এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ০০:২৭ | 168.26.215.13
  • এই সার্চ বিজনেস টা মজার। ন্যাচারাল মনোপলি এবং ইনক্রিজিং প্রফিট। আগে পণ্ডিতরা বলত যে কোন একটি বিশেষ কোম্পানির প্রফিট ক্রমশ কমবে, কম্পিটিশনের জন্য (বিভিন্ন অ্যাজাম্পশনের ভিত্তিতে) কিন্তু আজকে নতুন ফান্ডা হল ইনক্রিজিং প্রফিট। নলেজ ইকনমিতে নেটওয়ার্ক এফেক্টের জন্য ক্রমশ প্রফিট বাড়তেই থাকবে।

    যেমন কাকু, যত আমরা কাকু ইউজ করব তত কাকুর অ্যালগো ভাল হবে, যত ভাল হবে তত আমরা বেশি ইউজ করব। বিং বা অন্যদের ইউজার বেস কাকুর থেকে অনেক কম মানেই হল কাকু এই বাজারে ন্যাচারাল মনোপলি। এবং এই মনোপলি ভাঙা সম্ভব নয়। নেটওয়ার্ক এফেক্টেই গুগুল রাজা। সার্চ না করে যাবা কোথায়? তবে ইউজারের পক্ষে মনোপলি কখনোই ভাল না। এবারে ভাবছি মাঝে মাঝে বিংয়ে সার্চিয়ে আসব।
  • kc | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৬ | 89.203.49.18
  • মানে কাকু বলে দিচ্ছে যে তার কাছে সব আছে, আর বাকিরা বোধহয় না বলেই স্টোর করছে। বুঝেই যদি যাব, তাহলে আর সার্চাব কেন? নতুন চাপ তৈরি হল।
  • aka | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ০০:১১ | 168.26.215.13
  • কাকুর সার্ভারে সবই আছে। আপনার নামের মানে আইপির পাশেই। তাই বুঝে সার্চান ;)
  • aka | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৯ | 168.26.215.13
  • প্রাইভেসি বস্তুটি খুবই গোলমেলে। আর ইন্টারনেট আসার পরে কিছুই প্রাইভেট নয়। মজার ব্যপার হল এই যে ধর গিয়ে আমার মতন লোক যে এই নিয়ে ভাটায় সেই কিন্তু অক্কুটে ফটাফট ফটো আপডেট করে, কবে বাড়িতে কি রান্না হল সেসব জানায় ইত্যাদি ইত্যাদি। জটিলস।
  • Arpan | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৮ | 112.133.206.20
  • হু। পরীক্ষা করে দেখলাম। সাইন-আউট করে দিলে আপনার খাতায় জমা পড়বে না।
  • kc | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৩ | 89.203.49.18
  • হ্যাঁ হ্যাঁ, হচ্ছে বটে। কিন্তু এটাতো লোকের প্রাইভেসিতে হাত দেওয়া।
  • aka | ২৩ ফেব্রুয়ারি ২০১০ ০০:০০ | 168.26.215.13
  • অক্ষদা, ইন-হোম?
  • aka | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৯ | 168.26.215.13
  • মহা সমিস্যে কমরেড। দেখিও নাই যে আমি লগড ইন। ঃ((
  • aka | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৭ | 168.26.215.13
  • কেসি না না প্রথম বিসে্‌সও একই কেস। আসলে তখন জিমেল লগ ইন করা ছিল (;) এখন কি আর কথা ফেরানো যায়? লোকে কি কইবে। ঃ)

    তবে মূল প্রতিপাদ্য যে গুগুল ইউজার ক্লিক স্টোর করে তা ওয়েব হিস্টরি লিংয়ে পোস্কার বলা আছে। তা গুগুল অ্যাকাউন্টে লগ ইন কর বা না কর, সার্চ রেজাল্ট কাস্টোমাইজড হবে যদি না তুমি ওয়েব হিস্টরি অফ করে রাখ। এবারে অফ করে রাখলে গুগুল কাস্টোমাইজড ডেটা দেখাবে না কিন্তু ডেটা স্টোর করবে।
  • Arpan | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৫ | 112.133.206.20
  • ল্যালা হয়ে সার্চালে ওই হয়। অটো সাইন-অন হয়ে থাকতে কে বলেছে?
  • aka | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫৪ | 168.26.215.13
  • ব্যাপারটা ঠিক কিলিয়ার নয়। খুব কঠিন জীবন। সামান্য সার্চ স্ট্রিং ও গুগুলের সার্ভারে। স্বাধীনতা বলে আর কিছুই রইল না।
  • kc | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫২ | 89.203.49.18
  • আকার বলা কথাটা, প্রথম বিসসের সমিস্যে, কাকু প্রথম বিসসের জেনগেন কে বিসসাস করছেনা।
  • aka | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫০ | 168.26.215.13
  • আমি গত বিলিয়ন বছর আগে যা কয়েছিলাম গুগুল আজ তা করে দেখাল। (এইগুলো সবই অক্ষদার উদ্দেশ্যে লেখা)। এরপরে ব্রেট লির মতন মুষ্টিবদ্ধ ঘুষি শূন্যে।
  • Arpan | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫০ | 122.252.231.12
  • হ্যা, হিস্টরি লিং তো আগেও দেখেছি। কিন্তু কমরেড আপনি যদি গুগল অ্যাকাউন্টে সাইন-অন করে সার্চ করেন তাহলেই জিনিসপত্তর সেভ হবে। (একটা খুব অবভিয়াস জিনিস বললাম ঃ-))
  • Arpan | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৪৭ | 112.133.206.20
  • ও, দেখতে পেয়েছি।
  • aka | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৪৭ | 168.26.215.13
  • ডানদিকের ওপরে ওয়েব হিস্টরি লিং দেখতে পাও? সেইটা ক্লিক কর।
  • Arpan | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৪৪ | 122.252.231.12
  • ধুত, আমি এরকম কিছু দেখছি না।
  • aka | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৭ | 168.26.215.13
  • ও না, আজকে গেলে টাইম, নইলে ডেট।
  • aka | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৫ | 168.26.215.13
  • এইটা অক্ষদার জন্য,

    গত কয়েকদিনে গুগুলে যদি কিছু সার্চ করে থাক এবং সার্চ রেজাল্টে ক্লিক করে থাক, তাহলে সেই সার্চ স্ট্রিং টা আবার দাও। রেজাল্টে যে লিংয়ে ক্লিক করেছিল তারপাশে দেওয়া থাকছে সেই লিংয়ে কতবার গিয়েছ এবং কবে গিয়েছে। (কলার তোলা স্মাইলি) (হেন্স প্রুভড)
  • aka | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২৩ | 168.26.215.13
  • অভ্যু, ভরসা রাখেন।
  • Abhyu | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:১৯ | 128.192.7.51
  • ডাগতার, মেল করুম।
  • suroyaa | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৯ | 122.172.48.32
  • ওঃ ডাগ্‌দার জাগে বুঝি!
  • I | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৭ | 59.93.211.207
  • আকা,
    ধইন্যবাদ। বুঝিয়া পাইলাম।
  • aka | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৩ | 168.26.215.13
  • বিগাই,

    মেল ভেজিয়াছি।
  • suruyaa | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৩ | 122.172.48.32
  • আরে ও ভাই দে, রাগতে যাবো কেন? আমার উদ্দেশ্য ছিলো আমার শাশুড়ি আর মাকে রাগিয়ে দেওয়া। আমি প্রায়ই ওনাদের এই চিনি দেওয়া নিয়ে কথা শোনাই তো। আজ একটু কায়দা করে নিজে না শুনিয়ে, বন্ধুদের দিয়ে শোনালাম। ঃ-) অলরেডি আমার এক মামাতো ননদ আমার শাশুড়িকে আজকের ভাট দেখিয়ে দিয়েছে, আমি এই পাতার লিঙ্কটা মেল করেছিলাম কিনা। ঃ-) উনি নাকি দেখে মন্তব্য করেছেন "এরা রান্নার বোঝেটা কি!' ঃ-)

    ভাইয়ের থেকে মার রিঅ্যাক্‌শনটা কালকে পাবো।
  • I | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫১ | 59.93.211.207
  • অভ্যু,
    রোগিণীর লেটেস্ট আপডেট একটু ডিটেইলে দিবা?
  • de | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২২:২৬ | 117.98.158.86
  • বম্ম,
    শিগ্গিরি সকালে উঠিয়ে রোজ সেখানে পাঠানোর বন্দোবস্ত করো, নাহলে বড় হয়ে অসুবিধায় পড়বে যে !! যেদিন যাওয়ার হয় সেদিন যায় মানে??
  • de | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২২:১৫ | 117.98.158.86
  • সুরুয়া,
    তবু ভালো নন বলেছেন, সাব বলেন্নি ঃ)), রেগে যেওনা না যেন!
  • Arpan | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৮ | 204.138.240.254
  • (উত্তর না দিলে বম্মা সেন্টি খাবে)

    পরীক্ষা মানে পাশফেল তুলে দেওয়া। অন্যভাবে পারফর্মেন্স ইভ্যালুয়েশন তো হতেই পারে সারা বছর ধরে।

    বিশদে জানিতে কপিলবাবুর সাথে যোগাযোগ করুন।
  • M | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২১:১৬ | 59.93.194.249
  • আচ্ছা এই পরীক্ষা উঠে যাবার গল্পটা বুঝতে পারছিনা। মানে যেটা শেখানো হলো, সেটা শিখলো কিনা বোঝা যাবে কিভাবে?

    আরো কেমন ঘেঁটে যাবে না?
  • M | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২১:০৭ | 59.93.194.249
  • যাই খাওয়াই না কেন কিস্যু এদিক ওদিক হবার নেই। সপ্তাহে যেদিন যেতে ইচ্ছে হয় সেদিন যায়, আর গিয়ে যাবতীয় প্রিয় ডায়ালগ , গান শুরু হয়ে যায়। আর আমি বাইরে গালে হাত দিয়ে একের পর এক শুনতে থাকি।এদিকে আমি টয়লেটে যাবার কিছুক্ষন পর পর ই আওয়াজ আসতে থাকবে--"মা ভুলে যাও নিতো?'

    কি চাপের জীবন!
  • d | ২২ ফেব্রুয়ারি ২০১০ ২০:১৭ | 117.195.36.231
  • মিতাদি বুঝি ভুতোর ব্যালেন্টাইম?
  • Bhuto | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৩৪ | 203.91.201.56
  • ক্যান রে? কি খাইয়েছিলি জে অ্যা করার আগে আল ইজ ওয়েল বলতে হচ্ছে?
  • suruyaa | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৮:২০ | 122.172.62.13
  • অ্যাইত্তো, আমি ঠিক এইটাই আশা করছিলাম। ঃ-) কল্লোলদা সাহস করে বলে দিলেন।
  • kallol | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৮:১৪ | 115.184.117.11
  • সুরুয়া - আপনার শ্বশুরবাড়ী, বাপেরবাড়ী এবং মামীরবাড়ী খুবই ননস্ট্যান্ডার্ড বাঙ্গাল ও ঘটি।
  • suruyaa | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৭:২৭ | 122.172.62.13
  • আমি আগেই জানতুম, এই পোশ্নোর উত্তর কোনো বাঙাল দেবে না। দিতে গেলেই তো আমার ফেমিলিতে ........

    ঃ))
  • suruyaa | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৭:১১ | 122.172.62.13
  • আমার বাপের বাড়ি, শ্বশুরবাড়ি দুই বাড়িই কাঠবাঙাল। মা এবং শাশুড়ি দুজনেই রান্নায় চিনি দেন। এদিকে মামিরা ঘটি, কেউ রান্নায় চিনি দেন না। এটা কেং কোয়ে হয়?
  • Arpan | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৭:০৬ | 204.138.240.254
  • হাতা, মতান্তরে থাবা।
  • san | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫৭ | 203.91.201.56
  • যাঃ, ঘটিরা চিমটি করে চিনি দ্যান, এ অপবাদ কেউ কক্ষনও দ্যায় নি, অন্তত ভাটের পাতায়।

    চিমটি কি আর হাতা?

    ব্যস, আম্মো আর কিছু বলবনি।
  • suruyaa | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫৪ | 122.172.62.13
  • আমি এই ঘটি-বাঙাল নিয়ে আমার একখান আপত্তি লিপিবদ্ধ করে যাই।
    সব রান্নায় লাবণ্য আনার জন্য এক চিমটি করে চিনি বাঙালরা দেয়। আর তারপর বাঙালরা ঘটিদের ঘাড়ে এই অপবাদ চাপিয়ে দেয়।
  • M | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫০ | 59.93.169.54
  • আমার পুত্র এখন অ্যা করতে করতে আল ইজ ওয়েল করছে।ঃO
  • subyaang | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫০ | 122.172.62.13
  • কেউ কি আমারে ডাক দে লো?
  • Arpan | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫০ | 204.138.240.254
  • ফিস্ট।
  • de | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৪৯ | 59.163.30.2
  • নাঃ, আইপি তো নয়া-দিল্লীর!

    ঘটাং তো ঘটীদের মেশিনে, বাঙালদের ব্যাং- ব্যাং আওয়াজ হয় ঃ))
  • quark | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৪৮ | 202.141.148.99
  • অনেকদিন আগে একটা আইস্ক্রীম এর অ্যাড দেখাত, ঐ আইস্ক্রীমের কাঠিতে যা লেখা/আঁকা থাগবে, আপনি সেই রকম 'ফ্রি' গিফট পাবেন। তা, অ্যাড শেষ হ'ত এই ব'লে ঃ হোয়াট'স অন ইয়োর স্টিক?
  • dipu | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৪৭ | 61.12.12.83
  • ল্যাপি। কী সব লোকজন!
  • san | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৪৬ | 203.91.201.56
  • ওনার মেশিনে?
  • dipu | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৪৪ | 61.12.12.83
  • অম্নি ফুটকি হাজির! ঘটি বাঙাল নিয়ে ভাটে কথা হলেই নির্ঘাত ওনার মেশিনে ঘটাং ঘটাং আওয়াজ হয়।
  • de | ২২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৪২ | 59.163.30.2
  • সোজা কতায় উত্তর দেয় না, আমি কেমং পট করে বলে দিলুম ঃ((
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত