এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৯ | 72.83.210.50
  • আরে আরে,শুধু বিষম নিয়ে পড়লো কেন সবে! সম (কামী না) প্রেমেও 'ভিখিরিপনা'দিব্ব থাকে তো।

    খালি গানের লাইনগুলো মনে পড়ছে না ঃ(
    পেটে আসছে এমন ও না।
    ভরপেট থাকলে এমনি ই হয়। ঃ(
    একমাত্র ঘুম আসে ঃ(
  • shrabani | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৯ | 124.30.233.102
  • ইউনি তে আমাদের ডিপার্টমেন্টের প্রোগ্রামে একটি ফার্স্ট ইয়ারের মেয়ে স্টেজে উঠে "মালতীলতা" বলল, ভালোই গলা, কিন্তু ঠিক জমলনা। পরে মনে হয়েছিল চোখ বন্ধ করে শুনলে হত। মেয়েটি একেবারে সেই ক্লাসিক বাঙালী সুন্দরী!
  • san | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৩ | 203.91.201.56
  • আমার রাতজাগা তারা ইত্যাদিও আছে
  • shrabani | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৩ | 124.30.233.102
  • চিকেন/মাটন/আন্ডা কারী (অবশ্যই কারিপাত নারকেল দিয়ে) কেরালা ইশটাইলে আর তার সাথে আপ্পম, আজ পর্যন্ত যারাই খেয়েছে আমার বাড়ীতে... আর নেমন্তন্ন করলেই খোঁজ নেয় আপ্পম থাকবে কিনা।
    তবে বহুত মেহনতের কাজ!
  • Samik | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫০ | 122.162.75.15
  • হয় তো কিছুই নাহি পাবো, তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাবো

    ভিখিরিপনার চূড়ান্ত একেবারে, য্যাঃ

    কিংবা

    জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া
    ছলোছলো আঁখি মোর জলভরা মেঘে যেন ছাওয়া

    ঃ-)))
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৮ | 216.52.215.232
  • * কী
  • san | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৮ | 203.91.201.56
  • যাঃ অনুসন্ধিৎসা বা জ্ঞানস্পৃহাকে খোঁটা নামে অভিহিত করাটা ঠিক না।

    নইলে, এখন তো আমি চোখবুজে ভাট-টই-বুবুভা সব পড়ি।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৮ | 216.52.215.232
  • আর মামু টিভিতে সলমনের অটোগ্রাফ নেয় বুঝি? হায় হায়। পোমো দেড়েল তাঙ্কিÄকের এ কি বিচিত্র মনোবাসনা। এই জলন্ত বাস্তবও দেখে যেতে হল?
  • lcm | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৮ | 69.236.176.155
  • - দে দে প্যার দে, প্যার দে, প্যার দে
    - আমার হাত দুটি ধরে নিয়ে চলো সখা
  • Samik | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৫ | 122.162.75.15
  • হুঁ। ভিখিরিপনার জলন্ত উদাহরণঃ

    ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী
    কিংবা
    তুমি সুন্দর, তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ

    আর ইয়ে, দুহাজার আটের ডিসেম্বরে স্যান নিউ ইয়ারের রেজোলিউশন নিয়েছিল, কাউরে বানান নিয়ে খোঁটা দেবে না। হায়, দুহাজার নয় পেরিয়ে দশ এসে গেল। কেউ কথা রাখেনা। ঃ-)
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৪ | 216.52.215.232
  • অরিজিতের রোগটা সামান্য কিছু নয়। ইমিডিয়েটলি ভালো চিকিৎসার প্রয়োজন। রোগে ভুগে বেচারা আত্মপরিচয়ের সঙ্কটে ভুগছে। নইলে এই দ্যাখো চন্দ্রবিন্দুটাও বসায়নি। ;-)
  • san | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪১ | 203.91.201.56
  • এছাড়াও, ম্যাজেস্টিকের স্বপ্না বুকস্টোর চেনার পরেও আমি এইসব খাইনি ক্যানো ? ঃ-(
  • san | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৭ | 203.91.201.56
  • অরিজিত ছুরিকে ছুড়ি ক্যানো লিখল? মনের কোন অবচেতন ইচ্ছা থেকে এইসব বানান উঠে আসে? ঃ-)
  • Ishan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৬ | 173.26.17.106
  • এই ম্যাজেস্টিক টা আবার কি?

    নাঃ ঘুমোতে যাই। মাথাটা আবার কেমন কটকট করছে।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৬ | 216.52.215.232
  • আর ম্যাজেস্টিক জানতে চাইনি। সে কে না চেনে? সপনার লোকেশনটা কনফার্ম করছিলাম। ঃ-)
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৫ | 216.52.215.232
  • বুঝেছি। ভাবনা নয় গো, এই দিন কয়েক আগেই হেথায় গিয়েছিলাম। তখন যদি জানতাম! ঃ-(
  • Ishan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৫ | 173.26.17.106
  • সেতো সলমন খানকেও টিভিতেই দেখা যায়। তার্বেলা কিছু না। ঃ(
  • kallol | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৪ | 124.124.93.202
  • ম্যাজেস্টিক বোলে তো - মাইশোর ব্যাঙ্ক সার্কেল থেকে একটু এগিয়ে।
    ম্যাজেস্টিক বোলে তো - যেখানে আন্তঃরাজ্য বাসগুলো ছাড়ে
    ম্যাজেস্টিক বোলে তো - ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের কাছে
    ম্যাজেস্টিক বোলে তো - ব্যাঙ্গালোরের ধর্মতলা
    তবে তোর অত ভাবনা কি পাগোল - আমি তো আছি!!
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৩ | 61.95.144.122
  • তা হবে - আমার নামটাম মনে নাই - ঝালটা মনে আছে।
  • Arijit | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩২ | 61.95.144.122
  • ছুড়িকাঁচি নিয়ে এট্টু গাঁইগুঁই করছিলুম বলে ডাগদার দয়াপরবশ হয়ে বল্ল তিন হপ্তা ওষুধ খাও, চাপ দিও না বা চাপ নিও না, সব্বোদা উঁচু আসনে বসিও, কারো সমক্ষে নীচু হইও না (অর্থাৎ মাটিতে বসবা না, নীল ডাউন হবা না, হাঁটু মুড়বা না ইত্যাদি - কয়েকবছর আগে হলে অ্যা করতে কেস খেয়ে যেতে হত) - তাপ্পর ফের দেখে বলবো কাটতে হবে কিনা। মুশকিল হল সাইকেল চালানোটাও বন্ধ করে দিলো - সেটা বেজায় চাপের ব্যাপারঃ-(
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩১ | 216.52.215.232
  • তুত, সে তো বইমেলাতেই ওনাকে দেখা যায়।
  • Ishan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩০ | 173.26.17.106
  • আর অজ্জিত, ঐ নঙ্কাটা হ্যাবেনারো। হ্যালোপিনো নয়।
  • san | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩০ | 203.91.201.56
  • আমারও অনেক মহৎ মালপত্তর লেখার ছিল কিন্তু উপায় নেই ঃ-(
  • Ishan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৯ | 173.26.17.106
  • কবিদের সঙ্গে আমার এয়ারপোর্টে দেখা হয়, সে নিয়ে কেউ কিছুই বল্লনা। ঃ(

    হত যদি সলমন খান, পেডিগ্রি বেড়ে যেত। ধিক এই পর্দার মাসকেলপ্রীতি। কালচারাল ইম্পিরিয়ালিজম নিপাত যাক।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৮ | 72.83.210.50
  • অর্থাৎ অন্তে মাথায় জল ঢালতে হবে ?
  • Ishan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৫ | 173.26.17.106
  • আজ্জো যদি এটা এক বছর আগে লিখে দিত, কবিকে দিয়েই নম্বর বসিয়ে দিতাম। কলকাতা এয়ারপোর্টে দেখা হয়েছিল। ঃ)

    দেখি, এবার যদি এয়ারপোর্টে দেখতে পাই। ঃ)
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৫ | 216.52.215.232
  • ইহাই "জলন্ত' বাস্তব।
  • rimi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৫ | 24.42.203.194
  • আকার মাথা হাঁড়াপ হইসে (সিলেটিয় ভাষায়)
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৪ | 216.52.215.232
  • বিশুদ্ধ প্রেম আরেকটি ইউটোপিয়া। ঃ-) এইখানে প্রেম না হোক, ভালো ছেলের প্রতি আকর্ষণ তো ছিল। আর কে না জানে, আকর্ষণ হল একটি অসম প্রেম। অসম, কারণ প্রকৃত প্রস্তাবে একমুখী।

    কিন্তু আমার যেন কীসব মহত জিনিস লেখার ছিল। সেসব শিকেয় তুলে আপাতত জালিম অফিসের কাজ করি। দু-তিনটে এস্কালেশন মেলও আছে শুনলাম। ঃ(
  • san | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৩ | 203.91.201.56
  • জলন্ত বাস্তব মানে? জুড়িয়ে জল হয়ে যাওয়া বাস্তব?
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:২১ | 72.83.210.50
  • যাচ্চলে, এটা তো আসলে সেমেসে মা চ কো ছিল !

    ১। মালতীবালা কি ভিখারীমার্কা কবিতা ?

    ২। মালতীবালা কি ভিখারীমার্কা কবিতা নয় ?

    ৩। উপরের কোনোটি ই নয়।

    সঠিক উত্তরদাতারা কবির স্বাক্ষর সহ সেমেসে চু... কাব্যগ্রন্থটির একটি কপি পাবেন।
  • aka | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৫ | 24.42.203.194
  • মালতীবালা আসলে কোন প্রেমের কবিতা নয়। প্রেমের মোড়কে জলন্ত বাস্তবের এক প্রঙ্কÄলিত ছবি। যার শুরু এক ছোট্ট ক্লাস ঘরে, যার পরিণতি ব্রীজের ধারে, যার রোমান্টিসিজম অংক খাতায়। এসব তো জানা কথা। সিনেমায় হয়, গল্পে পড়ি, ভাগ্যবান কিছু মানুষের নিজ জীবনেও ঘটে। টলটল ছন্দে লেখা মিষ্টি প্রেমের এক পটভূমি। এরপরেই হতে পারত কিছু ফর্মুলা, মেইনস্ট্রীম মানে নাচাগানা, হ্যাপিলি এভার আফটার। নারীবাদে ব্যর্থ প্রেম, আরও কত ফর্মুলা। কিছু পূর্ব পরিকল্পিত বক্তব্য ছন্দ মিলিয়ে লেখা। ঠিক এইখানেই মালতীবালার নাম না জানা মেয়েটি অনন্য, কারণ সে ছাঁচে ঢালা মূর্তি নয়। সে একটি সাধারণ মেয়ে। যার জীবনে কান্না আছে, হতাশা আছে, লড়াই আছে, দিনের শেষে নিজের জন্য একরাশ দুঃখ আছে। সবই একটু একটু। বাস্তবে যেমন হয়। ছাঁচে ঢেলে ফর্মুলা ভাঙার অপর নামই মালতীবালা। গল্পের সাধারণ মেয়ের দিন শেষ হয়ে বাস্তবের মেয়ের কবিতার নামই মালতীবালা।

    (?/১০)
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৩ | 72.83.210.50
  • না না ঝিকি, সে যার যা লাগে, লাগুক না। সে বলুক ও না। কিন্তু সেই লাগাটা কোথাও জানালে, সেটা কেমন লাগলো , তাও আবার অন্যরা জানাতেই পারে। এই আর কি ঃ)
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৩ | 216.52.215.232
  • ম্যাজেস্টিক বোলে তো? গান্ধীনগর এসি বাজারের পাশে যেটা?
  • kallol | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:১০ | 124.124.93.202
  • ঝিকি - কখনো ব্যাঙ্গালোরে এলে, ম্যাজেস্টিকে স্বপ্না বুক স্টোরের উল্টো দিকে ফিস ল্যান্ডে কাণে রওয়া ফ্রাই আর চিলি বা মসালা ক্র্যাব চাখবেন। তখন কথা ফেরৎ নিতে হবে।
  • Jhiki | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:০৩ | 124.81.82.83
  • এটাআ যে কবিতা টা পড়ে্‌ছ, তার ও তো নিজের ব্যাপার। তার ভিখিরিপনা লাগ্লে তাতে অন্যের ও তো নাসা ব ভ্রূ কুন্‌চনের কি আছে।
    আমর ও কবিতাটার শেষের দিকটা ভিকিরিপনা লাগে। আসলে অসম প্রেম এর ক্ষেত্রে যে নীচে থাকে তার প্রেম টাই আমার কেমন যেন বিশুদ্ধ মনে হয় না, মনে হয় সেক্ষেত্রে প্রেম এর থেকে সম্পর্ক গড়া বা তাকে স্বীকৃতি দেওয়াটাই বেশী প্রাধান্য পায়।
  • Jhiki | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫১ | 124.81.82.83
  • দুঃখিত, ওটা অবস্যই paste
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩৭ | 72.83.210.50
  • শ্রিম্প তো একরকমের pest ই হইলো ঃ)
  • kk | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩৩ | 67.187.111.178
  • pest মেশাবেন না paste মেশাবেন?
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩২ | 72.83.210.50
  • যে অনুভব ই হোক, তাকে ভিখিরিপনা নাম দেবার ই বা কি আছে। আর ভিখিরি পনা যদি হয় ও বা, তা নিয়ে এত নাসা বা ভ্রূ কুঞ্চনের কী আছে! দুটো মানুষের নিজেদের মধ্যে ব্যাপার স্যাপার। যা ইচ্ছা মনে হওয়ার, হোক না।

    আর, ভালোবাসা মোরে ভিখারি করেছে এসব তো কবেইলোকজন কতনা গর্বসে কহিয়া গিয়াছে !
  • Jhiki | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০৯:১৯ | 124.81.82.83
  • dried shrimp pest মিশিয়ে
  • Jhiki | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০৯:১৭ | 124.81.82.83
  • সে লোকে করুণা করুক আর যায় করুক, আমি নিজের পকেট কেটে দক্ষিণী নন-ভেজ খাবার কখনও খাবো না, আর যদি এটা জেনেও কেউ নেমন্তন্ন করে খাওয়ায় তো তার সাথে ছোটবেলায় পড়া শেয়াল আর বক এ গল্পের বক এর মত ব্যবহার করব। বিশেষ কিছু করার দর্কার নেই, সব খাবার এ আমি 'দ্রিএদ শ্রিম্প পেস্ত' মিষিয়ে পরিবেশন করব। খালি তার আগে কোনোভাবে সর্দি লাগিয়ে নিজের নাক টা বন্ধ রাখতে হবে।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০৯:১৬ | 112.133.206.20
  • ঠিক। বাকি যে কটি কথা লেখার আছে অফিসে গিয়ে কাজের ফাঁকে লিখব। ঃ)
  • san | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০৯:১২ | 115.117.208.76
  • এবং যদি নাগালের বাইরে, ধরাছোঁয়ার বাইরের জগতের কেউ হয়।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০৯:০৮ | 122.252.231.12
  • আর বিশেষ করে যদি প্রথম প্রেম হয়।
  • san | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০৯:০৬ | 115.117.208.76
  • এঃ, মালতীবালা আমার খুব পছন্দের কবিতা। এবং যে যাই বলুক গানটাও আমার ভাল্লাগে ঃ-)

    আর প্রেম থেকে বিশেষতঃ অসমান প্রেম থেকে সেল্ফ-পিটি বা ভিখিরিপনা বাদ দেওয়া খুব কঠিন ব্যাপার। জীবন থেকেই বাদ দেওয়া যায়না তো কবিতা থেকে জোরজার করে বাদ দিয়ে আর কী হবে? ইত্যাদি।
  • Arpan | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৫৯ | 112.133.206.20
  • থ্রেট ফেট আবার কী? এ হল মনোবাসনা। প্রতিশোধস্পৃহা। যদিও জানে তাতে বেণীবাবুর কিছু যাবে আসবে না। আর বেণীমাধবকেই কাকুতিমিনতি করে কথা কটি বলা হয়েছে এমনটি তো নাও হতে পারে। হতেও তো পারে নিজের আরেকটা সত্তার সাথে কথা বলা। ঃ X
  • M | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৫৪ | 59.93.244.121
  • আমি ঘুম ঘুম চোখে কিছুই বুঝলাম না, তাই আবার অখন্ড ঘুমের তরে চললাম।
  • Abhyu | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৫০ | 97.81.65.67
  • আই এস আইয়ের লোকজন কেউ নেই - কার সঙ্গেই বা দুটো প্রাণের কথা কই - আহা কি সেই কবিতা

    পার্থপ্রতিম পার্থপ্রতীম তোমার বাড়ি যাব...

    বাইরে দিদিমণির পাশে তার PSS বর

    -মনেও পড়ে না ছাই পুরোটা।
  • pi | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৪৩ | 72.83.210.50
  • আর, ভিখিরি ভাবের ভাব সম্প্রসারণ আমাকেও একটু করে দেওয়া হোক।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত