216.52.215.232
  • মামী, টেন্টাটিভ না ফাইনাল কিছু?
  • m | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৬ | 173.26.17.106
  • শমীক, আমি একটা ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা জানতে চাইছিলাম, মানে কেউ পড়ে চেনাজানার মধ্যে বা পড়তো,এইরকম।বাদবাকি খবর আমি জানিঃ)
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:১১ | 216.52.215.232
  • শমীক মার কাছে মাসির গল্প শোনাচ্ছে। এখানে সব ইন্টারন্যাশনাল স্কুলের বাচ্চাদের সুইৎজারল্যান্ড নিয়ে যায় সামার ক্যাম্পে।

    ডিঃ রেয়ান ইন্টারন্যাশনাল স্কুল নহে।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৯ | 216.52.215.232
  • কলকাতাতে তো রেয়ান নেই। এ ব্যাথা যে কী ব্যথা!
  • m | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৫ | 173.26.17.106
  • ক্যালকাটা/কোলকাতা ইন্টারন্যাশনাল স্কুল
    সম্পর্কে জানতে চাইছি।

    বেয়ানের রেয়ানে কাজ নেইঃ)
  • Samik | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৩ | 122.162.75.204
  • টেগোরের প্রিন্সি ম্যাম-এর খুউব কানেকশন। টিওআই এইচটিতে তাঁকে কোট করবেই, দিল্লিতে স্কুল সংক্রান্ত কোনও খবর ছাপা হলেই।
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৩ | 61.95.144.122
  • হুঁ - ওরকমই ছিলো। মেসের খরচ আলাদা - তিনশো থেকে আটশো অবধি (ফোর্থ ইয়ারে হলে শেষের দিকে ওই সাতশো আটশো হত)। মেয়েদের হোস্টেলে দেড়শো।
  • Samik | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:০২ | 122.162.75.204
  • রেয়ান তো ইন্টারন্যাশনাল স্কুল।

    বসন্ত কুঞ্জে আছে টেগোর ইন্টারন্যাশনাল স্কুল। ভর্তি হতেই লাগে লাখখানেক। তো, দু বছর আগে সামার ভ্যাকেশনে সেখানকার অ্যাডমিন কিছু ছেলেমেয়েকে সামার ক্যাম্পে নিয়ে গেছিল।

    কোথায় বলো তো?

    সুইটজারল্যান্ডে।
  • Samik | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:০১ | 122.162.75.204
  • মেয়ে যেখানে প্রি-নার্সারি পড়ছিল, গাজিয়াবাদে, সেখানে কোয়ার্টার্লি ফি ছিল সাড়ে আট হাজার। বাসভাড়া ধরে। সেইটা গত বছর সাড়ে নয় করে দিল বলে প্রচুর বিক্ষোভ হয়েছিল। আমাকে ডেকেওছিল জন্তর মন্তরে আর মোহননগর-গাজিয়াবাদে বিক্ষোভ সমাবেশে বসার জন্য। কিন্তু তার আগেই মেয়ের স্কুল পাল্টে ফেলেছিলাম বলে আর যাওয়া হয় নি।
  • Lama | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:০১ | 203.99.212.53
  • আচ্ছ, একানব্বই সালে ক পয়সায় ইঞ্জিনিয়ার হওয়া যেত? বি ই কলেজে যতদূর মনে পড়ে, ৬ মাসে আটান্ন টাকা, বছরে একশো ষোলো, চার বছরে চারশো চৌষট্টি। অরিজিৎ, ঠিক বললাম?
  • m | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:০০ | 173.26.17.106
  • কোলকাতাবাসীরা, কেউ ইন্টারন্যাশনাল স্কুল নিয়ে আলোকপাত করো।
  • Samik | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৯ | 122.162.75.204
  • বছরে পঁচিশ??? চূড়ান্ত শস্তা তো! ষষ্ঠ পে কমিশনের দয়ায় এখন তো বছরে চব্বিশ এমনিতেই সরকার দিয়ে দেবে। (অবশ্য আমার বউকে। তোমায় নয়ঃ-))
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৮ | 61.95.144.122
  • যাঃশালা আমি কখন মারলুম? আমি আজ অবধি মশা আর আরশোলা ছাড়া কিস্যু মারিনি।
  • Lama | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৭ | 203.99.212.53
  • আমার অভিজ্ঞতা অরিজিতের উল্টো। অরিজিৎ জ্যান্ত পিরানহা মেরে ফেলেছিল, আর আমি বায়োলজি স্যরের মরা সাপ বাঁচিয়ে ফেলেছিলাম।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৭ | 204.138.240.254
  • রেয়ানে বছরে পঁচিশ। অন্যান্য খাঁই নিশ্চয় আছে।
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৬ | 61.95.144.122
  • এই ডিপিএস, হেরিটেজ ইত্যাদিরা অ্যাডমিশনের সময় এইরকমই চায় - পঞ্চাশ অ্যাণ্ড অ্যাবভ। এদের মাসে কত জানি না। তবে কলকাতার স্ট্যান্ডার্ড ইস্কুলগুলোতে মাসে নশো থেকে বারোশো মতন পড়ে। এই গত বছরই পাঠভবন ছশো থেকে নশো করে দিলো বলে কত বিক্ষোভ-টিক্ষোভ হল...

    তবে ইদানিং দেখছি এই ইস্কুলগুলোও - মানে পাঠভবন, ফিউচার ফাউন্ডেশন ইত্যাদিরা অ্যাডমিশনের সময় মোটামুটি ভালোই অ্যাডমিশন ফী নিচ্ছে - কুড়ি/পঁচিশ করে।
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৪ | 204.138.240.254
  • @ de
  • Samik | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৪ | 122.162.75.204
  • দে, সুখে আছো। ঃ-))
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৩ | 204.138.240.254
  • আফনেরা উচ্চকোটির মানুষ মহায়! সাধারণ মানুষের জীবনসংগ্রাম গায়ে লাগে না। ইত্যাদি। ঃ P
  • suchetana | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৩ | 122.172.52.141
  • অর্পন, এগারোবারো নিয়ে লিখতে গেলে ভাটে কুলোবে না, যেহেতু নিজে এই মুহুর্তে এগারো-বারোর পড়াশোনা নিয়েই কাজ করছি। লুরুতে আমি বলবো, যে কোনোদিন চোখ বন্ধ করে যেকোনো এনপিএসের একটাতে। এগারোবারো অব্দি লুরুতে থাকার ইচ্ছে থাকলে অবিশ্যি।
  • Samik | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৩ | 122.162.75.204
  • রেয়ান ময়ুর বিহারে গেছি ফর্ম তুলতে। তখন বেলা দুটো। ছুটির সময়ে। মেন গেটে দেখি দারোয়ান নেই, একটা লোক, বোধ হয় কোনও স্কুল বাসের কন্ডাক্টর হবে, ফুল্টু মদ খেয়ে দরজা আগলাচ্ছে, আর গেটে জড়ো হওয়া ছেলেমেয়েদের বলছে, হোয়েন আই সে, ইউ ক্যান গো, ইউ প্লে নাউ, হোয়েন আই সে, ইউ ক্যান গো ইত্যাদি ... আর নাইন টেনের ছেলেরা লোকটার পেছনে লাগছে। লাস্টে লোকটা বিরক্ত হয়ে পকেট থেকে একটা হুইশল বের করে দুবার ফুর্‌র্‌র্‌ ফুর্‌র্‌র্‌ করে বাজিয়ে দিল।
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫২ | 59.163.30.5
  • শমীক,
    এতো হাজারী গল্পে ক্যামোন ভেবলে গেলাম, আমি মাস গেলে আটশো টাকা দি, সেটাও আপিস রিফান্ড করে ঃ)
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫২ | 204.138.240.254
  • এইটাও ভালো চাইছে। পঁচাত্তর রেঞ্জে।

    সেদিন বসে আমার নার্সারি থেকে ইঞ্জিনিয়ারিং কত খরচা হয়েছিল একটা হিসেব করার চেষ্টা করছিলাম। ঃ-(
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫১ | 61.95.144.122
  • আমি শুধু আশা করে আছি পাঠভবন কবে বাড়ি বানাবে। তাইলে ছেলের ওই টাইমটা সেট্‌ল করে যায়, আর মেয়েকেও ভর্তি করে দিলে নিশ্চিন্ত। দু বছরে আমার পাঠভবন পছন্দ হয়ে গেছে। প্রথম প্রথম একটু ইয়ে লাগতো - কারণ সেন্ট ক্যাথেরিনস পাঠভবনের চেয়েও নরমসরম।
  • Samik | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫০ | 122.162.75.204
  • রেয়ান ময়ূর বিহার, দিল্লিতে আমার বাড়ির সবচেয়ে কাছে, রেট ছিল চল্লিশ হাজার। কেবল আমি ইউপিতে থাকি আর সেটা দিল্লি, তাদের বাস গাজিয়াবাদে ঢোকে না, সেই সব কারণে আমার মেয়ের হয় নি ঃ-)
  • Arpan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৯ | 204.138.240.254
  • এই রেয়ান ("রায়ান নয়") বেশ ভালো।

    ডিপিএসের এক স্কুল টিচার আমাদের ফ্লাটে থাকতেন। বাঙালি। তার ভুলভাল ইংরিজি শুনে ডিপিএস সম্বন্ধে শ্রদ্ধাভক্তি চটকে গেল।
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৯ | 59.163.30.5
  • আরেব্বাস!! অরিজিত, মাসীমা আমার স্কুলের প্রাক্তনী, খুব আনন্দ হলো শুনে! আর ডগ্লাস গ্রাউন্ড আমার প্রাইমারী স্কুলের খেলার মাঠ, আমি ঐ সেন্ট জোসেফস-এ পড়তাম যে ঃ))
  • Samik | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৯ | 122.162.75.204
  • ও হ্যাঁ, সেটা রেয়ান গাজিয়াবাদ বলে পঁচিশ চেয়েছিল। সে বছর গুরগাঁও রেয়ানের রেট ছিল সত্তর হাজার। খুব নামকরা স্কুল।
  • Arijit | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৯ | 61.95.144.122
  • ** ভাবিনি বলা ভুল - এক্ষুনি সব চেপে ধরবে;-) বেসিক্যালি ঝঞ্ঝাট হয়নি। ঋকের বেলায় মিড সেশনে এসে পড়ার জন্যে কি রকম যে দৌড়দৌড়ি গেছিলো... **
  • a x | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৮ | 143.111.109.1
  • কেন যে মানুষ বাচ্চা বানায়! যাই বাড়ি যাই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত