এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৪০ | 122.162.75.174
  • ঝৈন কথাটা আমি প্রথম পড়েই বুঝতে পেরেছিলাম। আমার কী বুদ্ধি!

    কিন্তু শব্দের অপকর্ষ মানুষকে কোথায় নিয়ে যায়! দমুকেও মার খেতে হয়েছিল। ঝি মানে তো কন্যা! ঠাকুরঝি, মায়ে-ঝিয়ে ইত্যাদি।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০৭:০৫ | 72.83.210.50
  • হ্যাঁ নেই নেই ব্যাপারটা ঠিক কী, হ্যাঁ ?
    না থাকার জন্য প্রবল কাকুতিমিনতি না থাকাটাই বা কীরকম?
    নষ্ট মেয়ে হবার 'থ্রেট' ই বা কোথায় কেমনে আছিল ?
  • Ishan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০৩:১১ | 12.163.39.254
  • অ্যায় জয়বাবুকে নিয়ে কোনো খারাপ কথা নয় :X
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০১:৫০ | 143.111.108.33
  • ধ্যাত, মালতীবালাতে নষ্ট মেয়ে টেয়ে হবার থ্রেট আছে। ওটাতে খালি হ্যাঁ নেই নেই ব্যপার আছে, কিন্তু না থাকার জন্য প্রবল পরিমান কাকুতি মিনতি নেই।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৯ | 122.252.231.12
  • কিন্তু এখানে তো অত কিছু জানার সুযোগই হয়নি। self-pity তো এইখানেও পুরোপুরি টলটল করছে।

    ঘুমুতে গেলাম। গুডনাইট।
  • Du | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০১:০১ | 65.124.26.7
  • ঠিক অর্পণ - এই দুটোই ওর উল্টো - মনে আসবেই - কিন্তু এটাতে ঐ ভিখিরী ভাবটা নেই। কারণ সেই মেয়েটা শুধু ঢাকাই শাড়ি সিঁদুর পড়ে মনের মাঝে আছে - সে দেখতে ভালো কি রাঁধে ভালো কি রাজার বৌ এসব কিছুর বাইরে।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০১:০০ | 112.133.206.20
  • কোনটায়?
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৯ | 143.111.108.33
  • একটাতে self-pity তে ভেসে যাচ্ছে মনে হয়।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৬ | 112.133.206.20
  • আর মালতী স্কুলের পাশে এই লাইনদুটি রাখলে কেমন লাগে? আলাদা কিছু?

    ঘরেতে এল না সে তো, মনে তার নিত্য আসাযাওয়া
    পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর।
  • kity | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫২ | 131.95.30.233
  • তিন বেকুবের চারটে ঠ্যাঙ
    ড্যা ড্যাড্যাং ড্যাড্যাং ড্যাং
  • aka | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৭ | 168.26.215.13
  • হ্যাঁ হ্যাঁ ভিখিরিমার্কা মানে কি?
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৭ | 122.252.231.12
  • মানে কোন জায়গাটায় এসে মনে হল এমনটা?
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪২ | 122.252.231.12
  • ভিখিরিমার্কা মানে?
  • Blank | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৫ | 59.93.194.138
  • mary and max দেখলাম। খুব ভালো অ্যানিমেশন, খুব ভালো সিনিমা (based on a true story, শুরুতে বলে)
  • aka | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৩ | 168.26.215.13
  • মালতীবালায় কি টলোটলো ছন্দ।

    আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি
    দেখা হল বেণীমাধব সুলেখাদের বাড়ি

    এই দুটো লাইনেই ফিদা হয়ে গিয়েছিলাম। বয়সটাও অল্প ছিল। সব মিলিয়ে পাগলা।
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:২৬ | 143.111.108.33
  • আমার জয়বাবুর বহু কবিতাই বেশ সেক্সিট লাগে। বেশ মানে বেশশশশ্‌।
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:২৫ | 143.111.108.33
  • হ্যাঁ, মালঞ্চ তো পুর্ণেন্দু পত্রীরই।
  • Du | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:২১ | 65.124.26.7
  • ঠিক দ, আমারও ঐ মনে হয়।
  • suchetana | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৮ | 122.172.104.119
  • রেডিওর নাটকগুলো খুব ভালো হত। শুক্রবার রাত্তিরে একটা আর শনি/রবি দুপুরে। সেই সময় যদি ক্রিকেট কমেϾট্র থাকত অন্য সেন্টারে, তাহলে রেডিও নিয়ে মারপিট লেগে যেতো আমাদের বাড়িতে।
  • d | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৬ | 117.195.35.145
  • সত্যি কথা বলি দু? আমার ওটা কেমন ভিখিরিমার্কা মনে হয়।
  • Du | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৪ | 65.124.26.7
  • আচ্ছা, এই মালতী ইস্কুলটা কিরকম লাগে তোমাদের? পুরোনো প্রেমিকা, জীবনে কিছুই হয়নি- তার করূন কাহিনী শুনে ছেলীদেরই বা করুণায় বুক ভিজে যাবে বলে মনে হয়? এর চেয়ে অত পুরোনো দাদুর সাধারণ মেয়ে অনেক পদের।
  • d | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:১২ | 117.195.35.145
  • *নাটক
  • d | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:১২ | 117.195.35.145
  • আহা তোমরা রেডিওতে নাতক শুনতে না? মালঞ্চ নাতকও হয়েছে। রেডিওতেই "প্রথম প্রতিশ্রুতি' শুনেছিলাম।
  • suchetana | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৭ | 122.172.104.119
  • মালঞ্চ তো সিনেমাও হয়েছিলো সেটা পত্রী বানায় নি? মালঞ্চ নাটকও হয়েছিলো, সেই নাটকটাও টিভিতে দেখাতো।
  • Du | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৬ | 65.124.26.7
  • দেখেছি। ওটা গল্পটাই ভীষণ প্রিয় ছিল আমার, সিনেমাতেও নষ্ট হয়নি।
  • suchetana | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৬ | 122.172.104.119
  • পত্রীর সিনেমায় সুমিত্রা মুখার্জী সরলা হয়েছিলো, আমার আবার মাধবীর থেকে সুমিত্রার জন্য বেশি মায়া লেগেছিলো। বেচারি!
  • a x | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৪ | 143.111.108.33
  • স্ত্রীর পত্র।
  • suchetana | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৪ | 122.172.104.119
  • আশুতোষগুলো ছোটোবেলায় দারুন ভালো লাগতো, আর বড়বেলায় পড়লে ঢপের মনে হয়। তার উপর কে যেন একবার বললো, সামনে উত্তমকুমারের ফটো রেখে আশুতোষ উপন্যাস লিখতে বসতেন। তারপর থেকে পড়তে গিয়ে দেখি তাই তো!
  • Du | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৩ | 65.124.26.7
  • মালঞ্চ সিনেমা? না দেখিনি তো। ভালো?
  • d | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৩ | 117.195.35.145
  • দু, আমি সেই ফোরেই পড়ে আবার ছোটদিকে সারসংক্ষেপ বলেও দিয়েছিলাম। ছোটদি হুবহু 'আসলে সরলার তো প্রেম ছিল' বলে খুব পিট্টি খায়। ঃ)
  • suchetana | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৮ | 122.172.104.119
  • দু, ঃ-) আমি নষ্টনীড় পড়ে, সিনেমা দেখে, আবার পড়ে, তাতেও বুঝি নি।
  • Du | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৭ | 65.124.26.7
  • জ্ঞানের আকর হিসেবে মহাভারতই সেরা মনে হয় ঃ)
  • a x | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৭ | 143.111.108.33
  • পূর্ণেন্দু পত্রীর সিনেমাটা দেখেছ?
  • a x | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৬ | 143.111.108.33
  • আরে আমিও এটা লিখতে যাচ্ছিলাম - দীনবন্ধু, রমেশচন্দ্র এগুলো পড়তে গিয়ে কাঁচা খিস্তি আবিষ্কার করে পরম পুলকিত হয়েছিলাম।
  • d | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৫ | 117.195.35.145
  • নাঃ গুন্নাইট। কাল আবার সেই পাপিষ্ঠ অফিস।
  • Du | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৫ | 65.124.26.7
  • ঐ মালঞ্চ আর একটা। কিছুই বুঝলাম না। এখন একবার পড়তে দেখতে হবে।
  • d | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৪ | 117.195.35.145
  • নীলাঙ্গুরীয় আমি একবারই পড়েছি। মাধ্যমিক দিয়ে। ব্যপক লেগেছিল। নীলাঙ্গুরীয় আর আশুতোষের "বলাকার মন', পঞ্চতপা', কাল তুমি আলেয়া' ইত্যাদি আমি আর বড় হয়ে পড়িই নি। পাছে খারাপ লাগে! আর হ্যাঁ বঙ্কিমচন্দ্র, মধুকবি আর দীনবন্ধু মিত্র সম্পর্কে বাড়ীতে কোন নিষেধাজ্ঞা ছিল না কেন কে জানে। ওগুলো সব ক্লাস ফোর ফাইভের মধ্যেই শেষ। তবে মধুকবি একদম ভাল্লাগে নি তখন।

    আর শরৎচন্দ্র কস্মিনকালেও ভাল্লাগেনি (শ্রীকান্ত প্রথম পর্ব ছাড়া)।
  • suchetana | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫০ | 122.172.104.119
  • ঠিক বলেছো দ, আমিও সেভেনে শেষের কবিতা পড়ে এত বোর হয়েছিলাম কি বলবো! বড় হয়েও আর ভালো লাগলো না নতুন করে। কিন্তু নীলাঙ্গুরীয় ছোটোবেলায় বোর করেছিলো অথচ বড়বেলায় ভালো লাগলো।
  • d | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৪৫ | 117.195.35.145
  • হুঁ কিন্তু কি ভাল্লাগতো পড়তে। বড় হয়ে আর ভাল লাগলো না। ঃ(
    ক্লাস ফোরে মালঞ্চ, নষ্টনীড় আর দুই বোন পড়েছিলাম। আমি যখন ফোরে তখন ছোটদি মাধ্যমিক দিল। ওর অখন্ড অবসর। এদিকে ও বই পড়তে তত ভালবাসে না। ওদিকে ওর "পাঠরুচি' গড়ে তোলার উদ্দেশ্যে দাদু ওকে দাড়িদাদু আর শরৎচন্দ্র এনে দিলেন। তা আমি সেসব পড়ে বাড়ীতে পড়ার সমতাসুত্র বজায় রাখতাম। আর সেভেনে উঠে শেষের কবিতা। সেই প্রথমেই কেমন বাজেমত লাগল। আর ভাল্লাগলো না।
  • suchetana | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৪৪ | 122.172.104.119
  • কেসি , অপ্পন
  • kc | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৪৩ | 89.203.49.18
  • ভেবে কিছু পেলাম না যে! ঃ((
  • suchetana | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৪২ | 122.172.104.119
  • জৈন ধর্মের অসুরদের ঝৈন বলা হয়!! পেটে খিল ধরে গেল হাসতে হাসতে।
  • a x | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৪২ | 143.111.108.33
  • আমি তো যা যা বই পড়েছি জীবনে তার ৮০% ক্লাস এইটের মধ্যে।

    কাজেই খুব অসুবিধে করেও ক্লাস সেভেনের মধ্যে আমাকে আউটসাইডার, লোলিতা থেকে দুর্গেশনন্দিনী, গোরা পড়ে ফেলতে হয়েছিল।
    এত কষ্ট তো এই জন্যই করা যে এখন খালি লিংক পড়ব।
  • suchetana | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৯ | 122.172.104.119
  • দ, কি পাকা মেয়ে ছিলে তুমি! কেলাস সিক্সে রম্যানি বীক্ষ্য!!
  • a x | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৭ | 143.111.108.33
  • উফ্‌ফ কতদিকে নজর দেব। আকা আপা একটি লোক না। আকা একজন আপা আরেকজন।

    এবার এই লাইনে ভাবুন আজ্জো যদি আকা হয়, আপা তাহলে কে
  • d | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৫ | 117.195.35.145
  • এদিকে আমি লোকের দাঁত কিড়িমিড়ি আর ফিসফিসানি দেখে ভেবেছিলাম বোধহয় জৈন ধর্মের অসুরদেরকে ঝৈন বলা হয়। ওদিকে তখন প্রকাশ্যে "শ্বাশ্বত ভারত' সিরিজ আর লুকিয়ে লুকিয়ে (অঙ্কের লম্বা দিস্তা খাতার মধ্যে ঢুকিয়ে) 'রম্যানী বীক্ষ্যঃ' সিরিজ পড়ে অসুরদের প্রতি বেশ সফট কর্ণার জাগ্রত হয়েছে। তাই বেশ মায়ামায়া গলাতেই সহপাঠিনীকে জিগ্যেস করেছিলাম। আর সে গিয়ে সোজা বড়দিকে নালিশ করে এলো। ঃ((
  • kc | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৪ | 89.203.49.18
  • ইয়ে, মানে ইসে, তুমি দেখলাম তেঁতো লিখেছ, তাই, ঃ))
  • suchetana | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৩ | 122.172.104.119
  • বাঃ। এরেই বলে প্রাঞ্জল করে বুঝিয়ে দেওয়া। থ্যাঙ্কু অক্ষ।
    আমি একবার বন্ধুদের থেকে পাড়ার এক জেঠুর সম্পর্কে এরকম একটা রটনা শুনে এসে মা-কে খুব শালীন ভাষায় রিপোর্ট দিয়েছিলাম, "বিনয়জেঠু, একজন ঝিকে স্ত্রী করেছেন'। তারপর স্কেলপিটুনি খেয়েছিলাম ভালোমতন।
    আকা, এই নাও গালভরা হাসি। ঃ-D
  • a x | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৩ | 143.111.108.33
  • পোস্ট ৩৭৭ এও সম্ভব না। ওটা খালি পুরুষ কি করে পুরুষৈণ হবে তার জন্য তো।
  • aka | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩১ | 168.26.215.13
  • এবং এই তিতিয়বারের হাসি।

    কেসি সন্দো কেন?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত