শ্রাদ্ধে দুদিন খাওয়াদাওয়া হয় নাকি? নিয়মভঙ্গ ব্যাপারটা কি? চিংড়িকে যদি মাছ না ধরা হয় তাহলে ওটা থাকবেই। আর কি কি রাখা যায় সে সম্পর্কে জনগণ সাজেশন দাও।
aka | ২০ জানুয়ারি ২০১০ ২৩:৩৩ | 168.26.215.13
হ্যাঁ মেনু কার্ডে পার আইটেম নিউট্রিশন ডিটেলটাও যেন থাকে। শরীরটাকে তো রাখতে হবে।
কমরেড অপ্পন সিনেমার নামটা কি মনে আছে? হিরোর নাম মনে আছে গোবিন্দলাল।
pi | ২০ জানুয়ারি ২০১০ ২৩:২৮ | 72.83.210.50
পার ডিম ক'টা মৌরী সেটা ম দি বলুক। পিপি খালি নারকোলের অ্যালার্জিওয়ালা লোকের কথা মাথায় রেখে খারকোল, আর্নারকোলের অ্যালার্জিওয়ালা প্লাস আলসারওয়ালা লোকের কথা ভেবে মুলো/শাঁকালু দিয়ে ও কয়েকটা ডিশ বলে রেখো । সেটা মেনু কার্ডে মেনশন করে দিতে ভুলোনা। আরো ভালো হয় , যদি নেমন্তন্ন কার্ডেই মেনশন করে দাও, কার কার নারকোল এ অ্যালার্জী আছে, আর কার কার আলসার, আর কার কার দুটো ই, সেটা যেন পারলে তোমাকে মেইল করে জানিয়ে দ্যায়। তোমার এস্টিমেট করতে সুবিধে হবে। সেইমতো ক্যটারারকে দাওয়াত দিয়ে রাখতে পারবে, ওয়েস্টেজ কম হবে, ইত্যাদি।
Arpan | ২০ জানুয়ারি ২০১০ ২৩:১৭ | 112.133.206.20
নন্দনের আরাম? আমি ঘরের আরামে বসেই দেখতে পারিনি। ঃ)
aka | ২০ জানুয়ারি ২০১০ ২৩:১১ | 168.26.215.13
ডিম কি মৌরি দিয়ে রান্না হবে? দিলে কটা মৌরি?
pi | ২০ জানুয়ারি ২০১০ ২৩:০৪ | 72.83.210.50
পিপি, আশা করবো, নিয়মভঙ্গের দিন ঐ মাছ রাখার আবশ্যিক নিয়মটা ভঙ্গ করে মেনুতে তুমি ডিমের ডালনা রাখবে। সেক্ষেত্রে আমাকেও একপিস নেমন্তন্ন ভেজো খন।
aka | ২০ জানুয়ারি ২০১০ ২২:৫৯ | 168.26.215.13
আরে এরকম একটা বাংলা সিনেমা আছে সেখানে সৌমিত্র নিজের শ্রাদ্ধ করবে বলে ঠিক করছিল। ঐ হচ্ছে একমাত্র সিনেমা যেটা আমি অর্ধেকের বেশি দেখতে পারি নি। তাও নন্দনের আরামে বসে।
m | ২০ জানুয়ারি ২০১০ ২২:৫৯ | 173.28.115.113
যারা নারকেলের বিকল্প হিসেবে শাঁকালু বা মুলোর কথা ভাবতে পারে তাদের নিয়ে ঠিক কি করা যায় এই নিয়ে একটা কমিটি বসানো উচিত বলে মনে হয়!!!!
a x | ২০ জানুয়ারি ২০১০ ২২:৫৭ | 143.111.109.1
কি আছে সেই মেনু তে? এটা কি কাজের দিনের মেনু না নিয়মভঙ্গের মেনু? কাজের দিনের হলে কোনো কথা নাই। নিয়মভঙ্গের হলে দুটি কথা আছে।
Bratin | ২০ জানুয়ারি ২০১০ ২২:৫৪ | 117.194.96.117
হ্যাঁ ঠিক ঠিক। সেই 'মৌনং সন্মতিং লক্ষণম' বলে কি একটা ছিল না ঃ-))
pipi | ২০ জানুয়ারি ২০১০ ২২:৫১ | 92.229.44.74
ব্রতীনভায়া, হ্যাবা উইথ বাসী খিচুড়ি।
কলি, নাড়িজঙ্ঘ কি সেই আপদ বকটা যেটা যুধিষ্ঠিরকে অবাক জলপান করিয়ে ছেড়েছিল?
বিঃ দ্রঃ প্রথমে নিউমোনি, এবারে কনজাংটিভা এরপরে কি আসবে জানি না তবে মেনু তৈরী করতে বসেছি। অনেক নেমনতন্ন মিস করেছি এই এতগুলো বছরে, নিজের শ্রাদ্ধের খ্যাঁটনটাও মিস করব তা হয় না। শুভস্য শীঘ্রম!
pi | ২০ জানুয়ারি ২০১০ ২২:৪১ | 72.83.210.50
আমি বক কেনো হতে যাবো। বড়জোর বক দেখাতে পারি আর বকবক করতে পারি। আর তাতেই কিনা তোমরা অবাক হয়ে যাও। আমি তো অ-বাক !
aka | ২০ জানুয়ারি ২০১০ ২২:২৮ | 168.26.215.13
ম, রিমির নীরবতাই ইলিশ-পালং এর বিরাট সার্টিফিকেট, এই সহজ সত্যও এত খোলসা করে কইতে হবে?
Bratin | ২০ জানুয়ারি ২০১০ ২২:২৮ | 117.194.96.117
ইশান,মিঠু,kk, ইন্দো দা ধন্যবাদ। আজকাল খুব ভালো কাটছে। সোসন নেই।
কাউ কে বল না। আজকে off কেটে খানিক টা ক্রিকেট খেলে এসেছি ঃ-))
m | ২০ জানুয়ারি ২০১০ ২২:১০ | 173.28.115.113
মা পাই, তোমা পানে চাহিয়া আমার বিষ্ময়ের সীমাপরিসীমা নাই!!!! সর্ষে তো আর লিখলাম না!
kk | ২০ জানুয়ারি ২০১০ ২২:০৯ | 76.114.64.110
সেকি! তুমিই তাহলে নিশ্চয় নাড়িজঙ্ঘ। বলে দাও তো পুরো গল্পটা কেটিকে ঃ)
pi | ২০ জানুয়ারি ২০১০ ২২:০৬ | 72.83.210.50
সব বকেরাই জ্ঞানী হয় আর তাই বকবক করে। নাকি, বকবক করে , তাই জ্ঞানী, আমার মতো ?
kk | ২০ জানুয়ারি ২০১০ ২২:০৪ | 76.114.64.110
ব্রতীন, হ্যাপি বার্থডে। কি আশ্চর্য, কাল স্বপ্ন দেখলাম যে আমার অনেকদিন আগে নিখোঁজ হয়ে যাওয়া সেজো জ্যেঠু ফিরে এসেছেন, তাঁর মুখ খানা অবিকল তোমার মত!! আরো আশ্চর্য্য হলো এই যে আসলে আমার কোনো জ্যেঠুই নেই! মেজো না সেজো সে তো দূরস্থান ঃ))
কেটি, নাড়িজঙ্ঘ একজন জ্ঞানী বকের নাম ছিলো। কোন বক তা এখুনি মনে পড়ছে না। পড়লে বলবো অখন।
m | ২০ জানুয়ারি ২০১০ ২২:০১ | 173.28.115.113
শমীক, সাবধানে গাড়ি চালিও।
m | ২০ জানুয়ারি ২০১০ ২১:৫৮ | 173.28.115.113
আজ্জো, পালংশাকের মুড়িঘন্ট সম্পর্কে রিমি কিরম নীরব হয়ে আছে দেখছি, মানে জানতে চাইছি,তুমি ছাড়া আর কেউ ওটা খেয়েছে?
m | ২০ জানুয়ারি ২০১০ ২১:৫৫ | 173.28.115.113
দীপ্তেন্দা, কাল সন্ধ্যেবেলা সেই ডিম বানিয়েছিলাম- সাহসের অভাবে পাঁচটা ডিমে আট-দশটার বেশি মৌরি দিতে পারি নি।দিব্য হয়েছে, বেশ অন্যরকম হয়েছে খেতে।
**দেড়েল বল্লো এরপর থেকে মাঝে মাঝেই ডিডির মালাইকারি বলে এইটা খাবোঃ)
Samik | ২০ জানুয়ারি ২০১০ ২১:৫৪ | 219.64.11.35
আধ ঘন্টার মধ্যে পুরো দিল্লি এখন ঘন কুয়াশার চাদরে ঢাকা। কিচ্ছু দেখা যাচ্ছে না। এদিকে আমার বাড়ি যাওয়া বাকি।
Ishan | ২০ জানুয়ারি ২০১০ ২১:৩৯ | 173.26.22.248
ব্রতীনকে জম্মোদিনের ভালোবাসা। আরও সোসিত হও। ঃ)
I | ২০ জানুয়ারি ২০১০ ২১:৩০ | 59.93.218.22
ব্রতীন, হেপ্পি বাড্ডে ঃ)
m | ২০ জানুয়ারি ২০১০ ২১:২৩ | 173.28.115.113
ব্রতীন, জন্মদিনের অনেক শুভেচ্ছা নিও সঙ্গে ছোট নকুলদানা সাইজের স্বচ্ছ গোল গোল বরফের দানা-লালজলে মিশিয়ে খেয়োঃ) আজ এবং আগামী সব জন্মদিন ভালো কাটুকঃ)
Bratin | ২০ জানুয়ারি ২০১০ ২০:৫৮ | 117.194.100.63
পাই, ভুতো,বিক্রম,Ri ধন্যবাদ।
ইয়ে, আমি আজ অবধি গোটাসেদ্ধ খাই নি । তবে বাবা মা র খুব প্রিয় ওটা।
de | ২০ জানুয়ারি ২০১০ ২০:৫২ | 117.98.170.61
কেসি, পাক্কা মেয়ে আর মেয়েলী ছেলেদের ইক্যু বুইঝলাম না !
de | ২০ জানুয়ারি ২০১০ ২০:৫০ | 117.98.170.61
কারে কয়? মিটিন শেষ?
Arpan | ২০ জানুয়ারি ২০১০ ২০:৩৭ | 204.138.240.254
এরে বাংলায় কয় পিয়ার প্রেশার। ইংরেজিতে ক্ষমতার অভিব্যক্তি।
pi | ২০ জানুয়ারি ২০১০ ২০:৩৫ | 72.83.210.50
ব্রতীনদাকে জন্মদিনের এক রাশি শুভেচ্ছা ঃ)
খুব করে গোটাসেদ্ধ আর সজনেফুল খাও ঃ)
kc | ২০ জানুয়ারি ২০১০ ২০:২৬ | 89.203.49.18
মুর্শিদাবাদে, যে সব ছেলেদের কতবেল আর কুল ভালো লাগে, তাদেরকে মেয়েলী বলে আওয়াজ দেওয়া হয়, আর যে সব মেয়েদের ওই গুলো ভালো লাগে তাদের কে পাক্কা মেয়ে মনে করা হয়, আর সরস্বতী পুজোর দিন সব অমেয়েলী ছেলেরা ওই সব পাক্কা মেয়েদের দিকে চেয়ে থাকে আর ফোঁস ফোঁস করে, মাঝে মাঝে আবার সাইকেল নিয়ে মেয়েদের দলের দিকে গিয়ে একদম পাশ কাটিয়ে দুবার ক্রিং ক্রিং বাজিয়ে দিয়ে ... তারপর বাড়ি ফিরে, বাবার কাছ কানমলাও খায়, বাড়ির পুজোতে কেন ছিলনা, এই অজুহাতে। রাত্রে ঘুমোনোর সময় ভাবে, সামনের বছর থেকে কতবেল আর টোপা কুল ভালবেসেই খাবে, খাবেই.... খাবে।
de | ২০ জানুয়ারি ২০১০ ২০:১৯ | 117.98.170.61
অবশ্য সোসিতেরা কি গোটাসিদ্ধ খায়? ঃ)
Samik | ২০ জানুয়ারি ২০১০ ২০:১৯ | 219.64.11.35
আম্মো! আন্তারা একেবারে ফাঁচকলিয়ে গেল।
de | ২০ জানুয়ারি ২০১০ ২০:১৬ | 117.98.170.61
এইভাবে কেউ ভয় দেখায়? কারো বাড়িতে গোটাসিদ্ধ হয় নি আজ?
kity | ২০ জানুয়ারি ২০১০ ২০:০৭ | 131.95.30.233
আমার একটু দরকার।অকেউ বলতে পারেন প্রাবরকর্ণ আর নাড়ীজঙ্ঘ কারা?
ইস, মেয়ের হাতেখড়ি আর অফিস করলেন? পাসন্ডো বলেনি বাড়িতে!
আর হুঁ, কেলাতে হলে নিজেকেই কেলানো উচিৎ,ঃ) আমি যেমন এত্তো বছেরের পর এবার ঠিক করিচি, কিছু ভালো লাগা সময় ফিরে দেখবো,
ভীষণ ভালো লাগছে তাপ্পরে আজ ঃ)
aka | ২০ জানুয়ারি ২০১০ ১৯:৫৬ | 168.26.215.13
তৃতীয় বিশ্বে যাকে শোষন বলে প্রথম বিশ্বে তাকেই বলে মোটিভেশন টু অ্যাচিভ। প্রথম বিশ্বের মার্ক্সবাদী উদ্বৃত্ত মুনাফাই প্রথম বিশ্বের ক্যাপিটালিস্ট চোখে ট্রিকল ডাউন এফেক্টের কারিগর। চোখ, কান খোলা রাখুন, উইথ অর উইদাউট শোষন। সরস্বতী পুজোর মহামূল্যবান জ্ঞানাবলী। ওঁ শান্তি ওঁ শান্তি ওঁ শান্তি।
Samik | ২০ জানুয়ারি ২০১০ ১৯:৫৫ | 219.64.11.35
হুঁ। আমার মেয়ের গত বছর হয়েছিল।
আমারো উত্তাল সোসন চলছে। তার মধ্যেই খানিকক্ষণের জন্য বেরিয়ে শ্রাবণীর সাথে দেখা করে এলাম।
Arpan | ২০ জানুয়ারি ২০১০ ১৯:৫০ | 216.52.215.232
এই দে কে ধরে কেলাও। রাত ন'টাতেও মিটিং রেখেছে হতভাগাগুলো।
ইদিকে মেয়ের হাতেখড়ি হল। বাড়ি গিয়ে ছবিতে দেখব।
rabaahuta | ২০ জানুয়ারি ২০১০ ১৯:৪৮ | 203.99.212.53
হুঁ। সেই ভোর দশটায় ঘুম থেকে দৌড়ে আপিস এসেছি, সেই থেকে শুধু কাজ কাজ আর কাআআআআআআআআজ। বলে কিনা সোসন নেই।
de | ২০ জানুয়ারি ২০১০ ১৯:৪৮ | 117.98.170.61
হুঁ, তা বটে! তবে ঐ বল্লাম যে পাঁচ বছর পর ঃ)
Samik | ২০ জানুয়ারি ২০১০ ১৯:৪৬ | 219.64.11.35
আমাদের এখনো মাঘ চলছে। শীতের চোটে চোখে অন্ধকার দেখছি।
Arpan | ২০ জানুয়ারি ২০১০ ১৯:৪২ | 216.52.215.232
হু। কারো কারো পৌষ মাস।
de | ২০ জানুয়ারি ২০১০ ১৯:৩৪ | 117.98.170.61
সোসনজনিত সন্নাটা আজ হতেই পারে না!
আমি আজ হাফ ডে কল্লাম, আড়াইটার সময় আপিস থেকে বেরিয়ে কমিউনিটির পুজোর ওখানে গেলাম, খিচুড়ী, ফুলকপির তরকারি, আমের চাটনী, পায়েস আর পান্তুয়া সাঁটালাম, তাপ্পর বাড়ি ফিরে এট্টা ছোট্ট ঘুম দিলাম। এটা অবশ্য গত পাঁচ বছরের পর এবার করলাম ঃ)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন