এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sinfaut | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৮ | 203.91.201.55
  • রাজকুমার হিরানী আমার প্রচুর পুষিয়েছিল, লাগে রাহো মুন্নাভাই তে। মনে করি, অসাধারন সিনেমা তা।
  • Arijit | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৭ | 61.95.144.122
  • * কোমর *
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৬ | 204.138.240.254
  • ও। আরেকটা আপডেট দেবার ছিল। এই উইকেন্ডে "থ্রি ইডিয়টস' দেখলাম এবং প্রচুর হতাশ হলাম। রাজকুমার হিরানি আমার পোষায় না। সিঁফোকে একটা বড়সড় ক।
  • dipu | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৬ | 61.12.12.83
  • আমরা ক্লাস এইটেই প্রক্সি দিতে শিখেছিলুম। পরে যাদবপুরে ছোটবেলার সেই শিক্ষা খুব কাজে এসেছিল।
  • Arijit | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৬ | 61.95.144.122
  • প্রাইমারি সেকশনে সেকশন পিছু ৩০-৩৫, ওয়ান থেকে ফোর অবধি ষোলটা ক্লাস/সেকশন। মন্টেসরি আর সেকেন্ডারি জানি না।
  • Arijit | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৫ | 61.95.144.122
  • ** কী গান **
  • Arijit | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৪ | 61.95.144.122
  • কথা ঘোরাই একটু - একটা গান (কি গান, এক্কেরে বোফর্স) শোনালো রেডিওতে - শুনে তো মাঝে মাঝে বাংলাই মনে হচ্ছিলো - কি যেন - হেলিয়া দুলিয়া যায়, মীরাবাঈঈঈঈঈ, কোমড় দুলাইয়া - মানে এই কয়েকটা কথাই ধরতে পারলুম আর কি। এটা কি গান এবং কার গাওয়া?
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৪ | 204.138.240.254
  • সেকশন প্রতি ছাত্রসংখ্যা জানলে তো বের করা যায়।

    টোটাল টিচার কতজন সেইটা জানতে হবে।

    আর আমাদের ক্লাসটিচারের ফান্ডা ছিল না। তবে প্রথম পিরিয়ডটা একটু লম্বা হত। একজন টিচার সারাবছর রোলকল করতেন। যেমন ক্লাস এইট বি-তে সুদক্ষিণাদি (ইংরেজির) , ক্লাস নাইন এ-তে বোতল (বাংলা) ইত্যাদি। ব্যস।
  • Arijit | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৯ | 61.95.144.122
  • পাঠভবনেরটা জানি না তো।
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৮ | 204.138.240.254
  • কোনটা পাবো না? দুটোই তো মোটামুটি জানি!
  • Arijit | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৬ | 61.95.144.122
  • সেইটা কোত্থিকে পাইবা?
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫২ | 204.138.240.254
  • আমাদের সময় ৫০-৫৫ ছিল। কিন্তু তাই দিয়ে মাপে নাকি?

    টোটাল স্টুডেন্ট/টোটাল টিচার এইভাবে মাপে না?
  • Arijit | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫১ | 61.95.144.122
  • পাঠভবনে চারটে সেকশন মনে হয়। প্রতিটাতেই ৩০-৩৫, একজন ক্লাসটীচার।

    লরেন্সে আমাদের সময় ক্লাসপিছু ৪০-৪৫ ছিলো, এখন ৫০+।
  • Arijit | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫০ | 61.95.144.122
  • মানে ওই ক্লাসটীচার ক্লাসের সবকিছুর দায়িত্বে - কিছু কিছু সাবজেক্ট পড়ানো, খাতা গোছানো, খাতা ডিসট্রিবিউশন, গার্জেনদের সাথে কথা বলা, রিপোর্ট তৈরী, স্পোর্টসের সময় ছেলেমেয়েগুলোকে নাচগান করানো ইত্যাদিঃ-)

    বাকিরা শুধু যে সাবজেক্ট পড়ান তার দায়িত্বে - মানে সেটুকুর ক্লাসওয়ার্ক, হোমওয়ার্ক, এবং অ্যাসেসমেন্ট।
  • nyara | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৯ | 203.110.238.17
  • আমাদের সময়ে বিডিতে সেকশনে ৪০-৪৫ জন ছাত্র-ছাত্রী। কাজেই ১ঃ৪৫ ধরা যেতে পারে।
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৯ | 204.138.240.254
  • মানে ক্লাসপিছু কতজন স্টুডেন্ট এই তো?
  • Abhyu | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৮ | 97.81.73.107
  • নাঃ আসি নাই। বরম আজকের মত চল্লুম। গুন্নাইট।
  • a x | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৭ | 75.53.204.181
  • রেশিওর সাথে সাথে সেকশন কতগুলো সেটাও সার্ভেতে রেখ।
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৭ | 204.138.240.254
  • পুরোসময়ের ক্লাসটিচারের ফান্ডাটা কী?
  • Arijit | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৬ | 61.95.144.122
  • টোটাল ছাত্রসংখ্যা/টোটাল টীচারসংখ্যা করলে কি হবে জানি না, তবে পাঠভবনে ক্লাসপিছু ৩০-৩৫ জন, এবং একজন পুরো সময়ের ক্লাসটীচার। এ ছাড়া বিভিন্ন সাবজেক্টের জন্যে বিভিন্ন টীচার।

    কিন্তু বাড়ি এবং তার সাথে রিলেটেড সমস্যাগুলোর জন্যে প্রথম দেখায় পাঠভবন চোখে লাগবে না।
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৪ | 204.138.240.254
  • ন্যাড়াদা/বাইনারিদা/অয়নঃ বিডিতে কত ছিল ডে সেকশনে? ওই ১ ঃ ৭০-৯০ মত হবে। তাই না?
  • a x | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৩ | 75.53.204.181
  • এসে গেছেন আঙ্কিক।
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪২ | 204.138.240.254
  • ঃ-)))))
  • Abhyu | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪০ | 97.81.73.107
  • আশা করি সবাই অর্পণের কথামতো টীচার স্টুডেন্ট রেশিও বলছেন। ঃ)
  • a x | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৭ | 75.53.204.181
  • সাউথ পয়েন্ট।

    পাঠভবন - ৩০-৩৫ঃ১
  • Ishan | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৭ | 173.26.17.106
  • নেটে দেখলাম, সাউথ পয়েন্টে ভর্তিতে ২০০০০ টাকা লাগে। মাস গেলে ১০০০-১৫০০ কিছু একটা।

    গরীবদের ইশকুল কিন্তু একেবারেই না। ঃ)
  • dipu | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৫ | 61.12.12.83
  • ৮০-১০০ঃ১ ছিল দু'হাজার দুইয়ে। ছাত্রসংখ্যার হিসেবে হাওড়া শহরের সবচেয়ে বড় ইস্কুলে।
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৪ | 204.138.240.254
  • থ্যাংকু। কিন্তু এইটা সাউথ পয়েন্ট না পাঠভবন?
  • a x | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৩ | 75.53.204.181
  • ৬৫-৭০ঃ১ ছিল নব্বুইএ।
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৯ | 204.138.240.254
  • কিন্তু উত্তরটা সিরিয়াসলি দরকার ছিল। দক্ষিণ বিন্দু না হয়ে কলকাতার অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি সম্বন্ধে পেলেও হবে। মোটামুটি একটা ধারণা হত তাহলে।
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৬ | 204.138.240.254
  • এর মাঝামাঝি তো ইপিস্তা একজিস্ট করে। ৩.১৪১৫৯২৬৫৩৫ ....O
  • de | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:১১ | 59.163.30.5
  • কেসির লেখা ভালো লাগলো!

    আমার পিপিরে একটা কোচ্চেন ছিলো, তিনি তো বোধহয় মধ্যযাম ছাড়া এপাড়ায় আসেন না ঃ((
  • dipu | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:১১ | 61.12.12.83
  • ঃ-)))))))
  • dipu | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৯ | 61.12.12.83
  • আশা করি ২.৪৭৬ আর ১১৭.৬৮১ এর মাঝামাঝি কিছু হবে।
  • nyara | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৮ | 203.110.238.17
  • জলবত্তরলম।

    ইশকুল দুরকমের। একরকমের ইশকুলে বড় খেলার মাঠ আছে, দারুন ইনফ্রাস্ট্রাকচার আছে, কাঁড়ি
    কাঁড়ি পয়সা নেয়, সকালে অ্যাসেমব্লিতে লাইন করে গাইতে হয়, 'স্বাস্থ্যকে রক্ষা করে লাইফবয়'।
    সেখানে নোংরা দেখলে ফিলদি বলতে হয়, দুষ্টু-টাইপের মাস্টার-মাস্টারনিরা শেখায় কি করে
    বাবা-মার পৈতৃক উত্তরাধিকারকে হতচ্ছেদ্দা করতে হয় এবং, ফাইনালি, বাবা-মার থেকে আলাদা হয়ে
    যেতে হয়। সেখানকার অভিভাবকরা অসভ্যর মতন পয়সা পায়, স্টেটের দয়ায় পড়াশুনো করে এখন
    সরকারী স্কুল বিমুখ, ছেলেমেয়েকে এসব স্কুলে পড়ায় স্ট্যাটাস সিম্বল হিসেবে।

    আর অন্যরকম ইশকুল হল মহান সরকারী ও জেলা ইশকুল। সেখানে মহান শিক্ষক-শিক্ষিকারা সকালে
    শেখান নোংরা দেখলে কি করে অকুতোভয়ে এগিয়ে যেতে হয়, সকালে অ্যাসেমব্লি হয়, 'গু আমার
    পুত, নোংরা আমার ঝি / রাম-লক্ষ্মণ বুকে আছে, ভয়টা আমার কী?' ইত্যাদি। মহান অভিভাবকেরা
    সেখানে মিড-ডে মিলে রসগোল্লা পাঠান, জমাদারের ঘর তৈরি করে দেন। এই অভিভাবকরাই সরকারী
    দাক্ষিণ্যে পড়শুনো করে আজ আদর্শ নাগরিক। সবাই বাবা-মা-কাক-জ্যাঠা প্রমুখদের সঙ্গে মিলেমিশে
    থাকেন, পৈতৃক উত্তরাধিকারকে বুক দিয়ে আগলায় - কোথাও কোন অসম্প্রীতি নেই প্রভৃতি। বলা
    বাহুল্য, এনারা সব এইসব স্কুল থেকেই বেরিয়েছেন। ইনফ্রাস্ট্রাকচারের অভাব, কিন্তু এতদ্ব্যতীত
    পুরো, 'সুখী গৃহকোণ, শোভে গ্রামাফোন' কেস।
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫০ | 216.52.215.232
  • সাউথ পয়েন্টে টিচার স্টুডেন্ট রেশিও কত?
  • Arijit | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৭ | 61.95.144.122
  • আমি পুল খেলেছি। ক্যারমের ফান্ডা, শুধু লাঠি দিয়ে বল মারা বেশ চাপের। তাও দুটো বল ফেলেছিলুম, আর একটা বল বোর্ড থেকে লাফ মেরে উঠে একজনের নাকে লেগেছিলোঃ-)
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৩ | 216.52.215.232
  • পুল জানি না। তবে বারকয়েক স্নুকার খেলেছি। হেভি শক্ত।
  • Arijit | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৪ | 61.95.144.122
  • কাল কত গুছিয়ে বসলুম চেলসী ঝোলাবে ভেবে - দুদ্দূর।
  • pi | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:০৮ | 72.83.210.50
  • কান্তিবাবু, bulbulbhaja@gmail.com এ মেইল করুন একটা। আপনার ঠিকানা জানিয়ে।
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৩ | 24.42.203.194
  • বিটিডাব্লু, পুল খেলা খুব শক্ত। ক্যারামের ফাণ্ডায় খেলে দেখেছি মোটে কাজ করে না। আমার এক বন্ধু ছিল ব্যাক স্পিন ফিন দিতে পারত।
  • kanti | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩৯ | 125.20.14.89
  • অবিলম্বে কাগুজে গুরুর জন্য চেক পাঠাবার ঠিকানাটা চাই। আনুসংগিক কোন নির্দেশ থাকলে তাও।
  • a x | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩৯ | 75.53.204.181
  • পিনাকী, তুমি তোমার মেয়ের জীবন সে কিছু বোঝার আগেই এক্সপেরিমেন্ট করবেনা, কিন্তু তার জন্মের মুহূর্ত থেকে তো সে টিভি, রেডিও, সিনেমা, রাস্তার হোর্ডিং, জামা-কাপড়, গান, নার্সারি রাইম, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার দ্বারা প্রতিনিয়ত এক্সপেরিমেন্টিত এবং pullইত হয়েছে। কোনো কিছু তো স্থির দাঁড়িয়ে নেই। তুমি যদি একদিকে পুল না কর, সিস্টেম তো পুল করে হানা মন্টনাতে নিয়ে যাবে। নিয়ে গেলে ক্ষতি নাই থাকতে পারে, কিন্তু আমি এক্সপেরিমেন্ট করছিনা মানে সে একটি ইনফ্লুয়েন্সহীন, নিউট্রাল জগতে তার মত বেছে নেবার জন্য তৈরি হচ্ছে এমন তো না।
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৫৭ | 24.42.203.194
  • আরে আমরাও অমন ভাবতাম। প্রথম বছরটা সাম্পানও একটু গুটিয়ে ছিল। কিন্তু এবছরে ওর সম্বন্ধে প্রধান কমপ্লেন হল ভীষন বকবক করে। খুব নাকি সোশ্যাল হয়ে গেছে।
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৫৪ | 112.133.206.20
  • এদিকে পিনাকীর সমস্যা আমারো। আমার মেয়ে ওয়ান টু ওয়ান ইন্টার‌্যাকশনে ফাটিয়ে দেয়, এদিকে ভিড়ের মাঝে ভ্যাবলাকার্তিক হয়ে বসে থাকে। ওই ১ঃ৫০ রেশিওতে কী যে হবে ভগা জানে।
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৫০ | 112.133.206.20
  • আর এখানে ১ঃ৫০। মানে যে স্কুলের কথা আমি লিখেছি। কিন্তু কী আর করা যাবে! আর্থিক সামর্থ্য, বাড়ি থেকে দূরত্ব ইত্যাদি ভাবলে কোন বিকল্প নাই।
  • Samik | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৪৬ | 122.162.75.85
  • কেসির লেখাটায়, খুব ছোটো করে বলতে গেলে, দিল খুব বেশি, দিমাগ বেশ কম। কেসি হৃদয় খুলে লিখেছেন, চোখ অতটা খোলা ছিল না।

    তবুও, তবুও, অ্যাট দা এন্ড অফ দা ডে, আমার কেসির লেখাটা পড়তে ভালো লাগল, পড়ে ভাবতে ভালো লাগল। বিশাল এই সুন্দর পৃথিবীতে মানুষই একমাত্র প্রজাতি যার ইমোশন আছে, সেন্টিমেন্ট আছে। পশুর পাভলভ আছে, হৃদয়বৃত্তি নেই। সেই মনুষ্যত্বের জোরে কেসির কিছু কিছু কথায় ক। সব কথায় না।
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ০৭:০৮ | 24.42.203.194
  • ও এখানে টীচার স্টুডেন্ট রেশিও হচ্ছে ১ঃ১৬ (খুব বেশি হলে)। আর নিয়ে আসছ ঠিক করছ। ওসব স্কুল টুল পরে হবে নে, বাবা ছাড়া বেশিদিন থাকা বাবা বা মেয়ে কারুর পক্ষেই ভালো না।
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ০৬:০৪ | 24.42.203.194
  • এইরে জেণ্ডার ডিসক্রিমিনেশন নিয়ে কথা হচ্ছিল নাকি? না বুঝেই বলে ফেলেছি। জেণ্ডার, রেসিয়াল সবরকম ডিসক্রিমিনেশনই রয়েছে।

    পিনাকি, তুমি কি বলতে চেয়েছ সেটা বুঝেছি। বলছিলাম এক দেড় বছরে এখানকার শিক্ষা ব্যবস্থায় তোমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। মানে তার সম্ভাবনা খুব বেশি। ফিরে গিয়ে মেয়েকে হাজার মনি বোঝা সমেত চাপের স্কুলে পাঠাতে ইচ্ছে করবে না। সেটা যদি ইচ্ছে না করে তাহলে অপশন খুব কম। বিলিয়ার্ডস, ঘোড়ায় চড়া তখন সেকেণ্ডারি। এখন তো সরকারি স্কুলেও প্রতি মাসে পরীক্ষা দিতে হয়।

    স্বাস্থ্য এবং শিক্ষা দুয়েরই হাল বেহাল, তবে এই নিয়ে কারুরই কোন মাথা ব্যথা নেই। সরকার বা বিরোধী, পণ্ডিত বা সাধারণ জনগন, আবাপ বা বর্তমান শুধু মমতা নয়তো সিপিএমে বিভক্ত। লং টার্ম পলিসির কথা কেউই বলে না। কিভাবে জমি নেওয়া উচিত তাই নিয়ে পণ্ডিতদের বিরাট বিরাট থিওরি শুনে ফেললাম। এক মিড ডে মিল ছাড়া কোন সরকারী পলিসি দেখলাম না।
  • kd | ০৮ ফেব্রুয়ারি ২০১০ ০৫:১৫ | 59.93.242.183
  • অক্ষ, তোমার প্রশ্নের জবাব দিতে কোথা থেকে শুরু করবো, জানি না। আমি দক্ষিনপন্থী, একমাত্র এটাই তুমি ঠিক বলেছো - আমার কাছে শ্যামলও বামপন্থী, ওবামাকে সাপোর্ট করে। সাইকোঅ্যানালিসিস আর অর্থনীতির কিছুই জানিনা, তাই ঐসব দিয়ে 'বুঝিয়ে দিলেও' না জেনে করেছি। হ্যাঁ লজিক একটু বুঝি - কী করবো, সাইন্স পড়েছি, ১২ বছর ইঞ্জিনিয়ারের চাকরী করেছি, তার পর ২৪ বছর এমাইএস ডিপার্টমেন্ট চালিয়েছি, বুঝতেই হয়েছে। তোমার সবচেয়ে বেঠিক কথা, আমি আমেরিকা সম্বন্ধে খুবই ওয়াকিবহাল। এক্কেবারে না, এক্কেবারে না। আমি ২৩ বছর বয়স থেকে ম্যাসাচুসেট্‌সের একটি ছোট্ট শহরের ছোট্ট ফ্যাক্টরি কাজ করেছি, তার দু'মাইল দূরে একই বাড়ীতে থেকেছি - কোনদিন মোটাসোটা বইও পড়িনি, ওয়াকিবহাল হবো কী করে? তোমরা অনেক বেশী জানো, বেশীদিন ও'দেশে থাকলেই কী বেশী জানা যায়? এমনিতেই আমি এক নিম্নবিত্ত কেরানীর ছেলে, নেহাত পূর্বপুরুষের বাড়ী আছে বলে বস্তিতে থাকার দুর্ভাগ্য হয়নি। তখনও সুযোগ পাইনি মোটাসোটা বই পড়ার। তাই আমি যদি কখনও কোনভাবে দেখিয়ে থাকি যে আমি খুব জানি, তা একেবারে মিথ্যে, ওপেনলি অ্যাডমিট করছি। দেখো, ধান ভাঙতে শিবের গীত, তোমার প্রশ্নের উত্তর দিই, আমার সারাজীবনের অভিজ্ঞতাই আমার বিদ্যে।

    আমেরিকার এই দুই প্রফেশনের একটাই কমন পয়েন্ট, এ'টাতে মেয়েদের আধিক্য। এ'টাও দেখেছি প্রায় সব প্রফেশনেই মেয়েরা ছেলেদের থেকে কম মাইনে পায়, বেশ কম মাইনে একই কাজ করে। তাই ডিম্যান্ড বেশী হলেও যে কম মাইনে পাবে, আশ্চর্য কী?

    আরও দেখেছি, মেয়েরা, সাধারণতঃ, ছেলেদের থেকে অনেক বেশী সিনসিয়ার, ডেডিকেটেড। আমার চাকরীজীবনে তার সুযোগ নিয়েছি - আমার ডিপার্টমেন্টে অধিকাংশ মেয়ে কর্ম্মচারী। এমনকি আমার দু'নম্বরও একজন মেয়ে ছিলো, তাকে আমি নিজের হাতে তৈরী করেছি। আরও বলতে পারি যে আমি equal work, equal pay policy থেকে নড়িনি। দুঃখের কথা, আমি রিটায়ার করার পর সেই মেয়েটি একই সিচুয়েশনের ভুক্তভোগী হয়ে চাকরী ছাড়তে বাধ্য হয়। এখন সে একটি নামজাদা কোম্পানির সিআইও - সে আমার গর্ব। আমার গর্ব, কলকাতার একজন 'কেউনা' সুদূর আমেরিকার কয়েকটি মেয়েকে নিজের জমিন অধিকারে ইনস্ট্রুমেন্টাল হতে পেরেছে। আমি আশা করি, নিকট ভবিষ্যতে তারা এমনিতেই তা পাবে।

    শিক্ষা হ'লো তো! বুড়োদের একবার মুখ খোলার চান্স দিয়েছো কী গেছো, নিজেদের ছোটোখাতো কীর্তিকলাপ বাড়িয়েটাড়িয়ে বলে কান ঝালাপালা করে দেবে। এনিওয়ে, সরি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত