ইতালিয়ান স্টাইলে পাছুধারা এসে গেছে মার্কেটে - সবাই লাগায় - এমনকি আমাদের আপিসেও লাগিয়েছে। হাগজের কোনো দরকার নাই।
Bhuto | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৯:৩৮ | 203.91.206.167
**ইয়ে পাইদি কে মেল করে দিয়েছি।
Bhuto | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৯:৩৮ | 203.91.206.167
মিতাসি, আমি মেল করে দিয়েছি। সব লিখে দিয়েছি।
mita | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৯:৩৪ | 122.166.150.58
পারমিতা, তোমায় ফোনে পাচ্ছি না, আমায় এক্টু ফোন করবে?
পাই, আমি সামনের সপ্তাহে ভার্জিনিয়া/মেরিল্যান্ড এর দিকে যাচ্ছি, তোমার যদি কিছু ওষুধ আনানোর থাকে আমি নিয়ে আসতে পারি, ভুতোর কাছে মেল আইডি পেয়ে যাবে।
Bhuto | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৯:৩২ | 203.91.206.167
সিটিব্যাঙ্ক এর ছড়াছড়ি এখানে ।
nyara | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৫:৪৭ | 216.145.54.158
থ্যাঙ্কু।
bb | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৪:৪৩ | 62.133.112.201
nyara নিসন্দহে সিটিব্যাংক। BOAএর একটি মাত্র শাখা ভারতে শুধু লুরুতে, যদিও backoffice আছে হাইড আর গুরগাঁওয়ে।
kd | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৪:৩১ | 59.93.254.245
btw, জাপানে শুনেছি একটা জন্তর বার করে ফেলেছে - সেটা নাকি ধুইয়ে, পুঁছিয়ে, হাওয়া দিয়ে শুকিয়ে দেয় - শুধু একটি বোতাম টিপতে হয়। আর কদ্দিন, এখানেও এলো বলে ঃ)
nyara | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৪:২৫ | 216.145.54.158
একটু টপিক চেঞ্জ করছি। দেশে, বিশেষতঃ ব্যাঙ্গালোরে, কোন অ্যামেরিকান ব্যাংকের সবথেকে বেশি সংখ্যক ব্রাঞ্চ আছে? সিটিব্যাংক, ব্যাংক অফ অ্যামেরিকা ইত্যাদি?
kd | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৪:২৫ | 59.93.254.245
কোনোদিন খুঁজে দেখিনি। যা আনতুম, এনাফ। আর চারদিকে জল ছড়ানো একদম ইনিশিয়াল স্টেজে - পরে নো প্রবলেম - শুধু ওই ভিজে ব্যাপারটা প্যাক্টিস হ'তে একটু সময় লাগবে।
আর এখানে কোথায় সেপ্টিক ট্যাঙ্ক? আর যদি থাকেও, ওদেশে তো এ'সব বেশ হজম করেই নিতো - এখানে কেন করবে না?
kd | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৪:১৭ | 59.93.254.245
কিন্তু কেন এই প্রশ্ন? বাঙালরা কি ছোঁ...য় না?
এই টপিকটা নিয়ে টই থাকলে বেশ হ'ত। নতুন পাবলিক গুরুর ভার্সেটিলিটির পরিচয় পেতো।
m | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৪:১৬ | 173.26.17.106
কাবলিদা, কোলকাতায় ভেজা টিস্যু পাওয়া যায় কি? ঐ জল চাদ্দিকে ছিটকানোর চেয়ে ওটা ভালো- আর একটা প্রশ্ন ঐ বস্তু আমাদের সেপটিক ট্যাংক হজম কত্তে পারে তো?
bb | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৪:১৬ | 62.133.112.201
@Kd ওটার কেতবি নাম Health Faucet ঃ)
m | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৪:১৩ | 173.26.17.106
ডায়পারের স্টক কমে আসছিলো বলে একবার ঠিক করেছিলাম ওখানের ডায়পার বাড়িতে পরিয়ে রাখবো- বাপরে সে ডায়পার নেংটির স্টাইলে একটুখানি জায়গা কোনো মতে ঢাকে, বাকিটা হু হা ফাঁকা- একবার রাতে পরিয়ে মাঝরাতে দেখি বিছানা ভেজা, ছেলের জামা ভেজা।দুজনে হিসুএ মধ্যে শুয়ে আছিঃ)
kd | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৪:১২ | 59.93.254.245
হ্যাঁ। টু বি মোর একজ্যাক্ট, দোক্নো।
a x | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৪:১১ | 143.111.22.23
পামিতে কিসব বলছে।
a x | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৪:১১ | 143.111.22.23
জেট*
a x | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৪:১১ | 143.111.22.23
এই যে যেট স্পিডে জল এসে তাক করছে, তাক করার পর তারা ফিরে যখন যাচ্ছে তখন তাক-টা কে করছে? মানে কোথায় ফিরছে, বাঞ্ছিত জায়গায় কিনা, তার গ্যারান্টি আছে?
Paramita | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৪:১০ | 63.82.71.141
কাব্লিদাও ঘটি, না?
Paramita | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৪:০৬ | 63.82.71.141
আমি আবার শোকানোটাকে শোঁকানো পড়ে ঘাবড়ে গেলাম। শুকোনো লেখ না রে বাবা।
kd | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৪:০৪ | 59.93.254.245
তাক করা! প্রথম দিকে ওই টেলিফোন শাওয়ার ব্যবহার করতে কী কান্ড! সারা পিঠ, আশেপাশের দেওয়াল সব ভিজে একসা - শুধু আসল কাজ হ'ত না - ব্যাক টু হাগজ। তবে দিন সাতেকের মধ্যে পুরো এক্সপার্ট - এখন তো একদম প্রফেশানাল লেভেলে।
Paramita | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৪:০২ | 63.82.71.141
হাগজে আমার কোন আসক্তি নেই। ঝাঁঝরি দিয়ে জলের ব্যবস্থা আমার শ্বশুরবাড়িতে আছে কিন্তু ওটা ইন কম্বো উইথ ওল্ড মেথড অ্যাপ্লাই করলে তবেই ম্যাক্সিমাম এফিশিয়েন্সি মেলে।
kd | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:৫৮ | 59.93.254.245
না না। আজকাল কলকাতায় যেখানে সেখানে 'সুলভ' (pay toilet) - মোটামুটি পরিস্কারও রাখে। কে বলে সিপিএম কিছুই করে নি।
aka | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:৫৮ | 168.26.215.13
না না ওতে আনফিট জনতার খুব অসুবিধা। হেয়ার ড্রায়ারই বেস্ট। ঠিক মতন তাক করতে পারলেই হল। ঃ))
a x | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:৫৬ | 143.111.22.23
আম্মো ঃ-)) কিম্বা বাথরুমে ঐ এখানে হাত শোকানোর যেরকম হয়, সেরকম ফিট করে নিলে হয়, একটু নীচের দিকে।
aka | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:৫৫ | 168.26.215.13
কাব্লিদা এই হেয়ার ড্রায়ারের কনসেপ্টটা হেবি দিলেন। কল্পনা করে অবধি আর হাসি থামছে না। ঃ))))
আমরা হলাম বিশ্বনাগরিক। বিশ্বায়নকে হাগু-হিসি অব্দি নিয়ে গেছি। সফি-সফি বিশ্বায়নের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে-চলবে।
kd | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:৫০ | 59.93.254.245
আহা! আমার ফেবারিট সাবজেক্ট। পারমিতা, সম্ভব হ'লে ক্লিনেক্সের ট্র্যাভেল প্যাক টিস্যু পেপারের ডজন-প্যাক বেশ কিছু নিয়ে এসো। রাস্তাঘাটে (ইনক্লুডিং আত্মীয়-স্বজন/বন্ধুবান্ধবদের বাড়ী) হাগজ পাওয়া মুশকিল - তখন ওটা খুব হ্যান্ডি (রোলের থেকে বেটার ফিট করে পকেটে/পকেটবুকে আর হঠাৎ বেরিয়ে পড়লে আশপাশের লোকেদের ভুরু কোঁচকায় না)।
আজকাল এখানে টেলিফোন-শাওয়ারের মতন জিনিস ব্যবহার করে - আমিও লাগিয়ে নিয়েছি - তবে ওই ভিজে ব্যাপারটা একটা প্রবলেম - ভাবছি একটা হেয়ার ড্রায়ার কিনবো। (মানে হাগজ সাপ্লাই যতই আনি - কদ্দিন আর চলে - আমার উল্টোপাল্টা রাস্তার খাবার খাওয়ার অব্যেস, কনজাম্পশন তাই কখনো-সখনো মাত্রাধিক হয়ে যায়)।
এইসব জ্ঞান বুড়োদের থেকে নিতে হয় - ভুক্তভুগী (ঠিক বানান? দেখে ঠিক মনে হচ্ছে না)
a x | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:৪৬ | 143.111.22.23
তোমরা জানি কেমন কেমন :-|
Paramita | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:৪৬ | 63.82.71.141
তবে ওয়াইপ আর ডায়াপারে নো কম্প্রোমাইজ। গতবার গুঞ্জার ওয়াইপ ফুরিয়ে গেল, পাড়ার দোকান থেকে এনে মোছাতেই ফেনা বেরোতে লাগলো। আমি ভাবলাম ভালো পরিস্কার হবে বোধহয়। আধ বেলার মধ্যে চাকা চাকা দাগ বেরিয়ে গেল, দগদগে ইনফেকশন।
m | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:৪৬ | 173.26.17.106
পারমিতা, এ তো ভালো ইঃ) আর একজন তার ছেলেকে চানের আগে পটি করতে পারলে একটা করে প্রাইজ দেয়ঃ))
m | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:৪৪ | 173.26.17.106
হাগজ আর ওয়েট টিস্যু দুটিই নিয়ে গেছিলাম তোঃ) আমার ব্যাগে একটা হ্যান্ড স্যানিটাইজার,আর জিপলকে ভরা কিছু ওয়েট টিস্যু সদাসর্বদা থাকেঃ)
nyara | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:৪০ | 216.145.54.158
বেড়াতে গেলে অনেক কিছু মানিয়ে নিয়ে চলতে হয়।
a x | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:৩৯ | 143.111.22.23
তুমি তো ডায়াপার নিয়ে গেছিলে! হাগজ নিয়ে গেছিলে তো বল নাই, এই দেখ ঝুলি থেকে কত কি বেরোচ্ছে!
m | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:৩৮ | 173.26.17.106
আমি তো নিয়ে যেতামঃ))মনে পড়ে গেলো গতবার ঐ জন্যে তুমি আমাকে আবাজ দিয়েছিলেঃ)
a x | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:৩৫ | 143.111.22.23
দেশে আগে বেড়াতে গেলেও কি নিয়ে যেতেন?
* কাল দ আর অর্পণের ফিল্ড-ডে হবে!
nyara | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:৩৪ | 216.145.54.158
সব ফান্ডা ক্লিয়ার করে নিয়েছি। দেশের হাগজ ভাল্না। এই হাগজ ফুরোতে ফুরোতে শরীর দেশের আবহাওয়ায় অভ্যস্ত হয়ে যাবে, দেশের হাগজের উপযুক্ত রেচন প্রোডিউস করতে শিখে যাবে। তার ওপর কোম্পানি যখন মাল নিয়ে যাচ্ছে, তার সদ্ব্যবহার করা নৈতিক কর্তব্য। তাও তো কত জিনিস নেওয়া হল না!
a x | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:৩২ | 143.111.22.23
হায় এই বিশ্বায়ন তবে কাহার তরে? দেশ থেকে আসে মগ, দেশে যায় হাগজ! একি কেবলি কোহল্স ও জেসিপেনির তরে?
Paramita | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:২৬ | 63.82.71.141
না, না। দেশ থেকে আনা প্রচুর মগ আছে তো। "অল ডান" চীৎকার শুনলে আমি এগিয়ে যাই জলভরা মগ হাতে নিয়ে। মেয়েরা খুব ভালো করে জানে পটি সিট থেকে কতটা এগিয়ে বসলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। বড় মেয়ের তো সিট আর লাগে না, কাজেই অনেকটা জায়গাই থাকে। এইবার ওরা আমার জামাটাকে শক্ত করে ধরে সামনের দিকে ঝুঁকে পড়ে যতটা পারে। পেছনে যেন অনেকটা গ্যাপ থাকে। তারপর জল ঢেলে ক্লিন করে দিই। হাগজ দিয়ে মুছিয়েও দিই। তাতে টপটপ করে জল পড়তে পড়তে যায় না। বেস্ট অফ বোথ ওয়ার্ল্ড।
a x | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:২১ | 143.111.22.23
:-O
m | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:২০ | 173.26.17.106
জল দিয়ে ক্লিন করা প্রসঙ্গে লিখেছিলাম।আমার এক বন্ধু তার মেয়েকে ঐ হয়ে যাবার পর বাথটাবে নামিয়ে কোমর থেকে ধুয়ে দেয়,তুমি কি সেরকম করো?
a x | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:১৭ | 143.111.22.23
আর গরম মশলা প্রসঙ্গে ক। আমাদের দেশের ভালো মশলা গুলোই বোধহয় ইম্পোর্ট হয়, দেশের মার্কেটে যা পাওয়া যায় তারচেয়ে এখানের দারচিনি, এলাচ নিঃসন্দেহে অনেক ভালো।
a x | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:১৫ | 143.111.22.23
হাগজ? হাগজ নিয়ে যাচ্ছেন ন্যাড়াদা? কিরম রিয়াক্ট করা উচিৎ ভেবে পাচ্ছিনা! মানে এত প্রশ্ন মাথায় আসছে। দিনে কয়বার ক'মিটার লাগতে পারে কি কি কন্ডিশনে এসব হিসেব করেছেন তো? এরর মার্জিন? রেখেছেন? ব্যতিক্রমী সময়গুলো? মাথায় রেখেছেন?
Paramita | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:১৫ | 63.82.71.141
অ্যাকচুয়ালি খুব বাজেভাবে লিখলাম। "গাড়ির ভদ্রলোক"। লিখে নিজেরই পড়তে কেমন একটা লাগছে। সরি।
a x | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:১৩ | 143.111.22.23
হ্যাঁ মন্দ সিনেমা না।
ম, আমাদের এইদিকে ফিয়েস্তা নামে একটা দোকান আছে, চেন গ্রোসারি, কিন্তু সব, মানে প্রায় স-অ-অ-ব পাওয়া যায়। যথাঃ লাউ, উচ্ছে, ইলিশ ইত্যাদি। সেখানে ফ্রোজেন দোসা, ইডলি আজকাল রাখে।
Paramita | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:১২ | 63.82.71.141
মিঠুর প্রশ্নটা কেউ বুঝিয়ে দাও পিলিজ।
পাল্লিন, থ্যাংকু। নিশ্চয়ই দরকার হলে বলবো। তোমার দেওয়া ঐ গাড়ির ভদ্রলোকের নম্বরটা টুকে রেখেছি। আমরা একসঙ্গে পুরো দলবল গিয়ে পড়ছি তাই একটু চিন্তা। তারপর আবার এক দু হপ্তার মধ্যেই জয়েন করে যেতে হবে দুজনকেই।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন