লামা দশ টাকা দিয়ে একটা কা.গু. কিনে নিন আমার থেকে ঃ)
Blank | ১২ জানুয়ারি ২০১০ ১৫:৪৯ | 170.153.65.102
দুটো খাবার দোকান ও আছে ঃ)
Lama | ১২ জানুয়ারি ২০১০ ১৫:৪৬ | 203.99.212.53
হেহেহে এক ই দোকান, দশ এগারোয় আর কোন দোকান নেই।
Blank | ১২ জানুয়ারি ২০১০ ১৫:৪১ | 170.153.65.102
আমি তো এগারো তলা। লামা তো দেখচি আমার দোকানের
Arijit | ১২ জানুয়ারি ২০১০ ১৫:২৮ | 61.95.144.122
হাইকোট নাকি বলেছে বাস রাস্তায় অটো চালানো যাবে না। সেটা নিয়েও ঝামেলা আছে।
Lama | ১২ জানুয়ারি ২০১০ ১৫:২৮ | 203.99.212.53
বছর তিনেক আগে কারা যেন ভিক্টোরিয়া-র আশেপাশে দূষণের প্রতিবাদে গাছের ডাল টাল জ্বালিয়ে ধোঁয়া করেছিল না? তাজমহলের কথায় হঠাৎ মনে পড়ল ।
Arijit | ১২ জানুয়ারি ২০১০ ১৫:২৫ | 61.95.144.122
কলকাতাতেও সাতটা পাম্প আছে মাত্র। দক্ষিণে মনে হয় একমাত্র সাউথ সিটির পাশেরটা। প্রতি শনিবার যাদবপুর থানা থেকে ওই অবধি প্রায় দেড় কিলোমিটার লম্বা লাইন পড়ে।
Samik | ১২ জানুয়ারি ২০১০ ১৫:২৩ | 219.64.11.35
এমংকি এই এলপিজি অটোও কাটা তেলে চলে। সে-ও ট্রায়েড অ্যান্ড টেস্টেড।
কদিন আগে তাজমহল দেখতে গেছিলাম। তা সেখানে আরেকটা দর্শনীয় জিনিস দেখলাম। একটা বিশাল ফাঁকা মাঠ। তাতে জিগজ্যাগ ওয়েতে লাইন দিয়ে আছে অন্তত শ'চারেক ঐ হলুদ সবুজ অটো।
তাজমহলকে বাঁচানোর জন্য ইলাহাবাদ হাইকোর্টের আদেশে আগ্রার সমস্ত অটো এলপিজিতে চালানো বাধ্যতামূলক হয়ে গেছে। এদিকে পুরো আগ্রা শহরে ঐ মাঠের কোণে একটা মাত্র পেট্রল পাম্পেই এলপিজি পাওয়া যায়। তাই অমন লাইন পড়ে। অ্যাপ্রক্স পার অটো পার রিফিল চার ঘন্টা লাগে।
quark | ১২ জানুয়ারি ২০১০ ১৫:২১ | 202.141.148.99
একেবারে মিথ্যে নাও হ'তে পারে। গত লোকসভা ইলেকশনের পরে বেশির ভাগ অটোতেই (গায়ের রঙের সাথে মিলিয়ে) তিনরঙা পতাকা দেখা যাচ্ছে কিনা!
Arijit | ১২ জানুয়ারি ২০১০ ১৫:২০ | 61.95.144.122
আমিও তো তাই শুনলুম - তিনোমুলের অবরোধ। কবে যেন একটা করবে বলে জানিয়েছিলো না?
ধুস! এসব ইউজার কেস সিনারিও তো কব্বে টেস্টেড অ্যান্ড কনফার্মড!
Arpan | ১২ জানুয়ারি ২০১০ ১৫:০৪ | 204.138.240.254
ধরা যাক, আমার একটা টু স্ট্রোক অটো আছে। এইবার সেইটার কালো রঙ তুলে সবুজ রঙ লেপে দিয়ে রাস্তায় যদি নামিয়ে দেই? কেউ কিচ্ছু বলবে না?
Blank | ১২ জানুয়ারি ২০১০ ১৫:০৪ | 170.153.65.102
আমি মিনিট পাঁচেক আগে নীচের থেকে ওপরে এলাম। তখন আবার স্লোগান দেওয়া শুরু হয়েছিলো। লামা কি টেকনোপোলিসে?
Arpan | ১২ জানুয়ারি ২০১০ ১৫:০০ | 204.138.240.254
আচ্ছা, একটা কূট প্রশ্ন মাথায় এসেছে। জিগাই?
quark | ১২ জানুয়ারি ২০১০ ১৫:০০ | 202.141.148.99
ছ্যাঃ! একটা "পাল" এক্সট্রা
Lama | ১২ জানুয়ারি ২০১০ ১৪:৫৯ | 203.99.212.53
এখন আর টেকনোপলিসের সামনে হচ্ছে না।
quark | ১২ জানুয়ারি ২০১০ ১৪:৫৮ | 202.141.148.99
হুঁ! শহরবাসীর নির্মল বায়ু সেবনের ব্যবস্থা কত্তে সব অটো হলুদ-সবুজ। ইদিকে অটো তো আর পাল "অমলধবল পালে" হাওয়া লাগিয়ে চলেনা, তার লাগে অন্ততঃ পক্ষে এলপিজি। যা কিনা নেই, বা থাগলেও খুব অল্প। তাই অবরোধ
Bhuto | ১২ জানুয়ারি ২০১০ ১৪:৫৮ | 203.91.201.55
কি কেস?
Arpan | ১২ জানুয়ারি ২০১০ ১৪:৫৭ | 204.138.240.254
কীসের জন্য?
Blank | ১২ জানুয়ারি ২০১০ ১৪:৫৬ | 170.153.65.102
টেকনোপোলিসের সামনেই হচ্ছে। অবরোধ, বিক্ষোভ। দেখে এলাম নীচে গিয়ে
তবে পার্থ চাটুজ্জে দেখলাম সাংঘাতিক ফুলেছে। সেটা ঠান্ডার জন্য না এমনিই বোঝা গেল না। ওর ইমিডিয়েট ট্রেডমিল শুরু করা উচিৎ। আগে তো ফিগার তারপর দল।
kc | ১২ জানুয়ারি ২০১০ ১১:২৮ | 213.132.250.2
''শুনেছি রাক্ষসপতি, মেঘের গর্জনে সিংহনাদে, জলধির কল্লোলে, দেখেছি দ্রুত ঈরম্মদে, দেব, ছুটিতে পবন- পথে, কিন্তু কভু নাহি শুনি ত্রিভুবনে এ হেন ঘোর ঘর্ঘর কোদণ্ড টঙ্কারে। ... বিদ্যুৎঝলাসম চকমকি উঋহিলা কলম্বকুল অম্বর প্রদেশে... .... কেমনে হে রক্ষঃকুলনিধি কহিব সে কথা আমি, শুনিবে বা তুমি? অগ্নিময় চক্ষুঃ যথা হর্ষ্যক্ষ, সরোষে কড়মড়ি ভীমদন্ত, পড়ে লম্ফ দিয়া বৃষস্কন্ধে, .................''
কালকের কসু ও পার্থবাবুর সাক্ষাৎকার প্রসঙ্গে অনেকদিন আগে মাইকেল লিখে গেছেন, ঃ)))))
Arpan | ১২ জানুয়ারি ২০১০ ১১:১৩ | 216.52.215.232
ঃ-)))))
Rajdeep | ১২ জানুয়ারি ২০১০ ১১:১২ | 61.14.13.7
দ্যাঃ হুলো বেড়াল দেখতে অনেক ভাল হয় ; জাবদা সাইজের হাইব্রীড টেষ্টলেশ আমেরিকান মাগুর দেখেছেন কেউ?
de | ১২ জানুয়ারি ২০১০ ১১:০৭ | 59.163.30.5
এই কবীর সুমন লোকটাকে আমার কেমন আগাগোড়া ভন্ড বলে মনে হয়, কে জানে কেন? কাল রাত্তিরে আম্মো দেখতে বসেছিলাম, নাটুকেপনা দেখতে দেখতে বোর হয়ে ঘুমোতে গেলাম!
-- ঘুম থেকে উঠে থেকে হুলো বেড়ালের মতো গুম হয়ে বসে থাকা পার্থ চাটুজ্জের মুখ মনে পড়ে কুলকুলিয়ে হাসি পাচ্ছে ঃ)))
Ri | ১২ জানুয়ারি ২০১০ ১০:০৯ | 121.241.218.132
হুঁ মামি , মামু তো কপিরাইটেড গোল্লা R লিখতে দেয় না তাই।
Ri | ১২ জানুয়ারি ২০১০ ১০:০৮ | 121.241.218.132
সুমন তো অজুহাতের আড়ালে লুকোতে আর এড়িয়ে যেতেই ব্যস্ত। নমুনা দি - পার্থ চাটুজ্জেঃ আপনি তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন,সেখানে আরো ১১ জন প্রার্থী ছিলো ।লোকে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেস কে কবীর সুমন কে নয়। দলের সদস্য হবার সময় আপনি অঙ্গীকার পত্রেও সই অরেছেন। তহলে এখন একি কথা গুলো দলের মধ্যে না অলোচনা করে বাইরে বলছেন কেন? সুমনঃ দুর্দান্ত প্রশ্ন করেছেন,বেকায়্দায় ফেলে দিয়েছেন। (ইত্যাদি ভাটিয়ে কথাটা এড়িয়ে গেলেন।)
পার্থঃ আপনি তো নিজেই বলছেন আপনি ব্যক্তিহত্যা বিরোধী। আপনি গানেও কোথাও মাওবাদ জিন্দাবাদ বলেন নি বলে দাবী করছেন। তাহলে মাওবাদী নিষিদ্ধ করা নিয়ে এত রাগ কেন ? সুমন ঃ এটাও দুরন্ত চেসের চাল , আমি ভীষণ বেকায়দায়। (ইত্যাদি ব্লা ব্লা,এর পরের কথা আর ও মজার)। মাওবাদীরা ব্যক্তিহত্যায় বিশ্বাসী কোথাও লেখা আছে বলে জানি না। ঃ-)))) (এর পরের অজুহাত আর ও মজার) কই আর এস এস কে তো করা হয় নি, তাহলে কেন মাওবাদী নিষিদ্ধ হবে?
পার্থ ঃ আপনি কি সুদীপ কে নোট দিয়েছিলেন আপনি পার্লামেন্টে বলতে চান। সুমন ঃ না। ( এবার প্রসঙ্গ ঘুরিয়ে) আমি অনেক দেশের পার্লামেন্ট দেখেছি,আমাদের দেশের পার্লামেন্ট মন্টেসরির মত। সাংবাদিক ঃ দলের সদস্যরা চাইতেই পারেন মাও আক্রমণে যে দুই তৃণমূলী কর্মী খুন হল আপনি তাদের নিয়েও গান লিখুন। সুমন ঃ এটাও অসাধারন প্রশ্ন। আমি সাংবাদিক ছিলাম বলে বুঝি।ব্লা ব্লা। দুরন্ত প্রশ্ন। ( এবার লক্ষণীয় কেমন এড়িয়ে যান ) আমি এবার ও পলিটিকালি ইনকারেক্ট কথা বলব। কাঞ্চন নামের যে ছেলেটি মাওবাদে বিশ্বাস করে বলে পুলিশের গ্রেনেডে ঝলসে গেছে আমি কেন তাকে নিয়ে গান লিখবো না ? (মশাই তৃণমূলী শহীদ নিয়ে গান না লিখে মাওবাদী জঙ্গী নিয়ে গান লিখলে আপনাকে তৃণমূলী জনতা কি শান্তির পূজারী বলবে? )
কমিউনিট পার্টিতে গণতান্রিক কথা বলার পরিসর নেই এটাও অনেক বার বল্লেন। কিন্তু চেপে গেলেন যে মাওবাদে অঞ্চলে অন্যস্বর কে বুলেটে খতম করা হয়।
স্যরি বস অন্য কথা গুলো বহু ক্লিশে , উনি নতুন কিছু বলেন নি।গরীবি আমাদের সবচেয়ে বড় শত্রু , আর যেন কোন পক্ষের রক্ত না ঝরে ইত্যাদি কথাগুলো নরেন দত্ত বা মোহনদাস গান্ধী ভদ্রলোকেরা অনেক অনেক বছর আগে বলে গেছেন।
লোকটা আগাগোড়া কনফিউজড। নিজেই বলেছেন, " আমিও ভন্ড অনেকের মত গান দিয়ে ঢাকি জীবনের ক্ষত"। নিজের অ্যান্টি এস্টাব্লিশমেন্ট বিরোধী ইমেজ বজায় রাখতে আপ্রাণ চেষ্টা ।
dipu | ১২ জানুয়ারি ২০১০ ০৯:৫৭ | 61.12.12.83
m | ১২ জানুয়ারি ২০১০ ০৯:৩৯ | 173.26.17.106
Ri কি ঋজু?
Ri | ১২ জানুয়ারি ২০১০ ০৯:৩৭ | 121.241.218.132
এই পাতাতেই অনেকদিন আগে কেউ কেউ বলেছিলো সুমন ভালো এম পি হতেই পারেন , তখন আমি লিখেছিলাম উনি আগে তো হয়ে দেখান,গান লেখা এক আর পার্লামেন্টে মানুষের কথা তুলে ধরা আর এক। উনি কাল নিজেই স্বীকার করেছেন উনি হীরেন মুখুজ্জে হওয়া তো দূরের কথা উনি প্রনব,সোমনাথ ,গুরুদাস, সুষমা বা যশবন্ত নন ;-) উনি নিজেই জানেন ওকে যদি মানুষ মনে রাখে গানের জন্যেই রাখবে
Du | ১২ জানুয়ারি ২০১০ ০১:৪৩ | 65.124.26.7
হঠাৎ ! ছত্রধর মাহাতো ধরা পড়ার দিনই মমতা বলেছেন - সিপিএম এর সাথে ডীল করে ধরা দিয়েছে। একটা আন্দোলনের সাথে সত্যি সত্যি সহমর্মিতা রাখলে তার নেতার সম্বন্ধে এই কথা বলা যায়?
Suvajit | ১২ জানুয়ারি ২০১০ ০১:৩৪ | 59.177.194.10
না এবার ঘুনু করতে যাই। নয়ত আজ্জো আবার আওয়াজ দেবে।
a x | ১২ জানুয়ারি ২০১০ ০১:৩১ | 75.53.204.181
একটা সংশোধন করে দিই। নইলে কেসি এসে ক্যালাবে। সিপিএমের আনন্দ* না, ওটা হবে সিপিএমের কিছু সদস্য/সমর্থকদের আনন্দ।
Suvajit | ১২ জানুয়ারি ২০১০ ০১:৩১ | 59.177.194.10
এই লালগড়ের কেসে মমতা হঠাৎ এরকম গাঁটের মত অ্যান্টি আন্দোলন হয়ে গেলেন কেন, এটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। অপর্ণা সেনরা যখন ছত্রধরের সংগে দেখা করতে গিয়েছিলেন তখন তো সাপোর্টই করেছিলেন। মনে হচ্ছে কংগ্রেসের সংগে কিছু ডীল হয়েছে। সেটা রেলের বাজেট সংক্রান্তও হতে পারে, কিম্বা অন্য কিছুও হতে পারে। চিদুদার কথাবার্তা শুনে মনে হচ্ছে আগামী দিনে হয়ত আংশিক ভাবে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে নেওয়া হতে পারে।
pi | ১২ জানুয়ারি ২০১০ ০১:২৯ | 72.83.210.50
এই করতে গিয়ে সিপিএম সমস্যায় ও পড়ে। মেধা বলছিলেন , একটা মিটিং এ, মহারাষ্ট্রে প্রথমদিকে সেজ বিরোধী মঞ্চে সিপিএম কেমন সক্রিয় ছিল, তারপরে পার্টির অন্যত্র কার্যকলাপের সাথে সাথে, বিশেষত নন্দীগ্রামের পর তাদের স্ট্যান্ড কেমন না-ঘরকা-না-ঘাটকা হয়ে যেতে থাকে এবং তারা কোণঠাসা হয়ে পড়তে থাকে। তখন নাকি সিপিআই এর অনুরোধে সিপিএম কে পুরো ব্রাত্য করা হয়নি ইত্যাদি । আর মেধা, এই পোস্ট সিঙ্গুর পর্বে তাঁর সাথে সিপিএম এর সম্পোক্কের গ্রাফ টার একটা দারুণ বর্ণা দিয়েছিলেন। দ্বিচারিতার পুরো পরাকাষ্ঠা।
pi | ১২ জানুয়ারি ২০১০ ০১:২২ | 72.83.210.50
পার্টি র যে পাব্লিকের প্রতি দায়বদ্ধতা থাকে, ভোটে জেতার পর ও , সে কথাটাই বলছেন বলে তো মনে হল।
a x | ১২ জানুয়ারি ২০১০ ০১:২২ | 75.53.204.181
দু, কাগজের লিংক দাও, যেমন বললে। হয়ত আমি জানিনা সিপিএম হয়ত সত্যিই প্রতিবাদ করেছে। কোনো অজ্ঞাত কারণে তা আমার চোখে পড়েনি। বরঞ্চ ত্রিপুরার মুখ্যমন্ত্রী AFSPA কে সাপোর্ট করে এটাই দেখেছি।
বেসিকালি যেখানে সিপিএম ক্ষমতায় নেই, সেখানে সে খুব ভালো, খুব র্যাডিকাল, প্রতিবাদ টতিবাদ করেই থাকে। যেখানে যেখানে ক্ষমতায়, সেখানে শাসকের মুখটাই দেখা যায় এবং তখন আর পাঁচটা দলের সাথে কোনোই তফাৎ থাকেনা। আজ দেখলাম মেধাকে সালওয়া জুডুমের লোকেরা কেলিয়েছে বলে সিপিএমের কি আনন্দ। মেধার সাথে সন্দীপ পান্ডে এবং হিমাংশুও টার্গেটেড, সেটা তাদের আর খেয়ালে থাকছেনা। কোথায় তফাৎ?
m | ১২ জানুয়ারি ২০১০ ০১:২১ | 173.26.17.106
অন্য কে খুশি করার জন্যে ঢেঁকি গিল্লে তাকে বলে ভালোমানুষী-যেমত প্রেমিক/কা কে বাড়ি পৌঁছে দিতে নিজের বাড়ির এক্কেবারে উলটো দিকে ট্রেনে চড়ে চলে যাওয়া।
কিন্তু অন্যকে খুশি করতে নিজেকে বারবার অখুশি করাটা আত্মবিশ্বাসের সমস্যাঃ)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন