এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Du | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০৪:২০ | 65.124.26.7
  • খাইনি, তাই নিজে কাগ না শেয়াল ঠিক করতে পারলাম না ঃ) । আর, কচু ব্যপারটাই আমার জীবনে বিস্মৃত অতীতের এক কোণে চলে গেছে।
  • m | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০৪:০৯ | 173.26.17.106
  • বেগুন দিয়ে কচু দিয়ে কোনো রান্না কেউ কখনো খেয়েছো?
  • kity | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০৪:০১ | 131.95.30.233
  • মানে কাক্কেশ্বর কুচকুচে বলেছিলো, আমি না। :-)
  • kity | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০৪:০০ | 131.95.30.233
  • কচুবেগুন খেলে শেয়ালেদের গলা কুটকুট করে, কিন্তু কাগেদের করে না।
  • Du | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০৩:৪১ | 65.124.26.7
  • অক্ষ কি শিওর ? ;-)
  • a x | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০২:৪৫ | 143.111.108.33
  • বেগুন খেলে কি আজ্জোর গলা কুটকুট করে? সব ঝগরুটেদের করে!
  • m | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০২:১১ | 173.26.17.106
  • আজ্জোর মাথায় দু তিনটে বেগুন গাছ ভেঙে পড়ুক,সঙ্গে দু টিনটে টুনটুনি পাখির ডিম।
  • a x | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩৭ | 143.111.108.33
  • আহা কত কঠিন কঠিন ডিজার্ট বাঘু বেকার তুড়ি মেরে নামিয়ে দিল আর এত সামান্য বুবুভা, তুচ্ছু ব্যাপার।
  • kk | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩৩ | 67.187.111.178
  • সত্যি বলতে কি হরাইজন্টাল জিন ট্রান্সফারে যে কি না হতে পারে তা কি আর বলব! সমুদ্রের ভাইরাসের মধ্যে ফোটোসিন্থেসিস করার জিনও এমনকি দেখা গেছে। তবে ঐ, এসবই সম্ভব, কিন্তু বললেই রোজ হয়না।
  • aka | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩২ | 168.26.215.13
  • এই বিটি বেগুন খাওয়া খারাপ না ভালো? টইতে ডিডিদার পোস্ট পড়লে মনে হয় খাব না কেন? আবার যেই বীতশোক লিং দেয় মনে হয় না না বরম থাক। আমার অবশ্যি কোন অসুবিধা নেই। এমনিতেই বেগুন জিনিষটাই পৃথিবী থেকে মায়া হয়ে গেলে বাঁচি।
  • kk | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০১:২৯ | 67.187.111.178
  • হ্যাঁ, একই স্পিসিসের হলে ওয়াইল্ড টাইপ, আর ইঞ্জিনিয়ার্ড ক্রস ফার্টিলাইজেশন আরো বেশি ফ্রিকোয়েন্সিতে সম্ভব।
  • kk | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০১:২৬ | 67.187.111.178
  • বুবুভা লিখতে পারবনা বাপ! সত্যি কঠিন দাবী ঃ)। আমি পি এইচ ডি করেছিলাম প্ল্যান্ট সায়েন্সে,কিন্তু সে ছ'বছর আগে। তার থেকে অনেক ডেভিয়েট করে গেছি তো। এখন আমি প্ল্যান্টের শিকড় বেয়ে নেমে গেছি,সয়েলের ব্যাক্টেরিয়ার হরাইজন্টাল জিন ট্রান্সফার দেখি ঃ))।
  • a x | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০১:২৩ | 143.111.108.33
  • আচ্ছা, কিন্তু ওয়াইল্ড টাইপ আর ট্রান্সজেনিকে ধর এমনি চাল আর ট্রান্সজেনিক চাল - এদের মধ্যে হরাইজন্টাল জিন ট্রান্সফার কি ভালো রকমের সম্ভব?
  • kk | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০১:১৮ | 67.187.111.178
  • অক্ষ, ন্যাচারালি ক্রস ফার্টিলাইজেশন হওয়া থিয়োরেটিকালি সম্ভব, মানে যদি কোন রকম ভাবে হয়ে যায় তো গাছের ফিজিওলজি সেটাকে অ্যাবর্ট করবেনা। তবে প্রকৃতিতে সেরকম ঘটনা কমই ঘটে। মানে উনি যেভাবে ক্লেম করছেন আখচার ততটা হয়না বলেই জানি। যে ফ্রিকোয়েন্সিতে মানুষের বাচ্চা তিনটে হাত নিয়ে জন্মায় এটাও সেই রকম ফ্রিকোয়েন্সি হবার কথা। অন্তত আমার জানার পরিধির মধ্যে তাই। নাহলে তো হামেশাই টমেটালু,আলুগুন ইত্যাদি দেখতে পেতে।

    দু দি ঠিক, ঐ জন্যই বিলিতি বেগুন। শুধু ফ্যামিলি এক তাইই নয়। দুটোরই ফলের গঠনও 'বেরী'।
  • a x | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫২ | 143.111.108.33
  • ঃ-))
  • aka | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৫ | 168.26.215.13
  • অক্ষদার নির্দোষ প্রশ্নের আড়ালে যে এমন কঠিন দাবী লুকিয়ে ছিল জানলে থোড়ি কেকে বলত। ;)
  • Du | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৫ | 65.124.26.7
  • আরে তাই তো টোমাটোকে বলে বিলিতী বেগুন ঃ)
  • a x | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৩ | 143.111.108.33
  • কলি, এইটে দেখ -

    http://ibnlive. in.com/news/ top-scientist- pats-jairam- on-bt-brinjal- smells-conspirac y/110190- 11.html?from= tn

    এখানে লিখেছে -
    "Brinjal belongs to the Solanaceae family, botanically a family of crops to which also belongs popular vegetables like tomatoes, potatoes and spices such chillies. Those who promote Bt crops hope that if the first Bt crop in India is a minor vegetable present everywhere, its cultivation will spread quietly."

    "The promoters know very well that Bt gene is capable of being blown in the wind and spreading to other crops from the same family.

    "Once Bt Brinjal is widely grown, there is no need to introduce Bt Potato or Bt Tomato. In a couple of decades potato, tomato, chilli will contain the Bt gene, and no tomato or potato crop can be grown by the farmer naturally. Only the Bt species will thrive. Even grass family crops like rice and maize can get contaminated, " he argued.


    তো শিভ চোপরা একজন বেশ নামকরা বিজ্ঞানী, কিন্তু এই কথাটা একটু বোঝাতে পারবে যে বেগুন থেকে টোমাটোতে ন্যাচারালি ক্রস ফার্টিলাইজেশন হয় কিনা?
  • aka | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪০ | 168.26.215.13
  • ঃ))
  • m | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৭ | 173.26.17.106
  • না আজ্জো, আমি তো স্কুলতুতো শ্যালিকা নই,তবে ট্রেনতুতো বটেঃ)
  • m | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৬ | 173.26.17.106
  • অক্ষ, আমি ভবনাথ না,তবে এখানে একজন ভবনাথ আছেনঃ)
  • a x | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৬ | 143.111.108.33
  • হ্যাঁ হ্যাঁ কলি, খুব হবে।

    তুমি প্লিজ প্লিজ প্লিজ একটা বুবুভা লিখবে এই বিটি প্রযুক্তি নিয়ে, তার সাথে হরাইজন্টাল জিন ট্রান্‌স্‌ফার কিভাবে হয় কেন হয়, প্লান্টে কন্টামিনেশন কিভাবে হতে পারে এইসব নিয়ে?
  • a x | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৪ | 143.111.108.33
  • ম তুমি অম্বালিকারে চেন? তোমার থেকে দু বছর মত বড় হতে পারে।
  • aka | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৯ | 168.26.215.13
  • ম, কি ভবনাথ নাকি?
  • Du | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৪৮ | 65.124.26.7
  • এইবারে শিখে যাবো ঠিক ঃ)
  • vikram | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১১ | 193.120.76.238
  • The Javanese script, natively known as Hanacaraka or Carakan is the pre-colonial script used to write the Javanese language.

    As of 2008 Javanese is difficult to render on a computer, though the script was added to Unicode in version 5.2.


    The Javanese script is an abugida. Each of the twenty letter represents a syllable with a consonant (or a "zero consonant") and the inherent vowel /?/. Various diacritics placed around the letter may indicate a different vowel than /?/, a final consonant, or a foreign pronunciation.[2]

    Letters have subscript forms used to transcribe consonant clusters. Some have "capital" forms used in proper names. However, every letter in the name is capitalized, not just the first. Punctuation includes a comma; period; a mark that covers the colon, quotations, and indicates numerals; and marks to introduce a chapter, poem, song, or letter.[3]


    ha, na, ca, ra, ka
    da, ta, sa, wa, la
    pa, dha, ja, ya, nya
    ma, ga, ba, tha, nga
  • suchetana | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৭ | 122.172.61.129
  • ইপিস্তাজী, মেইল চেকাইয়ে জী।
  • Du | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২১:৫৯ | 65.124.26.7
  • পুরোনো প্রোগ্রামারদের কাছে প্রশ্ন। এই নতুন জাভাস্ক্রীপ্ট ব্যপারটা শিখে নিচ্ছ/ছেন কি চটাপট? আমার কেন এত অসুবিধে হচ্ছে? আমার মাথাটা কি খালি হয়ে গেছে?
  • kk | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২০:৪৬ | 67.187.111.178
  • অক্ষ, আমি এক কালে প্ল্যান্ট সায়েন্টিস্ট ছিলাম, মল্‌-বায়োর কাজ কিছু করেছি। তাই দিয়ে হবে?
  • Du | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩৩ | 65.124.26.7
  • থ্যাংকু বড়ম, ভীষণ ভীষণ থ্যাংকু, ভাবছিলামই যে ওটা পুরোটা লেখা তো সম্ভব নয় - তাও কতদিন পর খানিকটা হলেও পড়তে পারলাম তোমার জন্যে - থ্যাংকু।
  • Samik | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩০ | 219.64.11.35
  • পাল্লিনের পুজোর আমি আমার পুজো একটা চটি করে বের কল্লে সুপার ডুপার হিট হবে। হবেই হবে।
  • M | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২০:১৬ | 59.93.213.116
  • দু,
    নক্সী কাঁথার মাঠ একটা কাব্য গ্রন্থ, ওটারে ছেঁটে লিখছি,কেমন।
  • M | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২০:১৪ | 59.93.213.116
  • আমি পিপি আর পাল্লিনের লেখাগুলো পচ্ছি,খুব ভালো লাগছে।
  • aka | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৯:২০ | 168.26.215.13
  • দে, কে টেররিস্ট আর কে দেশপ্রেমিক সব গুলিয়ে যায়।

    এই দেখুন বার খাওয়া ক্ষুদিরাম, আমাদের কাছে দেশপ্রেমিক কিন্তু মেরেছিল সাধারণ সিভিলিয়ান।

    তালিবানদের বিরুদ্ধে যুদ্ধে শুনলাম সেদিনই পেশোয়ার সীমান্তে ৬ জন সিভিলিয়ান মারা গেছে। ন্যাটো বাহিনী আমার আপনার কাছে শান্তির দূত কিন্তু ঐ পরিবারের কাছে ঘাতক (টেররিস্ট?)। শুনেছি ঐ অঞ্চলে তালিবানরা নাকি দেশপ্রেমিক।

    এইসব আর কি। কে টেররিস্ট, কে দেশপ্রেমিক সবই কোথা থেকে দেখছি তার ওপর নির্ভর করে। তবে এর মানে এই নয় যে মানুষ মারা খুব সমর্থনযোগ্য। ডিপ্লোমেটিক সলিউশনের কথা ভাবতে সবাই ভুলে গেছে। হাতে পরে থাকে শুধুই তকমা, হয় বাম, নয় ডান, হয় টেররিস্ট, নয়ত দেশপ্রেমিক। সমস্যার সমাধান এতে হয় কিনা ভেবে দেখার সময় হয়েছে।
  • Arpan | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৯:০৯ | 204.138.240.254
  • অরিজিতকে ভরা সোসনের মাঝে ফেলে আমি বাড়ি গেলাম। টিংটং।
  • Arijit | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৯:০৩ | 61.95.144.122
  • শালারা সুতোগুলো বেনামী রেখে আরো ঘেঁটে দিয়েছে। তিন দফা এক্সট্রা মেহন্নতঃ-(
  • aka | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৯:০০ | 168.26.215.13
  • বর্ধমান সুতো ছিল সবথেকে শক্ত, চেনজেবিকট ছিলা পাকানো (ছেড়ে খেলতে হত) আর কিষান ছিল পচা, দুইদিনে পচে যেত।
  • Arijit | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৫৬ | 61.95.144.122
  • সুতো কি শক্ত, অনেক সুতো আরো বেশি শক্ত, চিপের ওপর অনেক সুতো আরোওওও মারাত্মক। মাথা গুলায়ে গেসে গিয়া।
  • aka | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৫৪ | 168.26.215.13
  • কি হল?
  • Arijit | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৫৪ | 61.95.144.122
  • উফ্‌ফ্‌ফ্‌ফ্‌ফ্‌ফ্‌ফ্‌ফ্‌ফ্‌ফ্‌ দাদা গোওওওওওও
  • Samik | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৪৯ | 219.64.11.35
  • অ্যামারক টা কী?
  • Blank | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৪৮ | 170.153.65.102
  • শমীক যা চাইছে তা হলো, একটা গানের শেষ অন্য গানের শুরুর সাথে ওভারল্যাপ করবে। প্রথম গানটা আস্তে হয়ে যাবে, পরেরটা ক্রমশা বাড়তে থাকবে।
    এটা আই টিউনে হয়
  • Samik | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৪৮ | 219.64.11.35
  • কোচ্চেন হল, ভিএলসিতে হয় কিনা। উইন্দোজ মিডিয়া প্লেয়ারে দশ সেকেন্ডের বেশি ক্রসফেড করা যায় না। আমার তার বেশি দরকার।
  • sinfaut | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৪৭ | 203.91.201.55
  • অ্যামারকে আরও ভালো হয়। 8-।
  • Samik | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৪৭ | 219.64.11.35
  • ব্ল্যাংকি, উইন্ডোজ মিডিয়া প্লেয়ারেও হয়।

    অর্পণ, প্লেলিস্ট তো বটেই। প্লেলিস্ট চলছে। একটা গান শেষ হবার মুহূর্তে পরের গানটা শুরু হয়ে যাবে, মাঝে কয়েক সেকেন্ডের ওভারল্যাপ সহ, ঐ ডান্ডিয়া ডান্সের আসরে ডিজেরা যেমন করে, একের পর এক ডান্স নাম্বার চালিয়ে যায়, একটা শেষ না-হতেই পরের ট্র্যাকটা শুরু হয়ে যায়।
  • Arpan | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৪২ | 204.138.240.254
  • বুইলাম না। প্লেলিস্ট বানাতে চাও?
  • Blank | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৩১ | 170.153.65.102
  • ওসব আই-টিউনে হয়
  • Samik | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৮:০১ | 219.64.11.35
  • vlc player-এ ক্রসফেডিং এফেক্ট আনার কোনও রাস্তা আছে? মানে, একটা গান শেষ হতে না হতেই পরের গানটা শুরু হয়ে যাওয়া? কয়েক সেকেন্ডের ওভারল্যাপিং? ঐ ডিজে-রা য্যামন করে?
  • de | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৭:১৬ | 59.163.30.6
  • স--ন্না---টা---!!
    কি সোসন!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত