এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৪৬ | 59.93.169.142
  • পাই, এরকম স্কুল পেলে তো ফাটাফাটি, শান্তিনিকেতন ও তো এরকম ছিল, এখন নেই।
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৪৫ | 72.83.210.50
  • পাই থেকে চাই? তা মন্দ না। বেশ একটা ডিমান্ডিং মোডে থাকা যাবে সবসময়। ঃ)

    গুরুতে দে র সাথে চাই ও জুটবে । আর কি চাই ? ঃ)
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৪৩ | 59.93.169.142
  • অরিজিৎ, বর্ণপরিচয় নিয়ে সুতোটা আরেকবার চালু করো!
  • suchetana | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৯ | 122.172.50.230
  • ইস্পিসাল টা বেটার না? কেমন লোকাল ট্রেনে বসে আছি টাইপ, "'ইস্পিসাল চায়, ইস্পিসাল চায়''।
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৮ | 59.93.169.142
  • প্রেফারেন্সের ক্রাইটেরিয়া তো বলেছি আগেই IP Address : 59.93.201.170 Date :05 Feb 2010 -- 09:42 AM

    লিমিটেশনের কারনে একগাদা ক্রাইটেরিয়া মাথায় রাখতে হচ্ছে। তার মধ্যে দুরত্বটা মস্ত বড় ব্যপার।
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৮ | 72.83.210.50
  • x-(
    আর কোনো কথাই বলবো না ! x-(
    ঘুমোতে চল্লুম। তাও ঠিক না, খেতে। এই বকর বকর করতে গিয়ে .. ঃ(

    কাল , সক্কাল সক্কাল প্রেসেন্টেশন ঃ(

    মা মা গো ! মামা গো !
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৮ | 61.95.144.122
  • ওই যে - বিকল্প পদ্ধতির কথা বল্লেই ঐতিহ্য এসে কামড়ায় - তখন ডান না বাম দেখে না। ট্র্যাডিশনালি বাঙালী অতি কূপমণ্ডুক জাতি - গুরুঠাকুরেরা যা বলে গেছেন (এঁদের মধ্যে চৈতন্য, রামকৃষ্ণ, বিবেকানন্দ, বিদ্যাসাগর, আরেন্টিস্যার, মার্ক্স সকলেই পড়েন) তার বাইরে বেরোলে লোকে "কালাপাহাড়' বলে। বর্ণপরিচয় আউটডেটেড বলাতে এই আমাদের জেনারেশনেরই একজন বলেছিলেন "যে বই পড়ে এত এত মনীষীরা বড় হলেন তাকে আউটডেটেড বলার তুমি কে হে?'

    এটা পদ্ধতির ক্ষেত্রেও সত্যি। নইলে বলো - বিলেতে বছরের পর বছর ধরে ইংরিজী পড়া ও লেখা শেখানো নিয়ে কাজ হচ্ছে। লেটারল্যান্ড তো একটা পদ্ধতি - এর আগে অনেক এসেছে/গেছে। বাংলা পড়তে/লিখতে শেখানো নিয়ে অল্টারনেটিভ কিছু হয়েছে? বই বলতে সেই বর্ণপরিচয় (আউটডেটেড), সহজ পাঠ (এও আমার মতে এখন পাল্টানো যেতে পারে) আর হাসিখুশী (সেও সেই কবেকার বই)। সেন্ট লরেন্সে ক্লাস টুয়ের বুকলিস্টে একখান বই দেখলুম - পর্ষদ অনুমোদিত বাংলা ব্যাকরণ - তাতে সন্ধি, সমাস এবং কারক অবধি আছে। সেগুলো পড়ায় কিনা জানি না, তবে ক্লাস টুয়ের বইয়ে ওগুলো থাকবে কেন এবং কোন আক্কেলে ওটাকে পর্ষদ অনুমোদন দিলো? লেখক বেশ লম্বাচওড়া ডিগ্রীধারী লোক - আমার তো তার ডিগ্রীর ওপর সন্দেহ হল বইটা দেখে।

    ইভেন ইংরিজী পড়ানোর ক্ষেত্রে কোনো স্কুলে এ-বি-সি-ডি না শিখিয়ে যদি ফোনেটিক্যালি শেখায় - মানে অ-ব-স/ক-ড - কজন বাবা/মা সেটাকে সমর্থন করবেন তার সার্ভে করে দ্যাখো।
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৫ | 72.83.210.50
  • হ্যাঁ, এবার আর ইস্নিপ্স ই বাদ থাকে ক্যানো ! x-(
  • kc | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৫ | 89.203.49.18
  • আরে আমিও তো তাই বলছি, শুধু একটু আলাদ করে, আমার মতে সব স্কুলগুলোই মোটামুটি ভালোই। যোগ বিয়োগ ঠিকঠাকই শেখাচ্ছে। মুড়ি মুরকির দাম কোনোক্ষেত্রেই তো এক নয়, স্কুলের ক্ষেত্রেই বা তা হতে হবে কেন?
  • dipu | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৪ | 61.12.12.83
  • ভোন্তু।
  • sinfaut | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৩ | 203.91.201.55
  • ইস্পিসা নামটা চলবে?
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩১ | 72.83.210.50
  • ঃ)
    স্কুল কলেজে আমার নাম কি হয়েছে, সেসব দুখ ভরি কহানিতে আমি মোটেও যাবো না।

    কিন্তু দে দি, ইয়ে, আমি কিন্তু বাপ, মা কোনো ক্যাটেগরি তেই পড়িনা ঃ)
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২৯ | 72.83.210.50
  • সেটাই তো বলছি। সব স্কুল মোটামুটি এক ই রকম ভালো হতে হবে। এখনকার সিস্টেমের জন্য ও । তাহলে ই তো তালে ঐ লটারিতে 'প্রেফারেন্স' অনুযায়ী' স্কুল না পেলে বিকল্প হিসেবে হেরিটেজের কথা ভাবতে হয় না।

    কেসি, এই অজ্জিতদার কাছেই শুনুন। পাঠভবনের মত স্কুলের চাহিদা আছে কিনা। আমার নিজের ও মনে হয়, থাকা উচিত। তো, এদের এই শিক্ষাপদ্ধতি ক্যানো সরকারি স্কুল গুলোতে ইমপ্লিমেন্ট করার কথা ভাবা হবেনা, আমার প্রশ্ন সেটাই।
  • suchetana | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২৭ | 122.172.50.230
  • ঃ-) ইপিস্তা তো ভালো নাম, শুনলেই ফোরেনার ফোরেনার মনে হয়। আমার এক বন্ধু ছিল বিনায়ক প্রসন্ন দাস, রাজাবাজার সায়েন্স কলেজ তাকে ভিনাইল প্লাজমা দাস করে দিয়েছিল।
  • de | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২৭ | 59.163.30.4
  • উফ! দুদিন ধরে কুঁচোদের শিক্ষে নিয়ে বাপ/মায়েরা রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়ে যাচ্ছে!
  • de | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২৫ | 59.163.30.4
  • আন্দোলন against স্কুলায়ন!
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২১ | 72.83.210.50
  • কিন্তু হানুজী যে আমার এ কী সর্বনাশ করে দিলেন !!!

    পিনাকীদা আর মামু মিলে আগে ঐ হিপি হিপ্পো মার্কা একটা বাজে নাম গছিয়েছিল, এখন জুটলো পচাতর এক নাম।

    নাঃ, নাম নিয়ে আমার আজন্মলালিত দুঃখ আর ঘোচার নয় ঃ(
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১৪ | 72.83.210.50
  • মানে, প্রেফারেন্স অনুযায়ী না পেলে আপনি সরকারী স্কুলে না দিয়ে হেরিটেজে কন্টিনু করবেন (পার্সোনালি নেবেন না, জাস্ট উদাহরণ হিসেবে বলছি) । তো এই প্রেফারেন্সের ক্রাইটেরিয়া কি ?
    সব সরকারি স্কুলে তালে সব প্রেফারেন্স অনুযায়ী সব ক্রাইটেরিয়া ফুলফিল্ড হচ্ছে না ? না হলে ক্যানো না ?

    দূরত্ব টা একটা ক্রাইটেরিয়া হতে পারে। ঐজন্য ই বল্লাম নেইবারহুড স্কুলের কনসেপ্টটা চালু হলে ভালো।

    সেটা বাদে অন্যগুলো নিয়ে জানতে চাইছি।
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১৩ | 59.93.169.142
  • এত স্কুলের জন্যে তো অনেক জমি লাগবে, অনিচ্চুকদের অন্দোলন হবে না? ;-)
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১১ | 61.95.144.122
  • ইপিস্তাজী - নেবারহুড স্কুলের কনসেপ্ট চালু হচ্ছে - সুপ্রীম কোর্টের (নাকি দিল্লী হাই কোর্ট) ডাইরেক্টিভ আছে যে বাড়ির চার কিলোমিটারের মধ্যে স্কুলে ভর্তি করতে হবে। কিন্তু সব জায়গায় ইমপ্লিমেন্ট হয়নি। দিল্লীতে এটা শুরু হয়েছে - কিন্তু সাথে সাথে এর সাথে জড়িত সমস্ত প্র্যাক্টিক্যাল প্রবলেমও। এটা সফলভাবে করতে হলে সবার আগে যেগুলো লাগবে সেগুলো হল -

    (১) স্কুলগুলোর স্ট্যান্ডার্ড মোটামুটি কাছাকাছি হতে হবে, আর নয়তো ভালো স্কুলের আশেপাশে থাকার জন্যে কাড়াকাড়ি পড়বে, নয়তো ভুল ঠিকানা দিয়ে জালি হবে। এর ইনডাইরেক্ট এফেক্ট হল ভালো স্কুলের কাছে প্রপার্টি প্রাইস রাইজ।
    (২) অ্যাডমিশনটা স্কুলের হাত থেকে নিয়ে একটা সে¾ট্রাল বডি করবে - যেমন বিলেতে সিটি কাউন্সিলগুলো করে।
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১১ | 59.93.169.142
  • সুচেতনা, ঠিকই বলেছেন, খবরটা আমিও পড়েছি। তাই স্কুলের ফিলসফি যদি হয় টিচার বকাবকি করলে বা মারলে টিচারের শাস্তি হবে, আমি সেই স্কুল পছন্দ করব। সরকারি স্কুলেও বোধয় নিয়ম আছে এরকম, এটা তো বোধয় দেশের আইনও, কিন্তু সরকারি স্কুলে বেশিরভাগ জায়গায় ভয়ে এটা মানে, কিন্তু এই ফিলোসফিটাকে চ্যাম্পিয়ন করা হয়না, সেটাই ব্যর্থতা। পাই ও বোধয় একই কথা বলছিলেন।
  • suchetana | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১০ | 122.172.50.230
  • ডিঃ লিংক চাহিয়া লজ্জা দিবেন না, আমি লিংক সংগ্রাহক নহি।
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১০ | 72.83.210.50
  • কেসি, আল্টিমেট প্রোডাক্ট অন্যরকম হচ্ছে না, এটার তাহলে নিশ্চয় কোনো ডেটাসেট থাকবে, লার্জ স্যাম্‌প্‌ল সাইজের । যেটার বেসিসে তাঁরা এই অচলায়তন অটুট রাখার সিদ্ধান্ত নিচ্ছেন। সেই ডেটাসেটের তালে অ্যাকসেস পেতে চাইবো।

    পাওয়াটা তো দরকার ও । সেটা দেখলে, 'অন্যরকম' শিক্ষার খোঁজে মা বাবারা তাহলে অন্যত্র দৌড়বেন ও না ঃ)

    তবে, পেডাগগি নিয়ে কিছু কাজকম্মো দেখেছু আমি। আর সেটার ভিত্তিতে আমি কিন্তু উল্টো কথাই বলবো। ফারাক হয়। আর সব সময় তো ফিনিশড প্রোডাক্ট টাই শুধু ম্যাটার করে তাই না, কিভাবে প্রসেস টা হল, সেটাও।
    পৌঁছলাম তো পৌঁছলাম, কিন্তু খানা খোঁদ্‌ল ভরা রাস্তায় ঝাঁকুনি খেতে খেতে পৌঁছালাম না স্মুদলি, সেটাও তো ম্যাটার করে। ঃ)
  • suchetana | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৭ | 122.172.50.230
  • SB, এই বছর কয়েক আগে কোলকাতার একটি বিখ্যাত সরকারি ছেলেদের স্কুলে একটি ক্লাস ফাইভের ছেলেকে খাতা নিয়ে যেতে ভুলে যাওয়ার অপরাধে মারা হয়, মার খেয়ে ছেলেটির মাথা ফেটে যায়। খবরটি বিভিন্ন কাগজে বেরোয়, এমনকি আকাশ বাংলাতেও দেখানো হয়। ছেলেটির ঠাকুমা পার্টির উঁচুতলার কর্মী হওয়ায় কিছুদিন শোরগোল হয়, থানাপুলিশও হয়। শিক্ষকটিও অন্য কোথাও বদলি হয়ে যান, মামলাটি আজও চলছে। ছেলেটির পরিবার আমার খুব পরিচিত। মামলাটি চলছে বলে নামধাম দিলাম না।
  • kc | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৪ | 89.203.49.18
  • অপ্পনকে, পঁচিশ ত্রিশ বছর আগে আমার বাড়িতেও বাবা মা দুজনেই কেলিয়ে পাট করে দিত। আমার ছেলেকে আমি আজও অবধি একবারও মারিনি।
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০২ | 59.93.169.142
  • আজকাল বাচ্চা কে ক্যালালে স্কুলের বাইরে সেই মাস্টারমশাইকে 'দেখে নেওয়া হয়' ঃ)
  • Rajdeep | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০২ | 202.79.203.59
  • এককালে শুনতাম এই স্কুলে নাকি গায়ে হাত না ; সৈফুদ্দিন চৌধুরির ভাইঝিকে তো মেরেই ফেলল http://www.telegraphindia.com/1081129/jsp/calcutta/story_10179943.jsp
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০২ | 72.83.210.50
  • মারধোর না করাটা সরকারি স্কুলের ও লিখিত পলিসি হবে না ক্যানো ?

    আর যদি লিখিত পলিসি ই হয়ে থাকে, তাহলে তার থেকে বিচ্যুতির সম্ভাবনা সরকারি স্কুলের থেকে হেরিটেজে কম ক্যানো ? মানে, কম বলেই তো অনেকে হেরিটেজ বা ইন্টারন্যাশানম স্কুল প্রেফার করছেন। কাল মামীর পোস্ট পড়ে তো সেরকম ই মনে হল।
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০০ | 59.93.169.142
  • না না, আজকাল কোথাও না কোথাও পেয়েই যায়। প্রেফারেন্স অনুযায়ী নাও পেতে পারে, এই যা।
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০০ | 204.138.240.254
  • মানে তখন ক্যাল খেয়েও বাড়িতে বলতাম না। কারণ বাড়িতেও কারণে অকারণে ক্যাল খেতে হত।
  • kc | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৯ | 89.203.49.18
  • পাইকে, অন্যরকম শিক্ষাব্যবস্থায় আল্টিমেট প্রোডাক্টটা কি অন্যরকম হচ্ছে? বোধহয় না। সেই জন্যই আমাদের অচলায়তনগুলির চিন্তাবিদেরা ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে দেখেছেন না। এই হল আমার অবজার্ভেশন।
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৯ | 204.138.240.254
  • সরকারি স্কুলে বছর কুড়ি আগেও উদোম কেলাত। এখন কি অবস্থা পাল্টেছে?
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৮ | 72.83.210.50
  • এই লটারির ব্যাপারটা ঠিক কিভাবে হয় ? কোনো না কোনো স্কুলে পায় ই নাকি কোথাও না ও পেতে পারে ?

    আপনার জন্য লটারি না হলে হেরিটেজ আছে,বেশ। আমার কোশ্চেন হল, একজন সিকিওরিটি গার্ডের মেয়ে যদি লটারিতে না পায়, তখন তাঁর কাছে মেয়েকে পড়ানোর আর কী কী অপশন থাকে? আর এই প্রি লটারির পর্বেই বা তাঁর কাছে কী কী অপশন থাকে ?

    আমাদের দেশে নেইবারহুড স্কুলের কনসেপ্ট চালু করা হয় না ক্যানো ?
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৭ | 59.93.169.142
  • আর আগেই বল্লাম, বাকি প্রশ্ন আমারও।
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৬ | 59.93.169.142
  • pi, হেরিটেজ ও সরকারি স্কুল - একটাতেও মারধোর হয় না। হেরিটেজে এটা ওদের USP আর সরকারি স্কুলে মানুষের চেতনা। বিকল্প দুজায়গাতেই আছে।
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৫ | 204.138.240.254
  • পাই। একটা বড় ক্রাইটেরিয়া টিচার স্টুডেন্ট রেশিও। সেইটা হওয়া চাপ আছে।

    (এইটা আমার ক্রাইটেরিয়া নয়, কারণ আমরা ষাটজন এক সেকশনে পড়তাম)
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৩ | 204.138.240.254
  • ক্রেশ তিনমাস বয়স থেকেই দেওয়া যায়। সার্জাপুরে প্রচুর প্লেস্কুল পাবি। তবে সুন্দর আর টিকাও আর সস্তা ক্রমশ ব্যস্তানুপাতিক হয়ে যাচ্ছে।
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫২ | 72.83.210.50
  • কেসি, অন্যরকম শিক্ষাব্যবস্থার জন্য ও অনেকে যাচ্ছেন। ঐ কালকের আলোচনা থেকেই মনে হল,আমেরিকার মত চাপ কম, একটা অন্যরকম ভাবে শিক্ষাদান , এটার জন্য ও অনেকে যাচ্ছেন।

    আমার আরেকটা প্রশ্ন তো সেখানেই। এই 'অন্যরকম' ( এবং যেটাকে অনেক দিক থেকেই বেটার বলা যেতে ই পারে ) শিক্ষাব্যবস্থা তো সত্যি ই এমন কিছু ব্যয় সাপেক্ষ নয় যে আমাদের অন্যান্য স্কুলে সেই পদ্ধতি চালু করা যাবে না। ( ঐ হোমি ভাবা সেন্টার বা হোসাঙ্গাবাদের উদাহরণ ঐ জন্য ই দিলাম) । তো এই পুরানো ব্যবস্থার অচলায়তন না ভাঙ্গার কারণটা কি ? ল্যাদ না অনীহা না ব্যাপারটাকে গুরুত্বপূর্ণ মনে না করা ?
  • a | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫১ | 115.117.148.27
  • অপ্পন্দা, লুরুতে, ঐ মারাথল্লি/হোয়াইট ফিল্ড এই এরিয়ায়, "সস্তা, সুন্দর, টিকাও" প্লেস্কুল পাবো তো? আমার কুচোটারো তো আড়াই হতে চল্লো।

    আর ক্রেশ? সেটা কোন বছর থেকে দেবা যায়?
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫১ | 59.93.169.142
  • piকে, সরকারি স্কুলে ক্লাস ওয়ান থেকে, এবং লটারির মাধ্যমে অ্যাডমিশন। না পেলে মেয়ের মনে বাজে চাপ পরতে পারে, তাই আগে ভাগেই অ্যাডমিশন প্রি-নার্সারিতেই।

    এবারে ক্লাস ওয়ান হবে, ফর্ম ফিলাপ করব, লটারি তে লাগলে যাবে সরকারি /আধাসরকারি স্কুলে, না পেলে হেরিটেজেই কন্টিনিউ করবে।

    বোঝা গেলো?
  • Rajdeep | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৮ | 202.79.203.59
  • একটা তথ্য অনেকবার শুনেছি - ঠিক কি না কে জানে ?
    "" পঃবঙ্গ সরকারের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বাজেটের ৯৫% খরচ হয় স্কুলশিক্ষকদের মাইনে দিতে""
  • Arijit | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৪ | 61.95.144.122
  • তাই তো কইলাম। কাউনসিলডারে কয় CISCE, আবার পরীক্ষাডারে কয় ICSE - বর্ণবিপর্যয় নয়? ফুলিয়ে লিকলে "শব্দবিপর্যয়' ;-)
  • pi | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৪ | 72.83.210.50
  • আহা, সব ক্রাইটেরিয়া ই আপনার ক্যনো ? কিন্তু হেরিটেজে পড়ানো অনেকের ই এই ক্রাইটেরিয়াই আছে বটেক। ঃ)

    তবে, আমি এখনো ঠিক বুঝিনি, আপনার ক্রাইটেরিয়ার ঠিক কোনগুলো সরকারি স্কুলে মেটেনা আর না মিটলে ক্যানো মেটেনা। আর সেটার জন্য দোষ কার ?

    মানে, বিপ্লব আসে নাই, এ ছাড়া আর যদি কোনো উত্তর থাকে ঃ)
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৩ | 59.93.169.142
  • কৌশিক, কোনও আপত্তি নাই। একটু আগে ক্রাইটেরিয়াগুলো লিখেছি, আর এন টি হওয়া কোন কাজের ক্রাইটেরিয়া হৈল? ;-)
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৩ | 204.138.240.254
  • বেসিকালি কেউ আমার মত না হলেই খুশি হব। স্বাধীনভাবে নিজের যেটা ভালো লাগে সেইটাতে কেরিয়ার বানাবে। ইচ্ছে না হলে তাও বানাবে না। ব্যস।
  • kc | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৩ | 89.203.49.18
  • পাইকে, কিছু লোকে হেরিটেজ বা এরকম স্কুলগুলোর পিছনে যাচ্ছে ধাঁধসে, আর কিছু লোকে যাচ্ছে তাদের কাছে পয়সা এসেছে অসভ্যের মতন বলে।
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪২ | 59.93.169.142
  • অরিজিৎ, একদম'ই নয়, http://www.cisce.org/
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪১ | 204.138.240.254
  • দুইজন ডাইনপন্থীর নাম লিস্টে ঢুকাইলেন কমরেড। এইটা কি ভালো হল? ঃ)
  • SB | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪০ | 59.93.169.142
  • pi, ক্রাইটেরিয়া গুলো অন্য ছিল তো, কি মুস্কিল!!!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত