এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৯:৫০ | 99.165.171.94
  • এ মাইরি আলিমুদ্দিন থেকে কি গুরুতে সূর্যোদয়ের আদেশ এসেছে? হঠাৎ করে রাশি রাশি নতুন মুখ, এবং ৯৯% সিপিএম এবং সবাই খালি ঐ কটি টইতেই ঢেউ খেলিয়ে যান, এমনটা কিভাবে হচ্ছে? সিরিয়াস কোশ্চেন।
  • sinfaut | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৯:১৬ | 117.194.192.59
  • পাইদি, মেল দ্যাখো।
  • Bhuto | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৬:১০ | 203.91.201.56
  • আমি ও সবাইকে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানালাম অক্ষদি,দিদলি আর পাইদি কে। আর সকলকে মেরী ক্রিসমাস।
  • Arijit | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৫:৫৮ | 61.95.144.122
  • বাড়ি গেলুম। সক্কলকে মেরি ক্রিসমাস।
  • . | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৮ | 125.18.104.1
  • ফিলিপ্‌স একটা নতুন ক্যাসেট প্লেয়ার বের করেছে, ইউ এস বি পোর্ট সহ। অল্প দাম, কাজের জিনিষ।
  • Arijit | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৬ | 61.95.144.122
  • উঠে যাবে কি - অলরেডি গেছে। দোকানে তো আর দেখি না। ভিডিও ক্যাসেট যেমন - একদম উঠে গেছে। নিউক্যাসলে কত্তগুলো ছোটদের সিনেমা রেকর্ড করেছিলুম, বয়ে বয়ে নিয়ে এলুম...
  • . | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৬ | 125.18.104.1
  • ছোটোবেলায় অনেক ৭৮ আর পি এম ছিল। আঙুরবালা, কে মল্লিক ইত্যাদি। সেগুলো মনে হয় সব খোয়া গেছে। তবে এখন তো সবই সি ডি/ ডি ভি ডি ফর্মে বেরোচ্ছে।
  • Bratin | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৪ | 125.18.17.16
  • আমার ও আগের কেনা সোনি, তাতে mp3 চলে না।
  • Samik | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৩ | 122.162.75.194
  • ক্যাসেট আস্তে আস্তে উঠেই যাবে।
  • Samik | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৫২ | 122.162.75.194
  • স্রেফ ঐ কারণে আমাদের বাড়িতেও গাদাগুচ্ছের ভিনাইল রেকর্ড পড়ে আছে আজও। সেই প্লেয়ারের মোটর আর পাওয়াই গেল না।

    অবিশ্যি সমস্ত কালেকশনেরই এম্পিথ্রি এখন রয়েছে আমার কাছে। তেমন কিছু দুÖপ্রাপ্য ছিল না রেকর্ডগুলো।
  • Arijit | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৫২ | 61.95.144.122
  • আরে আমার সিডি-ক্যাসেট প্লেয়ারটাও বিগড়ে গেছে। দিল্লীতে টিসিএস থেকে দিয়েছিলো - তখন সোনির হাইএন্ড মাল - ক্যাসেট/ভিসিডি প্লেয়ার। আওয়াজটা ফাটাফাটি, কিন্তু ক্যাসেট ডেক দুটোই গোলমাল করে - অলরেডি বার চারেক সোনিতে ঠিক করানো হয়েছে...সেদিন সিডি-র অংশটাও ঝোলালো - সিডি ভরেছি, কিন্তু ওর ওই ট্রে-টা দুম করে বেরিয়ে এলো, সিডি ভিতরে বাজছে, ট্রে খোলা - তাকে আর বন্ধ করা যাচ্ছে না। নতুনগুলোতে আবার ক্যাসেট প্লেয়ার থাকেই না।
  • . | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৪৭ | 125.18.104.1
  • ক্যাসেট করা সোজা। কিন্তু ভিনাইল ডিজিটাইজ করতে গেলে একটা নতুন টার্নটেবল কিনতে হবে। দুই বাড়ির মেশিনই খারাপ।
  • sinfaut | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৪৪ | 203.91.193.50
  • হ্যাঁ হ্যাঁ করো করো।
  • . | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৪২ | 125.18.104.1
  • আমায় একটা ম্যাসিভ ডিজিটাইজেশন প্রোজেক্ট শুরু করতে হবে। ডাঁই করা ক্যাসেট শুধু নয়, বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির গাদা গাদা ভিনাইল রেকর্ড পড়ে পড়ে নষ্ট হচ্ছে।
  • sinfaut | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৪২ | 203.91.193.50
  • হ্রদ।
  • Bhuto | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৪০ | 203.91.201.56
  • বেশ তবে বিলাক ই থাক ঃ)

    জ্যাঠু আবার বলেন শুদ্ধ, বৈকাল।
  • . | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৪০ | 125.18.104.1
  • ওক্কে।
  • Samik | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৯ | 122.162.75.194
  • আরে আমি তো নেব বলে হাপিত্যেশ করে বসে আছি। ইদিকে বছর ঘুরে যায়।

    সাতাশ রাত্রে ফোন করব। ওকে?
  • Bhuto | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৯ | 203.91.201.56
  • অজ্জিটদা এমনিটেই বৃটিশ ঃ)
  • Samik | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৮ | 122.162.75.194
  • না না, বিলাক টা ভালো শুনতে লাগছে। বিলাকই হোক! ঃ-)

    আমার মেয়ে বহুদিন গেঞ্জী বলতে গিয়ে জেঙ্গী বলে ফেলত। ঃ-)
  • . | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৮ | 125.18.104.1
  • তুমি তো নিলে না। নেবে? আমায় সাতাশ তারিখের পরে একটা ফোন কোরো।
  • Arijit | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৭ | 61.95.144.122
  • কোনটা খ্যাও? মেনুটা? তা হোক - আমার বিলিতি খাবারের মধ্যে ফুল ইংলিশ ব্রেকফাস্ট আর এই স্টাফড চিকেন আর রোস্টেড ভেজিটেবল্‌স বেশ লাগে। স্টিকি টফি পুডিংটা পাওয়া গেল নাঃ-(
  • Bhuto | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৫ | 203.91.201.56
  • বিকাল**
  • Bhuto | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৪ | 203.91.201.56
  • আর আমার আগ্রহ দেখ, দিদির দেওয়া ১ জিবি তেই সকাল বিলাক ২৭জিবি শুধু গীটার সহ বাকি ৩০ জিবি গান শুনেই যাচ্ছি। গুরুদেব বলেছেন ৩/৪ সময় শুনবে, কানের খোল পোষ্কার হবে। বাকি সময় বাজাবে ঃ)
  • Samik | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৩ | 122.162.75.194
  • সে আর বলতে! টোটাল খ্যাও ... ঃ-)

    ব্রতীন, কী করে দেব? আসছে বছর আবার কলকাতায় গেলে ল্যাপি নিয়ে যাবো। ট্রান্সফার করে নিও।

    র তো আমাকে সেই আলিবাবা আর দিলই না।
  • Arijit | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৩ | 61.95.144.122
  • বাংলা গানের সিডি তো আরো আছে - কিন্তু সেগুলো রিপ করা বড় কষ্টকর - কারণ অধিকাংশ সিডিতে মেটাডেটা দেয় না ঠিকমতন - রিপ করলে ট্র্যাক-১, ট্র্যাক-২ করে আসে - তাপ্পর বসে বসে নাম ঠিক করো...যেগুলোতে মেটাডেটা ঠিকঠাক ছিলো সেগুলোই রিপ করেছি।

    আর কিছু না হলেও শ দুই ক্যাসেট আছে - সেগুলোকে এমপিথ্রী বানাতে পারলে একটা বড় কাজ হত।
  • . | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:২৮ | 125.18.104.1
  • পুরো খ্যাও।
  • Bratin | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:২৮ | 125.18.17.16
  • আমাকে দাও হে। অমার ৮০ জিবি আইপডে খালি মান্না দে। বাকি যা বাংলা আছে সে গুলো এখনও চাপ নিয়ে তোলা হয় নি....
  • Arijit | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:২৫ | 61.95.144.122
  • হ্যাঁ - আম্মো উইশ করে যাই - রাত্তির, পাই, কলি, রিমি, দীপু, অপ্পন - সকলকে। তাড়াতাড়ি বেরোব - সান্টা ক্লজের গিফটটা কিনে লুকিয়ে বাড়ি নিয়ে যেতে হবে কিনা। তাপ্পর টিপিক্যাপ ক্রিসমাস ইভ ডিনার উইথ রোস্টেড স্টাফড চিকেন, রোস্টেড ভেজিটেবল্‌স ইত্যাদি।
  • Samik | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:২৪ | 122.162.75.194
  • আমার গানের কালেকশন মাত্রই ছয় জিবি। মানে, কেবল বাংলা গান। হিন্দি ইংরেজি ধরলে চোদ্দ জিবি মতম্‌।
  • Bratin | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:২৩ | 125.18.17.16
  • সব্বাই বেড়তে যাচ্ছে। ঃ-((

    তা শমীক কোথায় যাচ্ছো?
  • Arijit | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:২২ | 61.95.144.122
  • আমার বেশি বাংলা নেই - এই দেবব্রতগুলো আইপডে তুল্লুম, এ ছাড়া অল্প কিছু হেমন্ত মুখুজ্জে আর শ্যামল মিত্র আছে - তবে সেগুলোর ৮০% বাজে - এমপিথ্রী সিডিতে যা হয় আর কি। এম্নিতেই আমার গানের নরম কপি বেশ কম - ৮০জিবি আইপডে মাত্র ৭৫০ গান। বিশ হাজারের ওপর থাকার কথা - মানে জায়গা আছে। ঃ-(
  • Samik | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:২১ | 122.162.75.194
  • আচ্ছা, আমার তরফেও সব আগাম উইশ। আত্তিরদিদি, ছুইটি পাই, আর কৃষ্ণকলি, সক্কলকে জন্মদিনের হ্যাপ্পি বাধাইয়াঁ।

    আজ রাতে বেইবেই যাচ্ছি, ২৭ তারিখ বিকেলে ফিরব।
  • Bratin | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:১৮ | 125.18.17.16
  • বাহ। আমাকে কিছু বাংলা গান দিলেও তো পারে লোকজন ঃ-((
  • Arijit | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:১৬ | 61.95.144.122
  • বেথের সব মেল আর আমার জিমেলের সেন্টবক্স থেকে ১০৯ খানা দেবব্রত বিশ্বাস পাওয়া গেছে। ট্যাগ এডিট করে সব এখন আইপড-রেডি - তবে কয়েকটারই অ্যালবাম ইনফো ছিলো - বাকিগুলো আমি নিজেই একখান নাম বসিয়ে দিয়েছি।
  • Ri | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৪:০২ | 121.241.218.132
  • সকলকে মেরি ক্রিসমাস আর আগেভাগে হ্যাপি নিউ ইয়ার।২০১০ সবার আনন্দে কাটুক।
    কেষ্টকলিদি আর রাত্তির দি কে আগাম হ্যাপি বাড্ডে। খুব ভালো থেকো
  • Samik | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৩:৫৪ | 122.162.75.194
  • ওরে না! এটা খাঁটি বাংলা বয়েজ স্কুল।
  • Bhuto | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৩:৫০ | 203.91.201.56
  • প্রতিস্পর্ধা দেখেই সন্দেহ হয়েছিল ঃ)
  • . | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৩:৪৫ | 125.18.104.1
  • বে থে কনভেন্ট এজুকেটেড। মেয়ে হলে বিয়ের অ্যাপ্লিতে লেখা হত।
  • Tim | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৩:৪৩ | 71.62.121.158
  • অজ্জিদ্দা বড়ো ভালো। ঃ)
  • Arijit | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৩:৩৯ | 61.95.144.122
  • খারাপ কথা কই বল্লুম? সকালবেলা রেডিও মির্চিতে শ্রী বল্ল যে - সবাই নাকি টিকিট পাবে না - কোনো না কোনো ক্লাবের মেম্বর হতে হবে। এই নিয়ে লোকজনের মতামতও নিচ্ছিলো তো।
  • Samik | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৩:২৩ | 122.162.75.194
  • অ্যাদ্দিনে দেখি আমার ইশকুলের ওয়েবসাইট তৈরি হয়েছে। ব্যান্ডেলও টেকি জায়গা হয়ে গেল।

    এইডা আমার ইশকুল। ঃ-) http://www.bandelstjohns.com/
  • Bratin | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৩:১৭ | 125.18.17.16
  • না বস। আমর সাংবদিকের টিকিট নয়। ক্লাব হাউস ও নয় ঃ-((
  • Bratin | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৩:১৫ | 125.18.17.16
  • ৯৩ এ গ্যাটিং যখন কিছু তেই আউট হয় না। তখন আমাদের স্ট্যান্ড থেকে এক জন ওকে কমলালেবু খাওয়াবে বলে ডাকছিল এই ভাবে ' এই গ্যাটিং , কমলালেবু খাবি?' ঃ-))
  • Bhuto | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৩:১২ | 203.91.201.56
  • ধুস, সব দেখা যায়। কোথায় বসো ? এভারেস্টের মাথায় নাকি? তাহলে বলতে পারবো না। আমি যে কবার গেছি সাংবাদিকদের টিকিটে গেছি ;) ক্লাব হাউসের ওপরেই , রবিদা রা যেখানে বসেন তার নিচেই বসেছি ঃD
  • Bhuto | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৩:১০ | 203.91.201.56
  • হ্যাঁ তা দেখা যায়। টেষ্ট হলে একটু অসুবিধা, লাল বল, স্যাট স্যাট করে বেরিয়ে যায় । তায় আখতার-টাখতার হলে তো দেখার সীন নাই। সাদা বল দেখা বেশ দেখা যায়। আর মাঠ থেকে মাঝে মাঝে ঐ রবি, ঐ শ্যেন ইত্যাদি ইত্যাদি শোনা যায়।
  • Bratin | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৩:০৬ | 125.18.17.16
  • কিচ্ছু দেখা যায় না। বাইনোকুলার চোখে আর কতক্ষন। তবে ও ই মেজাজ টা উপভোগ করা যায়
  • Sayantan | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৩:০৪ | 125.22.97.34
  • মানে ইডেন গার্ডেন'এর নামে।
  • Sayantan | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৩:০৩ | 125.22.97.34
  • অজ্জিদ্দা খারাপ কথা বলছে।
  • Arijit | ২৪ ডিসেম্বর ২০০৯ ১৩:০০ | 61.95.144.122
  • ক্রিকেট স্টেডিয়ামে বসে কি করে দেখে আমার সেইটে জানার ইচ্ছে। বলটা দেখা যায়?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত