এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • . | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৪ | 219.64.73.16
  • কেসি তো তাই কইলেন। আমি কি করুম? যান। ঘুমায়া পড়েন।
  • de | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫২ | 117.98.177.21
  • আমি বইটা একবার হাল্কামতো রিভাইস কল্লাম, বেজায় ঘুম পাচ্ছে, খুঁজে পাচ্চি না তো বৈঁচিফল, সত্যি ছিলো তো? ও প্রি-নিরাকার??
  • Du | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪৯ | 65.124.26.7
  • র, আমার পূর্বপ্রজন্মও বিদায় নিয়েছে মনে থাকতে। তবে - আমার শ্বশুরমশাইয়ের পরিবার চট্ট - সোজা অস্ত্রাগার লুন্ঠন থেকে অনাছিস্টিতে পড়েছিল টুপ করে - উনি নিশ্চয়ই জানবেন - দেখি জিগিয়ে তোমাকে নামটা বলে চমকে দিতে পারি কিনা।
  • . | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪২ | 219.64.73.16
  • তবে আপনার পূর্বপ্রজন্মও চিনতে পারেন। জনশক্তির সম্পাদক ছিলেন। সেডিশনের চার্জে প্রথম জেলে গিয়েছিলেন।
  • nyara | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪১ | 122.167.87.17
  • দাদু মানে ঠাকুদ্দাই। আমার বাবার দিকে আবার খুব সাহেবভক্তি ছিল। বাড়িতে নাকি অর্গ্যান বাজিয়ে 'গড সেভ দ্য কিউন' গাওয়া হত। অন্যদিকে দাদু আবার স্বদেশী করতেন। অমি কি করব বুঝতে না পেরে কিছুই করলাম না।
  • Du | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪১ | 65.124.26.7
  • ঃ)
  • Du | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪০ | 65.124.26.7
  • না, সিলেটে তো জেলের কোয়ার্টারেই থাকতো। এমনিতে মৌলবীবাজার।
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩৮ | 168.26.215.13
  • আমার দাদুরও ১৯০০, ঠাকুর্দার ১৯০২ কিম্বা ১৯০৩।
  • . | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩৮ | 219.64.73.16
  • আপনার দাদু যদি ১৯০০ সালে সিলেটে জন্মাতেন তাহলে আপনিও এসেফাই করতেন। স্থানটা না মেলায় আপনার কেসটা অন্যরকম হয়ে গেল। ঃ-P
  • nyara | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩৬ | 122.167.87.17
  • @kc
    আমার মেল s a m b i t b a s u <at> y a h o o <dot> c o m
    বট-ঠকানো ফর্ম্যাটে দিলাম।

    আমার দাদুর জন্মও ১৯০০। দাদুরা কি শুধু ১৯০০ সালে জন্মাতেন?
  • . | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩৬ | 219.64.73.16
  • অ্যাঁ! কন কি? একের পর এক সমাপতন।

    এইবার কয়েন না যেন যে আপনাদের সিলেট শহরের বাড়ি জিন্দাবাজারেই ছিল।
  • m | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩৪ | 173.26.17.106
  • অক্ষ,ঃ) বাবার আর আমার গল্প করার ধরনটা এখনো খুব একটা বদলায় নি। বিষয়বস্তু বদলেছে হয়তো। ইনফ্যাক্ট সত্তরোর্ধদের গল্প শুনতে আমার চিরকাল ই খুব ভাল্লাগে।
  • Du | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩২ | 65.124.26.7
  • হায় হায় একবার অন্ততঃ বছর বিশেক আগে আলাপ হলে ভালো ছিলো, অন্ততঃ দিম্মা ছিলেন তখন।
  • Du | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩১ | 65.124.26.7
  • একেবারে এক বয়স তো !! আমার দাদু ১৯০০র জাতক।
  • . | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:২৯ | 219.64.73.16
  • আমার ঠাউদ্দাও বেঁচে থাকলে একশ নয় পূর্ণ করে একশ দশে পা দিতেন। ঃ-)
  • Du | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:২৭ | 65.124.26.7
  • এক ছোটোদাদু ছাড়া সবাই ওপরতলায় ঃ(।
  • a x | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:২৪ | 143.111.109.1
  • ম ঃ-)

    আমার বাবা, গাছের পাতার ফাঁক দিয়ে রোদ ঘুলঘুলি দিয়ে ঘরে ঢুকে দেওয়ালে যে আলো-ছায়ার ক্যারদানি দেখাত, পাতা গুলো নড়লে যে অবয়বটা বদলে যেত, তাই দিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প বলত, মানে সিনেমার মত।
  • dipu | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:১৯ | 59.164.190.25
  • মাইরি! সাম রিইউনিয়ন! জেলরের নাতনি মিটস রাজবন্দীর নাতি।
  • . | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:১৩ | 219.64.73.16
  • বোঝো অবস্তা! ঃ-)

    তাইলে আপনার পরিবারের বয়স্করা আমার ঠাউদ্দার নাম জানবেন হয় তো।
  • Du | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:০৯ | 65.124.26.7
  • তাই? দেখো র, তোমার ঠাকুর্দা ঠাকুমা হয়তো আমার দাদুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কখনো। আমার দাদু জেলর ছিলেন তো ( বলা ভালো হতে হয়েছিলো, মাস্টার্স না পড়ে) , যতটা সম্ভব মানবিক ভাবে কাজটা করতে চেষ্টা করতেন শুনেছি।
  • m | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:০৮ | 173.26.17.106
  • ছোট থাকতে প্রায় রোজ ই বাবা গল্প বলতো-তবে একটু বড়ো হতে বাবার গল্প গুলোর নাম হতো গুল্প।একতা শুনতে খুব ভাল্লগতো বলে এখনো মনে আছে।
    একবার বাবা বন্ধুদের সঙ্গে চড়ুইভাতি কত্তে সুন্দরবনে গেলো। খুব আনন্দ খাওয়া দাওয়া ইত্যাদি হলো।কিন্তু ফেরার সময় দেখে ওদের নৌকো কাদায় আটকে গেছে। এদিকে অন্ধকাআআর হয়ে যাচ্ছে।সবাই খুব চিন্তায় পড়েছে। তখন একটা দয়ালু বাঘ এসে নৌকো থেকে একটা দড়ি নিয়ে নিজের ল্যাজের সঙ্গে কষে বেঁধে ফেল্লো- তারপর হিড়হিড় করে টানতে টানতে নৌকোটাকে কাদা থেকে জলে নামিয়ে দিলো..তাই সে যাত্রা ওরা কুমিরের হাত থেকে রক্ষা পেলো।
  • a x | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:০৮ | 143.111.109.1
  • আমি দিদুর কাছে সব পৌরাণিক গপ্প গুলো শুনেছি সেই মধুসূদনের ভাঁড় থেকে শুরু করে কেষ্টার ছোটবেলার গল্প ইত্যাদি।
  • Lama | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২২:০৪ | 117.194.235.99
  • বাবার কাছে পড়ে শোনানো গল্প শুনেছে এরকম একজনকে আমি চিনিঃ আমার মেয়ে
  • . | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:৫৭ | 219.64.73.16
  • হ্যাঁ, দে। দিলেন না তো?

    বাবার কাছে মূলতঃ ভূতের গল্প শুনেছি। আর ঠাকুমার কাছে জেলের গল্প। ঠাকুমা ঠাকুরদাদের সিলট জেইলবাসের গল্প।
  • m | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:৫৫ | 173.26.17.106
  • বাইনারি!!?
  • Du | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:৫৪ | 65.124.26.7
  • বাচ্চাটা যে বলে দিল যে ঐ খেয়েছে ফলটা সেইটা?
  • kc | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:৫২ | 89.203.49.18
  • ফুটকি, বৈঁচিফলের গপ্প তো ''দে''র বলার কথা।
  • kk | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:৫০ | 76.114.64.110
  • ছোট্ট গোল রুটি
    চলেছি গুটি গুটি
    গমের ধামা চেঁছে
    ময়দার টিন মুছে
    ময়ান দিয়ে ঠেসে
    ঘি দিয়ে ভেজে
    জুড়োতে দিলো যেই
    পালিয়ে এলাম সেই
    বুড়ো পেলোনা
    বুড়ি পেলোনা
    খরগোশ পেলোনা
    নেকড়ে পেলোনা
    ভালুক পেলোনা
    ওরে সেয়ানা শেয়াল
    তুই ও পাবিনা।

    এটা লাস্টেরটা লিখলাম, তার আগে ঐ ধাপে ধাপে খরগোশ, নেকড়ে ইত্যাদি গুলো যোগ হবে।
  • san | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪৭ | 115.117.217.117
  • পুরো রুশদেশের উপকথাই তো আগে বাবার কাছে শোনা ঃ-) নিজে পড়া অনেক পরে।
  • Samik | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪৭ | 219.64.11.35
  • দু, না। মামাবাড়ি গেলে দাদু-দিদু গল্প শোনাতো বটে, সেই রাজপুত্তুর তেপান্তরের মাঠ পেরিয়ে চলেছে ... চলেছে ... চলেছে ... ঘর্‌র্‌র্‌র ফোঁৎ .... আদারওয়াইজ কেউ না। ঃ-)
  • kc | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪৭ | 89.203.49.18
  • দুদি, আমি শুনেছি।
  • . | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪৬ | 219.64.73.16
  • কেসি, দুই হাত তুলে আছি। আমার মেইলাইডি মনে হয় অর্কুটেই আছে। না পেলে বলবেন। দিয়া দিমু।

    বাট হোয়াট্যাবাউট দ্যাট বৈঁচিফলের গল্প?
  • Binary | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪৫ | 148.141.31.16
  • আরে মাইমা যে !!!

    কেন ? এক হবে কেন ? আলু আর আলু বোখরায় বিস্তর ফারাক
  • Du | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪৪ | 65.124.26.7
  • আচ্ছা একটা সার্ভে প্রশ্ন, ব্যক্তিগত ভাবে নিও/নিয়েন না যেন। কেউ কি বাবার কাছে পড়ে শোনানো গল্প শুনেছেন?
  • m | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪৪ | 173.26.17.106
  • আলু আর আলুবোখরা এক নাকি?
  • Binary | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪৩ | 148.141.31.16
  • বেদিক ভিলেজে ক্ষুদে-কে পাওয়া যেত, তাকে অলরেডি জাউ বানিয়ে ফেলেছে কি না জানিনা
  • Binary | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩৯ | 148.141.31.16
  • আরো কটা গপ্প মনে পড়লো, ঐ রুশদেশের ....
    ১) সরু চাকালি
    ২) সাত বছুরে
    ৩) জেলে আর বারকোশ (নামটা এট্টু অন্য-ও হতে পারে)
  • Lama | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩৭ | 117.194.235.99
  • ছোট্ট গোল রুটি আমার ছোটবেলায় পিসি পড়ে শুনিয়েছিল। আজ পিসি বেঁচে নেই, বইটাও নেই।
  • Lama | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩৫ | 117.194.235.99
  • ভেদিক ভিলেজে কি পাওয়া যেতো? ক্ষুদ না জাউ?
  • d | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩৫ | 117.195.32.95
  • "পুরোনো বাংলার ছড়াগুলি' টইতে ছোট্ট গোল রুটি ও আরও কয়েকটা রাশিয়ান ছড়া কলি লিখে দিয়েছিল। বোধহয় টইটার সাত কিম্বা আট পাতায় আছে।
  • Blank | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩৪ | 59.93.215.130
  • ভেদিক ভিলেজে আগে পাওয়া যেতো
  • dipu | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:৩১ | 59.164.190.25
  • জাউ খাবো না মাছি তাড়াবো! প্রবচন।

    ক্ষুদ দিব্বি পাওয়া যায়। যেকোনো ধানকলে।
  • san | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৭ | 115.117.217.117
  • না মানে, শুধু জাউ হলে হবে না, ক্ষুদের জাউ ই খেতে হবে, যেমন ওখানে ছিল

    কিন্তু ক্ষুদ কি কোথাও পাওয়া যায়? মনে হয় না
  • Blank | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৫ | 59.93.215.130
  • বোঝো, অভ্যু দা পয়সা খর্চা করে ওটা কিনেছে আবার। আমি তো ফিরি তে নামিয়েছিলাম টরেন্ট থেকে। পরে হারিয়ে ফেলার পর ফের ভুতু আমাকে জোগাড় করে দিলো।
  • Lama | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৫ | 117.194.235.99
  • জাউ তো ফ্যানাভাতকে বলে, যতদুর জানি
  • san | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:২২ | 115.117.217.117
  • জাউ যে আমার কদ্দিন ধরে খাবার ইছে
  • kc | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:২২ | 89.203.49.18
  • ন্যাড়াদা, একবার টার্কি দিয়ে ডিনার এর রেসিপি দিয়েছিল না? ঃ)
  • Blank | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:২১ | 59.93.215.130
  • এই জাউ বস্তু টা আমার বহুদিন অব্দি খাবারের ইচ্ছে ছিলো
  • Lama | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:২০ | 117.194.235.99
  • @শমীক, জলপাইগুড়ি না, শিবপুর
  • Binary | ১০ ফেব্রুয়ারি ২০১০ ২১:১৯ | 148.141.31.16
  • কুড়ুলের জাউ টা কুড়ুল দিয়ে হয়নিতো !!! কুড়ুলটা খালি মিক্সিং -এর কাজে লেগেছিলো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত