"ধৈজ্জ ধরে আছি সুনা' একটা প্রচলিত বাক্যাংশ, যার অর্থ ঠিক "ধৈর্য্য ধরে আছি সোনা'র একেবারে আক্ষরিক অর্থ নয়। ডেল্টা তফাৎ আছে তো। ঃ))
SS | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৯ | 128.248.169.188
শুধু তেকোনার কাছে চাইলে হবে? রাজপুত্তুর গোঁসা করবেন যে!
d | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৯ | 117.195.36.251
ভাল কথা এসেস, "বই-মেলা' ডট কমে "কাঠের সেনাপতি', "ম্যাগনাম ওপাস' ইত্যাদি পাওয়া যাচ্ছে জানেন তো। আমাকে বলেছে নাকি আগামী ২-৩ সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে। কিন্তু কি শিপিং চার্জ রে ভাই!! ওফ! ভিসা করিয়ে গিয়ে কিনে আনলে মনে হয় এর থেকে সস্তা হত।
subyaang | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৬ | 122.172.147.50
আমি আজই তেকোনার থেকে ব্যাঙ শব্দের স্বত্তাধিকার চেয়ে নোবো। সই আমায় কিছুতেই 'না' বলতে পারবে না কো!
subyaang | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৪ | 122.172.147.50
ইশ্শ আমার তেকোনার লেখাটার কথা মনে পড়ে গেলো, ব্যাঙ্কুয়ারি!! ঐ টইটা কোথায় গেলো আবার খুঁজে পড়তে হবে।
আর ধৈজ্জ খুব খারাপ ব্যাপার মোটেই ধরে রাখতে নেই, ছেড়ে দিতে হয়।
d | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪১ | 117.195.36.251
দেখেছ! SS ঠিক বলে দিয়েছেন।
d | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪০ | 117.195.36.251
আরে আমার মনে রাখতে কোনই সমস্যা নেই। তবে অত বড় লিখতে চাপ। তাছাড়া ধর গিয়ে "ব্যাঙ' বললে আবার কোথায় কার হৃদয়ে কিরূপ দোলা লেগে যায় ----- বলা তো যায় না।
SS | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৮ | 128.248.169.188
আহা, ভালো ব্যাঙের কথায় চন্দ্রলেখার কথা মনে পড়লো। সুব্যাঙের বদলে চন্দ্রলেখা চলবেনা?
Shuchismita | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৮ | 71.201.25.54
অভ্যুর দেওয়া এই লিংকটাতে কিছু ফাটাফাটি কমেন্ট আছে। বাঙালের সাথে হনুমানের সম্পর্ক যে এতো নিবিড় তা কি কোনদিন ভাবতেও পেরেছি!!! ;-)
subyaang | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৭ | 122.172.147.50
না, না, চলবে না। আমার নাম আমিই দোবো, তোমার দেওয়া নোবো না। ব্রোনোলিয়ার ডবল ডোজ নিতে পরামর্শ দেওয়া হচ্ছে জটিল নামের ক্ষেত্রে।
d | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৪ | 117.195.36.251
কেসি, আমি ঠিক পুণেতেও নয়, কলকাতাতেও নয়। পেন্ডুলামের মত দুলছি আর কি। তবে এই পোস্টগুলো পুণেতে বসে করা।
d | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৩ | 117.195.36.251
"সুব্যাঙ' নামটা বড্ড বড় আর জটিল। কেমন হয় যদি আমি তোমাকে "সুনা' করে দিই? আমাদের বাঙাল ভাষায় সোনা'কে অনেক জেলাতেই "সুনা' বলা হয়। যেমন ধর "লিখে ফেলো, ধৈজ্জ ধরে আছি সুনা'।
Abhyu | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৮ | 97.81.65.67
আরেক্টা গান্দিয়ে শুতে যাবো
Abhyu | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৬ | 97.81.65.67
তাছাড়া তিনি আরেকটা গানও লিখেছিলেন - ওগো বাঙাল আমারে কাঙাল করেছ - শুধু লিখে খান্তি দ্যান্নি রেকর্ডও করেছিলেন - ভিখিরি প্রসঙ্গে মনে পড়ল।
Abhyu | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৪ | 97.81.65.67
যা গাইতো তাত্থেকে ভালো লিখতো বোদায়। তবে তার দিনুদাদার গাওয়া গান যে কটা শুনেসি সবকটাই বড় ভাল্লেগেছে
kc | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৩ | 89.203.49.18
দমুদি এখনও কি পুনেতেই?
d | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:২১ | 117.195.36.251
হ্যাঁ যেটা বলার জন্য এডিটার উইন্ডো খোলা, সেটা হল ঃঃ
১। দু-এর প্রশ্নের উত্তরে আমিই বলেছিলাম যে "মালতিবালা বালিকা বিদ্যালয়' কবিতাটা আমার ভিখিরিমার্কা লাগে।
২। ভিখিরিমার্কা হলেই সেটা "ভিখিরিপনা' নাও হতে পারে, হতেও পারে। আমি মনে করি দুটোর মধ্যে একটু সুক্ষ্ম তফাৎ আছে। এই কবিতাটির ক্ষেত্রে আমি "ভিখিরিমার্কা' টুকুই বলেছি, ভিখিরিপনা কিনা সেই সম্পর্কে আমার মতামত জানাই নি। এখনও জানাচ্ছি না।
৩। কেন আমার ভিখিরিমার্কা মনে হয়েছে সেই কৈফিয়ৎ চাইলে কবিতার লাইন তুলে তুলে তাতে পাঠক-"আমি'র কাছে কি বার্তা বয়ে এনেছে ... এবং অন্যান্য কবিতার লাইন তুলে তুলে সেগুলোই বা কী বার্তা বয়ে এনেছে এই নিয়ে বিস্তারিত লিখতে হয়। সে ইচ্ছে নেই।
৪। আমি কোন কবিতার সাথে তুলনায় যাই নি।
৫। "ভিখিরি' শব্দের অনুষঙ্গে আমার মনে আসে দয়া, করুণা, কষ্ট কিম্বা empathy। তার সাথে আমার মনে অন্তত "নাসা কুঞ্চন' কিম্বা "ভ্রূ কুঞ্চন' আসে না।
এই বিষয়ে আমি আর কোন বক্তব্য রাখব না। এগুলোও লিখতাম না, নেহাৎই ঐ নাসা কুঞ্চন, ভ্রূ কুঞ্চনের অতিরঞ্জন দেখে লিখতে বাধ্য হলাম।
subyaang | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৮ | 122.172.147.50
জুজুৎসুও শিখেছিলো।
Shuchismita | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৭ | 71.201.25.54
অভ্যু যে কি বলে! গানটা যে লিখেছে সে নিজেও তো বাঙাল। আর সেও নাকি খুব ভালো গাইতো (ওসব ভুলভাল রেকর্ডের কথা ভুলে যাও)। রীতিমত ওস্তাদ রেখে গান শিখেছিল ছোটোবেলায়।
suchetana | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৯ | 122.172.52.74
অতঃদ্বারা জানানো যাইতেছে যে আজ হইতে আমি, ব্যাঙ্গালোর নিবাসী সুচেতনা সজ্ঞানে 'সুব্যাঙ' বা 'ভালো ব্যাঙ' নাম পরিচিত হইলাম। লন্ডননিবাসী সুচেতনাকে 'সুডন' বা 'ভালো ডন' নামে পরিচিত হইবার সুপরামর্শ প্রদান করা হইল।
Abhyu | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৭ | 97.81.65.67
হ্যাঁয়েস। ব্রেনোলিয়া পদকপ্রাপ্ত ঃ) আমি কদিন আগে আর একটু হলেই শৈবাল বাবুর জায়গায় পিপিকে মেল কত্তে যাচ্ছিলুম!
Shuchismita | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৪৫ | 71.201.25.54
এইত্তো সিংগল ডি এসে গেছেন। ইনি ব্রেনোলিয়া পদক প্রাপ্ত ঃ) এবার সব্বার সব পাকিয়ে যাওয়া নামের জট উনি ছাড়িয়ে দেবেন।
d | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৪০ | 117.195.36.251
sb নামে বার্লিনের সর্বাণী লিখত। এখন SB আসায় ও আবার "পিপি'তে ফেরত গেছে। SB নামে যিনি লেখেন, তাঁর প্রথম নাম শৈবাল।
Shuchismita | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩৫ | 71.201.25.54
অতি বিনয়ে কাজ নেই। তুমিও খুব সুন্দর ঝরঝরে লেখো। আমি একা নই। সবাই বলেচে ঃ)
suchetana | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩৪ | 122.172.52.74
তাইলে এসএস কিনি?
SS | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩৩ | 128.248.169.188
দে, এখানে সিংগল এস্ অলরেডি দখল হয়ে গেছে। S=শমীক, s=সর্বাণী/পিপি।
suchetana | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩২ | 122.172.52.74
আরে না না! তিনি ইনি নন। তিনি বড়ই সুন্দর লেখেন, সত্যি সত্যি খুব সুন্দর লেখেন। আমি তো কেবল ছ্যাবলামি করি।
Shuchismita | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩০ | 71.201.25.54
শুচিস্মিতা নামে আমি আর শুচিমাসি এই দুজনই তো আছি। আমাদের মধ্যে আমি এসবি নই। শুচিমাসির নামের ইনিশিয়াল এসবি।
আমাদের বাইরে অন্য যেসব এসবি আছেন তাদের ঠিকানা জানি নে।
Shuchismita | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:২৬ | 71.201.25.54
তবে রিস্তাটা পাকা করার আগে একটা কনফুশন দূর করে নেওয়া যাক। বিএলে এক ইউকে নিবাসী সুচেতনা লিখতেন। আমার অবশ্য মনে হচ্ছে তিনি আর আপনি এক লোক নন। কি? ঠিক তো?
Abhyu | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:২৩ | 97.81.65.67
অ্যাবসলিউটলি শিওর? SB নামে আর কেউ লেখেন না? ঃ)
suchetana | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:২৩ | 122.172.52.74
ঃ)))
Shuchismita | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:২১ | 71.201.25.54
সত্যি তো খুব ভুল হয়ে গেছে। তাহলে কি মামীশাশুড়িই ডাকি? ঃ)
suchetana | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:১৭ | 122.172.52.74
শুচিস্মিতা কয় কি! বলি তুই আগে থেকে তোর মামিশাশুড়িকে চিনতিস, পিসতুতো ভাসুরকে চিনতিস? তাদেরকেও বৌভাতের দিন থেকে নাম ধরে ডাকিস নাকি?
Shuchismita | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:১৫ | 71.201.25.54
দে, এস বি নামে তাহলে শুচিস্মিতা-মাসি লিখতেন। উনি তো বন্দ্যোপাধ্যায়। উনি ফিজিতে থাকেন।
Shuchismita | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:১৪ | 71.201.25.54
যাহ! এবার তো আমার ঘন্ট পাকিয়ে গেলো। সুচেতনাকে আমার কি নামে ডাকার কথা? আমি কি আপনাকে আগে থেকে চিনি? ইয়ে মানে আপনাকে আমার মনে হয় সুচেতনাদি ডাকা উচিত। সরি...
de | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:১৪ | 117.98.16.241
অভ্যুর গুলিয়ে দেওয়ার পোতিক্কিয়াসিল পোচেস্টার বিরুদ্ধে পিতিবাদ!! অভ্যু আর আজ্জো আলাদা, সেটা জানি ঃ))
Shuchismita | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:১০ | 71.201.25.54
নট ব্যাড। আজকাল তো যেখানে সেখানে এস জুড়ে দেওয়াটাই ইশটাইল। আগে বাঢ়ো AbhyuS!!
suchetana | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৫২ | 122.172.52.122
অ্যাঁ, শুচিস্মিতাই এসবি নাকি? কক্ষনো না, কোনোদিনও না! দে কি আজ ঘন্ট রাঁধছে? সকাল থেকে সব কিছু ঘেঁটে দিচ্ছে?
Shuchismita | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৫১ | 71.201.25.54
নোপ! আমার নামে "বি" নাই। বহুকাল আগে এখানে একবার এস নামে লিখেছিলাম বটে। কিন্তু তখন শমীকও এস ছিলো। তারপর থেকে আমি আমার দীর্ঘ স্বনামেই ফিরে এসেছি। শমীকও দেখি তার গোটা নামেই লেখে। এখন এস নামে কেউ লেখেন কি?
de | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৪২ | 117.98.16.241
তাই আমার কেমন সন্দ হচ্ছিলো, থ্যাংকু শুচিস্মিতা! আর আপনি কি শুচিস্মিতা/এসবি?
Shuchismita | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৮:২৭ | 71.201.25.54
কেকে হলেন আদি অকৃত্রিম কৃষ্ণকলি। দারুন ভালো রান্না করেন। কথা দিয়ে ছবি আঁকেন। আরেকজন কোলি আছেন। তিনি নতুন এসেছেন। ঐ যে নিছক গল্প লিখলেন।
de | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৮:১৪ | 117.98.16.241
কোচ্চেন--- কলি আর কেকে কি একজনই? আমার কেমন একটা গুলিয়ে গেছে!
সপ্তাহের সোসনান্তে ভাটপাতায় বেড়াতে এসেছিলাম, প্যানোরামিক ভিউ দেখে মনে পড়লো, আমরা কলোসিয়ামের ছবি ঐভাবে চারিদিকে ক্যামেরা বসিয়ে তারপরে এডিট করে তুলেছিলাম, পুরো সার্কুলার ভিউ পাওয়ার জন্য।
kk | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৭:১৮ | 67.187.111.178
আরে থ্যাংকু থ্যাংকু ঃ))
Shuchismita | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৭:১৬ | 71.201.25.54
আচ্ছা কলি, একটা কথা বলে নিই আজ। আগে বলা হয়নি কখনো। টাইপ করতে বড় ল্যাদ খাই। আর অফিসে থেকেও গুরুতে লেখা যায়না। তোমার লেখা আমার খুব খুউউব ভালো লাগে। তোমার বাঘু বেকার তো আমি অনেক বন্ধুকেও পাঠিয়েছি।
Shuchismita | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৭:১৩ | 71.201.25.54
নাহ তাহলে একটুর জন্য ওভারল্যাপ হয়নি। আসলে দুবছর নয়, এখন ভেবে দেখছি তার চেয়ে কিছু বেশিই হয়ে গেছে। ২০০৭ এর মে থেকে ডিসেম্বর। বাবাহ! এতো দিন হয়ে গেছে ভাবতেই পারি নি! সময় কি তাড়াতাড়ি বয়ে যায়!
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন