এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • M | ২২ জানুয়ারি ২০১০ ১১:০৫ | 59.93.218.227
  • ঋজুকে বিঃ হ্যাঃ বাঃ ডেঃ
  • Arpan | ২২ জানুয়ারি ২০১০ ১০:৪৮ | 204.138.240.254
  • ঋজু, বিঃ হ্যাঃ বাঃ। ওর্কুট আর চেকানো হয় না। কিছু মনে করিস না বাপ।
  • dipu | ২২ জানুয়ারি ২০১০ ১০:৪২ | 61.12.12.83
  • বিলম্বিত হ্যাবা ঃ-)
  • shrabani | ২২ জানুয়ারি ২০১০ ১০:৪০ | 124.30.233.102
  • ঋজু,
    বিলেটেড হ্যাঃ বাঃ। আশাকরি ভালো কেটেছে, সামনের দিনগুলোও খুব ভাল কাটুক!
  • Samik | ২২ জানুয়ারি ২০১০ ১০:৩৯ | 122.162.75.113
  • ওরে পাগলা, পাতায় গিয়া বয়েসটা লিখো না। জন্মদিনের উইশটা লিখতে কেউ মানা করে নাই।
  • Bhuto | ২২ জানুয়ারি ২০১০ ১০:২৬ | 203.91.201.56
  • হামনে মিস নেহি কিয়া ঃ) পর লোগোকে সামনে বোলা নেহি। কে আবার কবে খচে টচে যাবে ঃ( । অনেকেই জন্মদিন জানানোর সময় বলে দেয় ' এইয়ো পাতায় গিয়া লিখবানা' বয়স হচ্ছে ভুলে যাই কে বারণ করেছিল আর কে করেনি। তাই চুপিচুপি ই সেরে ফেলি বাবা ;)
  • Rajdeep | ২২ জানুয়ারি ২০১০ ১০:২৪ | 61.14.13.7
  • ঋজু - বিলম্বিত শুভ জন্মদিন !

    ব্রতীনদা - কেকের ছবিই দেখে গেলাম ঃ) এখনও পেলুম নাকো
  • Samik | ২২ জানুয়ারি ২০১০ ১০:১৬ | 122.162.75.113
  • কাল নীরবে নিঃশব্দে ঋজুর জন্মদিন চলে গেল। কেউ ওরে হ্যাবাড্ডি বলল না। সব সিপিয়েম। ঃ-( আম্মো।

    সরি ঋজু। শুভ জন্মদিন, একটু দেরিতে।
  • Ri | ২২ জানুয়ারি ২০১০ ০৯:৫৬ | 121.241.218.132
  • ভুতো তোর এস এম এস পেয়েছিলাম, থ্যাংকু।আর কি করলাম - অফিস আর বাড়ি ঃ-( কাল একটু আগে কেটেছি বলে উত্তর দেওয়া হয় নি।
  • Binary | ২২ জানুয়ারি ২০১০ ০৯:৩৪ | 66.94.87.210
  • সেতো আমার ৩২পাটী-ই অক্ষত আছে, কিন্তু আমি কাউকে কামড়াইনি।
  • Bratin | ২২ জানুয়ারি ২০১০ ০৯:০১ | 117.194.96.227
  • ইয়ে, আমার ও দেড় খানা দাঁত নেই...
  • Samik | ২২ জানুয়ারি ২০১০ ০৮:৫৭ | 122.162.75.113
  • দাঁত মাজার ব্যাপারে অক্ষর সঙ্গে আমার কতো মিল। ঃ-)

    আমার ইতিমধ্যেই ছখানা দাঁত নেই। জীবনে চলার পথে বিভিন্ন মোড়ে তাদের বিসর্জন দিয়ে এসেছি। প্রতিটাই প্ল্যান্‌ড উৎপাটন। কোনোটাই কারুর ঘুষি খেয়ে বা অ্যাক্সিডেন্টে ভাঙে নি।
  • de | ২২ জানুয়ারি ২০১০ ০৭:৪৭ | 117.98.133.253
  • ঠিক! যা ভেবেছি, কেউ আসেনি! রাত জেগে অত তক্কো কোল্লে কেউ সকালে উঠতে পারে?
  • Binary | ২২ জানুয়ারি ২০১০ ০৬:২৯ | 66.94.87.210
  • এই মাত্তর এক কাণ্ড হল। রাতের খাবারের আসায় বাইরে গেছি। তো যথারীতি ডাউন টাউন ক্লিভল্যান্ড শুনশান। যেরম হয় আর কি। খাবার দোকান-টোকান সব প্রায় বন্ধ। বার গুলো খোলা আছে বটে। তো এরকম করে দুতিনটে ব্লক হেঁটে একটা কনভিনিয়েন্স স্টোর থেকে পাঁউরুটি আর কলা কিনে ফিরছি। রাস্তায় জনমানুষ্যি নেই, খালি হুস-হুস গাড়ি। মাঝখানে হঠাত করে দৈত্যর মত দু জন আফ্রিকান এসে দাঁড়াল, আর ।'উই আর হোমলেস ম্যান স্যার, হ্যাভ আ কোয়াটার ..... ?' ইত্যাদি। আমি মোটেও ভয় পাইনি, কিন্তু, ওরাই দেখি, হাতটাত তুলে দেখাল যে ওদের কাছে বন্দুক-টন্দুক কিছু নেই। তার্পর আমি পার্স বার করাতে, ;উই ব্যাকআউট, উই ব্যাকআউট ....' করে নিজেরাই পিছিয়ে দাঁড়াল। তাপ্পর, এক ডলার পেয়ে কান পজ্জন্ত হেসে, দুতিন বার 'থ্যাঙ্কু স্যার' বলে চলে গেল।

    কেন যে সবাই বদনাম করে ?
  • kity | ২২ জানুয়ারি ২০১০ ০৬:০৯ | 131.95.30.233
  • এক বাঙালী অনেকদিন আগে,সেই আমার বাল্যকালে মানে প্রায় সেই গুহাযুগে- কলম্বাসকে নায়ক বানিয়ে এক কাহিনি লিখেছিলো। ইতিহাসাশ্রিত কাহিনি কিন্তু বাঙালী-আবেগে ভরপুর! সেখানে কলম্বাস মরে যাবার আগে কাঁদতে কাঁদতে এরকম কিছু বলছিলো, "আমি এত কষ্ট করে আবিষ্কার করলাম আর নাম হলো আমেরিগো ভেসপুচির নামে? হুঁ হুঁ হুঁ হুঁ কেন কেন কেন এর নাম কলম্বিয়া হবে না?"

    ভাগ্যিস হয় নি!!!!!
  • kity | ২২ জানুয়ারি ২০১০ ০৬:০০ | 131.95.30.233
  • আর "জানি কিন্তু বলবো না" বললে হতেন হেরম্ব মৈত্র, কড়া ব্রাহ্ম। খুব বাঁচা বেচে গেছেন। :-)

    বড় হাতের ও, আপনাকে অনেক থ্যাঙ্কু।
  • Binary | ২২ জানুয়ারি ২০১০ ০৫:১৫ | 66.94.87.210
  • মানে ইসে, আজ্জো কি বলতে চাইলে, যে, জ্যোতিবাবু, সেনমা-টেনমা নিয়ে অনেক কিছু জানতেন, কিন্তু জানিনা বল্লেন বলেই সাহেব ?
  • bb | ২২ জানুয়ারি ২০১০ ০৪:৪৯ | 122.172.151.77
  • ২১শে TOI Delhi Edition এ একটি remembrance পড়ে অভিভুত হলাম। জনতার জন্য হুবহু তুলে দিলাম।

    WAQT NE KIYA,
    KYA HASIN SITAM
    TUM RAHE NA TUM,
    HUM RAHE NA HUM
    Respectful homage to
    mychildhood love
    MESHI
    26.3.1950-21.01.2008

    Recently I learnt about your demise at Karnal on 21.01.2008.
    No words, no tears, can express my grief and no one will ever understand the hurt, pain and anguish, that we both have gone through silently in our lives, separately, ever since our destiny and parents played cruel on 21st January 1972. That you chose the same date 21st January, 2008 to leave this world can not be a mere coincidence. Your countless letters and love-gifts during 1964 to 1972 are still my most precious treasure and source of my infinite reverence for you.I respectfully pray Almighty to give you peace and tranquility and let you sleep under His wings till the time I wake you up there with a tender peck on your eyes.
    Till then Good Bye My Love- ForEver. PCK 9811592442 Gurgaon
  • Binary | ২২ জানুয়ারি ২০১০ ০৪:৪১ | 66.94.87.210
  • বড় হাতের এ, আমি এখন আছি ক্লিভল্যান্ডে। হোটেলে। আরো ৩ হপ্তা থাকবো।

    আর ইকিরে ? অসব্য আবার কি বলিলাম ?
  • A | ২২ জানুয়ারি ২০১০ ০৩:৫০ | 99.183.185.250
  • হঃ অক্ষদা।

    মিনেসোটা'র টুইন সিটি- এরিয়া তে- মিনিয়াপুলিশের পাশে। উইন্ডচিল টেম্প. -35* F/-40* F লেগেই থাকতো।

    ক্লিভল্যান্ডে এসেছি দেড় বছর হল।
  • a x | ২২ জানুয়ারি ২০১০ ০৩:৪২ | 143.111.109.1
  • তুমি একটা কোন শীতের জায়গায় থাকতেনা? মানে ক্লিভল্যান্ডের থেকেও বেশি শীত?
  • A | ২২ জানুয়ারি ২০১০ ০৩:৪২ | 99.183.185.250
  • অঃ
  • a x | ২২ জানুয়ারি ২০১০ ০৩:৪১ | 143.111.109.1
  • Toledo না, উহার কাছের ইউনি শহরে। সেটা ছাত্রাবস্থায়। তাপ্পর ক্লিভল্যান্ড। তাপ্পর হেথায়।
  • A | ২২ জানুয়ারি ২০১০ ০৩:৪০ | 99.183.185.250
  • ক্কে ক্কে ক্কে আছো ক্লিভল্যান্ডে? আমি আছি হেথায়।

    অক্ষদা/ a x,

    তুমি ক্লিভল্যান্ডে ছিলে?... আমি তো জানতাম Toledo তে...
  • a x | ২২ জানুয়ারি ২০১০ ০৩:৩৭ | 143.111.109.1
  • ক্লিভল্যান্ডকে কেমন অসুব্ব নামে ডাকল বাইনারি। আমি দেখলাম কিন্তু কিছু বললাম না।
  • aka | ২২ জানুয়ারি ২০১০ ০৩:৩০ | 168.26.215.13
  • উরেব্বাস কলম্বাস হচ্ছে তোমার পাশের শহর।

    না জানা বড় কথা নয়, কিন্তু না জেনেও জানি না বলতে পারলেই তুমি সাহেব।
  • Binary | ২২ জানুয়ারি ২০১০ ০৩:২৮ | 148.141.31.203
  • আর সেতো আমি অনেক কিছুই জানিনা। মানে কিছুই বলতে গেলে জানিনা। এর সঙ্গে সাহেব টাহেব বল্লে আমার ঘোরতর লজ্জা করবে।
  • Binary | ২২ জানুয়ারি ২০১০ ০৩:২৫ | 148.141.31.203
  • খাইসে, আবার সেই দাঁত মাজাটাজা-র গপ্প শুরু হয়েছে। এর সঙ্গে আবার কে যেন চুমু টুমু-ও জুড়ে দেবে।

    মাইমা ইক বল্ল কোন কথাটায় ?
  • Binary | ২২ জানুয়ারি ২০১০ ০৩:২১ | 148.141.31.203
  • ওঃ তাইলে 'উরেব্বাস কলম্বাস' টা কোনটে ?
  • aka | ২২ জানুয়ারি ২০১০ ০৩:১৮ | 168.26.215.13
  • আজ যদি আমার পাশে একজন বুদ্ধ থাকত তাইলে কি আর আমাকে এই কথা শুনতে হত! তাই রক্ত যতই নীল হউক, জানি না বলার সময় পাশে একজন বুদ্ধ রাখুন।
  • a x | ২২ জানুয়ারি ২০১০ ০৩:১৬ | 143.111.109.1
  • ল্যালারা যতই জানিনা বলাকে সাহেব বলুক, বিশ্ব শুদ্ধু লোক গাঁইয়া ঘটিই বলবে!

    ওটা whatever অপভ্রংশ।
  • aka | ২২ জানুয়ারি ২০১০ ০৩:১৩ | 168.26.215.13
  • শুনেছি সাহেব হতে গেলে জানি না বলতে শিখতে হয়। আমি টেভাহ জানিনা। গুগুল করতেও ইচ্ছে করে না আজকাল। বড্ড পরিশ্রম।
  • aka | ২২ জানুয়ারি ২০১০ ০৩:১০ | 168.26.215.13
  • বাইনারি দা পিথিমিতে হাজার হাজার কলম্বাস। আমরা গেরাম কলম্বাসে থাকি, জর্জিয়াতে।

    ডাক্তার তো বললে এসব নতুন টেকনলজি, অন্য কোথাও পাবে না। টুপি পরালে কিনা কদিন বাদে বোঝা যাবে। সব মিলিয়ে খরচ অমনি হয়েছে, ২৩৩ আউট অফ পকেট।
  • a x | ২২ জানুয়ারি ২০১০ ০৩:১০ | 143.111.109.1
  • মূঢ় বালক 'টেভাহ্‌ জানেনা, পিজ্জা শেখাচ্ছে। "টেভাহ শোনো নাই? 'tevah?

    ক্লিভল্যান্ডের কোথায় বাইনারি? এই সেদিন অবধি আমি ওখানেই ছিলাম তো।
  • N | ২২ জানুয়ারি ২০১০ ০২:৫৮ | 66.240.33.38
  • এই ভুতো কোথায় রে তোর "আমি পদ্য লিখব" টই? দেখছি নাতো।
  • Binary | ২২ জানুয়ারি ২০১০ ০২:৫৮ | 148.141.31.203
  • আজ্জোকে দেড় ঘন্টায় রুট ক্যানেল কল্ল কোন ডাগদার ? আমি তো জানি এদেশে-ও রুট ক্যানেল কত্তে ছদিন লাগে, দক্ষিণা মিনিমাম ১০০০ ডলার।
  • Binary | ২২ জানুয়ারি ২০১০ ০২:৫৫ | 148.141.31.203
  • অনেকদিন পরে এলুম। ব্রতীন-কে দেরী করা শুভো জম্মদিন।

    আজ্জো ভাই কেমন আছো ? আমি এখন তোমাদের পাশের পাড়ায়, ক্লিভল্যান্ডো-তে।

    মাইমার খপর কি ? স্নো-স্টর্ম-টর্ম বলে ভয় দেখাচ্ছেন কেন ?
  • aka | ২২ জানুয়ারি ২০১০ ০২:২৮ | 168.26.215.13
  • গালি নাকি?
  • a x | ২২ জানুয়ারি ২০১০ ০২:২১ | 143.111.109.1
  • 'টেভাহ্‌
  • aka | ২২ জানুয়ারি ২০১০ ০২:১৭ | 168.26.215.13
  • পিৎসা নয় পিৎজা, জ অ্যাজ ইন zআনতি।
  • a x | ২২ জানুয়ারি ২০১০ ০২:০৫ | 143.111.109.1
  • ইক্‌টা কাকে বলল? আমাকে নিশ্চয়ই না?

    পাইএর "হেঁশেল" কই? ছবি? আমিও ভাবছি বানাব একটা। অজস্র থার্মোকলের বাক্স এদিক ওদিক পড়ে, পিৎসার বাক্স, ফ্রোজেন খাদ্যের কার্টন। সম্বরের ক্যান। "আমার হেঁশেল"।
  • m | ২২ জানুয়ারি ২০১০ ০০:৫৩ | 173.28.115.113
  • বাবারে!!!!
    ইক্‌
  • aka | ২২ জানুয়ারি ২০১০ ০০:১২ | 168.26.215.13
  • দাঁতের বেদনা কি মধুর না? আমার হইতাছে, পেন কিলার আছে, তাও খাচ্ছি না। এর থেকেই বোঝা যায় আমি কি সাহসী।
  • a x | ২২ জানুয়ারি ২০১০ ০০:১১ | 143.111.109.1
  • আমি জীবনে দাঁতের ডাক্তারের কাছে যাইনি। আমার আক্কেল দাঁতও নেই। এবং আমি জীবনে একবারের বেশি ২৪ ঘন্টায় দাঁত মাজিনা।
    এক হল ম্যাক্সিমাম। মিন কত বলবনা।

    এর থেকে বোঝা গেল ম'র থিওরি ডাহা ফেল।
  • tkn | ২২ জানুয়ারি ২০১০ ০০:১০ | 122.163.77.232
  • আমিও চার বছর আগে, কলকাতায়। এখোনো... বলতে নেই .... ঃ-))
    সিটিং বোধহয় মুকুট পরানো নিয়ে চারটেই। মনে নেই
  • m | ২২ জানুয়ারি ২০১০ ০০:০৩ | 173.28.115.113
  • সত্যি বলছি নিজের আক্কেল দাঁত দেখে প্রচন্ড ভয় পেয়েছিলাম- দাঁতের দুইতৃতীয়াংশ জাস্ট দেখা যায় না-বাপরে!
  • Samik | ২২ জানুয়ারি ২০১০ ০০:০১ | 122.162.75.146
  • আমি আড়াই বছর আগে করিয়েছি। ঐ ছটা সীটিং। এখনো ইনট্যাক্ট। খোলার কোনো চান্সই নেই।
  • kc | ২১ জানুয়ারি ২০১০ ২৩:৫৭ | 89.203.49.18
  • আমি তিনবার রুট ক্যানাল করিয়েছি, একটা আট প্রায় আট বছর আগে বিশাখাপট্টনমে, চার দিন যেতে হয়েছিল, এখনও ঠিক আছে। আরএকটা বছর দেড়েক আগে মিয়ামিতে, তিনটে সিটিং দিতে হয়েছিল, ১০ মাসে খুলে গিয়েছে, ডিসেম্বরে কলকাতায় গিয়ে আবার করালাম।
  • Samik | ২১ জানুয়ারি ২০১০ ২৩:৫৬ | 122.162.75.146
  • কনস্পিরেসি। গভীর কনস্পিরেসি।
  • Samik | ২১ জানুয়ারি ২০১০ ২৩:৫৬ | 122.162.75.146
  • ইঁইঁইঁইঁইঁ ... আপনার গলা পজ্জন্ত দাঁত? উরিবাবা !!!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত