এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১৯ জানুয়ারি ২০১০ ১৩:৫২ | 216.52.215.232
  • স্কুল না হে। পাড়ার আড্ডায়।
  • Arpan | ১৯ জানুয়ারি ২০১০ ১৩:৫১ | 216.52.215.232
  • আরে কমরেডদের কি দুটো ডালভাত মুখে দিতেও নেই নাকি? ঃ-)

    আমি তখন দশম শ্রেণী। আমার তখন (কচি) দাড়ি।
  • kc | ১৯ জানুয়ারি ২০১০ ১৩:৪৫ | 213.132.250.2
  • অপ্পন যদি 'বলবনা যান' বলে তাহলে লিঙ্ক দেওয়া যাবে যে সে ৯২ মাঃ
  • Arijit | ১৯ জানুয়ারি ২০১০ ১৩:৪৩ | 61.95.144.122
  • অক্ষ - মোদী মারা গেলে কেউ যদি বলে কোথাও অবিচুয়ারি লিখতে, তখন গুজরাট দাঙ্গার প্রসঙ্গও লিখবো। কিন্তু খুশী হব এটা বলতে পারছি না। দুঃখিত হওয়ারও কিছু নেই। আবার পিজা খেয়ে সেলিব্রেট করারও কিছু নেই।

    অপ্পন যেটা লিখলো একই কথা টইতে লিখলেও কিছু মনে হত না। প্রকাশভঙ্গিটা বড় ব্যাপার।
  • a x | ১৯ জানুয়ারি ২০১০ ১৩:৩৩ | 75.53.204.181
  • এখন অপ্পন ছোট্ট একটা মুখ ঝটকা দিয়ে বলতেই পারে "বলবনা" কিম্বা কিম্বা "বলবনা, যান!"
  • kc | ১৯ জানুয়ারি ২০১০ ১৩:৩৩ | 213.132.250.2
  • কমরেড অপ্পন কন কিসু?
  • Samik | ১৯ জানুয়ারি ২০১০ ১৩:৩২ | 219.64.11.35
  • কমঃ অপ্পন বোধ হয় আমার থেকে কিঞ্চিৎ সিনিয়র।
  • kc | ১৯ জানুয়ারি ২০১০ ১৩:২৯ | 213.132.250.2
  • হিসেব মতন কমরেড অপ্পনও নাইনেই পড়তেন ঃ)
  • Samik | ১৯ জানুয়ারি ২০১০ ১৩:২৬ | 219.64.11.35
  • রাজীব গান্ধি মারা যাবার সময়ে আমি ক্লাস নাইনে পড়তাম, অতএব কমরেড অর্পণ কিছু না হোক সেই সময়ে ইলেভেনে পড়তেন কি তারও ওপরের কোনো ক্লাসে, ইলেভেনের নিচে তো কখনোই নয়।

    তা কলেজে তো ক্লাস ইলেভেন থাকেই, আর সেখানে এসেফাই, ছা-প সবই থাকে। কে কী ধরল?
  • de | ১৯ জানুয়ারি ২০১০ ১৩:২৫ | 59.163.30.2
  • অর্পণ,
    এখানে একটা ডিঃ, আপনাকে আমি বামবিরোধী বলে গালি কক্‌খনো দি নি ঃ((
    লেখাটা আপনার লেখার সূত্র টেনে ছিলো, এটুকুই শুধু ,

    আর আপনার ডিঃ মানলাম না ঃ), শেষ লাইনটা তো আবার আবাপ, কে যেন লিখলেন কালকে, অভিরূপ সরকার কি?

    যাকগে, আমি কি লিখছি বোধহয় বোঝাতে পারছি না, আমারই ভাষার অক্ষমতা, সুতরাং আমি ক্ষ্যামা দিলাম ঃ)
  • kc | ১৯ জানুয়ারি ২০১০ ১৩:১৩ | 213.132.250.2
  • ধরেছি, ধরেছি, ধরেছি, ------ হিসেব মতন, রাজীব গান্ধী মারা যাবার সময় কমরেড অপ্পন স্কুলে পড়তেন, সেটা কোন স্কুল যেখানে ছাত্র ইউনিয়ন চলে? ;-) ঃ))
  • Arpan | ১৯ জানুয়ারি ২০১০ ১৩:০৯ | 216.52.215.232
  • যখন র‌্যালাবাজি = খিস্তি (খিল্লি নয়) হয়ে যায় আর সেইটার সাথে ঈশ্বরপূজার তফাৎ রইল কী! ঃ-)
  • Arpan | ১৯ জানুয়ারি ২০১০ ১৩:০৭ | 216.52.215.232
  • de, আবাপ-ক্রেজ হতে পারে। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না ৯১-এ রাজীব গান্ধী মারা যাবার পরে ঠিক এ কথাটাই আমি আমার এক ছা.. করা বন্ধুকে বলেছিল। আর সে তখন আমাকে একইভাবে বামপন্থী বলে গালি দেয়। ঃ-)

    সে যাক, টইতে তো সত্যি ভালো ভালো কথা ছাড়া কিছুই লেখা যাবে না। তাই এখানেই লিখলাম। জ্যোতিবাবুর অবদানকে স্মরণে রেখেও একটা কথাই হয়ত ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে। সেইটা হল উনি যত বড় পার্টি অনুগত কমরেড ছিলেন, তত বড় প্রশাসক ছিলেন না। স্থবিরতা সংখ্যাগুরু বাঙালির পছন্দ কাজেই বাঙালির পরমপ্রিয় হবেন "দূরদর্শী নেতা' কমরেড জ্যোতি বসু এতে আর আশ্চর্যের কী!

    ডিঃ ব্যক্তিগত মতামত
  • Bratin | ১৯ জানুয়ারি ২০১০ ১৩:০৭ | 125.18.17.16
  • কারোর কী অন্য কিছু আলোচনার নেই??
  • kc | ১৯ জানুয়ারি ২০১০ ১৩:০৫ | 213.132.250.2
  • মহাফিচেল মামু বলেছেন,"আমি বলবনা, আমি জানিনা, এসব বলতে গেলে ধ্বক লাগে।' তাছাড়া এখানে তর্ক করতে গেলে সঙ্গত কারণেই লিঙ্ক লাগে, তাই...
  • de | ১৯ জানুয়ারি ২০১০ ১৩:০৪ | 59.163.30.2
  • কেসি,
    ঐ চায়ের দোকান বা পারিপর্শ্বিক থেকেই তো মমতার নামটা শোনা এই contextএ, অন্য কোন সত্যি থাকলে লিখুন না !
  • a x | ১৯ জানুয়ারি ২০১০ ১৩:০১ | 75.53.204.181
  • কেসি ক্যামন কাল থেকে একটা নববধূ মার্কা "সে আমি বলবনা" গোছের করে যাচ্ছেন!
  • de | ১৯ জানুয়ারি ২০১০ ১২:৫৯ | 59.163.30.2
  • এইরে, অক্ষ-রটা নয় ঃ)
  • kc | ১৯ জানুয়ারি ২০১০ ১২:৫৮ | 213.132.250.2
  • কেসটা কী তা আমি বলবনা, তাতে আমিও নকু বা পকাবু বলে লেবেলড হয়ে যাব, কিন্তু সত্যি যদি জানার ইচ্ছে থাকে তাহলে পাড়ার এলসিতে পুরোনো বুড়ো লোকগুলান যারা চায়ের দোকানে বসে, আর ছোট কাঁচের গ্লাসে চা খায়, তাদেরকে জিগান। এসেফআইএর পোলাগুলানকে জিগাবেন না।
  • Blank | ১৯ জানুয়ারি ২০১০ ১২:৫৭ | 170.153.65.102
  • শমীক যখন বামপন্থী, তখনই বুয়েচি যে বাম বিরোধী আর সিপিয়েম বিরোধী আলাদা ;-)
  • de | ১৯ জানুয়ারি ২০১০ ১২:৫৭ | 59.163.30.2
  • হ্যাঁ অরিজিত, আমিও এই কথাটাই বলছি ঃ)
  • a x | ১৯ জানুয়ারি ২০১০ ১২:৫৪ | 75.53.204.181
  • মোদী মরলে তুমি কি চুপ করে থাকবে? কি মনে হয়?
  • Arijit | ১৯ জানুয়ারি ২০১০ ১২:৫৩ | 61.95.144.122
  • সেদিনও তো কোনো কাগজে এই নিয়ে লেখাতেই মরিচঝাঁপির উল্লেখে এসেছে। কিছুই মনে হয়নি। ইশানও লিখেছে - কিছুই মনে হয়নি। পাট্টিকুলার কিছু লেখা পড়লে ডিসেন্সীর অভাব মনে হয় কেন? এই যেমন ধরো কেউ লেখে "বাংলার সব্বোনাশ করে যে বিদেয় হল তাকে একটা ছোট্ট লাল সেলাম' সেটা পড়লে ডিসেন্সীর অভাব এবং বিদ্রুপটাই চোখে পড়ে - সমালোচনা নয়। এরকম ক্ষেত্রে আমি হয়তো চুপ থাকতাম। পিজা খেতেও যেতাম না, এই ধরণের কমেন্টও করতাম না। আমার কাছে এটাই ডিসেন্সী।
  • a x | ১৯ জানুয়ারি ২০১০ ১২:৫১ | 75.53.204.181
  • অর্পণ, হ্যাঁ খুলল তো। না হলে ইপিডাবলু হোম পেজে কন্টেন্টে গিয়ে সুমন্ত ব্যানার্জির লেখাটা।
  • a | ১৯ জানুয়ারি ২০১০ ১২:৫০ | 59.161.123.207
  • বে থে, হামি হাছি দিল্লীতে। নেমনতন্ন করবে?
  • a x | ১৯ জানুয়ারি ২০১০ ১২:৫০ | 75.53.204.181
  • চিতলের রেসিপি আছে টইতে। শুধু তিনটে অ্যাডেনডাম- আলু মাছের ১/৬ মত পরিমাণ। আর গোল্লা পাকানোর সময় হাতে একটু জল লাগাতে হবে, নইলে আটকে আটকে যাবে। আর রসুন না দিলেই ভালো হয় দেখলাম।
  • Arpan | ১৯ জানুয়ারি ২০১০ ১২:৪৯ | 216.52.215.232
  • অক্ষদা, লিংকটা খুলছে?
  • a x | ১৯ জানুয়ারি ২০১০ ১২:৪৭ | 75.53.204.181
  • কেসি, ঘটনাটা কি? আমিও চিরকাল এই গল্পটাই শুনেছি।
  • a x | ১৯ জানুয়ারি ২০১০ ১২:৪৪ | 75.53.204.181
  • ইফ, ওয়াট, বাট, তো, কিন্তু নেই। সিপিএম বিরোধিতাকে বামপন্থার বিরোধিতা এই কথাটা তো বহুদিন ধরেই খাওয়ানোর চেষ্টা চলছে। কি অ্যানালিসিস? এখন মরিচঝাঁপি উচ্চারণ করলেই যদি মনে এই দেখ কাদা ছুঁড়ছে, তাইলে তো কিছু বলাই উচিৎ না!
  • kc | ১৯ জানুয়ারি ২০১০ ১২:৪৪ | 213.132.250.2
  • অক্ষ EPW র লেখাটা পড়া শুরু করলাম, কিন্তু মমতা ব্যানার্জী র কথাটার পরে আর এগোলাম না। ঘটনাটা অসত্য, অবাক লাগল এই ভেবে যে EPW তেও এখন এরকম লেখা বেরুচ্ছে দেখে।
    চিতলের রেসিপিটা টইতে লিখুন।
  • de | ১৯ জানুয়ারি ২০১০ ১২:৪১ | 59.163.30.2
  • ঠিক আছে তো, সিপিএম বিরোধী হোন না, in fact এই উত্তরটাই যে আসবে লেখার পরেই বুঝেছিলাম ঃ) -- কিন্তু তাতে অ্যানালিসিসে আটকাবে কেন?

    সে তো আজকাল উগ্র বামপন্থীরাও সিপিএম বিরোধী ঃ) (ঐটা আগের পোস্ট-এ mention করতে ভুলেছি!)
  • Arijit | ১৯ জানুয়ারি ২০১০ ১২:৩৭ | 61.95.144.122
  • অন্য কি একটা নাম (ক দিয়ে) বলেছিলো কেউ কেউ। তবে বাড়িতে বা অন্য সকলের কাছে আমি একটা নামই শুনেছি।
  • a x | ১৯ জানুয়ারি ২০১০ ১২:৩৬ | 75.53.204.181
  • আচ্ছা, ঈশান বা কল্লোলদা বা অন্য কেউ বোধহয় বলেছিল এখানেই একবার, এই জয়প্রকাশের গাড়ির ওপর মমতার গল্পটা ঠিক না, ওটা অন্য কেউ ... কেসটা আসলে কি কেউ বলতে পারবে/ন?
  • a x | ১৯ জানুয়ারি ২০১০ ১২:৩৩ | 75.53.204.181
  • সিপিএমবিরোধী কে যতই বামবিরোধী বলে চালাবার চেষ্টা করুন, চলছে না। ঃ-)
  • de | ১৯ জানুয়ারি ২০১০ ১২:২৬ | 59.163.30.2
  • এটা টইতেও লিখেছি, এখানেও লিখলাম,

    বাঙালীদের আরো কিছু নেশা --
    ১) ক্রেজ অফ দ্য টাইম কে অন্ধভাবে অনুকরণ, খুব একটা চিন্তাভাবনার দ্বারস্থ না হয়ে ঃ) কদ্দিন আগেও ক্রেজ ছিলো বামপন্থা, এখন বামবিরোধী-টাই ক্রেজ -- ওটাই বাজারে চলছে এখন, তাই বেশীর ভাগ সোশ্যাল নেটওয়ার্কে মোটামুটি একই ধরণের কথা শুনতে পাওয়া যায়, চটক বা ঠাট বদলালেও -- কথাগুলো একই থাকে!

    ২) ব্যক্তিপূজার এই কথাটাও ক্রেজ -- আরো ভালো করে বল্লে আবাপ-ক্রেজ ঃ)

    একটা সোজা কথা আমার কাছে এইটাই -- নিজের ক্ষমতায় একটা মানুষ যে জায়গায় পৌঁছেছিলেন, সেই background analysis করার মধ্যে শেখার চেষ্টাই আছে শুধু -- আলোচনা হোক না তাঁর নানা ভুল-ভ্রান্তি, চাওয়া-পাওয়া নিয়ে -- শুধু শুধু কাদা ছিটিয়ে কি লাভ। এতোগুলো বছর যিনি ক্ষমতায় ছিলেন, না চাইলেও ক্লেদ তো সিংহাসনে জমবেই -- ফল্ট তো আছেই, কিন্তু ভালো-দিকটাও তো দেখতেই চাই!
  • Arijit | ১৯ জানুয়ারি ২০১০ ১২:২১ | 61.95.144.122
  • এটা পড়েছি। কিন্তু আমি কেন জানি না ইপিডাব্লুর লিংক দিতে পারছি না। সিধে পিডিএফ খুলে যায় অথচ ইউআরএলে শুধু ইপিডাব্লুর হোমপেজের পার্টটা থাকে!
  • Arijit | ১৯ জানুয়ারি ২০১০ ১২:১৩ | 61.95.144.122
  • রাগ নেই। আশ্চর্য হই। কিছুদিন পর তাও হব না। বলছিলাম যে সমালোচনা আর ডিসেন্সী মিউচুয়ালি এক্সক্লুসিভ নয় সেটা অনেকে ভুলে যায়।
  • a x | ১৯ জানুয়ারি ২০১০ ১২:১০ | 75.53.204.181
  • আদ্ধেক পেটে রেখে গজ্‌গজ্‌ করলে তো বোঝার কথাও না। বলতে হলে ঝেড়ে বল, রাগ পুষে রেখে লাভ কি?
  • Arijit | ১৯ জানুয়ারি ২০১০ ১২:০৬ | 61.95.144.122
  • মানেটা তাই দাঁড়ালো বুঝি? কে জানে।
  • a x | ১৯ জানুয়ারি ২০১০ ১২:০৩ | 75.53.204.181
  • সমালোচনা করা হলেই ইন্ডিসেন্ট? নাকি মারা যাবার পর সমালোচনা ইন্ডিসেন্ট, জীবিতকালে নো প্রবলেম? মমতাকে তো এর চেয়ে ঢের বেশি ইন্ডিসেন্ট গালাগালি করা হয়। এই এখানেই।
  • a x | ১৯ জানুয়ারি ২০১০ ১২:০০ | 75.53.204.181
  • কেসি, চিতল পেস্ট সাকসেসফুল। হাতে গরম অভিজ্ঞতা। ট্রাই করতে পারেন।
  • Arijit | ১৯ জানুয়ারি ২০১০ ১১:৪৩ | 61.95.144.122
  • টইয়ে লিখলে ক®¾ট্রাল করতে পারবো না...

    নীল অভিজাত রক্ত বলেই কিনা কে জানে - আবাপ-তে সিদ্ধার্থ শংকর রায়ের লেখাটাতে প্রচুর সমালোচনা থাকলেও, ডিসেন্সী বজায় থেকেছে। টইয়ে কিছু পোস্টে যেটা নেই। সেইজন্যেই বাঙালী...আর তাদের হবু মুখ্যমন্ত্রী এমন একজন যে এখানেও সুযোগ ছাড়েনি...
  • Arijit | ১৯ জানুয়ারি ২০১০ ১০:৫৬ | 61.95.144.122
  • টই পড়ছি আর ভাবছি - এই না হলে বাঙালী! জ্জিও বাঙালী। মানুষ হলে না, হবেও না।
  • de | ১৯ জানুয়ারি ২০১০ ১০:৫৩ | 59.163.30.2
  • দিপু,
    দারুণ, বিশেষতঃ frost-covered dune টা!
  • Arijit | ১৯ জানুয়ারি ২০১০ ১০:৩১ | 61.95.144.122
  • ভালো। তার মানে সোয়েটার দরকারই নেই। একটু জায়গা বাড়লোঃ-)
  • de | ১৯ জানুয়ারি ২০১০ ১০:২৫ | 59.163.30.2
  • dd দার "ব্যাদের বিবরণী" আমিও লিখে নিলাম, কলকাতায় গেলে খোঁজ করবো, অনেকদিনের কেনার ইচ্ছা।

    আর রিয়াল ভাটের ছবিগুলো অসাধারণ! কিন্তু ব্রতীনের ছবি দেখলাম না?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত