এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kk | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৭:০১ | 67.187.111.178
  • আরে, আমি তো ঐ দু বছর আগেই, মানে ২০০৮ এর মে থেকে নভেম্বর প্রতি মাসেই একবার করে যেতাম। দেখো কান্ড!! অবশ্য কোনো ভারতীয়র সাথেই কোনোবার দেখা হয়নি। ঐ গাল্‌ লেক আর বার্ড স্যাংচুয়ারী আমার খুব প্রিয় হয়ে দাঁড়ায়। এখনও ভাবি ওখানে কোনো চাকরি বাকরি পেলে খুব খুশি হয়ে চলে যাবো।
  • Shuchismita | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৬:২৯ | 71.201.25.54
  • কলি, এখন আর থাকি না। দুই বছর আগে থাকতাম। কেলগসে ইন্টার্নশিপ করতাম তখন। তুমি কোন সময়ে যেতে? কে জানে হয়তো তোমায় দেখেছি ঃ)
  • dd | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫০ | 122.167.21.197
  • "চৈতন্য চরিতামৃত" খুঁইজেন্না। ওটা অলরেডী দেইখখ্যা লইসি গিয়া।

    র বাবু হয়তো জানেন।

    (ব্যাস,ব্যাস)
  • dd | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৪৭ | 122.167.21.197
  • পরে একটা রেফারেন্সে মনে হোলো এটা "চৈতন্যচন্দ্রোদয়" নাটকে থাকতে পারে,তবে সিওর নই। অথবা লোচনদাস ঠাকুরের চৈতন্যমংগল, (কেনোনা এটি শিশিরবাবুর প্রিয় পুস্তক)।

    যদি কোনো বেকার অপিচ সিংহহৃদয় মনিষ্যি থাকেন যিনি এটার রেফারেন্স বার কত্তে পারেন তো খুব খুসী হই। তাইলে রোমিলা(দি)রে জানাই "স্যার,আপ্নে ক্যাম্নে ল্যাখলেন এটা কোনো ব্যাপারই ছ্যালো না? তৎকালীন হিঁদুদের মধ্যে এর কোনো পোতিক্কিয়াই হয় নি?"

    তো, কালীঘাটের শ্মশানের কাছে "চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট" আছে জানেন তো? হোথায় গিয়া খুঁজলে হয়তো পাইবেন। ডেফিনিটলি পাইবেন।

    আর, শিশিরবাবুরে জিগাইনের কোনো চান্সই নাই। কবেই ফৌত হলেন। হয়তো ছেলে পুলেরাও নাই। নাতি পুতিরা থাগতেও পারেন।

    তাগো জিগাইনের কোনো মানে হয় না।

    কেউ ক্ষি আসেন ?

    না, পেত্যয় হয় না(এটা স্বগতোক্তি)।
  • dd | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৩৪ | 122.167.21.197
  • মানছি, এটা খুব কনস্টিপেটেড আঁতলমি হচ্ছে তাও ও।

    হেথায় লিখ্যা দিলাম। তিন্‌চাদ্দিনের মধ্যে র‌্যাজাল্ট না পাইলে কোনো অ্যাগটা টইতে লিখখ্যা দিমু। দিমুই ই।

    শুনুন। ঐ যে রোমিলা থাপার কইলেন সোমনাথ মন্দিরের ধ্বংশপ্রাপ্তি এগটা মীথ। ওটাকে উপরে তুল্লো বিটিশরা। একটা কলোনিয়াল ষড়যন্ত্র। ইত্যাদি,ইত্যাদি। অ্যামনকি আম্মো অ্যাগটা "আলোচনা" ল্যাখলাম। হেথায়।

    এদানী শিশির কুমার ঘোষের 'অমিয় নিমাই চরিত" ("পত্রিকা হাউসের" পাব্লিকেশন, তৃতীয় খন্ড,দশম সংস্করণ, সন ১৩৬৩)- মানে, পাঁচ দশকেরও আগে, পড়তে গিয়ে দেখি, শ্রী চৈতন্যের গুজরাত ভ্রমনের কথায় ,শিশিরবাবু কোট করেছেন(সোমনাথ মন্দিরে) "...যবনেরা ইহার দুর্দশার একশেষ করিয়াছে দেখিয়া হাহাকার করিয়া উঠিলেন। শেষে সোমনাথকে পুনঃ পুনঃ এই প্রার্থনা করিতে লাগিলেন যে, তিনি উহার ঐশ্বর্য্যসহ পুনরায় তাঁহার ভক্তগনের চক্ষে উদয় হউন।" এস প্রভু সোমনাথ অন্তরে আমার। হৃদয়ের মধ্যে হেরি মুরতি তোমার।"

    মোশকিল ক্ষি জানেন? শিশিরবাবু আমার মতনই সরলমতি পোতিক্কিয়াশীল ছ্যালেন, কোথথাও কোনো রেফারেন্স,ফুটনোট অ্যামন ক্ষি লিং পজ্জন্তো দ্যান্নি। এটা কার ল্যাখার থে্‌ক কোত কল্লেন বুঝি ক্যামনে?

    (আরেট্টু)
  • kk | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৮ | 67.187.111.178
  • শুচিস্মিতা, তুমি ব্যাট্‌ল্‌ক্রীকে থাকো? ওখানে আমি বহুবার গিয়েছি, কেলগ'স বায়োলজিক্যাল স্টেশন থেকে সয়েল স্যাম্পল্‌ আনতে। আমার খুব ভালো লাগে জায়গাটা।
  • Lama | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪৫ | 117.194.225.22
  • ওঃ সোম থেকে শুক্র পোচুর কাজ কোল্লাম
  • dd | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩৯ | 122.167.21.197
  • উরে বাব্বাঃ

    আঁখে ক্ষীঃ অ্যাতো বেশী বার হয়ে ছ্যালো? আঁখে, রিটার্ন অব আঁখে, সন অব আঁখে, আঁখে স্ট্রাইক্স ব্যাক?

    আমি আঁখে(আদি) দেখিচি। সেটায় ধর্মেন্দ্র ছ্যালো। এই ধরেন ৭১/৭২,ঐ রগম। হুলিয়ে দেশাত্মবোধক।

    তখন তো আপ্নেরা জন্মানই নি, বা বড়ো জোর হামাগুড়ি দ্যাচ্ছেন ,কপালে এই ব্বড়ো কাজল মেখে। ক্ষি মিত্তি।

    ঐ আঁখে ২....আঁখে১৪ - এই সব খ্যালই করি নি। কখোন হয়ে গ্যালো।
  • Tim | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩৪ | 198.82.19.238
  • লামাদা ইন
  • Bhuto | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ২১:৫৬ | 117.192.240.181
  • আরে লামাদা লামাদা, কোথায় ছিলে কেমন ছিলে লামাদা লামাদা ঃ)
  • Bhuto | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ২১:৫৪ | 117.192.240.181
  • যাহ, মাধ্যমিকের লেখার আবার ধরন কি গো? ও তো এমনি ই স্মৃতিচারণ হে হে।

    দীপু কাল হইবে না বোধহয়। পরশু বিকালে হতে পারে। পরশু একবার ফোন করে নিস দুপুরের দিকে। বন্ধুকে আনতে যাবো স্টেশন এ।
  • Du | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪৫ | 65.124.26.7
  • ব্ল্যাক হিস্টরী মাসের উপলক্ষে প্রেসিডেন্টের কনসার্ট দেখলাম টিভিতে - বায়েজ(we shall overcome ) আর ডিলান(times are a changin) দুজনেই এসেছিলেন - হায় সময় - দুজনেরই সেই কচিমুখ মনে পড়ছিল - গলাও আর নেই - বিশেষ করে ডিলান।
  • Lama | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪৫ | 117.194.225.22
  • এলেম
  • dipu | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৮ | 59.164.188.78
  • সারাদিনে এই সময় পেলুম। ভুতোদা, কালকে কখন ফাঁকা আছ? ইন্দিরানগরের এদিকে আসার চান্স আছে? রোব্বার বিকেলে আমিও মারাথাল্লির ওদিকে যেতে পারি। ফাঁকা আছ?

    আইসিআইসিআই এর লোককে ফোন করেছিলুম। পস্ট বলে দিল রিসেশনের জন্য ক্রেডিট কার্ড ফার্ড সব বন্ধ, কবে আবার চালু হবে জানে না।
  • suchetana | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৪ | 122.172.48.79
  • ভুতো, তোর মাধ্যমিকের লেখাটা খুব ভালো হয়েছে, পড়ে খুব হাসলাম।
  • Bhuto | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ২১:২১ | 117.192.240.181
  • কমরেড বুনু কই। নিঃসাড়ে কি সেই এসএফ আই এর এই সাফল্যের জন্য খেটে চলেছে ঃ)। কমরেড লাল সেলাম
  • SB | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ২০:১৯ | 114.31.249.105
  • বলা মুস্কিল, নিশ্চই আছে, তবে মূল আর তৃণমূল যেমন ভাবে আছে, তেমনই কিছু হবে।
  • suchetana | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ২০:১৬ | 122.172.48.79
  • আজকাল কি আর ছত্র পরিষদ নেই? মানে সব কি তৃণমূল ছাত্র পরিষদ হয়ে গেছে?
  • SB | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ২০:০৬ | 114.31.249.105
  • হ্যাঁ স্কটিশেও এস এফ আই, আগের বারের থেকে মার্জিন বেশি।

    প্রেসি তে এস এফ আই ৭১ এর মধ্যে ৩৯, তিনোমূল ছাঃ পঃ ২, বাকি আই সি।

    শুনলাম কল্যানি আর নৈহাটিতেও এস এফ আই জিতেছে।
  • suchetana | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৯:২১ | 122.172.48.79
  • আমার স্কটিশেও নাকি এবার এস এফ আই জিতেছে!!
  • rokeyaa | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৩৭ | 203.110.246.230
  • পরিবত্তনের টাইফুন, প্রেসিতে এসেফাই ৩৯, আইসি আর ডিয়েসো ২৯, তিনোমুল ৩।
  • Arijit | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৩৪ | 61.95.144.122
  • ঠিক ঠিক।
  • Arpan | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৩০ | 204.138.240.254
  • অর্জুন রামপাল।
  • Arijit | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৩০ | 61.95.144.122
  • সুনীল শেঠি মনে হয়।
  • Samik | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৭:২৮ | 219.64.11.35
  • সুস্মিতা সেন, অমিতা বচ্চোন, পরেশ রাওয়াল, অক্ষয়কুমার, আর কে যেন ছিল?
  • Arijit | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৭:২৫ | 61.95.144.122
  • হুঁ। অমিতাভ বচ্চন যে ব্যাঙ্কে চাকরি করতো সেটাকেই লুঠ করাবে...
  • Arpan | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৭:২৪ | 204.138.240.254
  • আঁখে বললে এই সিনেমাটাই মনে পড়ে। এই নামে আরেকটা সিনেমা রিলিজ করেছিল ২০০১/০২ সালে। তিন অন্ধের ব্যাঙ্ক ডাকাতির গল্প ছিল। কারোর মনে আছে?
  • Samik | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৭:২০ | 219.64.11.35
  • ও কালি কুর্তেবালী তেরা নাম তো বতা ..
    ট্যাঁও ট্যাঁট্যাঁও, ট্যাঁও ট্যাঁও ট্যাঁও ,
    নাম তো বতা, তেরা নাম তো বতা,
    তেরা নাম তো বতা ...
    ওয়ে হোয়ে, ওয়ে হোয়ে ....
  • stoic | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৭:১৪ | 160.103.2.224
  • ঃ)

    মনে হল আয়্যাম ফার টু সিনিকাল ফর দিস কাইন্ড অফ মুভি।
  • stoic | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫১ | 160.103.2.224
  • নাহ, অনেক ভেবেচিন্তে দেখলাম না দেখাটাই ঠিক হবে। মোস্ট প্রোব্যাবলি পোসাবে না।
  • san | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫০ | 203.91.201.56
  • বুলবুল আবার কোথা থেকে এল? ঃ-০
  • san | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৪৯ | 203.91.201.56
  • ও রাইট রাইট। থ্যাংকু সিফো।

    এক বেড়াল হুলো আর এক পাখি দোয়েলা। প্রেমের এমন গল্প আর পড়ি নি। সিরিয়াস।
  • . | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৪০ | 125.18.104.1
  • অপোজিটে ঋতু শিভপুরী আর রাগেশ্বরী।
  • . | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩৮ | 125.18.104.1
  • হ্যাঁ। গোভিন্দা আর চাঙ্কি পান্ডে হলুদ-সবুজ-পিঙ্ক জামা, সাদা প্যান্ট।
  • sinfaut | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩৬ | 203.91.201.55
  • পাখি দোয়েলা আর এক বেড়াল হুলো। নীরবে প্রেম নিবেদনের অনুভবী উপায়। শুধু একটা কনফিউশন হয়ে যেতে পারে। হুলো কে আর বুলবুল কোন জন!
  • shrabani | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩৫ | 124.124.86.102
  • "লাল দুপট্টেওয়ালী তেরা নাম তো বাতা"
    - এটা কি গোবিন্দার "আঁখে" র গান?
  • . | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩৫ | 125.18.104.1
  • রাইট! লাল দুপাট্টেওয়ালে তেরা নাম তো বাতা। সবার ডবল রোল। আর গোভিন্দার সেই "চন্দ্রমুখীঈঈ" বলে ডাক। উফ্‌! ভাবা যায় না।
  • Arpan | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩৪ | 204.138.240.254
  • * মেহবুবা
  • sinfaut | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩৪ | 203.91.201.55
  • জোর্জে আমাদো।
  • Arpan | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৩৩ | 204.138.240.254
  • লাল দোপাট্টিবালে? বোঝো! তাও যদি বুঝতাম মেহবুবা মেহ্বুবা বলছ! ঃ O
  • . | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৬ | 125.18.104.1
  • শুধু গোভিন্দার নাচ দেখব বলে আমি তিরিশবার "আঁখে" দেখেছি। আর একটি জিনিষই আমি এতবার দেখেছি/ পড়েছি- "পথের পাঁচালী" (পুস্তক)।

    না। সুচিত্রা সেনের পিয়ানো বাজানো দেখার জন্য ছয়বার "হারানো সুর" দেখেছিলাম।
  • san | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৬ | 203.91.201.56
  • বাই দ্য ওয়ে , মানবেন্দ্র মুখোপাধ্যায় নয় বন্দ্যোপাধ্যায়
  • Arpan | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৫ | 204.138.240.254
  • আমি তাই বললাম নাকি? পাল্লিন বলে তিনঘন্টা ধরে হার্টবিট মিস হবে। তার মানে কী দাঁড়ায়? ঃ-(
  • Arpan | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৩ | 204.138.240.254
  • ফনা খারাপ ছিল না। আই অফ দ্য নিডল (যেটা থেকে ঝাড়া)-এর থেকে খুব একটা খারাপ হয়নি।
  • . | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৩ | 125.18.104.1
  • তার মানে তোমার হার্টবিটে ভেজাল আছে। স্পেসিফিক কাউকে শুধু পর্দায় দেখার জন্য আমি স্বপ্না আর রচনায় কত ভুলভাল "বই" দেখতাম! ঃ-P
  • san | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২২ | 203.91.201.56
  • না না দ্যাখো না দ্যাখো, পারবে। ঠিক মেলোড্রামা নিতে পারবে। কাজলকে দ্যাখার জন্য আমরা বলে বসে বসে 'ফনা' গলাঃধকরণ করেছিলুম .... ঃ-)
  • Arpan | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২২ | 204.138.240.254
  • তিনঘন্টা ধরে পর্দায় আছে নাকি? তাহলে বাড়িতে ডিভিডি এনে হাতে রিমোট নিয়ে বসব।
  • P | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২০ | 93.107.64.123
  • অপ্পন , একদম দেখো না। এবয়সে তিনঘন্টা ধরে হার্টবীট মিসালে কেলো হবার চান্স!
  • san | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:১৭ | 203.91.201.56
  • সিম্পল। মিউট করে দ্যাখো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত