এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ০৭ জানুয়ারি ২০১০ ০২:০৬ | 168.26.215.13
  • মনোহর আইচ আর জ্যোতি বসু নাকি একই বয়সী। মনোহর আইচ এখনো স্টেজ শো করেন। সুস্থ থাকতে ফুড রেনবো ফলো করুন।

    http://www.udoerasmus.com/pyramid/pyr_canadian.htm
  • aka | ০৭ জানুয়ারি ২০১০ ০২:০২ | 168.26.215.13
  • মাথা ব্যথার থেকে সবকিছুই ভালো, দাঁত ব্যথার থেকে এমনকি মাথা ব্যাথাও ভালো। আর দুটো একসাথে হলে ভেন্টিলেশনে থাকাও ভালো। এতকিছু হলেও আমায় নিয়ে কোন গুজব নেই। হা রাম।
  • pipi | ০৭ জানুয়ারি ২০১০ ০১:৫৮ | 92.225.6.84
  • এখনো উত্তরটা পাই নি, যেমনি জানতে পাব অমনি জানাবঃ-)
  • a x | ০৭ জানুয়ারি ২০১০ ০১:৩৪ | 143.111.22.23
  • কেডি, তফাৎ আছে। একটা দেশকে ভয়ারেস্টিক প্লেজার দেবার মধ্যে, থিয়েট্রিকাল চেস্ট থাম্পিং শক্তি প্রদর্শনের মধ্যে যা আছে তা একটা ফাঁসির হুকুমের মধ্যে নেই।

    যেমন মাওবাদীরা গুলি করে মারলে আর মাথা কেটে মারলে দুটোর মধ্যে তফাৎ আছে। মেরে মৃতদেহ গাছ থেকে ঝুলিয়ে রাখে যখন যৌথবাহিনী, তার মধ্যেও আছে। প্রদর্শন আর অ্যাকচুয়াল এক্সেকিউশনের মধ্যে তফাৎ আছে।
  • pi | ০৭ জানুয়ারি ২০১০ ০১:৩২ | 72.83.210.50
  • তা, কোনটা বেশি ভাল ?
  • pipi | ০৭ জানুয়ারি ২০১০ ০১:২৬ | 92.225.6.84
  • দু দি, দেশটা তো বরফের তলায় চলে গেছে। ঘুরে বেড়ানোর জন্য বরফ ছাড়া আর কি পাব বল। তবে বরফে আমার খুব ফুত্তি, ও-ও আমার ক্ষতি করে না কিন্তুক এই -১৫/-১৮, এ আর সহ্য হচ্ছে নাঃ-(

    পাই ভাই,
    এই আজকেই বসে বসে ভাবছিলুম কোনটা বেশি ভাল - নিউমোনিতে মল্লে না অ্যান্টিবায়োটিক ওভারডোসে মল্লেঃ-)
    চিন্তা নেই, দিব্যি আছি।
  • kd | ০৭ জানুয়ারি ২০১০ ০১:১৯ | 59.93.215.41
  • আমি মনে করি যে সমাজের মানুষ (সভ্য না অসভ্য জানি না) ফাঁসি দেওয়ার মতো একটি নৃশংস শাস্তি সাপোর্ট করতে পারে, তারা কেন তার সাক্ষী থাকবে না? মানে আমি আমার সরকারকে বলবো, দাও ফাঁসি দাও, যত ইচ্ছে দাও, কিন্তু একটু আড়ালে আবডালে দাও, আমি এ'সব খুন-টুন ঠিক সহ্য করতে পারিনা।
  • pi | ০৭ জানুয়ারি ২০১০ ০১:১৬ | 72.83.210.50
  • পিপি, এখন পুরো ফিট ?
  • Ishan | ০৭ জানুয়ারি ২০১০ ০০:৫৪ | 12.163.39.254
  • জার্মানির তো খুব বাজে অবস্থা। আমার এক বন্ধু তিনদিন পরে শিকাগো পৌঁছলো।

    পিপি সাবধানে থাকো।
  • Du | ০৭ জানুয়ারি ২০১০ ০০:৩৬ | 65.124.26.7
  • সেকি পিপি, বরফে ঘুরে বেরিয়েছিলে নাকি? এখন কেমন আছো। খাও দাও ভালো করে, সাবধানে থেকো।
  • pipi | ০৭ জানুয়ারি ২০১০ ০০:০০ | 92.225.6.84
  • আমি নিউমোনি থেকে উঠে হাসপাতাল থেকে বাড়ি ফিল্লাম, আর বাসুজী ফিরতে পারবেন না? লিচ্চয় পারবেন।
  • a x | ০৬ জানুয়ারি ২০১০ ২৩:৫৬ | 143.111.22.23
  • হ্যাঁ কিছু সভ্য দেশে আবার ফাঁসি দেওয়াও ব্রডকাস্ট করে। কার যে কি সাইকি ঃ-)
  • kd | ০৬ জানুয়ারি ২০১০ ২৩:৫১ | 59.93.215.41
  • ৯/১১'র পরে কলকাতায় একজন কলেজ প্রফেসর বলেছিলেন, বেশ হয়েছে, ওরা পৃথিবীর যা সর্বনাশ করেছে, এরকম আর'ও দু-চারটে হওয়া দরকার - নাহ'লে ওদের শিক্ষা হবে না। তখন ওনার সঙ্গে একই স্ট্যাটাসের লোকজন ওনাকে সমর্থন করেছিলো। আমি এটা শুনেছি একজন কট্টর সিপিএমের কাছে (এখনও) - সে বলেছিলো শুনে ওর গা-ঘিনঘিন করেছিলো - এদের বিতৃষ্ণা এতই যে এরা এত নিরীহ লোকের মৃত্যুতেও আনন্দ পায় - এরা কী মানুষ?

    তাই বলি, these people come in all colors, এদের সাইকি বোঝা তোমার-আমার মত সাধারণ মানুষের পক্ষে সম্ভব না।
  • a x | ০৬ জানুয়ারি ২০১০ ২৩:৪২ | 143.111.22.23
  • পুলুশে দেবে নাকি?

    করেছি মেল ঃ-)
  • mita | ০৬ জানুয়ারি ২০১০ ২৩:৩৭ | 70.179.87.85
  • অক্ষ, তোমার সাথে একটু দরকার ছিল, mita.paul জিমেলে একটা মেল করবে, প্লিজ?
  • a x | ০৬ জানুয়ারি ২০১০ ২৩:৩৬ | 143.111.22.23
  • বুশের মৃত্যু সংবাদ, মোদির মৃত্যু সংবাদ শুনলে তো আমার আনন্দই হবে। আনন্দ মে বি টু স্ট্রং। তবে বাঁচা গেল মনে হবে। কি আর করা। কারো কারো জ্যোতি বসু তে হচ্ছে।
  • Arpan | ০৬ জানুয়ারি ২০১০ ২৩:৩৩ | 112.133.206.20
  • প্রভাকরণ।
  • Samik | ০৬ জানুয়ারি ২০১০ ২৩:৩১ | 122.162.75.238
  • সাম্প্রতিক অতীতে আর কোনো রাজনৈতিক ব্যক্তির মৃত্যুর গুজব এইভাবে ব্যাপক রেটে ছড়িয়েছে কি? ঃ-)
  • Arpan | ০৬ জানুয়ারি ২০১০ ২২:৫৪ | 122.252.231.12
  • গুজব। ইন্টারনেট ও এসেমেসে এখন গুজব আরো তাড়াতাড়ি আরো বিশ্বাসযোগ্য ভাবে ছড়ায়। ঃ-)
  • ranjan roy | ০৬ জানুয়ারি ২০১০ ২২:৪৫ | 115.184.1.165
  • আমি এক্ষুনি কোলকাতা থেকে হাই লেভেলের খবর নিয়ে বলছি---- এক, উনি একইরকম আছেন। রাতটা কাটলে হয়।
    দুই, কাল সকালে প্রধানমন্ত্রী আসছেন। যদি রাত্তিরে কোন কিচু ঘটেও যায়, তবু সরকারী ভাবে উনি আসার পর জানানো হবে, সম্ভবতঃ।
    তিন, সমস্ত বড় পেপারের জার্নালিস্ট ওনার obituary লিখে হেড অফিসে পাঠিয়ে দিয়েছে। ঘটনা ঘটলে তারিখ-সময় জুড়ে তক্ষুণি ছেপে বেরুবে।
  • Hajabarala | ০৬ জানুয়ারি ২০১০ ২২:৩৭ | 64.255.180.113
  • Achha bhuto ki ekhono ache?
  • Hajabarala | ০৬ জানুয়ারি ২০১০ ২২:৩৫ | 64.255.180.113
  • Achha bhuto ki ekhono ache?
  • Ishan | ০৬ জানুয়ারি ২০১০ ২২:২৬ | 12.163.39.254
  • বিভিন্ন জায়গায় দেখলাম মারা গেছেন, কিন্তু কনফার্মড না। গুজব?
  • Ishan | ০৬ জানুয়ারি ২০১০ ২২:১৪ | 12.163.39.254
  • মানে উন্নতি অবনতি নতুন কিছু হয়নি।

    থ্যাঙ্কু।

    ভাটও পড়ে নিয়েছি। ঃ)
  • Arpan | ০৬ জানুয়ারি ২০১০ ২২:১৩ | 122.252.231.12
  • নিউমোনিয়া জনিত শ্বাসকষ্ট। ভেন্টিলেটরে আছেন।
  • Ishan | ০৬ জানুয়ারি ২০১০ ২২:০৪ | 12.163.39.254
  • জ্যোতি বসুর কি হয়েছে একটু ছোটো করে বলে দেবে? এত পাতা ভাট পরে পড়ব।
  • Rajdeep | ০৬ জানুয়ারি ২০১০ ১৯:১৫ | 61.14.13.7
  • শুধু কি নিউমোনিয়াই হয়েছে ? না আরো অন্যকিছু বলেছে বুলেটিনে?
  • Arijit | ০৬ জানুয়ারি ২০১০ ১৮:৩৮ | 61.95.144.122
  • AMRI থেকে ঘুরে এলাম। মেডিক্যাল বুলেটিনে বল্ল রেসপন্স করছে, ইউরিন পাস হয়েছে। পরের বুলেটিন কাল সকাল এগারোটায়। সুজনদার সাথেও কথা হল - বল্ল গুজব তো আলোর চেয়েও তাড়াতাড়ি ছোটে। তবে সাধারণ লোকজন যারা ছিলো তারা সবাই বুলেটিনটাকে খুব একটা বিশ্বাস করেছে বলে মনে হল না।
  • Rajdeep | ০৬ জানুয়ারি ২০১০ ১৮:১১ | 61.14.13.7
  • ঐ সাইটটার নাম puggal চেঞ্জ করে pagal রাখুক ,যত্তসব ঃ)
  • dukhe | ০৬ জানুয়ারি ২০১০ ১৮:০৪ | 122.160.114.84
  • বলা মুশকিল -
    http://news.puggal.com/jyoti-basu-dead-16857/
  • dukhe | ০৬ জানুয়ারি ২০১০ ১৭:৫৫ | 122.160.114.84
  • ndtv-র সাইট বলছে পরের মেডিকাল বুলেটিন সন্ধ্যে ৬ টায় । তবতক কে লিয়ে আজ্ঞা দিজিয়ে -
  • Samik | ০৬ জানুয়ারি ২০১০ ১৭:৫৩ | 219.64.11.35
  • সন্নাটা ...
  • Rajdeep | ০৬ জানুয়ারি ২০১০ ১৫:৩১ | 125.22.62.70
  • সব চ্যনেলগুলো ঠিক এরকমই
    আর ঐ তারানন্দ যেমন সুভাষ চক্রর মৃত্যুর পর নচির মত সত্তরভাতারিকে দিয়ে বলিয়েছিল ""একটাই ভাল ২০১১ দেখে যেতে হল না"" ....... আমি সিওর এবারেও অনেক সেলিব্রিটি পরিবর্তনভাতারিকে দিয়েও একই কথা বলাবে
  • Bhuto | ০৬ জানুয়ারি ২০১০ ১৫:৩০ | 203.91.201.55
  • যাক...
    আর মিডিয়া টিডিয়ার দৌলতে কোনো পাবলিক ফেসই কমিকস চরিত্রের বেশি কিছু না। পুরো ইমেজটাই একটা সুপার ন্যাচারাল রাক্ষস বা দেবতা বা নায়ক বা ভিলেন।
  • Arpan | ০৬ জানুয়ারি ২০১০ ১৫:৩০ | 204.138.240.254
  • ডিগ্রির ছাপের সাথে সুশিক্ষার কোন সম্পর্ক নেই।
  • Sayantan | ০৬ জানুয়ারি ২০১০ ১৫:২৭ | 125.22.97.34
  • উনি ভালোই আছেন। ভেন্টিলেটরেই আছেন এবং অক্সিজেন দেওয়া হচ্ছে। ডঃ জয়কৃষ্ণ ঘোষ আর সাম মাইতি'র অবসার্ভেশনে।

    অরিজিতদাকে ডিট্টো। অবাঙালী ছেলেপুলেগুলোও, যারা ওনার সম্পর্কে জাস্ট কিছু জানেই না ... একজন মুমূর্ষূ মানুষের সম্পর্কে কিভাবে এই সব কথা বলে। শিক্ষা দিয়ে মানসিকতা বদলানো বোধহয় যায় না আর।
  • Bhuto | ০৬ জানুয়ারি ২০১০ ১৫:২৪ | 203.91.201.55
  • খবরটা কি কনফার্ম?
  • dipu | ০৬ জানুয়ারি ২০১০ ১৫:২৪ | 61.12.12.83
  • টিভি চ্যানেলগুলো হামলে পড়ে কে কত আগে মরার খবর দিতে পারবে - কে হাউহাউ করে কাঁদছে - কে ফুঁপিয়ে কাঁদছে এইসব কে কতবেশী দেখাতে পারে - তার প্রতিযোগীতা করবে। মরেও লোকের শান্তি নেই।
  • Rajdeep | ০৬ জানুয়ারি ২০১০ ১৫:২৩ | 125.22.62.70
  • মর্বিড বলে মর্বিড ! আমার তো রীতিমতো সাইকো বলে মনে হয় এদের
  • Bhuto | ০৬ জানুয়ারি ২০১০ ১৫:২১ | 203.91.201.55
  • রাজনীতি এত ভেতরে ঢুকে গেছে যে মানুষ আর মানুষ কে 'মানুষ' ভাবছে না।
  • dipu | ০৬ জানুয়ারি ২০১০ ১৫:২০ | 61.12.12.83
  • গোটা পপুলেশনই এইসব মর্বিড মানসিকতার লোকজনে ভর্তি। গাঁ উজাড় হয়ে যাবে।
  • Arijit | ০৬ জানুয়ারি ২০১০ ১৫:১৯ | 61.95.144.122
  • এই সুইস ব্যাঙ্কের অ্যাকাউন্ট, টাকাগুলো কি হবে, নাতনীগুলো...ইত্যাদি। আমার এক বন্ধু ফোন করেছিলো খবরটা জানতে - তো আমি ফোনেই এটা বল্লাম - এই কমেন্টগুলোর কথা আর টাকা থাকলে বা স্কুল/কলেজে পড়লেই যে মানুষ হয় না - সেটা মনে হয় কানে গেছে। হঠাৎ করে সব চুপ।
  • Rajdeep | ০৬ জানুয়ারি ২০১০ ১৫:১৯ | 125.22.62.70
  • অরিজিতকে ডিটো , সেম হেয়ার
    শুধু স্কুল কলেজ নয় ইউনি পড়া , পিএইচডি এক একটা যা ছাড়ছে !
    তবে বেশিরভাগই কং ঘরানার লোকজন - এই আর কি
  • Bhuto | ০৬ জানুয়ারি ২০১০ ১৫:১৭ | 203.91.201.55
  • কি বলছে ?
  • kc | ০৬ জানুয়ারি ২০১০ ১৫:১৪ | 213.132.250.2
  • এখনও কিছু হয়নি। ব্যাপারটা এখনও গুজব।
  • Arijit | ০৬ জানুয়ারি ২০১০ ১৫:১৪ | 61.95.144.122
  • আশেপাশের ডেস্ক থেকে টুকরোটাকরা কমেন্ট উড়ে আসছে - এই জ্যোতিবাবুর অ্যাপারেন্টলি মারা যাওয়া নিয়ে - শুনে রীতিমতন গা ঘিনঘিন করছে। স্কুল-কলেজে পড়লে আর চাকরি করলেই যে মানুষ হয় না সেটা বোঝা যায়।
  • Samik | ০৬ জানুয়ারি ২০১০ ১৪:৩১ | 219.64.11.35
  • http://jyotibasu.net/
  • Samik | ০৬ জানুয়ারি ২০১০ ১৪:৩০ | 219.64.11.35
  • কী খোরাক মাইরি! গুগলে jyoti basu লেখামাত্র অটোমেটিক সাজেশন এসে যাচ্ছে jyoti basu died। তাতে বেশ কিছু লিংকও খুলে যাচ্ছে।

    অফিসিয়াল খবর এখনো কোথাও নেই। সম্ভবত উড়ো খবর।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত