এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ২১ জানুয়ারি ২০১০ ২৩:৫০ | 173.28.115.113
  • এত চিনি খেয়ে খেয়েই দাঁতের ঐ হালঃ)
  • aka | ২১ জানুয়ারি ২০১০ ২৩:৪৬ | 168.26.215.13
  • আজ এক্স-রে দেখাল ৬ দিনের রুট দাঁতের গোড়াতেই শেষ কিন্তু ১ ঘন্টার রুট প্রায় গলা অবধি।
  • aka | ২১ জানুয়ারি ২০১০ ২৩:৪৫ | 168.26.215.13
  • না না ওটা অর্থনীতিবীদরা বলেন।
  • a x | ২১ জানুয়ারি ২০১০ ২৩:৪৪ | 143.111.109.1
  • ৬ দিন ধরে রুট ক্যানাল করেছিল! এই রুট কদ্দূর অবধি ছিল!
  • Samik | ২১ জানুয়ারি ২০১০ ২৩:৪৪ | 122.162.75.146
  • এই জন্যেই কবিরা ভারতকে বলেন তৃতীয় বিশ্ব।
  • aka | ২১ জানুয়ারি ২০১০ ২৩:৪৩ | 168.26.215.13
  • আজ রুট ক্যানাল করিয়ে এলুম। ভারতে সময় লেগেছিল ৬ দিন এখানে লাগল ১ ঘন্টা ৫ মিনিট। ভারতে লেগেছিল ৪০০০ টাকা এখানে লাগল ২৩৩ ডলার। ভারতেরটা এক বছরে খুলে গিয়েছে। এখানের টা দেখতে হবে।
  • a x | ২১ জানুয়ারি ২০১০ ২৩:৪২ | 143.111.109.1
  • আজ্জো বোধহয় চার্লি চ্যাপলিন দ্বারা অনুপ্রাণিত। কিম্বা নিজের রান্না খেয়ে ওটাই মনে পড়ে ;-)
  • a x | ২১ জানুয়ারি ২০১০ ২৩:৪০ | 143.111.109.1
  • আমিও ঝাড়ু মেরে স্ক্র্যাপ ডিলিট করি। ট্র্যাশ করতেই তো বলে, আলগোছে তুলে চন্দনকাঠের বাক্সে তুলে রাখার অপশনই তো নেই। আগে যখন এন্থু ছিল অন্যের স্ক্র্যাপবুকে গিয়ে নিজের পুরোনো স্ক্র্যাপ গুলোও ট্র্যাশ করে দিয়ে আসতাম। এখন এন্থু কমে গেছে বলে অতগুলো স্ক্র্যাপ জমে গেছ।
  • aka | ২১ জানুয়ারি ২০১০ ২৩:৩৯ | 168.26.215.13
  • একে বলে মেটাফর। কবিরা ইউজ করে থাকেন। মাঝে মধ্যে গজাল হিসেবেও ব্যবহৃত হয়।
  • sayan | ২১ জানুয়ারি ২০১০ ২৩:৩৮ | 59.164.106.211
  • আরেঃ আজ্জোদাটা কপিরাইট কেড়ে নিচ্ছে কেন!
  • m | ২১ জানুয়ারি ২০১০ ২৩:৩৪ | 173.28.115.113
  • সর্ষের টই তে আজ্জো জুতো নিয়ে অলোচনা করছে কেন! ঘটিরা রান্নাতে চিনি আর জুতো একসঙ্গে দেয়!!!
  • m | ২১ জানুয়ারি ২০১০ ২৩:২৮ | 173.28.115.113
  • অভ্যু,প্রচন্ড আইসস্টর্মে আমাদের গতকাল আর আজ যাবতীয় স্কুল কলেজ বন্ধ। বহু জায়গায় এখনো পাওয়ার নেই-নেট ও এই আছে এই নেই,ফোন কাজ করছে না। আজ সকালে কোনো মতে খড়মড়ে আইসের চাদর মাড়িয়ে মেল চেক কত্তে পারলাম,বইগুলো র জন্যে ধন্যবাদ। বর্মী বাক্সটাই ছেলের খুব পছন্দ হয়েছে- বইটার জন্যে আমার তরফ থেকে বিশেষ ধন্যবাদঃ)
    নিজের নামে প্যাকেট দেখে ছেলে খুব উত্তেজিত হলেও লাস্ট নেম ঠিক হয় নি বলে একটু বিমর্ষ হয়েছিলো,পরে অবশ্য বই বাক্স বন্দী করে তোমাকে থ্যাংকস জানিয়েছে।

    রাত্তিরে ঝামেলা মিটলে ফোন করবো, নয়তো উইকেন্ডে।

    এইটা ছিলো আমার মেলের বয়ান, জিমেল পাঠাতে পারলাম না, এখানেই কপি পেষ্ট মেরে দিলামঃ))
  • aka | ২১ জানুয়ারি ২০১০ ২৩:১৪ | 168.26.215.13
  • এক কোথায় বলেছি? একটু বেশি। এবারে খুশী?
  • m | ২১ জানুয়ারি ২০১০ ২৩:১৩ | 173.28.115.113
  • ঘটিদের চিনি প্রীতির মত বাঙালদের লংকাপ্রীতি, আজ্জো,যাখুশি বল্লেই হলো?
  • m | ২১ জানুয়ারি ২০১০ ২৩:১২ | 173.28.115.113
  • এম, ওটার নাম খারকোল বলেই জানি,থারকোল আবার কোনটা?
  • sayan | ২১ জানুয়ারি ২০১০ ২৩:০৩ | 59.164.106.211
  • "ঝাড়ু মেড়ে' অ্যাডায়িত বন্ধুদের স্ক্র্যাপ ডিলিট করা এবং করেছি তা বলা একটি আদ্যন্ত পঁচা ব্যাপার! যাগ্গে ঃ-)
  • M | ২১ জানুয়ারি ২০১০ ২৩:০০ | 59.93.254.36
  • অ্যা পাবার মতো ঘুনু পাওয়া, যেটা কিছুএই চেপে রাখা যাচ্ছে না, এদিকে সে মেয়ে উসখুশিয়ে দিয়ে হাওয়া, যত্তসব। :X
  • aka | ২১ জানুয়ারি ২০১০ ২২:৫২ | 168.26.215.13
  • ইয়ে ঘুনুটা কেমং ঘুনু?
  • M | ২১ জানুয়ারি ২০১০ ২২:৫০ | 59.93.254.36
  • তেকোনা একটি অত্যন্ত পচা মেয়ে।
    আমি কাটলুম।
    ঘ্যাঁ আ আ আ আ উ(এটা হাই তুললাম, উফ! সব বলে দিতে হয়)
  • M | ২১ জানুয়ারি ২০১০ ২২:৪৫ | 59.93.254.36
  • এইযো তেকোনা, সারারাত না ঘুম্মে কাট্টে দি সেটা চাচ্ছো নাকি?শিগ্গিরি বলো, ঘুনু কত্তে যাবো, জোর পেয়েছে। ইয়ে ঘুনু :P
  • tkn | ২১ জানুয়ারি ২০১০ ২২:৪০ | 122.163.77.232
  • বড়মকে কি যেন একটা বলব ভেবেছিলাম। তারপর নিজের এবং নিজের মস্তিষ্কপ্রসূত প্রতিটি অক্ষরের প্রতি প্রবল মমত্ববোধে ঝাড়ুটির থেকে দূরে থাকাই মনস্থ কল্লুম...
  • M | ২১ জানুয়ারি ২০১০ ২২:৩৪ | 59.93.254.36
  • আমার নশো কটা দেখায় যেন, এদিকে ঘরে একটাও নেই।ঝাড়ু মেড়ে তাড়িয়েছি।

    আর পিপি কি সেই , যে কোপেনেহেগেন লিখেছিলো সেই সর্বানী?
  • a | ২১ জানুয়ারি ২০১০ ২২:২৩ | 59.161.114.193
  • কেসি দা, আমাকেও

    guha.ayan জিমেলে
  • PB | ২১ জানুয়ারি ২০১০ ২১:১৪ | 219.65.16.169
  • kc, please যদি পারেন আমাকেও। ndlo98 হটমেল এ। আগাম ধন্যযোগ।
  • a x | ২১ জানুয়ারি ২০১০ ২১:১০ | 143.111.109.1
  • আমি যখন বাড়ির কম্পু থেকে লগইন করি, তখন দেখায় আমার ৩১৭টা স্ক্র্যাপ, যখন অপিস থেকে করি দেখায় ৩১৩টা মানে ৪টে স্ক্র্যাপের গ্যাপ সবসময়। কি অদ্ভূত!
  • a x | ২১ জানুয়ারি ২০১০ ২০:৫৯ | 143.111.109.1
  • আমারও চাই - জিমেলে - atreyid

    থেন্‌কু।
  • pipi | ২১ জানুয়ারি ২০১০ ২০:৩৭ | 92.225.75.22
  • kc এই যে এখানে - sarbani123 জিমেলে।
  • kd | ২১ জানুয়ারি ২০১০ ২০:৩৪ | 59.93.207.249
  • হুতোর কবিতা কী হুবিতা না হুতোবিতা? নোবেল পাওয়া বইএর নাম কি হুতোবিতান?
  • kc | ২১ জানুয়ারি ২০১০ ২০:২১ | 89.203.49.18
  • পিপি, pdf এ আছে। ২এমবি। ইমেল আই ডি কি আপনার?
  • pipi | ২১ জানুয়ারি ২০১০ ২০:১২ | 92.225.75.22
  • kc, বইটা কি আপনার কাছে সফট ফর্ম্যাটে আছে? তাহলে আমার চাই, এই হাত তুললাম।
  • Bhuto | ২১ জানুয়ারি ২০১০ ১৮:৪৫ | 203.91.201.56
  • রিজুদা,
    আমার এসেমেস পাইসিলি? কি করলি?
  • Rajdeep | ২১ জানুয়ারি ২০১০ ১৮:৩৬ | 61.14.13.7
  • ঋজু কি দিলো !! ব্র্যাভো কেয়াবাত কেয়াবাত !
  • de | ২১ জানুয়ারি ২০১০ ১৮:১২ | 59.163.30.2
  • ভাইগ্গে কপিরাইট উঠেছে ঃ)
  • Ri | ২১ জানুয়ারি ২০১০ ১৮:০৪ | 121.241.127.26
  • দীপাংশু সায়নের কথা ধার করে আঁখোদেখা আনোখা অ্যাড ক্যাম্পেনিং টা (একটি গাড়ীর মডেল) বর্ণনা করেই ফেলি -

    চিয়ার লিডার চিয়ার লিডার তোমার তো বাড়ি মাঠে
    চিয়ার লিডার তুমি কেন sec- পাঁচ তল্লাটে ?
    লাঞ্চ টাইমে আমরা তখন গিলতে যাবো পোলাও
    শেভরেলো BEAT বেচতে গিয়ে ওসব কেন দোলাও?
    কোম্পানি চায় বিক্রি বাড়ুক ,আসুক ক্রেতা গ্রিপে
    কিন্তু ক্রেতার নয়নতারা ফাইন লেগের ডিপে
    নীল বিকিনির পাশে যে ম্লান বিজ্ঞাপনের পালিশ
    ও রজনীগন্ধা রে তোর গন্ধসুধা ঢালিস।
  • de | ২১ জানুয়ারি ২০১০ ১৭:২০ | 59.163.30.2
  • অর্পণ হাঁস হলো নাকি? হাঁসি দেখে উল্লসিত ঃ)

    ভুতো, হ্যাঁ সেই তোর কোবতে আলা টই, (কিসব সুসু-টুসু ছিলো ঃ), সেটাই ?) সেটা গ্যালো কই?
  • de | ২১ জানুয়ারি ২০১০ ১৭:১৫ | 59.163.30.2
  • হুতোর কতা পড়ে এতো অভিভুতো ঃ) নামের জায়গায় হুতো লিখে ফেলছিলুম আট্টু হলে! তাবেশ তাবেশ! তোমার নোবেল হোক, কোবতের বই হোক ডবল ডিমাই --ওপরে সোনার জলে চক্‌চক করুক নাম -- কিন্তু তাতে সোসিত জীবনের দুক্কু লিখতে ভুলো না যেন -- কাব্যের অনুপ্রেরণা যারে কয়!

    রাজদীপ,
    তিন বোকার রিভিউ লিখবে আরেট্টা বোকা? কি যে কয়েন ঃ), ধন্যবাদ আপনারে তিন বোকা প্রেস্ক্রাইব করার জন্য ঃ) নাইলে দেখা হতো না।
  • Arpan | ২১ জানুয়ারি ২০১০ ১৭:০৫ | 204.138.240.254
  • পেয়েছি। দেখা পেয়েছি। যে কি না হাঁসি লেখে!
  • Rajdeep | ২১ জানুয়ারি ২০১০ ১৬:৫০ | 61.14.13.7
  • দে , এবার একটা ""তিন বোকা"" র রিভিউ লিখে ফেলুন ঃ)
  • Bhuto | ২১ জানুয়ারি ২০১০ ১৬:৪২ | 203.91.201.56
  • ইকি , আছে তো কবিতার টই, অবশ্য সেটা আমার খোলা 'আমি পদ্য লিখবো'
  • rabaahuta | ২১ জানুয়ারি ২০১০ ১৬:৩৫ | 203.99.212.54
  • দে, এখনি কি? কদিন যাক, নোবেলটা পাই, তারপর তো। নইলে গবেষণা হবে কি করে? তখন একজায়গায় সব ছাপা হবে, হুতোর স্বনামে ও বেনামে প্রকাশিত ও অপ্রকাশিত কবিতা, হতেও পারে হুতোর কবিতা, হুতোর নামে প্রচলিত কিন্তু সন্দেহ হয় হুতোর ভায়রাভাইয়ের পিসশাশুড়ির লেখা কবিতা, কাব্যনাট্য, নাট্যকাব্য, সব, একসাথে, ডবল ডিমাই, তিন ভল্যুম, মরক্কো চামড়ায় বাঁধাই।
    কিন্তু আগে নোবেলটা তো হোক।
    M, এটা হচ্ছে আমার আধুনিকতা। কবিগুরুর নিশ্চিত পক্ষ্মচ্ছায় থেকে সুধীন দত্তের রহস্যময় অলাতচক্রের দিকে আমার যাত্রা। খুব কঠিন।
  • M | ২১ জানুয়ারি ২০১০ ১৬:২৮ | 59.93.243.253
  • এই বয়সে আর শোলে হজম নেহি হোগা।
    এনিওয়ে থ্যাঙ্কু।

    কিন্তু হুতো ঐ কিসব কঠিন কঠিন কথা বলে গেলো!!!!
  • baps | ২১ জানুয়ারি ২০১০ ১৬:২৭ | 203.199.41.181
  • সিকি ঐ হাঁসির সিরিয়াল 'স্‌স্‌স্‌স্‌স কো ই হ্যায়' টাইপের সিরিয়াল গুলো দ্যাখেন না, দেখলেই সন্নাটার ফাণ্ডা কিলিয়ার হয়ে যাবে। ইসেবগুল খেয়ে কিলিয়ার হওয়ার মত ঃ))
  • Samik | ২১ জানুয়ারি ২০১০ ১৬:২৩ | 219.64.11.35
  • নিস্তব্ধতা। হিরণ্ময় নৈঃশব্দ্য।

    শোলে দেখে নাও।
  • M | ২১ জানুয়ারি ২০১০ ১৬:১৮ | 59.93.243.253
  • জনগন, আমারে আবাজ না দিয়ে সন্নাটা মানে বলে দেবেন?
  • de | ২১ জানুয়ারি ২০১০ ১৬:০৫ | 59.163.30.2
  • কেয়াবাত! আচ্ছা, শুধু হুতোর কোবতে বলে এট্টা টই কেন নাই? এগুলো হারিয়ে যেতো না তবে! ঃ))

    ভুতো,
    এখনো শেয়ার কিনিস? ভয়-ডর নাই পোলার!
  • Bhuto | ২১ জানুয়ারি ২০১০ ১৫:৫৪ | 203.91.201.56
  • আমারো একবার জিরো ভিসিবিলিটি হয়েছিল, যখন শেয়ার মার্কেটে ধস নেমেছিল। এখন মোটামুটি ঠিকই দেখি।
  • Samik | ২১ জানুয়ারি ২০১০ ১৫:৫৪ | 219.64.11.35
  • নাজুক, নাজুক !!
  • rabaahuta | ২১ জানুয়ারি ২০১০ ১৫:৪৭ | 203.99.212.54
  • ভাটিয়াল৯ময় প্রখর নীরব সন্নাটা টানে মৌর্বী
    নক্তঞ্চর ভাটুরে ঝিমায়, বপুব্যাপী জমে চর্বি
    ঘাঁতঘোঁত ঘৃত ঘরোয়া ঘটম ঘেঙানি ঘুন্সি ঘৃষ্ট
    নবকলেবরে কলহমুখর বঁধুয়া বলেছে তিষ্ঠ
    বঁধুয়া চলেছে আনবাড়ি আর শকট চলেছে ক্ষিপ্র
    কঙ্গুরা শিরে ঝঞ্ঝাক্ষুব্ধ অকরোটি বলে চুপ'র
  • M | ২১ জানুয়ারি ২০১০ ১৪:২৯ | 59.93.162.215
  • পাই, দেখলাম।
    ক্ষী খান্ড!
  • kc | ২১ জানুয়ারি ২০১০ ১৪:০৮ | 213.132.250.2
  • একটা খুব সুন্দর বই পড়লাম, পামুকের ''দ্য মিউজিয়াম অফ ইনোসেন্স''। ঘোর লেগে গেছে। কারুর লাগলে হাত তুলবেন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত