এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dd | ২৫ জানুয়ারি ২০১০ ২৩:২৮ | 122.167.7.79
  • ঈশেন,ঈশেন। বউমারে সীগ্গিরী ফোন করো।
    ছি ছি।
  • m | ২৫ জানুয়ারি ২০১০ ২৩:১৬ | 173.26.17.106
  • আর ফোন না করার অপরাধে তোমাকে চারটে কানমলা:X
  • dipu | ২৫ জানুয়ারি ২০১০ ২৩:১৪ | 59.164.190.234
  • ঃ-D
  • Ishan | ২৫ জানুয়ারি ২০১০ ২৩:০৯ | 12.163.39.254
  • ঋজু আর সায়নের জন্মদিন গেল বুঝি? ও পাই, এই উপলক্ষে এদের এক হপ্তাব্যাপী কাগুজে গুরুর কাজ দেওয়া হোক।
  • samran | ২৫ জানুয়ারি ২০১০ ২২:৪৮ | 59.93.200.101
  • সায়ন কবি, ঋজুকে দেরী করা শুভেচ্ছা, জন্মদিনের।।
    কি দিই বল তো? বলরামের মাখা সন্দেশ, গুড়ের। পছন্দ? নইলে মোয়া? কোথাকার তা জানি না, ওখান থেকেই কিনলাম, এ নিশ্চয়ই চলবেঃ-)
  • samran | ২৫ জানুয়ারি ২০১০ ২২:৪৫ | 59.93.200.101
  • রঞ্জনদা,
    তোমার ফোন্নং কার কাছে পাব? এখানেই জিগিয়ে নিই, তুমি কি ২৭অব্দি আছো কলকাতায়? যদ্দূর মনে পড়ছে, তুমি ২৮অব্দি আছো বলে শুনেছিলাম।
  • a x | ২৫ জানুয়ারি ২০১০ ২২:১৬ | 143.111.109.1
  • তাতিন কেন মোজা? স্লিপ কেন খালি খাওয়ার ও কাটার? পরারও তো। কবিরা এ বিষয় (বিষয়ে) নিরুত্তর কেন?
  • Du | ২৫ জানুয়ারি ২০১০ ২১:৪১ | 65.124.26.7
  • সায়ন, ঋজু কে বিহ্যাবাড্ডি। খুব ভালো কাটুক দিন।
  • Du | ২৫ জানুয়ারি ২০১০ ২১:৩৯ | 65.124.26.7
  • দ দিয়ে সব পৌরাণিক কারবার ঃ)।
  • M | ২৫ জানুয়ারি ২০১০ ২১:১৯ | 59.93.222.137
  • হ্যাঁ সে আর বলতে! তা তুমি কে গা?
  • de | ২৫ জানুয়ারি ২০১০ ২১:১৭ | 117.98.26.144
  • বম্ম,
    হ্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম!! জালিম দুনিয়া ঃ), এট্টু আড়ালেরও জায়গা নাই গা!!
  • Sayantan | ২৫ জানুয়ারি ২০১০ ১৮:৫৮ | 125.22.97.34
  • বুনান, ইন্দ্রাণীদি, হুতো, ভিকিদা -- থ্যাঙ্কুউউ! ঃ-)
  • rabaahuta | ২৫ জানুয়ারি ২০১০ ১৮:৫৩ | 203.99.212.53
  • ভার্যা শুধায় আকুল প্রশ্ন
    অনূক্ত রেখে হুমকি

    গদ্যপ্রতিম এই সংসারে
    সন্ধ্যায় মৃদু ধুমকি
    প্রাণে ঢালে সুধা ঠিক রাখে ক্ষুধা
    অন্যথা হবে ঘুমকি?

    মদ্যে ছন্দে ব্যাজার আকাশে
    আঁকছে তারার চুমকি
  • M | ২৫ জানুয়ারি ২০১০ ১৮:৪৯ | 59.93.247.162
  • আর দে কেও আমার কেন জানি চেনা লাগে, মানে অন্য নামে ও কি অন্যখানে দেকেচি? জিগাতে সাহস কচ্চিলুমনা, অবশেষে করেই ফেললুম

    আর হুতোটাই সায়ন্তন নয়? আমার ই সব ঘেঁটে যায় কেনো ও ও ও ও ও ও ও ও????????????????
  • de | ২৫ জানুয়ারি ২০১০ ১৮:২০ | 59.163.30.2
  • কথাগুলো খুব চেনা চেনা কিনা ঃ)
  • Samik | ২৫ জানুয়ারি ২০১০ ১৮:১৮ | 12.191.136.3
  • সু কি বাই এনি চান্স হুতোর স্ত্রী? সু-র লেখা পড়ে তাই মনে হল।
  • de | ২৫ জানুয়ারি ২০১০ ১৭:৪৭ | 59.163.30.2
  • এই সু কি সুকন্যা?
  • su | ২৫ জানুয়ারি ২০১০ ১৭:৩৩ | 117.194.225.88
  • হুতো কে প্রশ্ন ... (কবিতা'র ছন্দ মেলানো দেখে)ঃ কবিতা (স্ত্রী নাম আর পারছি না হজম করতে) কে একটু সাইডে রেখে সংসারে একটু ছন্দ আনার চেষ্টা করা যায় কি!এই বেতাল আর মাতাল সংসার ... একটু কান্ডারি'র ভূমিকা নিলে শ্বাস নিতে সময় পাই...আর কত হিংসা করব অন্যকে সময় দেয়া নিয়ে!!
  • vikram | ২৫ জানুয়ারি ২০১০ ১৫:০৪ | 193.120.76.238
  • হ্যা বা হ্যা বা।

    শাবাস হুতো
  • indrani | ২৫ জানুয়ারি ২০১০ ১৪:৫৫ | 203.158.47.219
  • শমীক,
    তোমার কাছে নেই যখন তখন আশা নেই।
    অভ্যু, বাড়ি আছ?
  • Samik | ২৫ জানুয়ারি ২০১০ ১৪:৪৯ | 12.191.136.3
  • ইন্দ্রানী দি, আমার কাছে তো নেই, নেটেও পেলাম না। অভ্যুর কাছে থাকবে কি?
  • Samik | ২৫ জানুয়ারি ২০১০ ১৪:৪৭ | 12.191.136.3
  • আয় ভাই হুতো, তোর টাকে চাট্টি চুমু খাই।
  • de | ২৫ জানুয়ারি ২০১০ ১৩:৫০ | 59.163.30.2
  • হুতোর কবিতা পড়ে পিছিয়ে পড়লাম, গলার কাছটা এট্টু ব্যথা-ব্যথা করছিলো কিনা! রঞ্জন-দার বংশলতিকা পড়ে মাথা বোঁ-বোঁ করে ঘুরছে ঃ) এবার খেতে যেতেই হবে!
  • Rajdeep | ২৫ জানুয়ারি ২০১০ ১৩:৪১ | 202.79.203.59
  • একটা রানিং কমেϾট্র থেকে What a great numerological coincidence!!! At 65.2 overs, Dravid's total runs were 11361 and those of Tendulkar were 13161, just a transposition of two adjacent digits
  • rabaahuta | ২৫ জানুয়ারি ২০১০ ১৩:৩৬ | 203.99.212.54
  • সায়ন্তন কে কবির প্রতি কবিসুলভ জন্মদিনের শুভেচ্ছা।
    কিন্তু রঞ্জন্দা কি আমার কবিত্ব কে অস্বীকার করলেন?
    অপমানানলে জর্জরিত হয়ে এক কবির জন্মদিনে উড়িয়ে দিলাম অন্য কবির প্রতিবাদ প্রভঞ্জন।
    ******************************
    চিনিল না মোরে
    গরীব কবিরে
    জালিম জমানা, রঞ্জন

    কাব্যের ঘোরে
    রাত্রে দুপুরে
    কত গালাগালি গঞ্জন

    কাব্য খাদ্য
    কাব্য পানীয়
    কাব্য দন্ত মঞ্জন

    ভ্রমি দিকহারা
    নকড়া ছকড়া
    কবিতা অন্ন ব্যাঞ্জন

    খুঁটে খুঁটে খাই
    কানু গীতি গাই
    খড়ুস মালিক বর্জন

    করেছে আমারে
    গরীব কবিরে
    হেরো কবিভয় ভঞ্জন

    সহেনা যাতনা
    গৃহিনীর তানা
    ঘরে ও বাহিরে গঞ্জন

    তবু চিনিলনা
    হুতাশ বাসনা
    জনতা জমানা রঞ্জন
  • indrani | ২৫ জানুয়ারি ২০১০ ১৩:২০ | 203.158.47.219
  • শান্তিদেব ঘোষের গলায় ঐ আসনতলে -এম পি থ্রিতে পাওয়া যাবে? খুব দরকার।
    আমি টইএর পুরোনো সুতো খুঁজছি-যদি পাই কিন্তু সে তো খড়ের গাদায় সুঁচ খোঁজা-ইদানিং নিয়মিত আসি না বলে জানিও না কোথায় খুঁজব। ঐ আসনতলে দিয়ে সার্চ দিয়ে পেলাম না কিছু।
  • indrani | ২৫ জানুয়ারি ২০১০ ১৩:১৬ | 203.158.47.219
  • সায়ন্তনকে জন্মদিনে অশেষ শুভেচ্ছা।
  • Blank | ২৫ জানুয়ারি ২০১০ ১২:৫৩ | 170.153.65.102
  • সান্দা
    হ্যাপ্পি জম্মদিন্‌ন্‌ন্‌ন্‌ন্‌ন্‌ন
  • Sayantan | ২৫ জানুয়ারি ২০১০ ১১:৫০ | 125.22.97.34
  • মিঠুদি, ঋজু, কলি, বড়ম, দে, রঙ্গাই - সব্বাইকে থ্যাঙ্কু। ঃ-)
  • . | ২৫ জানুয়ারি ২০১০ ১১:১২ | 115.117.228.151
  • সায়ন্তনের জন্মদিনে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
  • de | ২৫ জানুয়ারি ২০১০ ১০:৫৩ | 59.163.30.2
  • সায়ন্তনকে ভেঃহ্যাঃবাঃ!

    m এর কথা শুনে খুব দুঃখ হলো, যদিও আমারে লেখা নয়!
  • sudarsana das | ২৫ জানুয়ারি ২০১০ ১০:৩৬ | 121.245.100.135
  • @ ranjan roy ১)আমাদের বাড়িতে পুরুষ সদশ্য আছে,১জন।আতিনি কোন কাজের না,বরং অকাজের।আযা করার আমাকেই করতে হবে,আপনাদের সাহায্যের প্রয়োজন। ২)হ্যাঁ থানাতে গিয়েছিলাম,ডায়েরি করেছি(দাদু নিজে করেছেন) 09 - 01 - 10 ডায়েরি ন-ং 665 ৩)দাদু নিজে ডায়েরি করেছেন। ৪)দাদু তুলে নিয়ে যাওয়ার সময় আমরা কেও বাড়ি ছিলাম না।আপ্রোমোটারের দালাল থানাতে স্বীকার করেছে যে তারা এখোনো কোনো টাকা পয়সা দাদুকে দেয়নি। ৫)রেজিষ্টির কাগজপত্র রেজিষ্টি অফিস ছারছে না।অআঅমি একজন উকিল নিয়োগ করেছি। আমার ফোন নং দেওয়া আছে কেও যদি সাহায্যের হাত বাড়ান ????????
  • sudarsana das | ২৫ জানুয়ারি ২০১০ ১০:৩২ | 121.245.100.135
  • 1)Bj¡®cl h¡Ïs®a f¤l¦o pcnÉ B®R,1SezAÏaÏe ®L¡e L¡®Sl ,hlw AL¡®SlzAk¡ Ll¡l Bj¡®LC Ll®a q®h,Bfe¡®cl p¡q¡®kÉl fË®u¡Sez 2)qÉ¡y b¡e¡®a ÏN®uÏRm¡j,X¡®uÏl L®lÏR(c¡c¤ Ïe®S L®l®Re) 09 - 01 - 10 X¡®uÏl ew- 665 3)c¡c¤ Ïe®S X¡®uÏl L®l®Rez 4)c¡c¤ a¤®m Ïe®u k¡Ju¡l pju Bjl¡ ®LJ h¡Ïs ÏRm¡j e¡zA®fË¡®j¡V¡®ll c¡m¡m b¡e¡®a ü£L¡l L®l®R ®k a¡l¡ H®M¡®e¡ ®L¡®e¡ V¡L¡ fup¡ c¡c¤®L ®cuÏez 5)®lÏSÏøl L¡NSfœ ®lÏSÏø AÏgp R¡l®R e¡zABÏj HLSe EÏLm Ïe®u¡N L®lÏRz Bj¡l ®g¡e ew ®cJu¡ B®R ®LJ kÏc p¡q¡®kÉl q¡a h¡s¡e ????????
  • m | ২৫ জানুয়ারি ২০১০ ১০:১৪ | 173.26.17.106
  • বাইনারি, আর বলেন কেন,আমাদের ভোগান্তির কোনো শেষ নেই। একে তো মাইনাস ১০ সর্বোচ্চ তাপমাত্রা- তারসঙ্গে আপনারা মাঝে মাঝেই হাড়হিম করা ঠান্ডা হাওয়া পাঠান। এই হপ্তায় সঙ্গে ছিলো আইসরেন- নেট,ফোন সবাই টাটা করে চলে গেলো।স্কুল কলেজ দুদিন ছুটি, হাসপাতালে আছাড় খাওয়া লোকের সংখ্যা প্রচন্ড বেড়ে গেছে...
    কাল ছিলো আমাদের পুজো। ফেরার পথে ভিজিবিলিটি প্রায় নেই, সঙ্গে প্রচন্ড বৃষ্টি- ইন্টারস্টেটে লেফট লেন দিয়ে দৈতাকৃতি ট্রাক সমস্ত অন্যান্য গাড়িকে ওভারটেক করছেঃ)ভয়ে চোখ যে সেই গোল্লা গোল্লা করে রেখেছিলাম,ফিরে আয়নায় দেখি,বাদামচেরা চোখ কেমন একটা অন্যচেহারা নিয়েছে...সঙ্গে পরিবারসহ মাথাধরা ফ্রি।

    দুদিন ধরে বরফ গলেছে, ছেলের সে কি খেদোক্তি! সব বরফ নাকি নোংরা হয়ে গেছে!এখন তারা মোটামুটি জল হয়ে চারপাশের সব নদীকে বিপদসীমার ওপরে বওয়াচ্ছে।( গতবছের বন্যার জের এখনো শেষ হয় নি)আজ রাত থেকে আবার আইস আর স্নো দুইই আছে।
    এইসব কি আমাদের মত ভেতো বাঙালির পক্ষে সয়ে চলা সহজ?
  • Ri | ২৫ জানুয়ারি ২০১০ ১০:০৩ | 121.241.218.132
  • সোমু, জিমেলে rijuchaterjee
  • M | ২৫ জানুয়ারি ২০১০ ০৯:০৪ | 59.93.201.13
  • সায়ন্তনকে,
    জম্মোদিনের শুভেচ্ছা আর আরো অনেক কঠিন শব্দ দিলুম যা দিয়ে আমা হেন ভালো লোকেদের জব্দ করতে পারে কঠিন কবিতা লিখে।
  • James | ২৫ জানুয়ারি ২০১০ ০৭:৩৪ | 210.193.178.129
  • থুড়ি, রঞ্জন রায়; আন্দাজে লিখেছিলাম কিনা, দেখি এবার কি আসে!
  • James | ২৫ জানুয়ারি ২০১০ ০৭:৩২ | 210.193.178.129
  • রন্‌ঞ্‌জন রায়,
    এই সুবীর কি কোন কালে রাঁচীতে চাকরীসূত্রে থাকতেন?
  • Somnath | ২৫ জানুয়ারি ২০১০ ০৭:১৮ | 62.61.164.35
  • ঋজু, তোর মেল আইডি দে আমায়।
  • ranjan roy | ২৫ জানুয়ারি ২০১০ ০৭:০৫ | 115.117.202.74
  • সায়ন(প্যাঁচার চোখ মারা)কে,
    শিলচর শহরের তিন দত্তরায় পরিবার আমার মাতুল বংশীয়। আর হোমচৌধুরীরা আমার মেজমাসীর ছেলে।
    প্রেমতলা পাড়াতে আমার দাদা সতু হোমচৌধুরী ৬২ বছর ধরে আছেন। সবাই চেনে। তাঁর পাশের বাড়িতে দত্তরায় মাতুল বংশীয়। আর রামকৃষ্ণ মিশন রোডে সুদীপ- সুবীর দত্তরায়েরা আমার ছোটমামার ছেলে। এখানে দত্তরায়েরা এসেছে ময়মনসিংহের উয়ারা গ্রাম থেকে।
    এইবার তুমার মাতাঠাকুরাণীরে জিগাও আর দ্যাখ তুমি আমার কি লাগ? ঠাউর্দ্দা না নাতি?
  • ranjan roy | ২৫ জানুয়ারি ২০১০ ০৬:৫৮ | 115.117.202.74
  • সায়ন ও সায়ন্তন ( প্যাঁচার চোখ ও কবি) কি আলাদা দুই চন্ডাল?
    তাহলে কবি- সায়ন্তনের জন্যে জন্মদিনের শুভেচ্ছা ও শংখ ঘোষ+ অলোকরঞ্জন অনুদিত "সপ্তসিন্ধু দশদিগন্ত'' নামে বিশ্বকবিতার বই।
  • ranjan roy | ২৫ জানুয়ারি ২০১০ ০৬:৫৪ | 115.117.202.74
  • সুদর্শনা,
    আপনার খোলা সাহায্যের নতুন সুতোয় কিছু লিখেছি, দেখে নেবেন।
  • kk | ২৫ জানুয়ারি ২০১০ ০৬:২১ | 76.114.64.110
  • সায়ন জন্মদিনের শুভেচ্ছা নিও। আর কি দেব? এই টফি-আপেল কেক নাও।
  • Ri | ২৫ জানুয়ারি ২০১০ ০০:৩৯ | 121.247.234.142
  • সোমু , চোন্দিল অনিন্দ্য অন্তহীনের জন্যে বেস্ট লিরিসিস্ট এর ন্যাশ্নাল অ্যাওয়ার্ড পেয়েছে রে।
  • Ri | ২৫ জানুয়ারি ২০১০ ০০:২৮ | 121.247.234.142
  • সায়ন্তন ভায়া, হ্যা বা। ভালো থেকো
  • m | ২৫ জানুয়ারি ২০১০ ০০:১৫ | 173.26.17.106
  • শুভ জন্মদিন সায়ন্তন। অনেক শুভেচ্ছা আর একটা পার্কারের কলমের সঙ্গে একবাটি ডিমের যা খুশি দিলামঃ)
  • Sayantan | ২৪ জানুয়ারি ২০১০ ২৩:৫৫ | 59.164.108.47
  • শমীক, ইন্দোদা, পাই, দীপু, আজ্জোদা, ডিম্বন্ধু - সব্বাইকে থ্যাঙ্কু ঃ-)
  • P | ২৪ জানুয়ারি ২০১০ ২৩:১৮ | 93.107.188.254
  • ডিম্বন্ধু রে , শুভ জম্মদিন!
  • indrani | ২৪ জানুয়ারি ২০১০ ২৩:১৭ | 151.204.204.186
  • মিতাদি,
    তুমি কোথায়? ইয়াহু আইডিতে মেল করছি। ২৫-২৬-২৭-এর জন্য। মেল চেক করো, প্লীস। তোমার সেল নম্বরে ফোন করে ভয়েসমেল রাখা যাচ্ছে না।অগত্যা আর এক বন্ধুর পরামর্শে এখানেই খোঁজ করে গেলাম। thnx to the website
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত