Paramita | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:১২ | 122.167.82.56
অমন অসভ্য কাজ করেন কেন?
Tim | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:১০ | 71.62.121.158
এইজন্যই লিখি লিখি করেও লিখছিনা।
আদর্শের কি হবে? আদর্শের ভুজিয়া বানাবে দুনিয়া। একমাত্র যদি তুমি প্রতিভায় চাদ্দিক অন্ধকার করে দাও তো আলাদা কথা।
kity | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:১০ | 131.95.30.233
আহারে আকা। মানবকল্যাণে এই ছটফটানি! আহারে! মিটিমওলাদের হাতে একটা একটা করে কলা ধরিয়ে দিয়ে পালিয়ে আসুন আর লিখুন। :-)
a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৯ | 143.111.109.1
পাই, ভাবতে হয় তো।
kc | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৯ | 89.203.49.18
পাই কে, আদর্শ কেস নয়, আমিই মাস গেলে প্রায় আড়াই লাখ টাকা মাইনে পাই, কেন এত মাইনে আমি বুঝে পাইনা। আমার নিজেকেই বিরাট অসভ্য লাগে।
a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৮ | 143.111.109.1
কেডি সেই পুরোনো খেলাতে ফিরে গেছেন, মাঝে মাঝে এসে একটু গায়ের ঝাল ঝাড়া টাইপ কথা বলেই, আর আমি কিছু বলছিনা বলবেন ঃ-))
aka | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৭ | 168.26.215.13
সারাটা দিন মিটিম/ইন্টারভিউ করেই কেটে গেল। এই বিষয় নিয়ে আমার মূল্যবান মতামতগুলো না জানলে লোকের যে কি হবে ভেবে অস্থির হয়ে পড়ছি।
aka | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৬ | 168.26.215.13
একটা টই খুলে লেখ না তোমরা। এগুলো খুবই জরুরী ইনফরমেশন। এত ল্যাদ এত ল্যাদ কেউ একটা টইও খোলে না। আমি খুলে দিলেও সেখানে গিয়ে কেউ লিখবে না। সেও বুইতে পারছি।
kc | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৫ | 89.203.49.18
কনইউসেড মানে কী?
Paramita | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:০১ | 122.167.82.56
আমার মেয়ে আমেরিকা থেকে ফিরে বাড়িতে বসে থেকে রোজ কাঁদতো আর কবে বাড়ি যাবো জিগেস করতো। অন্য কোন ইশকুল বছরের মাঝখানে নিল না। এই ইশকুল শুধু নিয়েছে তাই নয়, অত্যন্ত সহৃদয় ব্যবহার করেছে, ট্র্যানজিশনটাকে স্মুদ করেছে। এইবার আমি সেটা অ্যাফোর্ড যদি করতে পারি, বাড়িতে বসিয়ে রেখে ওকে শুধু শুধু ডিপ্রেসড হতে দেখবো?
অন্য "কমদামী" রেগুলার ইশকুল তিরিশ হাজার টাকা বিনা রিসিপ্টে ক্যাশ চেয়েছে, এইবার কি করব? আদর্শের কি হবে? সঙ্গে থাকুন।
kity | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:০১ | 131.95.30.233
স্তরে স্তরে ভাগ করা ভারত। জাতিধর্মবর্ণ দিয়ে ভাগ করা শুধু নয়, অর্থ দিয়ে আরো ভালো করে ভাগ করা। চিরকালই। পৌরানিক ঐতিহাসিক যুগ থেকে আজ অবধি। শুধু বাইরেটা বদলেছে যুগের তালে। যে যেই স্তরে আছে সে তো সেই স্তরের মতই কাজ করবে, নয় কি?
pi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:০০ | 128.231.22.89
একদম আদর্শ কেসে তো তাহলে আমার হাতে অন্যের থেকে কেন এত বেশি পয়সা আসছে, সে কথা ভাবতে হয় ? ঃ)
kd | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০১:০০ | 59.93.214.19
যখন লেখার টুকরো তুলে নিয়ে সে'গুলোকে পছন্দমতো জুড়ে নিয়ে বুঝতে পারার চেষ্টা হচ্ছে, তখন আরও লেখা যাক্।
'ক' লিখলো ছেলেকে ইন্টারন্যাশানাল স্কুলে দিয়েছে, 'খ' লিখলো, ইন্টারন্যাশানাল স্কুলে অসভ্যের মতো টাকা রোজগার করা লোকেরা দেয়, তা' পড়ে 'ক' অফেন্ডেড হ'লো, লিখলো। আমি তাই পড়ে আমার অভিজ্ঞতা লিখলুম, 'ক'কে অ্যাড্রেস করে।
'খ' পরে লিখলো, ওর কমেন্ট 'ক'কে মিন করে নয়, 'ক' ছাড়া অন্য সকলের জন্যে। ঠিক আছে, তাও অ্যাক্সেপ্টেব্ল। এমন হতেই পারে।
গন্ডগোল লাগলো ঘুষ দেওয়া আর ইন্টারন্যাশানাল স্কুলে ছেলে পড়ানোর সম্পর্ক নিয়ে - এরা কেন এক জায়গায়? দেখি ??? degrees of kevin bacon থিয়োরি অ্যাপ্লাই করে।
৭০-৮০-৯০'এর দশকে যারা বড় হয়েছে এখানে, তারা দেখেছে পাড়ায় যাদের পয়সা আছে (অভদ্রের মতো), তারা আইদার ঘুষ খায় বা ঘুষ দেয়, সৎভাবে অনেক টাকা রোজগার করা লোক সে দেখেনি। এটা তার দোষ নয়, এই সমাজে তার সুযোগ খুবই কম ছিলো। সে দেখেছে তাদের ছেলেমেয়েরা সব সাহেবী স্কুলে যায় আর সে পাড়ার বাংলা মিডিয়ামে। সেই অভিজ্ঞতা নিয়ে সে বুঝতে পারে না জাস্ট সাপ্লাই-ডিম্যান্ডের দৌলতে কেউ কেউ সৎপথেই খেটে রোজগার করতে পারে আর সেই রোজগারে নিজের ছেলেকে ইন্টারান্যাশানাল স্কুলে পাঠাতে পারে (হয়তো অন্য সুখ-সুবিধে বিসর্জন দিয়ে - বড়লোক তো রিলেটিভ টার্ম)। কংক্লুশনঃ এককালে ঘুষ দেওয়া-নেওয়া - বড়লোক - দামী স্কুল। এখন হাইডিম্যান্ড ফিল্ডে চাকরী করা - বড়লোক - দামী স্কুল। পুয়োর 'খ' - কনইউসেড।
এনিওয়ে, আমি লিখতে জানি না, এর মধ্যেই কত গর্ত রেখে গেলুম, কে জানে? যাক্গে আমি আর নেই (কে কী ভাবলো কোনোদিন কেয়ার করি নি, কোনোদিন করবোও না, একটা ভালোমানুষ মনে কষ্ট পেয়েছে, তাই লিখেছিলুম)।
Binary | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৬ | 148.141.31.16
ধেনো খেয়ে ক্যারাম খেল্লে, একটা ঘুঁটি-ও পকেটে যাবে না আ আ
a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৫ | 143.111.109.1
আবারও বলছি, আদর্শ/বোধ/দর্শন জিনিসটাই এরকম, কারো কাছে যেটা অব্ভিয়াস আরেকজনের কাছে সেটা বাড়াবাড়ি। কে কোনটা বাছবে সেটা দিনের শেষে তাকেই ঠিক করতে হবে।
আমি নিজে কি করব জানিনা, হয়ত আমিও পয়সা ফেললে যা যা পাওয়া যায় তাই করব, কিন্তু করব যখন তখন কম্প্রোমাইজ করছি এই ভেবে করব, ইগো বিসর্জন দিচ্ছি এই ভেবে করবনা, এইটুকুই।
kity | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৪ | 131.95.30.233
আসল কথাটা কবি রবাহুতো বলে গেছেন- "বিপ্লব হবে ভগা জানে কবে ততদিন দেখি নীলচে সিনামা" :-)
pi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৪ | 128.231.22.89
এখানে এই তর্কের কারণটা বুঝছিনা। এখানে তো কেউ বলেননি যে তাঁরা বিলিয়ার্ড অর পুলের জন্য ঐ স্কুলকে বেছেছেন। অন্যধরণের শিক্ষাপদ্ধতির জন্য বেছেছেন বলছেন। এবার সেটা পেতে গেলে অনুষঙ্গ হিসেবে এগুলো আসে। তাহলে সেগুলোর উপর এখানে এত জোর দিয়ে তক্কোটা হচ্ছে ক্যানো ?
Paramita | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫২ | 122.167.82.56
এইটে তনুর প্রিয় টপিক ছিল না একদা?
kity | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৯ | 131.95.30.233
রাজাগজাদের ছেলেপিলেরা চিরকালই "কিংস" ইস্কুলে কালেজে পড়তো আর চাষীবাসী রাস্তাকারিগর মাটিকোপানো লোকেদের ছেলেপিলেরা চিরকালই পড়ে এসেছে বেলতলা মোড়ের এলেবেলে ইস্কুলে। শেষ পর্যন্ত চার্চিল চার্চিল ই হয়েছে আর এলেবেলেরা এলেবেলে হয়েই জীবন কাটিয়ে দিয়েছে মাঝেমাঝে কিছু মাইকেল ফ্যারাডে বেরিয়েছে। আজও চলছে একই তো। আরে রাজা প্রজায় তফাৎ থাকবে না? ক্ষমতা কথাটা কি মমতার মতন সোজা নাকি?
Paramita | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৯ | 122.167.82.56
(শুধু পুল খেলা নয়, এবার দেখে খুব ভালো লাগলো যে যারা পুল, ক্যারম, ভলিবল পেটাচ্ছে আপিশে, তাদের মধ্যে প্রচুর মেয়ে।)
m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৮ | 173.26.17.106
কমরেড, ভালো স্কুল ,জেলা স্কুল সবকটাকে মিলেমিশে দিনশেষে গেলাসে চুমুক দিতে দিতে বোলিং করতে দেখা যাচ্ছে।ধেনো খেতে খেতে তারা ক্যারাম খেলছে না। কিরকম আগ্রাসন গ্রাস করছে ভাবুন!!
Paramita | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৬ | 122.167.82.56
আমি প্রায় পাঁচটা বিভন্ন প্রোফাইলের ইশকুলে পড়েছি এবং দেখেছি ইশকুল কিভাবে মানুষকে বদলে দেয়, ভালোর দিকে আর খারাপের দিকে। এক্সপোজারের দিক থেকে, আউট অফ দা বক্স চিন্তাভাবনা করার দিক থেকে। স্কুল ব্রেক অথবা মেক করতে পারে। এক্সসেপশনাল কেউ কেউ হয়ত সমস্ত পরিস্থিতিতে উঠে আসবে কিন্তু আমরা তো ম্যাঙ্গো বাচ্চাদের কথা বলছি।
a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪১ | 143.111.109.1
জাতীয়তাবাদ শব্দটা এমন লুজলি ব্যবহার করবেন না কমরেড ঃ-)
একটা ক্যারাম বোর্ড আর ঘুঁটি আর বিলিয়ার্ড টেবল আর ঘুঁটির কম্প্যারিজনেই বোঝা যাবে।
m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪০ | 173.26.17.106
সাউথ পয়েন্ট তাইলে তোমার মতে মধ্যম মানের স্কুল।খুব ভালো। আমি তোমার সঙ্গে একমত নই।
a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৯ | 143.111.109.1
না নেই তো! এটা তো ক্ষমতার প্রথম পংক্তি।
Paramita | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৯ | 122.167.82.56
সেটাই তো জিগেস করছি। পুল খেলা কেন জমি দখল আর ক্যারমেই জাতীয়তাবাদ।
a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৯ | 143.111.109.1
ইনফ্যাক্ট না, করিনা। আমার চেয়ে হাজারগুণ বেশি চিন্তা ভাবনা করে এমন প্রচুর লোক ডন-বক্সো/সাউথ পয়েন্ট/জেভিয়ার্স এ যেমন পড়েছে তেমন নাম না জানা জেলা স্কুলেও পড়েছে চোখের সামনেই দেখছি ও মিশছি।
Paramita | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৭ | 122.167.82.56
জমি দখল? ব্যালে শেখা জমি দখল? পুল খেলা জমি দখল? দখল, দখল, হায়, এক্সচেঞ্জ বলিয়া কিছু নাই?
a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৭ | 143.111.109.1
ব্ল্যাকবেরি, কম্পিউটার, সেল ফোন এগুলো টেকনলজির অ্যাডভান্সমেন্ট - সাইনস্ অফ মডার্নিটি। পুল/গল্ফ/ব্যালে নয়। যদিও সেই ভাবেই মার্কেট করা হচ্ছে।
a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৫ | 143.111.109.1
টেকনিকাল আর কালচারাল জমি দখল সম্পূর্ণ আলাদা।
Paramita | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৫ | 122.167.82.56
কিন্তু এটাও স্বীকার করিস কিনা যে পাঠভবন তোর অনেক চিন্তাভাবনাকে তৈরী করেছে, তোকে তুই বানিয়েছে। যেটা অন্য জায়গায় পড়লে হত না।
Paramita | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৩ | 122.167.82.56
solaris 11 বেরিয়ে যাবে, আমরা ব্ল্যাকবেরি থেকে গুরুচন্ডালি করবো, আর বাকি সবকিছুর দরজা বন্ধ করে থাকবো এটা কি করে হয়? কেনই বা হওয়া দরকার?
a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩২ | 143.111.109.1
এক্স্যাকটলি আর্য যা বলল, পুল, গল্ফ এগুলো ডিসক্রিট কোনো জিনিস না, এগুলো পার্ট অফ আ প্যাকেজ। ইন আইসোলেশন দেখলে মনে হয় পুল বনাম ক্যারাম কিসে আলাদা।
a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:২৭ | 143.111.109.1
আরে ঝেড়েই তো বলছি, হ্যাঁ আজকের আমি মনে করি আমার বামপন্থী বাবা তার আদর্শ থেকে চ্যুত হয়েছিলেন আমাকে পাঠ ভবনে পড়িয়ে, আর কত ভাবে বলতে পারি এটা?
a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:২৬ | 143.111.109.1
না, ক্যারাম খেলার ছবি, ফুটবল খেলার ছবি থাকলে বলতাম না।
গল্ফ খেলার ছবি, ব্যালে নাচার ছবি থাকলে বলতাম।
Paramita | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:২৬ | 122.167.82.56
কিন্তু তবুও তুই ঝেড়ে কাশছিস না যে পাঠভবনে পড়ানো, ইন অ্যাবসলিউট টার্ম (ফাল্গুনীর ইশকুলের কথা বাদ দিয়ে) নীতিগত ভাবে কোন আদর্শচ্যুতির কাজ বলে ধরা যেতে পারে কিনা? জাস্ট বিকজ তখনকার বেশীরভাগ মধ্যবিত্ত বাপ-মা যেসব ইশকুলে বাচ্চাদের পাঠাতেন, তার থেকে অনেক বেশী মাইনে নেওয়া ইশকুল বলে?
পুল খেলার সঙ্গে ব্যাডমিন্টন খেলার নীতিগত কি তফাত? প্রথমটা শিক্ষার শো কেস কেন? বরং ব্যাডমিন্টনে একটা কোর্ট ইনভেস্ট করতে হয়।
(পুল খেলারও অপশান পাই নি কোন স্কুলে, কিন্তু থাকতেই পারে। এবার দেশে ফিরে আমি দেখছি প্রতি ফ্লোরে একটা করে ক্যারম বোর্ড আর একটা করে পুল খেলার জায়গা আছে। আমার তাতে ধারণা হয়েছে এই খেলাটা নতুন অ্যাডপ্টেড হয়েছে পশ্চিম থেকে। সো?)
a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:২৫ | 143.111.109.1
আর কম্পারিসন কিন্তু আমি জেলার বা গ্রামের স্কুলের সাথে করিনি। সেখানে তো স্কুলে হয়ত শিক্ষকই যায়না বা ক্লাস হয়না। জেলা বা গ্রামে যেতে হবে কেন, কলকাতার কর্পোরেশনের স্কুল কি নেই? কেসি বলেছিলেন যে উনি মনে করেন আদতে একটা মাঝামাঝি স্কুল যেমন এই পাঠভবন বা সাউথপয়েন্ট এদের সাথে হাই ফাই স্কুল অর্থাৎ হেরিটেজ বা ইন্ট্যারনশ্যাল এদের শিক্ষার গুণগত মানের তফাৎ নেই। সেখানে যখন কেউ চুস করছে ওনার ধারণা সেটার মধ্যে কিছুটা দেখানো ব্যপার আছে (এটা দে'ও বলেছিলেন)।
আমার ধারণা কিছু অংশের সেটা আছে, কিছু অংশের এইটাও আছে যে বেশি দামের জিনিস সাধারণত বেশি ভালো হয়, এই আইডিয়াটা।
d | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:২৫ | 117.195.39.185
আমি কিন্তু আমাদের কোন্নগরের অন্যতম খারাপ স্কুলটায় পড়তাম। স্কুলটাকে লোকে "ভাগাড়পাড়ার স্কুল' নামে ডাকত, কার?ণ পাশেই একটা বড়সড় ভাগাড় আছে। বেশিরভাগ সময়ই অতি উৎকট গন্ধ ভেসে আসে। এছাড়াও স্কুল থেকে ফিরতাম সময় পৌরসভার গুয়ের গাড়ীগুলোও সারা কোন্নগর থেকে গু সংগ্রহ করে ফিরত। আমাদের আগের বছর রূপালী যখন মাধ্যমিকে প্রথমবিভাগ পেল, সেটা ছিল ৯ বছরবাদে সেই স্কুলে প্রথম বিভাগ। আমার ভাই, কিম্বা আমার মামাতোদিদি কোন্নগর নবগ্রাম অঞ্চলের নামী স্কুলগুলোতেই পড়েছে।
অমি তো মোটামুটি সফল বলেই মনে করি নিজেকে। নাঃ আমার কোন দুঃখ বা অভিযোগ নেই ঐ স্কুলে পড়ানো নিয়ে।
m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:২২ | 173.26.17.106
অক্ষ, ক্যারাম খেলার ছবি থাকলেও কি একই কথা বলতে?
aka | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:২১ | 168.26.215.13
আরে না ওটা সাইড কিক হিসেবে আসে। আসল হল একটু বিদেশের মতন কারিকুলাম, খেঁকুড়ে টিচারদের থেকে দুরে থাকা। তার সাথে বিলিয়ার্ড খেলালে বা ঘোড়ায় চড়া শেখালে কি আর করা।
a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:২১ | 143.111.109.1
আমি তো সেটা বললাম ম, যেটা এখন আমি বলছি যখন আমার এই ধারণা গুলো অনেক বেশি ডিফাইন্ড।
pi | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:২০ | 128.231.22.89
পয়সা আছে তাই ওড়াতে যাচ্ছে একথা তো আমি বলিনি, বরং এটা বলার পর কেসি কে বলেছি, অন্য কোন কারণেও যাচ্ছে, আর সেটা যথেষ্ট ভ্যালিড কারণ বলে আমার মনে হয়। ঐ 'অন্য'ভাবে শেখানোর অপশন। সেটা কেসি র যথেষ্ট ভ্যালিড মনে হয় নি, এবং সরকারের ও মনে হয়না বলে মনে করেন। আমার আপত্তির জায়গাটাও এখানেই। এই অপশন গুলোর কথা সরকারি , সবার আয়তাধীন শিক্ষাব্যবস্থায় ভাবা কেনো হবে না ?
a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৯ | 143.111.109.1
ইন্ট্যারনশনাল স্কুলের সাইটেই তো দেখলাম বিলিয়ার্ড খেলছে বাচ্চারা তার ছবি দেওয়া। অর্থাৎ they give enough importance to that!
aka | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৯ | 168.26.215.13
দুর পাঠভবনে পড়ে জেলার/গ্রামের বা অন্য সাধারণ স্কুলের মান ধরা যায় নাকি। এই নিয়ে আমার পাঁচ পয়সা আমি আর একটা ইন্টারভিউ সেরে এসেই দিচ্ছি। তার মধ্যে কেউ একটা টই খুলে লেখেন না। খুব সুবিধা হত। এই সব বিষয় নিয়ে আমি খুব কনফিউজড।
m | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৮ | 173.26.17.106
অক্ষ,আমার বেশ দুঃখ যে আমাকে শান্তিনিকেতনে ভর্তি করা হয় নি। এমনকি পাঠভবনেও না।যাতায়াত ইত্যাদির কারণে বেলঘরিয়ার স্কুলে পড়তে হয়েছে।আমার কোলকাতা নিবাসি ভাইবোনেরা সবাই সাউথপয়েন্ট বা ক্যালকাটাবয়েজে পড়েছে।ছোটবেলায় পার্থক্য ছিলো বই কি।তুমি পাঠভবনে পড়েছো, সেটা আমাদের সময়ে অবশ্যই একটা স্ট্যাম্প।বিন্দুবাসিনীতে পড়লে কি হতো-সেটা এখন কি করে বলবে?তুমি তো ওখানে পড়ো ই নি।
a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৭ | 143.111.109.1
পাঠভবনে না পড়িয়ে যদি ফাল্গুণীর স্কুলে পড়াত আমি আরও গর্বিত হতাম আজ। এটা তো কি হলে কি হতনা এখন বসে বিচার করা, এখন যখন আমার বোধ ইত্যাদি অলরেডি ডিফাইনড।
কিন্তু আমার কিছু কিছু সময় এসেছে যখন বাবা বা মা এমন কিছু করেছে যার জন্যে আমার কিছু একটা অ্যাফেক্টেড হয়েছে, কেরিয়ার ওয়াইস। উদাহরণ স্বরুপ - আমার মা বঙ্গবাসীর প্রিন্সিপালকে ধেতানি দেওয়াতে আমার মার্কশীট আটকে রাখা হয়েছি। তাতে আমি সেদিন খুবই আহ্লাদিত হয়েছিলাম
Paramita | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৬ | 122.167.82.56
এইগুলো ঠিক হয় জানিস? আমি কিন্তু যে ইশকুলগুলোতে কথা বলেছি কারুর কাছে ঘোড়ার চড়ানোর অপশান কি ছুটিতে সুইজারল্যান্ড বেড়িয়ে আনার অপশান পাই নি। যেটায় পড়ে সেটাতে তো নেইই।
a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৪ | 143.111.109.1
যে ঐটা করবে *
Paramita | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৩ | 122.167.82.56
সে কথা হচ্ছে না। ফাগুনীর ইশকুল নিয়ে কথা হচ্ছে না। কথা হচ্ছে, তোর কি মনে তোর যে তোর বাবা মা, আমার বাবা-মায়ের মতই, বেশী পয়সার ইশকুলে পড়িয়ে তোর দৃষ্টিভঙ্গীতে দেখা আদর্শের পথ থেকে বিচ্যুত হয়েছিলেন? (কমরেড অর নো কমরেড, পাঠভবন পয়সা তো নিতো)
a x | ০৬ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৩ | 143.111.109.1
শিক্ষার শো কেসিং মানে এই যে শুনলে গরমের ছুটিতে সুইৎজারল্যান্ড নিয়ে যাওয়া, কিম্বা পুল খেলতে বা ঘোড়ায় চরতে শেখানো - অর্থাৎ আড়ম্বর যেখানে প্রাধান্য পাচ্ছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন