এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • P | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:১৭ | 93.107.73.153
  • বাঙ্গালব্যাডার লাইফ বড় ইন্টারেস্টিং !
    সগ্গগামীর ঘটীর পিছে গিয়া করে ইভস ড্রপিং।
  • Arpan | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:১৪ | 216.52.215.232
  • ঘটিগণ সব্বোদা গামোছা পরিয়া থাকে
    কি জানি কখন ডাক আসে নিত্যকর্মের ফাঁকে
  • . | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:১০ | 125.18.104.1
  • কেয়াবাৎ! ঘটিদের কিবা নিরীক্ষণ!
    আফটার অল হাগু দেইখাই কাটান জেবন।
  • P | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:০৪ | 93.107.73.153
  • শুন শুন বরনারী , শুনহ সকল
    বাঙ্গাল ও ঘটীর হাগাভ্যাস করি বর্ণন।।
    বাঙ্গাল প্রচারিল ঘটী খায় ট্যালটেলে ঝোল
    হাগিল কিন্তু ঘটী কলাসম লাড্ডি সবল।।
    বাঙ্গালপুত দিল লংকা ইন এভরি রন্ধন
    পরদিন প্রাতে তার হাতে রইল .......
    জ্বলন আর কনস্টিপেশান ।।
  • . | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৫৯ | 125.18.104.1
  • সব আশা ফুরাইলে ভগ্ন ঘটি হিয়া
    বাঙ্গাল ঈশ্বরের বইনরে করেন বিয়া।
  • Rajdeep | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৪৮ | 202.79.203.59
  • বুঝিলাম কেন এত কষ্ট ধরাধামে
    ভগবান - সেও শালা আচে বাঙাল নামে

    তবে বন্ধু দেরি নেই কো .... নাস্তিকতা ক্রমে আসিতেছে
    শীঘ্রই দেখিবেন ভগ- ব্যাটা ক্যালানি খাইতেছে
  • de | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৪৪ | 59.163.30.2
  • ঠাগুরও বাঙাল!!
  • rabaahuta | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৪৩ | 203.99.212.53
  • অ, পূবের ভাষা চান? লোকায়ত?

    বরক কতর লোকরগ্ন পাইখা ঘটি ইয়হ ফইদা।

    মানে বই দিলে ত আবার খারাপ পাইবেন, তয় দিলাম না। এক্কেরে পূবের ভাষা, পূবের প্রবাদ, নিয্যস।
  • de | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৪২ | 59.163.30.2
  • ইঃ!! ক্ষীঃ সব আলুচানা!!
  • dd | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৩৯ | 122.167.28.64
  • খ্যাঃ খ্যাঃ খ্যাঃ

    তবে তথ্যগত ভাবে নিবভুল। ঠাগুরের বাচন ভংগীটা খ্যাল কল্লেন তো ?
  • . | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৩৩ | 125.18.104.1
  • ঘটিদের আশ ছিল হাগিবেন সুখে
    ঈশ্বরের দ্বারে গেলা দুরুদুরু বুকে।
    ঈশ্বর কহেন দেখে- এডা য্যান ক্যাডা?
    কোন থন খাড়াও, জান সুমুন্দির ব্যাডা?
    ঘটি কহে- এক মিনিট, দোহাই ঠাকুর,
    বাড়ির পেচুনে চার কাঠার পুকুর,
    ধারে বোসে হাগিতে পারি না কোনোদিন-
    আমি আজ হ্যাভ নট, ছিনু হ্যাভ বিন।
    বাঙালের গু-ত ভরে পুকুরের ধার,
    কি করি বোলুন স্যার? নরোক সোংসার।
    ভগবান কহে হেসে- এই বর চাও?
    আমি ভাবি চাইতাস কুর্মা-পুলাও।
    যাও বৎস, তোমার উইশ ফুলফিল্ড হবে,
    বাঙাল হাগিবে যবে পাশে বইয়া রবে।
  • Rajdeep | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৩০ | 202.79.203.59
  • সুমহান সংস্কৃত পশ্চিমের ভাষা
    পুবের বাঙাল .....
    হায় বুঝিবার তরে
    মানেবই খুঁজে ফেরে
    এ যে কুহকিনী আশা

    বিলাত দেশ - সে তো আরও পশ্চিম
    পৌঁছনে কে লিয়ে খা লিজিয়ে শুঁটকির ডিম
  • vikram | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:২৬ | 193.120.76.238
  • সুবা হো গয়ী মামু! হ্যাবা!
  • rabaahuta | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:২০ | 203.99.212.53
  • অঃ, এইরুপ।
    জবাব তো অধিকন্তু।

    সুমহান সংস্কৃতে আছে সুপ্রাচীন প্রবাদঃ

    ন চ দূরতঃ শোভতে ঘটি লম্বশাট পটাবৃত।
    ন চ শোভতে ঘটি যাবৎ কিঞ্চিন্ন ভাষতে।।

    (মানে উদ্দিষ্ট জনগোষ্ঠী সর্বদাই ইসে)

    আর ডেনমার্কের প্রাচীন প্রবাদঃ

    হোয়াই ঘটিজ আর কলড ঘটিজ?
    বিকজ অল দে ড্রীম ইজ অফ হ্যাগসিং।

    তবে হ্যাঁ, ঘটিদের মধ্যে কি আর মহান ব্যাতিক্রম নেই? অবিশ্যি আছে। তবে তাঁরা ব্যাতিক্রম। ইংরিজী প্রবাদটাতো সবাই জানেন। এমনকি ঘটিরাও।
  • Jhiki | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:১২ | 124.81.82.83
  • রাজদীপ, কোনো কথা হবে না। জ্জিও।
  • stoic | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:১২ | 160.103.2.224
  • ঈশানকে জন্মদিনের শুভেচ্ছা।
  • Rajdeep | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:১০ | 202.79.203.59
  • প্রাতঃকালের ঐ কাজে বহুত আরাম
    ঠিকমত না হইলে জীবনের কি দাম

    তারই লাগি দলেদলে কাঁটাতার পেরিয়া
    শেষ করিয়া দিল সব হাগিয়া হাগিয়া
  • . | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:০৫ | 198.96.180.245
  • কিছুই না। ডায়ালজিক ক্রিটিসিজমের ক্রোনোট্রোপের ব্যাপারটা বলছিলাম। ঃ-|
  • Rajdeep | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:০২ | 202.79.203.59
  • তাহাতে কি করিতে চাও প্রমাণ ?
  • . | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:০১ | 198.96.180.245
  • তাছাড়া প্রবাদ তো ছড়ার থেকে নিরেস হবেই। ছড়া হল কবির সুমধুর কল্পনা। প্রবাদ হল সুপ্রাচীন সামাজিক সত্য। ঃ-P
  • . | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫৮ | 198.96.180.245
  • হুগলী না বর্ধমান?
  • Rajdeep | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫৬ | 202.79.203.59
  • হল নি কো , সুপারফ্লপ মানে ""উড়ে এক"" এর তুলনায় এ কিছুই নয় ঃ-) ধুস্‌স
  • . | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৪৫ | 198.96.180.245
  • ঘটি কিসে তৈরি? অ্যালুমিনিয়াম-
    প্রাতঃকালে কাজে লাগে, পাঁচ সিকা দাম।
  • Arpan | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৪১ | 204.138.240.254
  • হুতো এর জবাব দেবে! হুতো?
  • quark | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৩৯ | 202.141.148.99
  • ফুটকির পোস্ট পড়ে একটা শোনা (প্রচলিত) ছড়া মনে পড়ে গেল

    বাঙ্গাল মনুষ্য নয়, উড়ে এক জন্তু
    লম্ফ দিয়া গাছে ওঠে, লেজ নাই কিন্তু

    ডিঃ জনতা রেসিজম খুঁজিবেন না।
  • san | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৩৭ | 203.91.201.56
  • ইশ কদ্দিন রভা ইডলি খাইনা। সেট দোসা খাইনা। ট্যামারিন্ড রাইস খাইনা। এমনকি পোঙ্গল অব্দি খাইনা।
  • Arpan | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৩৫ | 204.138.240.254
  • শমীক, তেলের (এবং গ্যাস ও কেরোসিনের) দাম কবে বাড়ছে? ক্ষবর আছে কিছু?
  • . | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৩৪ | 198.96.180.245
  • ক্যান? বেঙ্গালুরুতে তো চাদ্দিকে ইসব্যাঙ্গলের পতাকা উড়ে? দেইখাও দ্যাখতে পাও না? ;-)
  • Arpan | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৩৩ | 204.138.240.254
  • ক্যানো? লাল-হলুদ পতাকা দেখিস না? পুরো বাঙ্গালদের শহর। নাম শুইন্যাই বুঝন যায়।
  • Samik | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৩১ | 122.162.75.104
  • স্টারানন্দে এখন দুটো খবর। মাই নেম ইস খান, আর টেকনোপুলিশে কোনো পুলিশ নাই।
  • dipu | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৪:২৮ | 61.12.12.83
  • ইদিকে কোনো রঙের ঝাণ্ডাই দেকতে পাই না। ক্ষিঃ আক্কুটে শহর মাইরি!
  • Samik | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৪:২০ | 122.162.75.104
  • মামুর জন্মদিনে ভাটপাতা ৯০০০ ছুঁল।
  • Samik | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৪:১৮ | 122.162.75.104
  • আরেক পিস রবীন্দ্র রচনাবলী

    http://tagoreweb.in/
  • Arpan | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৪:১৫ | 204.138.240.254
  • বাপ রে, মাথা ঝিমঝিম কচ্ছে! দে এটা ক্ষী দিলেন!!
  • . | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৫১ | 198.96.180.245
  • সেকি? এইটুকু বাচ্চাকেও এমারাই করিয়েছিল? কেন?
  • san | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৫১ | 203.91.201.56
  • আর ইদিকেও লাল ঝান্ডা নিয়ে বিক্ষোভ সমাবেশ চলছে। মধ্যাহ্নভ্রমণে বেরিয়ে দেখতে পেলাম।
  • . | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৫০ | 198.96.180.245
  • অথচ আমার কোনো গর্ব নেই। ;-)
  • san | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৫০ | 203.91.201.56
  • আমাকে এমারাই করানোর জন্য যন্ত্রটাতে যখন ঢোকাচ্ছিল আমার পরিষ্কার মনে হচ্ছিল ইলেক্ট্রিক চুল্লিতে ঢোকাচ্ছে। বেরিয়ে এসে আবার সুজ্জের মুখ দেখতে পাব কিনা যথেষ্ট সন্দেহ হচ্ছিল।
  • dipu | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৪৯ | 61.12.12.83
  • এইবারে পারলুম। মানে ওই গত্তে ঢুকলে রক্ত ঘেঁটে যায়। ওইজন্যে মানুস চুম্বকে আটকায় না। লুজ মোশোনের মত পোষ্কার।
  • . | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৪২ | 125.18.104.1
  • এমা, বুঝতে পারলি না?

    ফেরোম্যাগনেটিক মেটোরিয়াল বলে হাই ম্যাগনেটিক ফিল্ড অ্যালাইন্ড হওয়ার পরে ফিল্ড সুইচ অফ করলেও ম্যাগনেটিজ্‌ম রিটেইন করবে কারণ এমারাইতে বডি ওয়াটারের প্রোটন ইজ অ্যালাইন্ড টু হাই ম্যাগনেটিক ফিল্ড যাকে এনেমার প্রিনসিপল বলে এবং তারপর চেঞ্জ অফ সিগনাল দেখে ফিল্ড অফ করলে প্রোটন ডায়াম্যাগনেটিক বলে ওরিজিনাল অ্যালাইনমেন্টে ফিরে আসবে।
  • . | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৮ | 125.18.104.1
  • একদম ক্লিয়ার।
  • dipu | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৮ | 61.12.12.83
  • ক্ষি বোল্লো?
  • de | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৩ | 59.163.30.5
  • রক্তের লোহা তো ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, হাই ম্যাগনেটিক ফিল্ড অ্যালাইন্ড হয়ে যাবে, ফিল্ড সুইচ অফ করলেও খানিকটা ম্যাগনেটিজ্‌ম রিটেন করবে। MRI তে তো বডি ওয়াটারের প্রোটনকে/H -কেঅ্যালাইন করে খুব হাই ম্যাগনেটিক ফিল্ড-এ, NMR এর প্রিন্সিপল,
    তারপরে ফিল্ড অফ করে change of signal দেখে। ও হ্যাঁ H ডায়াম্যাগনেটিক বলে ফিল্ড অফ করলে অরিজিন্যাল অ্যালাইনমেন্টে ফিরে আসে। এছাড়াও অবশ্য অনেক রকম ক্যালিব্রেশন্স থাকে।
  • dipu | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২৬ | 61.12.12.83
  • আমিও তো ভাবি ... মানুষ ক্যানো চুম্বকে সেঁটে যায় না? ডমরুর কোমরে চাবির থেলো ছিল বলেই দৌড় করিয়েছিল, এমনিতে হত না।
  • . | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১৪ | 125.18.104.1
  • অজ্জিতকে এই প্রশ্নটা করেই মনে হল- রক্তে যে এত লোহা থাকে তার জন্য এমারাই করতে অসুবিধে হয় না? ঃ-p
  • Arijit | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১৩ | 61.95.144.122
  • ভাগ্যিস নেই। এম্নিতেই ওই যন্তরটার ছবি দেখে দুটো জিনিসের কথা মনে হল - এক হীরক রাজ্যের মগজধোলাইয়ের ঘর আর দুই সার্ন-এর এলএইচসি।
  • de | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১০ | 59.163.30.5
  • বেস্ট উইশেজ, অরিজিত! নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন!
  • Blank | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৯ | 170.153.65.102
  • আজ আমাদের ট্যাকনোপোলিসের সামনে অসংগঠিত শ্রমিকদের ধর্মঘটের সমাবেশ চলছে
  • . | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৭ | 125.18.104.1
  • দেহের ভিতর কোনো ধাতব পদার্থ নেই তো? মানে পেসমেকার, স্ক্রু, নাটবল্টু, ছাঁকনি, আংটি, চামচ, থালাবাসন?
  • Arijit | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৩ | 61.95.144.122
  • কড়া ডোজের ওষুধ আর নি-ক্যাপ নিয়ে চলছি। আজ বিকেলে গত্তের মধ্যে ঢোকাবে - মানে MRI আর কি। তাপ্পর বোঝা যাবে এক্সটেন্ট কতটা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত