বম্ম, সেতো বোঝাই যাচ্ছে, সকাল -সকাল রাতের মেনু ঠিক করে রাখছে ঃ)), কি চাপ!!
M | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩০ | 59.93.182.61
এইযো ঐশিক, বিয়ে উত্তর জেবন কেমন কাটাচ্ছ হে? নান্না বান্না কি তোমার দপ্তরে?
de | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২৬ | 59.163.30.4
অ এই কতা! তা অর্পণ, এঁয়ারা (চাবিরা) আপিসের বাইরে কোতাও যান না, নিয়ম নাই! আপিসের মধ্যে হারাইলে নেহাৎ পাসন্ডো না হলে লোকে ফেরৎ দেয় -- সিকিওরিটির কাছে -- সকালে এসে আমরা কার্ড সোয়াইপ করে চাবি নি -- নিশ্ছিদ্র দুর্গ প্রায় ঃ))
আপিসের বাইরের কতা আলাদা -- আমার বাড়ির ডুপ্লিকেট সবসময় বন্ধুর বাড়িতে একখান দেওয়া থাকে, নিজে খুঁজে পাই না বলে ঃ))
Blank | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২১ | 170.153.65.102
এটা বলতে ভুলে গেচি, আমার ঠাম্মার গপ্প দেশে বেড়িয়েচে ঃ) ঃ)
indrani | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১৯ | 124.171.24.131
১৭ই ফেব্রুয়ারির দেশ পৌঁছল এই মাত্তর। সূচিপত্রে দেখলাম তাকে। সে কি আসে এখনও? তার বন্ধুবান্ধব কেউ? ঊষাসন্ততির জন্য আমার আন্তরিক অভিনন্দন আর খুব ভালোলাগা। তারে বলে দিও।
baps | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১১ | 203.199.41.181
আমি দেকিচি চাবি হারালে ডুপ্লিটাও খুঁজে পাওয়া যায় না। তখন খালিপিলি মাথা গরম হয়। তাই আমি চাবি এবং তার ডুপ্লি একসঙ্গে রাখি যাতে তারা একসঙ্গে হারায়।
quark | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৪ | 202.141.148.99
লেঃ পচ্চা, তিনটে একসাথে হারানোর কি দরকার? চোরের তো একটা চাবি পেলেই চলবে!
Arpan | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৩ | 216.52.215.232
তিনটে একসঙ্গে হারানোর কথা বলিনি। ঃ)
ধরেন, আপনার চাবি বাইরে কোথাও হারিয়ে গেল। সেইটা অন্য কারোর হাতে পড়লে কী হবে?
. | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৩ | 125.18.104.1
দীপ্তেনদা, পোশ্নোটা দ্যাখলাম। উত্তরটা জানি না। শিশিরবাবুর বইটা পড়া থাগলে হয়তো চেষ্টা করা যেত।
de | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪০ | 59.163.30.4
টোটাল তিনটে চাবি, একটা ওজ্জিনাল দুটো ডুপ্লি --- তিনজনেই একসঙ্গে আজ অব্দি কখনো হারায়নি -- কিন্তু যদি হারায় তবে অবশ্যই পাল্টে দেবে!
aishik | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩২ | 122.167.101.163
কলি ভাট এ যে ভুনি খিচুড়ি রান্না হোয়েছিল তার রেইপি চাই।কেউ লিন্ক দেবে?
Arpan | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩০ | 204.138.240.254
হু। কিন্তু চাবি হারালে কি লক পাল্টে দেয়?
de | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১২:২৭ | 59.163.30.4
দুটো করে ডুপ্লি থাকে -- মেন সিকিওরিটি, বিল্ডিং সিকিওরিটি -
কয়েকটা ল্যাবে এখানে হ্যান্ড-স্ক্যানিং আছে -- কিন্তু সেগুলো সব মেন ডোরে, এতো বিগ স্কেলে ইন্ডিভিজুয়ালি করা সম্ভব না!
Arpan | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১২:২২ | 204.138.240.254
চাবি হারাইলে?
Arijit | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১২:২২ | 61.95.144.122
রেটিনা স্ক্যান করতে পারে।
de | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৯ | 59.163.30.4
আরে আমাদের আপিস তো নয়, রাবণের লঙ্কাপুরী --- কার্ড সোয়াইপিং সব মেন ডোরে --- বিশাল এরিয়া --- শুধু আমাদের ল্যাব বিল্ডিংয়েই পাঁচশো ইন্ডিভিজুয়াল ল্যাব -- এরকম অনেক ল্যাব বিল্ডিং আছে -- সবগুলোর ইন্ডিভিজুয়াল রুমে সোয়াইপিং ফেসিলিটি কত্তে গেলে কি যে হবে -- তাই ঐ অরিজিতের বলা আÒট্রা লক। তবে একবার আটকালে খুলতে এক্কেরে ইয়ে -- ঃ))
এখনো গোদরেজের লক? পাল্টে ফেলুন। কার্ড সোয়াইপ করলে খুলবে না হলে নয়।
de | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫১ | 59.163.30.4
আর ইদিকে আমি সক্কাল সক্কাল আপিসে এসে দেকি, লক জ্যাম হয়ে রুমের দজ্জা খুলছে না, গোদরেজের এই নাইট ল্যাচগুলো বিচ্ছিরি --- শেষে কত কান্ড করে কত লোকজন জোগাড় করে, কত মিষ্টি হেসে আর থ্যাংকু বলে খুল্লো -- সোম্বারের সক্কালে জেবনে বিতৃষ্ণা ধরে গ্যালো গা ঃ((((
Arpan | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪২ | 204.138.240.254
ডাক্তারবাবু, যে রোগিনীকে নিয়ে আপনাকে ফোন করেছিলাম তিনি আজ বেশ ভালো আছেন।
I | ২১ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০১ | 59.93.244.43
বরং নামটা বদলে সুরোঁয়া করে ফ্যালান, অত্থাত কিনা ভালো রোঁয়া যুক্ত প্রাণী। কেডি'র দেয়া নামো বাঁচলো, আপনেরো গোঁ ভাঙলো না। আরো ভালো হয় ,যদি শুঁয়া নাম ধরেন। তালে সব দিকই রক্ষে পায়, সুচেতনা'র সু, শুঁয়োপোকার রোঁয়া আর ইদিকে ধজ্জি ধরে থাকলে পিঠের দুপাশে সোন্দরমতো পাখনাও গজিয়ে যাবে ক্রেমে ক্রেমে, কে বলতে পারে !
এই এত যে সুপরামর্শ দিই সুপরিচিত লোগজনারে, এক্কেরে বিনিপয়সায়, তার বদলে কেউ এগবারো কাবাব খাবার নেমন্ত করেছে বলে নিন্দা কর্তে পারবেন না। না বেঙ্গালুরুতে, না কলকেতায়।
a | ২১ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৩ | 122.166.49.175
বেঙ্গালুরু... হাম আ গিয়া
Arpan | ২১ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪০ | 122.252.231.12
থ্যাংকু, ডাগদার।
de | ২১ ফেব্রুয়ারি ২০১০ ২২:১৮ | 117.98.109.19
এইমাত্র পড়লাম গপ্পোটা!
I | ২১ ফেব্রুয়ারি ২০১০ ২২:১৫ | 59.93.244.43
অপ্পন, হ্যাঁ।
d | ২১ ফেব্রুয়ারি ২০১০ ২১:০০ | 117.195.41.176
হ্যাঁ ডিডি, তাই তো মনে হল।
Samik | ২১ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫৬ | 122.162.75.83
কোন্ গপ্পোটা? তৃণা-তিবা-অ্যাডাম?
dd | ২১ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৪৮ | 122.167.27.236
এইবারের দেশ যে গপ্পোটা .... ওটা তো তনুর ল্যাখা? তাই তো ?
suruyaa | ২১ ফেব্রুয়ারি ২০১০ ০৭:৫৫ | 122.172.56.115
কেডিদা, সুরুয়া নামটা খুব পছন্দ হল, আহা, লোকে আমার নাম পড়বে আর ভালো ভালো স্মৃতি মনে পড়ে যাবে।
ডাগ্দার, বুমেরাং সুচও হয়, গতিমুখ পরিবর্তন করে রোগীর বদলে ডাক্তারের হাতে ফুটে যায়।
aka | ২১ ফেব্রুয়ারি ২০১০ ০৭:৪৯ | 24.42.203.194
ব্ল্যাংকো বাবুরে একটা প্রশ্ন আছিল। বিগ ব্যাংয়ের অলটারনেটিভ থিওরি বেরিয়ে গেছে? আমি এদিকে একদম খবর রাখি না। বিগ ব্যাং আর স্ট্রিং থিওরির পরের থিওরি এসে গেছে? কি কইলে বুইলাম না। ঐ টইতে অন্য আলোচনা চলছে, তাই এখানেই থাক।
kd | ২১ ফেব্রুয়ারি ২০১০ ০৩:০১ | 59.93.198.105
বম্ম, তোমার প্রবলেম কেন বুঝেছি। তুমি গুরুত্বপুর্ণ প্রশ্নের উত্তর পাও না - এবার থেকে চন্ডালত্বপুর্ণ প্রশ্ন করে দ্যাকো, ফটাফট উত্তর পাবে।
ইস্স্, সুরু লিখেই দিদিমার তৈরী মাটনের সুরুয়া মনে পড়ে গ্যালো
(এবার কোনও সাগরিকা এডিনবরা থেকে লিখলেই 'সারা'ও হাজির হবে)
dipu | ২১ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৪ | 59.164.190.208
টু স্টেটস থেকে সুপারডুপার হিট সিনেমা নামবে। কোনো সন্দ নেই। তিন বোকা পালানোর পথ পাবে না।
Arpan | ২০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৯ | 122.252.231.12
ডাক্তার। এলে যখন একটা কথা কয়ে যাও।
mantoux test-এর টেস্টের রেজাল্ট পেতে কি ৪৮ ঘন্টা লাগে?
I | ২০ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৩ | 59.93.255.107
ক্যানো? সুব্যাঙ হতে যাবে কোন দুঃখে? সুচ নাম নিলেই তো পারে। প্যাঁট প্যাঁট করে ফোটে এবং দিব্য ফাল হয়ে বেরোচ্ছে। এট্টুও অসুবিধে হচ্ছে না তো !
Shuchismita | ২০ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪২ | 71.201.25.54
এই বিগ এম ভারী সুইট ঃ)
বার-বি-কিউ নেশন লুরুতেও আছে বুঝি? আমার ভাই কোলকাতারটার কথা খুব বলে। এবার দেশে গেলে যাওয়ার প্ল্যান ছিল। কিন্তু হয়ে উঠলো না শেষ পর্যন্ত। তার বদলে কাফিলায় খেলাম। কান্দাহারী লহম নামে একটা কাবাব বানায়। একদম ফাটাফাটি!!
nyara | ২০ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩৯ | 203.83.248.37
তাছাড়া দুপুরে এই রকম খেলে গাড়ি চড়ে বাড়ি গিয়ে ঘুম দেওয়া ছাড়া গত্যন্তর নেই।
nyara | ২০ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩৮ | 203.83.248.37
আমি পারতপক্ষে আপিশের লাঞ্চ মিস করি না। না খেলেও দশ টাকা নিয়ে নেয়।
dipu | ২০ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩২ | 59.164.190.208
শনি-রবিবার বড্ড ভিড়। উইকডেতে টুক করে দুপুরবেলা আপিস থেকে বেরিয়ে পড়তে পারলে ভালো।
M | ২০ ফেব্রুয়ারি ২০১০ ২২:২৮ | 59.93.199.77
লন্ডনের সু ভারী অভিমান করে আচে গুরুর উপর, কেন জিগাইও না, আমি ZIনিনাকো। তুমি নিশ্চিন্তে সুচেতনা থাকতে পারো।
আমি একদম অভিমান করে থাকতে পারিনা তাই কেউ আমার গুরুত্বপুর্ন কোশ্নের উত্তর দেয় না। ভ্যাঁক!
nyara | ২০ ফেব্রুয়ারি ২০১০ ২২:২৬ | 203.83.248.37
বার-বি-কিউ নেশন বেশ কাজের মতন খাবার জায়গা। তবে পয়সা উশুল করতে গেলে যতটা খিদে নিয়ে যাওয়া দরকার আমার কখনও তত খিদে পায় না।
Samik | ২০ ফেব্রুয়ারি ২০১০ ২২:২২ | 122.162.75.12
এতো বেজায় বোরিং সপ্তাহান্ত!! কেউ লেখে নি সারাদিনে ???
suchetana | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৫ | 122.172.147.50
অনেক আড্ডা হোলো, এবার একটু কাজ করি। শুভ সপ্তাহান্ত সব্বাইকে।
subyaang | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৬ | 122.172.147.50
তাই নাকি! এক্ষুনি কোলকাতায় ফোন লাগাচ্ছি। ফরিদ্পুরি শ্বশুর, বরিশালি শাশুড়ি, সিলেটি মা আর নারায়নগঞ্জি বাবাকে শুধিয়ে, শিখে নোবোখন ডেল্টা তফাতটা। ঃ)))
SS | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৪ | 128.248.169.188
আপনি বলার দরকার নেই।
এই বইগুলো আমাদের দেশে আসবেনা? বাড়ীতে বলে দেবো কিনে রাখতে। তারেকের লেখা ভীষণ ভালো লাগে, সেই বা লা'র আমল থেকে।
Shuchismita | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৩ | 71.201.25.54
subyaang-টা কেমন চ্যাংড়া চ্যাংড়া দেখাচ্ছে। মাসিশাশুড়ী আর হওয়া হল না!
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন